"নারী" ঘর, ব্যবসা, সন্তানসব কিছু কেন সামলাতে হবে?

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 523

  • @ruaidamahin5519
    @ruaidamahin5519 Рік тому +279

    আমি একজন শিক্ষিত গ্রাজুয়েট নারী। সাথে একজন মা, একজন বউ। কয় দিন যাবত আমি খুব হতাশায় ভুগতেছিলাম যে আমি কিছু কর‍তে পারি না আমার দ্বারা কিছু হবে না আমি এতো লেখা পড়া করে কি করলাম 😭😭 অন্য মেয়ে রা কতটা সফল আর আমি 😭 কিন্তু আপনার কথা শুনে আমার মনের হতাশা দূর হয়ে গেলো আলহামদুলিল্লাহ ❤️ আপনাকে অনেক ধন্যবাদ

    • @mirzatahmid4787
      @mirzatahmid4787 Рік тому +25

      আমিও, মাস্টার্স কমপ্লিট করে একটা ভালো চাকরি করতাম। বাচ্চা হওয়ার সময় চাকরিটা ছেড়ে দেই। তখন মনে হতো আমি একটা অকর্মা নারী। কিন্তু এখন সংসার সামলাই আর দুই ছেলেকে সময় দেই, মানে তাদের লেখাপড়া থেকে শুরু করে সবকিছু। আর আমার সামী ব্যবসা সামলান। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি।

    • @shahinahmed5107
      @shahinahmed5107 Рік тому +12

      দেখলেন আপা আপনাদের শিক্ষা ব্যবস্থা আপনাকে শিক্ষিত করে ডিগ্রি ধরায় দিছে কিন্তু মানসিক শান্তি দিতে পারে নাই,
      শেষ পর্যন্ত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হলো, যাইহোক ধন্যবাদ,

    • @superprabhash8124
      @superprabhash8124 Рік тому +5

      ​@@shahinahmed5107 ভাই জান মানুষিক দুশ্চিন্তা দূর হয় একমাত্র আল্লাহর রহমতে আল্লাহর কাছে প্রার্থনা করলে। অতএব আমরা আমাদের সকল মা বোন দের কে সাহায্য করব এবং অন্যান্য সকল মানুষকে সম্মান প্রদর্শন করব।

    • @SadiaMahjaveen--
      @SadiaMahjaveen-- Рік тому

      Amaro same obosta 😢

    • @ABDURABDUR-pc7jo
      @ABDURABDUR-pc7jo Рік тому

      Ii🎉😮😅shushdjdo😊q6u

  • @studygirl5725
    @studygirl5725 Рік тому +72

    নারীদের অধীকার নিয়ে অন্য কেউ কথা বললে আমার মাথায় আগুন উঠে যায় (একজন নারী হিসেবে)। কিন্তু আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগেছে।

    • @mdshishir1180
      @mdshishir1180 Рік тому

      ওহহ তাই নাকি ?? মানে নারী বাইরে সেক্স করবে কোনো সমস্যা নেই ? ছাগী একটা

    • @LostInTheMysteriousWorld
      @LostInTheMysteriousWorld Рік тому +1

      Definitely feminist .

    • @dingdin
      @dingdin Рік тому

      পুরুষের সব অধিকার নারীর অধিকার না। এটা ব্রেইন ওয়াশ

    • @studygirl5725
      @studygirl5725 Рік тому

      Of course i am a feminist.
      কিন্তু আমি বলব না যে মেয়েরা ব্লাউজ ছাড়া শাড়ি পড়ুক, পাতলা ছোট টি-শার্ট ও শর্ট প্যান্ট পড়ে রাস্তায় ঘুড়ে বেরাক।আমি চাই মেয়েরা যেন সমাজে তার ন্যায্য মূল্য পায়,বাক স্বাধীনতা লাভ করে,শিক্ষার সুযোগ পায়।
      " আমরাও মানুষ, আমরাও সমাজে বেঁচে থাকতে চাই।"

    • @studygirl5725
      @studygirl5725 Рік тому

      কারণ অনেক মানুষ বলে মেয়েদের পড়াশোনা করা যাবে না অথবা মেয়েদের এত পড়াশোনা করে কী হবে বড় হলে তো বিয়ে দিয়ে দিবে,মেয়েদের চাকরি করা যাবে না,মেয়েদের এটা করা যাবে না ওটা করা যাবে না। ইস!এসব শুনতে শুনতে বিরক্ত।মেয়েরা তো পর্দা করে যুদ্ধও গিয়েছিলো,তাহলে মেয়েরা যদি পর্দা করে চাকরি করে এই সমাজের মানুষের এত সমস্যা কোথায়😡😡😡তাই মেয়েদের অধিকার নিয়ে কথা বললে মাথায় আগুন উঠে।

  • @maklunabegum8422
    @maklunabegum8422 Рік тому +16

    আমি কঠিন ভাবে ভুক্তভোগী।
    আপনার কথাগুলো খুবই মূল্যবান।
    সমাজের সব পুরুষ এমন ভাবে বুঝলে হয়।

    • @oknotok5599
      @oknotok5599 Рік тому +1

      সমাজের নারীদেরও সব কথা বুঝা উচিত। আমি বাস্তব জীবনে অনেক দেখছি সব নারীরা সব বুঝেনা ।

  • @RezoanaHappyCharu
    @RezoanaHappyCharu Рік тому +22

    একদম সত্য, আমিও ব্যাক্তিগত ভাবে এটা মানতে পারছি না। সহমর্মিতা প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 👍❤

  • @anikatabassomprova8526
    @anikatabassomprova8526 Рік тому +35

    4:44 শুনলাম,হৃদয় ছুঁয়ে গেলো ভাই।ফি-আমানিল্লাহ।❤️❤️❤️

  • @manikmiah9493
    @manikmiah9493 Рік тому +40

    সফলতার কোন শেষ নাই। যখন নিজের মন প্রাণে তৃপ্তি আসে তখনি সফলতা পূর্ণ হয়। একজন মা অনেক কষ্ট করে সন্তানদেরকে মানুষ করে এটাই তার সফলতা। একজন বাবা কৃষি কাজ করে সন্তানকে মানুষ করে এটাই তার সফলতা। একজন মানুষ জীবনকে উপভোগ না করে অর্থ উপার্জন করে সেটা তার কিভাবে সফলতা হতে পারে।

  • @noushinfariharonok6411
    @noushinfariharonok6411 Рік тому +29

    একজন মানুষের সফলতা বিচার করার অধিকার সমাজের হাতে থাকা উচিত নায় বলে আমি মনে করি। কেউ যদি অল্পতে সুখি হতে পারে, তাহলে এটা খুবই ভালো। সব ইতিবাচক ব্যপার গুলো গ্রহন করার মানসিকতা তৈরি করলে ভালো হয়।

  • @evasheikh6088
    @evasheikh6088 Рік тому +8

    প্রতিটা নারীকে তার অবস্থানেই সম্মান করা উচিত। সবাই সবার জায়গা থেকে বেস্ট। যে ঘর সামলায় সে ও বেস্ট আবার যে কর্মজীবী নারী সে ও বেস্ট।
    তবে অনেক ছেলেরাই নারীদের তাদের অবস্থানে সম্মান করে না। জব করতে দেয় না। আবার মাঝে মাঝে সে ও খরচের বেলায় ছোট করে অসম্মান করে থাকে। সবার সবাইকে নিজস্ব অবস্থান থেকে সম্মান করা উচিত। নারী পুরুষ ২ জনের অবদান, সম্মানবোধ এবং বিশ্বাস একটা পরিবার কে সুখী করে তোলে।

  • @tamannanaima2076
    @tamannanaima2076 Рік тому +19

    এক্ষেত্রে সমাজের পাশাপাশি পরিবার ব্যবস্থাও সমভাবে দায়ী। ছোটবেলা থেকে মেয়েদের বলা হয়," ভালো করে পড়ালেখা করো, না হলে বিয়ে দিয়ে দিবো, পড়ালেখা করো না হলে রান্নাবান্নাই করতে হবে"।
    আবার housewife বৌ কে শ্বশুর শাশুড়ি ঠিক তেমন ভাবে গুরুত্ব ও দেয়না, সম্মান করা তো দূরে। পরিবার ও স্বামী নামে মাত্র wife এর বেসিক চাহিদাগুলো মেটায়, তখন অনেক মেয়ে যারা কিনা সত্যিকার অর্থেই একটু শান্তির জীবন চায়, তাদের ও পুরুষদের মত খাটতে হয়।

  • @shilpiranisen226
    @shilpiranisen226 Рік тому +22

    স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
    নারীদের কে নিয়ে এত সুন্দর চিন্তা ভাবনা প্রকাশ করার জন্য।এই কথা গুলো অবহেলিত নারীদের মনের কথা।

  • @mdhasanali4707
    @mdhasanali4707 Рік тому +23

    ওনার লেকচারগুলো শুনলে মনে হয়, জ্বলন্ত কোরআন শুনছি আমি। ওনার প্রত্যেকটা লেকচারগুলো আমার কাছে মনে হয় সোনা। আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। 🤲❣️🤲

  • @user-wk3qv
    @user-wk3qv Рік тому +3

    আস সালামুআলাইকুম সার আপনার কথা গুলো শতভাগ সঠিক। আপনার মতো এমন ভাবে সবাই ভাবতো তাহলে আমাদের দেশের নারীরা যে,যার অবস্থান হোতে সন্মানীত হোত।

  • @syedaishratjahan2225
    @syedaishratjahan2225 Рік тому +200

    স্যার আপনার কথা শুনে আমার বুকটা হু হু করে কেঁদে উঠলো, কারণ আমি উচ্চশিক্ষিত একজন গৃহিণী এবং দুই সন্তানের মা।আমার সবসময়ই মনে হয় আমি ব্যর্থ, কারণ আমি রোজগার করি না। সমাজ আমাকে বলে কি লাভ হল এত পড়ালেখা করে।

    • @rounakjahan4627
      @rounakjahan4627 Рік тому +54

      সেইম হেয়ার।তবে পাত্তাও দেই না।ব্যবসা আর সন্তানের মাঝে আমি সন্তানদের বেছে নিয়েছি কারণ সংসার,সন্তান,ব্যবসা,প্যাশান সব একসাথে দেখা আমার পক্ষে সম্ভব হচ্ছিলো না।

    • @halimasadia9780
      @halimasadia9780 Рік тому +9

      আপু আপনি এই কমেন্ট দেখবেন কিনা জানিনা,এই চাকরির ক্ষেত্রেই সমাজ আপনাকে পিছে টেনে ধরেছিল।যার কারণে আপনি কখনো চাকরির বাজারে ঢুকতে পারেন নি।

    • @malihafarzana987
      @malihafarzana987 Рік тому +31

      Aunty, Ma howa onk boro. Ekjon chakrijibi maa er meye hoye bolchi. Amr maa 25 bochor jabot chakri korchen. Kintu janen ei chakrir jnno amr maa ar amr koto koshto korechi eta manush bujhbena. Maa ke konodin kache paini, time spend korte parini. Amr maa keo manush boleche j chakri kore ki labh bashay baccha na palte parle Shomaj shobshomoy bhul dhorbei. Trust me, apnar bacchader kache thakte para apnar ar apnar bacchader jnno shobche boro shofolta. Societyr kota kaane niben na. Allah apnak bhalo rakhuk.

    • @malihafarzana987
      @malihafarzana987 Рік тому +10

      @@rifalkhan2945 Amr bashay amr baba kapor dhoy, thalabashon maje amdr tiffin kine dey r ammu oshutho thakle rannao koren. Amdr bashay kono helping hand thake na karon amr babai helping hand er kaj gulo koren. Ami shudhumatro amr maa r amr jiboner ekta bepar tule dhorechi. Amr baba, amr maa, amr bhai ebong ami shokolei ghorer kaj kori. Alhamdullillah amr family niye er theke beshi grateful ami hote parbona. Jnina ki intention e comment ta korechilen but etuku bolte chai amr baba maa puro world er best baba maa.

    • @malihafarzana987
      @malihafarzana987 Рік тому

      @@rifalkhan2945 Shomaj ja iccha boluk. Amr maa keo jebhabe kotha shunte joyeche, grihinider o shebhabei kotha shunte hoy. R simple ekta bepar er comment e Baccha newa na newar bepar kothhe tene anchen? K tar life niye ki krbe ami bolar kew na. Ami just oi grihini aputa j highly educated housewife,nijeke bertho mone korchilo tar proti shohomormita prokash korlam. Tate apnr eto raag ami bujhte parchina. Ami k ekbaro bolechi j chakri koiren na or anything? Majhe majhe meyeder chakri korao proyojon r iccha thakleo korte paren. sheta tar bepar. ami just amr life er story ta tule dhorchi. Asha kori apni bujhben ami ki mean korchi.

  • @paponahamed9625
    @paponahamed9625 Рік тому +235

    এই ছোট একটা জীবন এ মাত্রা অতিরিক্ত চাপ নেওয়ার কোন মানেই নাই। যার কাছে ফিরে যাব তাকে খুশি করে যারা মরতে পারবে তারাই প্রকৃত পক্ষে সফল।

    • @areenamusicofficial
      @areenamusicofficial Рік тому +9

      এবং তাকে খুশি করে দুনিয়া তে ও খুশি পাওয়া যাবে।

    • @AbdulAziz-tw8jv
      @AbdulAziz-tw8jv Рік тому

      আসসালামু আলাইকুম।
      শ্রদ্ধার সাথে বলছি ভাই এখনে আমার মতে ইয়াহি আমিন ভাই এখনকার পৃথিবীতে বা দেশ,সমাজের দিকগুলো তুলে ধরছে, যা প্রতিনিয়ত ঘটছে যা হয়তো আমরা সাধারন মানুষ বুঝতেও পারি না। তাছাড়া আপনি মহান আল্লাহকে খুশি করে মরতে চাচ্ছেন যেন পরকালে সফল হতে পারে, কিন্তু এসব জামেলা, সমস্যা সঠিক ভাবে বুঝে ইসলামের নিয়ম অনুযায়ী সমাধান করতে হবে নামাজ,রোজা, হজ্জ, যাকাত ইত্যাদির মধ্যে থেকেও। এবার নারী পুরুষ যার সমস্যা হোক না কেন। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। ইনশাআল্লাহ আল্লাহর হুকুম, মুহাম্মদ সাঃ এর দেখানো পথে চললেই পরকালে সফলতা।
      জাযাকাল্লাহ খাইরান 🤲

    • @fatemaalishammi8346
      @fatemaalishammi8346 Рік тому +10

      আল্লাহকে খুশি করলে জান্নাত
      আর মানুষকে খুশি করলে হাত তালি।।

    • @sumaiyaakter6902
      @sumaiyaakter6902 Рік тому +1

      Apner khata ta kob balo laglo......akdom right 👍

    • @erinasharminmukta4216
      @erinasharminmukta4216 Рік тому

      Right

  • @TahminaYR
    @TahminaYR Рік тому +18

    এই কথাগুলো সারাদিন ভাবছিলাম। থ্যাংক ইউ স্যার।

  • @daanishsexpress3031
    @daanishsexpress3031 Рік тому +1

    আসসালামু আলাইকুম।আমি গত ১৫/২০ দিন ধরে টানা আপনার ভিডিও গুলো দেখছি/শুনছি। মনটা নানা দিক থেকে শান্ত করতেই কথা গুলো শুনি। সময় পেলেই শুনি। নিজের মধ্যে কতটা পরিবর্তন যে হচ্ছে তা আমারটা আমিই বুঝি। আজ সকাল সকাল নারীদেরকে নিয়ে এত সুন্দর সুন্দর কথা শুনে কান্না চলে আসছে। এত গুছিয়ে কেউ কখনো বলেনি বা আমি শুনিনি।
    আমি নিজেও উচ্চশিক্ষিত একজন নারী। বয়স ৩২, দুই সন্তানের মা। দিন রাত কোন দিক দিয়ে চলে যায় সংসার, বাচ্চাদের পেছনে টেরই পাই না। আমার অন্যান্য বন্ধু বান্ধবীদের অনেকেই আজ খুব ভালো অবস্থানে আছে। আমি তাদের জন্য খুব খুশি৷ তবে মাঝে মাঝে খুব কষ্টে পড়ে যাই যখন আমার কষ্ট বা শ্রমকে খুবই ছোট করে দেখে আমারই ঘরের মানুষ। বলেও বসে- যোগ্যতা সম্পন্ন বিয়ে করলে বা করালে আজকে সংসার আরো ভালো চলতো। বা সন্তান একটু দুরন্তপনা দেখালেই সব দোষ একাই মায়ের ঘাড়ে চলে আসে। আমার কথা হচ্ছে, সন্তান পালন বা সংসার দেখাশুনা করাটা কি তাহলে অযোগ্যতা? এতই কি সহজ একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে আজকের দিনে সব একার হাতে সামলানো? এত কিছুর বিনিমিয় ধরলেও কি একটু এপ্রিসিয়েশন পাওয়া উচিত নয়??
    ভাইয়া, আপনি আজ আমাকে এবং আমার মত আরো অনেকের মনটা হালকা করে দিলেন। আমি যতই আপনার কথাগুলো শুনি ততই আপনার জন্য দোয়া আসে মনে থেকে৷ আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে নেক হায়াত দান করুন, সুস্থ রাখুন সব সময়। ধন্যবাদ আপনাকে।

  • @ahnaftazwartur3793
    @ahnaftazwartur3793 13 днів тому +1

    Family B valo beshi❤❤

  • @md.mahbubsadiquenahid5372
    @md.mahbubsadiquenahid5372 Рік тому +11

    ইয়াহিয়া ভাই, আপনার চরম সত্য কথাগুলো অনেকেই মেনে নিবে না।

  • @kanizfatema6760
    @kanizfatema6760 Рік тому +2

    আপনার সহমর্মিতার জন্য ধন্যবাদ। তবে সমাজের যে মানুষেরা কর্মজীবি নারী কে সবচেয়ে সফল ভাবেন আর শুধু তাদের কষ্ট কেই কষ্ট ভাবেন, তাদের আপনার এই আলোচনা শোনার মন মানসিকতা নেই।

  • @hasnatara7228
    @hasnatara7228 Рік тому +12

    আমি একজন মা হয়ে আপনাকে সালাম জানাই।

  • @iqbalvlog
    @iqbalvlog Рік тому +16

    মা শা আল্লাহ্, খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ আলোচনা।
    অনেক অনেক ধন্যবাদ আপনাকে 💖

    • @yahiaamin
      @yahiaamin  Рік тому

      Thank you much for your words of praise

  • @muhammadhares285
    @muhammadhares285 Рік тому +4

    খুব ভালো করে মাথায় ডুকলো! আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।

  • @salinanipa8448
    @salinanipa8448 Рік тому +1

    অসাধারণ আলোচনা। উনার আলোচনা শুনে মনে অনেক আশা ও ভরসা পেলাম।

  • @fahad60037
    @fahad60037 Рік тому +5

    খুবই খুবই বাস্তব সম্মত আলোচনা।
    অসংখ্য ধন্যবাদ

    • @chyafrin
      @chyafrin Рік тому +1

      যে, জীবনে,,একজন জীবন সংগী মনের মতো,,সেই,, জীবনে,আর,কী,,, চাওয়া পাওয়া,, থাকবে, দুই জন,,,একসাথে,
      সব,,, কিছুই,,তো,জয় করা, সম্ভব, তবে
      হাসি,কারন,সুখ, দুঃখ,,সব কিছু তো,,
      ভালবাসা মাধ্যমে,জয় করা সম্ভব

  • @AbdullahMahmoods
    @AbdullahMahmoods Рік тому +4

    খুব সুন্দর করে বলছেন। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন।

  • @suchanakarimminju5826
    @suchanakarimminju5826 Рік тому +5

    মাশাআল্লাহ। খুব সুন্দর করে বলছেন। আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন।

  • @tasfiquesaber7934
    @tasfiquesaber7934 Рік тому +43

    Very well explained! When everyone's just spreading "extra motivation" and "toxic positivity" in the name of women empowerment, you balanced it out quite accurately! ❤

    • @jannatkijahan9879
      @jannatkijahan9879 Рік тому

      A woman doesn’t only have the responsibility to take care of her children but her parents also. The problem is that everyone forgets about a woman’s parents after marriage. How could a woman take care of her parents irrespective of she has brothers or not, if she doesn’t earn. It’s not wrong to encourage a woman to earn to spend on her parents. There are still so many people who feels sad if a daughter borns because they know their daughter won’t support them anyway.
      If a man really cares for a woman he should take either half of the household responsibilities or share half of his salary with his wife. And if a woman says this, words like feminism, women empowerment comes out from the so called society.

    • @tasfiquesaber7934
      @tasfiquesaber7934 Рік тому

      @@jannatkijahan9879 well I'm not married yet, I get ur point tho. We need to come up with a solution for this matter as a society without adopting western philosophies.

    • @jannatkijahan9879
      @jannatkijahan9879 Рік тому +1

      @@tasfiquesaber7934 Everything is not bad in western culture. There are certain things we shouldn’t follow like free mixing, dressing , drinking alcohol etc. But there are some things to adopt from them like healthy food habits, time management, techniques to learn things and most importantly they hardly backbite, rather focus on their own work.

    • @tasfiquesaber7934
      @tasfiquesaber7934 Рік тому

      @@jannatkijahan9879 yeah they're quite productive people and we should adopt it, but we should have a clear idea about their main ideologies. For example, they have this hustle culture, and I dont think muslims should have that kind of attitude towards life, they only do this because they're capitalistic, extremely greedy people! Now we should be hard working productive people but we should avoid the trap they're trynna push us into, we should earn enough but live a simplistic lifestyle and focus on the right things!

  • @Sikumi8971
    @Sikumi8971 Рік тому +1

    প্রত্যেকটা লাইন খাঁটি সত্য, specially শেষের নারী দিবসের কথাটা চরম বাস্তব আর সত্য💯 thanks for this video! this is the only video i liked the most from your channel ♥️💯

  • @PopySuraiya
    @PopySuraiya Рік тому +6

    সুবহানাল্লাহ আপনি আমার মনের কথা খুলে বলতেছেন আলহামদুলিল্লাহ, সন্তান লালন পালন করা হাউস ওয়াইফ হওয়া অনেক বড় সম্মানের কারণ সন্তান লালন পালন করা একা এত সহজ কথা নয়, এটা একটা কর্মজীবী নারীর চেয়ে কষ্ট,আর সেখানে যদি কোন সাহায্যকারী না থাকে তাহলে আরো অনেক কষ্ট, তাহলে আমরা নারীরা কি সম্মানিত নয় অবশ্যই সম্মানিত আল্লাহ আমাদের সেই সম্মান দিয়েছে আলহামদুলিল্লাহ।

  • @rafikaislam1292
    @rafikaislam1292 Рік тому +1

    Masha Allah darun bolechen Alhamdulillah..

  • @kanisfatema8261
    @kanisfatema8261 Рік тому +1

    কথাগুলো অনেক সুন্দর। এবং খুবই স্পষ্ট🤍🤍

  • @mridhanusrat9644
    @mridhanusrat9644 Рік тому +3

    অসম্ভব সুন্দর উপস্থাপনা স্যার আপনার বেশিরভাগ ভিডিও দেখি ভালো লাগে

  • @rknk9943
    @rknk9943 Рік тому +32

    this is the first time I am commenting in your podcast.
    You are an amazing speaker.
    i respect your thoughts, you are an intellectually advanced person with moral excellence.
    gender equality is all about having options and not being critisized for what they choose to do.
    At the end of the day, treat women as another human being, that will solve the problem.
    respect for you.

    • @yahiaamin
      @yahiaamin  Рік тому +4

      Your encouragement means a lot

    • @Iqraandrohanmumvlog
      @Iqraandrohanmumvlog Рік тому +1

      @@yahiaamin sir apnar sate kivave deka korvo

    • @chyafrin
      @chyafrin Рік тому +1

      @@yahiaamin একটি মেয়ে কে,অল্প বয়সে বিয়ে, দেওয়ার,,মানি,হয়লো,
      থাকে,,গলা,টিপে,, হত্যা করা,,সমান
      কাজ,

  • @sadekazamir
    @sadekazamir Рік тому +1

    Sir apnar kothagula khub I practical and honest .

  • @QuantumBanasree
    @QuantumBanasree Рік тому +3

    স্যার আপনার কথার সাথে আমি পরোপুরি সহমত পোষণ করছি। অনেক অনেক ধন্যবাদ নারীদেরকে নিয়ে এত সুন্দর চিন্তা ভাবনা প্রকাশ করার জন্য। এই কথা গুলো অবহেলিত নারীদের মনের কথা। চাকরি করি বলে বিয়ে হচ্ছে না। আবার চাকরি ছেড়েও দিয়ে লাভ নাই কারণ বয়স বেশি হওয়ার কারণে পছন্দমতো বিয়ের প্রস্তাবও পাওয়া যায় না।
    আমি উচ্চশিক্ষিত একজন নারী, আমি রোজগার করি কিন্তু আমার সবসময়ই মনে হয় আমি ব্যর্থ কারণ সমাজ আমাকে বলে কি লাভ হলো এত পড়ালেখা করে। বিয়ে তো করতে পারলে না। অথচ এমন নয় যে আমি বিয়ে করতে চাই না....
    জীবনকে উপভোগ না করে, নারী হয়ে মাতৃত্বের স্বাদ নিতে না পেরে শুধু অর্থ উপার্জন করে সেটা কিভাবে সফলতা হতে পারে??? আমার নিজেকে অসুখী, ব্যর্থ এবং পরাজিত মনে হয় কারণ আমি নারী কিন্তু স্ত্রী নই, আমি নারী কিন্তু বউ নই, আমি নারী কিন্তু মা নই........

  • @rumanaakhtar5234
    @rumanaakhtar5234 Рік тому +3

    এক কথায় ভালো লেগেছে আপনার কথাগুলো। শুভ কামনা রইলো।

  • @JafarMohammed-tb3xh
    @JafarMohammed-tb3xh Рік тому +1

    নারিদেরকে চাকরি করতে হবে কেন?
    নারিদেরকে সবার সম্মান করা উচিৎ।

  • @সাবিহা-ড৩ঞ
    @সাবিহা-ড৩ঞ Рік тому +1

    আমি কখনো এতো সুন্দর ব্যাখ্যা দেখি নাই। নেক্সট টাইম আমাকে কেউ এইসব নিয়ে কিছু বললে আমি উত্তর দিতে পারব।এই রকম একটা ভিডিও এর অপেক্ষায় ছিলাম।

    • @yahiaamin
      @yahiaamin  Рік тому +1

      Your encouragement means a lot

    • @rehanatalukder8545
      @rehanatalukder8545 Рік тому

      ​@@yahiaamin apanr kace counceling niya jabe kivabe contact korbo

  • @ziaulislam1796
    @ziaulislam1796 Рік тому +21

    Spot on, brother. Could not be explained any better than this. This narrative has been being missed in contrast with the popular yet baseless narratives. Keep going.

    • @yahiaamin
      @yahiaamin  Рік тому +1

      Thanks for your appreciation

  • @Legocraft-f1t
    @Legocraft-f1t Рік тому

    এত চমৎকার লেকচার মাশা আল্লাহ।

  • @nazmulhossain4556
    @nazmulhossain4556 Рік тому +2

    অনেকদিন পর ভালো একটা আলোচনা হয়েছে।

  • @humairaislam5516
    @humairaislam5516 Рік тому +6

    You are going to establish another revolution,another renaissance...Bhaia.May Allah help you and us...

  • @pialkhan4291
    @pialkhan4291 Рік тому +1

    অনেক informative একটা এপিসোড ইয়াহিয়া ভাই!
    চালিয়া যান!

  • @arifaafroze9872
    @arifaafroze9872 Рік тому

    স্যার খুবই সত্যকথা এগুলো। সবাই যদি বুঝতো তাহলে কতোই না ভালো হতো।

  • @rubinaelahi6696
    @rubinaelahi6696 Рік тому +1

    Ajker discussion ta khubi valo legeche. Apni narider ke jevabe respect dekhate Chan evabe koyjon vabe eta Jorip kore dekhte hobe .

    • @yahiaamin
      @yahiaamin  Рік тому

      Thanks for sharing your thoughts

  • @nazmulhasan8888
    @nazmulhasan8888 Рік тому

    কোনো কিছু বলার নাই। অসাধারণ

  • @foujiakhanmojlish3434
    @foujiakhanmojlish3434 Рік тому

    Sobar poristhiti ek noy temon sobai ekrokom sujog pay na . Abar sobar mental satisfaction o same na . Sejonno karo opor pressure deyar kichu nai . Thanks a lot for your speech.

  • @tasinlegend7671
    @tasinlegend7671 Рік тому +6

    The only guy who portrayed the real truth....

  • @ronyhassan1756
    @ronyhassan1756 Рік тому +1

    ধন্যবাদ ভাইয়া video টা দেওয়ার জন্য
    আমি আজ dr.kusul এর নারীদের অধিকার ও দায়িত্ব Program টা দেখেছি ওনাদের কাছে কিছু question ছিল ওনাদের পাইলে করতাম দুইটা মহিলা মনে করে ওনারা যা বুঝে শুধু ওইটাই সঠিক এটা আমার own observation.
    #এই video তে dr.kusul এর podcast এর কিছু question এর answer আছে।

  • @sumaiyarahman3540
    @sumaiyarahman3540 Рік тому +4

    অসাধারণ এবং শিক্ষনীয় একটি পডকাস্ট। স্যার,একটি কমন প্রশ্ন যা প্রায়ই নারীদের ফেইস করতে হয় যে, "পড়াশোনা করছো কি গৃহিণী হওয়ার জন্য? " বা" পড়াশোনা শেষ করছো অথচ চাকরি করবা না?"
    এই প্রশ্নের উত্তর হিসেবে," পড়াশোনার উদ্দেশ্য তো শুধু চাকরি নয়" বলে ঠিক কমফোর্ট ফিল করিনা।একটা সুন্দর উত্তর কিংবা ইগনোর প্রসেস টা কেমন হতে পারে একটু বলবেন??

    • @greenkingdom285
      @greenkingdom285 Рік тому

      এমন প্রশ্ন করে কোন গ্রহে? আমাদের এইখানে চাকরি করা নারীদের ভালো চোখে দেখা হয় না। চাকরি না করলে তাকে বাহবা দেয়া হয়।

    • @salinachowdhury7148
      @salinachowdhury7148 Рік тому +4

      পুরুষরা শিক্ষিত হয় আয় করার জন্য। কিন্ত মেয়েদের শিক্ষিত হতে হয় পরিবারের জন্য , সংসারের জন্য । একটা জাতির জন্য। শুধুমাত্র চাকরির জন্য নয় । তবে প্রয়োজনে অবশ্যই কাজ করবেন। এটাই মহান আল্লাহ তায়ালার ফয়সালা।

    • @farzanakabir5191
      @farzanakabir5191 Рік тому +1

      পড়াশোনা করি, করতে হবে জানার জন্য। আর সেটা ছেলেমেয়ে সবার জন্যই।
      আল্লাহ তায়ালা বলেন নাই- পড়! পুরুষ বা নারী।
      বরং এটা কমনভাবেই দুজনের জন্যই এসেছে।
      আমরা পড়ি আয়ের জন্য এই থটস টাই গলদ। এই পড়া টাও কাউন্ট হবে না বা ডিপ্রেশন আনবে।
      বরং পড়া টা হতে হবে জানার জন্য, কোনো কিছু শেখার জন্য। প্রয়োজনে কাজে ইম্পলাই করার জন্য।
      খুব সহজে- জানার জন্য পড়াশোনা করেছি। বুঝার জন্য করেছি। প্রয়োজনে ব্যবহার এর জন্য করেছি।
      আয় করার চেয়েও যদি ভ্যালুএবল কিছু থাকে তার জন্য।
      অনেক পুরুষ আছে পড়ালেখায় গ্রেড বাড়ায় নি, অথচ ধনকুবের। ওরা তাহলে কেনো পড়েনি।
      একাডেমিক পড়ালেখা শেষ হলেও একটা মানুষকে আজীবন পড়াশোনায় থাকা উচিত জানা বা বোঝার জন্য।

  • @nahernaher4339
    @nahernaher4339 Рік тому +1

    সহমত প্রকাশ করছি।

  • @kanizfatemamitu6745
    @kanizfatemamitu6745 Рік тому +2

    আল্লাহ আমাদের যাকে যে দায়িত্ব অর্পণ করেছেন, আমাদের তাই করা উচিত। এর বাইরে গিয়ে কিছু করতে চাইলে তার ফল কখনও শুভ হতে পারেনা।

  • @juairiyahafiz1569
    @juairiyahafiz1569 Рік тому +18

    I am speechless sir by impressing your lecture.....may Allah keep you and your team always happy

  • @nurulislam8450
    @nurulislam8450 Рік тому +4

    সম সাময়িক সুন্দর কথা বলেছেন।

  • @raisa9674
    @raisa9674 Рік тому +4

    Sir, This video is a milestone for the current Hippocratic Sociology and Capitalistic world.

  • @RahmanRupom
    @RahmanRupom Рік тому +2

    Very well said. Can't disagree with your observations.

  • @salmakabir8266
    @salmakabir8266 Рік тому +1

    Assalamu alai kum apnar kotha gulo amar khub bhalo laglo actually je jeta pare take seta korte dewa uchit. Tar upor besi bojha chapano uchit na . this's right

  • @tanginagazi863
    @tanginagazi863 Рік тому +1

    অপশন B তে আমরা অনেক Happy আছি আলহামদুলিল্লাহ।

  • @nayeemshouvon
    @nayeemshouvon Рік тому +1

    অসাধারণ আলোচনা।

  • @ferdouswhahid3471
    @ferdouswhahid3471 Рік тому +3

    Ma-Sha-Allah. Very informative speech.

  • @md.jahangirkabir6892
    @md.jahangirkabir6892 Рік тому +2

    এক কথায়, অসাধারণ!

  • @nahiansajib1171
    @nahiansajib1171 Рік тому +1

    khob valo lagce kotha gola...amon aro topic gola niya aro vdo banan...

  • @sandiii09
    @sandiii09 Рік тому +2

    হ্যাঁ সঠিক কথাই বলেছেন।

    • @yahiaamin
      @yahiaamin  Рік тому +1

      Thanks for your appreciation

  • @shahanashan1696
    @shahanashan1696 Рік тому +3

    Well said Bhaia..I am housewife and always suffered from this concept.

  • @IsratJahan-dt6hz
    @IsratJahan-dt6hz Рік тому +3

    আপনার বক্তব্য ভালো লেগেছে। তবে আমার মনে হয় একটা পয়েন্টের উপর জোর কম দেয়া হয়েছে সেটা হল কর্মজীবী নারীদের ঘর-সংসার সামলানোর কাজে সংসারের পুরুষ ব্যক্তিরা একেবারেই অনভ্যস্ত এবং তারা এটা করাকে নীচতা মনে করে আসছে। সংসারের কাজেও তাদের টুকটাক সাহায্য করা উচিত হোক তার ওয়াইফ বা মা কর্মজীবী বা কর্মহীন। দুজনকেই দুজনের বার্ডেন শেয়ার করার মানসিকতা থাকা উচিত।

    • @greenkingdom285
      @greenkingdom285 Рік тому

      সারাদিন বাইরে কাজ করে এসে তোদের পু@কি সাফ করবে? ঠ্যাকা পড়ছে?

    • @studygirl5725
      @studygirl5725 Рік тому

      You are right

  • @abdulmunimrana
    @abdulmunimrana Рік тому

    অসংখ্য ধন্যবাদ 🎉🎉🎉।

  • @mdshoeb9016
    @mdshoeb9016 Рік тому +1

    ইসলামই একমাত্র ধর্ম যেখানে নারীকে সর্বাধিক সম্মান দেওয়া হয়েছে। নারী সবকিছু করতে পরবে, তবে শরিয়তের হুকুমের বাইরে কোনকিছুই করতে পারবে না।

  • @mdsahadathossain7324
    @mdsahadathossain7324 Рік тому +1

    অনেক বোনের কথা শুনে বুঝা যায় পড়াশুনা করলে চাকরি করতেই হবে।একমাত্র উদ্দেশ্য। কিন্ত উন্নত জাতি কখনো পড়াশুনা করে চাকরির উদ্দেশ্যে না।আমি Australia তে দেখেছি মেয়েরা পোলট্রি খামার করে।আবার scientific গবেষণা করে।এমনকি ইসলামের যুগে মেয়েরা হাস্পাতাল বানাতেন। দেখাশুনা করতেন।কিন্তু আমাদের বোনদের কেন এই ন্যারো উদ্দেশ্য দিয়ে বড় করা হয়।কেন আরও বড় চিন্তা তাদের দেয়া হয় না।পশ্চিমা বিশ্বে বাচচারা রাস্তায় রাস্তায় ঘুরে কারন পরিবার নেই।broken family...আর আমরা সেই পরিবার ভাঙতে উঠে পড়ে লেগেছি।

  • @rifahtasnia3624
    @rifahtasnia3624 Рік тому +1

    JazakilAllahu khair vai

  • @kamrunsdailylifestyle7689
    @kamrunsdailylifestyle7689 Рік тому +4

    well explained... amar vabi Social service a Masters 1st class paowa nari.. jini biyer por shongsar shontan k priority diyesen,career baad diye. and we all appreciate her.

  • @bangladeshiblogger4921
    @bangladeshiblogger4921 Рік тому +1

    ভালো লাগলো, আমার মনের কথা।

  • @JFTechBangla
    @JFTechBangla Рік тому +3

    এতো সুন্দর উপকারী ভিডিও টি দেয়ার জন্য ধন্যবাদ ভাই ❤️❤️❤️

  • @adibaashraf5816
    @adibaashraf5816 Рік тому +2

    Eirokom ekta content er ashay cilam.
    thanks for this video 💙

  • @tamimislam2493
    @tamimislam2493 Рік тому +1

    আপনার ভিডিও এর বিষয়গুলো সুন্দর

  • @kashfia_7767
    @kashfia_7767 Рік тому +2

    very well organized speech
    totally agree with you

  • @lilyflower3740
    @lilyflower3740 Рік тому

    ভাইয়া, আমি একজন উচচ শিক্ষিত নারী এবং পাঁচটি বাচ্চর আম্মু । আমার পিতামাতার কাছে থাকার সময় আমি পড়াশোনা করেছি এবং এখন বাচ্চাদের দেখাশোনা করি। আমি চাই সমাজ গৃহিণী এবং বাচ্চার আম্মুদেরকে সম্মান দেক।আপনি গৃহিণী ও বাচ্চাদের মাকে সম্মান দিতে বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বামী ও সন্তান নিয়ে সুন্দর সংসার আমার কাছে সত্যিই অনেক সুখ ও শান্তির অনুভূতি দেয়। মেয়েরা ডাক্তারী , শিক্ষকতা করতে গেলে পিতামাতা ও স্বামীরা অবশ্যই মেয়েদেরকে সহযোগিতা করবে।

    • @yahiaamin
      @yahiaamin  Рік тому

      Thanks for sharing your valuable opinion.
      _Page Moderator

  • @Sikumi8971
    @Sikumi8971 Рік тому +1

    ekdom thik kotha 😭💯💯💯

  • @MdIbrahim-bz9cy
    @MdIbrahim-bz9cy Рік тому

    আপনাকে অসংখ্য ধন্যবাদ কোথাটা সঠিক ভাবে বুঝিয়ে বলার জন্য। ঠিক এই টপিক নিয়ে কথা বলবেন এটা অনেক দিন থেকেই আসা করে ছিলাম। এখন যদি " নারি আর পুরুষের মদ্ধে কার সংসার সামলানো, সন্তানদের সাথে দিনের বেসির ভাগ সময় কাটানো বেশি জরুরী হবে, এবং যদি যে কোন এক জনের উপার্জনে সংসার চালাতে সমস্যা না হয়, তবুও কি ২ জনকেই টাকা উপার্জন করতে হবে? যদি করতেই হয়, তাহলে কেন? এই সব বিষয় নিয়ে যদি একটা ভিডিও করতেন, সমাজ আর বেশি শুধরে যেত।

  • @RahulaHazari
    @RahulaHazari Рік тому

    Mashaallah apnar moto teacher khujsilam atodin amar Moner moto

  • @rakibulhasann
    @rakibulhasann Рік тому +5

    Al hamdulillah...
    Appreciatble podcast brother.

  • @naheedsiara4781
    @naheedsiara4781 Рік тому +1

    Amon kotha one din there shunte
    Saisilam,khub valo laglo,nari mukti r name nari ekhon too much pressure a ase.

  • @user-jaasotti
    @user-jaasotti Рік тому

    আপনি অনেক সুন্দর কথা বলছেন,

  • @nosratjahan3340
    @nosratjahan3340 Рік тому +5

    অনেক সময় নারীকে যোগ্যতা প্রমাণ করতে হয়, তাই সে চাইলেও নিজের পছন্দটাকে বেঁচে নিতে পারে না, কিছু মানুষ আছে যারা আপনার এসব কথা মানবে না

  • @jahanarasharifsharifjahana3903

    Thaks soòo much❤

  • @ashifhossain4782
    @ashifhossain4782 Рік тому +1

    Exactly 💯
    Brother read my mind

  • @nurafroz6993
    @nurafroz6993 Рік тому +2

    Out of sooooo many contents and opinions this is the most practical one.

    • @yahiaamin
      @yahiaamin  Рік тому

      Your encouragement means a lot.

  • @nabhansfamily7746
    @nabhansfamily7746 Рік тому

    আমিও একমত স্যারের সাথে।

  • @jesminislam2946
    @jesminislam2946 5 місяців тому

    What an amazing topic!
    You are doing a great job for the society.
    May God bless you.

    • @yahiaamin
      @yahiaamin  5 місяців тому

      Thank you! You too!

  • @bangladesh52
    @bangladesh52 Рік тому

    এই প্রথম আপনাকে একজন পেলাম যিনি কিনা নারীর এই সমস্যা টি বুঝতে পেরেছেন। 'সব কিছু সামলানো' এক কঠিন ব্যাপার। বিজ্ঞান বিভাগে যাবো না কলা বিভাগে যাবো এটা যেমন একটা নিজের ইচ্ছার ব্যাপার তেমন সংসার করবো কি না করবো এটাও একজন নারীর উপর ছেড়ে দেয়া উচিৎ । দেশ কে হতে হবে নারী ফ্রেন্ডলি দেশ। সেখানে একজন নারী সিঙ্গেল মাদার হলে ,বাবা/মার বাড়ি ফেরত না গিয়ে তাদের থাকার ব্যাবস্থা থাকতে হবে। অত্যাচারিত মা স্বামীর ঘরে না থাকতে পারলে তার থাকার ব্যাবস্থা থাকতে হবে।

  • @Bonofulful
    @Bonofulful Рік тому

    Masallah, awesome topics.

  • @bellalkhan4953
    @bellalkhan4953 Рік тому

    অনেক ধন্যবাদ সার,❤❤❤😊

  • @mimjim9818
    @mimjim9818 Рік тому +1

    Thanjs a lot for this clear explanation.

  • @mahbubakhanom8164
    @mahbubakhanom8164 Рік тому +3

    Thanks for pointing it out. May Allah Bless you vai❤

  • @Footballfreak7291
    @Footballfreak7291 Рік тому +1

    life er sera relevant discussion

  • @saymaakter1644
    @saymaakter1644 Рік тому +1

    Thanks sir. Self-confidence e help korar Jonno.

  • @shamimaakter8137
    @shamimaakter8137 Рік тому

    Alhamdullah You r right thanks
    a lot

  • @somaquazi
    @somaquazi Рік тому +1

    খুব ভালো বললেন ভাই। কিন্তু ঘর সন্তান সামলান যে নারী তাঁর হাতে পুরুষ কি তাঁর আয়ের কিছু অংশ দেবেন? যেটা সেই নারীর আর্থিক স্বাধীনতাকেও সম্মান জানাবে? আপনার আলোচনায় সেটি বলা হয়নি।

  • @shifaktskts-rx4jg
    @shifaktskts-rx4jg Рік тому +1

    একবারে ১০০℅ঠিক বলেছেন।

  • @tarteelquranacademy8913
    @tarteelquranacademy8913 Рік тому +1

    জাঝাকাল্লাহ ভাই।

  • @Stromewithskin
    @Stromewithskin Рік тому +1

    Apnar kotha sunle Shanti pai ...