কলকাতা থেকে বলছি। ছোটবেলা থেকে আমরা আর্ক ও হাসান এর প্রচুর গান শুনেছি। প্রায় পাগল ছিলাম হাসান এর গলার। পরে জেনেছিলাম সেই গান গুলোর ভেতর অনেকগুলোই আর্ক এর না, সোহাগ এর। অবাক হয়ে গিয়েছিলাম একই সময় একই মাটিতে একই রকম gem voice পৃথিবীতে কি করে হয়ে পারে!! কি অবিশ্বাস্য প্রতিভাবান শিল্পী ওনারা। অজস্র ভালোবাসা আর সালাম। আপনারা ফিরে আসুন আরো বেশি করে, আমরা অধীর অপেক্ষায় আছি আপনাদের জন্য.... ❤❤
আপনি এটা কি বললেন ভাই? আর্কের সাথে সোহাগ মিলাচ্ছেন। আপনাকে বুঝিয়ে বলছি আর্ক হোল হাসান ভাই, পঞ্চম, টুলু ভাই এর ব্যান্ড যেটাকে বাংলাদেশের কম্পোজিশন এর দিক থেকে সেরা বলা হয়। তাদের এলবাম কোনগুলো তা তো গুগল সার্চ করলেই জানতে পারতেন, তাজমহল, জন্মভূমি আর স্বাধীনতা। এই ৩টা উনাদের এলবাম। এরপর ব্যান্ডের ভাংগন ধরে। এখন হাসান ভাই প্রফেশনাল ভোকাল। ব্যান্ড ভাংলেও তো উনার গান গাইতে বাধা নাই। উনি সলো ২০০+ গান গেয়েছেন আর্কের বাহিরে। এখন অনেক পরে ২০০৫ এর দিকে সম্ভবত এই সোহাগ আসে। হাসান কে ব্ল্যাকমেইল করে বাজারে সোহাগকে আনা হয় হাসানের হুবুহু কপি হিসেবে। জেমসের কপিও আনা হয় যাতে কম টাকায় এদের গান বেচা যায়। কিছু সস্তা দরের গান করেছে এই সোহাগ যেগুলো চুটুল গান বলে সে সময় বিখ্যাত হয়েছে। ব্ল্যাকমেইলের কথা কেন বলছি এরা হাসান ভাই এর নাম ছবি ব্যাবহার করে এই সোহাগ ১৪ টা গানের ১৩ টা নিজে গেয়েছে কিন্তু মাঝে বা একদম শেষে ১টা হাসান ভাই এর গান রেখেছে। মানুষ নকল কন্ঠকে হাসান ভেবে এর গান শুনেছে। আপনি আর্কের সাথে সোহাগের চিপ সব গানকে মিলিয়ে ফেললেন সত্যি অবাক হলাম। এই ২০২৪ সালে এসে কোনটি আর্কের কোনটি এই সোহাগের তা না বোঝার কোনই কারন থাকতে পারে না ভাই।
@@techmmg3059আমার বাসা সাতক্ষীরা শ্যামনগর উপজেলা সোহাগ আমার খুব প্রিয় বেষ্ট বন্ধু আমরা ছোট থেকে বন্ধু সোহাগ প্রতি সপ্তাহে ৩ দিন করে শ্যামনগর এসে আমাদের সাথে থাকে ভাই
ওনার গলাটা আমার সবচেয়ে ভালো লাগে। নোয়াখালী সবাইর পক্ষে থেকে সোহাগ ভাইয়ার জন্য ভালোবাসা অভিরাম। ওনার আগে চার থেকে তিন বছর আগের গান গুলো আমার প্রিয় গান গুলোর মধ্য পরে। বিশেষ করে। ও পরান বন্ধুা ও লাল শাড়ি পরিয়া কন্যা এই। গানের গলা গুলোর জন্য তিনি আমার কাছে একজন বিশেষ শিল্পী।এই ভিডিও টি আমি ওনার জীবন সম্পর্কে র্চাজ দিয়ে দেখলাম। ধন্যবাদ আপনাদের ওনার মতো একজন শিল্পীকে আমাদের মাঝে তুলে ধরার জন্য। 😍😍😍😍😍
সোহাগের কন্ঠ মোটাই,অনুষ্ঠানের শেষে খালি গলায় গানটা শোনেন আমার আপনার মতোই স্বাভাবিক পুরুষ মানুষের গলা।কিন্তু হাসানকে কপি করতে গিয়ে সাউন্ড সিস্টেমে কিছু কারসাজি করা হয়েছে এটা আমার বিশ্বাস।কারন হাসানের কন্ঠ জন্মগত চিকন এবং মিহি,কিন্তু সোহাগের কন্ঠ মোটেই জন্মগত নয়। সোহাগের কন্ঠ মোটা এবং চিকন করার চেষ্টা করা হয়েছে,যা আমরা রেকর্ডিং সাউন্ড সিস্টেমেও পাই।
আজকে নিয়ে পোগ্রাম টা ৫ বার দেখলাম। অনেক সুন্দর কথা এবং ভদ্র আচার আচরণে আমাকে মুগ্ধ করেছে এবং লাল সাড়ি রক্তের সাথে জড়িয়ে গেছে এবং এটা ডিপ্রেশনের মহা ঔষধ প্রতিদিন শুনা হয় গানটা। শুভকামনা রইল এই লিভিং লিজেন্ডর জন্য।
সোহাগ ভাইয়ের গান অমৃত😆। যত শুনি তত ভালো লাগে। সোহাগ ভাইয়ের কন্ঠে যে গান শুনি সে গানই ভালো লাগে,সোহাগ ভাইয়ের কাছে একটা অনুরোধ, পুরাতন হিট গান গুলো নতুন ভাবে দেখানোর।
ভাই আমি এবং আমরা কিন্তু সোহাগ ভাইকে এখনো চিনি এবং পুড়নো সেই গান গুলো শুনি ২০০৭ থেকে শুরু করে ২০১৩ পর্যন্ত সোহাগ ভাইয়ের অনেক সিডি কিনেছে আমি তার কারন বক্ত ছিলাম উনার এখনো আছি. আমি এতোদিন অপেক্ষায় ছিলাম যে সোহাগ ভাইয়ের নতুন গান বের হবে কিনা সোহাগ ভাই আবার গানে ফিরবে কিনা ধন্যবাদ আপনাদের চ্যানেলকে যে সোহাগ ভাইয়ের লাল শাড়ী টু গানটি রিলিজ করেছেন এবং এই আয়োজনটি করেছেন আর চালিয়ে যান দেখবেন যে সোহাগ ভাইকে আবার চিনবে এবং সোহাগ ভাইয়ের গান শুনবে সবাই চালিয়ে যান চালিয়ে যান।
আমি ৯০ দশকের ছেলে ভাই,,, ছোট বেলা থেকে সোহাগ ভাইয়ের গান শুনে আসছি,, তখন একটা ক্যাসেট কেনার জন্য লাইন দিয়ে দাঁড়ায় থাকতাম, মিস করি সেই দিন গুলো খুব, মেকানিকাল ক্যাসেট প্লেয়ার দিয়ে অনেক কষ্ট করে গান রিভার্স করে করে শুনতাম, এখনকার ছেলেমেয়েরা এই আনন্দ কোনোদিন তারা পাবে না।
যাদের ভালবাসা গ্রাম থেকে শুরু। এবং গ্রামের ভালবাসার মানুষ যখন শহরের চাকরিওলা ছেলের সাথে বিয়ে হয়ে যায় তাদের জন্য সোহাগ ভাইয়ের গান ছিলো বেচে থাকার ওষুধ 🥰🥰
নতুন প্রযুক্তি/কথা ও শক্ত সামর্থ টিম ওয়ার্ক এটাই আমি মনে করছি আপনার কম আছে। এছারা আপনার ব্যাপারে একটা কথা না বললেই নয় আপনার টিউন কম্পোজ অসাধারন। আর হ্যা আমি আপনার কন্ঠের একজন ফ্যান।
Ager silpera sara jibon manuser ontore thakbe ... r bortoman silpera 2/1 gann geay hariay jay ... boss apni amader hridoy a sara jibon thakben ..always pase aci
সোহাগ ভাইয়ের গান শোনা শুরু করেছি, ওপরান বন্ধয়া দিয়ে তার পরে থেকেই আমি একে একে সব এলব্যাম শুনেছি, ওনার কণ্ঠ যে কতো সুন্দর আর কঠিন এটা বুঝাযাবে, ওভবে প্রেম তো মরে নাই। এই গান যদি কেহ শুনে তবে বুঝবে।
সোহাগ ভাইয়ের গান কতটা পছন্দ করি কতটা ভালবাসি তাকে এটা আসলে বোঝানো সম্ভব না প্রতিদিন কমপক্ষে একটি অ্যালবাম হলেও শুনি তার,, সত্যিই খুব মানসিক শান্তি পায় অসাধারণ কণ্ঠ এবং অসাধারণ সব গানের লিরিক্স
ধুর ভাই। আপনি কে? আপনাকে চিনবো কেন? আপনাকে তো ২০০৪ থেকেই চিনি। ন্যাংটা কাল কেটেছে আপনার গান শুনে। কোনটা শুনি নাই? লাল শাড়ি গানের অরিজিনাল ভার্সন এখোনো আমার কাছে আছে। ভালবাসি আগে থেকেই।
নতুন প্রজন্মের শিল্পীরা উঠে আসলেও 1 2 বছর পর হারিয়ে যাবে, কিন্তু সোহাগ দাদার গান আজ থেকে 20বছর পরও একইরকম অনুভূতি দেবে... সোহাগ দাদার জন্য একটা কথা যে পুরোনো গান গুলো নতুন ভিডিওর সাথে ছাড়তে পারো কিন্তু গান গুলোর সুর পরিবর্তন করলে জানিনা কতটা ভালো হবে
আমি শুধু উনার গানই শুনতাম কিন্তু উনাকে কখনো দেখি নাই আজ এই ভিডিওর মাধ্যমে উনাকে দেখলাম ছোটবেলার ডিভিডি প্লেয়ারের শুনা সেই সোহাগ ভাইয়ের গান আজও ভুলতে পারি না।
কোথা থেকে শুরু করবো বুঝতে পারছিনা,,,, ভাই আমি ছেট বেলা থেকে আপনার গান ফিতা ক্যসেটে সুনে বরো হইলাম এখন কার পোলাপআইন কি আজাইরা গান শুনে! ভাই আপনার এখনো বেস কয়েক টা গান মিউজিক প্লেয়ারে আছে,, কন্যা মনতো দিলানা,ফুলটো ফোটেনা, দিঘির জলে, ও বন্ধু রে,কন্যার চোখে বন্যা রে,আরো বেস কয়েক টা গান আমার খুবি ভালো লাগে ।। গান গুলি আবার নেটে আপলোড দেয়ার জন্ন ধন্যবাদ গান গুলি প্রান ফিরে পেয়েছে। দেশে ইনটারনেট আসার পর অনেক খুজেছি গান গুলি পাইনি হাচান বস এর অনেক গান আমার পছন্দ নেটে ইদানিং পাওয়া জাইতেছে। নতুন এলবাম বের করেন না কেনো কতো না আলতু ফালতু ভাইরাল হইয়া ভাইরাস হইয়া মরা জাইতেছে। আপনি কি গান ছাইরা দিছেন ভাই মনে হই না কমেন্ট এর রিপ্লে আসবো তারপরো আসা রাখি খুব তারাতারি নতুল গান বের হোক লকডাউন শেস🗿🙂🤔☝️✌️😷
প্রিয় একটা কন্ঠ এই সোহাগ ভাইর 💛 ছোট বেলার সোনালী সময় কাটাইছি সোহাগ ভাই আর হাসান ভাইর গান শুইনা 💛 পাশে আছি ভাই 🥰 অনেক অনেক দো'আ ও শুভ কামনা রইল প্রিয় ভাইর প্রতি
একজন শিল্পী হতে হলে কতটা ধৈর্য্য আর পরিশ্রম প্রয়োজন । সেটা আপনারা বুঝতে পারবেন জনপ্রিয় কন্ঠ শিল্পী সোহাগের এই গল্পের শেষ পর্যন্ত দেখলে ।
Hmm right
ভাই আমি আপনাদের blue dream এর সাথে শর্ট ফিল্ম এ কাজ করতে চায়। আগামীতে প্লিজ ভাই দয়া করে আমাকে একটু সুযোগ করে দিবেন
Legend never die!!!
❤
vai new song chai
ব্লু ড্রিম চ্যানেল কে ধন্যবাদ আমাদের ছোটবেলার প্রিয় শিল্পিদের আবার আমাদের কাছে এনে দিয়েছে,,, যাদের গান শুনে বড় হয়েছি
চাঁদের চেয়েও অনেক বেশি সুন্দর ছিলে আমাদের নবী হযরত মোহাম্মদ (সাঃ)
শালা ধর্মের দালাল
এইখানে এই কমেন্টের মানে কি? মুরুক্ষ!
তর মার সাওয়া
লাল শাড়ি ২
খুব ভালো হয়েছে।
ও পরান বন্ধুয়া
গানটি নতুন করে প্রচার করুন।
এটা আমার গুরু
সোহাগ ভাইয়ের কন্ঠে সেই তুমি গানটা কভার চাই
২০০৩/২০০৪ সালে সব সময় সিডিতে শুনতাম সোহাগের গান গুলো। পুরোনো স্মৃতি মনে পরে গেল❤️
১৯-০৬-২০২১
যখন দেখি সোহাগ ভাইয়ের মতো সঙ্গীত শিল্পী কে দেশের বড়ো বড়ো টিভি চ্যানেল গুলো সম্মান দেয় না তখন খুব বেশি কষ্ট লাগে
Hmm vai 😢
কলকাতা থেকে বলছি। ছোটবেলা থেকে আমরা আর্ক ও হাসান এর প্রচুর গান শুনেছি। প্রায় পাগল ছিলাম হাসান এর গলার। পরে জেনেছিলাম সেই গান গুলোর ভেতর অনেকগুলোই আর্ক এর না, সোহাগ এর। অবাক হয়ে গিয়েছিলাম একই সময় একই মাটিতে একই রকম gem voice পৃথিবীতে কি করে হয়ে পারে!! কি অবিশ্বাস্য প্রতিভাবান শিল্পী ওনারা। অজস্র ভালোবাসা আর সালাম। আপনারা ফিরে আসুন আরো বেশি করে, আমরা অধীর অপেক্ষায় আছি আপনাদের জন্য.... ❤❤
আপনি এটা কি বললেন ভাই? আর্কের সাথে সোহাগ মিলাচ্ছেন। আপনাকে বুঝিয়ে বলছি আর্ক হোল হাসান ভাই, পঞ্চম, টুলু ভাই এর ব্যান্ড যেটাকে বাংলাদেশের কম্পোজিশন এর দিক থেকে সেরা বলা হয়। তাদের এলবাম কোনগুলো তা তো গুগল সার্চ করলেই জানতে পারতেন, তাজমহল, জন্মভূমি আর স্বাধীনতা। এই ৩টা উনাদের এলবাম। এরপর ব্যান্ডের ভাংগন ধরে। এখন হাসান ভাই প্রফেশনাল ভোকাল। ব্যান্ড ভাংলেও তো উনার গান গাইতে বাধা নাই। উনি সলো ২০০+ গান গেয়েছেন আর্কের বাহিরে।
এখন অনেক পরে ২০০৫ এর দিকে সম্ভবত এই সোহাগ আসে। হাসান কে ব্ল্যাকমেইল করে বাজারে সোহাগকে আনা হয় হাসানের হুবুহু কপি হিসেবে। জেমসের কপিও আনা হয় যাতে কম টাকায় এদের গান বেচা যায়। কিছু সস্তা দরের গান করেছে এই সোহাগ যেগুলো চুটুল গান বলে সে সময় বিখ্যাত হয়েছে। ব্ল্যাকমেইলের কথা কেন বলছি এরা হাসান ভাই এর নাম ছবি ব্যাবহার করে এই সোহাগ ১৪ টা গানের ১৩ টা নিজে গেয়েছে কিন্তু মাঝে বা একদম শেষে ১টা হাসান ভাই এর গান রেখেছে। মানুষ নকল কন্ঠকে হাসান ভেবে এর গান শুনেছে।
আপনি আর্কের সাথে সোহাগের চিপ সব গানকে মিলিয়ে ফেললেন সত্যি অবাক হলাম। এই ২০২৪ সালে এসে কোনটি আর্কের কোনটি এই সোহাগের তা না বোঝার কোনই কারন থাকতে পারে না ভাই।
দাদা আমারও সেইম কাহিনি ছিল
90 দশকের ছেলে মেয়েরা আপনাকে কখনো ভুলবে না। সোহাগ ভাই!!
90 r pore or gan beshi ber hoica.
সোহাগ ভাই একজন ভদ্র মানুষ।
উনার মন-মানসিকতা অনেক ভালো।
এটা আমার গুরু
Thik bolchen. Amar. Sathe onar.. Kotha. Hoica.. Abog... Akhon o. Kotha. Hoy.
সহমত
right matir manush
সত্যি সোহাগ ভাইয়ের কোনো খারাপ বাজে গান নাই
আমি ইরাকে থাকি প্রতি দিন ১ ঘন্টা করে সোহাগ ও আসিফ ভাইয়ের গান শুনি। খুব ভালো লাগে সোহাগ ভাইয়ের গান।।।।
ইরাকে কোন জাগায় আচো
@@আকাশছোঁয়াভালোবাসা-ঢ৯ষ নাছরিয়া
@@WahidLifesGood আমি দেয়ালে আল জুদাই দা আঁচি
good
নামাজ কালাম কালাম কি করেন আপনি ভাই
আমার জন্মভুমি সাথক্ষীরা,,,,সোহাগ ভাই আমাদের গর্ব
আমি কোনো শিল্পীকে এতো সুন্দর কথাবলে দেখিনি
৯০ দশকের কোন সোহাগ ভাইয়ের ফ্যান কেউ আছেন?
নাই
আছি
আছি।
আছি
Yes , from India - amader gayuilla bhasha ta k ato real rocking style a gawa kuno singer dekhi nai - he is amazing
আমি বৃহত্তর নোয়াখালীর সন্তান
কিন্তু সত্যিই সাতক্ষীরার মানুষের প্রতি সম্মান ও ভালোবাসা বেড়ে গেলো।
এবং সোহাগ ভাই সত্যিই ভদ্রলোক।
হুম
@@techmmg3059আমার বাসা সাতক্ষীরা শ্যামনগর উপজেলা সোহাগ আমার খুব প্রিয় বেষ্ট বন্ধু আমরা ছোট থেকে বন্ধু সোহাগ প্রতি সপ্তাহে ৩ দিন করে শ্যামনগর এসে আমাদের সাথে থাকে ভাই
ভাই আমি ৪০ কিলোমিটার বাই সাইকেল চালিয়ে কন্যা মন দিলানা কিনেছিলাম
শুনে খুব ভালো লাগলো ভাইয়া,,,আপনার কষ্ট সফল হয়েছে_
খুব ভালো বাল ছিড়তে পারবা
কেউ মানুক আর নাই মানুক সোহাগ বাংলা সংগীতের এক জীবন্ত কিংবদন্তী, সংগীত জগতের বিস্ময়।
কথা-বার্তা শুনলে মনে হয়না,,, গানগুলো সোহাগ ভাই গাইছেন।।। কি চমৎকার কন্ঠ।।
সোহাগ ভাই অনেক সুন্দর করে কথা বলে,ধন্যবাদ সোহাগ ভাই,,,
আমি সিলেট থেকে আমার একসময়কার প্রিয় শিল্পী এখনো আমি ওর অনে ভক্ত। দোয়া করি আরো অনেকদুর এগিয়ে যাও সোহাগ ভাই।
আমার প্রিয় শিল্পীদের মধ্যে সোহাগ ভাই একজন
আগে যেই গানটি সুপারহিট হয়েছে সেই গান গুলো টু বের করেন এবং মিউজিক ভিডিও গুলো খুব সুন্দর করে করবেন দেখবেন যে সোহাগ ভাই ছাড়া আর কোনো নাম থাকবেনা মাঠে
ওনার গলাটা আমার সবচেয়ে ভালো লাগে। নোয়াখালী সবাইর পক্ষে থেকে সোহাগ ভাইয়ার জন্য ভালোবাসা অভিরাম। ওনার আগে চার থেকে তিন বছর আগের গান গুলো আমার প্রিয় গান গুলোর মধ্য পরে। বিশেষ করে। ও পরান বন্ধুা ও লাল শাড়ি পরিয়া কন্যা এই। গানের গলা গুলোর জন্য তিনি আমার কাছে একজন বিশেষ শিল্পী।এই ভিডিও টি আমি ওনার জীবন সম্পর্কে র্চাজ দিয়ে দেখলাম। ধন্যবাদ আপনাদের ওনার মতো একজন শিল্পীকে আমাদের মাঝে তুলে ধরার জন্য। 😍😍😍😍😍
সোহাগ ভাইয়ের কন্ঠ খুব মোটা কিন্তু গান গাওয়া সময় এতো চিকুন হয় কিভাবে। ধন্যবাদ সবাইকে
Gan sikhle bujhte parben....
সোহাগের কন্ঠ মোটাই,অনুষ্ঠানের শেষে খালি গলায় গানটা শোনেন আমার আপনার মতোই স্বাভাবিক পুরুষ মানুষের গলা।কিন্তু হাসানকে কপি করতে গিয়ে সাউন্ড সিস্টেমে কিছু কারসাজি করা হয়েছে এটা আমার বিশ্বাস।কারন হাসানের কন্ঠ জন্মগত চিকন এবং মিহি,কিন্তু সোহাগের কন্ঠ মোটেই জন্মগত নয়। সোহাগের কন্ঠ মোটা এবং চিকন করার চেষ্টা করা হয়েছে,যা আমরা রেকর্ডিং সাউন্ড সিস্টেমেও পাই।
@@durjoymree9312 আপনি সরাসরি তার শো দেখবেন। তারপর বুঝবেন৷
এখন যে শিল্পী উনারা আসে এসে দুই একটা সুপারহিট গান গায় তারপর হারিয়ে যায় পুরাতন যারা আছে তারা থাকবে আমাদের রিদয়ে
আমার প্রিয় শিল্পি সোহাগ ভাইয়া,,একদম সাদা সহজ সরল মানুষ
আজকে নিয়ে পোগ্রাম টা ৫ বার দেখলাম।
অনেক সুন্দর কথা এবং ভদ্র আচার আচরণে আমাকে মুগ্ধ করেছে এবং লাল সাড়ি রক্তের সাথে জড়িয়ে গেছে এবং এটা ডিপ্রেশনের মহা ঔষধ প্রতিদিন শুনা হয় গানটা। শুভকামনা রইল এই লিভিং লিজেন্ডর জন্য।
ধন্যবাদ ব্লু ড্রিম চ্যানেলকে আমার ছোটবেলার শিল্পীকে দর্শন করানোর জন্য ❤
ভাইয়া আমি সোহাগের সব গান শুনছি খুব সুন্দর হইছে (বেরি নাইছ)
Same
এক সময় গেছে আমার। সোহাগ ভাইয়ের কেছেট কিনতে ডিলারের দোকানে গিয়া বোইসা থাকতাম। কখন আসবে নোতুন এলবাম। প্রেম জুয়ারী থেকে শোরো হয়। গান শোনা।।।
সোহাগ ভাই আপনি আবার গান করেন
সোহাগ ভাইয়ের গান অমৃত😆। যত শুনি তত ভালো লাগে। সোহাগ ভাইয়ের কন্ঠে যে গান শুনি সে গানই ভালো লাগে,সোহাগ ভাইয়ের কাছে একটা অনুরোধ, পুরাতন হিট গান গুলো নতুন ভাবে দেখানোর।
অসাধারণ একজন জনপ্রিয় শিল্পী সোহাগ ভাই আমাদের গর্ব সোহাগ কে নিয়ে ধন্যবাদ প্রিয় সোহাগ
ভাই আমি এবং আমরা কিন্তু সোহাগ ভাইকে এখনো চিনি এবং পুড়নো সেই গান গুলো শুনি ২০০৭ থেকে শুরু করে ২০১৩ পর্যন্ত সোহাগ ভাইয়ের অনেক সিডি কিনেছে আমি তার কারন বক্ত ছিলাম উনার এখনো আছি. আমি এতোদিন অপেক্ষায় ছিলাম যে সোহাগ ভাইয়ের নতুন গান বের হবে কিনা সোহাগ ভাই আবার গানে ফিরবে কিনা ধন্যবাদ আপনাদের চ্যানেলকে যে সোহাগ ভাইয়ের লাল শাড়ী টু গানটি রিলিজ করেছেন এবং এই আয়োজনটি করেছেন আর চালিয়ে যান দেখবেন যে সোহাগ ভাইকে আবার চিনবে এবং সোহাগ ভাইয়ের গান শুনবে সবাই চালিয়ে যান চালিয়ে যান।
সোহাগ ভাই ধব্যবাদ
আমি ৯০ দশকের ছেলে ভাই,,, ছোট বেলা থেকে সোহাগ ভাইয়ের গান শুনে আসছি,, তখন একটা ক্যাসেট কেনার জন্য লাইন দিয়ে দাঁড়ায় থাকতাম, মিস করি সেই দিন গুলো খুব, মেকানিকাল ক্যাসেট প্লেয়ার দিয়ে অনেক কষ্ট করে গান রিভার্স করে করে শুনতাম, এখনকার ছেলেমেয়েরা এই আনন্দ কোনোদিন তারা পাবে না।
সব মিলিয়ে,,, সোহাগ ভাই একটা সাদা মনের মানুষ,,,,,
খুব ভদ্র মানুষ সোহাগ ভাই,উনার সাথে কথা বললে খুব সুন্দর করে হাসিমুখে কথা বলেন,।
যাদের ভালবাসা গ্রাম থেকে শুরু। এবং গ্রামের ভালবাসার মানুষ যখন শহরের চাকরিওলা ছেলের সাথে বিয়ে হয়ে যায় তাদের জন্য সোহাগ ভাইয়ের গান ছিলো বেচে থাকার ওষুধ 🥰🥰
সোহাগ ভাই আমার একজন প্রিয় মানুষ!
সোহাগ ভাইয়ের প্রেমের উদাহরণটা কঠিন হয়ছে
ব্লু ড্রিম কে ধন্যবাদ সোহাগ ভাই কে সুজগ করে দেওয়ার জন্য। আমি সৌদি আরব থাকি এমন কোন দিন নাই আমি আমি সোহাগ ভাই এর গান সুনি না।
how Shohag by is a singer?(konthoshilpi?) he is a legendary musician, (singer-songwriter, composer)
যশোর থেকে দেখছি, - আই, লাভ, ইউ - সোহাগ ভাই♥♥♥
আমিও
নতুন প্রযুক্তি/কথা ও শক্ত সামর্থ টিম ওয়ার্ক এটাই আমি মনে করছি আপনার কম আছে। এছারা আপনার ব্যাপারে একটা কথা না বললেই নয় আপনার টিউন কম্পোজ অসাধারন। আর হ্যা আমি আপনার কন্ঠের একজন ফ্যান।
আমি সোহাগ ভাইকে অনেক আগে থেকেই চিনি এবং কি তার গান ও শুনি
অসাধারণ একটি গান সুহাগ বাই আপনে এগিয়ে জান আমরা আচি আপনার পাশে ❤❤❤❤❤❤
অনেক অপেক্ষায় ছিলাম ওনার জীবনী জানার জন্য,,Tnks
সোহাগ ভাইয়ের গান আজীবন মানুষের মনের মধ্যে গেঁথে থাকবে 👌💯
Tnx vhai a shohag boss k live a niye asar jonno ......Omar aro new new song chai vhai apnar channel er maddome
সোহাগ ভাই এর লাইভ ভিডিও দেখানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ
ছোট বেলা থেকেই সোহাগ ভাইর গান শুনি এখনো
কন্যা মন দিলা না +রক্ত আলতা পায় +যায়রে যায় কন্যা যায় এই সিডি গুলি আমিও অনেক অনেক সেল করেছি নারায়ণগঞ্জ থেকে।
Ager silpera sara jibon manuser ontore thakbe ... r bortoman silpera 2/1 gann geay hariay jay ... boss apni amader hridoy a sara jibon thakben ..always pase aci
সোহাগ ভাইয়ের গান শোনা শুরু করেছি, ওপরান বন্ধয়া দিয়ে তার পরে থেকেই আমি একে একে সব এলব্যাম শুনেছি, ওনার
কণ্ঠ যে কতো সুন্দর আর কঠিন এটা বুঝাযাবে, ওভবে প্রেম তো মরে নাই। এই গান যদি কেহ শুনে তবে বুঝবে।
সোহাগ ভাইয়ের গান কতটা পছন্দ করি কতটা ভালবাসি তাকে এটা আসলে বোঝানো সম্ভব না প্রতিদিন কমপক্ষে একটি অ্যালবাম হলেও শুনি তার,, সত্যিই খুব মানসিক শান্তি পায় অসাধারণ কণ্ঠ এবং অসাধারণ সব গানের লিরিক্স
আপনার পছন্দের একজন শিল্পী,,, কাতার থেকে 🇧🇩
ধুর ভাই। আপনি কে? আপনাকে চিনবো কেন? আপনাকে তো ২০০৪ থেকেই চিনি। ন্যাংটা কাল কেটেছে আপনার গান শুনে। কোনটা শুনি নাই? লাল শাড়ি গানের অরিজিনাল ভার্সন এখোনো আমার কাছে আছে। ভালবাসি আগে থেকেই।
monar khotta boltacan boltacan vai!
বলার স্টাইলটা সেই!!!!
Onk Valo Lage Apnake😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰
সহাগ ভাই একটা ভাল মাষুস
# যত দিন বাঁচবো সোহাগ এর লাল শাড়ি গান কোনো দিন ভুল বোনা ❤️ আজ ও এই গান শুনে লাম খাড়া হয়ে যাই 💟
Bondhu Amar Cithi dio এই গানটা নতুন ভাবে চাই সোহাগ ভাই😎😎😎😎ইনশাআল্লাহ এই গানটা ও অনেক হিট হবে🥰🥰🥰🥰🥰
Legal vii
সোহাগ ভাইয়ের গানগুলো ছোটবেলার কথা মনে করিয়ে দেয় আমাদের ছোটবেলাকে রঙ্গিন করে দিয়েছেন।😇
Apni ba apnader sei somoyer sobaike chini vai and sunio 💖💖💖. Love you always 💖
মাইক বাজিয়ে আমরা গান শুনতাম গ্রামে পিকনিক করতাম তখন।মজা পেতাম বিনোদন পেতাম,কাজ করেন পাশে আছি।
*কে কত বছর বয়সে গান শুনেছেন❓কালজয়ী গানের প্রিয় শিল্পী রা যেন কোথায় হারিয়ে গেল, শিল্পী হারিয়ে গেলেও গান বুকে জড়িয়ে আছে লাখো, কোটি ভক্ত,,,*
7
সোহাগ ভাই আপনি এগিয়ে যান
সোহাগ ভাইয়ের সাধারণ কন্ঠ আর গানের কন্ঠ দুটোই অসাধারণ
সোহাগ ভাই,,আপনার সেই,,আগের কন্ঠ চাই,,
এটা আবার কেমন কথা,,বয়সের সাথে সাথে সব পালটে যায় তেমনি কন্ঠও পালটে গেছে,,,সেটা আবার কেমন করে ফিরে আনবে...
নতুন প্রজন্মের শিল্পীরা উঠে আসলেও 1 2 বছর পর হারিয়ে যাবে, কিন্তু সোহাগ দাদার গান আজ থেকে 20বছর পরও একইরকম অনুভূতি দেবে... সোহাগ দাদার জন্য একটা কথা যে পুরোনো গান গুলো নতুন ভিডিওর সাথে ছাড়তে পারো কিন্তু গান গুলোর সুর পরিবর্তন করলে জানিনা কতটা ভালো হবে
আপনাকে হাসানের গানটা শোনার আহবান করছি,সোহাগের চেয়ে কন্ঠে জোর এবং পাওয়ার আছে,গানও ভিন্ন ধরনের।
সোহাগ ভাইয়ের পুরাতন গান গুলো নতুন মিউজিক ভিডিওতে চাই অবশ্যই চাই এবং করতে হবে এটা দাবি এবং অনুরুদ
Love from India Kolkata ❤
সোহাগ বস বেরি নাইছ
Shohag vaier kache aro emn touching song chai vaier jonno best of luck
বাংলাদেশে যদি সোহাগের গান সবচেয়ে বেশি গান শুনে থাকে, এমন মানুষ হচ্ছে আমি । আমার চেয়ে সোহাগের গান কেউ শুনে নি।
আমার কাছে। ঐ গানটা ভালো লাগে ফুল তো ফুটেনা মনের
Lal saree 2 song ta o valo hoyce.thanks blue dream +sohag vai.
আছি আছি ভাই,, সোহাগ ভাইয়ের গান এখনো শুনি, আগামিতেও শুনবো
Sohag vai
অনেক ভালো মনমানসিকতা দেখে বুঝা যায়!!
ভাই আমরা সাতক্ষীরার ছেলেরা যে আসলেই স্মার্ট সেটার প্রমান দিয়েদিলেন
Blue Dream K Special Thanks
ধন্যবাদ সোহাগ ভাই, অাপনার নামে অামার SD কার্ডে অালাদা ফোল্ডার ছিল।১০/১২ বছর পর এখন অামাদের প্রফেশন অালাদা এখনো সময় পেলে অাপনার গান শুনি। এই রাত প্রায় দুইটা বাজে অাপনার ভিডিও দেখছি । অাপনি অামাদের হৃদয়ে রয়েছেন
Thank you so much Blue Dream shohag vaiya k amader sathe niye ashar jonno
My age 16+ my favourite singer Shohag vai ❤️
লাল শাড়ী ২ খুব ভালো লাগলো আরো গান চাই এই রাকম ভালো
ভালোবাসা অবিরাম প্রিয় সোহাগ ভাই,আমাদের সাতক্ষীরার গর্ব আপনি💝
Kon gram a basa satkhirar
অনেক সুন্দর কথা বলছে সোহাগ ভাই
Thanks shohag bai tumake dhonnobhad my favourite singer
Shohag vai amar onek onek favorite extremely talented ekjon singer 👨🎤
সোহাগ ভাইয়া ২০০২ 😘😘😘😥😥😥
কি মধুর ছিল সেই দিন গুলো ২০০৮-২০১৩❤❤
আমি শুধু উনার গানই শুনতাম কিন্তু উনাকে কখনো দেখি নাই আজ এই ভিডিওর মাধ্যমে উনাকে দেখলাম ছোটবেলার ডিভিডি প্লেয়ারের শুনা সেই সোহাগ ভাইয়ের গান আজও ভুলতে পারি না।
ভাই আপনার সব গান আমার ভালো লাগে
সোহাগ ভাই একজন গুণী শিল্পী
খুব ভালো একজন পারফর্মার ❤
কোথা থেকে শুরু করবো বুঝতে পারছিনা,,,,
ভাই আমি ছেট বেলা থেকে আপনার গান ফিতা ক্যসেটে সুনে বরো হইলাম এখন কার পোলাপআইন কি আজাইরা গান শুনে!
ভাই আপনার এখনো বেস কয়েক টা গান মিউজিক প্লেয়ারে আছে,, কন্যা মনতো দিলানা,ফুলটো ফোটেনা, দিঘির জলে, ও বন্ধু রে,কন্যার চোখে বন্যা রে,আরো বেস কয়েক টা গান আমার খুবি ভালো লাগে ।।
গান গুলি আবার নেটে আপলোড দেয়ার জন্ন ধন্যবাদ গান গুলি প্রান ফিরে পেয়েছে। দেশে ইনটারনেট আসার পর অনেক খুজেছি গান গুলি পাইনি হাচান বস এর অনেক গান আমার পছন্দ নেটে ইদানিং পাওয়া জাইতেছে। নতুন এলবাম বের করেন না কেনো কতো না আলতু ফালতু ভাইরাল হইয়া ভাইরাস হইয়া মরা জাইতেছে। আপনি কি গান ছাইরা দিছেন ভাই মনে হই না কমেন্ট এর রিপ্লে আসবো
তারপরো আসা রাখি খুব তারাতারি নতুল গান বের হোক লকডাউন শেস🗿🙂🤔☝️✌️😷
প্রিয় একটা কন্ঠ এই সোহাগ ভাইর 💛 ছোট বেলার সোনালী সময় কাটাইছি সোহাগ ভাই আর হাসান ভাইর গান শুইনা 💛 পাশে আছি ভাই 🥰 অনেক অনেক দো'আ ও শুভ কামনা রইল প্রিয় ভাইর প্রতি
Porosnno gulo kub sundar hoyche
লালশারি গান খুব ভালো হয়েছে সোহাগ ভাই তুমি সেরা
অসাধারণ একটি গান ভাই এগিয়ে যাও তুমি তোমার পিছনে আছি আমরা
ছুট বেলায় সুহাগ ভাইয়ের গানই বেশি শুনেছি। আমার খুবই প্রিয় শিল্পী। প্রবাসে এসেও ইউটিউবে যখনই ডুকি উনার একটি গান না শুনে বের হইনা। শুভ কামনা রইলো বস।
প্রেমের explain টা দারুণ ছিলো ভাই
নতুন প্রজন্মের কাছে এখনো অপরিচিত সোহাগ ভাই 👌
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ,,,উনার জীবনী আমি ১৯ বছর খুজতাছি,,,উনি আমার জান
আমিও ভাই same ❤❤❤❤❤❤🖤🖤🖤🖤🖤
লাল শাড়ি 1 এর মতো 3 নাম্বার পারট ভের করা হোক।