ষড়যন্ত্রের বেড়াজালে সরকার? আনসার ও পল্লী বিদ্যুতের নেপথ্যে আসল যে ঘটনা।

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • ষড়যন্ত্রের বেড়াজালে সরকার? আনসার ও পল্লী বিদ্যুতের নেপথ্যে আসল যে ঘটনা।
    অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ
    চেয়ারম্যান, জানিপপ।
    এডঃ সাইয়্যেদ মামুন মাহবুব
    সাধারণ সম্পাদক, এসসিবিএ কনস্টিটিউশন প্রিজার্ভেশন কমিটি।
    মেজর সাইফুল ওয়াদুদ (অবঃ)
    নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক।
    মেজর রেজাউল করিম রেজা (অবঃ)
    নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক।
    রাজন কুমার দাস
    প্রধান সমন্বয়ক, পল্লী বিদ্যুৎ কর্মচারী আন্দোলন।
    এম আর তুহিন
    সমন্বয়ক, আনসার আন্দোলন।

КОМЕНТАРІ • 578

  • @NazmaBegum-g7x
    @NazmaBegum-g7x 17 днів тому +20

    চমৎকার এবং সুন্দর একটা আলোচনা ছিল শুধু আনছার ভাইদের আলোচনা ছাড়া

  • @s.mmijanurrahman6954
    @s.mmijanurrahman6954 17 днів тому +23

    আনসার দের কথা শেষ করেন। ওদের বিলুপ্ত করা হক, সচিবালয় ঘেরাও করে রাষ্ট্র দৌহিতার কাজ করেছে। ওদের আইনের আওতায় আনা হক

  • @SaifEzzy-xj3ye
    @SaifEzzy-xj3ye 17 днів тому +39

    আনসার বাহিনী বিলুপ্ত ঘোষণা করা হোক

  • @MdSaiful-cs9ur
    @MdSaiful-cs9ur 17 днів тому +34

    ঐ আনসারের কথা মধ্যে রহস্যে ভরা।

  • @MahmudulHasan-yy1xz
    @MahmudulHasan-yy1xz 17 днів тому +47

    আনসার তো দুর্যোগে সাহায্য করার জন্য, দুর্যোগে মহাসমাবেশ করার জন্য না।

  • @user-gn5sd3ey3m
    @user-gn5sd3ey3m 17 днів тому +10

    সত্যি বলেছেন স্যার, তারা এই সময়টা বেঁচে নেওয়া উচিৎ হয়নি ৷

  • @shajibhussain1551
    @shajibhussain1551 17 днів тому +6

    আলোচনা অনেক সুন্দর হয়েছে। এরকম সুন্দর ভাবে সবাই আলোচনা করে সব সমস্যার সমাধান করা সম্ভব

  • @CALIXBD1
    @CALIXBD1 17 днів тому +12

    পল্লী বিদ্যুৎ ভাইদের বলবো আপনারা প্রথমেই সমন্নয়কারিদের সহযোগিতা নিন এবং তাদের মাধ্যমে স্টেপ বাই স্টেপ এগিয়ে যান সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ............

    • @afrozsumon8195
      @afrozsumon8195 17 днів тому

      উচ্চ বদস্তদের দূর্নীতি র বিরুদ্ধে লড়াই করুন

  • @user-bi4cp5ws1k
    @user-bi4cp5ws1k 17 днів тому +5

    আনসার সদস্যদের এতো দাবী গত ১৫ বছর কোথায় ছিলো ?

  • @user-jj1bp2tj7r
    @user-jj1bp2tj7r 17 днів тому +4

    আমি মনে করি এগুলোর সুত্রপাত পুলিশ থেকে যে পুলিশ চাকর কর্মক্ষেত্রে আসেনি তাদেরকে বরখাস্ত না করায়।

  • @kaiumchoudhury6518
    @kaiumchoudhury6518 17 днів тому +3

    পল্লী বিদ্যুৎ বোর্ডে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আছেন, আমার মনে হচ্ছে দেশের সাধারণ জনগণকে আপনাদের পাশে পাবেন, তার আগে আমার একটা অনুরোধ রইলো, আপনারা গনো ছুটিটা প্রত্যাহার করুন।

    • @racer2123-dx6fv
      @racer2123-dx6fv 11 днів тому

      আর এই রাজন,আওয়ামী সমর্থক

  • @SaifEzzy-xj3ye
    @SaifEzzy-xj3ye 17 днів тому +21

    এদের কে আইনের আওতায় আনা হোক।
    এই বাহিনীকে বিলুপ্ত করা হোক।

  • @mhApon-p9j
    @mhApon-p9j 17 днів тому +3

    সাগর ভাই আমি সকল আনসার ভাইদের প্রতি শ্রাদ্ধ এবং সম্মান রেখেই বলছি। আনসার বাহিনী দিয়ে যদি রাষ্ট্রের উপকার হয় দুই টাকা, তা হলে এদের পেছনে দুই হাজার টাকা রাষ্ট্র কেনো খরচ করবে? রাষ্ট্রে এদের প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু তা কতখানি? চাকরি নেওয়ার সময় এরা জানতো এটা সরকারি না, সব জেনেই চাকরিতে প্রবেশ করে এখন কেনো এ ধরনের অন্যায় করছে? দাবি জানাতে পারে, কিন্তু সেটার সিদ্ধান্ত ছেড়ে দিতে হবে সরকারের কাছে৷ জোড় করে আদায়ের চেষ্টা অন্যায়

  • @mdcompiotarkokon
    @mdcompiotarkokon 17 днів тому +11

    বন্ধু ওয়াদুদ আমার মনের কথাগুলো তোমার যৌক্তিক আলোচনায় ফুটে উঠল, তোমাকে ধন্যবাদ (ওমর ফারুক বাবলু)

  • @user-gn5sd3ey3m
    @user-gn5sd3ey3m 17 днів тому +6

    সাগর ভাই আমি নিযেও এই পল্লীবিদ্যুৎ তে একজন লাইন ম্যান হিসাবে ১৯৯১থেকে ১৯৯৮প্রর্যন্ত কাজ করেছি ঐ যা বলেছে তা শতভাগ সত্যি ৷

  • @idrisallisk.
    @idrisallisk. 17 днів тому +8

    দেশে এই ক্লান্তি লগ্নে মানুষের হাহাকার সেই সময় একটা দাবি ওরা মানুষ না সাগর ভাই

    • @monikaaktermukta6145
      @monikaaktermukta6145 17 днів тому

      সাম্প্রতিক পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন গণছুটিতে যাবেন এই ধরনের একটা নিউজ এবং কিছু ভুল তথ্য সাধারণ ছাত্র জনতার মধ্যে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে কিছু কথা বলা এবং দেশবাসীকে বিষয়টা বুঝিয়ে বলা প্রায় জরুরি হয়ে গিয়েছে।
      👇
      পল্লী বিদ্যুৎ একটি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান। সারাদেশে ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতি আছে যারা প্রায় ১৪ কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহ করে থাকে অর্থাৎ পুরো দেশের ৮০% মানুষের সেবায় নিয়োজিত পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা কর্মচারী। সারাদেশে বৈরী আবহাওয়া অর্থাৎ ঝড়-বৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি সহ সকল প্রাকৃতিক দুর্যোগেই পল্লী বিদ্যুৎ সমিতির প্রান্তিক পর্যায়ের কর্মচারীরা হাড়ভাঙা পরিশ্রম করে দেশের মানুষকে বিদ্যুৎ সরবরাহ করে আসছেন। এত এত পরিশ্রম, এত ত্যাগের পরেও সাধারণ গ্রাহকদের কাছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বাহবা বা সম্মান পাচ্ছেন না।
      এর পিছনে কারণ কি জানেন?
      কারণ তাদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড, বিআরইবি।
      পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন মাঠ পর্যায়ে কাজ করলেও বিদ্যুৎ সরবরাহ চালনা করার জন্য প্রয়োজনীয় সকল মালামাল সরবরাহ করে বিআরইবি।
      এসব মালামাল অতি নিম্নমানের বিধায় ঘন্টার পর ঘণ্টা লাইন ফল্ট, বিদ্যুৎ বিভ্রাট, ভুতুড়ে বিল সহ গ্রাহক হয়রানি বৃদ্ধি পাচ্ছে।
      তাছাড়া যেসব লাইনম্যানগণ সরাসরি বৃষ্টি-ঝড়, দুর্যোগে একেবারে প্রান্তীক পর্যায়ে হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন আপনার ঘরে বিদ্যুৎ পৌঁছায় সেই লাইনম্যানদের চাকুরী ইচ্ছাকৃতভাবে নিয়মিত পদকে চুক্তিভিত্তিক বানিয়ে রেখেছে এবং লাইনম্যান নিয়োগ না দিয়ে ইচ্ছাকৃতভাবে লোকবল সংকট রেখেছে। এর ফলে একবার বিদ্যুৎ বিভ্রাট হলে তা চালু হতে দীর্ঘ সময় ব্যয় হয়। ফলে গ্রাহক ভোগান্তি দীর্ঘ হচ্ছে।
      এসব ঘটনায় গ্রাহকের কাছে জবাবদিহি করতে হয় সমিতির লোকদের।
      পক্ষান্তরে যারা এসবের মুল কারিগর তথা বিআরইবি থাকে ধরাছোঁয়ার বাইরে থাকে।
      দীর্ঘ ৪৭ বছর ধরে যমে থাকা এসব অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেয় পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য থেকে মুক্তিকামী সাধারণ জনতা। অনেকেই বলতেছেন সরকার পতনের পর ষড়যন্ত্রের অংশ হিসেবে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা আন্দোলনের ডাক দিয়েছে। অথচ তাদের আন্দোলন সাধারণ মানুষকে উন্নত সেবা প্রদানের আন্দোলন যা বিগত সরকারের আমল থেকেই হচ্ছে।

  • @younusmridha7649
    @younusmridha7649 17 днів тому +11

    একে গ্রেফতারপূর্বক ডিম থেরাপি দেওয়া হোক ।

  • @md.sharifulislam2493
    @md.sharifulislam2493 17 днів тому +14

    আনসার সদস্যদের কোন অবদান নাই। তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে নিষিদ্ধ করা উচিত।

  • @MdAbdulKhalek-ws8dx
    @MdAbdulKhalek-ws8dx 17 днів тому +4

    পোষাক পড়ে আন্দোলন করতে পারে না। এটা বিদ্রোহ।

  • @SaifulIslam-uo9ji
    @SaifulIslam-uo9ji 17 днів тому +3

    ছাত্ররা যদি বিপ্লব না ঘটাতো আপনারা সচিবালয়ে না ঢাকার ভিতরেও ঢুকতে পারতেননা এই বিষয়টা মাথায় রাখতে হবে তুহিনকে বলছি

  • @kamrulkhan5721
    @kamrulkhan5721 17 днів тому +3

    আনসার গুলো দেশদ্রোহী হয়ে গেছে। আমি ছাত্রদের পক্ষে।
    আনসার বিলুপ্ত করা হোক,আমি প্রবাসী।

  • @MDEarsad-u1g
    @MDEarsad-u1g 17 днів тому +3

    দাবি কি মামার বাড়ির আবদার চাইলে সাথে সাথে পাওয়া যাবে

  • @MoniraAkter-wc3yu
    @MoniraAkter-wc3yu 17 днів тому +13

    এখানে কথা বলতেছে যে ও্যায়ারিং পরিদর্শক সালাম জাবেদ উনি স্বজনপ্রীতির মাধ্যমে চাকরি নিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতিতে। এই সালাম জাবেদ আরইবির সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন আহমদ এর ভাগ্নে। এ নিয়ে তালাশে সংবাদ প্রচার হয়েছিল।

  • @sylhetysumel5339
    @sylhetysumel5339 17 днів тому +2

    আনসার বাহিনী যে কম শিক্ষিত সেটা আজকের টকশোতে বুঝালাম 😊

  • @greennaturesandwich
    @greennaturesandwich 17 днів тому +6

    আপনাদের নিয়োগে প্রঙ্গাপনে কি জাতীয়করন লিখা ছিল? আপনারা তো অস্থায়ী নিয়োগ জেনেই যোগ দিয়েছেন? তাহলে কেন রাস্তায় নামলো?নিয়োগ নিতির বাইরে যারাই আন্দোলন করবে তাদের প্রতিহত করা হবে।

  • @msirajullah4295
    @msirajullah4295 17 днів тому +2

    এই আনচার বাহিনি বিগত ষোল বছর কি ঘুমিয়ে ছিল?

  • @ShahnewajNihan-gy4ub
    @ShahnewajNihan-gy4ub 17 днів тому +4

    অবরোধ তো ঠিক ছিল।কিন্তু ছাত্রদের আহত করল কেন?ছাত্ররা তো আর মারতে আসে নি।আর প্রথমে এত ছাত্র সচিবালয়ে ছিল না।

    • @omarkhandaker1000
      @omarkhandaker1000 17 днів тому

      তারপর আবার হাসানাত আব্দুল্লাহ কে ঘেরাও করছিলো। যার কারণে ছাত্ররা গেছে।

  • @MdAjam-gx8qb
    @MdAjam-gx8qb 17 днів тому +4

    আনছারদের যখন নিয়োগ দেয়া হয় তখন কিছু শর্ত থাকে। শর্ত গুলি মেনে আনছার রা তাদের কাজে যোগদান করেন। তাহলে জাতীয় করনের দাবি আসে কেন।

  • @user-uh4my7jz8o
    @user-uh4my7jz8o 17 днів тому +3

    ফেইস দ্যা পিপল এর উদ্যোগ খুব ভালো লাগলো।

  • @dalimsarkar4141
    @dalimsarkar4141 17 днів тому +6

    সাগর ভাই এ আনসার সুরারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল

  • @hazerarina1671
    @hazerarina1671 17 днів тому +6

    ১৫ বছরে তাদের দাবী কোথায় ছিল? It’s not the time for putting their demand.

    • @monikaaktermukta6145
      @monikaaktermukta6145 17 днів тому

      সাম্প্রতিক পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন গণছুটিতে যাবেন এই ধরনের একটা নিউজ এবং কিছু ভুল তথ্য সাধারণ ছাত্র জনতার মধ্যে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে কিছু কথা বলা এবং দেশবাসীকে বিষয়টা বুঝিয়ে বলা প্রায় জরুরি হয়ে গিয়েছে।
      👇
      পল্লী বিদ্যুৎ একটি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান। সারাদেশে ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতি আছে যারা প্রায় ১৪ কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহ করে থাকে অর্থাৎ পুরো দেশের ৮০% মানুষের সেবায় নিয়োজিত পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা কর্মচারী। সারাদেশে বৈরী আবহাওয়া অর্থাৎ ঝড়-বৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি সহ সকল প্রাকৃতিক দুর্যোগেই পল্লী বিদ্যুৎ সমিতির প্রান্তিক পর্যায়ের কর্মচারীরা হাড়ভাঙা পরিশ্রম করে দেশের মানুষকে বিদ্যুৎ সরবরাহ করে আসছেন। এত এত পরিশ্রম, এত ত্যাগের পরেও সাধারণ গ্রাহকদের কাছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বাহবা বা সম্মান পাচ্ছেন না।
      এর পিছনে কারণ কি জানেন?
      কারণ তাদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড, বিআরইবি।
      পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন মাঠ পর্যায়ে কাজ করলেও বিদ্যুৎ সরবরাহ চালনা করার জন্য প্রয়োজনীয় সকল মালামাল সরবরাহ করে বিআরইবি।
      এসব মালামাল অতি নিম্নমানের বিধায় ঘন্টার পর ঘণ্টা লাইন ফল্ট, বিদ্যুৎ বিভ্রাট, ভুতুড়ে বিল সহ গ্রাহক হয়রানি বৃদ্ধি পাচ্ছে।
      তাছাড়া যেসব লাইনম্যানগণ সরাসরি বৃষ্টি-ঝড়, দুর্যোগে একেবারে প্রান্তীক পর্যায়ে হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন আপনার ঘরে বিদ্যুৎ পৌঁছায় সেই লাইনম্যানদের চাকুরী ইচ্ছাকৃতভাবে নিয়মিত পদকে চুক্তিভিত্তিক বানিয়ে রেখেছে এবং লাইনম্যান নিয়োগ না দিয়ে ইচ্ছাকৃতভাবে লোকবল সংকট রেখেছে। এর ফলে একবার বিদ্যুৎ বিভ্রাট হলে তা চালু হতে দীর্ঘ সময় ব্যয় হয়। ফলে গ্রাহক ভোগান্তি দীর্ঘ হচ্ছে।
      এসব ঘটনায় গ্রাহকের কাছে জবাবদিহি করতে হয় সমিতির লোকদের।
      পক্ষান্তরে যারা এসবের মুল কারিগর তথা বিআরইবি থাকে ধরাছোঁয়ার বাইরে থাকে।
      দীর্ঘ ৪৭ বছর ধরে যমে থাকা এসব অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেয় পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য থেকে মুক্তিকামী সাধারণ জনতা। অনেকেই বলতেছেন সরকার পতনের পর ষড়যন্ত্রের অংশ হিসেবে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা আন্দোলনের ডাক দিয়েছে। অথচ তাদের আন্দোলন সাধারণ মানুষকে উন্নত সেবা প্রদানের আন্দোলন যা বিগত সরকারের আমল থেকেই হচ্ছে।

  • @s.mkamrulahsan3900
    @s.mkamrulahsan3900 17 днів тому +4

    যে আনসার দুর্যোগে জনগনের পাশে না থেকে আন্দোলন এ নামলো এটি আমরা জনগন কখনোই ভালো ভেবে নিতে পারবো না।

  • @Ti-gy9vp
    @Ti-gy9vp 17 днів тому +1

    Thanks Mr. Saifur and all participants for presenting a logical, fair & successful discussion.
    Mr. Saifur, carry on your contribution.

  • @MdSaiful-cs9ur
    @MdSaiful-cs9ur 17 днів тому +2

    আমি মনে করি বর্তমানে যারাই দাবি নিয়ে আন্দোলন করবে তারা দেশের জনগণের ভাল চায়না।

  • @akmhaque550
    @akmhaque550 17 днів тому +1

    Thank you Sir for your beautiful discussion and constructive voice. May Allah grant you long life and good health. Keep your voice , Ameen.

  • @taslimabegum2057
    @taslimabegum2057 17 днів тому +3

    পল্লী বিদ্যুত উন্নয়ন বোর্ডের ভাইদের প্রতি শুভকামনা রইলো

  • @noornabi3457
    @noornabi3457 17 днів тому +3

    সাগর ভাই আনসার বাহিনী যে আওয়ামী চক্র এটা সবাই জানে, আমি মনে করি আনসার বাহিনীকে নিষিদ্ধ করা হোক,পল্লী বিদ্যুতের স্বৈরাচার বাহিনীর যে কর্মচারী আছে তারাই এ সমস্ত কথা বলতে পারে, তারা চলে গেলে অসুবিধা নাই বাংলাদেশের মানুষ পল্লী বিদ্যুৎ চালাবে

    • @Towa_Hridoye_Bangladeshh4o
      @Towa_Hridoye_Bangladeshh4o 17 днів тому

      চলেন ভাই দুইজন একসাথে প্রস্তুত হই

  • @user-bi6de2dq9p
    @user-bi6de2dq9p 17 днів тому +8

    চুক্তি থেকে মুক্তি চাই। নিয়মিত চাকরি চাই।
    বৈষম্য নিপাত যক।
    পল্লী বিদ্যুৎ মুক্তি পাক।

    • @AzharulIslamm
      @AzharulIslamm 17 днів тому +3

      পল্লী বিদ্যুতের কর্মচারীরা এতদিন কি করছিল। একটা সরকার নতুনের ক্ষমতায় বসেছে দেশের অর্থনীতি খাদের কিনারে এইগুলো সিচুয়েশন বুঝতে হবে।

    • @user-bi6de2dq9p
      @user-bi6de2dq9p 17 днів тому

      @@AzharulIslammআপনার প্রশ্নের উত্তর 👇
      পল্লী বিদ্যুৎ এর আন্দোলন আজকের নয় । আরইবি এর সীমাহীন দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতির এর বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে জানুয়ারি/২৪ হতে স্মারক লিপি দিয়ে । এর ধারাবাহিকতায় গত মে/২৪ মাসে ৫দিন কর্মবিরতি পালন করে। বিদ্যুৎ বিভাগের মধ্যস্থতায় ১৫দিনের মধ্যে আলোচনা ও সমাধানের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয় কিন্তু বিদ্যুৎ সচিব আরইবি আন্দোলনকে জামায়াত বিএনপির ষড়যন্ত্র বলে আর কোন আলোচনা হয় নি । এর পর ঘুর্নিঝড় রিমেলে এর কারনে গত১জুলাই আবার জোরালোভাব কর্মসূচি গ্রহণ করা হয় । টানা ১০দিন কর্মবিরতি পালন করার পর আবারো বিদ্যুৎ বিভাগের মধ্যস্থতায় আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতি একিভুত করনে কমিটি গঠন ও হয়রানি না করার শর্তে আন্দোলন স্থগিত করা হয়। কিন্তু ছাত্র আন্দোলন যখন তুঙ্গে চারদিকে যোগাযোগ বিচ্ছিন্ন তখন আরইবি হয়রানি মুলক ভাবে কিছু কর্মকর্তা কর্মচারীদের বদলী করেন । বদলির আদেশ স্থগিত করার জন্য অনুরোধ করা হলে তারা স্থগিত না করে চাকুরীচ্যুতির ভয় দিয়ে চিঠি দেন । ফলে গত ৮আগষ্ট সারা বাংলাদেশ হতে কর্মকর্তা কর্মচারীরা আরইবিতে যায় । সেদিনও সেনাবাহিনীর উপস্থিতিতে বদলির আদেশ স্থগিত সহ বিভিন্ন ধরনের আশ্বাস দিল দেশের অবস্থা বিবেচনা করে কাজে যোগদান করেন। গত ২২আগষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি আরইবি ও মন্ত্রনালয়ের সমন্বয়ে গঠিত আরইবি পল্লী বিদ্যুৎ সমিতি একিভুত করন কমিটির সভা ডাকা হলেও আরইবি কোন প্রতিনিধি না থাকায় আলোচনা সভা ভন্ডুল হয়ে যায়। এখানে মন্ত্রণালয়েরও উদাসিনতা লক্ষ্য করা যায়। কিন্তু ৮তারিখের সেই আশ্বাস এখনো বাস্তবায়ন নাই । এই কারনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা এবার ৭২ঘন্টার সময় বেঁধে দিয়েছেন। ৭২ ঘন্টা পার হওয়ার পর নতুন কর্মসূচি হিসেবে গনছুটির পরিকল্পনা আছে । এর আগে সমস্যা সমাধান হলে এটা বাস্তবায়ন করার প্রয়োজন হবেনা । আগের সরকার এদেরকে জামায়াত বিএনপির টেগ দিয়েছিল এখন পতিত ফ্যাসিস্ট সরকারের এজেন্ট টেগ দেওয়া হচ্ছে। এই টেগিং কালচার হতে দেশকে মুক্ত না করলে পরিবর্তন আসবে না।

    • @arifulkhan5841
      @arifulkhan5841 17 днів тому +1

      ​@@AzharulIslammআন্দোলন জানুয়ারি থেকে। না জেনে এক জায়গায় নাক ঢুকান কেনো??

    • @zahidabegum8061
      @zahidabegum8061 17 днів тому

      @@arifulkhan5841আপনারা কি বুজতেছেন না এই সরকরা একটা অস্থায়ী সরকার এরা আসছে কত দিন হল ? বন্যায় দেশের অবস্থা কি বুজতে পারছেন ?

    • @showkatislam6557
      @showkatislam6557 17 днів тому

      সবার আগে হিসাব নিব, গত ১৫ বছরে গোপালী কত হাজার লোক পল্লী বিদু্ৎ তে

  • @funnykidding8449
    @funnykidding8449 17 днів тому +1

    এতো সমস্যা ১৫ বছর কোথায় ছিল। নতুন সরকারকে সময় দিতে হবে এতো তারা হুরা করলে সরকার কাজ করবে কিভাবে। আসুন আমরা সবাই মিলে মিশে সরকার কে সমর্থন করি। জাঝাকাললাহু খাইরান ।

  • @alialihaideraplu8982
    @alialihaideraplu8982 17 днів тому +3

    তুহিনের কথায় গাবলা আছে

  • @yopaer
    @yopaer 17 днів тому +4

    ওরা বার বার অস্ত্র এর ভয় দেখাচ্ছে।

  • @mfhfiroz957
    @mfhfiroz957 17 днів тому +2

    সাইফুল ভাই কি সব পাগল নিয়ে আসেন এই আনসার গুলোকে কেন আনছেন? এদের কথা শুনলে মেজাজ খারাপ হয়ে গেছে

  • @syedmajharulislam522
    @syedmajharulislam522 17 днів тому +2

    পল্লী বিদ্যুৎ এর কথা গুলো 100%সত্য

  • @AbdulJalil-ve9cp
    @AbdulJalil-ve9cp 17 днів тому +9

    15 বছর আনসার বাহিনীর দাবি কোথায় ছিল।

  • @NazmaBegum-g7x
    @NazmaBegum-g7x 17 днів тому +1

    পল্লি বিদ্যুৎ ভাইরা যে বক্তব্য দিলেন আমার খুব ভালো লেগেছে তবে হা আমি চাই ভাই আপনারা দুই জন স্যারদের কথামতো নতুন যে স্যার আসছেন উনার সাথে কথা বলুন আমি ব্যাক্তিগত ভাবে অনুরোদ করছি

  • @MahmudulHasan-yy1xz
    @MahmudulHasan-yy1xz 17 днів тому +4

    এখন কেন? এই দুর্যোগ এ কেন?ওরা ট্রেনিং করা,ওদের কাজ কে করবে?

  • @tarhanaakhtar8069
    @tarhanaakhtar8069 17 днів тому +3

    বন্যার এই ভয়াবহ অবস্থায় এই রকমের আন্দোলন লজ্জাজনক।সাহায্যকারীদের এই কি আচরণ?

  • @toolboxbd007
    @toolboxbd007 17 днів тому +3

    এই তুহিন কে সবার আগে বাদ দিতে হবে

  • @nasuhaforyou6882
    @nasuhaforyou6882 17 днів тому +2

    আনসারদের দেখে অন্য সবার শিক্ষা নেয়া উচিৎ, আপাতত যেন কেউ আর দাবী নিয়ে না আসে

  • @mothurrohman4588
    @mothurrohman4588 17 днів тому

    ভাই এখনো সময় আছে,,,আপনারা অসহায় মানুষের পাশে দাড়ান,,,জনগনের মনে জায়গা করে নেন, আমরা সবাই সাথে চলতে চাই,,,

  • @daudsh5734
    @daudsh5734 17 днів тому +3

    আনসার বাতিল করা হোক। এরা দেশের কোনো কাজে আসে না। তারা শুধু ঘুষ খায়।

  • @brightvishon
    @brightvishon 17 днів тому +2

    গত পনের বছর কোথায় ছিল এরা।এদের পনের বছর সশ্রম কারাডন্ড দেওেয়া দরকার

  • @akmhaque550
    @akmhaque550 17 днів тому

    Thank you Maj.Reza. your discussion is very very constructive, I must appreciate . Thank you again May Allah bless you and keep your voice all the times

  • @internationaldisabled99
    @internationaldisabled99 17 днів тому +1

    ১৬ বছর বিভিন্যভাবে দুর্নিতি করে আসছিল সবাই কিন্তু হঠাৎ করে সেই পথ বন্ধ হয়ে যাচ্ছে। সম্ভবত এটাই মেনে নিতে পারছে না সবাই আর তাই এমন হচ্ছে। সরকারের উচিত তাদের সকলকে স্থায়িভাবে বর্খাস্ত করা এবং দ্রুততম সময়ে নতুন নিয়োগ নিশ্চিত করা।

    • @monikaaktermukta6145
      @monikaaktermukta6145 17 днів тому

      সাম্প্রতিক পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন গণছুটিতে যাবেন এই ধরনের একটা নিউজ এবং কিছু ভুল তথ্য সাধারণ ছাত্র জনতার মধ্যে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে কিছু কথা বলা এবং দেশবাসীকে বিষয়টা বুঝিয়ে বলা প্রায় জরুরি হয়ে গিয়েছে।
      👇
      পল্লী বিদ্যুৎ একটি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান। সারাদেশে ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতি আছে যারা প্রায় ১৪ কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহ করে থাকে অর্থাৎ পুরো দেশের ৮০% মানুষের সেবায় নিয়োজিত পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা কর্মচারী। সারাদেশে বৈরী আবহাওয়া অর্থাৎ ঝড়-বৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি সহ সকল প্রাকৃতিক দুর্যোগেই পল্লী বিদ্যুৎ সমিতির প্রান্তিক পর্যায়ের কর্মচারীরা হাড়ভাঙা পরিশ্রম করে দেশের মানুষকে বিদ্যুৎ সরবরাহ করে আসছেন। এত এত পরিশ্রম, এত ত্যাগের পরেও সাধারণ গ্রাহকদের কাছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বাহবা বা সম্মান পাচ্ছেন না।
      এর পিছনে কারণ কি জানেন?
      কারণ তাদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড, বিআরইবি।
      পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন মাঠ পর্যায়ে কাজ করলেও বিদ্যুৎ সরবরাহ চালনা করার জন্য প্রয়োজনীয় সকল মালামাল সরবরাহ করে বিআরইবি।
      এসব মালামাল অতি নিম্নমানের বিধায় ঘন্টার পর ঘণ্টা লাইন ফল্ট, বিদ্যুৎ বিভ্রাট, ভুতুড়ে বিল সহ গ্রাহক হয়রানি বৃদ্ধি পাচ্ছে।
      তাছাড়া যেসব লাইনম্যানগণ সরাসরি বৃষ্টি-ঝড়, দুর্যোগে একেবারে প্রান্তীক পর্যায়ে হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন আপনার ঘরে বিদ্যুৎ পৌঁছায় সেই লাইনম্যানদের চাকুরী ইচ্ছাকৃতভাবে নিয়মিত পদকে চুক্তিভিত্তিক বানিয়ে রেখেছে এবং লাইনম্যান নিয়োগ না দিয়ে ইচ্ছাকৃতভাবে লোকবল সংকট রেখেছে। এর ফলে একবার বিদ্যুৎ বিভ্রাট হলে তা চালু হতে দীর্ঘ সময় ব্যয় হয়। ফলে গ্রাহক ভোগান্তি দীর্ঘ হচ্ছে।
      এসব ঘটনায় গ্রাহকের কাছে জবাবদিহি করতে হয় সমিতির লোকদের।
      পক্ষান্তরে যারা এসবের মুল কারিগর তথা বিআরইবি থাকে ধরাছোঁয়ার বাইরে থাকে।
      দীর্ঘ ৪৭ বছর ধরে যমে থাকা এসব অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেয় পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য থেকে মুক্তিকামী সাধারণ জনতা। অনেকেই বলতেছেন সরকার পতনের পর ষড়যন্ত্রের অংশ হিসেবে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা আন্দোলনের ডাক দিয়েছে। অথচ তাদের আন্দোলন সাধারণ মানুষকে উন্নত সেবা প্রদানের আন্দোলন যা বিগত সরকারের আমল থেকেই হচ্ছে।

  • @almamun1025
    @almamun1025 17 днів тому +1

    আনসার সমন্বয়ক এর কথার মধ্যে সমস্যা আছে। একবার বলে সবাই এক ছিল আবার বলে কিছু লোক দুষ্কৃতি করেছে।

  • @HazratAli-ti3wz
    @HazratAli-ti3wz 17 днів тому +1

    আনসার ভাইদের এরকম কাজ দেখে খুবই কষ্ট পেয়েছি, আনসার ভাইদের কাজ দেখে অমানবিক মনে হয়েছে

  • @mohammadsaifulislammohamma6329
    @mohammadsaifulislammohamma6329 17 днів тому +4

    যারা পল্লী বিদ্যুৎ নিয়ে কাজের সময় কোন বিলম্বিত ধরলে ওদেরকে ফাঁসি দিতে হবে

    • @DabidMilar-o5v
      @DabidMilar-o5v 17 днів тому

      চাকুরী হারাবে নিশ্চিত

  • @mamunrashid2514
    @mamunrashid2514 17 днів тому

    Sir right khotha bolecen thanks sir

  • @md.sharifulislam2493
    @md.sharifulislam2493 17 днів тому +2

    আনসারা ১৬ বছরে সরকারের কাছে দাবি না করে একদিনে চাকরি জাতীয় করন করতে চায়। এরেকে ছাটাই করে নতুন করে নিয়োগ দেওয়া উচিৎ।

  • @rabayashirin5364
    @rabayashirin5364 17 днів тому +2

    বাংলাদেশের সকল সরকারী প্রতিষ্ঠানে আনসার সদস্য আছে বিশেষ করে হাসপাতালে টাকা ছাড়া এরা কথা বলে না আর মানুষের সাথে অনেক খারাপ আচরণ করে।

  • @nurulhoque5543
    @nurulhoque5543 17 днів тому +2

    Tuhin is not going to comedown without hot eggs.

  • @syedmajharulislam522
    @syedmajharulislam522 17 днів тому +1

    আনসার দের কথা ধৈর্য হারিয়ে ফেলেছি

  • @khanmasrur5427
    @khanmasrur5427 17 днів тому +2

    আনসারদের উদ্দেশ্য ভালো ছিল না . সরকারের বিপদে ফেলানোর জন্যই

  • @user-ji8tb5vk3w
    @user-ji8tb5vk3w 17 днів тому +1

    দাবিগুলো খুবই যৌক্তিক কিন্তু এই সময়ে এইসব কর্মকাণ্ড করা খুবই দুঃখজনক আমার মনে হচ্ছে এ আন্দোলন তারাই করছে যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল আর না হয় এই সময়ে এইরকম কিছু করতো না

  • @ruliaashik3602
    @ruliaashik3602 17 днів тому +1

    Khubi valo laglo ei talk show. Darun vabe somossaar somadhaner poramorsho o alochona.

  • @jarin6733
    @jarin6733 17 днів тому +2

    এই আনসারদের বয়কট চাই

  • @TajirUddin-m1e
    @TajirUddin-m1e 17 днів тому

    শ্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ❤❤❤

  • @ShahAlam-cq9ex
    @ShahAlam-cq9ex 17 днів тому

    আলোচনার মাধ্যমে সমাধান করাই উত্তম।

  • @needbd
    @needbd 17 днів тому

    পল্লী বিদ্যুতের ভাইদের সাথে আমি একমত, এবং সেই সাথে একটি নিয়মতান্ত্রিক হয়ে আবার চেষ্টা করুন।

  • @OmarFaruk-xb7nh
    @OmarFaruk-xb7nh 17 днів тому

    Thanks you soo much sir and sagar bhai

  • @helalhossain3914
    @helalhossain3914 17 днів тому +2

    তুহিনের কথাই উদ্ভট,

  • @HumayunParvaz
    @HumayunParvaz 17 днів тому +2

    আনসার বাহিনী অতি উৎসাহী মনে হচ্ছে।

  • @akterakter4314
    @akterakter4314 17 днів тому

    Sagor vhai,Birtoman Sorkar Sorojontro korar Shojok kore dische,,Proper Action korte hobe bortoman Sorkar ke..this is the Right time, Rectify our country, And we need to reaction about India... 🇧🇩🇧🇩🇧🇩

  • @abusiad3169
    @abusiad3169 17 днів тому +1

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পল্লী বিদ্যুতের এই দুই ভাইকে যে পরামর্শটা দেওয়া হয়েছে উপরে মেনে যান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই আপনাদের পক্ষে আছি বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ

  • @xenonxihaan
    @xenonxihaan 17 днів тому +1

    জনাব রাজনের কথার প্রেক্ষিতে তদন্ত হোক। উনাদের চাকরি ফিরিয়ে দেয়া হোক

  • @s.mmijanurrahman6954
    @s.mmijanurrahman6954 17 днів тому +1

    পল্লী উম্নয়ন এর নিয়োগ প্রক্রিয়া নিয়া বলেন

  • @ZoynalAbedin-lh3dc
    @ZoynalAbedin-lh3dc 17 днів тому +3

    আনসার এর আন্দোলন আর পল্লী বিদ্যুৎ সমিতি এর আন্দোলন এক আন্দোলন নয়।

  • @SalimRana-ts9ys
    @SalimRana-ts9ys 17 днів тому +3

    শেখ হাসিনার কাছে কেন জানান নি?

  • @mdshahalam7104
    @mdshahalam7104 17 днів тому

    ১৫ বছর ধরে এই দাবি গুলো কোথায় ছিলো এরা এতোদিন সচিবালয় ঘেরাও করতে পারেনাই তখন গুলির ভয় ছিলো তাইনা

  • @AbdulBari-u6e
    @AbdulBari-u6e 17 днів тому

    মেহেদী হাসানকে আমি স্যালুট জানাই

  • @syedmajharulislam522
    @syedmajharulislam522 17 днів тому

    আনসার এবং পল্লী এর আন্দোলন সম্পুর্ণ আলাদা

  • @sashrhman2670
    @sashrhman2670 17 днів тому +2

    Students have power to even remove Dr Yunus
    Tuhin was complaining our students to Hasina’s student league with hockey sticks, knives and guns .. please stop this !

  • @rifathakonda9143
    @rifathakonda9143 17 днів тому

    বিদ্যুৎ অফিসের ভাইটি ভাল কথা বলেছেন। তাদের দাবি যুক্তিগত। কিন্তু ভাইকে আমি বলব একটু সময় দিবেন সরকারকে। আমরাও চাই বিদ্যুৎ বিভাগে ১০০% দুর্নীতিমুক্ত করতে হবে।

  • @MdAmir-zn2sd
    @MdAmir-zn2sd 16 днів тому +1

    আনসারদের উপর বহিরাগত সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদ জানাই।

  • @shalimakabir4074
    @shalimakabir4074 17 днів тому

    ষড়যন্ত্র চলছেই ওপার থেকেই, রুখতে হবেই ইনশা'আল্লাহ। এনজিও টাইপ হলেও উপদেষ্টার পরিষদের মধ্যেই কিছু অভিজ্ঞ আমলা দরকার। সাকিব আলী খান এর মতোই। নতুবা এতসব বিদ্রোহ ও ষড়যন্ত্র মোকাবিলা শুধুমাত্র "ছাত্র আন্দোলনের" দ্বারা সম্ভব না। আল্লাহ উদ্ধার করুন।

  • @user-uv7sx3dz7k
    @user-uv7sx3dz7k 17 днів тому

    Alhamdulillah.❤🤲🤲🤲🤲🤲

  • @HumayunParvaz
    @HumayunParvaz 17 днів тому +1

    সাগর ভাই কমেন্ট পড়বেন কি না জানিনা, আমার মনে হয়, সব আন্দোলনের মিডিয়া সাপোর্ট বন্ধ করা উচিত।বৃহৎ রাষ্টিয় স্বার্থে।

  • @SalimRana-ts9ys
    @SalimRana-ts9ys 17 днів тому +2

    এখন দাবি করার সময় নয়

  • @selimreza4039
    @selimreza4039 16 днів тому

    পল্লি বিদ্যুতে ভাইদের কথা ভাল লাগল ।

  • @friendspublichealthservice
    @friendspublichealthservice 17 днів тому +1

    আমার জিবনে যত বার সলিমুল্লাহ স্যারের টোকশো দেখেছি ততবারি গাড়িতে দেখেছি, এখন আমার প্রশ্ন তার বাসাতেকি গাড়ি সিস্টেম রুম করেছে নাকি তার গাড়ি হচ্ছে বাসা?

  • @rifathakonda9143
    @rifathakonda9143 17 днів тому +1

    এই যদি হয় আনসার লিডার এর কথাবার্তা তাইলে আর কি বলব। তারা নাকি চাইলেই অস্র নিয়ে আসতে পারত। আইনের লোক হয়ে বেআইনের কথা বলে।

  • @smkamaluddin8893
    @smkamaluddin8893 17 днів тому

    Very nice discuss

  • @thetruthseeker1234
    @thetruthseeker1234 17 днів тому

    ভাই গত ১৫ বছর কিংবা তারও আগে যেহেতু তারা এসব দাবি দাওয়া করেনাই তাহলে এই মুহূর্তে এসব দাবি করা অযৌক্তিক এবং বিশেষ উদ্দেশ্য প্রণীত।

  • @mdrabiulhaque4202
    @mdrabiulhaque4202 17 днів тому +1

    ওই যে আনসার, গাড়ির ভিতরে কথা বলছে, খুব সম্ভবতঃ ও স্বরযন্ত্রে লিপ্ত আছে।

  • @MdRemonmridha
    @MdRemonmridha 17 днів тому

    Wow mejor Reza❤ appreciate

  • @fullahmed6005
    @fullahmed6005 17 днів тому +6

    এইটা আনসার নয় আওয়ামী লীগ

    • @SongeetAnurag
      @SongeetAnurag 17 днів тому

      এদের কথা বার্তা শুনে এমনটাই মনে হচ্ছে।

  • @MDRashid-zf3gn
    @MDRashid-zf3gn 17 днів тому +1

    Ansar bahini should not demand anything at this time at all.

  • @dr.shahinrekha4054
    @dr.shahinrekha4054 10 днів тому

    রোকেয়া প্রাচী এর সাক্ষ্যাতকার লিখে ইউটিউব এ সার্চ দিলে পাওয়া যাবে।

  • @user-uv7sx3dz7k
    @user-uv7sx3dz7k 17 днів тому

    Good didisone ❤️❤️🤲🤲

  • @fawziaanwarava3301
    @fawziaanwarava3301 17 днів тому

    আমরা পল্লী বিদ্যুতের কর্মকর্তা/কর্মচারীরা দেশের সেবায় নিয়োজিত থাকতে চাই,,তবে আমাদের থাকার সুযোগ দিন।