বড় পীর আব্দুল কাদের জীলানী রহঃ এর জীবনী || abdul qadir jialni r jiboni || গাউছে পাকের শান

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ইসলাম প্রচারে শরীক হবেন আশাকরি। সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।
    প্রতিদিন নিত্য নতুন ওয়াজ" গজল" হামদ" নাত" জিকির" সামা" পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
    Published :: Billah HD Media
    Edit :: MD Arif Billah [Shak Farid]
    Subject :: Sunni Waz Mahfil
    🙏Please Like👍 Comment✍️ Subscribe👆 Share
    ** ANTI-PIRACY WARNING **
    This content is Copyright to Billah HD Media. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
    Title:::::
    বড় পীর আব্দুল কাদের জীলানী রহঃ এর জীবনী || abdul qadir jialni r jiboni || গাউছে পাকের শান
    Description:::::::::::
    আব্দুল কাদের জিলানী (ফার্সি: عبدالقادر گیلانی, আরবি: عبدالقادر الجيلاني, প্রতিবর্ণীকৃত: ʿAbd al-Qādir al-Jīlānī) হলেন একজন সুন্নি মুসলিম ধর্মপ্রচারক, তপস্বী, মরমী, আইনজ্ঞ এবং হাম্বলী মাযহাবের ধর্মতত্ত্ববিদ। তিনি ইসলাম ধর্মে অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি ইসলামের অন্যতম প্রচারক হিসাবে সুবিদিত। সূফীরা তাকে 'বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী' নামে ব্যক্ত করেন। আধ্যাত্মিকতায় উচ্চমার্গের জন্য বড়পীর, ইরাকের অন্তর্গত 'জিলান' নামক স্থানে জন্মগ্রহণ করায় জিলানী, সম্মানিত হিসাবে আবু মোহাম্মদ মুহিউদ্দীন প্রভৃতি উপাধি ও নামেও তাকে সম্বোধন করা হয়।
    নাম
    সম্মানসূচক মুহিউদ্দিন অনেক সুফিদের কাছে "ধর্মের পুনরুজ্জীবক" হিসাবে তার মর্যাদা নির্দেশ করে।[৮] গিলানি (আরবি আল-জিলানী) তার জন্মস্থান, গিলানকে বোঝায় | যাইহোক, গিলানি বাগদাদীর উপাধিও বহন করেছিলেন, বাগদাদে তার বাসস্থান এবং দাফনের কথা উল্লেখ করে।
    জন্ম
    আব্দুল কাদের হিজরি ৪৭০ সনের রমজান মাসের ১ তারিখে বাগদাদ নগরের জিলান শহরে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম আবু সালেহ মুছা জঙ্গী এবং মাতার নাম সাইয়েদা উম্মুল খায়ের ফাতেমা। তার পিতা ছিলেন ইমাম হাসান ইবনে আলীর বংশধর ও মাতা ছিলেন ইমাম হোসাইন ইবনে আলীর বংশধর।
    শিক্ষা
    আব্দুল কাদির জিলানীর কাল্পনিক চিত্র
    জিলানী তার জন্মের প্রদেশ গিলানে তার প্রাথমিক জীবন কাটিয়েছেন। ১০৯৫ সালে আঠারো বছর বয়সে তিনি বাগদাদে যান। সেখানে তিনি আবু সাঈদ মুবারক মাখযুমী এবং ইবনে আকিলের অধীনে হাম্বলী মাযহাব অধ্যয়ন করেন।[১১][১২] তিনি আবু মুহাম্মদ জাফর আল-সাররাজের কাছে হাদিস অধ্যয়ন করেন। শিক্ষা শেষ করে জিলানী বাগদাদ ত্যাগ করেন। তিনি ইরাকের মরুভূমিতে পঁচিশ বছর তপস্যা করেন।
    ধর্ম প্রচার
    শিক্ষা-দীক্ষায় পূর্ণতা অর্জনের পর তিনি নিজেকে পবিত্র ইসলাম ধর্ম প্রচারের কাজে নিয়োজিত করেন। বিভিন্ন মাহফিলে তিনি ইসলামের আদর্শ যুক্তিপূর্ণ ভাষায় বর্ণনা করতেন। তার মহফিলে শুধু মুসলমান নয়, অনেক অমুসলিমও অংশগ্রহণ করতো। তার বক্তব্য শুনে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।
    সুফিবাদের কাদেরিয়া তরিকা (সুফি তরিকা)
    তিনি কাদেরিয়া তরিকা প্রতিষ্ঠা করেন, এর অনেকগুলি শাখার সাথে বিস্তৃত, বিশ্বের বিভিন্ন অংশে এবং এছাড়াও এটি যুক্তরাজ্য, আফ্রিকা, তুরস্ক, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বলকান, রাশিয়া, ফিলিস্তিন, চীন,এবং পূর্ব ও পশ্চিম আফ্রিকায় রয়েছে।
    বই
    তিনি কাব্য, সাহিত্য, ইতিহাস, দর্শন, ভূগোল ইত্যাদি বিষয়ের পণ্ডিত ছিলেন। তার রচিত বহু গ্রন্থ রয়েছে। এসব গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য:
    কিতাব সিরর আল-আসরার ওয়া মাযহার আল-আনওয়ার[১৬](রহস্যের গোপন বই এবং আলোর প্রকাশ)
    ফুতুহ আল গাইব (অদৃশ্যের রহস্য)
    গুনিয়াতুত তালেবীন (অন্বেষকদের ধন) غنیہ الطالیبین
    ক্বসীদায়ে গাউসিয়া
    আল-ফুয়ুদাত আল-রব্বানিয়া (প্রভুর অনুগ্রহের প্রকাশ)
    পনেরোটি চিঠি: খামসাতা 'আশারা মাকতুবান
    কিবরিয়াত এ আহমার
    জান্নাত ও জাহান্নামের সংক্ষিপ্ত বিবরণ
    মহিমান্বিত প্রতিভাস (আল-ফাতহ আর-রব্বানী)
    মৃত্যু
    আবদুল কাদের জিলানীর সমাধি
    হিজরী ৫৬১ সালের ১১ রবিউসসানী আব্দুল কাদের পরলোক গমন করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। তার ওফাত দিবস সারা বিশ্বের সূফীরা প্রতি বছর অত্যন্ত গুরুত্বের সাথে পালন করে থাকেন এবং তার মৃত্যুবার্ষিকী ফাতেহা-ই-ইয়াজদাহাম হিসেবে পরিচিত। প্রতি আরবি মাসের ১০ তারিখ দিবাগত রাত গেয়ারভী শরীফ পালন হয়।[৭]
    জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী উদযাপন
    ১ রমজান আবদুল কাদের জিলানীর জন্মদিন হিসাবে উদযাপিত হয় এবং তাঁর মৃত্যুবার্ষিকী ১১ রবিউস সানিতে পালিত হয়। ভারতীয় উপমহাদেশে, তাঁর ওরশ বা মৃত্যুবার্ষিকীকে গেয়ারভী শরীফ বা সম্মানিত দিবস বলা হয়
    Tag::::
    গাউছে পাকের ওয়াজ,
    গাউছে পাকের জীবন কাহিনী,
    গাউছে পাকের জীবনী,
    গাউছে পাকের গজল,
    গাউসে পাকের শান,
    গাউছে পাকের জিকির,
    গাউছে পাকের মাজার শরীফ,
    গাউছে পাকের শানে গজল,
    গাউসুল আজম গাউছে পাক,
    শানে গাউছে পাক,
    গাউছুল আজম,
    gaus pak e azam,
    গাউসে পাক আব্দুল কাদের জিলানী
    abdul qadir jilani,
    abdul qadir jilani waz,
    abdul qadir jilani naat,
    abdul qadir jilani qawwali,
    abdul qadir jilani gaan,
    abdul qadir jilani mazar,
    abdul qadir jilani kahini,
    abdul qadir jilani jivani,
    abdul qadir jilani gojol,
    abdul qadir jilani ghazal

КОМЕНТАРІ • 3

  • @kamalhaydar145
    @kamalhaydar145 4 дні тому +1

    মাশাল্লাহ ❤❤❤ 0:25

  • @MuslimWorld62
    @MuslimWorld62 День тому

    ❤❤❤❤❤❤

  • @rezviadarbar1722
    @rezviadarbar1722 6 днів тому

    মাশাআল্লাহ অসাধারণ একটি আলোচনা আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুন আমীন জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি জামাত ওয়ারিছ উদ্দিন হাসান বিল্লাহ হুজুর মারহাবা প্রিয় শায়েখ