AMARO PORANO JAHA CHAY | Debolinaa Nandy | Mainak | Rabindra Sangeet

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 727

  • @debolinaanandyproduction8697
    @debolinaanandyproduction8697  3 роки тому +378

    Bhalo lagle please sobai share koro, r subscribe kore dio with 🔔 icon...khuub taratari notun kaj nie asbo❤❤

  • @spakash530
    @spakash530 9 місяців тому +68

    রাত ১২টা,
    অন্ধকার রুম,কানে হেডফোন
    “তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের ও সন্ধানে যাও”
    just feel it.❤️

  • @totthomedia4616
    @totthomedia4616 2 роки тому +229

    সকাল 6.30 মি. দু’জন দু’জনার চোখে চোখ রেখে বেলকনিতে দাড়িয়ে হালকা হালকা বৃষ্টি ভেজা গোলাপ, গাধা, রজনী গ্লানের মাঝে নিজে-নিজেদের মাঝে হারিয়ে যাওয়া কিছু সময় তো সারা জীবনের মনের মাঝে হৃদয়ের স্পর্শ ছড়িয়ে থাকা ভালোবাসা ...... আর কি লাগে জীবনে....???

  • @vitaminprotein325
    @vitaminprotein325 3 роки тому +154

    রবীন্দ্র সঙ্গীত এইরকম simple রাখাই best, এতেই গানের মাধুর্যটা বজায় থাকে 💕

  • @simantoray5556
    @simantoray5556 Рік тому +848

    তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা শোনা হতোনা প্রিয়।🙂 স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে যখন মানুষ গানটি শুনতে আসবে তখন লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি বারবার শুনতে আসব প্রিয় গানটা 💙🌸

    • @shafiqulshafiqul1412
      @shafiqulshafiqul1412 Рік тому +4

      Hmm bro

    • @SONAI87
      @SONAI87 Рік тому +11

      Sotti valo bashar manush ke kokhono pawa jai na💔, beshi valo bashleo jemon take harate hobe temoni Kom valo bashleo harate hobe ❤❤.

    • @ashamoniaktarriya2091
      @ashamoniaktarriya2091 Рік тому +9

      কিছু মানুষ কে না পাওয়াই ভালো তাদের ছাড়া আমরা বাঁচতে চাই 😅😊

    • @Ashikur_Rahman_Ashik18
      @Ashikur_Rahman_Ashik18 Рік тому +4

      Always e aisen vaiya ganta asolei onk sundor ❤

    • @susen1
      @susen1 Рік тому +5

      😂দারুন আর অপর্ব ❤

  • @tonim2772
    @tonim2772 3 роки тому +344

    এরকম সিম্পল লুকে, মিষ্টি গলায়, হালকা পাতলা সেটআপ এ রবীন্দ্র সংগীত। অনেক ভালো লাগে। আরও কিছু কভার দিও দিদি♥️

    • @dipasaha1536
      @dipasaha1536 3 роки тому +3

      একদম তাই👍

    • @tapasmukherjee9318
      @tapasmukherjee9318 2 роки тому +2

      Awesome presentation! আরও অনেক রবীন্দ্র সংগীত শুনতে চাই, এমন সহজ ভাবেই। অনেক শুভেচ্ছা!

    • @aminandini4430
      @aminandini4430 2 роки тому

      @@dipasaha1536 to ieiceic e

    • @dipayanmondal3335
      @dipayanmondal3335 Рік тому

      ​@@dipasaha1536 ❤

    • @dipasaha1536
      @dipasaha1536 Рік тому

      @@dipayanmondal3335
      😳😳

  • @user-jf9hm5wq7f
    @user-jf9hm5wq7f 3 роки тому +45

    জানি না কেন আমার রবিন্দ্রসঙ্গীত ভালো লাগেনা ,বা কোনওদিন মন দিয়ে শোনার চেষ্টা করিনি , কিন্তু এই গান টা আমার মন ছুঁয়ে গেলো।😍

  • @MdRifatAhmed-l1o
    @MdRifatAhmed-l1o 11 місяців тому +80

    11/12/2023 সালটা কে স্মৃতি হিসাবে রেখে দিলাম। যুগ যুগ ধরে মানুষেরা যখন এই গানটা কে শুনবে তখন আমাকে স্বরণ করবে। সবাই এই কমেন্টে একটা লাইক দিয়ে জাবেন। যোনো আমি বুজতে পারি আমার লেখা কমেন্টাও মানুষেরা পরেছে 😳🌼

  • @jrrahman3082
    @jrrahman3082 7 місяців тому +12

    যদি পুর্ণতা পেতাম হয়তো আর এই গান শুনা হতো না 💔
    ভালো থেকে প্রিয় আমার না হওয়া তুমি
    হয়তো থাকে পেয়ে গেলে এই গানের প্রত্যেক শব্দ চয়ন নিজেকে আঘাত করতো না🥀

  • @joydhaka1289
    @joydhaka1289 11 днів тому

    আহ্ রবীন্দ্রনাথ এইটা আমার মনের কথা লেখেছে,,,,, আমিও হয়তোবা এতো সুন্দর করে প্রকাশ করতে পারতাম না।।।।।

  • @Pritam-123_.
    @Pritam-123_. Рік тому +11

    গানটা প্রতিদিন সকালে অন্তত একবার শুনছি গত ২ মাস ধরে , তবুও যতবার গান টা শুনি ততবার নতুন লাগে 😊😊❤

  • @nlhasan1080
    @nlhasan1080 2 роки тому +6

    গান গাওয়ার যে লেভেল তাতে মিউজিক সারাই অসম্ভব সুন্দর। গান টা যে এতো সুন্দর তা এই গান টা না শুনলে বুজতাম না।🥰

  • @moumitachakraborty9869
    @moumitachakraborty9869 3 роки тому +48

    দিদি তোমার গান শোনার অপেক্ষায় থাকি, আর সব সময় শুনে মুগ্ধ হই ❤️❤️❤️ ❤️ love you always 💞😊

  • @prithamandal6307
    @prithamandal6307 Рік тому +7

    ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান🎶🎧 সত্যিই খুব ভালো লাগে। কিন্তুু, ছোটবেলা তো অতো বুঝতাম না, কিন্তুু সত্যিই এখন বুঝতে পারি, আর, তাছাড়া এই সব গানের তুলনা হয় না, ভাষায় প্রকাশ করতে পারবো না এতো 😍💓সুন্দর, বলে বোঝাতে পারবো না, হৃদয় স্পর্শ করে যায়।।

  • @anirbankumar8275
    @anirbankumar8275 3 роки тому +27

    Amazing laglo.... অন্যতম প্রিয় একটা গান ❤️

  • @gamingmusic1681
    @gamingmusic1681 2 роки тому +38

    রবীন্দ্র সংগীতের মধ্যে আলাদা একটা শান্তি খুঁজে পাই 😌🔥

  • @sandipsangma639
    @sandipsangma639 3 роки тому +26

    তোমার কন্ঠে রবীন্দ্র সঙ্গীত শোনার addiction হয়ে গিয়েছে... এগিয়ে যাও, শুভকামনা রইল...

  • @sukhamoydutta7699
    @sukhamoydutta7699 3 роки тому +3

    আমি কারও নাম নিতে চাই না। গানটি অনেকেরই কন্ঠে শুনেছি কিন্তু আপনার কন্ঠে গানটি শুনে সত্যিই এক অন্য একটা মাত্রা পেল। আপনি অসাধারণ।

  • @s.k.hazra2046
    @s.k.hazra2046 3 роки тому +47

    আমারও পরানো যাহা চায়..
    তুমি তাই, তুমি তাই গো
    তোমা ছাড়া আর এ জগতে
    মোর কেহ নাই, কিছু নাই গো..
    তুমি সুখ যদি নাহি পাও,
    যাও, সুখের সন্ধানে যাও
    আমি তোমারে পেয়েছি, হৃদয় মাঝে
    আরও কিছু নাহি চাই গো...
    আমি তোমার বিরহে রহিব বিলীন
    তোমাতে করিব বাস
    দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী
    দীর্ঘ বরষ মাস
    যদি আরো কারে ভালবাসো,
    যদি আরো ফিরে নাহি আসো,
    তবে তুমি যাহা চাও,তাই যেন হয়,
    আমি যত দুখ পাই গো ...

  • @meem13p
    @meem13p 3 роки тому +41

    আমি গানটি শুনে কিছু সময় চুপ হয়ে গিয়েছি।
    সত্যিই তোমার গানের গলা অনেক মিষ্টি। অনেক ভালোবাসা তোমার জন্য 🥰😍😘

  • @mdasimmia6163
    @mdasimmia6163 Рік тому +11

    বয়স যখন বেড়ে যাবে,বার্ধক্য যখন আমাদের ঘিরে ধরবে তখন এক কাপ চা খাওয়ার ছলে এই গানটা শুনবো আর তোমার দিকে তাকিয়ে যৌবনের স্মৃতি মনে করে চোখের কোণে একফোঁটা জল জমাবো,,,,মাসুমা

  • @sayanghorai8228
    @sayanghorai8228 3 роки тому +8

    Khub valo hoye6e... 👌👌👌Amazing voice....🎶👌🥰❤️🤗 Very nice song.... 👍👍👌👌🎵🎵🎵🤗🤗

  • @shampasaha1701
    @shampasaha1701 3 роки тому +14

    একরাশ মুগ্ধতা আর অনেক ভালোবাসা। অসাধারণ দিদিভাই।

  • @nilanjanasasmal3857
    @nilanjanasasmal3857 3 роки тому +35

    অসাধারণ অনবদ্য হয়েছে গো দি ভাই আর তোমার voice নিয়ে নতুন কিছু বলার নেই। অনেক ভালোবাসা রইলো ❤️❤️

  • @EmonMongla-bn7fp
    @EmonMongla-bn7fp 8 місяців тому +2

    প্রতি রাতেই ঘুমানোর আগে গানটা শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়াটাই কেমন যেন এখন অভ্যস্ত হয়ে গেছে।
    ভালোলাগার একটা গান ❤

  • @saptarshigolui5423
    @saptarshigolui5423 3 роки тому +15

    গানটা শুনে মন ভরে গেল 👌👌🥰🥰 osadharon 😊😊✌️✌️

  • @shailamoni5094
    @shailamoni5094 3 роки тому +3

    Wow oshadharon hoyeychey apu ai gan ta amar onek pochonder akta gan onek vhalo gaeychen khub sundor hoyeychey apu💞💞💞

  • @rishabdas6966
    @rishabdas6966 3 роки тому +6

    অসাধরন একটা গান 👏👏 খুব দারুন হয়ে6e দিদি ❤️❤️❤️❤️🙏🏻❤️❤️❤️❤️

  • @rjraj6446
    @rjraj6446 2 місяці тому

    আজ তোমায় হারিয়েছি বলে এই গানের মর্ম হ্নদয় ছুয়ে যাচ্ছে,,ধন্যবাদ প্রিয় সুখে থেক 😊

  • @mrittikagupta52
    @mrittikagupta52 3 роки тому +56

    যে আমার ভালো
    থাকার কারণ 🖤
    আমি তার বিরক্তির কারণ 🥀😑

  • @sanchroy3172
    @sanchroy3172 3 роки тому +11

    সত্যি দিভাই অপূর্ব।।। 😘 মন ছুযে গেলো ।।। জলপাইগুড়ি থেকে বলছি।।

  • @pradipdas889
    @pradipdas889 3 роки тому +5

    Khub valo laglo dibhai 🎶anek din por tomar konthe Rabindra songit sunte🎶💗💗🎶👍👍

  • @SUBRATADAS-uu1km
    @SUBRATADAS-uu1km 3 роки тому +7

    East aur West....DEBOLINA NANDY always best ❤️🔥

  • @pratikmazumder544
    @pratikmazumder544 3 роки тому +2

    Khub feel die ganta korecho.. Asadaron... Aro rabindrasangeet sonar ichha achhe....

  • @subhammaji510
    @subhammaji510 3 роки тому +6

    এই গানটি বরাবরই আমার সবচাইতে প্রিয় গানগুলোর একটা 🌝
    এতো সুন্দর পরিবেশন করে মন স্নিগ্ধ হয়ে গেলো দিভাই 💖💝♥️❤️🍫🍫

  • @debapriyajana85
    @debapriyajana85 3 роки тому +5

    My fevorite song ❤️didi tomar golay gan ta suna sottye mon ta vore galo 🥰joto bar sun6i tao jano mone ho6e aro 1bar gan ta suni. Darun darun

  • @someshpal9032
    @someshpal9032 3 роки тому +10

    খুব ভালো লাগলো।। অসাধারণ অনবদ্য।। ❤️❤️❤️❤️❤️

  • @jhunudas8618
    @jhunudas8618 3 роки тому +14

    খুব ভালো হয়েছে দিদি ,❤️আমার পছন্দের গান 🙂🤗❤️☺️

  • @muniaahsan1228
    @muniaahsan1228 3 роки тому +17

    অনেক অপেক্ষায় ছিলাম তোমার মুখে আমার প্রিয় গানটি শুনবো বলে,
    অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি ঢাকা বাংলাদেশ থেকে ❤️❤️❤️

  • @ritus_vlogs
    @ritus_vlogs 3 роки тому +12

    আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীত এটা ❤️ , এত সুন্দভাবে represent করার জন্য অনেক অনেক ধন্যবাদ 🥺

  • @AditiCreation1234
    @AditiCreation1234 3 роки тому +11

    মুগ্ধ হলাম গানটা শুনে❤অসাধারণ ❤খুব মিষ্টি ❤দারুণ ❤

  • @subhroneelganguly2580
    @subhroneelganguly2580 10 місяців тому +2

    It's rare to listen to Tagore song sung so simply and honestly. You just succeeded to bring tears into eyes. 😪

  • @sampriktanandy8711
    @sampriktanandy8711 3 роки тому +4

    Eto sundor gaile j comment na kore r thakte parlam na...💕😊💖💖...r Tomake Ei simple look ta e Darun lagche...😊

  • @SayantiHalder-vo8nn
    @SayantiHalder-vo8nn 9 місяців тому +6

    🥰💕💝💗💗💞💖💕Khub sundor gan ta 🎶🎼❤🥰🤗 akdom mon chuye gelo 💗🥰💖💞💕💗💗 R ei gaan 🎶🎼🎵 ta amar khub valo lage ❤💞🥰💞🤗💝💗💗💕💕Amaro porano jaha chai....❤💞💗 Tumi tai,..❤ Tumi tai....goo...❤💞🥰💕❤💕💗💗

  • @vloggerupama
    @vloggerupama 3 роки тому +9

    দিদি তোমার এই গান টা আমার খুব পছন্দ হয়েছে সত্যিই অপুর্ব গান।1st comment.💕

  • @musiclovers6143
    @musiclovers6143 3 роки тому +8

    Darun lagay tomar gangulo I hope tumi agay aro boro singer hou

  • @asimtripathy1266
    @asimtripathy1266 3 роки тому +7

    আজও সেই অন্তরালের কুজ্ঝটিকা পাশাপাশি থেকেই গেল শেষমেশ।সমীচীনের দাবি কেউ করল না। তাই অন্যের দেনা পাওনা আজ আমার ঋন।সম্প্রতি অনুরোধ হবে পরিশোধ। তাই নিতান্তই এই গানটি অপ্রতিম তোয়াজের দাবি রাখে।

  • @haranoprativa3787
    @haranoprativa3787 3 роки тому +2

    My favourite Rabindra sangeet.... asadharon futiye tule6o ai uposthaponar modhhyo diye...

  • @koyelbasak2823
    @koyelbasak2823 3 роки тому +9

    তোমার গলার স্বর খুব মিষ্টি দিদি ❤
    গানটার কথা আর কি বলব! অসাধারণ কন্ঠে অসাধারণ গান ❤

  • @samaranirban3504
    @samaranirban3504 3 місяці тому

    অঝোর বৃষ্টি ব্যালকনির আইভি লতা ভিজে যাচ্ছে একা একা 🌸তখন এই গান মরমে রইল গেঁথে 🏵️

  • @ochanamaya308
    @ochanamaya308 11 місяців тому +1

    মানুষ এক অদ্ভুত মায়া.!💫🖤🌸

  • @koushikmishra6740
    @koushikmishra6740 3 роки тому +5

    Eta Amar khub favourite ekta song, khub sundar laglo❤️❤️

  • @samaunali3591
    @samaunali3591 4 місяці тому

    এই গানটা দুঃখের মধ্যে শুনি....বেশ ভালো লাগে গানটি...এই গানটা দুঃখের মধ্যেও হৃদয়ে থাকা কষ্ট কে দূরে সরিয়ে জীবনে বেছে থাকার মূল্য বুঝিয়ে দেয়

  • @soumikpal6767
    @soumikpal6767 3 роки тому +14

    অপেক্ষায় আছি। তোমার গলায় রবীন্দ্রসংগীত এক নীরব মুগ্ধতা এনে দেয় ❤️❤️

  • @pritamsaha9522
    @pritamsaha9522 3 роки тому +10

    অসাধারণ একটি গান
    খুব ভালো লাগলো😍😍

  • @barunbag1212
    @barunbag1212 3 роки тому +7

    Beautiful........khub khub valo....💖💖

  • @pratyushdebsharma2827
    @pratyushdebsharma2827 3 роки тому +2

    খুব খুব সুন্দর লাগলো।অসাধারণ। তোমার গলায় just awesome Debolina di🥰🥰

  • @isratjahanayshe7422
    @isratjahanayshe7422 Рік тому +5

    যদি আরও কারে ভালোবাসো,যদি আর ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গোঁ,
    It's hits different ,🙂💔

  • @butter_fly
    @butter_fly 2 місяці тому

    গানটা সত্যি অনেক হৃদয়স্পর্শী!!🌷🖤

  • @nishaparbin9572
    @nishaparbin9572 Рік тому +5

    বাঙালি দের মন ভরে যায় রবীন্দ্র সংগীত শুনলে। 🥰💖

  • @thememeloverarka4446
    @thememeloverarka4446 2 роки тому +7

    আপনার গলায় গাওয়া এই রবীন্দ্র সংগীতটি আমার রিংটোন ❤️

  • @toulatkhatun5939
    @toulatkhatun5939 Рік тому +1

    গানটা... আপনার গলাই শুনে খুব ভালো লাগলো.... মনটা হালকা হয়ে গেল....
    খুব সুন্দর লাগল শুনতে....

  • @sherinaaktar3031
    @sherinaaktar3031 Місяць тому

    এই গানটা শুনলেই আমাদের ক্লাসের গোপাল স্যারের কথা মনে পড়ে যায়,স্যার ক্লাসে আসলেই এই গানটা গাইতো ❤❤❤

  • @swapandalui2377
    @swapandalui2377 3 роки тому +1

    Khub bhalo laglo ato bhalo gan amader upohar deyar joono ar ki misti gola tomar khub bhalo laglo

  • @wa2balifgaming
    @wa2balifgaming Місяць тому

    বোন সালাম আপনাকে
    আমাদের এতো সুন্দর রবীন্দ্রসংগীত উপহার দাওয়ার জন্য

  • @sk.shahinkhan.9026
    @sk.shahinkhan.9026 Рік тому +1

    চারিদিকে নিস্তব্ধতা আর প্রিয় মানুষের সৃতি,, সাথে প্রিয় গান ❤❤❤।হৃদয়ে এক প্রশান্তির হাওয়া বয়ে গেলো😊

  • @PassionbyIndira
    @PassionbyIndira 3 роки тому +5

    Uff ki je valo lage tomar Gola, bolte parbona . Magical voice . Without instrument o sunechi tomar gaan Khali golay, sekhaneo darun . Good wishes for your future

  • @santupatra6722
    @santupatra6722 3 роки тому +12

    দারুন ম্যাম এই ভাবেই আপনি এগিয়ে যান,আমরা আপনার পাশে আছি।👍👍

  • @jubarajroy1123
    @jubarajroy1123 3 роки тому +2

    Amoro porano jaha Chai, Seta Kabol Tomer Voice Tai❣️
    Sotti, Osomvob sunbor presentation, Gurudeb j mone bas kore, sei mota k ganta jano purno kore dilo😊❤️❤️

  • @Mim-i2l
    @Mim-i2l 6 місяців тому +1

    Apu ta onak sundor🥰masah allah♥️

  • @saswatikhanra2063
    @saswatikhanra2063 3 роки тому +14

    অনেক অনেক শুভেচ্ছা রইলো Debolina dii. ❤️😘🥰💕 এটো সুন্দর একটা রবীন্দ্র সংগীত আমাদের উপহার দেওয়ার জন্য ♥️👑😌🤗🙏👌 All time you are great dii 💕

  • @Muskan21344
    @Muskan21344 Рік тому +14

    আমার পরান যাহা চায়
    তুমি তাই, তুমি তাই গো
    আমার পরান যাহা চায়
    তোমা ছাড়া আর এ জগতে
    মোর কেহ নাই, কিছু নাই গো
    আমার পরান যাহা চায়
    তুমি তাই, তুমি তাই গো
    আমার পরান যাহা চায়
    তুমি সুখ যদি নাহি পাও
    যাও সুখের সন্ধানে যাও
    তুমি সুখ যদি নাহি পাও
    যাও সুখের সন্ধানে যাও
    আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে
    আর কিছু নাহি চাই গো
    আমার পরান যাহা চায়
    আমি তোমার বিরহে রহিব বিলীন
    তোমাতে করিব বাস
    দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস
    আমি তোমার বিরহে রহিব বিলীন
    তোমাতে করিব বাস
    দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস
    যদি আর-কারে ভালোবাস
    যদি আর ফিরে নাহি আস
    যদি আর-কারে ভালোবাস
    যদি আর ফিরে নাহি আস
    তবে তুমি যাহা চাও, তাই যেন পাও
    আমি যত দুখ পাই গো
    আমার পরান যাহা চায়
    তুমি তাই, তুমি তাই গো
    আমার পরান যাহা চায়

  • @mousumisardar3764
    @mousumisardar3764 3 роки тому +3

    Look ta r gan ta 2toi darun hoyaca ❤❤❤

  • @mousaha1698
    @mousaha1698 3 роки тому +9

    অনেক ভালো হয়েছে দিদি বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা রইলো ❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩😍😍😍

  • @dasgovinda2274
    @dasgovinda2274 2 роки тому +2

    অতুলনীয় সুন্দর প্রেমের দৃশ্য দেখে মনে এক শীতল অনুভূতি সৃষ্টি হয়েছে । আবার ও অপেক্ষা থাকব নতুন অসম্ভব সুন্দর ভিডিও দেখার

  • @ADSirOfficial
    @ADSirOfficial Рік тому +1

    গানটির প্রতি একটি আলাদা আকর্ষণ আছে। খুব ভালো লাগলো।

  • @jabahansda7349
    @jabahansda7349 Місяць тому

    Osadharon
    Gan sunte sunte kokhon chokh diye jal goriye porlo bujhte parlam na

  • @SheuliBouri-dx7eb
    @SheuliBouri-dx7eb 2 місяці тому

    প্রিয় মানুষ স্মৃতি হয়েই থেকে যায় সাথি হয়ে নয় 😊❤️‍🩹🥀

  • @sunirmaldebroy3049
    @sunirmaldebroy3049 3 роки тому +4

    দেবলীনা # Simple but Georgios . Performed
    brilliantly . We want ur Pujo Special .

  • @suchetanandy9578
    @suchetanandy9578 3 роки тому +2

    Darun Di Bhai .(my cutie) ❤️Mon chuye gelo.

  • @PolashponditShovro
    @PolashponditShovro 7 місяців тому +1

    কেও এক জন আমাকে রোজ গবীর রাতে মোটো ফোনে এই গানটি শুনাতো, ৮-৯ বছর আগে শুনাতো, কিন্তু কোনও এক কারনে সে আমার হলনা, তাই এই গানের প্রমে আমি পরেছি এখনোও মাঝে মাঝে গবির রাত হলে এই গানটির প্রেমে হারিয়ে যাই আর তার কথা মনে পরে যাই আমার কাছে মনে হয় সে আমাকে গানটি গেয়ে শুনাচ্ছে,,যাই হোক তাকে পেয়ে গেলে হয়তো এই গানটি আর শোনা হতনা 😢😢

  • @TukuMirza
    @TukuMirza 9 місяців тому

    গানটি হৃদয় থেকে গাওয়া,আমাদের হৃদয়ে থেকে গেল।সত্যি অসাধারণ। এরকম আরো গানের অপেক্ষায় থাকলাম।❤

  • @prodippaul2529
    @prodippaul2529 3 роки тому +2

    Didi gunta onek Valo hoeche,Puro hridoy chue geche.thanks didi

  • @snehasen711
    @snehasen711 2 роки тому +1

    Mon juriye galo.Rabindra Sangeet e kichu akta bapar ache.

  • @maharajchatterjee8655
    @maharajchatterjee8655 3 роки тому +3

    Oshadharon didi tmi sera gan kro with arrengment mix muster khub sundor 👌

  • @golamrabbani13
    @golamrabbani13 11 місяців тому

    এতো দরদ দিয়ে গানটা গেয়েছেন যে কখন চোখে পানি চলে এসেছে খেয়াল করিনি,

  • @sayaksc3590
    @sayaksc3590 3 роки тому +3

    Baah baah darooon laglo Osaaaadharon hoyechhe.. ❤️❤️❤️❤️❤️❤️ Mon chhuye galo 😍😍😍 gaan ta Apuuurbo amr bhisoon priyo and tmar voice ta Onoboddo..oneek oneek shubhechha Roilo...Keep it up.. 👌👌😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rajamukherjee6018
    @rajamukherjee6018 3 роки тому +10

    So elegant, so beautiful...absolutely beautiful 💖💗❤🧡💛💚💙

  • @simamukherjee7864
    @simamukherjee7864 Рік тому

    যদি পাশে কেউ নাই থাকে তাতে কি আসে যায়।। সূর্য দয়ের মুহূর্তে অথবা সূর্যাস্তের পরে একা দাঁড়িয়ে এই গান শোনা আর আর কিছু অনুভূতির সাথে হারিয়ে যাওয়া ব্যাস।।। ।।এটাই তো রবীন্দ্র সঙ্গীত এর নিজস্বতা।

  • @anamikasen8086
    @anamikasen8086 3 роки тому +3

    Didi tomar gan ta onak sundor hoisa .i love the song .really sooo nice .❤❤❤❤

  • @urmiahashan
    @urmiahashan Рік тому

    রবীন্দ্র সংগীত এই রকম হালকা কন্ঠে হালকা মিউজিক ঠান্ডা কন্ঠতেই পারফেক্ট মানায়.."" 🖤🥀

  • @abhijitsaha2455
    @abhijitsaha2455 3 роки тому

    Asadharan bolleo kom hobe khub sundor gaaner sur❤❤❤

  • @Bayjid11
    @Bayjid11 Рік тому

    এই একটি সংগীত, যেটা শুনলে নিজের অজান্তেই বুকটা কেপে ওঠে। 💔✌️

  • @lilehalder6196
    @lilehalder6196 2 роки тому

    aye Song ak bar Sunle mone hoye bar bar Sunte iccha hoye are tumer voice Sune darun darun love you always ❤

  • @nodebiswas5788
    @nodebiswas5788 Рік тому +1

    এসব গান জতবার শুনি নতুন করে ভালো লাগার অনুভূতিতে মন ছুয়ে যায়,,, এসব গান কখনো পুরনো হবেনা ❤❤

  • @RiyaBristy-t5t
    @RiyaBristy-t5t Рік тому

    অনেক বছর আগে গান টা শুনেছিলাম তখন এর কোনো মানে বুঝতে পারি নি কিন্তু আজ হঠাৎ গান টা শুনে অনেক ভালো লাগলো
    কারন এখন গান টা মানে বুঝতে পারি 😊😊😊

  • @probhatiBiswas-v7s
    @probhatiBiswas-v7s 8 місяців тому

    আমি জানিনা এই গানটা শুধু তোমার গলায় ভালো লাগে অন্য কোন কন্ঠে ভালই লাগেনা আর যতবার এই গানটা শুনি অঝোরে চোখ থেকে জল পড়ে যায় এই গানটার সঙ্গে আমার জীবনের অনেক মিল আছে ধন্যবাদ তোমাকে এত সুন্দর কন্ঠে গানটি গাওয়ার জন্য❤

  • @PampaSarkar-v8j
    @PampaSarkar-v8j Рік тому

    কী অসাধারণ voice.❤ এই গানটা শুনলে একটা অদ্ভুত feelings আসে।❤❤

  • @r.m.d4255
    @r.m.d4255 6 місяців тому +2

    স্মৃতি হয়ে রয়ে যাওয়া প্রিয়।
    আমার রক্তকণিকায়,
    আমার হৃদয় পিঞ্জিরায়।

  • @abhratanumandal7192
    @abhratanumandal7192 3 роки тому +14

    অসাধারণ, একটা অনুরোধ রইল দিদিভাই আপনার কাছে আপনার গলায় "চোখের আলোয় দেখছিলাম" গান টা শোনার অনেকদিনের ইচ্ছে যদি পারেন তো আপনার এই ভক্তের অনুরোধ টা রাখবেন।। অনেক অনেক ভালোবাসা জানাই আপনাকে দিদিভাই ❤❤