অসাধারণ ছিল শেষটা, ভালোবাসা এমনই হওয়া উচিত। সেখানে হিংসা, ঘৃনা, অহংকার থাকা উচিত নয়। সেখানে থাকতে হয় জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে থাকার আকাঙ্ক্ষা, ইচ্ছা। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা।
আমর বয়স আনুমানিক 30-31 বছর চলছে আমার জীবনে দেখা যত নাটক টেলিফিল্ম দেখেছি তার চেয়ে সবচেয়ে বেশি মন কেড়েছে আমর এই নাটকটি। অনেক অনেক ধন্যবাদ পরিচালক স্যার আপনাকে এত সুন্দর একটি নাটক আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অনেক অনেক সুন্দর হয়েছে নাটকটি। নাটকটি আমি পর্যন্ত ১০ বার দেখেছি। নাটকটি খুবই ভালো লেগেছে আমাকে। ধন্যবাদ Irfan Sajjad ও Sadia Ayman কে এত সুন্দর অভিনয় করার জন্য। আমার আর বলার মতো ভাষা নেই স্যার। ধন্যবাদ Film Factory টিমকে। স্যার আমার অনুরোধ এই ধরনের নাটক আমাদেরকে আবার উপহার দিবেন। যিনি নাটকটা লিখেছেন তার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল ধন্যবাদ স্যার আপনাকে এতো সুন্দর একটি নাটকের গল্প লেখার জন্য।
আমি ভারতীয় হয়ে জন্মেছি বাংলা ভাষা আমার মাতৃভাষা বাংলা, আমার দেখা বাংলা দেশের নাটক গুলির মধ্যে ভাষা গঠনে এই নাটক টা অনেক এগিয়ে, সাহিত্যিক দের সম পর্যায়ে ভাষা গঠন।
Ami o cilm ay rashed ar moto taito aj o biye korini onk sndory Meyer offer ascilo tbo o asb r choke Lage nai . Taito aj cay jai Kore e huk Des teg Korte 😭
নাটকটা দেখে চোখে পানি চলে আসলো।জিবনের প্রথম প্রেম।আর প্রথম সংসার নষ্ট হয়ে যাওয়ার পরেও মনে থেকে ভুলা যায় না।সারাজীবন ঐ মানুষগুলোর কথা মনে পড়ে।আর দ্বিতীয় বার আমাদের মাঝে যে মানুষগুলো আসে তারা ভুল থাকে।তারা কখনোও সত্যি কারের ভালোবাসে না।কোনো না কোনো বাহানা খুঁজে ঠিক চলে যায়।ভালোবাসা সুন্দর যুদি মানুষটা সঠিক হয়
আমি একজন ভারতীয় নাগরিক হয়েও বাংলাদেশী নাটকের অনুরাগী হয়ে উঠেছি!!! মূলত এই চ্যানেলের যেকটা নাটক দেখেছি খুবই ভালো লেগে গেছে তাইতো Fil❤m Factory দেখেই নাটক দেখতে চলে এলাম!
কে ভাই আপনি আমার জীবনের গল্প পড়ে এ নাটক তৈরি করেছেন শুরু থেকে তিন মিনিট আগে পরযন্ত কিছুই বাদ দেওয়ার নাই এখন ও অপেক্ষার পৃহর গুনছি যেন শেষ তিন মিনিট মিলে যায় সবাই দোয়া করবেন i love you soniya ❤❤
নাটকটি দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না।শুরু থেকে ডিভোর্স পযন্ত পুরো টাই আমার সাথে মিল ছিল কিন্তু পরবর্তীতে আমরা যার যার মতো সংসার করতেছি।যদিও ও আমার আগে বিয়ে করে ফেলে ছিল।যেদিন ওর বিয়ের কথা শুনি সেই দিন থেকে আমার পুরো পৃথিবীটাই অসহায় লাগতো কি যে কষ্ট বুকে নিয়ে ছিলাম সেটা আমি জানি।দুই বাচ্চার মা হয়েছি তারপর ও তাকে ছেড়ে আসার কষ্ট আমাকে খুরে খুরে খায।এখনো তাকে আমি অনেক মিস করি চারিপাশে শুধু তাকিয়ে থাকি তাকে যেন শুধু আমি একটি বারের জন্য হলেও দেখতে পায়😢
অসাধারণ একটি নাটক। চরম বাস্তবতা ফুটে উঠেছে নাটকটিতে। অভিনয় যারা করেছেন সবাই যেন এক একজন জাত অভিনেতা। হারানো প্রেমের সুমধুর সৃতি নিজেকে ব্যাকুল করে তুললো। অসাধারণ।।।
নাটকটা ছিলো অসাধারণ, গল্পটা ছিলো বাস্তব মুখি, ভাষায় ছিল আবেগময়ী সুন্দর মাধুর্যে ভরপুর। আমার সাথে যারা একমত তারা সবাই লাইক দিন,,,,,, ❤❤️❤️️গল্পের লেখক এবং ️ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানের প্রতি রইলো ভালোবাসা অবিরাম ❤️❤️❤️
অনেক সুন্দর একটা নাটক। অবশেষে মেয়েটা একটা মাথা গোঁজার ঠাঁই পেল। যদিও বাস্তবে মেয়েটাকে আর ফিরে নিতো না। তবে এখানে ভালোবাসার জয় হয়েছে। আমি চাই বাস্তবটাও যেন এমন হয়।
শেষ প্রহরে তুমি খুবই আনকমন ইন্টেলিজেন্ট গল্প এবং ভালোবাসা মনোরঞ্জন অভিনয় ইরফান সাজ্জাদ ভাই এবং সাদিয়া আয়মান আপু। জুটি বেঁধে সত্যি অতুলনীয় সুন্দর অভিনয় করেছেন ধন্যবাদ😊
খুব সুন্দর একটা গল্প ❤ আমি একজন ভারতীয় 🇮🇳 নাটক হয় তো আমি দেখি না তবে ফেসবুক থেকে একটা ছোট্ট রিলস দেখে বাংলাদেশ এর নাটক দেখা শুরু করেছিলাম সেই যে শুরু হলো দেখতে দেখতে ৩টা বছর পার হয়ে গেলো। এই ৩টা বছর এ অনেক অনেক বাংলাদেশ এর নাটক দেখা হয়েছে 😊 ভবিষ্যতে আরও দেখব । আমি এক জন বাংলাদেশ এর নাটক এর খুব বড় ভক্ত❤ কাব্য কথার নাটক সেই রকম দেখা যায় না। তবে এই নাটক টা খুব সুন্দর লাগলো 👌 এই ধরনের নাটক উপহার দেয়ার জন্য লেখক ও নির্মাতা কে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা ❤ 10:01
আমি ৩৫ বছর আগে নাটোর গিয়েছিলাম ছাত্র জীবনে। আর যাওয়া হয়নি। নাটোরের পানতোয়া, বড় বড় পান আমি ঐ ছাত্র বয়সে বেশ উপভোগ করেছিলাম। নাটোরের আমার আত্মীয় স্বজনের আতীথেয়তা এখনো মনে পড়ে।
আমিও আমার দোষে ফেলে যাওয়া সেই ভালোবাসার মানুষ টাকে ১৩ বছর পর পেয়েছি মাঝে জীবনে এমন কোন কষ্ট বাকি ছিলো না যেটা করিনি কিন্তু ১৩ বছর পর সেই ফেলে যাওয়া লোকটাই আমার জীবনা সুন্দর করে দিল আললাহ ওনাকে হায়াত দরাজ করুক আর আমাকেও তাকে ভালোবেসে আগলে রাখার তৌফিক দান করুন
আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা। শেষ জীবন পর্যন্ত দুজন দুজনার হয়ে বেঁচে থাকুন। আল্লাহ আপনাদের আরও অনেক বেশি হায়াৎ দান করুন। সুস্থ রাখুন। আমিন 🥰
আসসালামু আলাইকুম আমি কেয়া যশোরের মেয়ে। আমি একজন ভয়েস এক্টর আমি বিভিন্ন লেখা আমার ভয়েজ দিয়ে উপস্থাপন করার চেষ্টা করি। নতুন কাজ করছি আপনারা সাপোর্ট করলে এগিয়ে যেতে পারবো। সবার সাপোর্ট চাই।
একদম আপু মেয়ের ই দোষ শশুর শাশুড়ি নিজে এনেও আমার সাথে কত কত খারাপ ব্যবহার করে এরচেয়ে বেশি তাও সহ্য করে যাচ্ছি এমন কি তাঁদের সেবা ও করি মেয়ের বেশি ego বাচ্চা নষ্ট করল ডিভোর্স ফাইল করল
এই গল্প গুলো নাটকেই মানায় জীবনতো আরও অনেক বেশি কঠিন এমন আর বাস্তবে কই🙂 ইংরেজিতে একটা লাইন আছে Life is more then drama 😌 নাটক কেবলি নাটক বাস্তবে তার কোন অস্তিত্ব নেই🙂
@@shahriaramin-en7do নাটকে মতো কিছু গল্প মানুষের জিবনে ঘটে চলে ,কিন্তু সে উপলব্ধি করতে পারেনা, মানুষে জিবনের সুরু থেকে শেষ পযন্ত জীবন কাহিনী যদি সারাংস আকারে লিখা হয় তাহলে তা নাটকের গল্পের মতো হয়। আমদের কিছু বলার আগে ভালভবে বুঝা উচিত।
আমি ভারতীয়। 37 বছর বয়সী একজন ব্যবসায়ী দুই কন্যা সন্তানের পিতা। ইদানিং বাংলাদেশি নাটক দেখতে খুব ভালোলাগে। আর সাদিয়া আয়মান আমার দেখা সেরা অভিনেত্রী।
প্রতিটা ভালবাসা হেরে যায় কারোনা কারো কাছে..হয়তো পরিবারের কাছে..ভালবাসা কখনো মরেনা থেকে যায় চোখের এক ফোটা অশ্রুর মাঝে হয়তো বা থাকে বুকের বাম পাশে ব্যথা হয়ে...😢😢😢😢
অসাধারণ ছিল শেষটা, ভালোবাসা এমনই হওয়া উচিত। সেখানে থাকতে হয় জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে থাকার আকাঙ্ক্ষা, ইচ্ছা। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা।😍😍😍😍😍😍
ভালোবাসা কখনোই শেষ হয় না কেবল অভিমানে অভিযোগে কষ্ট দেয়। পবিত্র ভালোবাসা বা প্রেমকে সত্যিকারের প্রেমিকরা এভাবেই সম্মান, শ্রদ্ধা ও নিজের করে নেয়। সত্যি অসাধারণ নাটক।
আমার জীবনে একজন আপনজনকে হারিয়েছি যদিও পাঁচ বছর অতিক্রম হয়েছে, পার্থক্য শুধু একটাই বিয়ে করিনি ভালোবেসেছিলাম অনেক যার জন্য এখনো আমি একা। জানিনা শেষ দেখা হয় কিনা আর কোনদিন জীবনে
নাটকটি মনোমুগ্ধকর ও এককথায় অসাধারণ, সাদিয়া দিদি ও ইরফান , জীবনের বাস্তব দিক তুলে ধরেছেন , ঈশ্বর কাছে প্রার্থনা ভালো থাকো, বিশেষ করে সেলিম রেজা দাদা অনেক অনেক শুভকামনা, সুন্দর একটি নাটক উপহার দেয়ার জন্য,,,
নাটকে সব অভিনয় গল্পের চরিএ মাএ। লেখকের বানানো অভিনয়ে তারা কাজ করে কার দোষ বেশি এটা ভেবে কষ্ট নিও না তোমরা। এই প্রথম কোন এক নাটকে কমেন্ট করলাম ভালো লাগলে লাইক দিও সবাই।
অসাধারণ একটি নাটক ভালোবাসার মানুষ দূরে চলে গেলে বোঝা যায় তাকে ছাড়া জীবনটা কতটা শূন্য এভাবে প্রতিটা ভালোবাসা পূর্ণতা পাক❤ যার কাছে গেলে সে ভালো থাকবে তার সাথে বার বার দেখা হোক
সত্যি ইরফান ভাইয়ার অভিনয় অসম্ভব সুন্দর ছিলো। বাস্তবে যদি এমন ভালোবাসা থাকতো তাহলে মনে হয় বিচ্ছেদ কারো হতো না। এমন ভালোবাসার মানুষ পাওয়াটাও ভাগ্যের বিষয় 💖💝 তবে নাটক টার শেষ টা সত্যি অনেক সুন্দর ছিলো 💖💝
আমিও একজন মানুষকে হারিয়ে ফেলেছি যার জন্য সারাক্ষণ কান্না করি,জানি না এইভাবে কোন দিন দেখা হবে কিনা আমি মরনের আগে এইভাবে যদি দেখতে পারতাম মরেও শান্তি পেতাম😢😢
শেষ প্রহরে তুমি খুবই আনকমন ইন্টেলিজেন্ট গল্প এবং ভালোবাসা মনোরঞ্জন অভিনয় ইরফান সাজ্জাদ ভাই এবং সাদিয়া আয়মান আপু। জুটি বেঁধে সত্যি অতুলনীয় সুন্দর অভিনয় করেছেন ধন্যবাদ 🖤🇧🇩🤎
বাস্তবে এরকম হাজারো সম্পর্ক ভেঙে যায় কিন্তু কখনো জোড়া লাগে না, নাটক বলে এটা সম্ভব হলো, বাস্তবে যদি সম্পর্ক গুলো এভাবে জোড়া লেগে যেত তাহলে কতই ভালো হতো, তারপরেও নাটকটা ভালোই লেগেছে
সত্যি লেখকের প্রশংসা করতে হবে। আজ অব্দি কোন নাটক দেখে কান্না আসে নাই। এরকমভাবে পূর্ণতা পাবে তাদের ভালোবাসা। 😢😢 কেউ চিন্তাও করতে পারে নাই। এই পূর্ণতা নাটকের পূর্ণতা দিয়েছে। ❤❤❤ ইরফান সাজ্জাদ ভাই ও সাদিয়া আইমান আপুর অভিনয় গল্পের সাথে একজাস্ট হয়ে গেছে। কোনভাবেই মনে হয় নাই তারা অভিনয় করতেছে। অভিনন্দন ইরফান ভাই ও সাদিয়া আয়মান আপু..... ও নাটক নির্মাতা পুরো টিমকে ধন্যবাদ । এরকম একটা দুর্দান্ত গল্প উপহার দেওয়ার জন্য। নাটকটি দেখে খুবই ভালো লাগলো। পরিবার নিয়ে দেখার মত । আজকালের নাটকগুলাই অশ্লীলতায় বেশি। কিন্তু আপনারা প্রমাণ করে দিয়েছেন। অশ্লীলতা ছাড়া মানুষের মন জয় করা যায়। ❤❤❤❤❤
কেউ কমেন্ট করে রিমাইন্ড করে দিতে পারেন। শব্দ চয়ন, বাচনভঙ্গি এবং শেষটা এতো সুন্দর হবে ভাবতেও পারিনি। সত্যতে ভালোবাসা যথা সুন্দর, প্রকাশিত আচরণ ততটা মুগ্ধ কর।
আমার কাছে এই নাটক সেরা নাটকের তালিকায় শীর্ষে। অসাধারণ বাস্তবধর্মী ঘটনার অনন্য সমন্বয় নিজেকে অনেক কিছু শিখিয়েছে। নাটক টি যতই দেখি ততই নিজেকে নতুন করে আবিষ্কার করি। এজন্যই নাটক টি বার বার দেখি। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।।
সত্যিকারের ভালবাসা গুলো এমনি হয় ❤ আর যে জীবনে যেমন ভুল করে আললাহ সময় মত সেটা ভয়ংকর ভাবে ফেরত দেয় . ভালবাসার মানুষকে ভালবেসে সারা জীবন কাটানোর সত্যি ভাগ্য লাগে .নাটক টা সুন্দর ছিল
প্রিয় দর্শক (শেষ প্রহরে তুমি) নাটকটি আপনার কাছে কেমন লাগছে এবং পরবর্তী কি ধরনের নাটক দেখতে চান আপনার মতামত জানিয়ে দিন ❤
খুব সুন্দর নাটক,, এই রখম নাটক আরও চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।।
খুব খুব সুন্দর ❤❤
আমি নাটোর থেকে বলছি, আপনাদের উচিত ছিল ক্যামেরায় নাটোর স্টেশনের নাটোরে লেখা সাইনবোর্ড দেখানোর, তাহলে আমরা নাটোরবাসীরা অনেক খুশি হতাম 🥰
ami amr jbn golpo diye akta Natok banate chai....seta ki vabe somvob...jdi aktu bolten??
sad story hobe.
নামাজ পড়লে চেয়ারা সুন্দর হয় একথা কে কে বিশ্বাস করো ❤❤❤❤❤
আমি
তাহলে সব বিশ্ব সুন্দরী, বিশ্বশ্রীরা মুসলমান হতো....😀😀😀😀😀...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আমি আপনার সাথে এক মত
Ami
বাঁচবো আর কতদিন.
নামাজ পড়বো প্রতিদিন.
In shaa Allah ❤
Ameen Ya Rubb ❤
❤❤❤❤❤❤
ইনশাআল্লাহ
hmm vi
অসাধারণ ছিল শেষটা, ভালোবাসা এমনই হওয়া উচিত। সেখানে হিংসা, ঘৃনা, অহংকার থাকা উচিত নয়। সেখানে থাকতে হয় জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে থাকার আকাঙ্ক্ষা, ইচ্ছা। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা।
thanks
অনেক সুন্দর মনমানসিকতা আপনার, প্রসংশা না করে পারলাম না,,, ভালো থাকবেন
@@JoydebMouali ধন্যবাদ।
Can
সত্যি বলেছেন,,, তারাই সুখি যাদের মনে হিংসা রাগ নেই
আমর বয়স আনুমানিক 30-31 বছর চলছে আমার জীবনে দেখা যত নাটক টেলিফিল্ম দেখেছি তার চেয়ে সবচেয়ে বেশি মন কেড়েছে আমর এই নাটকটি। অনেক অনেক ধন্যবাদ পরিচালক স্যার আপনাকে এত সুন্দর একটি নাটক আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অনেক অনেক সুন্দর হয়েছে নাটকটি। নাটকটি আমি পর্যন্ত ১০ বার দেখেছি। নাটকটি খুবই ভালো লেগেছে আমাকে। ধন্যবাদ Irfan Sajjad ও Sadia Ayman কে এত সুন্দর অভিনয় করার জন্য। আমার আর বলার মতো ভাষা নেই স্যার। ধন্যবাদ Film Factory টিমকে। স্যার আমার অনুরোধ এই ধরনের নাটক আমাদেরকে আবার উপহার দিবেন। যিনি নাটকটা লিখেছেন তার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল ধন্যবাদ স্যার আপনাকে এতো সুন্দর একটি নাটকের গল্প লেখার জন্য।
আমি ভারতীয় হয়ে জন্মেছি বাংলা ভাষা আমার মাতৃভাষা বাংলা, আমার দেখা বাংলা দেশের নাটক গুলির মধ্যে ভাষা গঠনে এই নাটক টা অনেক এগিয়ে, সাহিত্যিক দের সম পর্যায়ে ভাষা গঠন।
Thanks
রাশেদ এর মতো একজন ভালবাসার মানুষ যাদের জীবনে এসেছে, তারাই জানে জীবনে সত্যিকার ভালবাসার মর্ম❤️
আলহামদুলিল্লাহ
Ami o cilm ay rashed ar moto taito aj o biye korini onk sndory Meyer offer ascilo tbo o asb r choke Lage nai .
Taito aj cay jai Kore e huk Des teg Korte 😭
সম্মান জানাই এমন ভালোবাসাকে।নাটকটি দেখে চোখে জল এসে গেল
ভালোবাসা বলতে কিছু নেই
হুম
Hmm amr life a o ace onk valobase amy Alhamdulillah 🎉❤❤🥰
ইরফান সাজ্জাদের প্রতিটি শব্দ উচ্চারণ এত স্পষ্ট. শুধু মুগ্ধ হচ্ছি।
কাব্য কথার নাটক আজকাল নাই! লেখক ও নির্মাতাকে ধন্যবাদ জানাচ্ছি ❤
❤❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ফিল্ম ফ্যাক্টরির সাথে থাকার জন্য ।
Hmmm asole e dhonnobad paowar joggo
❤
ইরফান সাজ্জাদের নতুন নাটক মনের আকাশে তুমি নাটকটা দেখে আসুন
নাটকটা দেখে চোখে পানি চলে আসলো।জিবনের প্রথম প্রেম।আর প্রথম সংসার নষ্ট হয়ে যাওয়ার পরেও মনে থেকে ভুলা যায় না।সারাজীবন ঐ মানুষগুলোর কথা মনে পড়ে।আর দ্বিতীয় বার আমাদের মাঝে যে মানুষগুলো আসে তারা ভুল থাকে।তারা কখনোও সত্যি কারের ভালোবাসে না।কোনো না কোনো বাহানা খুঁজে ঠিক চলে যায়।ভালোবাসা সুন্দর যুদি মানুষটা সঠিক হয়
❤❤❤
পুরুষদের কি মনে থাকে তারা তো দেখি খুব ভালোভাবে সংসার করে সুখে থাকে
খুব সুন্দর নাটক টা
আজ পযর্ন্ত আমার কমেন্টে কেউ লাইক দিলোনা😢
আমার বেলায় ও সেম কখনোই লাইক দিলোনা😢
আমি দিলাম
আপনি তো কিছুই আপলোড দিয়েন নি
ডিজিটাল ভিক্ষুক..... 😅
ইরফান সাজ্জাদের নতুন নাটক মনের আকাশে তুমি নাটকটা দেখে আসুন❤
আসলে এই নাটকটি আমাদের অনুপ্রেরণা যোগায় । ফিল্ম ফ্যাক্টরি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি এইরকম মানুষের দুঃখ কষ্ট এর নাটক আমাদের উপহার দিতে❤❤
আমি একজন ভারতীয় নাগরিক হয়েও বাংলাদেশী নাটকের অনুরাগী হয়ে উঠেছি!!! মূলত এই চ্যানেলের যেকটা নাটক দেখেছি খুবই ভালো লেগে গেছে তাইতো Fil❤m Factory দেখেই নাটক দেখতে চলে এলাম!
সত্যি বলতে দাদা বাংলাদেশের নাটক গুলো বাস্তবতার সাথে মিল থেকে করানো হয়।
কিন্তু ভারতের সিরিয়ালগুলা কেমন জানি
এটাতো প্রাক্তন সিনেমার মত
❤❤❤❤❤❤❤
কে ভাই আপনি আমার জীবনের গল্প পড়ে এ নাটক তৈরি করেছেন শুরু থেকে তিন মিনিট আগে পরযন্ত কিছুই বাদ দেওয়ার নাই এখন ও অপেক্ষার পৃহর গুনছি যেন শেষ তিন মিনিট মিলে যায় সবাই দোয়া করবেন i love you soniya ❤❤
হমমম দোয়া রইল
নাটকটি দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না।শুরু থেকে ডিভোর্স পযন্ত পুরো টাই আমার সাথে মিল ছিল কিন্তু পরবর্তীতে আমরা যার যার মতো সংসার করতেছি।যদিও ও আমার আগে বিয়ে করে ফেলে ছিল।যেদিন ওর বিয়ের কথা শুনি সেই দিন থেকে আমার পুরো পৃথিবীটাই অসহায় লাগতো কি যে কষ্ট বুকে নিয়ে ছিলাম সেটা আমি জানি।দুই বাচ্চার মা হয়েছি তারপর ও তাকে ছেড়ে আসার কষ্ট আমাকে খুরে খুরে খায।এখনো তাকে আমি অনেক মিস করি চারিপাশে শুধু তাকিয়ে থাকি তাকে যেন শুধু আমি একটি বারের জন্য হলেও দেখতে পায়😢
Sssssss1skuuuuuuu্রki
পৃথিবীতে কষ্টের রাজত্ব এতটাই বেশি।যে,সুখ আন্দোলন করে ক্ষমতায় আসলেও টিকতে পারে না।
ঢং যত্তসব😡
নাটকটির বাচনভঙ্গি ও শব্দচয়ন অসাধারণ ..... মনোমুগ্ধকর❤
Humm right ❤
"কিছু সম্পর্ক গড়ে উঠে ভালবাসার টানে, আর কিছু সম্পর্ক গড়ে উঠে প্রয়োজনের টানে" --- অনেক কঠিন একটা সত্য।
❤❤🎉🎉
হুম
শেষ প্রহরে তুমি
Amake o ei Kotha ta vabiyece
আর কিছু ভালোবাসা নষ্ট হয় ইগুর টানে
সবার জীবনের শেষটা যদি নাটকের মতো হতো 😊 প্রত্যেকটা পুরুষ তার ভালোবাসার মানুষটি পেত 😢53:00
❤❤❤❤❤❤
তদের মত বলদ যারা তারাই ওকে মেনে নিবো খাংকি মাগি কে যে তার সন্তান কে মেরে আরেক বেডার সাথে চলে যায়
❤❤❤❤❤
Thik bolsen bondhu
Thik
কলেমার দাওয়াত দিয়ে গেলাম "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" (সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
বলদ এটা কি কালোমার দাওয়াত দেওয়ার জায়গা,,,মতিষ্ক বিকৃত লোক
কালেমার দাওয়াত দিতে আর জায়গা পাও না?
Chudna namaj porcos tui?
হালার পো হালা
🤚
আমার দেখা লাস্ট তিন থেকে চার বছরের মধ্যে দেখা সেরা ড্রামা 💙
একটা নাটকের গল্প এত সুন্দর হতে পারে.? 😢❤
You are right
কিছু সম্পর্ক গড়ে উঠে ভালোবাসার টানে আর কিছু সম্পর্ক গড়ে তুলে প্রয়োজনের টানে।
হুম এটাই বাস্তব ❤💔
Right
আমি ছেলে হিসেবে গর্ভবোদ করি কারন কাওকে ঠকাতে নয় ঠকে জাওয়াটাই ভাল, যেমন কর্ম তেমন ফল,,,, লেখকে অনেক অনেক ধন্যবাদ
অসাধারণ একটি নাটক। চরম বাস্তবতা ফুটে উঠেছে নাটকটিতে। অভিনয় যারা করেছেন সবাই যেন এক একজন জাত অভিনেতা। হারানো প্রেমের সুমধুর সৃতি নিজেকে ব্যাকুল করে তুললো। অসাধারণ।।।
না বুঝে চিল্লান কেন?এখানে কোনো শিক্ষা নেয়।এই পরিচালকের যথেষ্ট বুদ্ধির অভাব
এই দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ আপন নয় দাওয়াত
Ha
আল্লাহর পরে মা বাবা
নাটকটা ছিলো অসাধারণ, গল্পটা ছিলো বাস্তব মুখি, ভাষায় ছিল আবেগময়ী সুন্দর মাধুর্যে ভরপুর।
আমার সাথে যারা একমত তারা সবাই লাইক দিন,,,,,, ❤❤️❤️️গল্পের লেখক এবং ️ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানের প্রতি রইলো ভালোবাসা অবিরাম ❤️❤️❤️
একমত
Right
ভাই নাটকটা আমার হৃদয় অনেক লেগেছে ভালো লেগেছে
ধন্যবাদ সবাইকে ❤️
@@mnjosim5606 ❤️❤️❤️
যারা টিক টক থেকে ভিডিও দেখতে এসেছেন তারা হাত তুলুন🙋♂️🙋♂️🙋♀️🙋♀️
আমি😊
যারা ফেইসবুক থেকে দেখতে এসেছেন হাত তুলেন আমার মতো🙌
✋️
🙌
Hmm
✋
Hmm
অনেক সুন্দর একটা নাটক। অবশেষে মেয়েটা একটা মাথা গোঁজার ঠাঁই পেল। যদিও বাস্তবে মেয়েটাকে আর ফিরে নিতো না। তবে এখানে ভালোবাসার জয় হয়েছে। আমি চাই বাস্তবটাও যেন এমন হয়।
Thik
এইগুলা নটকে সম্ভব কিন্তু রিয়েল লাইফে তার ভিন্ন ঘটনা ঘটে।
Bastob hole khusi hoto je ex wife valo nai ata jene..
শেষ প্রহরে তুমি খুবই আনকমন ইন্টেলিজেন্ট গল্প এবং ভালোবাসা মনোরঞ্জন অভিনয় ইরফান সাজ্জাদ ভাই এবং সাদিয়া আয়মান আপু। জুটি বেঁধে সত্যি অতুলনীয় সুন্দর অভিনয় করেছেন ধন্যবাদ😊
ইরফান সাজ্জাদের নতুন নাটক মনের আকাশে তুমি নাটকটা দেখে আসুন❤
"পানি ছাড়া যেমন মাছ দুর্বল
নামাজ ছাড়া তেমনি ঈমান দুর্বল। "
খুব সুন্দর একটা গল্প ❤
আমি একজন ভারতীয় 🇮🇳
নাটক হয় তো আমি দেখি না তবে ফেসবুক থেকে একটা ছোট্ট রিলস দেখে বাংলাদেশ এর নাটক দেখা শুরু করেছিলাম সেই যে শুরু হলো দেখতে দেখতে ৩টা বছর পার হয়ে গেলো।
এই ৩টা বছর এ অনেক অনেক বাংলাদেশ এর নাটক দেখা হয়েছে 😊 ভবিষ্যতে আরও দেখব ।
আমি এক জন বাংলাদেশ এর নাটক এর খুব বড় ভক্ত❤
কাব্য কথার নাটক সেই রকম দেখা যায় না। তবে এই নাটক টা খুব সুন্দর লাগলো 👌 এই ধরনের নাটক উপহার দেয়ার জন্য লেখক ও নির্মাতা কে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা ❤
10:01
Thank you so much.
আরো কিছু নাটক এর নাম বলবেন আমাকে ?।
যে গুলো আপনি দেখেছেন। ধণ্যবাদ
ইরফান সাজ্জাদের নতুন নাটক মনের আকাশে তুমি নাটকটা দেখে আসুন❤
মাঝে মাঝে বাংলা নাটক দেখবেন ভালো লাগবে।
আপনাকেও ধন্যবাদ 🇧🇩
ভাল বাশি প্রানের শহর নাটোর কে, এত সুন্দর একটা নাটোক আমাদের নাটোর বাসিকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ,
আমি ৩৫ বছর আগে নাটোর গিয়েছিলাম ছাত্র জীবনে। আর যাওয়া হয়নি। নাটোরের পানতোয়া, বড় বড় পান আমি ঐ ছাত্র বয়সে বেশ উপভোগ করেছিলাম। নাটোরের আমার আত্মীয় স্বজনের আতীথেয়তা এখনো মনে পড়ে।
আমিও আমার দোষে ফেলে যাওয়া সেই ভালোবাসার মানুষ টাকে ১৩ বছর পর পেয়েছি মাঝে জীবনে এমন কোন কষ্ট বাকি ছিলো না যেটা করিনি কিন্তু ১৩ বছর পর সেই ফেলে যাওয়া লোকটাই আমার জীবনা সুন্দর করে দিল আললাহ ওনাকে হায়াত দরাজ করুক আর আমাকেও তাকে ভালোবেসে আগলে রাখার তৌফিক দান করুন
আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা। শেষ জীবন পর্যন্ত দুজন দুজনার হয়ে বেঁচে থাকুন। আল্লাহ আপনাদের আরও অনেক বেশি হায়াৎ দান করুন। সুস্থ রাখুন। আমিন 🥰
আমীন
আপনার সাথে কথা বলতে চাই
@@HalimaAktar-g3y কী বলবেন??
11:16 11:18 11:19 11:20
নিশোর নাটক না করার পর থেকে নাটক তেমন দেখা হয় না কিন্তু অনেক দিন পর বাংলা নাটকের প্রাণ ফিরে পেলে😊
রাত মানুষকে দুটো জিনিস উপহার দেয়; সুন্দর একটি ঘুম নয়তো অতীতের স্মৃতি!❤️
অসাধারণ বলেছেন।
আসসালামু আলাইকুম
আমি কেয়া যশোরের মেয়ে।
আমি একজন ভয়েস এক্টর আমি বিভিন্ন লেখা আমার ভয়েজ দিয়ে উপস্থাপন করার চেষ্টা করি।
নতুন কাজ করছি আপনারা সাপোর্ট করলে এগিয়ে যেতে পারবো।
সবার সাপোর্ট চাই।
❤❤❤❤
Akdom
একদম ঠিক বলছেন
মনটা ভরে গেলো নাটকটা দেখে।ধন্যবাদ লেখক পরিচালক সকলকে।অসাধারণ অভিনয় করেছে সাদিয়া আইমান ও ইরফান সাজ্জাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ফিল্ম ফ্যাক্টরির সাথে থাকার জন্য ।
সব স্বামী স্ত্রীর মধ্যে শ্বাশুড়ি ঝামেলা বাধায়।
Irfan Sajjad আর Sadia Ayman এর জুটি ভালো লাগে কার কার সারা দাও
নাটকে ষ্টেশন টা কোথায়?
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ফিল্ম ফ্যাক্টরির সাথে থাকার জন্য ।
অসাধারণ মোমেন্ট❤️❤️❤️❤️........ কিন্তু আমার কমেন্টে কেউ লাইক দেয় নি
এই নাটকে শাশুড়ি থেকে বউয়ের দোষ বেশি । তাদের ভালোবাসা ভাঙ্গার কারণ মেয়েটা নিজে । শাশুড়ি না
জি আমি ও এক মত আপনার সাথে
Thik meyetar e ego beshi..nije ekai baccha nosto korlo abr ekai divorce o dilo
ছেলেটার ভালোবাসা সত্যি,কিন্তু দিনশেষে একটা cuckold 😪
একদম আপু মেয়ের ই দোষ শশুর শাশুড়ি নিজে এনেও আমার সাথে কত কত খারাপ ব্যবহার করে এরচেয়ে বেশি তাও সহ্য করে যাচ্ছি এমন কি তাঁদের সেবা ও করি
মেয়ের বেশি ego বাচ্চা নষ্ট করল ডিভোর্স ফাইল করল
একদম ঠিক
নাটকটার শেষ পর্যন্ত কাউকেই দোষ দিতে পারলাম না। সবাই সবার স্থান থেকে সঠিক ছিলো। এক কথায় চমৎকার। প্রথম থেকে শেষ তরুন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ফিল্ম ফ্যাক্টরির সাথে থাকার জন্য ।
আমি FB দেখে আসছি।
রীলস দেখে কারা কারা আসলো সাড়া দাও🥰
Ami ✋
Ami 🙋
Ami
Ami
Me
জীবনের গল্প....... নাটকের গল্প, অভিনয় সুন্দর হয়েছে।
thanks
এই গল্প গুলো নাটকেই মানায় জীবনতো আরও অনেক বেশি কঠিন এমন আর বাস্তবে কই🙂 ইংরেজিতে একটা লাইন আছে Life is more then drama 😌 নাটক কেবলি নাটক বাস্তবে তার কোন অস্তিত্ব নেই🙂
নাটকে যদি বাস্তবতা থাকত। তাহলে জীবনকেও মানুষ নাটক বলত।
একদমই।
সহমত।
@@shahriaramin-en7do নাটকে মতো কিছু গল্প মানুষের জিবনে ঘটে চলে ,কিন্তু সে উপলব্ধি করতে পারেনা, মানুষে জিবনের সুরু থেকে শেষ পযন্ত জীবন কাহিনী যদি সারাংস আকারে লিখা হয় তাহলে তা নাটকের গল্পের মতো হয়।
আমদের কিছু বলার আগে ভালভবে বুঝা উচিত।
জীবন থেকেই নাটক হয়🙄@@sheikhruma8472
অল্পতেই তুষ্ট হলে এমন জীবনই হয়। 😊
ফিরে আসার গল্প গুলো এমনই হওয়া উচিত,,, ফেসবুক থেকে দেখতে এসেছিলাম নাটক, দেখে চোখে জল চলে আসলো, আমি নাটোরের ছেলে।
🫡🐎 9:32
আমি ভারতীয়। 37 বছর বয়সী একজন ব্যবসায়ী দুই কন্যা সন্তানের পিতা। ইদানিং বাংলাদেশি নাটক দেখতে খুব ভালোলাগে। আর সাদিয়া আয়মান আমার দেখা সেরা অভিনেত্রী।
আপনি নাটক দেখবেন কি জন্য..! আপনি দেখবেন কি করে সংসার চালাতে হয়.! 😁
দাদা অনেক ভারতীয়রাই বাংলাদেশের নাটক পছন্দ করে।
😢
Ameo hariyeche amar Swami ke khub kosto hoy o khub bhalo acche tai chai
সত্যি!!!! কিছু সম্পর্ক গড়ে উঠে ভালোবাসার টানে। আর কিছু সম্পর্ক গড়ে উঠে প্রয়োজনের টানে।
ইরফান সাজ্জাদ এন্ড খয়রুল বাশার এই দুইজন অত্যন্ত মেধাবী❤❤❤
ইরফান সাজ্জাদের নতুন নাটক মনের আকাশে তুমি নাটকটা দেখে আসুন
আপনারা যারা নাটক চালিয়ে কমেন্ট পড়ছেন সাড়া দেন তারা কারা
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ফিল্ম ফ্যাক্টরির সাথে থাকার জন্য ।
❤❤
Vai ami
আমি গো
চমজি
প্রতিটা ভালবাসা হেরে যায় কারোনা কারো কাছে..হয়তো পরিবারের কাছে..ভালবাসা কখনো মরেনা থেকে যায় চোখের এক ফোটা অশ্রুর মাঝে হয়তো বা থাকে বুকের বাম পাশে ব্যথা হয়ে...😢😢😢😢
অসাধারণ ছিল শেষটা, ভালোবাসা এমনই হওয়া উচিত। সেখানে থাকতে হয় জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে থাকার আকাঙ্ক্ষা, ইচ্ছা। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা।😍😍😍😍😍😍
কিছু কিছু সম্পর্ক গড়ে ভালোবাসার টানে,,আর কিছু কিছু সম্পর্ক গড়ে প্রয়োজনে...
true Line 😢
কিছু কিছু সম্পর্ক গড়ে ভালোবাসার টানে, আর কিছু কিছু সম্পর্ক গড়ে প্রয়োজনে।
❤❤
কোথায়ও কোথাও দুটোই কাজ করে@@differentmind6468
প্রয়োজনের সম্পর্কটাই এই যুগে সবচেয়ে বেশি।
মায়া, শুধু মায়া যা মানুষের অস্তিত্বের বন্দন।
সত্যি ইরফান সাজ্জাদ আর সাদিয়া আয়মান জুটি অনেক দারুন,❤️👌
ইরফান সাজ্জাদের নতুন নাটক মনের আকাশে তুমি নাটকটা দেখে আসুন❤
নাটোরি কবে এই শুটিং হলো জানতেও পারলাম না নাটোর থেকে যারা যারা দেখছেন তারা তারা লাইক দিয়েন
ভালোবাসা কখনোই শেষ হয় না কেবল অভিমানে অভিযোগে কষ্ট দেয়। পবিত্র ভালোবাসা বা প্রেমকে সত্যিকারের প্রেমিকরা এভাবেই সম্মান, শ্রদ্ধা ও নিজের করে নেয়। সত্যি অসাধারণ নাটক।
নাটোর রেলওয়ে স্টেশনে আমার সামনেই এই নাটকটির শুটিং হয়েছিল আর আজকে সেই নাটক দেখতেছি সত্যি ভালো লাগতেছে ❤❤❤❤
নাটটি আসলেই প্রশংসার যোগ্য খুব ভালো লাগলো নাটকটি দেখে।
ধন্যবাদ এত সুন্দর নাটকটি উপহার দেওয়ার জন্য ❤❤
এই ধরনের নাটক দেখলে মনটা অস্থির হয়ে যায়, নিজের জীবনেে সাথে মিল খুজে পাই,নাটকটি আসলেই অনেক সুন্দর ছিলো
Asolai onk sundor akta natok
হারানো ভালোবাসা ফিরে পাওয়া যে কত আনন্দের
যারা পেয়েছে একমাত্র তারেই বলতে পারে
এ ধরনের নাটক দেখলে মন টা অস্থির হয়ে যায়।নিজের জীবনের সাথে মিল খুঁজে পাই।
আমার জীবনে একজন আপনজনকে হারিয়েছি যদিও পাঁচ বছর অতিক্রম হয়েছে, পার্থক্য শুধু একটাই বিয়ে করিনি ভালোবেসেছিলাম অনেক যার জন্য এখনো আমি একা। জানিনা শেষ দেখা হয় কিনা আর কোনদিন জীবনে
নিজের জীবন এভাবে নষ্ট করবেন না।বিয়ে করে নতুন জীবন শুরু করুন।শুভকামনা রইল।
😢😢😢😢
ভালোবাসার মানুষকে কি কখনো ও কি ভুলা যায়?
Biye kore nin
Darun
কারা ফেসবুক থেকে শট ভিডিও দেখে এখানে আসলে
I'm
Ami
আমি just দেখলাম আর চলে এলাম সম্পূর্ণ নাটক দেখতে 😊
ami🖐️🖐️
Ami
নাটকটি মনোমুগ্ধকর ও এককথায় অসাধারণ, সাদিয়া দিদি ও ইরফান , জীবনের বাস্তব দিক তুলে ধরেছেন , ঈশ্বর কাছে প্রার্থনা ভালো থাকো, বিশেষ করে সেলিম রেজা দাদা অনেক অনেক শুভকামনা, সুন্দর একটি নাটক উপহার দেয়ার জন্য,,,
নাটক দেখতে এক আর বাস্তবে জীবনে আর এক তাই নাটক দেখে কেউ কল্পনায় চলে যাবেন না এটা নাটক বাস্তব বড় কঠিন
অসম্ভব সুন্দর গল্প, নাটকটি দেখে তোমাকে মনে পড়ে গেল প্রিয় কাঁদলাম অঝোরে। হয়তো ভুল আমাদের দুজনের মাঝেই ছিলো কম বেশি।😢😢😢😢
আপনি যখন বুঝতেই পারতেছেন তাইলে যোগাযোগ করে আপনার প্রিয় মানুষটার সাথে নতুন করে সপ্ন দেখেন
@@Shama352 সেতো আর ফাঁকা নেই বুকিং হয়ে গেছে
😂😂😂😂
😂😂😂
অসংখ্য ধন্যবাদ আমাদের নাটোরে শেষ প্রহরে তুমি নাটকটির শুটিং করার জন্য💟💟💟💟
হ্যাঁ, ,,,,তবে আরো কিছু দৃশ্য দেখালে ভালো লাগতো
নাটকে সব অভিনয় গল্পের চরিএ মাএ। লেখকের বানানো অভিনয়ে তারা কাজ করে কার দোষ বেশি এটা ভেবে কষ্ট নিও না তোমরা। এই প্রথম কোন এক নাটকে কমেন্ট করলাম ভালো লাগলে লাইক দিও সবাই।
অসাধারণ একটি নাটক ভালোবাসার মানুষ দূরে চলে গেলে বোঝা যায় তাকে ছাড়া জীবনটা কতটা শূন্য এভাবে প্রতিটা ভালোবাসা পূর্ণতা পাক❤ যার কাছে গেলে সে ভালো থাকবে তার সাথে বার বার দেখা হোক
নাটোরে শুটিং করা এই নাটক কে কে দেখছেন নাটোর থেকেই👌
আমি দেখছি
আমি
আমি❤
Ami
আমি🥰
অপেক্ষায় ছিলাম। সাদিয়া আয়মার আপুর ফ্যানরা সাড়া দিন❤️
❤❤❤
যে জিনিস যতো তাড়াতাড়ি জীবনে আসে আবার ততো তাড়াতাড়ি জীবন থেকে চলে যায়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ফিল্ম ফ্যাক্টরির সাথে থাকার জন্য ।
ঠিক
Hmmm❤
Really 💯🥹
কথা সত্য
অসাধারণ নাটক
বাংলাদেশের সকল পরিচালকদের এই রকম গল্পের নাটক বানানো উচিত।
শালা বুজস কিছু একতরফা নাটক
সত্যি ইরফান ভাইয়ার অভিনয় অসম্ভব সুন্দর ছিলো। বাস্তবে যদি এমন ভালোবাসা থাকতো তাহলে মনে হয় বিচ্ছেদ কারো হতো না। এমন ভালোবাসার মানুষ পাওয়াটাও ভাগ্যের বিষয় 💖💝 তবে নাটক টার শেষ টা সত্যি অনেক সুন্দর ছিলো 💖💝
আমি ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার খানাকুল থানার বালিপুর গ্রাম থেকে দেখছি। দুই নয়ন অশ্রুসিক্ত হয়ে গেল। অসাধারণ, অনবদ্য 👌
কিভাবে জানিনা,
তবে কাকতালীয় ভাবে জিবনের গল্পের সাথে মিলে গেল 🥺
তবে শেষটা আমার না।
সে ২য় জনের সাথেই ভালো আছে 🥹
সে ভালো থাকুক তা-ই চাই🥹
জীবন যদি নাটকের মত হতো।ভালোবাসা হারিয়ে, আবার ফিরে পাওয়া যেত❤❤❤❤
মানুষকে দূর থেকে সুন্দর লাগে কাজ থেকে না,,
এমন ভালোবাসা ফিরে পেয়ে লাভ কি?
জীবন সত্যি সুন্দর, জীবনকে খুব এঞ্জয় করি কিন্তু সব থেকেও কিছু একটা অপূর্ণয়তা অনুভব করি
@@naimsiddiky1274 💔💔😥
বাস্তব জিনিস অনেক কঠিন
তরুন নির্মাতা মনে হচ্ছে,ইরফান সাজ্জাদ সাদিয়া আয়মান জুটি বরাবরই অসাধারন,সব মিলে দারূন,নির্মাতার এবং কলাকুশলিদের জন্য শুভ কামনা,প্রশংসা পাওয়ার যোগ্য পুরো টিম
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ফিল্ম ফ্যাক্টরির সাথে থাকার জন্য ।
এইরকম মন গড়া নাটক চাই হাজার হাজার টি ❤❤❤❤❤ অসাধারণ ❤❤❤
চমৎকার কাহিনী, হৃদয় ছুয়ে গেল। অনেকদিন পর একটা সুন্দর নাটক দেখলাম।😊😊❤❤❤❤❤❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ফিল্ম ফ্যাক্টরির সাথে থাকার জন্য ।
অসাধারণ নাটক,, কাহিনি খুবই ভালো লাগার মতো,,৷ অভিনয় গুলো খুব সুন্দর হয়ছে
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ফিল্ম ফ্যাক্টরির সাথে থাকার জন্য ।
কেউ কি দেখছেন এখন??
হুম
হে
আপনার কমেন্ট
হু
হুম
Onek valo laglo natok ta dekhe
Ei fast kono natok dekhe comment korlam❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ফিল্ম ফ্যাক্টরির সাথে থাকার জন্য ।
আমিও একজন মানুষকে হারিয়ে ফেলেছি যার জন্য সারাক্ষণ কান্না করি,জানি না এইভাবে কোন দিন দেখা হবে কিনা
আমি মরনের আগে এইভাবে যদি দেখতে পারতাম মরেও শান্তি পেতাম😢😢
Opekha koren😢
Opekka koren of course deka hobe
শেষ প্রহরে তুমি খুবই আনকমন ইন্টেলিজেন্ট গল্প এবং ভালোবাসা মনোরঞ্জন অভিনয় ইরফান সাজ্জাদ ভাই এবং সাদিয়া আয়মান আপু।
জুটি বেঁধে সত্যি অতুলনীয় সুন্দর অভিনয় করেছেন ধন্যবাদ 🖤🇧🇩🤎
মদন কোহান কার 😂😂😂 প্রতিটা নতুন নাটকে সেম।কমেন্ট 😂😂😂 সস নিছি সব গুলা ফেসবুক পেজে আপলোড দিব 😂😂😂
বাস্তবে এরকম হাজারো সম্পর্ক ভেঙে যায় কিন্তু কখনো জোড়া লাগে না, নাটক বলে এটা সম্ভব হলো, বাস্তবে যদি সম্পর্ক গুলো এভাবে জোড়া লেগে যেত তাহলে কতই ভালো হতো, তারপরেও নাটকটা ভালোই লেগেছে
Keno je r jora lage na
কিছু হওয়ার আগেই ডিভোর্স দিয়ে চলে যায় আবার জোড়া লাগার কথা বলো না শালা বলদ
আমি আল্লাহর কাছে চাইবো আমার হারিয়ে যাওয়া মানুষ টা কে যেন আমি পাই।
এই নাটক টা সত্যি অনেক সুন্দর। শেষে অনেক বেশি মজা ছিলো। আমি পুরা নাটক টা দেখেছি। এই নাটক টা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
এত সুন্দর একটি নাটক দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ইরফান ও সাদিয়া এর নাটক আমর অনেক ভালো লাগে।
সত্যি লেখকের প্রশংসা করতে হবে। আজ অব্দি কোন নাটক দেখে কান্না আসে নাই। এরকমভাবে পূর্ণতা পাবে তাদের ভালোবাসা। 😢😢
কেউ চিন্তাও করতে পারে নাই।
এই পূর্ণতা নাটকের পূর্ণতা দিয়েছে। ❤❤❤
ইরফান সাজ্জাদ ভাই
ও সাদিয়া আইমান আপুর অভিনয় গল্পের সাথে একজাস্ট হয়ে গেছে।
কোনভাবেই মনে হয় নাই তারা অভিনয় করতেছে।
অভিনন্দন ইরফান ভাই ও সাদিয়া আয়মান আপু.....
ও নাটক নির্মাতা পুরো টিমকে ধন্যবাদ । এরকম একটা দুর্দান্ত গল্প উপহার দেওয়ার জন্য। নাটকটি দেখে খুবই ভালো লাগলো। পরিবার নিয়ে দেখার মত । আজকালের নাটকগুলাই অশ্লীলতায় বেশি। কিন্তু আপনারা প্রমাণ করে দিয়েছেন। অশ্লীলতা ছাড়া মানুষের মন জয় করা যায়। ❤❤❤❤❤
Thanks for the appreciation of writer.
😂😅
কি এমন ছিলো নাটকে কেদে দিলেন,হিল্লাহ বিয়ার নাম শুনছেন,নাটকে নাম হবার দরকার ছিলো হিল্লা বিয়া😊
আমার জীবনে যদি আবার এভাবে আমার প্রিয় মানুষটা ফিরে আসতো।কসম আল্লাহর তাকে আর হারাতে দিতাম না
😢
গল্পটা যেন আমার জীবনের সাথে মিলে গেল অনেকটাই। শুধু নাটকের শেষ টার মত যদি আমার জিবনে ঘটতো তাহলে নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ বলে মনে হতো।
.....!!
@@TamannaIslam-mq7ho,,
❤❤❤❤❤
এই নাটকটি দেখে কার কার ভালো লাগেছে❤❤❤
আমাদের জীবনের কাহিনী এক একজনের এক এক রকম 😢😥
হুম
একটি অতি সুন্দর মনোগ্রাহী নাটক যা মনকে গভীর ভাবে নাড়া দিয়েছে আমার।
তাই নাকি anty
কেউ কমেন্ট করে রিমাইন্ড করে দিতে পারেন।
শব্দ চয়ন, বাচনভঙ্গি এবং শেষটা এতো সুন্দর হবে ভাবতেও পারিনি।
সত্যতে ভালোবাসা যথা সুন্দর,
প্রকাশিত আচরণ ততটা মুগ্ধ কর।
আমি রাজশাহী থেকে দেখছি কেকে রাজশাহী থেকে দেখছেন....
সিলেট থেকে দেখছি,সিলেটিরা সারা দেন লাইক দিয়ে।
Sylhet ❤
Sylhet
ইরফান সাজ্জাদের নতুন নাটক মনের আকাশে তুমি নাটকটা দেখে আসুন❤😊
আমার দেখা এ বছরের সেরা একটি নাটক ধন্যবাদ এত সুন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্য ❤❤🎉
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ফিল্ম ফ্যাক্টরির সাথে থাকার জন্য ।
চার পাঁচ বছরের মধ্যে সেরা নাটক ❤😢
আমার কাছে এই নাটক সেরা নাটকের তালিকায় শীর্ষে। অসাধারণ বাস্তবধর্মী ঘটনার অনন্য সমন্বয় নিজেকে অনেক কিছু শিখিয়েছে। নাটক টি যতই দেখি ততই নিজেকে নতুন করে আবিষ্কার করি। এজন্যই নাটক টি বার বার দেখি। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।।
নাটক দেখতে এসে কারা আগে কমেন্ট পড়ে সাড়া দাও😊
Na Vai natok shesh kore ashsi tai apnar like er shonkha barate parlum na
আমি
Me
আমি
Areh Vai hudai Ami Ami kora thaman.
যারা ফেইছবুক থেকে ভিডিও দেখে আসছেন তারা হাত তুলেন।
ami
না টিকটক থেকে আসছি🙋♂️
🙋♀️😂
আমি
আমি ফেইসবুক থেকে দেখে আসছি
সত্যিকারের ভালবাসা গুলো এমনি হয় ❤ আর যে জীবনে যেমন ভুল করে আললাহ সময় মত সেটা ভয়ংকর ভাবে ফেরত দেয় . ভালবাসার মানুষকে ভালবেসে সারা জীবন কাটানোর সত্যি ভাগ্য লাগে .নাটক টা সুন্দর ছিল
Super story drama. I will watch more.
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ফিল্ম ফ্যাক্টরির সাথে থাকার জন্য ।