Waterfalls and Mountain Streams-West Sikkim

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2024
  • পাহাড়ি ঝোড়া- সিকিম এ যত্রতত্র , কোথাও তারা ক্ষীণকায়া তো কোথাও বেগবতী। চেনা অচেনা এরকম প্রচুর ঝর্ণা এই রাজ্যটিকে সম্মৃদ্ধ করেছে। যেমন প্রাণোচ্ছল তাদের উপস্থিতি তেমনি বাঙময় তাদের উৎসমুখের উপাখ্যান , কোনটা অতি প্রাচীন হ্রদ থেকে উৎপত্তি তো কোনটা খোদ কাঞ্চনজঙ্গা থেকে। দূর থেকে যেমন তার রূপমাধুরী প্রত্যক্ষ হয় তেমনি কাছে গেলেও সে নিজেকে মেলে ধরে আরো অনেক রূপসৌন্দর্যের ডালি নিয়ে। শীতল অবগাহনের অনাবিল হাতছানি প্রশমিত করে আপাতত তাদের খালি চলচিত্রবন্দি করে রাখা ! আর আছে পাহাড়ি খরস্রোতা নদী- রিম্বি , রঙ্গীত, রংপো ইত্যাদি আর আমাদের সবার প্রিয় তিস্তা রাণী যা সারাক্ষন আমাদের পশে পশে থাকে সিকিম যাওয়া ও আসার পথে !

КОМЕНТАРІ •