তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন-ভারত ভারসাম্য কীভাবে রক্ষা করবে বাংলাদেশ?; বিবিসি প্রবাহ: পর্ব-৪৫৭

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #BBCBangla
    বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহের এই পর্বে থাকছে -
    ১. ভূরাজনৈতিক কারণে ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে জটিলতায় বাংলাদেশ; কী আছে এই প্রকল্পে আর কেনইবা এটি স্পর্শকাতর?
    ২. তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বাংলাদেশের জন্য বেশ জটিল, তো এক্ষেত্রে ভূরাজনৈতিকভাবে দেশটি কতটা সংকটে? - এ প্রসঙ্গে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের সালে আলোচনা; এবং
    ৩. বিপুল ঋণে করা রূপপুর পরমাণু বিদ্যুতকেন্দ্র থেকে কী পাবে বাংলাদেশ?
    *******************************************
    বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
    এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ, ক্লিক এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল পর্ব।
    নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!
    আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
    ওয়েবসাইট: www.bbc.co.uk/...
    ফেসবুক: / bbcbengaliservice​​​
    টুইটার: / bbcbangla
    #BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews
    *******************************************

КОМЕНТАРІ • 866

  • @abdulquyum7130
    @abdulquyum7130 Рік тому +106

    এখানে বাংলাদেশের স্বার্থই প্রাধান্য পাবে। এতে কে কি ভাবলো তা দেখতে গেলে দেশের স্বার্থ রক্ষা হবেনা।

  • @mohonkumar1463
    @mohonkumar1463 Рік тому +121

    আমি এর ভুক্তভোগী এই নদীর তীরঘেষা আমার বাড়ী। বর্ষার সময় এর রুপ বর্ণানা করার মত নয়।সরজমিনে এর চিত্র দেখলে বুঝা যায়, এই পরিকল্পনাটি কতটা জরুরী। ধন্যবাদ বি বি সি বাংলাকে।

    • @mdalamgirhosen9054
      @mdalamgirhosen9054 Рік тому +12

      আমরা যদি স্বাধীন দেশের নাগরিক হই তাহলে ভারতের আপত্তি তে আমাদের কিছু যায় আসে না! আর চিনা বলেন ভারত বলেন কাউকে দিয়ে এই প্রকল্প ফ্রিতে করতে চায় না বাংলাদেশ শুধু আমাদের সাধারন জনগনের উন্নয়ন হক এটাই আমাদের কাম্য

    • @mdshahalom2433
      @mdshahalom2433 Рік тому

      R8

    • @mdsojibhossain3766
      @mdsojibhossain3766 Рік тому

      @@mdalamgirhosen9054 ম

    • @mohonkumar1463
      @mohonkumar1463 Рік тому

      @@mdalamgirhosen9054 সহমত।

    • @Islam-io1tt
      @Islam-io1tt Місяць тому

      😊😊😊😊😊😊 know ​@@mdalamgirhosen9054

  • @bhschannel1386
    @bhschannel1386 Рік тому +53

    আপনি ঋণের ফাদ বার বার কেন বলছেন?ভারতের দালালি করা ছাড়েন। বাংলার মানুষ একটা কিডনি বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করবে। বাংলার মানুষ তার অস্থিরত্ব টিকিয়ে রাখবে।

    • @bhschannel1386
      @bhschannel1386 Рік тому +3

      @Sarah Hossain Maisha কেন মনে হলো?

    • @alifharuhi7502
      @alifharuhi7502 Рік тому +2

      ❤️❤️

    • @alifharuhi7502
      @alifharuhi7502 Рік тому

      @Sarah Hossain Maisha
      অল্প বিদ্যা ভয়ংকর, আগে জেনে আসো যে বাংলদেশ কতটা ঋণী, ইত্যাদি বিষয়

    • @AliAhmed-pe6re
      @AliAhmed-pe6re Рік тому +3

      আমাদের দেশের লাভ হবে এমন কাজ করতে হবে, এতে ভারতের আপত্তি কেনো থাকবে ভারত আমাদের সহযোগিতা করবে,

    • @medical_admission_bd
      @medical_admission_bd Рік тому +1

      কিডনি বিক্রি করে কেউ এই ঋণ পরিশোধ করবে না , ভাইজান , দাম বাড়বে জিনিস এর , আর বাড়বে tax

  • @baDbOy-yi2sj
    @baDbOy-yi2sj Рік тому +180

    ভারত বাংলাদেশের কোন অগ্রগতি ভালো চোখে দেখে না🤔 বাংলাদেশ সরকারের উচিত চায়না কে দিয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করা এবং সুবিধাবঞ্চিত মানুষগুলোর সমস্যার স্থায়ী সমাধান করা🤒

    • @nurulmurshed4821
      @nurulmurshed4821 Рік тому +1

      Mkk(

    • @pronabkumarroy1406
      @pronabkumarroy1406 Рік тому

      শুধু সমস্যা দেখলে হবে না ভাই।
      ১ বিলিওন ডলার।
      এখনোও অনেক ঋন আছে দেশের।
      অনিশ্চিত সব কিছুই।।

    • @abdulgonyripon4698
      @abdulgonyripon4698 Рік тому +7

      @@pronabkumarroy1406 debt to india ke dite boli nai. varoter chulkanir ki ache?

    • @baDbOy-yi2sj
      @baDbOy-yi2sj Рік тому +1

      @@pronabkumarroy1406 বড় ভাই, সমস্যাটা সেখানে নয়, আমাদের প্রায় প্রতিটা বড় প্রকল্পই ঋণের টাকায় করা হয়। সমস্যাটা হচ্ছে তিস্তার পানি এক প্রান্ত থেকে কৃত্রিম ভাবে নিয়ন্ত্রণ করা 🙏 যখন ভারতের প্রয়োজন তখন অামাদের ন‍্যায‍্য পানি না দিয়ে ধরে রাখছে!! আবার যখন প্রয়োজন নাই, তখন অতিরিক্ত পানি ছেড়ে তলিয়ে দিচ্ছে!! সমস্যাটা ওখানে🤔 যদি ইন্ডিয়ার পক্ষ থেকে তিস্তা নদে কৃত্রিম বাধা সৃষ্টি করা না হতো তাহলে আমাদের দেশে মিলিয়ন টাকা খরচায় বাঁধ নির্মাণের প্রয়োজন হতো না🤒

    • @bazlur-Vancouver
      @bazlur-Vancouver Рік тому

      Bangladesher AL ar byaboshahira 2 mash churi bondho kore, tobe 1 billion dollar beche jabe, seta diye chiner rin porishod kora jabe.

  • @anowarhossain9629
    @anowarhossain9629 Рік тому +128

    মনে হচ্ছে দেশের মানুষের জীবন রক্ষার চেয়েও, ভারতের মন রক্ষা করা গুরুত্বপূর্ণ😥
    যে জাতি ভাষা'র জন্যে দেশ স্বাধীন করলো তাদের কাছে আজ জীবনের মূল্য নেই।

    • @mohdbosir5010
      @mohdbosir5010 Рік тому

      তাই তো মনে হচ্ছে দেশের মানুষের মূল্য নাই স্বামীর দেশের লোকদের অনেক মূল্য বর্ডারে খালি গুলি করে মারতাছে আর আমরা ধৈর্য ধরে আছি আফসোস দেশের মানুষ যদি রক্ষা না পায় তাহলে দেশের রাজনৈতিক দলদের দরকার কি

    • @mdyeasinhowlader6815
      @mdyeasinhowlader6815 Рік тому +1

      আমি মনে করি মানুষের জীবনের চেয়ে সম্পর্ক বড় নয়.

  • @touhidulislam3041
    @touhidulislam3041 Рік тому +53

    বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র অতএব এর ভৌগোলিক সমস্যাগত সমাধান করতে কারো হস্তক্ষেপ কামনা করছি না। তিস্তা প্রকল্প বাংলাদেশের মানুষের জন্য একটি দীর্ঘ সমস্যা অতএব এর সমাধান ও বাংলাদেশ কে করতে হবে।

  • @Luvv269
    @Luvv269 Рік тому +77

    অন্য কাজ বন্ধ করে হলে ও এই মহা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে সরকারের জন্যে জরুরী। কে কি মনে করলো না করলো তা তে কিছু যায় আসে না।

    • @tazulislam7655
      @tazulislam7655 Рік тому +2

      আগে বাংলার মানুয তারপর ভারত, কুটনীতি ⛔

  • @mhtv4360
    @mhtv4360 Рік тому +48

    অর্থনৈতিক দিক ঠিক রেখে এই পরিকল্পনা
    বাস্তবায়ন করা খুবই জরুরি।

  • @arrobel8236
    @arrobel8236 Рік тому +16

    আমরা চীনের দিকে ঝুকতে চাই না কিন্তু ভারত এমন কিছু কি করেছে যেন আমরা ভারতের দিকে ঝুকতে পারি?

  • @gaziislam2763
    @gaziislam2763 Рік тому +11

    ভারতের থেকে পানির জন্য ৫০ বছর অপেক্ষা করেছে আর কত এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক

  • @mohammadrahim9594
    @mohammadrahim9594 Рік тому +27

    আমি বুজিনা ভারত যখন তিস্তা ভাধ তৌয়রি করে তখন কি বাংলাদেশ কে কি বলেচে বাংলাদেশ কেন ভারতে কথা ভাব বে

    • @kayumhowlader7514
      @kayumhowlader7514 Рік тому +2

      Right..

    • @sonatankisku2097
      @sonatankisku2097 Рік тому +2

      Tumi bujbe na vai 😂😂😂

    • @johurulislam5813
      @johurulislam5813 Рік тому +2

      Right

    • @bhschannel1386
      @bhschannel1386 Рік тому +1

      স্বাধীনতার পক্ষের তাই🤫🤫

    • @counterlogic3973
      @counterlogic3973 Рік тому

      আপনার হেডম নাই।তাই বলেন নাই।তাদের হেডম আছে। তাই বলতাছে।

  • @MdYasin-ev9nl
    @MdYasin-ev9nl Рік тому +30

    চীনের আগ্রহ কথাটার থেকেও বেশি জোর দেওয়া হচ্ছে আমাদের প্রয়োজন টা

  • @lifetype1129
    @lifetype1129 Рік тому +49

    দেশ প্রেমিক সকলের দেশের উন্নয়নের বিষয়ে মত দেওয়া দরকার।

    • @golammawla5363
      @golammawla5363 Рік тому

      কোনো বাধা ছাড়া ভারত যদি তাদের প্রয়োজনে আন্তর্জাতিক নদী আইন না মেনে নিজেদের এলাকায় বাঁধ দিতে পারে, তাহলে বাংলাদেশ কেন নিজ প্রয়োজনে তাদের এলাকায় উন্নয়ন প্রকল্প করতে পারবে না? উন্নয়ন প্রকল্পের জন্য কি কোনো আন্তর্জাতিক আইন আছে? সেখানে তো আর কেন্টনমেন্ট বা মিযাইল স্টেশন তৈরি হচ্ছে না। তাছাড়া ভারত তো একটি আনবিক শক্তিধর দেশ, একটা মেরেদিলেই তো সব ফিনিশ। তাহোলে এত ভয় কিসের। আসলে কি নিরাপত্তার ভয় নাকি বাংলাদেশের উনয়ন সহ্য হচ্ছে না। আবার এটাও হতে পারে এপার বাংলার উন্নয়ন হলে ওপার বাংলার জনগন দিল্লির শোষোন বন্চনার বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠবে সেই ভয়ে?

    • @abdussolim6298
      @abdussolim6298 Рік тому

      ভারত হল প্রভু

  • @md.islamshaik9356
    @md.islamshaik9356 Рік тому +16

    আমরা কি ভাবে রাস্ট্র চালাব,
    কি ভাবে আমরা ভাল থাকব
    সেটা আমাদের বিষয়
    আমার খতি করে অন্যকে ভাল রাখা সম্বব নয়

  • @Look_Around_
    @Look_Around_ Рік тому +11

    বাংলাদেশের উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো তিস্তা প্রকল্প। যেকোন মূল্যই হোক তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

    • @mohammedsami6233
      @mohammedsami6233 Рік тому

      বাংলাদেশর মানুষের জীবন রকার জন্য বিজ বাধ

  • @abusayemhimo2010
    @abusayemhimo2010 Рік тому +3

    তিস্তা প্রকল্প দ্রুত বাস্তবায়ন চাই চাই 👌👌

  • @abutahermilon971
    @abutahermilon971 Рік тому +6

    আমি তিস্তা পাড়ের মানুষ। ভারত বর্ষায় অতিরিক্ত পানি দিয়ে আবার শুস্ক মৌসুমে পানি আটকে রেখে যে অমানবিক আচরণ করে সংবাদমাধ্যমগুলোতে তার যৎসামান্যই প্রকাশ পায়। বাস্তবতাটা আরও করুণ। নিজ অর্থায়নে বা চীনের সঙ্গে যৌথভাবে এ মহাপরিকল্পনা অতিদ্রুত বাস্তবায়ন করার জন্য আ'লীগ সরকারকে অনুরোধ করছি।

  • @abdulkabir2758
    @abdulkabir2758 Рік тому +29

    তিস্তা নিয়ে এদেশে আমরা কি করবো সেটা ইন্ডিয়া রে বলে করতে হবে।
    ওরা কি আমাদের কোন দিন ভালো চাইছে না চাইবে।
    সরকারের উচিত নিজের জন্য দেশের ক্ষতি না করা

    • @HrishiLizard265
      @HrishiLizard265 Рік тому +1

      ভূরাজনীতি বলে একটা কথা আছে।
      ভারত আমাদের তিনদিকে।

  • @mafizuddin9864
    @mafizuddin9864 Рік тому +7

    যত তারা তারি তত ভালো,

  • @limarani4
    @limarani4 Рік тому +7

    ধন্যবাদ কতৃপক্ষের মহোদয়কে

  • @voiceofbangladesh6326
    @voiceofbangladesh6326 Рік тому +7

    আমরা চাই এই মহাপরিকল্পনা শুরু হোক

  • @md.islamshaik9356
    @md.islamshaik9356 Рік тому +31

    আমাদের জারা বিপদে ফ্যালে তারা
    আমাদের বন্দু নয়
    বিপদে জারা পাশে রয় তারা আমাদের বন্দু হয়

    • @dipakbose2677
      @dipakbose2677 Рік тому

      India has created your country. You are not grateful at all.

  • @eliyashosen8896
    @eliyashosen8896 Рік тому +4

    তিস্তা মহা পরিকল্পনা উত্তরের জনপদের গেম চেঞ্জার হতে পারে। তবে এবিষয়ে নতজানু কূটনীতি ও রাজনীতি থেকে শক্ত অবস্থান নিতে হবে এবং বিজ্ঞান সম্মত গবেষণার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

  • @sadekuzzamankhan
    @sadekuzzamankhan Рік тому +9

    হুমায়ূন কবির সাহেবের কথার যুক্তির গ্রহণযোগ্যতা আছে। খুবই ভালো লেগেছে। এটা কারো রাজনৈতিক বিষয় নয়, আমাদের দেশের মানুষের প্রয়োজন। এটা বাস্তবায়নের সহযোগীদের সে যে দেশই হউক আমরা স্বাগতম জানাব।

  • @SalmanShaikh-wv5nj
    @SalmanShaikh-wv5nj Рік тому +24

    চীনকে তার কাজ করতে সাহায্য করার দরকার, তাতে বাংলাদেশের ভালো হবে।

  • @pujarvalobasa6837
    @pujarvalobasa6837 Рік тому +11

    আমারা স্বাধীন দেশে তাই দেশের স্বাথর্ রক্ষা করতে হবে। কারো গোলামী করতে নয়।

  • @learnenglishbybangla
    @learnenglishbybangla Рік тому +14

    দেশের মংগল হোক। সবাই মিলে দেশটাকে এগিয়ে নিক। তবে ঋণের বোঝা যেন এমন না হয়, আমরা যেন চাপে পরে না যাই।

    • @Jbhry
      @Jbhry Рік тому +1

      অন্তত বাংলা ভাষা সঠিক ভাবে লেখা শিখুন!

    • @skyqq1827
      @skyqq1827 Рік тому

      ছাগল

  • @md.ashrafulalam6958
    @md.ashrafulalam6958 Рік тому +4

    দ্রুত বাস্তবায়ন চাই

  • @ruhulalam145
    @ruhulalam145 Рік тому +5

    🇧🇩💚🇨🇳 চায়না কে কাজ দিলে দেশের জন্য ভালো হবে এবং দেশের মানুষ জন্য ভালো হবে

    • @krishnaghosh927
      @krishnaghosh927 Рік тому

      চিনা দাদারা এগিয়ে যাও, বাংলাদেশ কে তাড়াতাড়ি শ্রীলঙ্কা বানাও।
      নইলে উইঘুর করো।
      চাইনা জিন্দাবাদ 😀

    • @ruhulalam145
      @ruhulalam145 Рік тому

      @@krishnaghosh927 😄😄😄😄

    • @krishnaghosh927
      @krishnaghosh927 Рік тому

      @@ruhulalam145 😀😀😀
      চিনা দাদারা, তিব্বতের মতো বাংলাদেশ দখল কর।
      উইঘুর মতো টুপি- দাড়ি- মসজিদ- কুরআন নিষিদ্ধ করো।

  • @BusesofBrahmanbaria
    @BusesofBrahmanbaria Рік тому +1

    শুভ কামনা তিস্তা মাপ্রকল্পের জন্য

  • @miahmiah2854
    @miahmiah2854 Рік тому +7

    আমার মনেহয় এই তিস্তা প্রকল্ল চিন কে দিলে ভাল হবে দেশ ও দেশের মানুষের,

  • @chowdhurymd.shahid1449
    @chowdhurymd.shahid1449 Рік тому +4

    Please implement this quickly

  • @noman328
    @noman328 Рік тому +5

    কে পারছে না পারছে সেটা আমাদের বিষয় না । আমাদের স্বার্থ সবার আগে ।

  • @ImranKhan-xz7uw
    @ImranKhan-xz7uw Рік тому +5

    ভারসাম্য রক্ষার কিছু নেই, যারা অন্যায় করে বাংলাদেশের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে তাদের সাথে কোন সমঝোতার কিছু নেই। সময় এখন বাংলাদেশে চোখে চোখ রেখে কথা বলে নিজের অধিকার।

  • @mohammedlokman3298
    @mohammedlokman3298 Рік тому +4

    আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাবে এই নদীর মহাপরিকল্পনা জরুরি হয়ে পরেছে, যেকানে এতো গুলো মানুষের জীবন জড়িত সেই কানে কোনো কথা হবে, কাজ হতে হবে।

  • @moinuddin9865
    @moinuddin9865 Рік тому +3

    বাংলাদেশ উন্নয়ন হউক তা ভারত কখনো চায়না

  • @tafazzalsarkar102
    @tafazzalsarkar102 Рік тому +4

    প্রকল্প দ্রুত বাস্তবায়ন হোক।

  • @jashimuddin6516
    @jashimuddin6516 Рік тому +3

    এই প্রকল্প জরুরী বাস্তবায়ন করা হোক,

  • @mazharulparvej6049
    @mazharulparvej6049 Рік тому +4

    চীনের ঋণের ফাঁদ এর কথা নয় আসলে বাংলাদেশ ইন্ডিয়ার ব্লাকডিক কে ভয় পায় ।স্বামী স্ত্রী তো একই সংসারের লোক

  • @HMshorif-ik3xj
    @HMshorif-ik3xj Рік тому +10

    ভারত আমাদের কথা চিন্তা করেনি, আমরা কেন ভারতের কথা চিন্তা করবো।!!???

    • @pinturudra6146
      @pinturudra6146 Рік тому

      আমি একজন দেশপ্রেমী বাংলাদেশী হয়েও বলছি ভারত আমাদের জন্য চিন্তা করেছিল বলেই আজ আমরা স্বাধীন বাংলাদেশে বাস করছি না হলে চিরকাল উর্দুভাষী পাকিস্তানের গোলামি করতে হতো আমাদের তাই ভারতের কথা আমাদের শুনতেই হবে ৷ তাই আমাদের নিজেদের স্বার্থে ভারতের সাথে আলোচনা করেই এবিষয়ে এগোতে হবে ৷

    • @HMshorif-ik3xj
      @HMshorif-ik3xj Рік тому

      @@pinturudra6146 এসব বাল -চাল বলে লাভ নেই। ভারত প্রতিদিন বাংলাদেশের নাগরিক হত্যা করে বর্ডারে। পানি দেয়না সময়মত।

    • @artemis7608
      @artemis7608 Рік тому

      @@pinturudra6146 ভারত নিজের কথাই ভেবেছে। ভারত পাকিস্তান ভেংগে নিজের নিরাপত্তা নিশ্চিত করেছে।

  • @atikurrahman8784
    @atikurrahman8784 Рік тому +4

    আমাদের দেশ আমরা কি করবো ভারতের কোনো দায় নেই ।
    তাদের সীমা বুঝা উচিৎ।

  • @allabouttechnologiesandgre8732

    তিস্তা প্রকল্পটি উত্তরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নের জন্য খুবই জরুরী। এ প্রকল্প বাস্তবায়নে ভারতের কোন ক্ষতির কারণ দেখছিনা। তবে প্রকল্পটি দেশীয় অর্থায়নে করা দরকার। এক্ষেত্রে প্রকল্পটি একেবারে না করে ছোটছোট অংশে ভাগ করে ধারাবাহিক ভাবে কয়েক বছরে শেষ করা যেতে পারে। এতে বাজেটের উপর তেমন একটা চাপও পারবেনা। আর জনসাধারণের উপর ঋণের বোঝাও আর বাড়বে না।

  • @dalimhussain4743
    @dalimhussain4743 Рік тому +3

    জরুরি ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়ন করা হোক

  • @arafsabil8446
    @arafsabil8446 Рік тому +3

    ভারত যেহেতু সমাধান করে নি আজও তাই তাদেরকে প্রাধান্য না দেয়াই উচিত। চীনের সহযোগিতায় যদি দেশে স্বস্তি ফিরে আসে তাহলে যেন সরকার দেরি না করে।এই প্রকল্প দেশকে রক্ষায় অতিব জরুরি।

  • @monirulgonibd
    @monirulgonibd Рік тому +3

    তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হোক

  • @SaddamHossain-oq6ci
    @SaddamHossain-oq6ci Рік тому +1

    এখন উত্তর অঞ্চলে খোঁজ নিয়ে দেখেন,, বৃষ্টি নাই কোথাও কিন্তূ পানি বরপুর,আর ধান, সবজির জমি সব ডুবে যাচ্ছে,,,এখন কি বলবেন আপনারা,,এই পানি কোথায় থেকে আসলো,,,জানাবেন যদি কেউ জানেন

  • @m.shohidullahfahim6933
    @m.shohidullahfahim6933 Рік тому +1

    তিস্তা চুক্তি বাস্তবায়ন করা হোক

  • @tajudindada4012
    @tajudindada4012 Рік тому

    Thanks very good onak sundor Live Thank onak sundor newes

  • @yarjungyarjung6130
    @yarjungyarjung6130 Рік тому +2

    যত যাই হোক তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হওয়াই একমাত্র পথ, পরমাণু র চাইতেও গুরুত্বপূর্ণ ।

  • @jewel.talukder.kobiraj.2668
    @jewel.talukder.kobiraj.2668 Рік тому +3

    চিনের সাথে এক সাথে
    তিস্তা প্রকল্প আরাম্ভ করা
    দরকার। ভারত আমাদের
    বন্ধু নয় খারাপ চায়।

  • @mehedisazib
    @mehedisazib Рік тому +2

    সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ। 👎👎👎

  • @mofidulislam6631
    @mofidulislam6631 Рік тому

    সৃষ্টির সেবা করে স্রষ্টার হও প্রীয়জন
    মরেও অমর তোমি যুগ যুগ করিবে সকলে স্বরন।
    আল্লাহ্ সর্বশক্তি মান
    পরিপূর্ণ বিশ্বাসেই মুসলমান।

  • @sultanmahmud3298
    @sultanmahmud3298 Рік тому +2

    ভারতের স্বার্থ রক্ষা করতে পররাষ্ট্রমন্ত্রী মোমেনই যথেষ্ঠ

  • @rajaulkorim5815
    @rajaulkorim5815 Рік тому +1

    তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে 💪💪

  • @jibonmiya4446
    @jibonmiya4446 Рік тому

    কথা গুলো সত্য এইজন ধন্যবাদ জানাই

  • @jobayerahmed405
    @jobayerahmed405 Рік тому +1

    তিস্তা চুক্তি বাস্তবায়ন করা হোক।

  • @rashidulislam7990
    @rashidulislam7990 Рік тому

    জলঢাকা নীলফামারী থেকে শুভেছা রইল

  • @tanbirsiddik4466
    @tanbirsiddik4466 Рік тому +9

    সরকারের উচিত পশ্চিমা বিশ্বের কোনো দেশকে দিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করানো।চীন, ভারত এক নায়ের মাঝি।এদেরকে বিশ্বাস করা যায় না।

  • @momonono1085
    @momonono1085 Рік тому

    তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন দরকার দেশের লাভ হবে ইনশাল্লাহ

  • @khairulislamchoudhury9941
    @khairulislamchoudhury9941 Рік тому +1

    খুুব সহজ উত্তর Very simple :-
    ১) ইন্ডিয়া কেনো তিস্তা নদীর উপর বাঁধ দিয়েছে ? উত্তরঃ- তাদের প্রয়োজনে ।
    আন্তর্জাতিক আইন কি বলেঃ--
    উজানে বাঁধ দিতে হলে ভাটির দেশের সাথে সমঝোতায় বাঁধ দিতে হবে ।
    ইন্ডিয়া কি তা করেছে ? উত্তর -- না ।
    বিগত প্রায় ২০ বছর যাবত বাংলাদেশ শুষ্ক মৌসুমে পানি পায় না , আবার বষা' মৌসুমে পানির প্রবাহে বন্যায় নদী ভাঙ্গন ও হাজার হাজার ঘরবাড়ি তলিয়ে যায় । মানুষ তার ফসল পায় না , জীবিকা নির্বাহ করতে পারেনা , অসুস্থতা ও গরিবী মানুষকে পঙ্গু করে দেয় । নদী ভাঙ্গন চলতে থাকলে একদিন বাংলাদেশের ভূমি বঙ্গোপসাগরের সাথে মিশে যাবে ।
    ইন্ডিয়া নদীর পানি সুষম বন্টনে রাজী নয় ।
    তাহলে মানুষ ও দেশ রক্ষায় সিদ্ধান্ত নিতেই হবে -- Necessity Knows No Law .
    বিকল্প ও বাস্তব চুড়ান্ত সিদ্ধান্ত ।
    বত'মান খবরে ইন্ডিয়া আন্তর্জাতিক ফোরামে ও বাংলাদেশের অভ্যম্তরে পরোক্ষভাবে এই সেই বিষয় নিয়ে বিরোধিতা করার পায়তারা করছে ।
    কোনো সরকারই এই সিদ্ধান্ত থেকে যেনো পিছ পা না হয় ।
    তিস্তায় বাঁধ দেওয়া মানবিক কল্যাণ ।
    ধন্যবাদ ।

  • @rubelmolla2525
    @rubelmolla2525 Рік тому +1

    পৃথিবীতে যদি যুদ্ধ না হতো
    তাহলে
    এই মানুষ গুলো বেচে যেত ।

  • @user-ur4ex2nq6v
    @user-ur4ex2nq6v 3 місяці тому +1

    ✨✨❇️💮🌸🏵️🌼💖🇧🇩🤝🏻🇨🇳চীন আমাদের বন্ধু রাষ্ট্র”

  • @se-vigo-mithapukurrejaulka8826

    সবার আগে ভাবতে হবে নিজের দেশের স্বার্থ। কে কি বলল সেটা দেখার বিষয় না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরবঙ্গের মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন হবে।

  • @NoakhillaLifestyle
    @NoakhillaLifestyle Рік тому +2

    চীনের সমস্যা হলে নেদারল্যান্ডস বা অন্য কোন দেশের সাহায্য নেয়া উচিৎ

    • @septemberhitachi4724
      @septemberhitachi4724 Рік тому

      China will trap us.China trapped Sri Lanka by debt

    • @NewSpeak123
      @NewSpeak123 Рік тому

      prblm indiar, china korte chay, main culprit india

    • @medical_admission_bd
      @medical_admission_bd Рік тому

      @@NewSpeak123 আসলেই main culprit এই মমতা

  • @mdfaruk3465
    @mdfaruk3465 Рік тому +2

    আমরা এই চুক্তি চাই চিনের সাথে।

  • @abdussattar2108
    @abdussattar2108 Рік тому +9

    Tista is a matter of our life & death.We can't wait for india ever long.

  • @bdfunstore7256
    @bdfunstore7256 Рік тому +1

    অবশ্যই এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা উচিৎ। বর্ষায় শুধু তিস্তাপাড়ে যেয়ে দেখিয়েন কি অবস্থা হয় মানুষ জনের।

  • @NURISLAM-ww8ft
    @NURISLAM-ww8ft Рік тому +8

    আপনি ঠিক করে বলেন তো ভারতকে নতুন করে কি বোঝাতে চান, এখানে ভারতকে কিছু বোঝানোর আছে বলে মনে করছি না। দীর্ঘদিন যাবত তারা শুধু আশ্বাস ছাড়া আর কিছুই করতে পারেনি। এই আশ্বাস আর কতদিন, এর অবসান চাই। চাই চীনের সহায়তা নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক।

  • @mdzakirhossain682
    @mdzakirhossain682 Рік тому +2

    Does not matter who says what - BD should implement this project looking at it's own interest.

  • @AbdulJionHowlader-iv9cb
    @AbdulJionHowlader-iv9cb Місяць тому

    তিস্তা পরিকল্পনা বাস্তবয়ন হোক তাই চাই

  • @areenmedia1051
    @areenmedia1051 Рік тому

    তিস্তা মহা পরিকল্পনা অতি দ্রুত বাস্তবায়ন দরকার।

  • @user-ro9yo7wl8n
    @user-ro9yo7wl8n 5 місяців тому

    প্রতিবছর কৃষক বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বাস্তবায়ন দ্রুত করা হোক

  • @mdsofik2300
    @mdsofik2300 Рік тому +2

    এই মহা পরিকল্পনা বাস্তবায়ন করা সময় উপযোগী। তিস্তা পারে আমার বাড়ী।আমি যানি কতটা খতি করছে আমাদের, তিস্তা।
    যারা দেশ ও মাতৃকাকে ভালোবাসে তারা কখনো বিরোধিতা করবে না। শুধু যারা ভারতের দালাল তারাই বাধা দিবে এই কাজটা। ওরা কখনোই দেশের মানুষকে ভালোবাসে না...

  • @noman328
    @noman328 Рік тому +1

    ভারত বাংলাদেশ না বলে বলুন বাংলাদেশ ভারত । বাংলাদেশ নামটি priority দিন ।

  • @albatrossmelody1741
    @albatrossmelody1741 Рік тому +2

    বাংলাদেশের তিস্তা সমস্যা সমাধান হওয়া জরুরী আর ড্রোন প্রযুক্তির উন্নয়ন হলেই দাঁতভাঙ্গা জবাব দেওয়া সম্ভব শত্রুকে...

  • @hasibulehsan1585
    @hasibulehsan1585 Рік тому

    আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জ্ঞান দান করুক।

  • @khurshedali9513
    @khurshedali9513 Рік тому

    রাইট বলেন আপনা কথায় শাগতম

  • @juwelrashed939
    @juwelrashed939 Рік тому

    Babu bhai outstanding...report

  • @tanveerhassan9060
    @tanveerhassan9060 Рік тому +1

    ভারত বিরোধী রাজনীতি বলতে ইমতিয়াজ আহমেদ ঠিক কি বুঝিয়েছেন?
    আমরা কি ভারতীয় নাগরিক?ভারত বিরোধী নিয়ে আমাদের মাথাব্যথা কেন থাকবে!? 🤔🤔

  • @MDNuralam-nl8mq
    @MDNuralam-nl8mq Рік тому

    তিস্তা নদীর মহা পরিকল্পনা এবং দেশের উন্নয়নের জন্য চীনের পক্ষ থাকা উচিত,

  • @HasanMia-yg1ww
    @HasanMia-yg1ww 2 місяці тому

    তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হক

  • @muhammadehtasamulhaque1679
    @muhammadehtasamulhaque1679 Рік тому +2

    Prime Minister had visited India few days ago, there she talked with Modi about Tista barriag, India refused to come agreement,then she asked Indian Pvt sector to help Tista river barriag,PM Modi did not disagree to take help from others.I think MP Hasina talked with Modi about foreign help specialy China.

  • @bdtv1911
    @bdtv1911 Рік тому

    ধন্যবাদ

  • @uzzalchandradas3199
    @uzzalchandradas3199 Рік тому

    এখন বিবিসি বাংলা খবর কিভাবে শুনব বা দেখবো জানতে চাই

  • @giyashuddin7345
    @giyashuddin7345 Рік тому

    Yes

  • @MdMostofa-mp5qb
    @MdMostofa-mp5qb Рік тому +1

    বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে কিন্তু ভারত থেকে এখন আমরা স্বাধীন চাই এজন্য আবার আমাদের ভারত থেকে স্বাধীন করতে হবে ।

  • @noornabi9200
    @noornabi9200 Рік тому

    বাংলাদেশ সরকার চাইলে ভারত ছাড়াই আমরা এই কাজে সফল হতে পারি।

  • @mahabubrahman2221
    @mahabubrahman2221 Рік тому +1

    We are independent, we should take our own decisions for our benefits

  • @SheikhAbdussalam-gw6xm
    @SheikhAbdussalam-gw6xm Рік тому

    আমরা চাই তিস্তা মহা পরিকল্পনা জেকোনো পরিসথিতি মোকাবেলা করেই বাস্তবায়ন করতে হবে এটাই সাভাবিক করতেই হবে।

  • @monsurahmedkabir9998
    @monsurahmedkabir9998 Рік тому

    India better help us to resolve tista issue.asap

  • @jubaraztaher8429
    @jubaraztaher8429 Рік тому

    Best of luck Bangladesh

  • @GiasBd-wk6vu
    @GiasBd-wk6vu Рік тому

    কে কি ভাবলো সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেশের মানুষ এর কথা ভাবাটা জরুরী।

  • @mdrazaulkarim6512
    @mdrazaulkarim6512 Рік тому +1

    তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা আমাদের অধিকার যে সরকার ই আসুক না কেন

  • @afzalhossain117
    @afzalhossain117 Місяць тому

    বাংলাদেশের মানুষ চীনের সঙ্গে রাজনৈতিক ভাবে জড়ানো জন্য আগ্রহী, পঞ্চাশোর্ধ ভারতের দিকে থেকে কোন কিছু হয়নি, এবারের চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়ে উঠে।

  • @mohammedfayejahmed3424
    @mohammedfayejahmed3424 Рік тому

    Thanks

  • @hasanurjamansimul8474
    @hasanurjamansimul8474 Рік тому

    তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই

  • @hkhumayun5779
    @hkhumayun5779 Рік тому

    তিস্তা পরিকল্পানা বাস্তবায়ন করা হক,

  • @rfmedia120tv5
    @rfmedia120tv5 Рік тому +1

    মুসলিম দেশ গুলোর এগিয়ে আসার উচিত

  • @snippetvlogs-9974
    @snippetvlogs-9974 Рік тому

    তোমাদের জন্য বছরের পর বছর আমরা পানিতে ডুবে মরতে থাকি।

  • @shaheenakther6304
    @shaheenakther6304 Рік тому

    আমরা আমাদের পানির নূন্যতম অধিকার চাই সেটা যে কোন দেশের ই সহযোগিতার হোক...