Prometheus er Gaan | প্রমিথেউস এর গান - ১৪২৭

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • পয়লা বৈশাখ এবং বি.আর আম্বেদকার এর জন্মদিন কে স্মরণ করে এই গান...
    আমি বিজ্ঞানে খুঁজি ঠাঁই
    আমি প্রজ্ঞার গান গাই
    আমি আমার আমিকে চিরদিন শুধু
    যুক্তিতে খুঁজে পাই
    আমি বিজ্ঞান বুঝি স্বপ্নর
    আমি তরঙ্গে মাপি সুর
    আমি যুক্তির আলোয় রাস্তা চিনেই
    হেঁটেছি এতটা দূর
    তর্ক আমার জীবনানন্দ
    ভাবনা প্রাণের সুখ
    আমি একবার দেখি বার বার দেখি,
    যদি হয় ভুল চুক।
    আমি যুক্তির কথা কই
    আমি মুক্তির কথা কই
    আমি বিতর্কে আসি - বই ভালোবাসি
    সতর্ক জেগে রই
    মানুষ বুঝলে মাতি উল্লাসে না বুঝলে হাহাকার
    আমি সব দেখেশুনে না বুঝলে করি নতুন পরীক্ষা
    যুক্তি আমার দৃপ্ত স্লোগান
    ক্ষিপ্ত তীর ধনুক
    আমি একবার দেখি বার বার দেখি
    যুক্তির ভুল চুক।
    আমি বিজ্ঞানে ঠাঁই খুঁজি
    আমার প্রশ্ন করাই পুঁজি
    আমি তারই হাত ধরে
    প্রকৃতির সব সত্যের কাছে আসি
    আমি যা কিছু সত্য বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়
    শেষে অর্থনীতি সামাজিকতাও- বিজ্ঞানে যোগ দেয়
    যুক্তি আমার তৃষ্ণার জল
    তৃপ্ত শেষ চুমুক
    আমি একবার দেখি বার বার দেখি
    আমৃত্যু উৎসুক
    পিতম চট্টোপাধ্যায় এর লেখা।
    কৃতজ্ঞতা - শ্রী প্রতুল মুখোপাধ্যায় (আমি বাংলায় গান গাই)

КОМЕНТАРІ • 5