Golokdhandha (গোলকধাঁধা) | Penoa | Official Lyrical Video
Вставка
- Опубліковано 7 лют 2025
- Music
Song: Golokdhandha ( গোলকধাঁধা )
Album: E Ruher Tole
Band: PENOA
Lyrics: Yeaseer Arafat
Tune: Vogoban Rudra
Vocal: Rathin Paul, Vogoban Rudra, Yeaseer Arafat
Music: Penoa
percussion: Anindya Paul Jit
Music Production, Mixing & Mastering: Farmin Faisal
Recorded at FAMBOO LIVE ROOM
Video
Editor: Samudra Shantan
Art Work: Yeaseer Arafat
Lyrics:
শুয়ে এইখানে ইট পাথরের কবরে
আমি ঘাস হয়ে ফুটছি দূরের পাড়াগাঁয়,
অফিসের টেবিলের ধারে আনছি টেনে
মনোরম নদী এক বহা শান্ত ধারায়।
লোকালয় থেকে দূর কোন দেবদারু বন
ডাকে স্বপ্নে আমায় সারাদিন অবিরল,
এ গোলকধাঁধা পার হয়ে অন্য ভুবন
যেথা এক মেঠোপথ ডাকে হায় করে ছল।
যেন একশটা সূর্য মাথায় নিয়ে রোজ
আমি এক শেকড়ের পিছে ছুটছি জলে,
কালো একটা পাখির দিবাস্বপ্নে ঢুকে
আমি দিচ্ছি ফাগুন পাড়ি এই আগুনে।
আঘাতের ক্ষত বুক নিয়ে রোজ আসে দিন
পাখিটার ডানা নেই তবু উড়ছে স্বাধীন।
#JulyMassacre
#RememberingOurHeroes
তোমাদের প্রচেষ্টা অব্যাহত থাকুক। গোলকধাঁধা পার যে হতে হবে!
অগাধ অগাধ ভালোবাসা কায়সার। গোলকধাঁধা পার হবো একসাথে৷
আঘাতের ক্ষত বুক নিয়ে রোজ আসে দিন
পাখিটার ডানা নেই তবু উড়ছে স্বাধীন।
The inherit meaning is really inspiring.
বাহ সুন্দর 💥
সামনে ভালো কিছু হবে ❤
এইটা আমার সবচেয়ে প্রিয়।
অশেষ অশেষ ভালোবাসা
The MOST HEAVY METAL SONG I HAVE HEARD FROM BD!!!!! LOVE IT!!!!!! NEED MORE!!!!!!
অশেষ ভালোবাসা।
বাহ্! এটাও ভালো লাগলো। শুভকামনা
অশেষ ভালোবাসা
Very good track. Nice groove.
Thanks a lot!❤
What a trance!
Thanks a lot ❤️
belive me " science 2k25 this song will hit millions 💎🥂
অশেষ ভালোবাসা
সব গানগুলোই সুন্দর ❤️
অশেষ ভালোবাসা
Joss ❤️
অশেষ ভালোবাসা
🎉 খুব ভাল হয়েছে। শুভ কামনা।❤
৩২ সেকেন্ড থেকে ৪০ সেকেন্ডের ট্রাঞ্জিশনটা খুব চমৎকার।
অশেষ ভালোবাসা জনি। তোমার কথাটা ঠিক৷ আমাদেরও প্রিয়৷
অসাধারণ.. ❤
ভালোবাসা ফায়সাল
It was dope. 🎉
অশেষ ভালোবাসা 😊
অসম্ভব সুন্দর ❤
অশেষ ভালোবাসা।
তোমরা দিনে দিনে আরো প্রিয় হয়ে উঠছ৷ মহিনের ছাপ রয়েছে কিছুটা। থাকাটাও পছন্দের।
অশেষ ভালোবাসা নিবেন
❤❤❤
অশেষ ভালোবাসা
🔥🔥
ভালোবাসা
😮😮
অশেষ ভালোবাসা
Nice song
অশেষ ভালোবাসা
✊
ভালোবাসা সৌরভ
Aditto Ghosh Orko
ভালোবাসা
গানটা ভালো লাগল শুনতে। এই সময়ের গান। ফাগুন শব্দটা উচ্চারণে আরেকটু সচেতন হবেন, আশাকরি। ফ উচ্চারণ F নয়, Ph. ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আনন্দময়ী। আমরা আসলে আমাদের নিজস্ব উচ্চারণের (Accent) দিকে থেকেছি। তারপরও আপনাকে সাধুবাদ জানাই।