নুরুল হক নুরকে গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন ববি হাজ্জাজ

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 22

  • @bobbyhajjaj2862
    @bobbyhajjaj2862  Рік тому +1

    প্রেস বিজ্ঞপ্তি
    নূরকে গ্রেফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন ববি হাজ্জাজ
    ঢাকা, ৯ জুলাই, ২০২৩
    রাষ্ট্রদ্রোহিতা এবং ধর্মীয় উষ্কানি তৈরির অভিযোগ এনে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরকে গ্রেফতার এবং জিজ্ঞাসবাদের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। একইসাথে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে নুরুল হক নূরের গোপন আঁতাতের অভিযোগ এনে দেশকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাবার আশঙ্কার কথা উল্লেখ করে রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০ এর ৫(গ) ধারা মোতাবেক “গণঅধিকার পরিষদ”-কে নিবন্ধন প্রদান না করতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে এনডিএম।
    রবিবার (৯ জুলাই) বিকালে রাজধানীর মালিবাগে অবস্থিত এনডিএম কেন্দ্রীয় কার্যালয়ে নূরকে গ্রেফতারের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গণমাধ্যম, নিজ দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বক্তব্যের সূত্রে প্রমাণিত হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসাবে চিহ্নিত মেন্দি (এন) সাফাদির সাথে গোপন বৈঠক করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর।
    ববি হাজ্জাজ বলেন, “আশ্চর্যের বিষয় হলো, এত স্পর্শকাতর বিষয়ে এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রনালয় বা গোয়েন্দা সংস্থাগুলো কোন পদক্ষেপ নেয় নাই। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম দখলদার রাষ্ট্র এবং মুসলিম উম্মাহর পরিষ্কার শত্রু ইসরায়েলের প্রতিটি আগ্রাসন এবং পদক্ষেপের বিরুদ্ধে। আমরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং মুসলিম উম্মাহর স্বার্থ পরিপন্থী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে নুরুল হক নূরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত সত্য উদঘাটন করতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চিঠি প্রদান করেছি।“
    দলটির নিবন্ধন প্রসঙ্গে লিখিত বক্তব্যে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “ধর্মীয় এবং সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট হওয়া ছাড়াও দেশকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাবার আশংকা তৈরি হতে পারে বিধায় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ অনুযায়ী রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন-২০২০ এর ৫(গ) ধারা মোতাবেক “গণঅধিকার পরিষদ” নামক রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদান না করতে নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে আমরা প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে চিঠি প্রদান করেছি।
    তিনি বলেন, “বাংলাদেশের পবিত্র জমিনে কোন ইহুদিদের চর বা কোন শত্রু রাষ্ট্রের এজেন্ট রাজনীতি করতে পারবে না। নূরের অর্থের উৎস কোথায়? বিলাসবহুল মধ্যপ্রাচ্য সফরে কে বা কারা তাঁকে অর্থ প্রদান করেছে? এর উদ্দেশ্য যদি হয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক তাহলে নূর এবং তাঁর সহযোগীরা সবাই দেশের এবং মুসলমানদের শত্রু।“
    এসময় আরও উপস্থিত ছিলেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।
    বার্তা প্রেরক
    মোমিনুল আমিন
    যুগ্ম মহাসচিব, এনডিএম
    ফোনঃ ০১৯১৩-৯৪০৮৩৯
    সংযুক্তিঃ লিখিত বক্তব্য, নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রদানকৃত চিঠি।

    • @sojun9849
      @sojun9849 Рік тому

      আপনি এগিয়ে যান আপনার সাথে আমরা আছি❤❤❤❤❤❤❤❤❤

  • @syedmanzur4042
    @syedmanzur4042 Рік тому +1

    Thanks, Sir

  • @foysolnuman
    @foysolnuman Рік тому +3

    কিছু কিছু দালাল দের খারনে দেশের এই অবস্তুা

  • @nazmunnahar5509
    @nazmunnahar5509 Рік тому

    Nurul er bichar chai & ochorei atok er onurodh janai.... Please

  • @mmx1277
    @mmx1277 Рік тому +1

    ইসরাইলের নাগরিক বা তথাকথিত গোয়েন্দা এমন কারো কথা বলা কি কবিরাহ গুনা??
    দেশবিরোধী কোন কার্যক্রম হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে।।।

  • @mdramzanali8889
    @mdramzanali8889 Рік тому +1

    ইজরায়েলের সঙ্গে সাক্ষাৎ করলে কি জাত যাবে প্রধান মন্ত্রীর ছেলে একজন খ্রিস্টান ইহুদি মেয়েকে বিবাহ করেছে তখন আপনাদের প্রতিবাদ কোথায়

    • @AlamRahman-qe1hp
      @AlamRahman-qe1hp Рік тому

      দেশ বিরোধী কাজ যেই করেছে তাঁর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন ববি হাজ্জাজ।

  • @Great_Natok_Baaz
    @Great_Natok_Baaz Рік тому +1

    আপনারা যে শক্তের ভক্ত আর নরমের যম, তা প্রমাণ করে ছাড়লেন আরকি

  • @foysolnuman
    @foysolnuman Рік тому

    সরকার কে নিয়ে কোন মন্তব্য করতে পারেন না ভিপি নুর কে নিয়ে এত কথা বারতা কেন

    • @AlamRahman-qe1hp
      @AlamRahman-qe1hp Рік тому

      সালাম নিবেন আপা। আপনি পেপার বা টিভি সংবাদ দেখলেই জানতে পারবেন, ববি হাজ্জাজ দেশের জন্য কীভাবে লড়ে যাচ্ছে।

  • @FAKHRULHASANSHIBLY-xs2dh
    @FAKHRULHASANSHIBLY-xs2dh Рік тому

    আসলেত মোসাদের সাথে দেখা করছেনা RAW এর সাথে করছে RAW এর কথা৷ কিছু বলেন বলবেন নাত বুঝি চালাকি?

  • @rajtv7958
    @rajtv7958 Рік тому

    তোমরা কোন অপরাধের জন্য বল?

  • @MdMoslem-kt8hx
    @MdMoslem-kt8hx Рік тому

    Joy ki Jonny dheka korecen bolen gereptar Korte bolen

  • @iliashabibullah8110
    @iliashabibullah8110 Рік тому

    Passport !!!!!??????

  • @moyeenurrahman4134
    @moyeenurrahman4134 Рік тому

    নতুন পাগলের আমদানি😄