জামাই আদর শেষে .... Last day in Brahmanbaria, Beautiful Villages of Bangladesh.

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 421

  • @alihossain11
    @alihossain11 3 роки тому +2

    বি বাড়িয়ায় তিতাস নদীর পাড়ে আমার বছর দুই কেটেছে সুইজ একটা প্রজেক্টে! তিতাস গ্যাস ফিল্ডের দিকে যেতে একটা বড় হিন্দুমূর্তি আছে! বহুদূর থেকে অনেকে দেখতে আসে! ৭১ এ এটি ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল! চটগ্রামে বেলেম্বো গাচ আমার বাড়ির জানলার কাচে ছিল! পেড়ে ছোট মাচ দিয়ে রান্না ছিল অসাধারন!

  • @syedachoudhury2198
    @syedachoudhury2198 5 років тому +1

    Apnar. Blog. Gula. Khub e mulloban. Onek. Dekha. Jay. Jana. Jay apnar. Blog. Er. Mayddome

  • @dr.rashidaakhterkhatoon2162
    @dr.rashidaakhterkhatoon2162 5 років тому +14

    বাংলাদেশ কে অসাধারন রুপে দেখছি ফারুক ভাই এর উপস্থাপন য়। যেমন আমেরিকার বিভিন্ন জায়গা দেখি ফারুক ভাই এর সৌজন্যে তেমন নিজের দেশকে দেখছি । খুব সুন্দর , সবথেকে সুন্দর দেশের জন্য ভালোবাসা, শহীদ মুক্তিযোধাদর জন্য ভালোবাসা সম্মান দেখানো সত্যি অসাধারণ , ছই নৌকা খাবার টেবিলে খাবার সাজানো যেন এক সপ্ন পুরি, ফারুক ভাই আমাদের দেশকে সপ্ন পুরি তে রুপান্তরিত করেছেন , ধন্যবাদ। ।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому +2

      Dr.Rashida Akhter Khatoon ছৈয়া নৌকায় চড়ার শখ ছিল অনেক। কিন্তু সময় অভাবে চড়া হয় নাই। ধন্যবাদ।

  • @ranjanadatta7929
    @ranjanadatta7929 3 роки тому +1

    শহীদ দের সমাধি দেখে মনটা ভারাক্রান্ত হয়েগেলো. ভারতের অনেক মানুষ রা ও ওনাদের সাথে যুদ্ধ করছিলেন মনেকরে গর্ব বোধ করছি. জয়হিন্দ জয় বাংলা 🙏. আপনি এইসব দেখালেন তার জন্য অনেক ধন্যবাদা🙏

  • @juiafroz1278
    @juiafroz1278 5 років тому

    আংকেল- দেশ,প্রকৃতি দেখছেন, সেগুলোকে ক্যমেরাবন্দিও করছেন কিন্তু নামাজের টাইমে অনেকদূর পায়ে হেঁটে গিয়েও নামাজটা পড়লেন খুবই ভালো লাগলো। আপনার সাথে আমারো প্রিয় রংয়ের গোলাপটি ২বার দেখালেন ভালো লাগলো। আমাদের খিলগাঁও এর শহীদ মুক্তিযোদ্ধা অমর আবদুল্লাহ- হিল বাকী সহ মুক্তিযোদ্ধাদের যে ছিমছাম গনকবরটি দেখালেন তা দেখে চোখে আর পানি ধরে রাখা যাচ্ছিলোনা। আপনার দেশ প্রেমের চেতনা আরো দৃঢ় হোক। সবমিলিয়ে আপনাকে অনেক,অনেক ধন্যবাদ আংকেল।

  • @syedachoudhury2198
    @syedachoudhury2198 5 років тому +1

    Apnar. Video. Na dekhle. Bujte. E. Partam. Na. Amader. Desh. Ato. Shundor. Thank you. So much

  • @oceanblue7679
    @oceanblue7679 4 роки тому +1

    ফারুক ভাই আমার সালাম নিবেন। আপনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন' ধন্যবাদ💕

  • @MaryRose-h7x
    @MaryRose-h7x Рік тому +1

    Marvelous, Magnificent ,Superb, Super ,Supernatural. Super greenish with beautiful views and flowers .👍👍💗💗

  • @shahanaparveen5134
    @shahanaparveen5134 5 років тому +2

    Jamai ador shesey brammon bariar vdo ta onk shundor hoyece....... r sharkit house o polise shuparer bash voboner elakata o diner belay dekhe mugdho hoye gelam aro mugdho holam bristy bilas dekhe..........boro dighitey ekta nowko dekhe khubi mugdho holam..........bhai brammon baria ekta oporup shundor jela seta jana chilona.........tobey shob niliye oshadharon bhai boley sesh korajabena........onek onek bhalo laglo bhai,, enjoy korlam r apnara shobai miley bhalo thakun shusto thakun ai dowai kori Allah hapez.........,,,,,,,,,

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому +1

      Shahana Parveen সময়ের অভাবে ঐ নৌকায় চড়া হয় নাই ভাই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

    • @shahanaparveen5134
      @shahanaparveen5134 5 років тому +1

      Hea bhai bujte pereci oshongkho dhonnobath apnake........,,,,,,,,

  • @srabonkumar9609
    @srabonkumar9609 5 років тому +1

    adventure travel histori joy learning subject etc etc ki ney apnar video gulute anek kicho dekhlam shiklam sotty valo laglo dhonnobad apnake abar asben amader brammanbariate

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      srabon kumar Inshallah আসব। অনেক ধন্যবাদ।

  • @dailyrandomvideos4118
    @dailyrandomvideos4118 4 роки тому +1

    আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলাদেশের সন্তান হয়েও না জানা অনেক কিছু জানতে পারি। আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি লাখো সালাম এবং শ্রদ্ধা

  • @sikhadas8300
    @sikhadas8300 5 років тому +3

    বি, বাড়ীয়া মনে নোয়াখালি জেলা? আমার শ্বশুর বাড়ি নোয়াখালী। ওরা খুব খাটতে পরে, ঘর বাড়ির সৌখিনতা খুব। তাই গ্রামটা এতো সুন্দর। তিতাস একটি নদীর নাম, এটা কি সেই তিতাস? আপনার আল (আইল) ধরে হাঁটা, মন ভালো করা প্রকৃতি র গন্ধ, সেটা আমাদের মনে ও ছড়িয়ে যায়। মুক্তি যোদ্ধা শহীদ দের শ্রদ্ধা জানাই, ওই যুদ্ধের আঁচ আমাদের গায়ে ও লেগেছে। বর্ডারের কাছে আমাদের বাড়ী। মুক্তি যোদ্ধা আব্দুল করিম সাহেব কে কোটি কোটি স্যালুট, সালাম, জয় বাংলা🙏🙏🙏

    • @pavelworld1159
      @pavelworld1159 5 років тому +2

      Noakhali alada district.... Noakhali Bangladesh er 6th largest district

    • @sikhadas8300
      @sikhadas8300 5 років тому +2

      ও,sorry, ধন্যবাদ। এইমাত্র দুজেলার ইতিহাস জেনে নিয়েছি।🙏

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому +1

      Sikha das হ্যা ভাই এটাই সেই তিতাস নদি। ধন্যবাদ।

    • @sikhadas8300
      @sikhadas8300 5 років тому +1

      সত্যি! আপনার জন্য জীবনের অনেক অজানা, অনেক ভালোলাগা জিনিস জানতে, দেখতে পাই। অজস্র ধন্যবাদ ভাই। শুভ সকাল, সারা দিন ভালো কাটুক।

  • @fatemasultana8184
    @fatemasultana8184 4 роки тому +1

    ভাইয়া,মুক্তিযুদ্ধের এতবড় স্মৃতিসৌধ আছে আমরা অনেকেই জানতাম না.... আপনাকে অনেক ধন্যবাদ এই সৌধ দেখানোর জন্য... হাজার সালাম তাদের প্রতি যাদের ত্যাগে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি ... আপনার পুরো ট্রিপ টাই অনেক সুন্দর ও তথ্যবহুল ছিলো

    • @AdventureTube21
      @AdventureTube21  4 роки тому +1

      অনেক ধন্যবাদ ভাই। ভাল আছ তোমরা সবাই?

  • @mdmamunmozumder7188
    @mdmamunmozumder7188 5 років тому +1

    Apnake onek onek thanks

  • @kazimojahidislam7997
    @kazimojahidislam7997 5 років тому +1

    Gupinathpur gorur hate choto belai haraijaitm ...amar nanu bari.. khub valo laglo

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      Kazi Mojahid Islam কি মধুর সেই স্মৃতি। 🥰

  • @md.hadiuzzaman2173
    @md.hadiuzzaman2173 5 років тому +7

    varry nice place!সকল শহীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ তাদের জান্নাত দান করুন♥

  • @moshiurrahman6134
    @moshiurrahman6134 5 років тому +1

    ভাই খুব ই সুন্দ র হ ইচ্ছে ,,, স ত্তি ভাই আপ্নার সব কিছুই আমার খুব ভাল লাগে আপ্নার কথা ব লা everythings. ভাই নিজের প্রতি খেয়াল রাকবেন আমার জ ন্ন দুয়া করবেন,,,, ভাল থাইকেন ভাই,, সকল শহীদ ভাইদের প্রতি আমার সালাম আল্লাহ তাদের জান্নাত দান করুক আমিন!

    • @sohelrana-dw3tr
      @sohelrana-dw3tr 5 років тому +1

      আপনাকে অনেক ধন্যবাদ , আমার খুব ভালো লাগছে যে আপনি আমার গ্রাম কোল্লাপাথর গিয়েছেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস, শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ বিশ্ববাসীর কাছে উপস্থাপন করেছেন, আপনার প্রতি গভীর শ্রদ্ধা

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому +1

      sohel rana ধন্যবাদ ভাই।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому +1

      Asraful rahman ধন্যবাদ। May Allah bless us all.

  • @kalikumarchatterjee7333
    @kalikumarchatterjee7333 5 років тому +1

    গ্রাম বাংলার রূপ কে খুব সুন্দর ভাবে পরিবেশনা করেছেন । এর পর শহিদ সমাধিস্থল দেখিয়েছেন । মনটা খারাপ হয়ে যায় । যাই হোক ভালো থাকবেন ।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      Kali Chatterjee ধন্যবাদ ভাই।

  • @nishatara4770
    @nishatara4770 5 років тому +5

    বাংলাদেশ যে এতো সুন্দর ,তা ...আপনার মাধ্যমে নতুন করে জানতে পারি

  • @DailyBeautyTipsYT
    @DailyBeautyTipsYT 5 років тому +1

    take care of your health and nice blog. Onek valo laglo ai episode

  • @mamunkobir5472
    @mamunkobir5472 4 роки тому +1

    really you were honoured ..... thanks for sharing ... nice video ..

  • @farzanafaisal272
    @farzanafaisal272 5 років тому +1

    Wao belombu grows like Jack fruits. Very nice video.

  • @jyotishranjanmodak4239
    @jyotishranjanmodak4239 3 роки тому +1

    " এক সাগর র রক্তের বিনিময়ে
    বাংলার স্বাধীনতা আনল যারা
    আমরা তোমাদের ভুলব না।"

  • @syedaummayhoney-0064
    @syedaummayhoney-0064 5 років тому +1

    Bangladeshe thekeo kokhono jante parini ay somadhisthol er kotha,,Thank you uncle ato sundor akta video korar jonno.

  • @ashraful7942
    @ashraful7942 5 років тому +1

    খুব ভালো লাগতেছে নিজের এলাকার সুপরিচিত রাস্তাঘাট দেখে অনেক দিন হলো গ্রামের বাড়িতে যাওয়া হয়না,, দেখে ভালো লাগতেছে😍

  • @shaownislam6011
    @shaownislam6011 5 років тому +4

    Thank you আঙ্কেল আমার শহর টা কত সুন্দর করে রিপ্রেজেন্ট ।
    আমার প্রানের শহর ব্রাহ্মণবাড়িয়া।
    ব্রহ্মনবারিয়া কুল্লাপাথর কসবা।
    ব্রাহ্মণবাড়িয়া স্থল বন্দর আখাউড়া।
    এত সুন্দর করে ঘুরিয়ে দেখানোর জন্য আঙ্কেল।
    আপনাকে অসংখ্য ধন্যবাদ।
    ব্রাহ্মণবাড়িয়া সোনামুখী খাওয়াবো আপনাকে আঙ্কেল ইনশাল্লাহ।
    ইনশাল্লাহ একদিন না একদিন দেখা করবো আঙ্কেল।
    love you uncle

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      Shaown Islam You are very welcome uncle. ধন্যবাদ।

  • @rusanahmed8838
    @rusanahmed8838 4 роки тому +1

    অনেক মিস করি এই চির চেনা পথ আখাউড়ার ছেলে সৌদি আরব থেকে

  • @adi.9926
    @adi.9926 4 роки тому +1

    Apnar video gula amar khub valo lage.. amar Bari o Brahmanbaria te... Apnake Dhonnobad amader elakay ashar jonno..

  • @desertmoon2158
    @desertmoon2158 5 років тому +1

    So lmaging ,যে ক্যামেরায় আমি দেখেছি আমেরিকার নিউইয়র্কের জ্যাকসন হাইটস,ব্রুকলীন ব্রীজ,অনিমেশ ভিলেজ, আমেরিকার হাটবজার,গরুর ফার্,ম ঈদউদযাপন ইত্যাদি ইত্যাদি অসংখ্য আমেরিকার ভিডিও আজ একই কামেরায় আমার নিজ শহরের পরিচিত রাস্তাগুলো যার উপরদিয়ে আমি নিয়মিতই যাতায়াত করতাম বা করি তা দেখে আমি সীমাহীন রোমাঞ্চরিত হয়ে উঠি।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому +1

      desert moon ধন্যবাদ ভাই।

  • @rashedulhasanrony1539
    @rashedulhasanrony1539 5 років тому +1

    Ar uncle onek valo,,, j Freedom fighter der valobabay remember korar jonno,,,,aero valo laglo j akjon freedom fighter Uncle er Interview newar jonno,,,abong kub valo Uncle kothagulu sunar jonno,,,,,Amader Honourable P.M. Ai place k Projjhoton City heshaby Announce korar jonno.....Thanks Uncle

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      Rasedul hasan Very welcome uncle. Thank you.

  • @bewullfserick5809
    @bewullfserick5809 5 років тому +1

    26:00 Expression on graveyard :::: shows your facial expression ::::: & really we are proud to be a brave nation. Long live Independence !!!

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      Bewullfs Erick Long live Bangladesh 🇧🇩

  • @shyamalpaul4844
    @shyamalpaul4844 3 роки тому +1

    এখানে শহীদ স্মরণীতে এসে মনটা হঠাৎ ভারাক্রান্ত হয়ে গেল। কত তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশের জন্ম হয়েছে তা ভাবলেই বাঙালি হিসেবে গর্ববোধ হয় ❤️❤️

  • @tonmoyridz7209
    @tonmoyridz7209 5 років тому +1

    Onek valo laglo ai episode er jonno wait kortesilam.
    amar praner shohor BRAHMANBARIA ❤

  • @silmyprogram5687
    @silmyprogram5687 5 років тому +1

    আসসালামু আলাইকুম, দোয়া করি মহান রব্বুল আলামীন আপনাকে দ্রুত সুস্থতা দান করবেন। এই ভিডিও টির সকালটা ছিল অসাধারণ। এই দিনটি কখনও ফিরে আসবেনা শুধুমাত্র স্মৃতি হ'য়ে। মহান আল্লাহ তায়ালা আপনাকে সুস্থতা দান করুন।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      Silmy Program ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ ভাই।

  • @isratsuraiya294
    @isratsuraiya294 3 роки тому +1

    আপনাকে ব্রাহ্মণবাড়ীয়া আসার জন্য ধন্যবাদ। আমি ব্রাহ্মণবাড়ীয়ার মেয়ে। থাকি উত্তরা ঢাকা।

  • @mdekram8627
    @mdekram8627 5 років тому +1

    আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরেই আপনি ভিডিওতে যা দেখিয়েছেন সব গুলো যাইগাই আমার অনেক পরিচিত ,,, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রাণের শহর ব্রাহ্মণবাড়িয়ায় ভিডিও ধারণ করার জন্য

  • @tanvircem2594
    @tanvircem2594 4 роки тому +1

    দেখে খুব ভালো লাগলো আপনি কসবা ডাকবাংলো গিয়েছেন এ পথে কিছুটা সামনে এগুলেই আমাদের গ্রামের বাড়ি। করোনার এই দিনগুলোতে গৃহ বন্দী অবস্থায় ইউটিউবে অনেক কিছুই দেখা হচ্ছে, হঠাৎ সেদিন আপনার "আমেরিকায় একদিন গৃহবন্দী থেকে মুক্তি" ভিডিও টি দেখলাম তার পর একটার পর একটা দেখছি আর আপনার ফ্যান হয়ে গেলাম। আমেরিকা আমার তিনবার আসা হয়েছে সামনে রোজার পর আসার প্ল্যান ছিল কিন্তু করোনা র কারণে সম্ভবত আসা হবে না, যাইহোক নেক্সটাইম যখন আসব আপনার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ ভালো থাকবেন।

    • @AdventureTube21
      @AdventureTube21  4 роки тому +1

      Tanvir Cem অনেক ধন্যবাদ ভাই। Appreciate your kind words & continuing support. 💕

  • @AyanAlamin
    @AyanAlamin 5 років тому +1

    wow nice

  • @udayali4837
    @udayali4837 4 роки тому +2

    🇮🇳❤🇧🇩uncle khub khub valo lagse. Apni amar Berri akdam kase asesen. India. Tripura.Agartala. Ramnagar Bordar Golchakkar bazar. Akhaura Road. 💚💛🇮🇳

  • @HakimRashidNaogaon
    @HakimRashidNaogaon 5 років тому +1

    ভালো লেগেছে

  • @yi8972
    @yi8972 2 роки тому

    নাইস,আমি থাকি ঢাকা আমরার জেলা এত সুন্দর আপনার বল্গ না দেখলে মিস হত,ধন্যবাদ ❤️

  • @mdmoheuddin439
    @mdmoheuddin439 4 роки тому +2

    মাশাআল্লাহ সব কিছু মিলিয়ে
    অসাধারণ সুন্দর লাগলো আংকেল 💚💚💚
    শহীদদের রুহের মাগফেরাত কামনা করি😂😂

  • @mohanaahmed839
    @mohanaahmed839 5 років тому +1

    onek valo laglo nijer town r village dekhe

  • @rifathasan2021
    @rifathasan2021 4 роки тому +1

    ধন্যবাদ স্যার, আমার গ্রামের নাম জারুইলতুলা ,যা আপনার ভিডিও তে 13.মিনিট 58সেকেন্ডে দেখতে পেলাম ।যা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অন্তর্ভুক্ত

  • @mahabubahaque360
    @mahabubahaque360 5 років тому +1

    রাস্তার দুইপাশের দিগন্তজোড়া ফসলের ক্ষেত দেখে সাম্মী আক্তারের সেই গানের কথা মনে পরে গেল "গ্রামের পরে গ্রাম ছাড়াইলেও সবুজ ফুরায় না" এই গানের আর কোন লাইন মনে নাই।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      Mahabuba Haque ধন্যবাদ ভাই।

  • @kunhimuhammed9889
    @kunhimuhammed9889 3 роки тому +1

    Beautiful bangladash I love

  • @gramenjibon007
    @gramenjibon007 4 роки тому +1

    ভাই আপনার ভিডিও আমাকে খুব স্পর্শ করেছে। ধন্যবাদ ।

  • @mariumsultana3251
    @mariumsultana3251 5 років тому

    amader shahid muktijoddhader proti oshes somman janachchhi, vai apnake onek dhonnobad aro ekti sundor video upohar debar jonno.

  • @davidharly892
    @davidharly892 4 роки тому +1

    Ama k Villages dekte Khub Valo Lage...Apnake onek dhonnobad💚

  • @sc8644
    @sc8644 5 років тому +1

    Bah Oshadharon 1ta video wonderful Photography ❤❤❤❤❤❤❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 Dada bhai as a human being aapnaar tulona hoye na For us u are Diamond ❤Dada bhai 👏👏👏👏👏👏👏

  • @patralikabardhan1087
    @patralikabardhan1087 5 років тому +1

    Apnar video gula deakhi kubh bhalo lage bhaiya. Cheleader biyea tik korlen bhaiya 😊😊😊

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      Patralika Bardhan না ভাই। এখনো পছন্দ মত কন্যা খুঁজে পাই নাই। দোয়া করবেন।

  • @mohammadalimohammad5055
    @mohammadalimohammad5055 4 роки тому +1

    অনেক সুনদর আমাদের এলাকা আমার বাড়ি কসবা্

  • @sarmisthabandyopadhyay2519
    @sarmisthabandyopadhyay2519 5 років тому +1

    Oporoop prakritik soundoryo jar kono tulonai hoina..onek dhonyobad apnake amaderkeo dekhar sujog kore daoar jonno..Bhalo thakben.

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому +1

      Sarmistha Bandyopadhyay It is my pleasure. Thank you 😊

  • @tumpaakter2015
    @tumpaakter2015 5 років тому +2

    Desh take valo kore dekhai holo na...tnx uncle

  • @ranjanadatta7929
    @ranjanadatta7929 3 роки тому +1

    দাদা তিতাস নদীর নাম শুনে খুবই নস্টালজিক লাগছে. সেই তিতাস একটি নদীর নাম, অদ্দিইতো মল্লবর্মন এর. বাংলাদেশ কে দেখে দারুন লাগছে. আমার খুব ইচ্ছে ঢাকা বেড়াতে যাওয়া. আপনার ভিডিও দেখে ঠিক করবো কোথায় কোথায় যাবো. আমার দাদুর বাড়ি ফরিদপুর ছিলো

    • @AdventureTube21
      @AdventureTube21  3 роки тому

      যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। সমস্ত বাংলাদেশ এখন খুব সহজেই ঘুরে বেড়ানো যায়। তিতাস একটি নদীর নাম সিনেমা UA-cam এ আছে। একবার ছোটবেলা দেখেছিলাম। সেদিন আবার দেখেছি। ধন্যবাদ।

  • @shina5199
    @shina5199 4 роки тому +1

    আসলে কি বলবো আপনার ভিডিও অনেক ভালো লাগে

  • @mohammediqbal3572
    @mohammediqbal3572 5 років тому +1

    Very nice, enjoyed your program

  • @mujaffarmujaffar2356
    @mujaffarmujaffar2356 5 років тому +1

    Very nice place and great vlog brother

  • @fahimmobilehub8441
    @fahimmobilehub8441 5 років тому +1

    good report bhai

  • @hajishaheen4218
    @hajishaheen4218 4 роки тому +1

    সারা বাংলাদেশে এইরকম অনেক শহিদদের কবর আছে, আমার বিশ্বাস নতুন প্রজন্ম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা দের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন

  • @samsukvlog7451
    @samsukvlog7451 5 років тому +1

    Thank you bhai ei video ta ami prottek inch khutiye khutiye dekhbo karon amar abba koyek disttict er police super chhilen Pakistan amole jokhon ami chhoto chhilam. Life ta khubi enjoyable chhilo.
    Amra Sylheter SP er banglo, 1971 e ar Noakhalir SP er banglote 1969-1971 porjonto chhilam .
    Khubi bhalo laglo bhai.

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      Lizzie Rahman ধন্যবাদ ভাই।

  • @aliashraf2943
    @aliashraf2943 4 роки тому

    আসসালামুয়ালাইকুম কেমন আছেন আপনা অনেক সুন্দর হয়েছে আর আপনি আমাদের বাড়ির সামনে দিয়ে গেছেন

  • @UCqkdtMiE5ZquD_lF9prae4Q
    @UCqkdtMiE5ZquD_lF9prae4Q 5 років тому +2

    ফারুক ভাই।আপনাকে ধন্যবাদ

  • @techpeoplesbd.2198
    @techpeoplesbd.2198 3 роки тому +1

    Ami apnake onek din dhorey dekhteci apnar vlog golo amar onek valo lage... R amar jelake eto shondor kore tole dhorar jonno apnake onek dhonno bad....❤️❤️❤️

  • @titushakh8962
    @titushakh8962 5 років тому +1

    *কোল্লা পাথর শহীদ সমাধিস্থল, দেখে খুব ভালো লাগলো*

  • @shanajbagum2954
    @shanajbagum2954 5 років тому +1

    Thanks vaia tumar jotno neo ar oi golapta amar mala vabi

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      Shanaj Bagum 😍 ধন্যবাদ 🥰

  • @rashedulhasanrony1539
    @rashedulhasanrony1539 5 років тому +1

    Uncle kemon Achen? Asholay Uncle,,, Bangladesh Natural Scenery J ato sundor sundor place achay,, tha aponar kichu kichu Vedio thay na deklay buja jeto na,,,,,Bangladeshay protithe place kub Uncle,,, buja jai,,,,somoy pelay Sob District guray dekben,,,,request thaklo....Ar onek valo laglo B.Baria tour ta....bye uncle valo thakben.....

  • @shaifulislam2779
    @shaifulislam2779 5 років тому +2

    Onek valo laglo. Thanks...

  • @shefaislam6927
    @shefaislam6927 5 років тому +1

    Nijer shohor ta k apnr vedio te notun kore dekhlm ...khbe valo laglu

  • @hasibulhasan3000
    @hasibulhasan3000 5 років тому

    আশা করি, আপনি অনেক উপভোগ করেছেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কে।

  • @mohammedhumayunkabir1023
    @mohammedhumayunkabir1023 5 років тому +1

    Very nice presentation

  • @abdulhasim4817
    @abdulhasim4817 4 роки тому +1

    Nice video

  • @faruk87ahmed37
    @faruk87ahmed37 4 роки тому +1

    খুব মিস করসি আমাদের বি.বা রিয়ার সিনারী গুলু দেখে ধন্ন বাদ আনকেল

  • @SohelRana-pd8db
    @SohelRana-pd8db 5 років тому +2

    So glad to see this. Shall also visit the Kollapathar Shahid Graveyard. Thank you..

  • @ramajitdas9771
    @ramajitdas9771 2 роки тому +1

    @ ..what a view..

  • @md.suzanahmadchowdhury8255
    @md.suzanahmadchowdhury8255 5 років тому +2

    এই ভিডিওর কিছু অংশ আমার গ্রামের। খুব ভাল লেগেছে। তবে আরো কিছু বর্ণনা আসতে পারতো। সুলতানপুর থেকে যে রাস্তা ধরে আপনি এগিয়েছেন সে রাস্তায় দুটো প্রশিক্ষণ সেন্টার আছে। যুব প্রশিক্ষণ কেন্দ্র ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া আসলেই অনেক আধুনিক।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому +1

      Md. Suzan Ahmad Chowdhury ধন্যবাদ ভাই।

  • @azizulhoque5549
    @azizulhoque5549 5 років тому +2

    ফারুক ভাই আমার সালাম নিবেন,আমি আপনার একজন ভক্ত, আমি আপনার সবগুলো ভিডিও দেখেছি, আর আপনি আমার বাড়ির কাছ থেকে ঘুরে গেলেন আর আমি টেরই পেলাম না, ঐ দীঘিটা থেকে ৫০০গজ পুর্ব দিকে আমার বাড়ি। যদি জানতাম আপনি আসবেন তাহলে এই অধম আপনার সাথে একটু মোলাকাত করে ধন‍্য হতাম। আশা করি ভবিষ্যতে দেখা হবে ইনশাআল্লাহ।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      Azizul Hoque ওয়ালাইকুম আসসালাম ভাই। ইনশাল্লাহ নেক্সট টাইম। ধন্যবাদ।

    • @azizulhoque5549
      @azizulhoque5549 4 роки тому

      ভাই আপনি রিপ্লাই দেওয়াতে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে।

  • @israilmunshi2049
    @israilmunshi2049 5 років тому +1

    অনেক ভাল লাগলো। অনেক কিছুই জানতে পেরেছি ওই সমাধি ব্যাপারে। ভাল থাকবেন ভাই ও ভাবী।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      Israil Munshi ধন্যবাদ ভাই।

  • @tawsifulalam535
    @tawsifulalam535 5 років тому +1

    Last year I visited there.
    Very nice area .
    Also famous their curd and sweets

  • @obaudulahmed7163
    @obaudulahmed7163 5 років тому +1

    আমার পাশের গ্রামে বীরশ্রেষঠ মোস্তফা কামালের সমাধস্হল অবস্হিত ❤️
    আপনি অসাধারন ভাবে ব্রাহ্মণবাড়িয়া কে হাইলাইট করেছেন ভাইজান।

  • @delowerkhan3366
    @delowerkhan3366 5 років тому +2

    Uncle ak matro apnar video Ami tene dekhi na..
    R apnar jonno maje modde Rupa Ammu k dekte pari.. Thank you so much uncle ❤️❤️❤️

  • @T_U_T01
    @T_U_T01 5 років тому +1

    খুব কষ্ট লাগে আঙ্কেল। ডিজিটাল অগ্রগতির যুগে ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে...

  • @opalchy8986
    @opalchy8986 5 років тому +1

    This is my home distric and ur presentation was very nice.all this place is very familiar to me but last 20 years i miss all this place and its remind my childhood memories and my parents. Thankyou very much

  • @myadventuresb4809
    @myadventuresb4809 5 років тому +11

    আমার হোম ডিসট্রিক্ট ব্রাম্মনবাড়িয়া, কসবা৷ ৷

  • @mahabubahaque360
    @mahabubahaque360 5 років тому +1

    কুষ্টিয়াতে আসেন। এখানে রবি ঠাকুরের কুঠিবাড়ি,লালন শাহয়ের মাজার, মীর মোশাররফ হোসেনের বাস্তুভিটা আরো অনেক দর্শনীয় স্থান আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলাম সত্যিই অসাধারণ। আপুসহ আপনাদের সবাইকে শুভেচ্ছা শুভকামনা।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      Mahabuba Haque আগামীতে চেষ্টা করব। ধন্যবাদ ভাই।

  • @m.dhumayunkabir8627
    @m.dhumayunkabir8627 5 років тому +1

    আসসালামু আলাইকুম ভাই। ব্রাম্মনবাড়ীয়া একটি ঐতিহ্যবাহী জেলা শহর। এখানে অনেক সুন্দর সুন্দর যায়গা আছে, যা যেকোনো মানুষ, পর্যটককে আকর্ষন করে। ব্রাম্মনবড়ীয়ার ঐতিহ্যবাহী ছানামুখী ছোট ছোট মিষ্টি খুবই সুস্বাদু। আপনি খেয়েছেন কি না জানিনা খুবই মজার মিষ্টি। তাছাড়া আরো উপাদেয় খাবার এখানে আছে। এখানে প্রচুর বিল্মবি পাওয়া যায়। যাইহোক খুব ভালো লাগলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому +2

      M.D HUMAYUN Kabir Walaikum assalam ভাই। বেলম্বোর আচার আপনার সাথে প্রথম খেয়েছি সেই মেলায়।
      গতকাল ছোট মাছ আর ডাল দিয়ে প্রথম খেলাম। খুউব ই মজার জিনিস। আমেরিকা যেয়ে অনেক কিছুর সাথে এই বেলেমবু ও মিস করব। অনেক ধন্যবাদ ভাই।

    • @m.dhumayunkabir8627
      @m.dhumayunkabir8627 5 років тому +1

      অনেক ধন্যবাদ ভাই। আল্লাহ আপনাদের সবাই কে ভালো রাখুন, আমিন।

  • @Handcraftathome
    @Handcraftathome 5 років тому +1

    Uncle অনেক ভালো লাগলো।

  • @mdarifmolla6383
    @mdarifmolla6383 5 років тому +1

    Nais vedio

  • @bipulahmed5984
    @bipulahmed5984 5 років тому +1

    from keranigonj onek vlo laglo bro

  • @riadhaider7065
    @riadhaider7065 5 років тому

    Happy to see this place. I was 6 years old when my father took us there....around 1970

  • @pavelworld1159
    @pavelworld1159 5 років тому +2

    ahhh. just waw

  • @rajibulhaque3062
    @rajibulhaque3062 5 років тому +1

    প্রতিটি শহীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

  • @afrozabd1203
    @afrozabd1203 5 років тому +1

    Vay apner hatay kamranga dekhay mokhay pany asay poraysay. Sotty Amader deser food onek moja . Amader maty, pany doyter jonnoy khaber ato sosado. Ay khaberer jonnoy Pakistan, India r ato Attraction sarajibon Amader deser upor. Vay soya Nowka dekhay onek uthtay icha korlo. Sotty Amader desta koto sondor doray gelay boja jay.

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      afroza bd সময়ের অভাবে সৈয়া নৌকায় উঠা হলো না। ধন্যবাদ ভাই।

  • @sanghamitramajumdar7034
    @sanghamitramajumdar7034 5 років тому +1

    Get well soon.. Beautiful place

  • @rakeshjilani6066
    @rakeshjilani6066 5 років тому +1

    Thanks for this nice video.

  • @Shahidul605
    @Shahidul605 5 років тому +10

    আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একটু সৌখিন এজন্য অন্যান্য এলাকার থেকে একটু এডভান্স আপনাকে ধন্যবাদ এই ভিডিওগুলি করার জন্য সবগুলি চেনা জায়গা I love my country i love my Home town!!!!!!!!!!

    • @AdventureTube21
      @AdventureTube21  5 років тому

      Team Shahidul islam You are very welcome.

    • @KbEntertainment24
      @KbEntertainment24 4 роки тому

      বাংলাদেশের সবচেয়ে অসভ্য জেলা !

    • @Shahidul605
      @Shahidul605 4 роки тому

      KbEntertainment পুরো বাংলাদেশ বিশ্বের মধ্যে এক নম্বর সভ্য দেশ?নিজের ঘরে চিন্তা করেন পরের টা মুখ দিয়ে খুব সহজেই বলে ফেলা যায় কিন্তু যারা ওইখানে পাস করে তারা জানে কি কি সুবিধা এবং কি সমস্যা আছে
      এখানে তো আমাদের ডিস্টিকের নাম প্রকাশ হচ্ছে আপনারটাও বলে যান তাহলে আমরা বিচার করতে পারবো কোন সভ্য জায়গার মানুষ আপনি??

  • @saberasultana5001
    @saberasultana5001 5 років тому +1

    Nice vlog. And take care of your health.

  • @nasimashimulkhan1931
    @nasimashimulkhan1931 3 роки тому +1

    Salam Farook bhai, Mala bhabi , so good to see you again! So sorry to hear about You being sick dear Farook bhai! Hope you feel better soon!
    I’ve never been to that resort! Looking so good! Enjoy urselves!!!

    • @AdventureTube21
      @AdventureTube21  3 роки тому +1

      Walaikum assalam. Alhamdulillah we are all doing well. How are you doing?

    • @nasimashimulkhan1931
      @nasimashimulkhan1931 3 роки тому

      @@AdventureTube21 So good to know dear bhai!
      I’m well too ! Take care !

  • @mahilarasarifabad5867
    @mahilarasarifabad5867 5 років тому +1

    Apni ekjon lucky person bangldesh er Moto ekta deshe tour administration special police er help pachen

  • @gamingwithsamir1238
    @gamingwithsamir1238 5 років тому +2

    Green flag means land of the green, because everywhere you go u can see only green colour & it’s visible every nook & corner of this very beautiful country.