সত্যিই মজার। দারুণ কার্যকরী একটি ফর্মূলা শেখালেন আপনি। এতদিন গান শিখেছি। কেউ এভাবে বলে নি বা শেখায় নি। এভাবেই আপনি সঙ্গীতের পথ সরল করে চলুন। নমস্কার। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও, বুঝতেই পারছেন, এইভাবে ষড়জ এবং পঞ্চম এর মধ্যে সম্পর্ক নিয়ে আমরা আরো অনেক মজার মজার রেওয়াজ তৈরি করতে পারি। সেগুলোও দেখানোর ইচ্ছা রইল এই চ্যানেলে।
সৎতি এতো সুন্দর করে আপনার প্রতিটি বাক্য স্বর ধ্বনি বিশ্লেষণ আমার মতো বয়স্ক মানুষদের (৫০+)যে কতো উৎসাহ প্রেরনা ও মনোবল যোগায় তা বলে বোঝানো যাবে না। অসংখ্য ধন্যবাদ 🙏🙏🙏 খুব ভালো ও সুস্থ থাকুন।
সশ্রদ্ধ প্রনাম ওস্তাদজী। আমি মুগ্ধ হয়ে শুনছি। আহা এতো সুন্দর সাবলীল ভাবে যদি ছোট বেলা থেকে শিখতে পারতাম। কতো কষ্ট করে যে নিজেকে তৈরী করার চেষ্টা করেছি। আশির্বাদ করবেন আপনার কাছ থেকে শিখে যেন বাকি জীবনটা নির্ভূল গাইতে পারি। প্রনাম ওস্তাদজী।
স্পর্শ স্বরের মাধ্যমে চড়ার নোট অনুশীলন কারার আরও বেশ কয়েকটি ভিডিও বানানোর ইচ্ছা রয়েছে এই চ্যানেলে... বর্তমানে পরিস্থিতির কারণে সেটা সম্ভব হচ্ছে না। বিস্তারিত জানতে এই চ্যানেলের অন্যান্য ভিডিও একটু ফলো করে দেখুন, সঙ্গে থাকুন, ধন্যবাদ। 🙏🏻🙏🏻
আপনার প্রশংসা আমি নতমস্তকে নিলাম। অনেক ধন্যবাদ আপনাকেও। আমি সামান্য মানুষ, খুব বেশি কিছু জানিনা। কিন্তু যেটুকু জানি, নিজেকে উজাড় করে শেখাতে চেষ্টা করি। এই কৃতিত্ব একেবারেই আমার নয়, আমার গুরুরা আমার মত অকিঞ্চিৎকর মানুষকেও নিজেদের উজাড় করে শিখিয়েছেন। এটা তারই ফলশ্রুতি।
খুব সুন্দর বোঝালেন স্যার।এতো সুন্দর করে বোঝান, বুঝতে কোন অসুবিধা হয়না।এরকম বোঝাতে পারেন না কেউ। খুব প্রয়োজন ছিলো এটার। অনেকদিন অপেক্ষা করেছিলাম। আপনি বললেন আগের ভিডিওর কার্ড দেওয়া রইলো কিন্তু পেলাম না। ভালো থাকবেন স্যার। 🙏🙏
ক্ষমা করবেন দিদি🙏🏻 একা হাতে সমস্ত কিছু করতে হয়, এখনো কার্ডগুলো প্লেস করে উঠতে পারিনি, এর মধ্যে দিয়ে দেব। এই বিষয়ের ওপর আরো ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে, সঙ্গে থাকুন।
স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই।🙏 খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলেন।খুব দরকার ছিল এই ভিডিও টি। সত্যিই ,তার সপ্তকের ক্ষেত্রে এটি খুবই সমস্যার ব্যাপার।খুব ভাল লাগলো ভিডিও টি।
ধন্যবাদ আপনাকেও। এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন বলে আমি মনে করি। এই সমস্যার সমাধানের জন্য অনেক টেকনিক আছে, যেগুলো আগে শিক্ষার্থীদের বুঝে নেওয়া দরকার। আমার চেষ্টা থাকবে পরবর্তী ভিডিওগুলোতে ধাপে ধাপে টেকনিকগুলো আপনাদের কাছে তুলে ধরা।
এই লেসন্ খুব সুন্দর। বিশেষ করে আমার মত সত্তোরোদ্ধ ব্যাক্তির পক্ষে। তবে সিদ্ধান্ত নিতে অসুবিধা হওয়ার জন্য আমি একটা মেল পাঠিয়ে ছিলাম। যদি দয়া করে একটু সমাধান দিয়ে দেন খুব উপকৃত হবো।
প্রথমেই প্রণাম জানাই এত সুন্দর করে বোঝানোর জন্য। আমার বয়স ৫৮ বছর । ছোটবেলায় গান শিখতাম। এখন আবার শুরু করতে চাই। আমার স্কেল কোনটা হবে কি করে বুঝবো ? অনেক আশা নিয়ে উত্তরের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ, আমি মনে করি এটা সব বয়সের সংগীত শিক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরী একটা আলোচনা। এই বিষয়ে আরো বেশকিছু টেকনিকের অবতারণা করার ইচ্ছে রইল পরবর্তী ভিডিওগুলিতে, সঙ্গে থাকুন।
তোমাকে বাবা অনেক আশীর্বাদ এবং ধন্যবাদ জানাই। আমার বয়স ৬৮বছর। অনেক বছর গান গাওয়া বন্ধ ছিল নানা কারণে। একদিন তোমার বয়স্ক শিক্ষার্থীদের আবার নতুন করে গান শুরু করার ভিডিও দেখে আবার গান শুরু করার ইচ্ছে জাগলো। কিন্তু পা অব্দি গিয়ে তারপর ধা নি সা (তারার সা) গাইতে গেলে গলা কাঁপে। আজ এই ভিডিওটা খুব উপকারে লাগলো। আমরা আবার যারা নতুন করে শুরু করছি আমাদের জন্য ভিডিও দাও প্রেকটিস করার জন্য। আমার গলা মন্দ্র সপ্তকের মা পর্যন্ত যায় কোন কষ্ট হশ না কিন্তু তারাসপ্তকে ধ নি সা গাইতে গেলেই গলা কাঁপে । সুর ফেটে যায়। এ জন্য কি সমাধান আছেএকটু বল।
মাসিমা আপনি আমার প্রণাম নেবেন। আপনি যে সমস্যার কথা বলেছেন সেটা মূলত বয়সের জন্য। এক্ষেত্রে সা এর রেওয়াজ অথবা দমশ্বাসের রেওয়াজ করলে উপকার পাওয়া যেতে পারে। এই চ্যানেলে বয়স্ক শিক্ষার্থীদের জন্য 10 মিনিটের যে রেওয়াজ প্যাকেজ বানানো আছে, সেটা দেখার অনুরোধ রইলো। আমার ধারণা এটা আপনার কাজে লাগবে এবং আপনার সমস্যার কিছুটা সমাধান হতে পারে। ধন্যবাদ। ua-cam.com/video/X5IIYT9hPnk/v-deo.html
ধন্যবাদ। হ্যা, এই সমস্যা অনেকের মধ্যেই দেখা যায়। নিজের মনের ভেতর থেকে এই সমস্যার সমাধান করতে হবে। তারই একটা উপায় এখানে আমি বলার চেষ্টা করেছি এই ভিডিওটিতে। এ বিষয়ে আরো ভিডিও আসতে চলেছে, সঙ্গে থাকুন।
খুবই দরকারি topic share করলেন। এটা আমার মত 70 বছর বয়সের শিক্ষার্থীর জন্য ভীষণ কাজের। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। আমিও মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এ সম্বন্ধে আরও কিছু টেকনিক শেখানোর ইচ্ছে রইল পরবর্তী ভিডিওতে।
আপনার কমেন্ট দেখে আমিও অনুপ্রাণিত হলাম,,৭০ বছর; আমিতো আমার ৩৬ বছর বয়সকেই অনেক বেশি মনে করি,, আপনার কথা শুনে সাহস বাড়ল,,,ধন্যবাদ,,, 🙏🏾🙏🏾🙏🏾
@@MdJony-sw5ur ডাকা
@@robiscope1
এত সহজে বোঝালেন খুবিউপকৃত।অনেক ধন্যবাদ আপনাকে।🙏
আপনারা যখন বলেন, ভিডিওটা কাজে লেগেছে, তখন মনে হয় এত পরিশ্রম করে ভিডিও বানানোর সার্থক হলো।
সত্যিই মজার। দারুণ কার্যকরী একটি ফর্মূলা শেখালেন আপনি। এতদিন গান শিখেছি। কেউ এভাবে বলে নি বা শেখায় নি। এভাবেই আপনি সঙ্গীতের পথ সরল করে চলুন। নমস্কার। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও, বুঝতেই পারছেন, এইভাবে ষড়জ এবং পঞ্চম এর মধ্যে সম্পর্ক নিয়ে আমরা আরো অনেক মজার মজার রেওয়াজ তৈরি করতে পারি। সেগুলোও দেখানোর ইচ্ছা রইল এই চ্যানেলে।
@@robiscope খুব ভালো লাগলো।সবার কাজে লাগবে এই ভিডিও টি।অনেক ধন্যবাদ।
আজ হঠাৎ করেই আপনার video তে ঢুকে পড়েছিলাম..... খুব ভালো লাগলো.... আমি এই সমস্যায় ভুগছিলাম.... আশা করছি সমাধান পাবো..... অনেক ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে
❤@@robiscope
সৎতি এতো সুন্দর করে আপনার প্রতিটি বাক্য স্বর ধ্বনি বিশ্লেষণ আমার মতো বয়স্ক মানুষদের (৫০+)যে কতো উৎসাহ প্রেরনা ও মনোবল যোগায় তা বলে বোঝানো যাবে না। অসংখ্য ধন্যবাদ 🙏🙏🙏 খুব ভালো ও সুস্থ থাকুন।
অনেক ধন্যবাদ, আপনাদের কাজে লেগেছে এটা জানতে পারলে মনে হয় আমার ভিডিও বানানো সার্থক।
খুব উপকারী তথ্য। আমিও এই সমস্যায় ভুগছিলাম। কেউ এত সহজভাবে বোঝাননি। আপনার বোঝানোর কৌশলে খুব উপকৃত হলাম। অশেষ ধন্যবাদ।
সশ্রদ্ধ প্রনাম ওস্তাদজী। আমি মুগ্ধ হয়ে শুনছি। আহা এতো সুন্দর সাবলীল ভাবে যদি ছোট বেলা থেকে শিখতে পারতাম।
কতো কষ্ট করে যে নিজেকে তৈরী করার চেষ্টা করেছি।
আশির্বাদ করবেন আপনার কাছ থেকে শিখে যেন বাকি জীবনটা নির্ভূল গাইতে পারি।
প্রনাম ওস্তাদজী।
খুব গুরুত্বপূর্ণ উপদেশ । অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য। আমি খুব উপকৃত হলাম। ভালো থাকুন সুস্থ থাকুন।
স্পর্শ স্বরের মাধ্যমে চড়ার নোট অনুশীলন কারার আরও বেশ কয়েকটি ভিডিও বানানোর ইচ্ছা রয়েছে এই চ্যানেলে... বর্তমানে পরিস্থিতির কারণে সেটা সম্ভব হচ্ছে না। বিস্তারিত জানতে এই চ্যানেলের অন্যান্য ভিডিও একটু ফলো করে দেখুন, সঙ্গে থাকুন, ধন্যবাদ। 🙏🏻🙏🏻
বাহ্ অপূর্ব, খুব দরকারি টিপ্স শোনালেন।
আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ জানাই আপনাকে
কি ভালো বিশ্লেষণ। সত্যি এটা মনের ব্যাপার। ধন্যবাদ।
আপনার সরলীকরণ খুব ভালো লাগল,ধন্যবাদ, নমস্কার ।
ধন্যবাদ ও নমস্কার।
খুবই ভালো লাগলো ভীষণ উপকৃত হলাম ধন্যবাদ।
অনেক ধন্যবাদ
অসাধারণ ❤ ধন্যবাদ আপনাকে 🙏
Bhishon kajer akta class sunlam sir, akdom thik bolechen , oporer note hole age thekei bhoi pea jai, onek dhannyabad 🙏🏻
এভাবে অনুশীলন করলে নিশ্চয়ই উপকৃত হবেন।
আমি পারিনা ঠিক ই কিন্তু আপনার শেখানোর এই আন্তরিক প্রচেষ্টা আমাকে বড়ো টানে। ভালো থাকবেন।
আপনার প্রশংসা আমি নতমস্তকে নিলাম। অনেক ধন্যবাদ আপনাকেও। আমি সামান্য মানুষ, খুব বেশি কিছু জানিনা। কিন্তু যেটুকু জানি, নিজেকে উজাড় করে শেখাতে চেষ্টা করি। এই কৃতিত্ব একেবারেই আমার নয়, আমার গুরুরা আমার মত অকিঞ্চিৎকর মানুষকেও নিজেদের উজাড় করে শিখিয়েছেন। এটা তারই ফলশ্রুতি।
Chorar dike gaite onek er e somosya hoy sir. Asha kori apnar sekhano pothe cholle thek tar saptak er swar lagano sambhav hobe. Apnak onek dhanyabd
এ বিষয়ে আরো কয়েকটি ভিডিও বানানোর ইচ্ছে আছে পরবর্তী সময়ে।
খুব সুন্দর লাগলো। আমি কি এই ভাবে রেওয়াজ করবো। ❤❤❤❤
অনেক ধন্যবাদ আপনাকে। চড়ার নোট গাইতে গেলে আমারও এমন হয়। ঠিক আপনি যেভাবে দেখালেন। আশাকরি আপনার শেখানো এ পদ্ধতিতে রেওয়াজের মাধ্যমে সমস্যার সমাধান মিলবে।
ধন্যবাদ 🙏🏻🙏🏻 এটা একদিনে সমাধান হওয়ার মতো একটি সমস্যা নয়। এ নিয়ে আরো ভিডিও আসতে চলেছে, সঙ্গে থাকুন।
সত্যিই দারুণ কার্যকারী...এভাবে কেউ শেখায়নি,বলেনি।আপনাকে অশেষ ধন্যবাদ।
খুব উপকারী।
জরুরি রেওয়াজ, আশা রাখি অনুশীলন করলে উপকার পাবেন।
Khub sundar advice
🙏(*_*)
খুব সুন্দর লাগল, ব্যবহারের চেষ্টা করব নিশ্চয়ই, সুস্থ থাকবেন
ধন্যবাদ আপনাকেও। সহজ হলেও খুব কার্যকর একটি টেকনিক, নিশ্চয়ই অনুশীলন করবেন।🙏
Thanks sir for your nice raoaj practice & information. May god bless you.
So nice of you
বোঝানোর ধরন টা কি সুন্দর!!
ধন্যবাদ আপনাকে।
দারুণ দারুণ...এভাবেই আপনি আমাদের জন্যে পাশে থাকুন।
সামান্য যেটুকু আমার সাধ্য, সমস্তটাই আপনাদের শেখানোর চেষ্টা করবো এই চ্যানেলের মাধ্যমে।
অশেষ ধন্যবাদ Iভালো থাকুন ।
ধন্যবাদ আপনাকেও
খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ
জরুরী অনুশীলন যা চড়ার স্বরকে নতুন করে ভাবতে শেখায়, আশা করি উপকার পাবেন।
Khub bhalo laaglo sune.Very valuable information
এটা খুব সাধারণ অনুশীলন কিন্তু খুব এফেক্টিভ।
Thank you sir for your wonderful tips for taar saptak riyaz techniques. God bless!
ধন্যবাদ 🙏🏻🙏🏻 এই বিষয়ে আরো বেশকিছু ভিডিও তৈরি করার ইচ্ছে রয়েছে এই চ্যানেলে, সঙ্গে থাকুন।
অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ আপনাকেও
Khub sundor technique 👌
ধন্যবাদ
নমস্কার sir , ধন্যবাদ .
স্বাগত জানাই, আশা করি এই উঁচুতে স্বর লাগানোর রেওয়াজের মাধ্যমে আপনি উপকৃত হবেন
খুব ভালো লাগলো
ধন্যবাদ আপনাকেও।
অসাধারন স্যার।
Khub Sundor process , anekei Upokrito hobe.
ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।
Eta amar jana vison darkar chilo sir.thanks
স্বাগত জানাই আপনাকে
Khub valo laglo aapnar tropic ta
অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, এই নিয়ে আরো আলোচনা করার ইচ্ছে রয়েছে, সঙ্গে থাকুন।
Onek dhonyobad
অসাধারণ একটি পদ্ধতি... অনেক ধন্যবাদ আপনাকে 🙏🙏
ধন্যবাদ আপনাকেও, এটাই হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শেখার সনাতন পদ্ধতি।
অভাবনীয়, খুব উপকারে আসবে।
Darun laglo 🙏
অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ। এভাবে কখনও শুনিনি।
ধন্যবাদ আপনাকেও, আমার মতে এটা সমস্ত ভয়েস এর সংগীত শিক্ষার্থীদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা।
খুবই উপকারী video ভালো থাকবেন।
ধন্যবাদ আপনাকেও, ভাল থাকবেন।
খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। অনেক ধন্যবাদ ।
ধন্যবাদ আপনাকেও 🙏🏻🙏🏻 আমার মতে, এটাই হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত চর্চার সনাতন রীতি।
খুব সুন্দর বোঝালেন স্যার।এতো সুন্দর করে বোঝান, বুঝতে কোন অসুবিধা হয়না।এরকম বোঝাতে পারেন না কেউ। খুব প্রয়োজন ছিলো এটার। অনেকদিন অপেক্ষা করেছিলাম। আপনি বললেন আগের ভিডিওর কার্ড দেওয়া রইলো কিন্তু পেলাম না। ভালো থাকবেন স্যার। 🙏🙏
ক্ষমা করবেন দিদি🙏🏻 একা হাতে সমস্ত কিছু করতে হয়, এখনো কার্ডগুলো প্লেস করে উঠতে পারিনি, এর মধ্যে দিয়ে দেব। এই বিষয়ের ওপর আরো ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে, সঙ্গে থাকুন।
@@robiscope অপেক্ষায় রইলাম স্যার। 🙏
খুব সুন্দর বৈজ্ঞানিক পদ্ধতি
অনেক ধন্যবাদ। 🙏🏻🙏🏻
চমৎকার টেকনিক। ধন্যবাদ
অনেক ধন্যবাদ।
স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই।🙏
খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলেন।খুব দরকার ছিল এই ভিডিও টি।
সত্যিই ,তার সপ্তকের ক্ষেত্রে এটি খুবই সমস্যার ব্যাপার।খুব ভাল লাগলো ভিডিও টি।
ধন্যবাদ আপনাকেও। এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন বলে আমি মনে করি। এই সমস্যার সমাধানের জন্য অনেক টেকনিক আছে, যেগুলো আগে শিক্ষার্থীদের বুঝে নেওয়া দরকার। আমার চেষ্টা থাকবে পরবর্তী ভিডিওগুলোতে ধাপে ধাপে টেকনিকগুলো আপনাদের কাছে তুলে ধরা।
দাদা আপনাকে অনেক ধন্যবাদ
ধন্যবাদ আপনাকেও
খুব সুন্দর ভাবে বোঝান আপনি অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
খুব ভালো লাগলো একজন বয়স্ক হিসাবে , ধন্যবাদ
ভিডিওটা ভালো লেগেছে জেনে খুব আনন্দিত হলাম, স্বাগত জানাই আপনাকে।
Amar 63 bachor.ekhon chorate ektu kasto hoy.apnar upodesh manbo.thank you.
খুব সহজ করে বোঝালেন। ধন্যবাদ।
ধন্যবাদ। আমার মতে এটা সব বয়সের সংগীত শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়।
ভীষণ উপযোগী একটি ভিডিও, খুব সুন্দর করে বোঝালেন🙏
ভিডিওটা আপনাদের ভাল লেগেছে জেনে খুব আনন্দিত হলাম, ধন্যবাদ।
এই লেসন্ খুব সুন্দর। বিশেষ করে আমার মত সত্তোরোদ্ধ ব্যাক্তির পক্ষে। তবে সিদ্ধান্ত নিতে অসুবিধা হওয়ার জন্য আমি একটা মেল পাঠিয়ে ছিলাম। যদি দয়া করে একটু সমাধান দিয়ে দেন খুব উপকৃত হবো।
হ্যাঁ দেখেছিলাম, সময়ের অভাবে উত্তর দিতে পারিনি। আপনি এখানেও কমেন্ট করে প্রশ্ন জানাতে পারেন।
Thanks dada.excellence
ভীষণ উপকৃত হলাম,অনেক ধন্যবাদ স্যার
স্বাগত জানাই আপনাকে, আমিও মনে করি সমস্ত বয়সের সংগীত শিক্ষার্থীদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারণা।
Very nice
ধন্যবাদ আপনাকে
খুব ভালো লাগলো আজকের ক্লাশ।
Thunk you sir🙏🙏🙏
খুব ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকেও।
প্রথমেই প্রণাম জানাই এত সুন্দর করে বোঝানোর জন্য। আমার বয়স ৫৮ বছর । ছোটবেলায় গান শিখতাম। এখন আবার শুরু করতে চাই। আমার স্কেল কোনটা হবে কি করে বুঝবো ? অনেক আশা নিয়ে উত্তরের অপেক্ষায় রইলাম।
এ বিষয়ে চ্যানেলে বিস্তারিত আলোচনা রয়েছে অনেকগুলো ভিডিওতে, একটু ধৈর্য ধরে খুঁজে দেখার অনুরোধ রইলো।
Ato sundor vabe Bojan, Excellent
অনেক ধন্যবাদ 🙏🏻❤️ আমার মতে, এটাই হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করার সনাতন রীতি।
খুব ভালো লাগলো ❤🙏🏽❤
অনেক ধন্যবাদ
Khub bhalo laglo thanks a ton
অনেক ধন্যবাদ, এ বিষয়ে আরো বেশ কিছু ভিডিও বানানোর ইচ্ছে আছে, সঙ্গে থাকুন।
Thank you Sir for your helpful advice.
ধন্যবাদ, এটা অত্যন্ত জরুরি একটি কৌশল বলে আমি মনে করি।
অসংখ্য ধন্যবাদ স্যার ।
ধন্যবাদ আপনাকেও।
Excellent
Khub upokar holo
খুব ভালো শেখান আপনি! খুব কার্যকরী!
হ্যাঁ, এটা খুব জরুরী একটা টেকনিক বলে আমি মনে করি।
Thank you sir .This video is really helpful for us.
Glad to hear that🙏🙏
youtube.com/@robiscope
WhatsApp +91 89026 85419
Great 👍👍 very helpful.🎉🎉🎉
Chamotkar technique
অত্যন্ত কার্যকর একটা অনুশীলন।
Darun,vison upokari
খুব ভাল লাগল
অনেক ধন্যবাদ আপনাকে
অসাধারণ, স্যার। অত্যন্ত ভাল একটি কৌশল শেখালেন।খুব ভাল লাগল। চেষ্টার থাকছি।ভাল থাকবেন।
ধন্যবাদ, আমি মনে করি এটা সব বয়সের সংগীত শিক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরী একটা আলোচনা। এই বিষয়ে আরো বেশকিছু টেকনিকের অবতারণা করার ইচ্ছে রইল পরবর্তী ভিডিওগুলিতে, সঙ্গে থাকুন।
Good , Methodical , Scientific Teaching . 😊❤
Khub i sundor
ধন্যবাদ আপনাকেও। 🙏
তোমাকে বাবা অনেক আশীর্বাদ এবং ধন্যবাদ জানাই। আমার বয়স ৬৮বছর। অনেক বছর গান গাওয়া বন্ধ ছিল নানা কারণে। একদিন তোমার বয়স্ক শিক্ষার্থীদের আবার নতুন করে গান শুরু করার ভিডিও
দেখে আবার গান শুরু করার ইচ্ছে জাগলো। কিন্তু পা অব্দি গিয়ে তারপর ধা নি সা (তারার সা) গাইতে গেলে গলা কাঁপে। আজ এই ভিডিওটা খুব উপকারে লাগলো। আমরা আবার যারা নতুন করে শুরু করছি আমাদের জন্য ভিডিও দাও প্রেকটিস করার জন্য।
আমার গলা মন্দ্র সপ্তকের মা পর্যন্ত যায় কোন কষ্ট হশ না কিন্তু তারাসপ্তকে ধ নি সা গাইতে গেলেই
গলা কাঁপে । সুর ফেটে যায়। এ জন্য কি সমাধান আছেএকটু বল।
মাসিমা আপনি আমার প্রণাম নেবেন। আপনি যে সমস্যার কথা বলেছেন সেটা মূলত বয়সের জন্য। এক্ষেত্রে সা এর রেওয়াজ অথবা দমশ্বাসের রেওয়াজ করলে উপকার পাওয়া যেতে পারে। এই চ্যানেলে বয়স্ক শিক্ষার্থীদের জন্য 10 মিনিটের যে রেওয়াজ প্যাকেজ বানানো আছে, সেটা দেখার অনুরোধ রইলো। আমার ধারণা এটা আপনার কাজে লাগবে এবং আপনার সমস্যার কিছুটা সমাধান হতে পারে। ধন্যবাদ।
ua-cam.com/video/X5IIYT9hPnk/v-deo.html
Practice "" ommm""
@@robiscope শেখানোর আগে স্বরলিপিটা পেলে খুব ভালো হয়। ধন্যবাদ
Khub sundor tips
Apnar boghano/shekhnor methodta khub valo laglo .ami 70.I shall try
নিশ্চয়ই নির্দ্বিধায় চেষ্টা করবেন। আমার শেখানোর পদ্ধতি আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। এটাই হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত শিক্ষার সনাতন রীতি।
আপনাকে ধন্যবাদ দেবার ভাষা নেই🙏🙏
ধন্যবাদ আপনাকেও, আপনাদের কাজে লেগেছে জানতে পারলে আমার ভিডিও বানানো সার্থক মনে হয়।
ভীষণ ভালো লাগলো
ভালো লাগলো, ধন্যবাদ
ধন্যবাদ আপনাকেও।
Khoob valo.
ধন্যবাদ।
Darun! Dhanyavad
দারুন!দারুন!🌹🌹
ধন্যবাদ, আশা রাখি অনুশীলন করলে উপকৃত হবেন।
Beautifully explained
অনেক ধন্যবাদ।
Excellent…I’m 52….It’s very helpful for everyone…
অনেক ধন্যবাদ, আমিও মনে করি সমস্ত বয়সের সংগীত শিক্ষার্থীদের জন্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারণা।
Khub bhalo laglo
অনেক ধন্যবাদ।
Real teacher
Khub bhalo laglo sir. Amar ai problem t ache.
ধন্যবাদ। হ্যা, এই সমস্যা অনেকের মধ্যেই দেখা যায়। নিজের মনের ভেতর থেকে এই সমস্যার সমাধান করতে হবে। তারই একটা উপায় এখানে আমি বলার চেষ্টা করেছি এই ভিডিওটিতে। এ বিষয়ে আরো ভিডিও আসতে চলেছে, সঙ্গে থাকুন।
ভীষণ ভালো লাগলো আপনার ভিডিও!!!
ধন্যবাদ আপনাকেও🙏🏻🙏🏻 হ্যাঁ, এটা অত্যন্ত জরুরী একটা টেকনিক বলে আমি মনে করি। এ বিষয়ে আরো ভিডিও আসতে চলেছে, সঙ্গে থাকুন।
Khub e helpful
ধন্যবাদ আপনাকেও, সঙ্গে থাকুন।
খুব ভালো বোঝালেন ।আমি ৮০ ।গান করি ছাড়িনি। সমস্যা্হচ্ছ গাইতে গেলে সদ্দি এসে গলাটা সমস্যা করে
রাতে শোবার আগে গরম ভেপার নিয়ে দেখতে পারেন, ভেপার কিভাবে নিতে হয় সে বিষয়ে একটা ভিডিও বানানোর ইচ্ছে রইল।🙏🙏
@@robiscope ধন্যবাদ ভাই ।এতো ব্যস্ততার মাঝেও উত্তর দিলেন।
wonderful
ধন্যবাদ
Thank you so much Sayan Da..
তোকে অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকিস।
খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে স্যার ❤❤
Apnar Ghare Je Rabindranath Thakur er terakotar chhobi ota Amar Vai er banano.dekhe valo laglo
বাঃ আমারও এটা জেনে খুব ভালো লাগলো, ওটা আমার একজন খুব পছন্দের মানুষের কাছ থেকে উপহার পাওয়া।
ধন্যবাদ আপনাকে গণ্য
খুব ভালো ভিডিও ৷
ধন্যবাদ, আমার মতে এটা সমস্ত বয়সের সংগীত শিক্ষার্থীদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা।