দিল্লি থেকে এসেছিল যে জমিদাররা || DHANKORA JOMIDAR BARI || MANIKGANJ || MUNNI'S VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • এই জমিদারের বংশধরেরা ভারতের দিল্লি থেকে এসে বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় জমিদারি প্রতিষ্ঠা করেন। নরসিংহ রায় চৌধুরী ছিলেন এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা। জমিদারিপ্রথা বিলুপ্তির আগ পর্যন্ত একে একে জমিদারের বংশধররা এই জমিদারির দায়িত্ব পালন করতে থাকেন। গিরিশ গোবিন্দ রায় চৌধুরী ছিলেন নরসিংহ রায় চৌধুরীর ছেলে। তার ছেলে ছিলেন হেমচন্দ্র রায় চৌধুরী। তার তিন ছেলে অমূল্য চন্দ্র রায় চৌধুরী, বীরেন্দ্র রায় চৌধুরী এবং নির্মল চন্দ্র রায় চৌধুরী। বর্তমান ময়মনসিংহ জেলার জগন্নাথপুর ও খালিয়াজুড়ি নামক এলাকায় ও তাদের জমিদারি ছিল। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর ১৯৫২ সালে জমিদার বংশধররা ভারতে চলে যান। দিল্লি থেকে এসেছিল যে জমিদাররা।
    #dhankora_jomidarbari #manikganj #dhankora

КОМЕНТАРІ • 30