অর্ক দা আপনার যিনি গানের মুর্শিদ, তিনি অনেকের বেঁচে থাকার সম্বল। ওরকম একজন মানুষ অনেকের ই বেঁচে থাকার অনুপ্রেরণা। আপনার গান নিয়ে আলাদা করে কিছু বলার জায়গা নেই। বরাবরের মত অসাধারণ।
শেষ বিকালে শেষ পরীক্ষা দিয়ে এসে একটা জয়েন্ট খেয়ে শুনছি.. চারজন বসে আছি একমনে শুনছি কথাগুলো। ছাদে বসে আছি, সূর্য ডুবে গেছে একটু আগে, চাঁদ উঠছে আর আমরা শুনেই যাচ্ছি..
আমার বাড়ির সামনে একটি গাছ আছে।ছোটবেলা থেকে দেখছি।বসন্তকালে লাল ফুলে ঢেকে যায়। এখন কিছু লোক গাছটা কাটতে চাইছে কারন গাছে উইপোকা লেগেছে। আমার প্রশ্ন -মানুষের রোগ হলে চিকিৎসা করা হয় না তাকে মেরে ফেলা হয়? আমি চেষ্টা করছি পোকা মারার ওষুধ দিয়ে গাছটাকে বাঁচাতে। অর্কদা তার গানের মধ্যে দিয়ে একটা বক্তব্য রেখেছেন। তাই এত কথা বললাম।
দিদি, অনেক অনেক সাধুবাদ আপনার এই প্রচেষ্টাকে। সবাই যদি এমন ভাবতে পারতাম তাহলে খুব ভালো হতো.... কিন্তু সবার ভাবনার অপেক্ষা না করে আপনি একদম ঠিক কাজ করেছেন।
Moner majhe govir ak chap tule alo ai ktha gula sunar por .asha kori manob jani ai ktha gulo bujhte parbe ,j amra ake oporer jonno ,amar aopn prokriti....
কথা সুর কন্ঠ এবং সংলাপের মিশ্রনে অসামান্য সঙ্গীত পরিবেশনায় মুগ্ধ। আপনার অনুষ্ঠান সশরীরে উপস্থিত থেকে দেখতে চাই। কবে কোথায় দেখতে পাবো? জানতে পারলে ভালো হয়! কলকাতার বাঘাযতীন থেকে অপেক্ষায় আছি।
Asansol theke Bardhaman jachhilam kodin age. Durgapur er por theke dekhte pelam ajoshro nirob biblab- kete phela gacheder. Sei nirob artonad phala phala kore dicchilo amader antorta. Ashonkho gach kata hocche, six lane hobe bole. Kata porlo bohu purono aar notun gach. Tara chole gelo, aar phir bena. Golar bhitor k chapa kanna niye egiye gelam gontobye. Tatka kata hoyeche, ki shanto, tukro tukro kora hocche tao chup. Shob phire asbe, assbei. Manush bhoy pao.
Ami amar baba abong babar somoykala...Barir pechon a thaka Aam gach ta k khub miss kori...sei sokal sei dupur gulo sab kichui miss kori....Jani fire asbe na poriborton hoyeche charpaas sudhu moner abbhontora sei riktosthan ta chara☺
কবীর সুমন বাংলা ভাষায় গান না লিখলে এবং না গাইলে জীবন এতটাও মুগ্ধতায় পূর্ণ হতো না।
কবীর সুমনের নাম করা জরুরী। তার নাম উল্লেখ করা সম্মানের। ।
" সে চলে গিয়েছে তবুও যায়নি যেমন যায়না আসলে কেউ " ❤️
আমি বারবার ঠিক এই লাইনটার কথাই বলছিলাম৷ কী অদ্ভুত💚
অর্ক দা আপনার যিনি গানের মুর্শিদ, তিনি অনেকের বেঁচে থাকার সম্বল। ওরকম একজন মানুষ অনেকের ই বেঁচে থাকার অনুপ্রেরণা।
আপনার গান নিয়ে আলাদা করে কিছু বলার জায়গা নেই। বরাবরের মত অসাধারণ।
শেষ বিকালে শেষ পরীক্ষা দিয়ে এসে একটা জয়েন্ট খেয়ে শুনছি.. চারজন বসে আছি একমনে শুনছি কথাগুলো। ছাদে বসে আছি, সূর্য ডুবে গেছে একটু আগে, চাঁদ উঠছে আর আমরা শুনেই যাচ্ছি..
কী ভীষণ মনের গভীরে ছাপ রেখে যাওয়া আকুতি।অসাধারণ অর্কদা...কুর্নিশ।
মুর্শিদ কবির সুমন, গানওয়ালা, নাগরিক কবিয়াল-
এবং প্রিয় অর্ক'দা-
অনেক মুগ্ধতা এনে দিলেন꫰
বরাবরই মুগ্ধ হই। অর্ক দা তুমি সেরা। সেলাম জানাই এমন মুর্শিদকে। ❤️❤️
অর্ক দা,আপনিও নীরবে বিপ্লব করে যান,আপনার কথন আপনার গানের মধ্যে দিয়ে,
অসময়ে আপনার গান মুর্শিদের কাজ করে❤❤❤
আমার বাড়ির সামনে একটি গাছ আছে।ছোটবেলা থেকে দেখছি।বসন্তকালে লাল ফুলে ঢেকে যায়। এখন কিছু লোক গাছটা কাটতে চাইছে কারন গাছে উইপোকা লেগেছে। আমার প্রশ্ন -মানুষের রোগ হলে চিকিৎসা করা হয় না তাকে মেরে ফেলা হয়? আমি চেষ্টা করছি পোকা মারার ওষুধ দিয়ে গাছটাকে বাঁচাতে। অর্কদা তার গানের মধ্যে দিয়ে একটা বক্তব্য রেখেছেন। তাই এত কথা বললাম।
khub valo chinta dhara apnar
দিদি, অনেক অনেক সাধুবাদ আপনার এই প্রচেষ্টাকে।
সবাই যদি এমন ভাবতে পারতাম তাহলে খুব ভালো হতো.... কিন্তু সবার ভাবনার অপেক্ষা না করে আপনি একদম ঠিক কাজ করেছেন।
@sudeshna Bhattacharya amio chesta kori jate prithibi shanti pay....tar ektai upay Bonosrijon....osonkkhyo ghono bonjongol dorkar ei muhurte
bhison bhalo laglo sottie jene apnar moto manushey ra ekhono achen... Bhalobasha neben :)
এখন দুপুর, হঠাৎ এইটা খুঁজে পেলাম; জানি বিকেল অব্দি সময় এবার থেমে থাকবে, ভালোবাসা নিও।
নুয়ে পড়বেই স্মৃতিরা যেখানে...
দেবদারু তার কপাল নোয়ায়...💕💕
জানি না কেন যে গানটি শুধু উনার কণ্ঠে প্রতিদিন শুনতে হয়।
কণ্ঠে মধু আছে ♥
এমন সুন্দর গল্পকার গায়কও আমি আর দেখিনি,অর্ক দা।
আহা অর্কদা! আহা কবির সুমন! 🤎
শুরুতেই তো থামিয়ে দিলেন.... "মানুষ ক্ষতির বোধন বোঝে বিসর্জনের পর..." - অভীক রায়
জয় সুমন❤❤।।
এক ভার্সাটাইল সিঙ্গার অন্য ভার্সাটাইল জিনিয়াসের গান গাইছে, আর কি চাই জীবনে।।
চোখে জল এসে গেলো...
Valobasha apnader valo thakun sathe thakun
পৃথিবীতে দেখে এবং শুনে আসছি মানুষ নারীর প্রেমে পরে.. আমি পরে গেছি ব্যক্তির প্রেমে ‘ যেমনটা অর্কদা পরেছে তার গুরুর প্রেমে…আমিও ঠিক তেমন ❤️🙏
অপূর্ব,এমন সংবেদনশীল কন্ঠ খুব বেশি শুনিনি কখনও,
bamu? bigoo tui?
Aha. Ki voice. Mon bhore gelo. Praner gan
সুমন স্যার এক জীবন্ত মিস্ট্রি ❤️❤️
Se chole geleo ... Aha ❤ সুন্দর
এটা অবশ্যই পরিচিত গান, ওই মানুষ টিকে যারা চেনেন তারা শুনেছেন, এমনই গানটি ভালো কারসাজি না থাকলেও...
Artist er true definition Tumi arko da❤️
সে চলে গেলেও..., নুয়ে পরবেই স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়
মনটা অন্যরকম হয়ে গেলো
Arko da👌
Love from, Bangladesh. ♥
অসাধারণ....💕 শুভেচ্ছা রইলো।
Chok e jol eshe jay gan ta sunlei. Arkoda just awesome 💝💝💝💝
গানের এক কথায় সৃতিবিদ্যাকে প্রাধ্যানো দেওয়া হয়েছে
খাঁটি কথা !
খুব ভালো লাগলো।
Rendition matches the lyrics so well. Asadharan......
সমস্ত স্মৃতি আবার জাগ্রত করে দেয়
এই বিশেষ গানটি আপনি সুমনের থেকেও ভালো গেয়েছেন।আরো খুলেছে♥️
একবার না ১০০০ বার শোনার মত গান। ☺️
Try it hearing on the voice of Piya Chakraborty. You will feel another level.
অসাধারণ
সত্যি তুমি দারুণ
Ei kathagulo bolbar jonye ar ei bisesh gan ti gaibar jonye ashesh dhonnyobad.
A fine song,with finer sensitivity!! Odbhut rendition!
গাছেরাও বিপ্লব করে কিন্তু সেটা তাদের কাঁটার পরে।
অর্ক তুমি দারুণ।
Oshadharon
Gurudev... vabale amke...🙏🙏🙏 esob age vabini.
Ki voice....asadharon....heart touching....
What a beautiful introduction of fellow musician.
এই স্পর্শটাও থেকে যাবে । দগদগে ভাবে ।
What a performance... Always fond of his songs!
সত্য অসুন্দর হয়, কিন্ত সত্য।
যেমন যায় না আসলে কেউ ♥️♥️
লেখা অসাধারণ তাৎপর্যপূর্ণ।
জীবন ধন্য আপনাদের গলায় গান শুনে
লাল সালাম ✊✊
valobasi ei pagol take💞💞💞💞💞
Moner majhe govir ak chap tule alo ai ktha gula sunar por .asha kori manob jani ai ktha gulo bujhte parbe ,j amra ake oporer jonno ,amar aopn prokriti....
সত্যি তাই। অসাধারণ কথা গুলো। আমি ও খুব মিস করি বাড়ির পাশে কেটে ফেলা বট গাছ কে।
Arko da amar beche thakar r ak vagobaan😍
অসাধারণ ♥️ বাকিদের অপেক্ষায় থাকলাম ♥️♥️♥️
অর্কদা বেষ্ট
অসাধারণ শিক্ষক ❣️❣️❣️
আজকের এই ক্ষয়ে যাওয়া সমাজের এই শিক্ষাটাই প্রয়োজন
আহা মুগ্ধতা
মন ছুঁয়ে গেল 💗💗💗
এতো বেশি সুন্দর ❤
What a composition.....what a sensitive mind
Originally Singer, Composer, Lyrics, Arrangement : Kabir Suman
আমি জানিনা, কারা এই রকম একটা গানে dislike দেয়!
Love from Bangladesh 😍😍
Asadharon,
কথা সুর কন্ঠ এবং সংলাপের মিশ্রনে অসামান্য সঙ্গীত পরিবেশনায় মুগ্ধ। আপনার অনুষ্ঠান সশরীরে উপস্থিত থেকে দেখতে চাই।
কবে কোথায় দেখতে পাবো? জানতে পারলে ভালো হয়!
কলকাতার বাঘাযতীন থেকে অপেক্ষায় আছি।
Asansol theke Bardhaman jachhilam kodin age. Durgapur er por theke dekhte pelam ajoshro nirob biblab- kete phela gacheder. Sei nirob artonad phala phala kore dicchilo amader antorta. Ashonkho gach kata hocche, six lane hobe bole. Kata porlo bohu purono aar notun gach. Tara chole gelo, aar phir bena. Golar bhitor k chapa kanna niye egiye gelam gontobye. Tatka kata hoyeche, ki shanto, tukro tukro kora hocche tao chup. Shob phire asbe, assbei. Manush bhoy pao.
Asadharan.....
Dada big fan😍
আহা দাদা♥
Fatafati
অসাধারন একটি গান ভালা লাগল।
Songe thakben, subscribe korte vulben na
ওকে,
Arko mukherjee is gawd ❤
khub sundar dada
Salam suman..Salam arkoo
Ei gaan ta amay sustho vabe thakte sahajjo kore..
Just awesome....
aj 1st arkor song sunlam...ami sotti e muddho etto darun voice..r pose gulo aro govir..love you aurko...
Hi
অসামান্য..
Speechless
অসাধারণ ♥️♥️♥️
He is good singer who sing nepali song also
Gaaner shurutei toh kende fellum . Gaan aar ki shunbo.❤️
Ami aaro eykta kotha bolte chai. Sroshta taar Moto Kore srishti korechen ei gaantike. Kintu Arko jyano onek ador diey, Ramkrishna Deb ER kothai Gopaler Mayer Moto jotno Kore nijer shontanshomo gaantike poribeshon korechen. Ami shobar proti sroddha rekhei bolchi ei versionta Shonar porey bakigulo AAR kaane lagey naa.
আপনার সঙ্গে একমত ...... বড় যত্ন আর ভালোবাসা দিয়ে গানটি গেয়েছেন অর্ক বাবু
Oses dhonyobad sathe thakben
Madhyamgram nazrul sadan ?
just woow
প্রণাম দাদা
Ami amar baba abong babar somoykala...Barir pechon a thaka Aam gach ta k khub miss kori...sei sokal sei dupur gulo sab kichui miss kori....Jani fire asbe na poriborton hoyeche charpaas sudhu moner abbhontora sei riktosthan ta chara☺
অর্ক আপনি আপনার মুর্শেদকেও ছাপিয়ে গেছেন গায়কীতে এই গানটায়......
উদ্দেশ্য যেনো সফল হয় আজ বা কাল।
সুন্দর
Arka salute
মহাপ্রলয়
Very good! ❤
Shilpi Bhai tomay kurnis.. Tomar gaan manus ke kandai.. Tumi erom theko, tomar gaan mauser mone thakuk amor hoe, Banchar rasod hoe ei prarthona....
Biplab suru hoe geche ekhon amra dekhte pachhi prithibijure...
ঐ গাছটা আর নেই কেন? 😢
গানের কথা সুর কণ্ঠ এসব আজকের অসুস্থ সমাজে হবে না।
অসুখের সময় ঔষধের প্রয়োজন হয়
❤❤