গানটা প্রথম বার শোনা, তবুও - শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গেছে। প্রথম প্রথম বাংলা গানের প্রতি একটা অন্যরকম ফিলিংস জাগতেছে। এখন মনে হচ্ছে সোনা চিনতে পেরেছি ।
সালটা ২০১৯ বন্ধু রাফি বললো বে অফ বেঙ্গল শুনিস? আমি বললাম না সেদিন এই গানটা প্রথম শোনা, আর এখন? এখন বে অফ বেঙ্গল আমার প্রিয় ব্যান্ড। লাস্ট মশপিট ২ এ দেখেছি। আবারও হবে দেখা ❤️
ওমা! এটা কী শুনলাম। পুরাই ঘেমে যাচ্ছি। অবশ্য আমি লেপের ভিতর।সেই সেই! অভিনন্দন আপনাকে ভাই,যে এ কমেন্ট পড়ছেন। আপনি বাবু খাইসো,টাকলা,অপরাধী না শুনে এখানে আসছেন। আপনার জন্য ভালোবাসা💖
ভিউ দিয়ে কোন কিছুর মান নির্নয় করাটা বোকামি ছাড়া কিছুই না। ডাস্টবিনের ময়লায় মাছি বেশি থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এটা সত্যি হতাশার যে আমাদের বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের রুচি খুবই জঘন্য।
বখতিয়ার ভাইয়ের বাঁশিটা শুনার পর থেকে বাংলাদেশের আমার প্রিয় রক ব্যান্ড হয় বে অফ বেঙ্গল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা যতবার আস ততবারই উপস্থিত থাকি আমি, ভবিষ্যতেও থাকব❤❤
@@চুদিরামেরমাকেচুদি তোমার চ্যানেলের নাম দেখে বুঝছি তোমার মস্তিষ্ক সুস্থ না। ডাক্তার দেখাও নিজেকে। আর পুটকি কিভাবে মারে তা তো জানি না আমি কারন আমি গে না তোমার মতো।
love this song এখানে নেই কোন উৎসব আনন্দের অশ্রুধারা নেই কোন পাখির কলরব ফুলেরাও আজ সুবাস হারা । তবুও আমার দুটি চোখ অচিন কোন মায়াময় নির্বাক এক পাখির ডানায় অস্থির চেয়ে রয় । আমি জানি এই শহরে আর ফিরবেনা নতুন কোন ভালোবাসার আলো রাতের রাজপথ কষ্ট আর বেদনার নীলে হবে আরও অধিক কালো তবুও আমি আর ফিরবোনা তোমাদের মাঝে যে শহরে আমি নেই আমি থাকবোনা সেই শহরে
Translate it in your own language There is no festival here Tears of joy There is no bird chirping Flowers also lose their fragrance today There is no festival here Tears of joy There is no bird chirping Flowers also lose their fragrance today Yet my two eyes Achin no enchanted On the wings of a mute bird Roy than restless There is no festival here Tears of joy There is no bird chirping Flowers also lose their fragrance today Yet my two eyes Achin no enchanted On the wings of a mute bird Roy than restless I know I will never return to this city The light of any new love The highway of the night In the blue of pain and suffering Will be more black Yet I will not return Between you I am not in that city I will not stay in that city Yet I will not return Between you I am not in that city I will not stay in that city Maybe someday The light of dawn came Will fall on your cornice You too will search Suddenly lost The old man I know I will never return to this city The light of any new love The highway of the night In the blue of pain and suffering Will be more black Yet I will not return Between you I am not in that city I will not stay in that city Yet I will not return Between you I am not in that city I will not stay in that city Yet I will not return Between you I am not in that city I will not stay in that city Yet I will not return Between you In that city I am I will not stay
@@emranemon9364 Bay of Bengal is a folk metal band. Bangladesh is known for its diverse palette of Metal. From folk and melodic all the way to thrash and death metal. Any metal genre you can think of Bangladesh gotchu covered
ভাই আমি সবার মতন এতো সুন্দর সুন্দর ভাষার আর মেচিউর কমেন্ট করতে পারি না কিন্তু ভিতরে লুকিয়ে থাকা অনূভুতি ঠিক ই বুঝতে পারি আর এই গানটা তার উদাহরণ।ধন্যবাদ বে অফ বেংগল এতো ভালো গান উপহার দেওয়ার জন্য।
Wait why do u want ppl from us to be like them? They r themselves and just perfect the way they are. They don't need to be copied by any one or any country . -_- they r unique and it doesn't matter if their taste match others or not -_-
Sourodeep sarkar, thanks for invitation to"Bay of Bengal " indeed Jadavpur University has the tradition to organise the famous Rock concert i have seen a lot on utub where perform Rafa, powersurge, jems, LRB etc & greetings to you from Dhaka, BD.
বাংলাদেশের ব্যান্ড ইন্ডাস্ট্রি এতো পিছনে থাকার অন্যতম কারণ হল সব বাংলাদেশি ব্যান্ডই গিটার, ব্যাজ, ড্রাম আর কিবোর্ড এর রিয়েল টিউন দেয়। কিন্তু বে অফ ব্যাঙ্গল এর ক্ষেত্রে একটু আলাদা। তারা বাশি দিয়ে নতুনত্ব দেখিয়েছে। যদি অন্যান্য ব্যান্ডগুলোও টেকনো মিউজিক বা সফটওয়্যার এর মাধ্যমে টিউন add করে তাহলে বাংলার ব্যান্ড সংগীত অনেক দুর এগিয়ে যাবে।
ভাই এটা বাঁশি নাকি অন্তরকে সম্মোহিত করার সূর😍😍😘জাস্ট শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেলো বাঁশির আওয়াজটা শুনে😌😌অনেক দূর এগিয়ে যাক Bay of Bengal❤❤💞শুভকামনা রইলো😍😍😘
If you think drugs are addicting, then you are probably not listening to this song. I used to get rid of depression through listening to this song. This is utterly the pain killer and keep me motivated and energetic. Long way to go Bay of Bengal.
পরিবারের সমস্যা, ক্যারিয়ার নিয়ে চিন্তা, প্রিয় মানুষের অবহেলা এত কষ্ট থাকার পর ও এই গানটা শুনতে আসছি। কারণ এইটা গান না এইটা আমাদের মতো মানসিক অবসাদে থাকা মানুষের পেইনকিলার❤
লাস্ট নাইট এই গানে আমাদের পৌরসভা কাঁপিয়ে গেছে।। এখনকার বেশিরভাগ গান অটোটিউন করা কিন্তু ভাই কাল বুঝলাম বখতিয়ার ভাই কি জিনিস, অবিকল এক কন্ঠ, বলতে গেলে এর থেকেও বেশি ROCKZ..🔥 আর বাঁশি টা🖤।। FROM KUSHTIA মনে রাখবে কুষ্টিয়াবাসি।।
সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, জীবনে আনন্দ বা উৎসব কিছুই নেই আছে শুধু পরিশ্রম। বারান্দায় বসে আছি, সামনে এক সবুজ পৃথিবী। তবুও আমার দুটি চোখ ঢাবি নামক এক অচিন মায়াময়ে বন্দী। আর এই গানটাও বোধহয় আমাকে নিয়েই গাওয়া। আপাতত এটাই এই মরুভূমিতে বেচেঁ থাকার প্রেরনা।
Greetings from the the other side of Bangla ...i should have commented way before..... taking Bengali rock to another level....love the folk influence....keep it up guys....love from Bengal ....🤘🤘🤘
Dear Bakhtiar Hossain, I am a big fan of your work, in my opinion, you are one of the few multi-talented musicians from Bangladesh. I would definately love to see you more and more in youtube. Keep up the good work.
vai je gaan ey shunte zai oikhneei apnr cmnt dkhi... tai ajk rply krlm ktha ta.. epitaph,biborno kata tar name ey ekjn r kamal talukdar ei 3 jn r cmnt ami pboi jei gaan ey shunte zai...
আমারা অনেক ভাগ্যবান তা , না হলে আমারা এই গান গুলো কখনও শুনতেই পেতাম না, আর তাকেও অনেক ধন্যবাদ সে চলে না গেলে হয়তো এই গান গুলোর প্রতি এতোটা মায়া কাজ করতো না🙂🙂
হায়রে মানুষ, অপরাধীর মতো গানের ভিউ হয় 300+মিলিয়ন। আর এতো সুন্দর একটা গান এর ভিউ 1.4 মিলিয়ন। আসলে এটা তো শিক্ষিত মানুষের গান আর শিক্ষিত মানুষের সংখ্যা কম। whatever congratulations. keep it up Brothers
অপরাধী গানের লিসেনার সব বাচ্চা টিনেজার আবেগী। তারা সারা দিন আজাইরা বইসা থাকে। আর কথা গুলো সব সস্তা মার্কা যা রিকশাওয়ালাও বুঝবে। কিন্তু এই গানের লিসেনার গুলো বেশিরভাগই শিক্ষিত আর সময়ের বিপরীতে চলা মানুষ। তাদের দ্বারা সারাদিন ইউটিউব নিয়ে বসে থাকা সম্ভব না। তাই ভিউয়ার কম।
যদি জীবনে সফলতার দ্বারে পৌছাতে পারি, তাহলে এই গান আমায় মনে করিয়ে দেবে আমার ক্ষীণ হওয়া বিদঘুটে অতীতকে।অতীতের এই অভিনয়ে বিভিন্ন চরিত্রে যারা ছিল,তাদের ছলনায় পড়া থেকে আটকাবে আমায় এই মহাকাব্য।
এমন এক টা গান যেটা সাউন্ড সিস্টেমে না শুনলে আসলে মজা পাওয়া যায় না যতই ইয়ারফোনে শুনি না কেনো!!! সেই প্রথম শোনার সময় যেমন অনুভূতি ছিলো আজকেও ঠিক একই অনুভূতি!!! খুব ইচ্ছা আছে যে আপনাদের কোনো এক কনসার্টে এই গানটা চিৎকার করে গাইবো!!!😇😇
শুভ জন্মদিন বখতিয়ার ভাই 🎂💜। অনেক অনেক শুভ কামনা। আপনার দারাজ কণ্ঠ, পাগল করা গিটার আর বাঁশির সুর শুনে যেতে চাই। 💜💜 বাংলা ব্যান্ডের একজন অল রাউন্ডার বখতিয়ার ভাইই। 💜 [ 2 August, 2019]
এই গান টা বুস্ট দেয়া উচিৎ ছিলো কারন আমার মত অনেক মেটাল ফ্যান হয়তো এই ব্যান্ডের খোজ পায়নি এখনো , নিজেকে অনেক হতভাগা মনে হয়েছিলো যখন ২০১৯ কি ২০ এ প্রথম এই গানটা শুনি -_-
বাংলাদেশ এ ফেলে আশা অনেক স্মৃতি মনে করিয়ে দেয় এই গান টা অন্যরকম ভালো লাগা এই গানটির প্রতি প্রায়শই শুনি 💙💙 এইগানটির সাথে আমার জীবনের প্রচুর মিল রয়েছে একগাদা অভিমান নিয়ে দেশ ছেড়েছিলাম
@@ItsKhurshedSpeaking tui to bolbei Dekh bidesher rock song er views koto. Tui to bujhos na gaan kake bole. Tor Moto Manush we karonei ei desher ei obostha.
Corrected Lyrics =============== এখানে নেই কোন উৎসব, আনন্দের অশ্রুধারা নেই কোন পাখির কলরব, ফুলেরাও আজ সুবাস হারা [ Flute + Music ] [ এখানে নেই কোন উৎসব, আনন্দের অশ্রুধারা নেই কোন পাখির কলরব, ফুলেরাও আজ সুবাস হারা তবুও আমার দুটি চোখ, অচিন কোন মায়াময় নির্বাক এক পাখির ডানায়, অস্থির চেয়ে রয় । ]*2 আমি জানি এই শহরে আর ফিরবেনা নতুন কোন ভালোবাসার আলো রাতের রাজপথ, কষ্ট আর বেদনার নীলে হবে আরও অধিক কালো [ তবুও আমি আর ফিরবেনা তোমাদের মাঝে যে শহরে আমি নেই আমি থাকবো না সেই শহরে ]*2 হয়ত কোনদিন, ভোরের আলো এসে পড়বে তোমার কার্নিশে খোঁজবে তুমিও, হঠাৎ হারিয়ে যাওয়া পুরনো সেই মানুষটিকে আমি জানি এই শহরে আর ফিরবেনা নতুন কোন ভালোবাসার আলো রাতের রাজপথ, কষ্ট আর বেদনার নীলে হবে আরও অধিক কালো [ তবুও আমি আর ফিরবেনা, তোমাদের মাঝে যে শহরে আমি নেই আমি থাকবো না সেই শহরে ]*2 [ MUSIC ] তবুও আমি আর ফিরবেনা, তোমাদের মাঝে যে শহরে আমি নেই আমি থাকবো না সেই শহরে তবুও আমি আর ফিরবেনা, তোমাদের মাঝে যে শহরে আমি নেই আমি থাকবো না...
আজ ৫ বভহর হতে চললো গানটি শোনার। এইচ এস সি এক্সামের মাঝখানে ডেংগু হয়েছিলো। এই গান ৪ বছর পরেও আমার কাছে ছিলো সেই একই রকম প্রাণবন্ত-উদ্যমে ভরা। দিনে বাছাইকৃত ৪-৫ টা গানই শুনতাম ঐ সময়টায়। ২ নাম্বারেই ছিলো এইটা।
গানটির সাথে হলি আর্টিজনের হামলার শেষ মুহুর্তের বাংলাদেশের সেনাবাহিনীর থান্ডার বোল্ট অভিযানের সেই শ্বাসরুদ্ধ অভিযানটি অসাধারন ভাবে দেখতে ভালো লাগে সেই দিন থেকে। অসাধারন বে অফ বেঙ্গল এবং সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী কেও।
Lyrics. এখানে নেই কোন উৎসব আনন্দের অশ্রুধারা নেই কোন পাখির কলরব ফুলেরাও আজ সুবাস হারা এখানে নেই কোন উৎসব আনন্দের অশ্রুধারা নেই কোন পাখির কলরব ফুলেরাও আজ সুবাস হারা তবুও আমার দুটি চোখ অচিন কোন মায়াময় নির্বাক এক পাখির ডানায় অস্থির চেয়ে রয় এখানে নেই কোন উৎসব আনন্দের অশ্রুধারা নেই কোন পাখির কলরব ফুলেরাও আজ সুবাস হারা তবুও আমার দুটি চোখ অচিন কোন মায়াময় নির্বাক এক পাখির ডানায় অস্থির চেয়ে রয় আমি জানি এই শহরে আর ফিরবে না নতুন কোন ভালোবাসার আলো রাতের রাজপথ কষ্ট আর বেদনার নীলে হবে আরো অধিক কালো তবুও আমি আর ফিরবো না তোমাদের মাঝে যে শহরে আমি নেই আমি থাকবোনা সে শহরে তবুও আমি আর ফিরবো না তোমাদের মাঝে যে শহরে আমি নেই আমি থাকবো না সে শহরে হয়ত কোনোদিন ভোরের আলো এসে পড়বে তোমার কার্নিশে খুঁজবে তুমিও হঠাৎ হারিয়ে যাওয়া পুরনো সেই মানুষটিকে আমি জানি এই শহরে আর ফিরবে না নতুন কোন ভালোবাসার আলো রাতের রাজপথ কষ্ট আর বেদনার নীলে হবে আরো অধিক কালো তবুও আমি আর ফিরবো না তোমাদের মাঝে যে শহরে আমি নেই আমি থাকবো না সে শহরে তবুও আমি আর ফিরবো না তোমাদের মাঝে যে শহরে আমি নেই আমি থাকবো না সে শহরে তবুও আমি আর ফিরবো না তোমাদের মাঝে যে শহরে আমি নেই আমি থাকবো না সে শহরে তবুও আমি আর ফিরবো না তোমাদের মাঝে যে শহরে আমি আমি থাকবো না
গানটা প্রথম বার শোনা, তবুও - শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গেছে। প্রথম প্রথম বাংলা গানের প্রতি একটা অন্যরকম ফিলিংস জাগতেছে।
এখন মনে হচ্ছে সোনা চিনতে পেরেছি ।
এতো দিন বাদে শুনছি,, তবুও অনুভূতি অগের মতোই। গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে। ❤
প্রায় সাত বছর আগে ঠিক যতটা ভালোবাসা নিয়ে এই গান টা শুনতাম
আজও ঠিক ওই অনুভূতি নিয়েই শুনি🖤
আজকে ও ৭..৮ বারের মতো শুনছি🌸
Amio same
Same Case
Same.
আবার শুনেন
সালটা ২০১৯
বন্ধু রাফি বললো বে অফ বেঙ্গল শুনিস?
আমি বললাম না
সেদিন এই গানটা প্রথম শোনা,
আর এখন?
এখন বে অফ বেঙ্গল আমার প্রিয় ব্যান্ড।
লাস্ট মশপিট ২ এ দেখেছি।
আবারও হবে দেখা ❤️
ওমা! এটা কী শুনলাম। পুরাই ঘেমে যাচ্ছি। অবশ্য আমি লেপের ভিতর।সেই সেই!
অভিনন্দন আপনাকে ভাই,যে এ কমেন্ট পড়ছেন। আপনি বাবু খাইসো,টাকলা,অপরাধী না শুনে এখানে আসছেন। আপনার জন্য ভালোবাসা💖
🤘🤘🤘🤘
🖤🖤
ভাই takla ইনক্লুড করা ঠিক হয় নাই।
Comedy song আর ব্যান্ড গানের পার্থক্য বুঝতে হবে
Vai apni shuina aschen taile apnar jonnyo ki?
🤘🤘🤘🤘
অপূর্ব গান। অনবদ্য কম্পোজিশন। এগিয়ে চলো বঙ্গোপসাগর।
কলকাতা থেকে সুৃমন....
সুমন দাস সঙ্গীতপ্রেমী, Thanks for your comment and support :)
Keep listening and Don't forget to like, share and subscribe - Bay of Bengal
এত অপমান লাঞ্ছনা সহ্য করে বেঁচে আছি!
সবাই যেখানে দূরে ঠেলে দিলো...গানগুলো সেখানে এই অসহায়দের নিজের করে নিলো🖤
পশ্চিম বাংলা থেকে বলছি, বাংলাদেশের ব্যান্ডগুলোর গানের প্রশংসা না করলেই নয়, একেকটা যেন 🔥🔥🔥
জয় হোক বাংলা গানের ❤️
Tnx bro
হাজারো মানুষের সাথে গানটা গেতে পারাটাও অসাধারণ ছিল
Joy Bangla Concert
Bay Of Bengal is Love
ধুর খানকির পোলা এটাকি গান নাকি কুত্তার ঘেউ ঘেঊ?
@@shehjadhashmi34 vai gaan bujhen?
@@shehjadhashmi34 eine ki koren taile? Jaan oporadhi gaan shuina nijere nije blowjob den.
@@shehjadhashmi34 khet public.......class er bujho ki.....tmgo moto public jonne oporadhi view pay
@@shehjadhashmi34 তোদের মত মানুষের জন্যই বাংলাদেশ এখনো নিম্নমধ্যবিত্ত pokin ir jat samna ay taila dakmu kottar gau gau
12 - 4 - 2024 এ প্রথমবার শুনলাম । পুরো মন চাঙা হয়ে গেছে । এক কথায় অসাধারণ 😍😍
"হয়তো কোনোদিন ভোরের আলো এসে পড়বে তোমার কার্নিশে, খুজবে তুমিও হঠাৎ হারিয়ে যাওয়া পুরোনো সেই মানুষটিকে।"
এই লাইনটা অনেক গভীর অর্থ বহন করে।❤❤❤
mosharraf sattar, Thanks for your comment and support :)
Keep listening
🥰🥰
fan from cover of symphony of destruction ..
love from Nepal 🇳🇵❤️🇧🇩
Love to Nepal back from Bangladesh
Thanks 🇳🇵💕 🇧🇩
Love from Bangladesh
❤🎉
৫০ বছর পরে পরবর্তী জেনারেশন যখন এই গান শুনবে তারাও ভাববে আমাদের রুচি কত ভালো ছিল।
এইসব গান ২ বছরেও ১মিলিয়ন ভিউ পায় না , বাঙালি শোনে "অপরাধী" গান, আসলেই রুচির বড় অভাব... দুই বছর ধরে নিয়মিত শুনি গানটা... ভালবাসা বখতিয়ার ভাই
Aita e reality 😔
View diye ai gaan gula k judge kora jai nah
ai gula masterpice
ভিউ দিয়ে কোন কিছুর মান নির্নয় করাটা বোকামি ছাড়া কিছুই না। ডাস্টবিনের ময়লায় মাছি বেশি থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এটা সত্যি হতাশার যে আমাদের বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের রুচি খুবই জঘন্য।
আমার বড় ভাই এর কাছ থেকে একবার শুনে এই গান টা আমার প্রিয় গানের তালিকায় সবার উপরে উঠে এসেছে 💗💗
বস্তির দল যদি শিরোনামহীনের গান শুনে তাইলে আমাদের লেভেল ওদের লেভেল সমান হয়ে যাবে। ওদের জন্য অপরাধীই ঠিক আছে
বখতিয়ার ভাইয়ের বাঁশিটা শুনার পর থেকে বাংলাদেশের আমার প্রিয় রক ব্যান্ড হয় বে অফ বেঙ্গল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা যতবার আস ততবারই উপস্থিত থাকি আমি, ভবিষ্যতেও থাকব❤❤
@@চুদিরামেরমাকেচুদি তোমার চ্যানেলের নাম দেখে বুঝছি তোমার মস্তিষ্ক সুস্থ না। ডাক্তার দেখাও নিজেকে। আর পুটকি কিভাবে মারে তা তো জানি না আমি কারন আমি গে না তোমার মতো।
@@চুদিরামেরমাকেচুদি তুমি কর সমকামী। তা এখানে জাহির করতে আসছো কেন? মানে মানে কেটে পড়।
@@thedarkmoon9355 কেন তুমি তোমার ওই পাগলা ভাইয়ের পুটকি মারবা না?
@@চুদিরামেরমাকেচুদি পুটকি তোমারটা কি অনেক বড় হয়ে গেছে নিতে নিতে?
@@thedarkmoon9355 তুমিও করে দেখতে পার।
স্কুল জীবন থেকে শুরু,
চীরকাল এই গানের প্রতি আবেগ, আনন্দ, ভালোবাসা রয়ে যাবে। বখতিয়ার ভাই আমি আপনার এলাকার ই মানুষ।
বাশি শুনেই মাথা নষ্ট। অনেক দূর যাবে বে অফ ব্যংঙ্গল।
geche bai
love this song
এখানে নেই কোন উৎসব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা ।
তবুও আমার দুটি চোখ
অচিন কোন মায়াময়
নির্বাক এক পাখির ডানায়
অস্থির চেয়ে রয় ।
আমি জানি এই শহরে আর ফিরবেনা
নতুন কোন ভালোবাসার আলো
রাতের রাজপথ
কষ্ট আর বেদনার নীলে
হবে আরও অধিক কালো
তবুও আমি আর ফিরবোনা
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবোনা সেই শহরে
RUMON Hossian ♥
RUMON Hossian
Thanks bro
বে অফ বেঙ্গল কে আর বখতিয়ার ভাই কে যে জন্য মানুষ ভবিষ্যতে ও মনে রাখবে তা হলো এই গান। ভালোবাসা ভারতবর্ষ থেকে ❤️
৪ বছর পরে আবার শুনতে পেলাম 🗿💥💥💥
Valo basa obiram vaier poti🌸
I didn’t understand what the lyrics but I feel the real taste of music. And that flute was awesome bro lots of love from Nepal 🇳🇵
Translate it in your own language
There is no festival here
Tears of joy
There is no bird chirping
Flowers also lose their fragrance today
There is no festival here
Tears of joy
There is no bird chirping
Flowers also lose their fragrance today
Yet my two eyes
Achin no enchanted
On the wings of a mute bird
Roy than restless
There is no festival here
Tears of joy
There is no bird chirping
Flowers also lose their fragrance today
Yet my two eyes
Achin no enchanted
On the wings of a mute bird
Roy than restless
I know I will never return to this city
The light of any new love
The highway of the night
In the blue of pain and suffering
Will be more black
Yet I will not return
Between you
I am not in that city
I will not stay in that city
Yet I will not return
Between you
I am not in that city
I will not stay in that city
Maybe someday
The light of dawn came
Will fall on your cornice
You too will search
Suddenly lost
The old man
I know I will never return to this city
The light of any new love
The highway of the night
In the blue of pain and suffering
Will be more black
Yet I will not return
Between you
I am not in that city
I will not stay in that city
Yet I will not return
Between you
I am not in that city
I will not stay in that city
Yet I will not return
Between you
I am not in that city
I will not stay in that city
Yet I will not return
Between you
In that city I am
I will not stay
We really do great in Rock segment
Love from 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 bhaiii #Abhishek #Darnal ❣️
Welcome to BANGLADESH 🇧🇩❣️
❤️❤️❤️
@@emranemon9364 Bay of Bengal is a folk metal band. Bangladesh is known for its diverse palette of Metal.
From folk and melodic all the way to thrash and death metal.
Any metal genre you can think of Bangladesh gotchu covered
100 বছর পরেও যদি ইউটিউব থাকে আর তোমরা কেউ যদি এই গান শুনো তাহলে তোমাদের রুচির প্রতি সম্মান রইল 💖💖
100 years bachbo??
Thik bolso
@@alone-one8245 ১০০ বছরে কি নতুন জেনারেশন আসবেনা?
১০০ বছর পরেও যদি ইউটিউব থাকে আর তোমরা কেউ যদি এই গান শুনো তাহলে তোমাদের রুচির প্রতি সম্মান রইল
Legendary comment vai❤️
একজন রুচিশীল মানুষই এই গানের মর্ম বুঝতে পারবে 😊 4.7M মানুষকেই ধন্যবাদ গানটি শুনার জন্য। ❤❤❤
"হয়ত কোনদিন
ভোরের আলো এসে
পড়বে তোমার কার্নিশে
খোঁজবে তুমিও
হঠাৎ হারিয়ে যাওয়া
পুরনো সেই মানুষটিকে"
.......................................
Doggo 😘😘😘😘
ভাই টানা কয়েকশত বার শুনার পর ও আরো শুনতে ইচ্ছা করে। 😍😍😍
Thanks :) Keep listening \m/ Do share with your friends.
Also, do not forget to like & subscribe for more new music. - Bay of Bengal
অসাধারণ, এমন গান কালে ভদ্রে সৃষ্টি হয়। গানটা কখনও পুরোনো হবে না, বরং সময়ের থেকে এগিয়ে থাকবে।
0:58 এর Flute এর জন্যই গানটা লাগাতার কয়েকবার শোনা যায়!!
বাকী গানের কথা তো বাদই দিলাম💕
Eluveitie Of Bangladesh 💜
অনেক ভালোবাসা বে অফ বেঙ্গল। প্রত্যাশা অনেক আপনাদের কাছে।
ভাই আমি সবার মতন এতো সুন্দর সুন্দর ভাষার আর মেচিউর কমেন্ট করতে পারি না কিন্তু ভিতরে লুকিয়ে থাকা অনূভুতি ঠিক ই বুঝতে পারি আর এই গানটা তার উদাহরণ।ধন্যবাদ বে অফ বেংগল এতো ভালো গান উপহার দেওয়ার জন্য।
I wish more artists in the United States had the talent you guys do! Absolutely amazing musicianship.
Thanks
Wait why do u want ppl from us to be like them? They r themselves and just perfect the way they are. They don't need to be copied by any one or any country . -_- they r unique and it doesn't matter if their taste match others or not -_-
My love BAY OF BENGAL
❤️ FROM KOLKATA
"পানি মারবেন না" লিখে সার্চ দিসিলাম। সাজেশনে এইটা আসছে একদম ফার্স্ট-এ। :')
Same bhaii
@@shahriarzarifjoarder7458 😄
😂😂😂😂
বাশিটা ইলুভিটির কথা মনে করিয়ে দেয়। ভাল লাগছে
মনের কথা কইলেন ভাই :-D
Fahim Yasir ওরা সবাই ইলুভিটি এর ফ্যান
YEAH.... I ALSO THINK SO......
অনেক ভাল একটা বাংলা গান।
বাশি টা অসাম।
অনেক দিন আগের একটা মেমোরি খুজে পেলাম বস।
ua-cam.com/video/RWpdFlC2jXY/v-deo.html&feature=em-comments
Amar priyo "bakhtiyar hossain"
India theke tomar jonno onek valobasa ar Ami chai tumi jadavpur university te ese perform koro
Sourodeep sarkar, thanks for invitation to"Bay of Bengal " indeed Jadavpur University has the tradition to organise the famous Rock concert i have seen a lot on utub where perform Rafa, powersurge, jems, LRB etc & greetings to you from Dhaka, BD.
you guys Should invite Bay of Bengal
@@তারমিমহকশুভ I've talked to my union😅😅😅last year but they didn't pay heed, this year will try definitely brother ❤️❤️❤️
@@zahidhassan1200 JU has always supported Independent music across the borders, love from Kolkata, India❤️❤️❤️
@@sourodeepsarkar3979
এই শহরে আর ফিরবে না নতুন কোনো ভালোবাসার আলো! 😅
ভালোবাসা রইল ❤
বাংলাদেশের ব্যান্ড ইন্ডাস্ট্রি এতো পিছনে থাকার অন্যতম কারণ হল সব বাংলাদেশি ব্যান্ডই গিটার, ব্যাজ, ড্রাম আর কিবোর্ড এর রিয়েল টিউন দেয়। কিন্তু বে অফ ব্যাঙ্গল এর ক্ষেত্রে একটু আলাদা। তারা বাশি দিয়ে নতুনত্ব দেখিয়েছে। যদি অন্যান্য ব্যান্ডগুলোও টেকনো মিউজিক বা সফটওয়্যার এর মাধ্যমে টিউন add করে তাহলে বাংলার ব্যান্ড সংগীত অনেক দুর এগিয়ে যাবে।
আপনাকে কে বলেছে বাংলা ব্যান্ড মিউজিক এত পেছনে আছে?
@@Siamsaif2011 বাংলাদেশ আর ইন্ডিয়া ছাড়া আর কে শুনে বাংলা ব্যান্ড মিউজিকের গান?
যে শহরে আমি নেই,
আমি থাকবো না সেই শহরে- 🖤
We really miss them. They are the true legends. They played without computer analysis and prediction. Love you all guys.
সব গান সব সময় শোনার মুড হয় না। কিন্তু এই গান টাই একমাত্র গান যেটা যেকোনো সময়ই শুনলে দুই তিন বারের বেশি শুইনা ফেলি!😍💜
Exactly
ভাই এটা বাঁশি নাকি অন্তরকে সম্মোহিত করার সূর😍😍😘জাস্ট শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেলো বাঁশির আওয়াজটা শুনে😌😌অনেক দূর এগিয়ে যাক Bay of Bengal❤❤💞শুভকামনা রইলো😍😍😘
If you think drugs are addicting, then you are probably not listening to this song. I used to get rid of depression through listening to this song. This is utterly the pain killer and keep me motivated and energetic. Long way to go Bay of Bengal.
Emon song khob kom Paoa jai....a onno rakom.....bujhano jabena feel korte hobe ..... awesome
Wow, really enjoyed that, you have just gained a fan here in Northern Ireland, peace ✌🏻 💝
Just love it... Awsm guyzz... Bohemian lyrics...awsm composition... Love you guyz...Love from India..
Thanks :) Keep listening \m/ Do share with your friends.
Also, do not forget to like & subscribe for more new music. - Bay of Bengal
সব দিক বিবেচনায় এই গানটি দশকের মধ্যে অন্যতম।
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবোনা সে শহরে🖤🥀
এখনো ভিউ এতো কম কেন? :(
শুধু বাঁশিটাই ১০ লাখ ভিউ ডীজার্ভ করে।
বাংলাদেশের মানুষ কি ভালো জিনিস চিনেনা? বুঝেনা?
ব্যাপার নাহ। এগিয়ে যাও B.O.B. B|
Mr.Epic You are right bro
Asolei
উই পোকা কি চেনে মহাভারত আর পুরান? :D
বাঙালী ভালো জিনিস কবে চিনছে?
পুটকি দেখায় না যে, পুটকি আর ক্লেভেজ দেখাইলে ঠিকি মিলিয়ন ভিউ পাইতো 😑
পরিবারের সমস্যা, ক্যারিয়ার নিয়ে চিন্তা, প্রিয় মানুষের অবহেলা এত কষ্ট থাকার পর ও এই গানটা শুনতে আসছি। কারণ এইটা গান না এইটা আমাদের মতো মানসিক অবসাদে থাকা মানুষের পেইনকিলার❤
লাস্ট নাইট এই গানে আমাদের পৌরসভা কাঁপিয়ে গেছে।।
এখনকার বেশিরভাগ গান অটোটিউন করা কিন্তু ভাই কাল বুঝলাম বখতিয়ার ভাই কি জিনিস, অবিকল এক কন্ঠ, বলতে গেলে এর থেকেও বেশি ROCKZ..🔥
আর বাঁশি টা🖤।।
FROM KUSHTIA
মনে রাখবে কুষ্টিয়াবাসি।।
love from nepal 🤝❤️🇳🇵🇧🇩
সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, জীবনে আনন্দ বা উৎসব কিছুই নেই আছে শুধু পরিশ্রম। বারান্দায় বসে আছি, সামনে এক সবুজ পৃথিবী। তবুও আমার দুটি চোখ ঢাবি নামক এক অচিন মায়াময়ে বন্দী। আর এই গানটাও বোধহয় আমাকে নিয়েই গাওয়া। আপাতত এটাই এই মরুভূমিতে বেচেঁ থাকার প্রেরনা।
আগামীকাল আমাদের পরীক্ষা, শুভ কামনা
Greetings from the the other side of Bangla ...i should have commented way before..... taking Bengali rock to another level....love the folk influence....keep it up guys....love from Bengal ....🤘🤘🤘
Dear Bakhtiar Hossain,
I am a big fan of your work, in my opinion, you are one of the few multi-talented musicians from Bangladesh. I would definately love to see you more and more in youtube. Keep up the good work.
Thanks :) Keep listening \m/ Do share with your friends.
Also, do not forget to like & subscribe for more new music. - Bay of Bengal
After so many years, this music still goosebumps me
@@imdadulhuq3116 nice
@@imdadulhuq3116 after 4 yr...you are here...love to see your comment man
যে শহরে আমি নেই আমি থাকবো না সেই শহরে।🌼🖤burns mannn 🔥
ইন্ট্রোতে বাঁশির সুর টা ভীষন অস্থির। 💥💥
এটাই আমার শোনা বে অফ বেঙ্গলের প্রথম গান ছিল।😍😍😍😍
Same here❤️
3:20 ব্রেক টা জোস....🤟
Literally heart skips a beat...❤️
Quality progressive bands are coming out from the outside of Dhaka,
definitely a good sign & liked the music video based on Chittagong city! :)
vai je gaan ey shunte zai oikhneei apnr cmnt dkhi... tai ajk rply krlm ktha ta.. epitaph,biborno kata tar name ey ekjn r kamal talukdar ei 3 jn r cmnt ami pboi jei gaan ey shunte zai...
good to know, that I'm quite a common face for u. thanks brother :)
+এপিটাফ apnara 3 jn common face for me bro...
আপনারা কয়েক জন উঁচু মাত্রার মেটালহেড।যেখানে ই যাই আপনাদের কমেন্ট থাকেই
+BLACK HAT SONNETER epitaph right?
4:10 key entry was mood changing....... Thanks to singer, flute and bombard drummer, maestro keyboardist, veteran guitarist and terrible bass player
terrible or terrific?
@@flyingfalcon5065 for me both....... Extremely terrific amd terrible
আমারা অনেক ভাগ্যবান তা , না হলে আমারা এই গান গুলো কখনও শুনতেই পেতাম না, আর তাকেও অনেক ধন্যবাদ সে চলে না গেলে হয়তো এই গান গুলোর প্রতি এতোটা মায়া কাজ করতো না🙂🙂
য়ারা এইসব গান শুনে তারা সত্যি একটু আলাদা, তাদের রুচিবোধ কে সম্মান করা উচিৎ।
🖤🖤
🖤🖤
হায়রে মানুষ, অপরাধীর মতো গানের ভিউ হয় 300+মিলিয়ন।
আর এতো সুন্দর একটা গান এর ভিউ 1.4 মিলিয়ন।
আসলে এটা তো শিক্ষিত মানুষের গান আর শিক্ষিত মানুষের সংখ্যা কম।
whatever congratulations.
keep it up Brothers
একদম ভাই...🙂
Bangladeshe maximum school'r education quality anek kharap. Shudhu namei 70% population literate. Eder mathay knowledge bolte kichui nai.
Akdom r8 bro
Right bro
অপরাধী গানের লিসেনার সব বাচ্চা টিনেজার আবেগী। তারা সারা দিন আজাইরা বইসা থাকে। আর কথা গুলো সব সস্তা মার্কা যা রিকশাওয়ালাও বুঝবে। কিন্তু এই গানের লিসেনার গুলো বেশিরভাগই শিক্ষিত আর সময়ের বিপরীতে চলা মানুষ। তাদের দ্বারা সারাদিন ইউটিউব নিয়ে বসে থাকা সম্ভব না। তাই ভিউয়ার কম।
যদি জীবনে সফলতার দ্বারে পৌছাতে পারি,
তাহলে এই গান আমায় মনে করিয়ে দেবে আমার ক্ষীণ হওয়া বিদঘুটে অতীতকে।অতীতের এই অভিনয়ে বিভিন্ন চরিত্রে যারা ছিল,তাদের ছলনায় পড়া থেকে আটকাবে আমায় এই মহাকাব্য।
গানটা অনেক আগে শুনছিলাম,
বহুদিন পরে আজ আবার শুনলাম,
সেই একই ফিলিংস 💔
Love from Kolkata .... darun darun awesome.....joy rock
এমন এক টা গান যেটা সাউন্ড সিস্টেমে না শুনলে আসলে মজা পাওয়া যায় না যতই ইয়ারফোনে শুনি না কেনো!!!
সেই প্রথম শোনার সময় যেমন অনুভূতি ছিলো আজকেও ঠিক একই অনুভূতি!!! খুব ইচ্ছা আছে যে আপনাদের কোনো এক কনসার্টে এই গানটা চিৎকার করে গাইবো!!!😇😇
শুভ জন্মদিন বখতিয়ার ভাই 🎂💜। অনেক অনেক শুভ কামনা।
আপনার দারাজ কণ্ঠ, পাগল করা গিটার আর বাঁশির সুর শুনে যেতে চাই। 💜💜
বাংলা ব্যান্ডের একজন অল রাউন্ডার বখতিয়ার ভাইই। 💜
[ 2 August, 2019]
সারাজীবন মনে রাখবো আমাদের "খুলনা জিলা স্কুল" ২০২২ এর মিউজিক ফেস্টিভ্যালে আপনাদের পারফরম্যান্স।
আমি এক সময় খুলনায় থাকতাম।
এই গান টা বুস্ট দেয়া উচিৎ ছিলো কারন আমার মত অনেক মেটাল ফ্যান হয়তো এই ব্যান্ডের খোজ পায়নি এখনো , নিজেকে অনেক হতভাগা মনে হয়েছিলো যখন ২০১৯ কি ২০ এ প্রথম এই গানটা শুনি -_-
A message to the future generations: "DON'T LET THIS SONG DIE"
কাল সারারাত বাসায় ওয়াইফাই ছিল না গানটা শুনতে পারি নাই। তাই ঘুমাতেও পারি নাই। ভালোবাসা রইলো ভাই 😍
save kore rakhlei hoy.
@@abrarmaruf2595 save option to nai
হাজার বার শুনেছি।। তাও ভাল লাগে।। লাইফে এমন একটি ক্রিয়েশন থাকলে পরিত্রিপ্তির জন্য আর কিছু লাগে না।।
১০০ বছর পরেও যদি ইউটিউব থাকে আর তোমরা কেউ যদি এই গান শুনো তাহলে তোমাদের রুচির প্রতি সন্মান রইলো। 💙🖤💖🥀
যে শহরে আমি নেই,
আমি থাকবোনা সেই শহরে 💙
বাংলাদেশ এ ফেলে আশা অনেক স্মৃতি মনে করিয়ে দেয় এই গান টা অন্যরকম ভালো লাগা এই গানটির প্রতি প্রায়শই শুনি 💙💙 এইগানটির সাথে আমার জীবনের প্রচুর মিল রয়েছে একগাদা অভিমান নিয়ে দেশ ছেড়েছিলাম
বাশির সুরটা শুনার জন্য বারবার ছুটে আসি😢
Same
Great fan of this band from Assam, India ❣️🙏
Khulna Zilla School will remember you bhai❤️
শ্রতা হিসেবেও একটা রুচিবোধ থাকে। যারা এই ২০২১ এর সেষে এসেও এই গানটা শুনছেন বলতে হবে শ্রোতা হিসেবে আপনি অনন্য।
2024 ❤️🔥🔥❣️🤙
It's deserves 1 billion views! Loved it.
তবু আমি আর ফিরবো না তোমাদের মাঝে,
যে শহরে নেই আমি থাকব না সেই শহরে।
ভালবাসার Bay Of Bengal ❤️❤️❤️
বেশি আর বলবো না।এক কথাই Love You song...😍
Thanks for your comment and support :)
Keep listening
বে অফ বেঙল ব্যান্ডটা অসাধারণ 👌
i dont think so :/
@@ItsKhurshedSpeaking tui to bolbei Dekh bidesher rock song er views koto. Tui to bujhos na gaan kake bole. Tor Moto Manush we karonei ei desher ei obostha.
@@radhinblitzahmed Thank you.
"যে শহরে আমি নেই
আমি থাকবোনা সেই শহরে "
খুব প্রিয় একটি গান,,যতোই শুনি ততোই শুনতে মন চায়..বাশির সুর💘💘
It is one of the best songs, I have ever heard.Take my love.Your voice has some magic Bakhtiar vai.
Good luck Bay of Bengal
রানী তোমাকে ভালবাসি আমি অনেক টা, তবুও আমি আর ফিরবো না তোমাদের মাঝে, যে শহরে আমি নেই, আমি থাকবো না সেই শহরে..........♥️🙂
Corrected Lyrics
===============
এখানে নেই কোন উৎসব, আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব, ফুলেরাও আজ সুবাস হারা
[ Flute + Music ]
[ এখানে নেই কোন উৎসব, আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব, ফুলেরাও আজ সুবাস হারা
তবুও আমার দুটি চোখ, অচিন কোন মায়াময়
নির্বাক এক পাখির ডানায়, অস্থির চেয়ে রয় । ]*2
আমি জানি এই শহরে আর ফিরবেনা
নতুন কোন ভালোবাসার আলো
রাতের রাজপথ, কষ্ট আর বেদনার নীলে
হবে আরও অধিক কালো
[ তবুও আমি আর ফিরবেনা তোমাদের মাঝে
যে শহরে আমি নেই আমি থাকবো না সেই শহরে ]*2
হয়ত কোনদিন, ভোরের আলো এসে
পড়বে তোমার কার্নিশে
খোঁজবে তুমিও, হঠাৎ হারিয়ে যাওয়া
পুরনো সেই মানুষটিকে
আমি জানি এই শহরে আর ফিরবেনা
নতুন কোন ভালোবাসার আলো
রাতের রাজপথ, কষ্ট আর বেদনার নীলে
হবে আরও অধিক কালো
[ তবুও আমি আর ফিরবেনা, তোমাদের মাঝে
যে শহরে আমি নেই আমি থাকবো না সেই শহরে ]*2
[ MUSIC ]
তবুও আমি আর ফিরবেনা, তোমাদের মাঝে
যে শহরে আমি নেই আমি থাকবো না সেই শহরে
তবুও আমি আর ফিরবেনা, তোমাদের মাঝে
যে শহরে আমি নেই আমি থাকবো না...
Dragonforce এর বাংলা ভার্সন !!
Good job Bay of Bengal
kemne? onara to fast paced riff er upor depend kore song compose kore ni.
Osamajik ar por ata best
আজ ৫ বভহর হতে চললো গানটি শোনার। এইচ এস সি এক্সামের মাঝখানে ডেংগু হয়েছিলো। এই গান ৪ বছর পরেও আমার কাছে ছিলো সেই একই রকম প্রাণবন্ত-উদ্যমে ভরা। দিনে বাছাইকৃত ৪-৫ টা গানই শুনতাম ঐ সময়টায়। ২ নাম্বারেই ছিলো এইটা।
তবুও আমি আর ফিরবো না তোমাদের মাঝে👌👌👌
Thanks :) Keep listening \m/ Do share with your friends.
Also, do not forget to like & subscribe for more new music. - Bay of Bengal
A message for the future generation
"এসব গানকে হারিয়ে যেতে দিও নাহ 🖤"
গানটির সাথে হলি আর্টিজনের হামলার শেষ মুহুর্তের বাংলাদেশের সেনাবাহিনীর থান্ডার বোল্ট অভিযানের সেই শ্বাসরুদ্ধ অভিযানটি অসাধারন ভাবে দেখতে ভালো লাগে সেই দিন থেকে।
অসাধারন বে অফ বেঙ্গল এবং সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী কেও।
it's good to see folk metal band like this in Bangladesh .. Bay of Bengal rocks .. 😍😍😍
Lyrics.
এখানে নেই কোন উৎসব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা
এখানে নেই কোন উৎসব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা
তবুও আমার দুটি চোখ
অচিন কোন মায়াময়
নির্বাক এক পাখির ডানায়
অস্থির চেয়ে রয়
এখানে নেই কোন উৎসব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা
তবুও আমার দুটি চোখ
অচিন কোন মায়াময়
নির্বাক এক পাখির ডানায়
অস্থির চেয়ে রয়
আমি জানি এই শহরে আর ফিরবে না
নতুন কোন ভালোবাসার আলো
রাতের রাজপথ
কষ্ট আর বেদনার নীলে
হবে আরো অধিক কালো
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবোনা সে শহরে
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবো না সে শহরে
হয়ত কোনোদিন
ভোরের আলো এসে
পড়বে তোমার কার্নিশে
খুঁজবে তুমিও
হঠাৎ হারিয়ে যাওয়া
পুরনো সেই মানুষটিকে
আমি জানি এই শহরে আর ফিরবে না
নতুন কোন ভালোবাসার আলো
রাতের রাজপথ
কষ্ট আর বেদনার নীলে
হবে আরো অধিক কালো
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবো না সে শহরে
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবো না সে শহরে
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবো না সে শহরে
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি
আমি থাকবো না
This song has a different vibe >>>
This is Just Next Level Masterpiece 😍😍
Still Watching in 2019.
Still listening 2021 5 may
জোস, স্পেশালি জ্য ফ্লুইট 😍😍😍
কিপ আপ ব্রো...
তারুণ্যের উন্মাদনা ছিল বে অফ বেঙ্গল। শুনছি এখনো।
আজ ৫ বছর ধরে এই গান টা শুনছি। ১৩-০৫-২০১৯ সেই থেকে ০৩-০৫-২০২৪
।
ভালোবাসা রইলো ❤❤
২০২৪ সালে এসে কে কে এই গান টা শুনছেন..?🤔🤔🤔
so good well done boys much love from Bulgaria !
বাঁশির সুরটা আমারে মাতাল করে ছাড়ে,
শরীরে উত্তেজনা চলে আসে
তোমাদের প্রতি সন্মান ও শ্রদ্ধা রইলো দারুণ আয়োজন।।
যখন ক্লান্তি আসবে তখন আবার শুনে নেবো..
এই গান গুলো যারা শুনে তারা আসলে বিশেষ মানুষ❤
হুম। আর যখন হাবিজাবি মানুষের সামনে নিজেকে নিয়ে যেতে হয় অনিচ্ছায়, খুব অসহ্য লাগে তখন।