আমি জীবনে কখনো দর্শন শাস্ত্র পড়িনি । কিন্তু আপনার এই ভিডিও টি দেখার পর আমার দর্শন শাস্ত্রের প্রতি আগ্রহ তৈরি হল। অনেক কিছু জানতে ও বুঝতে পারলাম । এত সহজে বিষয়টি বোঝানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । 🙏🙏
মহান এবং সর্বোচ্চ ঈশ্বর, আপনাকে প্রচুর সাফল্যের সাথে আশীর্বাদ করুন। স্কুলে-কলেজে তো এই সব শেখাবে না। তাই সামাজিক মাধ্যমের এর দ্বারা এই জ্ঞান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ 🙏🌺
The Sanskrit word Brahma means, that expands or grows, per root and suffix/pratyai. What you are saying is usage or interpretation, which can vary a lot.
Nice explanation. The Marvelous Quran. Surah Ikhlas 1-4 - قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ ١ ٱللَّهُ ٱلصَّمَدُ ٢ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ٣ وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ ٤ - Say, "Allah is Ahad (only one), He is Samad (who sustains us, yet needs nothing from us), He has no offspring nor He was born, and there is none comparable to Him."
কোরআনে আল্লাহর আকারের কথা বলা আছে কিন্তু নিরাকারের কথা বলা নেই। ইসলামে জগতের কোনো কিছুর সঙ্গে আল্লাহর সাথে তুলনা করা যাবে না কিন্তু সনাতন ধর্মে অদ্বৈত বেদান্তদর্শনে সব কিছুই ব্রহ্ম ।
@mansurhallaj8568 Only the Biblical Islam's Allah could be crude, as no one understands anything about Allah from that established narrative - How I didn't understand Hinduism before. Now after getting to know Allah from the written Quran, and understanding Hinduism from its root, I have started to love them both, as it feels like both are talking about similar concepts with two identical languages. When I see the ancient statues of India, I see a distinct language in those statues, that these statues are very deep, and they are preserved and trying to tell us a unique instructional story, only if we concentrate on the details. The same goes with the Arabic writing of the pure Quran as well. It portrays an instructional story to us, which is not visible in the plain translation. When we pay attention, we are able to find the divine instructions in it. Thus it seems that Allah is talking about the throne, leg, face, hand etc. in plain Arabic translation, but none of these words mean how you expressed them. Like if you say that ‘you took my breath away’, does it mean that you murdered me? Or, it means something beautiful and extraordinary which has touched my heart. The same way which has been translated as a throne in plain Arabic translation, it is not a throne, rather it is a scientifically elevated higher level concept which will take your breath away. Other words are the same as well. These are confusing when you take the physical meaning. In reality, these are metaphorical expressions. I never understood Hinduism before. First it caught my eyes (by the way 'caught my eyes' is another idiom) when I found Praveen Mohan’s channel whose explanation of the ancient statues is amazing. It’s just mind blowing. Everything made so much sense when he explained it. In this channel also when the speaker talked about Brahma, I felt like it sounded so familiar to me. It is the concept of the written Quran. That's why I shared parts of the written Quran here. Personally my impression is, we never got the chance to hear each other‘s teaching up close before, that's why we thought we were different. But in this era of human awareness aka the era of Al-Asr of the written Quran, we are getting a chance to hear each other, and find out that our understanding is uniquely similar. In my childhood, I thought Islam had more similarities with Judaism and Christianity, because all of them are Semitic religions. Now I find Islam and Hinduism are more similar with each other, as Christians and Jews both had left God’s way of life. Hinduism is the oldest version, and Islam is the latest version, that's all, as both are talking similar concepts. Hinduism is a way of life, Islam is a way of life as well. Thus the principles of both Hinduism and Islam are eternal. Though religious rituals have been added to both of these ways of life by preachers, thus apparently both look different today. The core teachings are not much different though, especially when both are understood deeply and properly.
আপনি অল্প বয়সে ভালো জ্ঞান উপলব্ধি করেছেন । খুব ভালো লাগলো আপনার আলোচনা । আহম ব্রহ্ম কে তো পরমাত্মা পরিচালনা করেন তাইনা ? তাহলে প্রতিটি জীব আত্মাই ব্রহ্ম। ব্রহ্মই সনাতন , সনাতনের আদিও নেই অন্তও নেই , সেবাকে কি ব্রহ্ম বলতে পারি ? সেবা তো সৃষ্টিও নেই শেষও নেই সেবা অপকৃতিক সনাতন । আমার ভুলোও হতে পারে সঠিকটা জানাবেন ।
দেখুন আমার মনে হয় সেবা ব্রহ্ম হতে পারেনা। জীব সেবা কিংবা ঈশ্বর সেবার মাধ্যমে আমরা সেই আদি সনাতন সত্য কে উপলব্ধি করার পথে এগিয়ে যাব নিশ্চয়ই, তবে শেষে গিয়ে “অহম ব্রহ্মাস্মি” বা আমি ব্রহ্ম এটাই সর্বোচ্চ সত্য। সেখানে পৌঁছে গেলে সব ই মায়া।
অদ্বৈত বেদান্ত মতে, ব্রহ্ম জগতের কারণ নন। কেননা ব্রহ্মই ' মায়ার ' জন্য সাধারণ জীবের কাছে জগৎরূপে প্রতিভাত হন। ব্রহ্ম এবং জগৎ আলাদা 2 টি সত্তা নয়। মায়ার প্রভাবে বদ্ধজীবের অজ্ঞানতা বশত অনন্ত ব্রহ্ম কে তারা সীমিত জগৎ রূপে দেখে। আসলে ব্রহ্ম এবং জগৎ এক। তবে অন্যান্য ভারতীয় দর্শনে জীব, জগৎ, ঈশ্বর এসবের সংজ্ঞা একেবারেই আলাদা।
অদ্বৈত বেদান্ত কে গভীর ভাবে জানতে হলে যারা এই অদ্বৈত বেদান্ত মতের অনুসরণকারী, তাদের কথা, তাদের লেখা বই পড়তে হবে। শ্রী সদানন্দ এর "বেদন্তসার'' পড়তে পারো। আর সবচেয়ে বেশি ভালো হয় অদ্বৈত মতের অনুসরণকারী রামকৃষ্ণ মঠের বিভিন্ন সম্যাসীরা তাদের লেখা বইতে নিজেদের উপলব্ধি , জ্ঞান যেভাবে লিখে গেছেন, সেগুলো পড়লে সহজ ভাবে বুঝতে পারবে।
সাধারণ মানুষের হঠাৎ করে ব্রহ্ম জ্ঞান উদয় হয়না, হওয়া সম্ভব না, তার জন্য চাই দীর্ঘ সাধনা, মহাপুরুষদের বলে যাওয়া পথ অনুসরণ করা। আর আমি দর্শনের ক্লাস করাই, চেষ্টা করি সবটা দিয়ে ছাত্র দের বোঝাতে, যাতে দর্শনের কোনো জিনিস তাদের কাছে কঠিন না মনে হয়।
@@philosophicalzone9390 আপনি যতই উজাড় করে বোঝান, কারোরই কিন্ত প্রকৃত বোধগম্য হয় না। আপনি নিজেও সেই স্তরে পৌঁছাতে পারবেন না। সন্ন্যাসীরাও ঐ স্তরে আত্মাকে নিয়ে যেতে পারেন না। কেবল অবতার ও আরেকজন যিনি জ্ঞানযোগী এই দুজন ছাড়া আর কেউ পারে না। জ্ঞানযোগী অর্থাত যিনি জন্ম জন্মানতরে তপস্যা করে এসেছেন তিনি। এটা জানতে পেরেছি। কিন্ত অবতারের অবতরণ কিভাবে হোল এটা এখনও বুঝতে পারিনি। কিছু মনে করবেন না, আমার এই কটু কথার জন্য। ঈশ্বর আমাকে জানিয়েছে বলেই এগুলো আমি জানতে পেরেছি। না হলে আমার কতোটুকু ক্ষমতা এইসব জানার।
আমি একজন সাধক স্বামীজির দাস আমি ধ্যান করার সময় আঞ্জাচক্রে অনেক কিছুই দেখেছি কিন্ত বাস্তব ভূমিতে নেমে আসার পর যেন মনে হচ্ছে সবই স্বপ্ন কিন্তু আমার গুরুদেবকে বলতে পারিনি কিন্ত উনি ভক্ত দের যখন প্রবোচন দেন তখন আমার দিকে তাকিয়ে দিক নির্দেশ করেছেন শূন্য হয়ে যাও। আমার কোন চাওয়া বা পাওয়া কোনরকমই ইচ্ছে যাগেনা শুধু ধ্যানে ডুবে থাকতেই ভালো লাগে আর তাতেই শান্তি পাই। কিন্ত তূরিয় অবস্থা একটু ক্লিয়ার করলে উপকৃত হবো আমার ভক্তি ও ভালোবাসা জানাই আপনাকে
আমি জীবনে কখনো দর্শন শাস্ত্র পড়িনি । কিন্তু আপনার এই ভিডিও টি দেখার পর আমার দর্শন শাস্ত্রের প্রতি আগ্রহ তৈরি হল। অনেক কিছু জানতে ও বুঝতে পারলাম । এত সহজে বিষয়টি বোঝানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । 🙏🙏
মহান এবং সর্বোচ্চ ঈশ্বর, আপনাকে প্রচুর সাফল্যের সাথে আশীর্বাদ করুন। স্কুলে-কলেজে তো এই সব শেখাবে না। তাই সামাজিক মাধ্যমের এর দ্বারা এই জ্ঞান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ 🙏🌺
অনেক ধন্যবাদ আপনাকে 🙂🙏
Khub valo laglo
Many many thanks for your noble explanation.
Awesome explanation. সহজ ও সরল উপস্থাপনা।
🙂🙏
asadharon alochona, excellent,
শুনে ভালো লাগলো খুব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 🙏🏻
সত্যম ঞ্জেনম্ অনন্ত ব্রহ্ম। ভীষণ ভাল লাগল।
অনেক ধন্যবাদ 🙏🙂
উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ।
ধন্যবাদ, পাশে থাকবেন 🙏
Bah
Good video love the voice 😍😍😍😜
গীতার ব্যাখ্যা এতক্ষন শুনলাম ৷
Thanks!
Thank you for your support 😊
Very nicely explained.
Thank you madam.
খুব ভালো উপস্থাপনা ।
এরকম আরো ভিডিও দেওয়ার অনুরোধ থাকলো।
Thank you ❤
ধন্যবাদ 🙂🙏
Keep up the good work
আপনার আলোচনাটি খুব সুন্দর।খুব ভালো লাগলো।অনেক কিছু জানলাম।
এই ধরনের আরোও vdo চাই।
ধন্যবাদ 🙂🙏
Excellent explanation
Khub valo laglo 😊
excellent
Onek Valo laglo
দারুন
onek Valo
Thank u
সমৃদ্ধ হলাম
Khub bhalo
অতি সুন্দর
খুব ভালো লাগলো..
ধন্যবাদ 🙏
খুব সুন্দর
ধন্যবাদ 🙂
Mam you voice are really good
বাহ্ বেশ প্রাঞ্জল ভাষায় প্রকাশ করলেন । আমি ছাত্র হয়ে গেলাম
অনেক ধন্যবাদ 😊🙏
ধন্যবাদ 🙏🏻
Thanks madam god bless you
অনেক ধন্যবাদ 🙂🙏
দিদি খুবই উচ্চ অবস্থার কথ আপনার কাছে আমার একটাই অনুরোধ খুবই আস্তে আস্তে বললে
I love your voice♥️🔥 it's like a maditation
Excellent explanation. Keep going 🎉
Thank you 🙂
Very good explanation I like it very much. Please represent more valuable subject like this.Thank you.
Thank you, I will 🙂🙏
খুব সুন্দর।।।
ধন্যবাদ 🙏
অসাধারণ....
অনেক ধন্যবাদ 🙂🙏
বললে ধারণা করার খুবই সুবিধা হয় আপনার কথার কোনও তুলনা নেই আপনি আমার আন্তরিক sardhya গ্রহ ন ও নমস্কার নেবেন
অনেক ধন্যবাদ 🙂
আপনার আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ । তবে ব্রহ্মের উপর আরো একটি সত্য আছে, যেখানে সব কিছু লীনা হয়ে যায় এবং কোন কিছুতেই আর পার্থক্য করা যায় না।
সব কিছু লীন হয়ে যায় ঐ ব্রহ্মেই। ওর পরে কোন কিছুই হয় না।আপনি এটা কোথা থেকে পেলেন।
বেদান্তদর্শনের সূত্র ভিত্তিক আলোচনা চাই।
God is the sum total of all being seen and unseen - told by my GUREdev MANINTRA NATH CHATERJEE
I listened but received very few, Thanks.
Oshadharon laglo.. next class kobe?
❤❤❤
🙏🙏🙏
The Sanskrit word Brahma means, that expands or grows, per root and suffix/pratyai.
What you are saying is usage or interpretation, which can vary a lot.
You are that 😊
Nice explanation. The Marvelous Quran. Surah Ikhlas 1-4 - قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ ١ ٱللَّهُ ٱلصَّمَدُ ٢ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ٣ وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ ٤ - Say, "Allah is Ahad (only one), He is Samad (who sustains us, yet needs nothing from us), He has no offspring nor He was born, and there is none comparable to Him."
Thank you 😊 🙏 " Ahom brahmasmi" .... The ultimate Truth 🙏
Excellent
কোরআনে আল্লাহর আকারের কথা বলা আছে কিন্তু নিরাকারের কথা বলা নেই। ইসলামে জগতের কোনো কিছুর সঙ্গে আল্লাহর সাথে তুলনা করা যাবে না কিন্তু সনাতন ধর্মে অদ্বৈত বেদান্তদর্শনে সব কিছুই ব্রহ্ম ।
In Islam concept of God is crude, Allah is sitting on a throne, he has hand, feet, face. He gets angry, he smiles😂
@mansurhallaj8568 Only the Biblical Islam's Allah could be crude, as no one understands anything about Allah from that established narrative - How I didn't understand Hinduism before. Now after getting to know Allah from the written Quran, and understanding Hinduism from its root, I have started to love them both, as it feels like both are talking about similar concepts with two identical languages. When I see the ancient statues of India, I see a distinct language in those statues, that these statues are very deep, and they are preserved and trying to tell us a unique instructional story, only if we concentrate on the details. The same goes with the Arabic writing of the pure Quran as well. It portrays an instructional story to us, which is not visible in the plain translation. When we pay attention, we are able to find the divine instructions in it. Thus it seems that Allah is talking about the throne, leg, face, hand etc. in plain Arabic translation, but none of these words mean how you expressed them.
Like if you say that ‘you took my breath away’, does it mean that you murdered me? Or, it means something beautiful and extraordinary which has touched my heart. The same way which has been translated as a throne in plain Arabic translation, it is not a throne, rather it is a scientifically elevated higher level concept which will take your breath away. Other words are the same as well. These are confusing when you take the physical meaning. In reality, these are metaphorical expressions.
I never understood Hinduism before. First it caught my eyes (by the way 'caught my eyes' is another idiom) when I found Praveen Mohan’s channel whose explanation of the ancient statues is amazing. It’s just mind blowing. Everything made so much sense when he explained it.
In this channel also when the speaker talked about Brahma, I felt like it sounded so familiar to me. It is the concept of the written Quran. That's why I shared parts of the written Quran here.
Personally my impression is, we never got the chance to hear each other‘s teaching up close before, that's why we thought we were different. But in this era of human awareness aka the era of Al-Asr of the written Quran, we are getting a chance to hear each other, and find out that our understanding is uniquely similar.
In my childhood, I thought Islam had more similarities with Judaism and Christianity, because all of them are Semitic religions. Now I find Islam and Hinduism are more similar with each other, as Christians and Jews both had left God’s way of life. Hinduism is the oldest version, and Islam is the latest version, that's all, as both are talking similar concepts. Hinduism is a way of life, Islam is a way of life as well. Thus the principles of both Hinduism and Islam are eternal. Though religious rituals have been added to both of these ways of life by preachers, thus apparently both look different today. The core teachings are not much different though, especially when both are understood deeply and properly.
আপনি অল্প বয়সে ভালো জ্ঞান উপলব্ধি করেছেন । খুব ভালো লাগলো আপনার আলোচনা । আহম ব্রহ্ম কে তো পরমাত্মা পরিচালনা করেন তাইনা ? তাহলে প্রতিটি জীব আত্মাই ব্রহ্ম। ব্রহ্মই সনাতন , সনাতনের আদিও নেই অন্তও নেই , সেবাকে কি ব্রহ্ম বলতে পারি ? সেবা তো সৃষ্টিও নেই শেষও নেই সেবা অপকৃতিক সনাতন । আমার ভুলোও হতে পারে সঠিকটা জানাবেন ।
দেখুন আমার মনে হয় সেবা ব্রহ্ম হতে পারেনা। জীব সেবা কিংবা ঈশ্বর সেবার মাধ্যমে আমরা সেই আদি সনাতন সত্য কে উপলব্ধি করার পথে এগিয়ে যাব নিশ্চয়ই, তবে শেষে গিয়ে “অহম ব্রহ্মাস্মি” বা আমি ব্রহ্ম এটাই সর্বোচ্চ সত্য। সেখানে পৌঁছে গেলে সব ই মায়া।
@philosophicalzone9390 খুব ভালো লাগলো আপনি আমার কমেন্টের উত্তর দিলেন । আপনারা সবাই সুস্থ সুন্দর থাকুন । হরে কৃষ্ণ ।।
শরীর আত্মা নয় কিন্তু শরীর ছাড়া 11:31 আত্মার প্রকাশ হবে কি করে?
কাল্পনিক ব্রহ্ম নামক সত্তায় নিজেকে বিভূর করে নেওয়ার নাম হলো ব্রহ্ম উপলব্ধি
্ ব্ৰহ্ম সত্য জগৎ মিথ্যা। ব্ৰহ্ম অচল অজনমা অমৰন অভগন অসীম অভেদ্য সবব্যাপী নিগূন চৈতন্য সনাতন অনাদি অনন্ত অলিপ্ত অচিন্ত অক্ষয় অব্যয় নিৰাকাৰ নিবিকাৰ অদাহ্য অকমা অদূশ্য সবব্যাপী সববূহৎ কল্পনাতীত কালৰ অতীত সবাৰ উদ্ধত অব্যক্ত অদূশ্য অশূন্য পৱিত্ৰ চেতনা আত্মা
কোন অবস্থাকে তুরীয় অবস্থা বলা হয়? অর্থাৎ কোন অবস্থায় বা কেমন অবস্থায় উপনীত হলে মানুষ তুরীয় অবস্থা প্রাপ্ত হয়?
অনেকেই এই প্রশ্ন করেছো। তাই শুধুমাত্র তুরিও অবস্থা নিয়ে একটা ক্লাস কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে।
আমি ব্রম্ভ আমি ব্রম্ভ 🎉
didi namaskar brahmo"" Purna Ross" missing
secondly please explain what the mechanism we can see the" brahmo""
in our hridoy?
thank you
ব্রহ্ম কথাটা কিভাবে এসেছে জানতে চাই।
10:41 ব্রহ্ম জীব জগতের কারণ নয়, তাহলে জীব জগতের কারণ কি? 🤔🤔🤔🤔
অদ্বৈত বেদান্ত মতে, ব্রহ্ম জগতের কারণ নন। কেননা ব্রহ্মই ' মায়ার ' জন্য সাধারণ জীবের কাছে জগৎরূপে প্রতিভাত হন। ব্রহ্ম এবং জগৎ আলাদা 2 টি সত্তা নয়। মায়ার প্রভাবে বদ্ধজীবের অজ্ঞানতা বশত অনন্ত ব্রহ্ম কে তারা সীমিত জগৎ রূপে দেখে। আসলে ব্রহ্ম এবং জগৎ এক। তবে অন্যান্য ভারতীয় দর্শনে জীব, জগৎ, ঈশ্বর এসবের সংজ্ঞা একেবারেই আলাদা।
what's the meaning of the word, "brahman", sanskrit root word, meaning and then interpretations.
এটার ওপর একটা ক্লাস খুব শিগগিরই পেয়ে যাবে।
তুরীয় অবস্থাটা কী? জানার আগ্রহ আছে
ua-cam.com/video/v0zBVNaSTW0/v-deo.htmlsi=qCuIwZ4ZYifGk3o0
বড্ড দ্রুত বলেছেন,আর একটু ধীর লয়ে বললে সুবিধা হতো।
Boi er nam ki aktu bolun
Need realisation
আরোধীরেবলুনজযগুরু
Tutio absta ki •
তুরীও?
Books name please mam
অদ্বৈত বেদান্ত কে গভীর ভাবে জানতে হলে যারা এই অদ্বৈত বেদান্ত মতের অনুসরণকারী, তাদের কথা, তাদের লেখা বই পড়তে হবে। শ্রী সদানন্দ এর "বেদন্তসার'' পড়তে পারো। আর সবচেয়ে বেশি ভালো হয় অদ্বৈত মতের অনুসরণকারী রামকৃষ্ণ মঠের বিভিন্ন সম্যাসীরা তাদের লেখা বইতে নিজেদের উপলব্ধি , জ্ঞান যেভাবে লিখে গেছেন, সেগুলো পড়লে সহজ ভাবে বুঝতে পারবে।
তুরিয় অবস্থা একটু বললে ভালো হয়। আমি class 10 এ পড়ি।
অনেকেই এক ই প্রশ্ন করেছো, এটার জন্য আলাদা একটা ভিডিও খুব শিগগিরই দেবো।
জীব কি সীমিত? সীমিত হলে, জীবের পক্ষে ''অসীম আনন্দ'' কি ভাবে ধারণ করা সম্ভব?
জীবাত্মা সীমিত। কিন্তু পরমাত্মায় মিলিত হলেই সে জানবে 'aham Bramhasmi' অর্থাৎ আমিই সেই। জীবনের সুখ দুঃখ সব ই মায়া।
তুৰীয় অৱস্থা হ'ব লাগিছিল। ভুল হৈছে। শুদ্ধ কৰি পঢ়িব। ধন্যবাদ প্ৰদীপ গগৈ।
Everything was seen and unseen must be dead.in the whole universe. Only Bramha remains alive
Daitay vaydantay is the best
আমার তিল মাএ ব্রহ্ম জ্ঞান নেই, adaitya brahmya বোঝাতে আমাকে পারলেন কি?
সাধারণ মানুষের হঠাৎ করে ব্রহ্ম জ্ঞান উদয় হয়না, হওয়া সম্ভব না, তার জন্য চাই দীর্ঘ সাধনা, মহাপুরুষদের বলে যাওয়া পথ অনুসরণ করা। আর আমি দর্শনের ক্লাস করাই, চেষ্টা করি সবটা দিয়ে ছাত্র দের বোঝাতে, যাতে দর্শনের কোনো জিনিস তাদের কাছে কঠিন না মনে হয়।
@@philosophicalzone9390 আপনি যতই উজাড় করে বোঝান, কারোরই কিন্ত প্রকৃত বোধগম্য হয় না। আপনি নিজেও সেই স্তরে পৌঁছাতে পারবেন না। সন্ন্যাসীরাও ঐ স্তরে আত্মাকে নিয়ে যেতে পারেন না। কেবল অবতার ও আরেকজন যিনি জ্ঞানযোগী এই দুজন ছাড়া আর কেউ পারে না। জ্ঞানযোগী অর্থাত যিনি জন্ম জন্মানতরে তপস্যা করে এসেছেন তিনি। এটা জানতে পেরেছি। কিন্ত অবতারের অবতরণ কিভাবে হোল এটা এখনও বুঝতে পারিনি। কিছু মনে করবেন না, আমার এই কটু কথার জন্য। ঈশ্বর আমাকে জানিয়েছে বলেই এগুলো আমি জানতে পেরেছি। না হলে আমার কতোটুকু ক্ষমতা এইসব জানার।
আমি একজন সাধক স্বামীজির দাস আমি ধ্যান করার সময় আঞ্জাচক্রে অনেক কিছুই দেখেছি কিন্ত বাস্তব ভূমিতে নেমে আসার পর যেন মনে হচ্ছে সবই স্বপ্ন কিন্তু আমার গুরুদেবকে বলতে পারিনি কিন্ত উনি ভক্ত দের যখন প্রবোচন দেন তখন আমার দিকে তাকিয়ে দিক নির্দেশ করেছেন শূন্য হয়ে যাও। আমার কোন চাওয়া বা পাওয়া কোনরকমই ইচ্ছে যাগেনা শুধু ধ্যানে ডুবে থাকতেই ভালো লাগে আর তাতেই শান্তি পাই। কিন্ত তূরিয় অবস্থা একটু ক্লিয়ার করলে উপকৃত হবো আমার ভক্তি ও ভালোবাসা জানাই আপনাকে
ua-cam.com/video/v0zBVNaSTW0/v-deo.htmlsi=OulZzA-dJ81hTt62 তুরিয় অবস্থার ওপরে এই ক্লাস টা একবার দেখতে পারেন 🙏🏻
ব্রহ্মের নাম কেন ব্রহ্ম?কেন অন্য কিছু নয়?নামের দ্বারা ব্রহ্ম কি সীমিত হোচ্ছেন না?
সীমিত হচ্ছেন না। এটার ওপর একটা ভিডিও খুব শিগগিরই পেয়ে যাবে।
ব্রহ্ম মানে vast, সর্বব্যাপী।আদি অন্ত নেই। তিনি কীকরে limited হবেন?
আমি কে ।
অদ্বৈত বেদান্ত মতে, 'অহম ব্রহ্মাস্মি' বা ' আমিই ব্রহ্ম '।
Everything will be dead in the universe. Only bramha remain alive
কিছু কি বোঝা সম্ভব এই শ্রবণে? এগুলো তো বরাবর পড়ি বা শুনি । কিন্তু তিনি তো সেই ধরা ছোঁয়ার বাইরেই...
হাঁ তুই ঠিকই বলতেচস
Ai biswa bramvandaer sabi "Samay debota" dara nirdista.
যোগের পথে পরমাত্মজ্ঞান বা আত্ম জ্ঞান পর্যন্ত হয়। অর্থাৎ সচ্চিদানন্দ ঘন অবস্থা।
অনেক বিভ্রান্তি আছে। ব্রহ্ম জ্ঞান আর আত্মজ্ঞান এক নয়। যোগের পথ স্বরূপলক্ষনায় উপাসনার পথ নয়। তটস্থলক্ষনায় উপাসনার পথ।
Vedanta means the END OF VEDAS. Brahman is indestructible.
Adwaita means Non-Dual. Which means not 2, but 1. Oneness of God or Bhagwan or Allah or........,..
🙏🙏🙏🙏