বস্তিবাসীরা আবাসনের জন্য ভাড়া দেন ৫০ টাকা, ধনীরা দেন ২৮ টাকা ! | DAP | Editors Guild | Ekattor TV

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 50

  • @khalil9569
    @khalil9569 2 роки тому +7

    ফার বাদ দিতে হবে - হাইরাইজ বারাতে হবে - তাবে - ই আবাসনের ব্যবস্থা সাইট বেক শতভাগ বাস্তবায়ন করতেই হবে হাইরাইজ পূর্বের চেয়ে আরো বৃদ্ধি করতে হবে - তবেই ঢাকার আবাসন নিশ্চিত করা যাবে । অন্যথা আগামী পাঁচ বছরে ঢাকার ভূমির যে খতি হবে তা পূরণ করা তা পূরণ করা হয় তো আর কখনও সম্ভব হবে না !

  • @ibrahimshiblee8650
    @ibrahimshiblee8650 2 роки тому +8

    গানিতিক হিসাব সহজ কিন্তু এতবড় শহর হলে আপনাকে অনুরোধ আপনার মত যারা, তারা সবাই টংগী গাজিপুর সাভার অথবা শনির আখরা বা জুরাইনে বসবাস শুরু করেন। তাহলে বুজব আপনারা সঠিক। বৌ ছেলে মেয়ের হাতে মাইর খেতে হবে এমন জায়গায় বসবাস করতে গেলে। আপনারা তো থাকেন শহরের প্রানকেন্দ্রে সবচেয়ে অভিজাত এলাকায়।

  • @rayhanparvez6214
    @rayhanparvez6214 2 роки тому

    একদম সত্য কথা বললেন ভাই । ধন্যবাদ ।

  • @bunny6093
    @bunny6093 2 роки тому +4

    ঢাকা শহরের ছোট ছোট বিল্ডিং এর সময় শেষ। প্রতিটি ওয়াডে’ বাড়িগুলোকে একত্রিত করে জায়গার মালিকদের ব্যাংকিং সুবিধা দিয়ে ৪০/৫০ তলা বিশিষ্ট ১০০টি করে টাওয়ার নিমা’ন করে আবাসিক সুবিধা সহ নতুন করে গড়ে তোলা সম্ভব। হংকং এর মতো করে পরিকল্পনা করতে হবে। নয়তো আবাদি জমি থাকবে না, আবাসিক সমস্যারও কখনো সমাধান হবে না।

  • @JohirRayhanvlogs
    @JohirRayhanvlogs 2 роки тому +6

    এর মাধ্যমে মধ্যবিত্তদেরো গ্রহহীন হয়ে পড়বে কারন ফ্লাটের দাম তাদের নাগাএরব
    বাইরে চলেযাবে

  • @asifvi4384
    @asifvi4384 2 роки тому +1

    আল্লাহ সবাইকে হেদায়েত ও সাহায্য দান করুন।দেশের উন্নয়নমূলক কাজগুলো স্বপ্ন পূরণ হচ্ছে এখন দেশের নানা রকম অপরাধ অপকর্ম বন্ধ করতে হবে।অতীত বর্তমানকে নিধারিত করে আর বর্তমান ভবিষ্যকে নিধারিত করে।আমরা অতীতে ছিলাম শিক্ষিতভাবে সুন্দর দেখতে শুদ্ধভাবে ভদ্রভাবে করে মিথ্যা আশ্বাস বাহানা দিয়ে,টাকা ক্ষমতা,চাকরি,পদ আদায় করা অনিয়ম-দুর্নীতির ঘুষ,প্রতারণা করা,নাম বিক্রি করে চাঁদাবাজি অবৈধভাবে দখল,নেশা চুরি,ধোঁকাবাজি,নোংরা অসভ্য খারাপ জাতি আমরা।দেশ পেলাম ভালো মানুষগুলো পেলাম অমানুষ।দোষ খারাপদের না দোষ আমাদের আমরা অন্যায় করার সুযোগ দিয়ে থাকি তাই তারা সুযোগ পায়।আমরা ভয়ে জুলুমের অত্যাচারের জন্য প্রতিবাদ করি না। তাই তারা সুযোগ পেয়ে থাকে তা কাজে লাগায়। যে ক্ষমতায় আসুক না কেন সবাই টাকা পদ বড় চেয়ার,ও ক্ষমতা চাকরির জন্য পেরেশানিরে। দেশের ও সাধারণ জনগণের গরীব অসহায় দুঃখী, নিরীহ মানুষের কি হলো তা দেখার সময় নেই।দেশ সেবা পরে আগে নিজের স্বার্থ জন্য কাজ করে। মুখে বলি ডিজিটাল উন্নয়ন কথা বলি তাই অন্য দেশ থেকে পিছিয়ে।পূর্বপুরুষরা যদি ১৫০/২০০ বছরের পরিকল্পনায় অনুযায়ী কাজ করতো শৃঙ্খলা নিয়মকানুন কঠোরভাবে আইন করতো তাহলে দেশে কোন অপরাধ করতে সাহস পেতো না দেশ আরো এগিয়ে যেতো।আমরা শিক্ষা শিক্ষিত দেশ প্রেমিক হতে পারলাম না।আমরা শিক্ষায় শিক্ষিত রুপে অশিক্ষিত অসভ্য অমানুষ।সিসিটিভি,গোয়েন্দাদের আড়ালে,কত কিছু হয়।আসলে আমাদের অতীত ছিলো অনিয়ম-দুর্নীতির খারাপ তো আমরা কিভাবে ভালো হবো।কোন জবাবদিহিতা নাই চাকরি হারানো ভয় নাই তাই যা খুশি তা করতে পারে। দেশ বিদেশে সম্পদে পাহাড় করেছে বিলাসিতা ভাবে ছেলেমেয়েররা চলাফেরা করছে। স্বজনপ্রীতি করছে। কেউ দেখার নেই। যারা দেখবে তারা জড়িত থাকে নানা রকম অপকর্মের সাথে। যেই ক্ষমতায় আছে ছিলো বা আসবে তারা কেউ বাংলাদেশ কে ভালো করতে পারবে না কেননা আমরা জনগণ হলাম সবচেয়ে খারাপ তাই আল্লাহ আমাদেরকে এমন রাখছে।
    যদি আমাদের দেশের সকল সেক্টর সততা ভাবে দেশের জন্য ও দেশের অসহায় গরীব মানুষের কষ্ট বুঝে কাজ ও সেবা করতো তাহলে দেশে কোন অপরাধ,অনিয়ম-দুর্নীতির,নিয়ম কানুন নষ্ট হতো না বিশ্বাস রাখুন। সরকার জনগনের কষ্ট টাকা দিয়ে থাকে দেশ ও দেশের অসহায় মানুষে সেবা করতে। ৮০% অসাধু আগে নিজের সেবা পরে দেশের সেবা।সকল জায়গায় হচ্ছে বেশিরভাগ অনিয়ম-দুর্নীতির চুরি হচ্ছে নিয়মশৃঙ্খলা মতো কাজ করছে না।কেউ যদি কোন ছোট বড় অপরাধ করতে ভয় পায় তার জন্য,আমাদের কঠোর আইন করতে হবে আইনের প্রতি শ্রদ্ধা করতে হবে।টেকনিক্যাল আধুনিক ভাবে সব কিছু সকল জায়গায় সঠিকভাবে বিশ্লেষণ করে নতুন সিস্টেমের আওতায় আনতে হবে।
    গ্যাস বিদ্যুৎ পানি ওয়াসা সহ সকল উন্নয়নমূলক বড় ছোট কাজগুলো ১৫০/২০০ বছরের জন্য পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে টেকসই মানের করতে হবে তার জন্য সেনাবাহিনীর ইন্জিনিয়ার সাথে পরামর্শ করে কাজ করতে হবে। সেনাবাহিনী ও র‍্যাব সদস্য হলো জনগণের বন্ধু।
    নিরাপদ সড়ক,অলিগলি ও গ্রামীণ রাস্তা ঘাটে ১২লাইনের প্রশস্ত করতে হবে তাহলে দুর্ঘটনা কম হবে।আন্ডারপাস রাস্তা ও বাস ট্রেন নৌযান দখলমুক্ত অবস্থা ভালো করতে হবে আধুনিক শক্তিশালীভাবে।সাধারণ জনগণের যেন হয়রানি পেরেশানি ভোগান্তি না করতে হয়।সকল পরিবহন নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে চলতে হবে।খাদ্য শিক্ষা স্বাস্থ্য নামে যে অনিয়ম-দুর্নীতির হয়রানি পেরেশানি ভোগান্তি হয় তা বন্ধ করতে হবে।দেশে আধুনিক ভাবে শক্তিশালী টেকসই মানের সেবা ব্যবস্থা করতে হবে কেউ যেন চিকিৎসা করাতে বিদেশে না যায়।খাদ্য জন্য ভিক্ষা করতে না হয়।শিক্ষা করে যেন কেউ অমানুষ জানোয়ার অসভ্য না হয়।সবাই যেন শিক্ষায় শিক্ষিত হয় ও দেশে প্রেমিক হয়।সকল খারাপ মন-মানসিকতা পরিবর্তন করতে হবে।
    সব কিছু সঠিকভাবে নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে কাজ ও চলাফেরা করতে হবে। দেশ প্রেমিক হতে হবে।মাদকসহ যতো খারাপ কাজ হয় যেখানে অপরাধ অনিয়ম-দুর্নীতির অপকর্মে লিপ্ত জড়িত সেখানে প্রতিবাদ করতে হবে। কঠোরভাবে বিচার করতে হবে।
    পুটিমাছদের ধরে লোকদেখানো জন্য পরে যে লাউ সে কদু।রুইকাতলা বেঁচে যায় চোখের আড়ালে।সাময়িক বরখাস্ত,বদলি,তিন দল বিশিষ্ট কমিটি করতে করতে মূল হোতাদের আসল অপরাধীদের সিস্টেমের জন্য সিনিয়রদের জন্য ধরা যায় না তাই এইসব বন্ধ করতে হবে। র‍্যাব দিয়ে তদন্ত করা।
    এমপি,মন্ত্রিসহ সকল সরকারি বেসরকারি স্বায়িত্বশাসিত প্রশাসনের অফিসে কমকর্তা ও কলেজের ছাত্রদের ৪মাস সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে বাধ্যতামূলক দেশ প্রেমিক হতে হবে তারপর দেশ ও দেশের নিরীহ গরীব দুঃখী মানুষের কষ্ট বুঝে কাজ করতে হবে।,,,.,,

    • @মহাশুন্য-ড৩স
      @মহাশুন্য-ড৩স 2 роки тому

      এদেশের মানুষের শরীরে প্রবাহিত হচ্ছে মিশ্র মানুষের দূষিত রক্ত।তাই আগে বাঙালির রক্ত পাল্টাতে হবে, না আপনার আকাঙ্ক্ষা কখনোই বাস্তবায়ন হবেনা।

  • @fiadndfatinaalam4667
    @fiadndfatinaalam4667 2 роки тому +1

    মোজা বাবুতো দেখছি বিরাট বুদ্ধিজীবী এবং ড্যাপ বিশেষজ্ঞ এবং রাজউক এর আড়তদার হয়ে গেছে!

  • @lyricsrakib8375
    @lyricsrakib8375 2 роки тому +1

    পুরো শহরকে গুলশানের মতো সাজানো হোক

  • @ashfaq-ur-rahman2483
    @ashfaq-ur-rahman2483 2 роки тому +1

    Decentralised concept চালু করেন।
    ডেন্সিটি হিসাব ঠিক নাই।
    সবাই ঢাকা শহরে থাকলে কোন সমস্যা হবে না। চালিয়ে যান। ধান্দার কথা মাথায় নিয়ে পলিসি করেন।

  • @mdkawsarkhondukar7202
    @mdkawsarkhondukar7202 2 роки тому +1

    দালালদের কথায় আর কেউ শুনেনা

  • @shahjanshiraj3043
    @shahjanshiraj3043 2 роки тому

    বসুন্ধরা আবাসিক এলাকায় ভাড়া ১৫-১৬ টাকা পার স্কয়ার ফিট।

  • @khanimran6313
    @khanimran6313 2 роки тому

    Shundor boshobash joggo korte chayle faka jayga barate hobe jolader park khelar math ekon jodi ucho building korte nay dey faka jayga koi pabe

  • @mufarriz
    @mufarriz 2 роки тому

    ঢাকার মেয়র ১জন ই!!!

  • @mmmm5201
    @mmmm5201 2 роки тому +1

    আসলেই আলোচনা ফালতু কারণ বাংলাদেশের কতজন মানুষ আছে গৃহীন আবার তো মনে হয় খুবই অল্প হবে হাসিনা যদি সত্য কথা বলতে এবং তার পরিকল্পনা ভালো থাকতো তাহলে এদেরকে বাড়ি করে দেওয়া সহজ ছিল

  • @alaminhossin4481
    @alaminhossin4481 2 роки тому +2

    আমাদের টঙ্গী গাজীপুরের প্রেরাই ১৯ টি বস্তি আছে এই বস্তিতে এক লক্ষ মানুষের ও বেশি বসবাস করে, আমরা সকল বস্তিবাসী চাই আমরা যেই স্থানে বসবাস করতেছি এবং কি যেই ওয়ার্ডে দীর্ঘ ৫০-৬০ বছর বসবাস করে আসছি সেই খানে যদি সরকার এই বস্তিবাসীদের কে বহুলতল ভ্রমণ নির্মাণ করে দীর্ঘমেয়াদি বস্তিবাসীদের কে কিস্তির মাধ্যমে দেন তাহলে এই দেশে আর একটি গৃহহীন মানুষ বসবাস করবে না, এতে করে সরকারেরই লাভ হবে বলে আমি মনে করি, কারণ এই বস্তির মানুষ গুলো তো সরকারের কাছে ভিক্ষে চাচ্ছে না তারা শুধু চাচ্ছে তাদেরকে যেন বহুতল ভবন নির্মাণ করে তাদের কাছ থেকে দীর্ঘমেয়াদি কিস্তির মাধ্যমে বা মাসিক ভাবত যেন সরকারকে কিস্তি পরিশোধ করতে পারে। আমি আশা রাখি এই সরকার টঙ্গী গাজীপুরের বস্তিবাসীদের মনে আশা পূরণ করুক।

  • @mrahmanglobaltechnology8262

    সব ব্যবসা এখন রাজউক করতে চাচ্ছে

  • @sadia26162
    @sadia26162 2 роки тому

    dhakar baire notun city toirir bikolpo nai

  • @michaelbrown3439
    @michaelbrown3439 2 роки тому +1

    Bangladesh doesn't have political architects that's why this country became overpopulated country. 😂🤣

  • @saydurrahman2915
    @saydurrahman2915 2 роки тому

    এ কি সোনা বাবু

  • @belayetsunny2811
    @belayetsunny2811 2 роки тому

    অনেক গুরুত্বপূর্ণ আলোচনা যদিও সবাই বুঝবে না।

  • @mohammadmusa8065
    @mohammadmusa8065 2 роки тому

    Rajuk er alakay sobar ki access ache?

  • @ashershiekhasher7657
    @ashershiekhasher7657 2 роки тому

    ৭১ টিভির চুলকানী মানে সরকার অনেক ভালো কাজ করচে ইডেন কলেজ নিয়া কথা বলেন তো

  • @bruisedpotatoes6251
    @bruisedpotatoes6251 Рік тому

    Defective DAP bullied by some fullish

  • @bruisedpotatoes6251
    @bruisedpotatoes6251 Рік тому

    House rent increase by this defective DAP

  • @md.abuumama2509
    @md.abuumama2509 2 роки тому +2

    Gatha Ra DAP plan karasa

  • @piratesxzian5207
    @piratesxzian5207 Рік тому

    Ghada ra Dab baniasa

  • @সংগ্রামশীল
    @সংগ্রামশীল 2 роки тому +3

    একদম সত্য কথা বললেন ভাই । ধন্যবাদ ।

  • @bruisedpotatoes6251
    @bruisedpotatoes6251 Рік тому

    House rent increase by this defective DAP