সঙ্গীকে নোংরা কথা বলছেন না তো? | Dr. Shusama Reza | LifeSpring
Вставка
- Опубліковано 7 лют 2025
- #CoupleRelationship #LifeSpring
সঙ্গীকে নোংরা কথা বলছেন না তো? | LifeSpring
সম্পর্কের সূতা শক্ত করে জুড়ে রাখার কাজটা নিঃসন্দেহে কঠিন। কিন্তু চেষ্টাটা না করলে আমরাই দিনশেষে খারাপ থাকি, এটা আমাদেরকে বুঝতে হবে, মানতে হবে। কিছু বুঝে ওঠার আগেই দেখব, আবেগিক সম্পর্কে ভাংগন এসছে, যৌন জীবন ও ব্যাহত হচ্ছে।
কারনে-অকারনে সংগীকে বাজে কথা বলার অভ্যাস যাদের আছে, এই লক ডাউনের সময়টাতে তারা নিজেরাই নিজেদেরকে একটি লক্ষ্যমাত্রা দিলে কেমন হয়?
চেষ্টা করেই দেখুন না নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝিগুলো কমানো যায় কীনা,নোংরা কথা থামানো যায় কীনা! নিজেদের সম্পর্কটি উন্নয়নে দেখুন না আরো কত কি করার আছে?
নিঃসন্দেহে রিলেশনশিপ কাউন্সিলিনিং এক্ষেত্রে ভীষণভাবে আপনাকে সাহায্য করতে পারে।
তথ্য এবং অ্যাপয়েন্টমেন্টঃ ০৯৬৩৮ ৫০৫ ৫০৫ | প্রতিদিন সকাল ৯টা - রাত ৯টা
#subscribe
◼️ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। নতুন সব ভিডিও দেখতে আমাদের UA-cam ( / lifespringlimited ) চ্যানেলে সাবস্ক্রাইব করুন।
Please connect to our all social media links:
Facebook: https: / lifespringinstitute
Instagram: / lifespringinstitute
UA-cam: / lifespringlimited
LinkedIn: / admin
Website: www.lifespring...
আমাদের ফেসবুক লাইভ ভিডিও সিরিজগুলো আপনার উপকারে আসতে পারে।
১। কিভাবে ডিপ্রেশন দূর করবো? - www.youtube.co....
২। কিভাবে দুশ্চিন্তা দূর করবো? - www.youtube.co....
৩। আত্মহত্যা প্রতিরোধ- www.youtube.co....
বড়বোনের শ্রদ্ধার জায়গাটা নিয়ে নিয়েছেন আপনি। আল্লাহ আপনাকে তার রহমতে ঘিরে রাখুন। দীর্ঘ নেক হায়াত আর আমৃত্যু আনন্দময় কর্মব্যাস্ততা।
এত সুন্দর উপস্থাপন আর কখনো দেখিনি....., বুঝানোর যুক্তি, অঙ্গভঙ্গি, স্পষ্টতা, প্রাঞ্জলতা ইত্যাদি অনেক ভালো লাগলো
Valo lagse apu thanks
মেয়ে মানুষের অঙ্গভঙ্গি ফলো করছেন কেন?
Biya koirala
ঐ মাঙ্গুয়া বেডা।
Nojor thik koren🦶
আপনাদের কারণে অনেকের সংসারে সুখ ফিরে আসে । আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক ।
আসলে সবচেয়ে বরোকথা হলো অন্তর থেকে আল্লাহকে ভোয়করে চরিত্রবান হলেই সবকিছু অটোমেটিক ভালোহোয়ে যায়।
thanks mom
R8
G vai
রাইট-
ua-cam.com/video/5Iv9Doq-N34/v-deo.html
আমার বিয়ের বয়স ৮বছর তবে আমার বউকে আমি প্রতি দিন নতুন মনে হয় আল্লাহর রহমতে দোয়া করবেন আমাদের জন্য।
চেহারা সুন্দর হলেই সুন্দরী হওয়া যায় না
আমার সমস্যা আছে উত্তর পাবো
তাই নাকি--
ua-cam.com/video/5Iv9Doq-N34/v-deo.html
@@SKBillal10001 hmmm
ভালোভাবে বুঝানোর চেষ্টা করেছেন। ধন্যবাদ।
ছেলে কিভাবে তার স্ত্রীকে মানসিক ভাবে ভালো রাখতে পারবে? এ ব্যাপারে
১) ছেলের প্রতি
২) ছেলের বৌ এর প্রতি
৩) ছেলের বিবাহিত/অবিবাহিত বোনদের প্রতি
৪) ছেলের ভাইয়ের বৌ অর্থাৎ ছেলের বৌ এর 'জা' এর প্রতি
ছেলের মায়ের কি কি আদেশ/উপদেশ থাকা জরুরি?
উল্লেখিত ৪ টি অংশ নিয়ে আপনার পরামর্শ মূলক একটি ভিডিও দরকার। যা বাংলাদেশের সমস্ত ছেলের মায়েদের জন্য যারা ইতিমধ্যে শাশুড়ির আসনে উত্তীর্ণ হয়েছেন।
পারিবারিক অশান্তির জন্য স্বামী-স্ত্রীর স্বাভাবিক জৈবিক প্রেষণা তথা শারীরিক মিলনে সমস্যা যতটা না দায়ী তার চাইতে অনেক বেশি দায়ী হচ্ছে ছেলের বৌ এর সাথে ছেলের বোনের এবং মা এর মতের অমিল হওয়া কিংবা পারস্পরিক কাজে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই একে অপরকে বাঁকা চোখে দেখতে থাকা।
ছেলের বিয়ের পর অধিকাংশ মায়েরা মনে করেন, ছেলেতো এখন মায়ের কথাকে প্রাধান্য কম দিয়ে বৌ এর কথাকেই বেশি প্রাধান্য দিতে পারে অথবা রান্না ঘরের কর্তৃত্ব কিংবা আলমারির চাবি বৌ এর হাতে চলে যেতে পারে ভেবে মানসিক দ্বন্দ্বে (impurity complex) ভোগেন। এ জাতীয় পরিস্থিতির সূত্রপাতের মাধ্যমেই মূলত পারিবারিক অশান্তি শুরু হতে থাকে। এক্ষেত্রে ছেলের বউ, ছেলের বোন ও ছেলের মা তিন জনের মধ্যেই পরষ্পরকে ছাড় দেয়ার মানসিকতা না থাকলে পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যেতে থাকে।
অসাধারণ জরুরি একটা কমেন্ট
ইসলামিক ভাবে যদি অামরা একে অপরের সাথে অাচরন করি তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে. inshallah
ua-cam.com/video/5Iv9Doq-N34/v-deo.html
Yup
আমার মনে হলো পরিবারের বড় আপু
আপু আপনাকে ধন্যবাদ
আল্লাহ্ আপনাকে ভাল রাখুন
আল্লাহ্ আপনাকে হায়াত দিন
আল্লাহ্ আপনাকে ও পরিবারের সবাইকে ভাল ও সুস্থতা দান করুন।
আমিন
আমিন
Amin
আপনার কথা গুলো বাস্তব জীবনে ও ঠিক এবং ধর্মের দিক থেকে ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । ধন্যবাদ
ua-cam.com/video/5Iv9Doq-N34/v-deo.html
Mashallah
উপস্থাপনা ছিল প্রাণবন্ত।
বোঝানোর ব্যাপারটা ছিল অসাধারণ।
আমার বিয়ে হয়েছে প্রায় ৫ মাস,,,,অনেক ভালো বাসে আমাকে আমার স্বামী ,,,,, জানি না পড়ে কি হবে,,,,,,আমিও ওনাকে অনেক শ্রদ্ধা করি ও ভালোবাসি,,,,!❤❤
এটাই তো জীবনের স্বার্থকতা
মেয়েরা যৌন সুখটা বেশি চায়
ধন্যবাদ আপু যে সংসারে পরস্পরে সম্মান নাই সেই সংসারে শান্তি কোনদিন ফিরে আসবেনা
ইনশাআল্লাহ, জুমার বয়ানে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো। ধন্যবাদ প্রিয় দ্বীনি বোন
হুজুর আমার জন্য দোয়া করবেন আমার বিয়ের পনেরো বছর কিন্তুু আমার সন্তান হয়না। আর আমার হাজবেন্ড সব সময় আমাকে কটুক্তিকরে কথা বলে।
@@msnargish337 ব্রিষ্টির পানি সংরক্ষন করে ২১ দিন পানকরবেন , বিসমিল্লাহ বলে দিনে দুইবার আপনারা দুজনেই, সন্তান লাভের নিয়ত করে, ইনসাআল্লাহ্ আল্লাহ্ আপনাদের মনের ইচ্ছে পুরন করবেন।
@@faysalahmed6066 আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক।
@@msnargish337 আমিন! আপনাদের ওপরও মহান আল্লাহর শান্তি বর্ষিত হোক।
দয়া করে আপনারা উভয়েই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।
@@msnargish337 আল্লাহ চাইলে সব করতে পারেন নিরজনে তাহাজ্জুদ পড়েন ছিজদায় গিয়ে আল্লাহর কাছে বেশি বেশি চান আল্লাহ দয়ার সাগর আপনার মনের আশা আল্লাহ পুরণ করবেন
দিন শেষে কথা একটাই , যেমন কর্ম তেমন ফল , আর আমি আমার যে কোন সমস্যা থেকে ততক্ষন বের হতে যতক্ষন না আল্লাহ চাইবেন , আমরা ইসলামের দারা জীবনটা সাজাই তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে
Abcualty right
এতো ভালো আর এতো সুন্দর উপস্থাপন কখনো দেখিনি! এবং সবচাইতে ভালোলেছে মেডামের পরদার বিসয়টি, এই মডার্ন জুগের একজন ডাক্তার হয়ে তারযে আল্লাহর প্রতি ভয়ে এবং শ্রদ্ধা এটা আমার খুবি ভাললেগেছে! মেডামের জন্য দোওয়া করি ওনিযেনো দির্গজিবি হন!
আপু সঠিক কথা গুলো, খুবই " উপকারি অনোক মেয়েরা মেন্টালী ব্লেমেল দেয়, আবার অনেক ছেলেরাও করে, আসা করি সবাই আমরা এগুলো এড়িয়ে ভালো ব্যবহার করবো উভয় উভয়ের সাথে ইনশাআল্লাহ
তুমি অনেক ভাল মানুষ, তোমার মতো মানুষ সবার ঘরে মা হিসেবে আসলে বধু হিসেবে আসলে অনেক ভাল হয়।
ম্যাডামের মোটিভেশনাল স্পীচগুলো একদম মন ছুয়ে গেলো।কারন, আমাদের সমাজের বাস্তবতা নিয়ে আলোচনা করেছেন। ধন্যবাদ
আপনি যখন কথা বলেন আমি অবাক হয়ে তাকিয়ে থাকি, অবশ্যই এটা god গিফট, এত সুন্দর বচন ভংগি মন শুয়ে যায়, সাথে কথা গুলো খুব খুব important
ধন্যবাদ আপনার মন্তব্যটির জন্য।
আমার প্রিয় দুজন মানুষ যাদের মত আমি হতে চাই, ফলো করার চেষ্টা করি তারাঁ হলেন আপনি আর ব্র্যাক বিআইইডি এর সিনিয়র সাইকোলজিস্ট রণতী চক্রবর্তী। আমি মুগ্ধ হয়ে আপনাদেরকে শুনি আর শিখি।
Thanks for watching .
আলহামদুলিল্লাহ্ কথা গুলো খুব গুরুত্বপূর্ণ, অনেক গুছিয়ে সুন্দর করে কথা বলার জন্য আপনাকে অংসখ্য ধন্যবাদ মেডাম!
সবাই ইসলামের সঠিক বিধান মেনে চল্লেই আমরা সুখি হতে পারবো ইনসাল্লাহ্
দেসটা কারো বাবার না এখানে সবজাতি বসোবাস করছে ও করবে
প্রত্যেক মানুষের বিয়ের পূর্বে অবশ্যই সাইকোলজিক্যাল কোর্স করা উচিত।
অ সা ধা র ন।
অাপনাকে অসংখ্য ধন্যবাদ। অাপনি একজন নারী হয়ে যেভাবে পুরুষদের বিষয় তুলে ধরেছেন সে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ua-cam.com/video/5Iv9Doq-N34/v-deo.html
প্রত্যেক কথা আপু দ্রুব সত্য ,পরিবার সম্পর্কে প্রশ্ন এবং উত্তর এই ভিডিও ১০০% আমার নিকট গ্রহন যোগ্য !!ধন্যবাদ ডাক্তার আপু । ভাইয়ের ভিডিও আগেই দেখতাম আজ পরিচয় পেয়ে আপনার ভিডিও টি মনে 100% জায়গা পেয়েছে । আমি বলব প্রত্যেক বউ /জামাই আপনার ভিডিও টি দেখুক , দুইজনে কেহ শান্তনা পবে কেহ তার ভূল বুঝতে পারবে দেরিতে হলে ও । আপু আমি একজন প্রবাসী র্দীঘ ২৩ বছর পর মনের মত একটি ভিডিও শুনে মনকে শান্তনা দিতে পেরেছি ।আমি এক তরপা আমার সঙ্গীকে ভালোই বেসেছি ,আমার কষ্ট কখনো বুঝতে দেয়নি , তবে অন্তরের কষ্টের জন্য বিচানার বাহিরে ও বিতরের সুখ দুইজনের কেউই পাইনি !!আপনাকে অন্তর থেকে দোয়া K.S.A RIYADH
ম্যাডাম,
অত্যন্ত চমৎকার, বাস্তব এবং জীবন্ত, কঠিন সত্য চিত্র আপনার আলোচনায় ফুটে উঠেছে।
খুবই ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সত্যিই অসাধারন কথাগুলি।
@@hfaridyshanto3539 ullll
আফা আপনি একজন ভাল মানুষ আমি দোযা করি আপনার ইজ্ঞত সম্মান আল্লাহ রাকবেন আপনি মা বোনের উপকার করবেন
সর্বদা সেবা করবেন গরিব অসহায দের জন্য
তাদের পাশে থাকবেন আছছালামু আলাইকুম
আপা ঠিকই বলেছেন কিন্তু
বাস্তবে মেনে চলাটা খুবই কঠিন
এজন্য দরকার গভীর শান্ত বুজ
মাশা-আল্লাহ, অসাধারণ নসিহত করলেন আপনি খুব ভালো লাগলো,
আমার বউকে নিয়ে আমি অনেক সুখী, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আপনার মত আমিও চিন্তা করি এবং আমার নিজের লাইফ এ এপ্লাই করি,আলহামদুলিল্লাহ আমাকে সংসার জিবনে আল্লাহ তাআলা অনেক সুখি রেখেছে।
আলহামদুলিল্লাহ
ua-cam.com/video/5Iv9Doq-N34/v-deo.html
বোন
আসসালাম
নবদম্পতিদের জন্য পরামর্শ কেন্দ্র খোলা হোক। এই কার্যক্রমকে সারাদেশে ছড়িয়ে দেয়া হোক। পারিবারিক কলোহ মুক্ত সমাজ আশাকরি। প্রয়োজনে পাশে থাকবো ( ইনশাআল্লাহ)
হ্যাঁ
ম্যাড়াম, আপনার এ কথাগুলো শুনে পড়ে অনেক অজানা বিষয় জানতে পেরেছি।
বরাবরের মতো আপনার এই কথাগুলোও অত্যন্ত তথ্যবহুল । আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ রহিল,আল্লাহ পাক আপনাকে সুস্থ ও নিরাপদ রাখুক,আমিন।
কথা গুলি বাস্তবতার সাথে ১০০% মিল আছে
অনেক সুন্দর উপস্থাপন করেছেন। আপনার কথাগুলো অনেক জরুরী এবং অনেক প্রয়োজনীয় কথা বলেছেন। ধন্যবাদ এত সুন্দর পরামর্শ দেবার জন্য...!!!
আপনার কথা গুলো আমার জীবন বদলে দিতে পারে। আমি বুঝতে পারছি অনেক অপরাধ করেছি। আল্লাহ তায়ালা আমাকে মাফ করুন।
সম্পূর্ণ বাস্তব সত্য কথা ।সংসার সুখের জন্য ছেলেদের ভুমিকা বশি।
সন্মান!
একে অপরের প্রতি!
ইসলামই পরিপূর্ণ সমাধান!
স্বামীকে সামলানোর দায়িত্ব স্ত্রীর
স্থীকে সামনোর দায়িত্ব স্বামীর!
সার্বক্ষণিক পাহারাদার!
মহান আল্লাহ আমার স্ত্রী এবং আমার বাচ্চাদের নেক হায়াত দান করুন ,,আমিন ,, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি , আলহামদুলিল্লাহ ,, আমাদের সবসময় দুই জনের মধ্যে যে কোন বিষয়ে সমঝোতা হয়ে যায় ,,
আপনার উপস্থাপনায় সত্যিই একটা আর্ট আছে। এই ধরনের গঠন মূলক কথা বেশ ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
স্বামী স্ত্রীর প্রতি এবং স্ত্রী স্বামীর প্রতি সম্মান শ্রদ্ধা থাকতে হয়
Alhamdulillah... my husband is the best husband in the world. he is so supportive in every step of our relationship. love u husband. may Allah help us.
দোয়া করি এই তারিফ গুলো সারা জীবন থাকে। স্বার্থে আগাত আসলে, আপনার এই তারিফ যেন পালিয়ে না যায়।
@@showkatislam6981 inshaAllah vai. may Allah help u also 😇
Apnr kotha sune khub valo laglo....hopefully sarajibon apnara eivabe thakben!!
@@mohammadsalauddin840 inshaAllah vai. may Allah help u also 😊
Masha Allah
ভিডিও সেভ করে রাখলাম ভবিষ্যতে আবারও দেখবো! এতো সুন্দর উপাস্থাপনা আর কখনো দেখিনি আমি
আমার বউ নাই😜 কিন্তু আপনার কথাগুও অসাধারন লাগলো, ভবিষতে কাজে দিবে, ধ্যন্যবাদ
আলহামদুলিল্লাহ আমরা সুখি পরিবার আল্লাহ পাক আমাদের কে অনেক সুখে শান্তিতে রেখেছেন ইনশাআল্লাহ
কেউ চাইলে তার চেহারা প্রকাশ না করেও শুধু স্কিনের লেখা দিয়েও অনেক ভাল কিছু করতে পারে । কেননা তার কথায় প্রচুর যুক্তি আছে
ইন্ডিয়া থেকে দেখছি ম্যাডামজি, তোমার কথাগুলো যুক্তিসংগত,
অত্যন্ত সত্যি কথা বলেছেন আপু প্লিজ জীবন ঘনিষ্ঠ এমন বক্তব্য আরো দিবেন
Facebook id plz
@@mdshakibuzzaman8940 কেন
Kota ace apner sate
কি দিলেন
কি দিলেন মানে??অপরিচিত কারো সাথে আপনার কি কথা
আর যা বলার এখানেই বলেন
আপনার কথা গুলো ১০০% সত্যি,,, এটা আমি নিজেও উপলব্ধি করতে পারছি,,
আপনার পরামর্শ গুলো আমার এত বেশি ভালো লাগছে,, আমি বলে বুঝাতে পারবো না।
স্বামী স্ত্রীর দুজনেরই একে অপরকে সাপোর্ট করতে হবে,,তবেই সংসার জীবন কে আল্লাহ পাক জান্নাত বানিয়ে দিবেন। Insha'Allah
এতো সুন্দর আলোচনা করার জন্য I’m really appreciate you
পারস্পরিক শ্রদ্ধাবোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ।
যে সংসারে শাশুরী পুত্রবধুর সাথে মেয়েসুলভ এবং পুত্রবধু শাশুরীর সাথে মাসুলভ আচরণ করে সে সংসারে অশান্তি জায়গা পায়না ৷
আপনার ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হলাম। আপনার জন্যে অনেক অনেক দোয়া ও ভালোবাসা।
ইংরেজি শব্দের ব্যবহার একটু কমিয়ে দিলে আরো ভালো হয় আপু, কম বা অল্প শিক্ষিত যারা আছে তাদের জন্যে ভালো হবে।
ধন্যবাদ।
অসাধারণ আপু আপনার বাচনভঙ্গি এবং আপনার ছোট ছোট ঘটনা গুলো বিশদ আলোচনা য় আমাদের অনেক উপকার হয়েছে , wish you best of luck
পুরোপুরি মুগ্ধতার মধ্য দিয়েই সম্পূর্ণ ভিডিওটা শেষ হলো। ❤❤
ধন্যবাদ আমাদের সাথেই থাকুন।
একটা সময় আমি আমার স্ত্রীর জন্য পাগল ছিলাম, এখনো আমাদের সম্পর্ক ভাল, কিন্তু সে আমাকে এমন কিছু কথা বলেছিল, তারপর থেকে তার প্রতি আমি কোন আকর্ষন বোধ করি না।
যখন উনি হাঁসি খুশী থাকবে,তখন আপনি ওনার ভুল গুলি ওনার কাছে, আন্তরিক ভাবে গুছিয়ে তুলে ধরবেন,ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে, আপনাদের পুনরায় আগের মহুর্তগুলি ফিরে আসবে।
কি বলেছিল?
সংসার এমনি হয় ভালো থাকার জন্য অনেক কিছু ভুলে থাকতে হয়, আর পুরুষের সেক্রিফাইসটা একটু বেশিই হয়। আগের মতো ভালোবেসে দ্যাখেন ভালোবেসে ভুলগুলো বলে দেখেন নিশ্চই সে ক্ষমা চাবে। দেখবেন আপনারও মন থেকে সব চলে যাবে।
@@raisajannati7207 আমাদের স্বাভাবিক সম্পর্কে কোন সমস্যা নেই, ভালবাসা ও আছে, কিন্তু সমস্যা হল মেয়েরা অতিরিক্ত ভালবাসা পেলে তার মর্ম বোঝেনা। অবহেলা অযত্নে নষ্ট করে দেয়। একবার মনের উপর অনিহা তৈরি হলে আগের অবস্থানে ফিরে আসা কঠিন হয়ে পড়ে।
@@samirtariq9735 তা ঠিক, এক জন মেয়ে হিসেবে এটাতো মেনে নিতই হবে। এজন্যই রাসুল (স) মাঝামাঝি রাখতে বলেছেন।
বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়
নিয়ে আজকে ডাক্তার ম্যাডাম আলোচনা করেছেন।
বিষয়টা আমাদের বর্তমান সমাজে ঘরে ঘরে বিদ্যমান।
ধন্যবাদ আপনাকে।
Thank you so much for your feedback!
I do agree with u apu! Ami jodi 1 sentence a summary boli tahole beparta totally depend korbe 2 joner understanding kotota valo shetar opor. Am I wrong?
আপু এত সুন্দর কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথাই কাজের আশাকরি আপনার কথাগুলো সবাই মেনে চলবে প্রত্যেকটা ফ্যামিলিতে শান্তি চলে আসবে ইনশাআল্লাহ
আপনার কথা যথারথ কিন্তু exception বলে একটা কথা আছে। কিছু লোক আছে যাদের অন্তরটা এতই কালু পুড়া কয়লার মত মৃতু আসলেও ওরা পরিবরতন হবে না।
ঠিক বলেছেন যারা লাইফে বেলাজা টাইফের মানুষ পেয়েছেন শুধু মাত্র তারাই জানে যত ভালো আচরণ ই করেন না কেন, যত ভালবাসাই দেন না কেন, যত কমল মনা শিক্ষক সেজে তাকে বুঝান না কেন সে কিছুতেই কিছু বুঝতে চায় না । তাদের অসভ্যতা দিন দিন বেড়েই চলেছে । তারা কখনো মানুষ হবে না । তাদের পেছনে শুধু নিজের জীবনের মূল্যবান সময় ই নষ্ট হয়ে থাকে ।
কথাগুলো পরম সত্য কথা বলেছেন আপনি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এবং আপনার পরিবারকে
আপনাকে অনেক ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ পারিবারিক সমস্যা নিয়ে কথা বলার জন্য।
মাশাআল্লাহ
অনেক ভালো কথা বলছেন।
ধন্যবাদ। শাশুড়ীর উপর মেজাজটা খারাপ হয়ে গেছিল ভাবতেছিলাম তার ছেলে কে আচ্ছা মতো একটা ঝারি মারবো কিন্তুু আপনার কথা শুনে মনে হচ্ছে উচিৎ হবে না। থাক বাদ দিলাম।
প্রয়োজন অনুযায়ী অর্থের পিছে না ছুটে,
অর্থ অনুযায়ী প্রয়োজনগুলি পূর্ণ করার চেষ্টা করুন...
একটা পরিবারকে আদর্শবান করার জন্য
আদর্শবান স্ত্রী অপরিহার্য ।
পানির মধ্যে চলাচল করলে পা ভিজবে না
এটা যেমন অবাস্তব ৷
তেমনি আদর্শবান স্ত্রী ছাড়া আদর্শ পরিবারের কামনা করা অসম্ভব ৷
চমৎকার ডাক্তার আপু শিখে রাখলাম, ভবিষ্যতে কাজে আসবে।
সম্পর্ক কিভাবে ভালো হবে শুধু সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে ? যদি বিয়ে করার পরে ওয়াইফের ব্যাপারে বা হাজবেন্ডের ব্যাপারে জানতে পারা যায় যে সে পূর্বে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল । তাহলে সম্পর্ক কোনো দিনেও ভাল হবে না । তাই বিয়ের পূর্বে এসকল কাজ না করলেই সম্পর্ক টিকবে । আবার পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধও থাকে । আসল কথা একটাই চরিত্র ভালো তো সব ঠিকঠাক ।
তাইলে কি বিয়ের আগে প্রেম করা যাবে না? মানুশের জীবনে প্রেম আসতেই পারে। কবে বিয়ে করবো এই ভেবে কোন রিলেশনে জড়ান যাবে না? কলেজ বিশ্ববিদ্যালয়ের জীবনে প্রেম রিলেশন আসতেই পারে। এটাকে অবৈধ বলেন কিভাবে? বিয়ের আগে রিলেশন কে সহজভাবে মেনে নিতে অসুবিধা কোথায়?
@@ethocentriccatalyst3913 আপনি মুসলিম হলে বিয়ের আগে রিলেশন হারাম।
@@ethocentriccatalyst3913 taiile gea potitader biya koren...
@@ethocentriccatalyst3913 তুর মত কি সবাই অশিক্ষিত পরিবার থেকে আসছে নাকি,?
@@ethocentriccatalyst3913 সম্পর্কের অনেকগুলো পার্ক থাকে এগুলো আপনাকে বুঝতে হবে। যদি সেটা অনেক দূর পর্যন্ত গড়িয়ে যায় তাহলে সেটা মেনে নেয়া সম্ভব নয়। আমার কথা বুঝতে পারছেন নিশ্চয়ই!
আলহামদুলিল্লাহ,
আল্লাহর কাছে আপনার নেক হায়াত চাচ্ছি। খুব গুরুত্তপুর্ন বিষয়গুলো চমৎকার ভাবে বুঝিয়েছেন।
অনুরোধ থাকবে আল্লাহকে ভয় করার বিষয়টিও সথে রাখেন।
আপা আপনি খুব বাস্তব কথা গুলো উপস্থাপন করছেন।
অনেক সুন্দর বাচনভঙ্গি আপনার, এই ভিডিওটি অনেক সৃজনশীল, জ্ঞানগর্ভ, সময়োপযোগী এবং বাস্তবতার গভীর বহিঃপ্রকাশ।
খুব উপকারী একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। ধন্যবাদ ❤
So true
হুমমম❤❤❤
আপনি এমন কিছু নিয়ে ভাবছেন যা 85%মানব জিবনে বিস্তৃত আমি এটা বিশ্বাস করি যে আপনি একজন মা'বোন'স্ত্রী'ডাঃ'গার্জিয়েন'বুদ্ধিমতি জিবন সঙ্গি
আসসালামু আলাইকুম, আসলে কি বলব আপনাকে বুঝতে পারছিনা,,,,শুধু মন থেকে অনেক অনেক দোয়া রইল আপনার জন্য
সত্যি খুব শিক্ষনীয় একটা ভিডিও আপনার প্রতি শ্রদ্ধা বেড়ে গেলো।
আপনাকে ভাল ডাক্তার বলবো,
ভাল মানুষ বলবো,
না
ম্যাজিশিয়ান বলবো!
নাকি,
ভাল Professional বলবো,
বুঝাতে পারিনা!
পথ মসৃণ হোক
শুভকামনা!
ম্যাম আপনার কথাগুলো অনেক সুন্দর করে গুছিয়ে বলেন অনেক সুন্দর লাগে কথা গুলো,,,,,,,
দেশ প্রেম- সব জায়গা দেখানো যায়.
দেশের মানুষকে ভালবাসা,
মাশাআল্লাহ,, আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুন।কত সুন্দর করে বুজিয়ে বলছেন আপু❤❤❤
আপা আপনার কথা গুলো একদম ঠিক তবে মেয়েরা এগুলো কোনো ভাবে মানতে রাজি না তাই পারিবারিক অশান্তি মানসিক চাপ থেকেই যায়।
বোঝাপড়া ঠিক থাকলে সব ঠিক
পারফেক্ট কথাগুলো বলার জন্য অনেক ধন্যবাদ 🌹
আপু তোমার উপাস্থাপনায় নিজেকে হারিয়ে ফেলি...কি বলবো অসাধারন
একবারে ঠিক বলেছেন, এক কথায় অসাধারণ বলেছেন
আপনার প্রত্যেকটা কথা আমার জীবন দিয়ে বয়ে চলছে কাউকে বোঝাতে পারতেছি না। কারন মানুষটার বাহিরের দিকটা এত ভালো যে কেউ বুঝতেই পারে না।
আপনি কি বিয়ের আগে কখনো অন্মের সাথে শারিরিক সম্পর্কে জড়িয়ে ছিলেন?
ধর্য ধরেন সব ঠিক হয়ে যাবে
আপনি সঠিক কথা বলেছেন অনেক সুন্দর বিষয় যা প্রত্যেকের জানা দরকার
বাংলাদেশ থেকে বাংলা ভাষাটা খুব সুন্দর ও স্পষ্ট উচ্চারণ অনেকদিন পরে শুনলাম ।
মাশা-আল্লাহ,
চমৎকার উপস্থাপনা,
জাযা-কাল্লাহ...
একটা ছেলে এবং একটা মেয়ে যদি আপনার এই কথা গুলো বুঝতো তাহলে তাদের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হত।
ধন্যবাদ স্যার । সাথে থাকুন
মাশাল্লাহ, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, বিস্তারিত আলোচনা করে দাম্পত্য জীবনে সুখে থাকার কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারছে! ধন্যবাদ।
® খুবই গুরুতপূর্ন আলোচনা সহজ ভাষায় অল্প সময়ে বোঝানো,জীবন টা কেন এমন হলো উওর টা খুজতে যেয়ে দশ বছর পর যা পেলাম, এক এক বয়সের একটা একটা চাওয়া থাকে, তাই স্বামী স্ত্রীর বয়স টা একটু কাছাকাছি হওয়া প্রয়োজন,চাওয়াপাওয়া থেকে সংসারে অশান্তি আসতে পারে, শিশু বয়সেই ধর্ম শিক্ষার প্রয়োজন কারন বিয়ের পর তাহলে দুজনের নিজের দায়িত্ব বুজতে পারে,ধর্ম শিক্ষা থাকলে অহংকারী মন থাকে না,পরকালের ভয় কাজ করে,আর পাঁচওয়াক্ত নামাজের মাধ্যমে একটা সুন্দর মনের বিকাশ ঘটে যা সম্পর্ক মধুময় হতে পারে, ধর্ম শিক্ষা না থাকায় যা হয়- দায়িত্বে অবহেলা করা, অহংকার করা, টাকা পয়সা যায়গাজমির ওপর একটা লোভ কাজ করে, এটা থেকে ও অনেক মেয়েরা স্বামীকে সন্মান দিতে চাই না, বলে তোমার কি আছে,অযথা অপমান জনক কথা বলা, ভাষা খারাপ করা, যা থেকে একটা ছেলের মনে দির্ঘ দিনের অসুন্তষ্ঠ কাজ করে সব সময়, তাতে সম্পর্ক বা ভালবাসা থাকে না তখন, বাইরে যখন এমন বিছানায় প্রশ্নই আসে না, আর ততদিনে কোন রকমে যদি একটা সন্তান হয় তখন দুজনই একটা উপায়বিহিন যায়গায় পৌছায়ে যায়,আগে ডিভজের একটা সুযোগ থাকে পরে সেটাও থাকে না, একজনের চেষ্টার কারনে অনেক সময় অতিবাহিত হয়ে যায়, যা জীবনকে একটা কারাগারে রুপ নেয়,হইত শেষে ডিভজই হয় তবে সন্তান হওয়ার পর, যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল সন্তান হওয়ার আগে,সব চেয়ে বেশি প্রয়োজন বিয়ের আগে যাচাই করা,,যেমন শিক্ষা, তার ফ্যামিলির পরিচয়,তার বয়স,,তার মুখের আকৃতি টা ভাল লাগে কিনা,
Love from Japan. I am really pleased that, you are talking openly about these topics. May Allah Bless you Apu!!
জাপানি রা আল্লাহকে বিশ্বাস করে?
@@ethocentriccatalyst3913 Japanese do not have any religion! They only believe super power
আল্লাহের পাওয়ার জাপানে দুর্বল
আপু আমি মনে করি ভালোবাসা আর যৌনতা একনয় ।
সত্যি কথা হলো মনে আল্লাহর ভয় থাকা
চমৎকার আলোচনা করেছেন ম্যাডাম।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Thanks for your comment.
কমেন্ট পড়তে আসলাম 🥰
আপনার এ সুন্দর কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন আমিন
কথাগুলো খুব ইফেক্টিভ❤ ধন্যবাদ।
আপু এই বিষয়টি নিয়ে এতো সুন্দর আলোচনা আগে কখনো শুনি নাই। ধন্যবাদ আপনাকে
মূল্যবান কথা।বর কথা হল ইসলামের আইন মেনে চলা নিয়ম কানুন মেনে চলা।
এই সময়ে অত্যন্ত জরুরী কথা বলেছেন
খুব ভালো পরমর্শগুলো❤অসংখ্য ধন্যবাদ 💐💐