I am very excited to watch this video. At Karmatar "Rajani Dham" is my maternal uncle home.I have lots of memories connecting to Karmatar. My maternal Grandfather was Kobiraj Harishankar Gupta Chowdhury, popularly known as Kobraj Babu. He was one of the persons who contributed a lot for development of the house and premises of Vidyasaagar. At Jamtara my maternal uncle Dr. Ranjit kumar Gupta Chowdhury was a medical practitioner at Ashirbad Nursing home. Thank you for uploading this video related to Karmatar and Jamtara❤
দেখলাম ভালো লাগলো। আমি ১৯৬৩ থেকে ১৯৭১ পর্যন্ত জামতাড়ায় ছিলাম এবং ওখানে জেবিসি এইচ এস স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছি। যে কালী মন্দিরটা দেখালেন তখন খড়ের ছাউনি ছিল, ওর পাশ দিয়ে একটু এগিয়ে গেলে যে রাস্তা পড়বে সেদিকে গেলে মোহিনী stores এর পাশ দিয়ে গেলে কায়স্থ পাড়া, পার্ক গ্রাউন্ড। ওখান প্রচুর বাঙালী ও মারোয়াড়ীদের বাস। খুব সুন্দর জায়গা জামতাড়া।
খুব ভালো লাগছে আপনার ভিডিও গুলো। আমি পাটনায় থাকতাম তাই জামতাড়ার উপর দিয়ে বহু বার যাতায়াত করেছি। আমার গুরুধাম হচ্ছে বেলুড় মঠ তাই শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশন দর্শন করতে খুব ভালো লাগে
Jaiga gulo r nam jana Chilo. Apni khub sundor bhabe porichoy korie debar jonyo dhonyobad. Winter e Jabar iccha roilo. Sply Karmator, to pay my respects to Vidya Sagar Mahasoy. Thank u.Bhalo thakben.
জায়গা টা খুব সুন্দর মনে হলো তবে রামকৃষ্ণ মিশনের থাকার জায়গায ঘর গুলো কেমন, খাওয়া দাওয়া কেমন, থাকার জন্য খরচ কত এই গুলো জানালে ভালো হতো। ভালো থাকবেন আর ভালো ভিডিও উপহার দেবেন বিস্তারিত তথ্য সহ তবেই আপনার চ্যানেলের subscriber বাড়বে । পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইলাম ।
@@vromoneamit A learned person could've easily understood that the spelling might inadvertently been mistaken as 'sholw' in place of 'slow'. But an illiterate person like me couldn't understand the fun of teasing it by making comment only for that.
এর সঙ্গে চিত্তরঞ্জনে রামকৃষ্ণ -বিবেকানন্দ পাঠচক্রে এবং হিলটপেও (ষা অত্যন্ত মনোরম ও দৃষ্টি নন্দনও)ঘুরে আসতে পারতেন।জামতারার পূর্বেই চিত্তরঞ্জন রেলস্টেশন।
আপনার উপস্থাপনা খুব ভালো, তথ্য সমৃদ্ধ। তবে বেশীর ভাগ সময় আপনার মুখটাই ভিডিও তে দেখতে হল। এটা ভালো লাগলো না। রাস্তা ঘোট, আশপাশ সব দেখান তা সে যেমন ই হোক।
ভিডিও টি দেখে আমি মুগ্ধ কারণ আমার জন্ম স্থান জামতাড়ায় তাই আমার প্রিয় মামাবাড়ি ওখানে আর নিজের আদি বাড়ি কারমাটার থেকে প্রায় ১২ কি. মি দূরে করো গ্রামে ( বিরাট বড় গ্রাম) এখন প্রায় ৬ থেকে ৭ টি দূর্গাপূজা হয়, আমরা ছোট বেলায় পূজোর সময় মা বাবা ভাই বোন গরুর চড়ে গ্রামের বাড়ি যেতাম, আমার বয়স এখন প্রায় ৭৩ বছর, খুব ভাল লাগতো দাদু ঠাকুমা আর পিসিদের ভালোবাসা পেয়ে।
খাবার চার বেলা দেওয়া হয়, তবে কতো প্রণামি বা দক্ষিণা দেবেন তা আপনার বিবেচনা ও সামর্থ্যের ওপর নির্ভর করছে। ধন্যবাদ ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
@@vromoneamit জামতারা রামকৃষ্ণ মঠে। দেখুন প্রত্যেক বছরে আমাদের স্কুল থেকে ছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ করা হয়ে থাকে। আপনার ভিডিও দেখে খুব ভালো লাগলো তাই ভাবছিলাম এ বছর জামতারা ঘুরতে যাবো।
@@sanjoymukherjee4253 ভিডিও তে মঠের ফোন নম্বর দেওয়া আছে, সরাসরি মহারাজের সাথে কথা বলুন। এছাড়া কারমাটারে বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি আছে, (জামতাড়া স্টেশন থেকে ৩০ মিনিট) ওখানে থেকেও জামতাড়া ঘুরতে পারেন। ভিডিও তে সে নম্বরও দেওয়া আছে।
I am very excited to watch this video. At Karmatar "Rajani Dham" is my maternal uncle home.I have lots of memories connecting to Karmatar.
My maternal Grandfather was Kobiraj Harishankar Gupta Chowdhury, popularly known as Kobraj Babu. He was one of the persons who contributed a lot for development of the house and premises of Vidyasaagar.
At Jamtara my maternal uncle Dr. Ranjit kumar Gupta Chowdhury was a medical practitioner at Ashirbad Nursing home.
Thank you for uploading this video related to Karmatar and Jamtara❤
Thank you so much for your valuable comment. Stay well 🙏
খুব ভালো লাগলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভিটে দর্শন করলাম ড্যাম দেখালেন সত্যিই প্রকৃতির এক অন্য রূপ দেখে মন ভরে গেল সেই সঙ্গে রামকৃষ্ণ মিশন মঠ। ❤
অনেক ধন্যবাদ 🎉আজ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন, তাঁর প্রতি ভ্রমণে অমিতের কোটি কোটি প্রণাম।
ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
দেখলাম ভালো লাগলো। আমি ১৯৬৩ থেকে ১৯৭১ পর্যন্ত জামতাড়ায় ছিলাম এবং ওখানে জেবিসি এইচ এস স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছি। যে কালী মন্দিরটা দেখালেন তখন খড়ের ছাউনি ছিল, ওর পাশ দিয়ে একটু এগিয়ে গেলে যে রাস্তা পড়বে সেদিকে গেলে মোহিনী stores এর পাশ দিয়ে গেলে কায়স্থ পাড়া, পার্ক গ্রাউন্ড। ওখান প্রচুর বাঙালী ও মারোয়াড়ীদের বাস। খুব সুন্দর জায়গা জামতাড়া।
অনেক ধন্যবাদ 🎉
খুব ভালো লাগছে আপনার ভিডিও গুলো। আমি পাটনায় থাকতাম তাই জামতাড়ার উপর দিয়ে বহু বার যাতায়াত করেছি। আমার গুরুধাম হচ্ছে বেলুড় মঠ তাই শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশন দর্শন করতে খুব ভালো লাগে
অনেক ধন্যবাদ 🎉আপনার জন্য ভ্রমণে অমিতের চ্যানেলে একাধিক শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের ভিডিও আছে। সুযোগ হলে দেখবেন। ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
একটি অসাধারণ উপস্থাপনা। ❤❤❤❤❤❤❤
অনেক ধন্যবাদ 🎉ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
Wonderful destination and a gateway to unwind.
Jamtara is in news nowadays for online frauds.
Really it's wonderful 🎉
I luv Jamtara.
My Birth place.
🎉
নতুন এই জায়গাটির তথ্য সুন্দরভাবে দেওয়ার জন্য ধন্যবাদ ।
অনেক ধন্যবাদ 🎉ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
Vromone Amit anpar video dekhe amra next week Jamtara sopiribare jacchi. Apnar video te onek information pelam. Amra Ramkrishna mission e thakbo.
অনেক ধন্যবাদ 🎉
দাদা এই মঠ দেখে আমাদের জানান
Khub e sundor laglo uposthapon. Excellent video coverage. Beautiful locations. Nice presentation. Nice description.
অনেক ধন্যবাদ 🎉ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
⚘🌟Good...বাচনভঙ্গি, কন্ঠস্বর ও Presentation ভালো..
অনেক ধন্যবাদ 🎉ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
আমি একজন বয়স্ক মানুষ তাই আর বেড়াতে পারি না ৷ তোমাদের মাধমেই আমার ভ্রমণ ৷
আপনার মন্তব্য আমার জন্য আশীর্বাদ স্বরূপ। ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
Jaiga gulo r nam jana Chilo.
Apni khub sundor bhabe porichoy korie debar jonyo dhonyobad.
Winter e Jabar iccha roilo.
Sply Karmator, to pay my respects to Vidya Sagar Mahasoy.
Thank u.Bhalo thakben.
অনেক ধন্যবাদ 🎉ভালো থাকবেন ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
Ami o vabchi January te jabo
Khubi bhalo laglo Amit Bhai. Thank You.
অনেক ধন্যবাদ দাদা 🎉ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
Jamtara bhromon khub valo laglo । আপনাকে ধন্যবাদ ।ভালো থাকবেন । H. Rudra .
অনেক ধন্যবাদ 🎉ভালো থাকবেন ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
Khub sundor laglo aye jega ta. Java jete pare.
অনেক ধন্যবাদ 🎉
Very nice place.
Thank you so much for your valuable comment 🎉
Really, unknown and unexplored gem. Interested to visit.
Absolutely right.
Khub bhalo ❤❤❤🎉
অনেক ধন্যবাদ 🎉
জায়গা টা খুব সুন্দর মনে হলো তবে রামকৃষ্ণ মিশনের থাকার জায়গায ঘর গুলো কেমন, খাওয়া দাওয়া কেমন, থাকার জন্য খরচ কত এই গুলো জানালে ভালো হতো। ভালো থাকবেন আর ভালো ভিডিও উপহার দেবেন বিস্তারিত তথ্য সহ তবেই আপনার চ্যানেলের subscriber বাড়বে । পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইলাম ।
অনেক ধন্যবাদ 🎉
কাজের কথা কম, বাজে বোকে ভিডিও লম্বা করেছে।
Onek sholw vdo
Sholw ??????
😟 may I know the exact meaing of this word???????
@@vromoneamit A learned person could've easily understood that the spelling might inadvertently been mistaken as 'sholw' in place of 'slow'. But an illiterate person like me couldn't understand the fun of teasing it by making comment only for that.
এর সঙ্গে চিত্তরঞ্জনে রামকৃষ্ণ -বিবেকানন্দ পাঠচক্রে এবং হিলটপেও (ষা অত্যন্ত মনোরম ও দৃষ্টি নন্দনও)ঘুরে আসতে পারতেন।জামতারার পূর্বেই চিত্তরঞ্জন রেলস্টেশন।
অনেক ধন্যবাদ 🎉ভবিষ্যতে যাবার চেষ্টা করবো। ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
Khub bhalo laglo Amit babu. Puro video ta dekhlam.
অনেক ধন্যবাদ 🎉
খুব ভাল লাগল
অনেক ধন্যবাদ 🎉ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
আপনার উপস্থাপনা খুব ভালো, তথ্য সমৃদ্ধ। তবে বেশীর ভাগ সময় আপনার মুখটাই ভিডিও তে দেখতে হল। এটা ভালো লাগলো না। রাস্তা ঘোট, আশপাশ সব দেখান তা সে যেমন ই হোক।
Aapnar Jamtara video darun laglo,drastabyo sthan guli khub sundar bhabe dekhiyechen tabe okhaner jagrata Ma Chanchala mandirti dakhale r o bhalo lagto.
Bodma paharer ak jhalak dakhale khub bhalo lagto.Ak samoyer Kolkatar jal haoa badaler jayga chilo ei Jamtara ,Madhupur Karmatar bartonane Vidyasagar Jasidih shimultala. Jamtara aage chilo
Biharer Santhal parganay bartamane JharkhanderJela shahar . Bangali pradhan traditional shanto ei jayga aabar jano nijo hrito gaurav phire paay .Aapnake onek onek dhonyobad Amit babu ato sundar video aamader upohar debar jonno.Ebhabei egiye cholun,. Bhul kichu bole thakle sabai marjana korben ,aami ekhankar meye tai hoyto ektu aabege aapluto hoye porechi😊🙏
অনেক ধন্যবাদ মূল্যবান মতামতের জন্য 🎉
Very nice this is mamun from bangladesh valo thakun dada
Thank you Mamun 🎉stay well
Khub sundar laglo jambalaya,natunatter swad pelam
অনেক ধন্যবাদ 🎉ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
khub bhalo laglo. eta ekta natun spot
অনেক ধন্যবাদ 🎉ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
Very good information ❤
Thank you so much 🎉
Bah !! khub sundar
Thank you 🎉
Kubh valo laglo.
অনেক ধন্যবাদ 🎉ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
Many many thanks🙏
Welcome 🎉
Video এত লম্বা করেছেন, দেখতে ভাল লাগল না। আর ট্রেনের এত detail দেখিয়ে video শুধু শুধু লম্বা করেছেন। ভীষণ বিরক্তিকর লাগল।
Bhai khub bhalo laglo, ami jamtara r meye station samne kali mondir ta amader, amar bari o sAmnei
জেনে খুব ভাল লাগলো। কলী মন্দির আপনাদের জেনে আরও ভাল লাগলো। ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
Jharkhand er ei rokom offbeat place aro chai
আচ্ছা খুব চেষ্টা করব।
Dada,nimdih video korun,thakar jaiga tar koj kobor pabo
@@subhashisbanerjee6799 আচ্ছা খুব চেষ্টা করবো।
অত্যন্ত ক্লিশে পরিবেশনায় যথেষ্ট নিম্ন মানের ভিডিও টা আরও খারাপ হয়েছে। সানগ্লাস পরে পরিবেশনা টা অসৌজন্যমূলক লাগছে।
খুব সুন্দর ভিডিও।
জানতারা পুরো ঘুরতে মোটামুটি কদিন সময় লাগবে?
সকালে পৌঁছতে পারলে, একদিন যথেষ্ট।
@@vromoneamitধন্যবাদ
@@sukanyachatterjee1833 🙏ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
এক মাস
Congratulation dada
Thank you so much 🎉
খুব ভালো লাগলো
অনেক ধন্যবাদ 🎉ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
ভিডিও টি দেখে আমি মুগ্ধ কারণ আমার জন্ম স্থান জামতাড়ায় তাই আমার প্রিয় মামাবাড়ি ওখানে আর নিজের আদি বাড়ি কারমাটার থেকে প্রায় ১২ কি. মি দূরে করো গ্রামে ( বিরাট বড় গ্রাম) এখন প্রায় ৬ থেকে ৭ টি দূর্গাপূজা হয়, আমরা ছোট বেলায় পূজোর সময় মা বাবা ভাই বোন গরুর চড়ে গ্রামের বাড়ি যেতাম, আমার বয়স এখন প্রায় ৭৩ বছর, খুব ভাল লাগতো দাদু ঠাকুমা আর পিসিদের ভালোবাসা পেয়ে।
অনেক ধন্যবাদ 🎉ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
খুব সুন্দর ভিডিও হয়েছে দাদা। চিত্তরঞ্জন থেকে দেখছি, মাইথনের পরে লাদনা আমাদের অন্যতম পিকনিক স্পট।
অনেক ধন্যবাদ 🎉ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
Vidyasagar amar bari khub valo laglo❤
অনেক ধন্যবাদ 🎉ভালো থাকবেন ,ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
👍
অনেক ধন্যবাদ 🎉
Thanks
অনেক ধন্যবাদ 🎉ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
অমিত বাবু মঠে থাকতে খরচা কত?
জানালে ভাল হয়। নমস্কার ধন্যবাদ
রামকৃষ্ণ মঠে তো সেই অর্থে কোনো নির্দিষ্ট charge নেই, আপনার বিবেচনা ও সামর্থ্যের ওপর নির্ভর করছে। ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
❤
@@debasishchatterjee7331 ❤️
Khub bhalo laglo video ta. Ramkrishna mission e food and lodging niye koto taka, kobar khabar babostha ache janaben.
খাবার চার বেলা দেওয়া হয়, তবে কতো প্রণামি বা দক্ষিণা দেবেন তা আপনার বিবেচনা ও সামর্থ্যের ওপর নির্ভর করছে।
ধন্যবাদ ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
@@vromoneamit Ok. Dhanyawad 👍.
@@SankhaMitra 👍
অযথা বাজে বলে বলে ভিডিও লম্বা করে বিরক্তিকর লাগলো। খুবই বাজে ভিডিও।
Amit Babu apni ki one day te JAMTARA ghure ashte parlen?
একদিনে ঘোরা যায়, কিন্ত নতুন জায়গা তেমন কোন information ছিলোনা তাই দুদিনের plan করে গিয়েছিলাম।
@@vromoneamit actually ami Jamtara r jamai tai gigesh korlam, anekbar gechi tai..
👍@@soumitkanjilal268
ভিডিওটা প্রয়োজনের বেশী বড় করা হয়েছে। বিরক্তিকর।
কদিন ছিলেন এই মঠে?
দুদিন ছিলাম। অসাধারণ অভিজ্ঞতা।
Dada apni 1st,jini jamtara te lodging er addresses dilen.bidyasagar er bari dekar kub echhe
অনেক ধন্যবাদ 🎉ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
জামতাড়ায় প্রাইভেট হোটেল আছে?
আছে কিন্ত মান ভালো না।
Baro ahetuk bakbak koren
কি করি বলুন,বকবক না করলেও যে চলেনা....ভালো থাকবেন।
Aponar video dekhe September mashe Okhane jabo,kothai thaka jabe? Address o Contact number ta deben.
ভিডিও স্ক্রিনে দেখুন নম্বর আছে। তাছাড়া description এ দেওয়া আছে।
Amit babu please improve the picture quality and contrast of your video.
Thanks for suggestions.
Jharkhand Bihar e 4 th Language Bangla
সংযোজনের জন্য ধন্যবাদ 🎉ভালো থাকবেন ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
আমার বাড়ী মিহিজাম
এটা ঠিক কোন লোকোশনে?
কোথায়🎉নাবতে হবে। জানা বেন।
ভিডিও তে সব তথ্য দেওয়া আছে। দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখুন। ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
Be careful...... Jamtara gang robbery korbe kintu......
Don't worry I am safe 😄
@@vromoneamit 😂😂😂😂
Female students allow?
কোথায়?
@@vromoneamit জামতারা রামকৃষ্ণ মঠে। দেখুন প্রত্যেক বছরে আমাদের স্কুল থেকে ছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ করা হয়ে থাকে। আপনার ভিডিও দেখে খুব ভালো লাগলো তাই ভাবছিলাম এ বছর জামতারা ঘুরতে যাবো।
@@sanjoymukherjee4253 ভিডিও তে মঠের ফোন নম্বর দেওয়া আছে, সরাসরি মহারাজের সাথে কথা বলুন। এছাড়া কারমাটারে বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি আছে, (জামতাড়া স্টেশন থেকে ৩০ মিনিট) ওখানে থেকেও জামতাড়া ঘুরতে পারেন। ভিডিও তে সে নম্বরও দেওয়া আছে।
Jamtara e hotel ache stay kara r jonno?
আছে, তবে মান খুব ভাল না।
@@vromoneamit jamtara r hotel nie ekta vedio dile bhalo hoto
@@shekharkumardas3018 আপনার মতামত মনে রাখবো। ধন্যবাদ। ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।
@@vromoneamit thank you
Train er toilet clean koren rail, ar building banache.
😄
আসল ঘটনায় আসুন
সেটি কেমন?
ক্যামেরা খুব নরছে | ছবির কোয়ালাটি খুব খারাপ |
Jamtara keu ghurte jai 😂😂 cyber chor der adda😂😂joghonno jayga
আমি তো দিব্য ঘুরলাম...তাও আবার দুদিন😝😝😝
Inaudible description li
কালো চশমা পড়ে ভিডিও করা কেন? যারা দেখে তাদের কাছে ভালো লাগে না।
Onek faltu bokechen.thakar ghargulo kemon,kharach kato ,khabar menu ,time erc kichui bola hoini...thik mato sob bolbn
মঠে কি কি খাওয়ালো, রুম গুলো দেখালেন না।
আমি তো বললাম মঠে ভিডিও করা নিষিদ্ধ। পেট ভরে খাবার আর নিশ্চিতে ঘুমানোর সুব্যবস্থা আছে,এটুকুই বলতে পারি। ভালো থাকবেন।
@@vromoneamit আমীষ না নিরামিষ
খুব ভালো লাগল
অনেক ধন্যবাদ 🎉ভালো থাকবেন, ভ্রমণে অমিতের সাথে থাকবেন।