আমিও একসময় ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করতাম। একটা কোম্পানিতে পাঁচটা বছর চাকরি করে DM পর্যন্ত হয়েছিল। মানুষের অপমান চক্রান্ত সইতে না পেরে শেষমেষ চাকরিটা ছেড়ে দিলাম। তখন বাবা ছিল অনেক সাহায্য সহযোগিতা উৎসাহ দিয়েছিলেন আমার বাবা। আজ বাবা নেই অনেক স্মৃতি মনে পড়ে গেল। অবশেষে অনেক অনেক ধন্যবাদ যারা এই নাটকের সাথে অভিনয় করেছেন লিখেছেন সকলকে অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা নাটক আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সত্যি অসাধারণ।
#জামাল_হুসেন ভাই কে অনেক অনেক ধন্যবাদ নতুন বছরে এত সুন্দর একটি নাটক উপহার হিসেবে দেওয়ার জন্য ❤️🙏🙏 -ওরা করা যারা আমার মতোন Boss কে খুব ভালোবাসেন ❤️🇮🇳 কই বসের fan রা সারা দেন..👍🖐️
কাউকে অবহেলা করা ঠিক না... স্বয়ং ভগবান ছাড়া কেউ জানেন না, কখন,কাকে,কোন-সময় লাগবে। একটা খারাপ কথাও মানুষকে চিরদিন মনে করায় কেউ একজন খারাপ ব্যবহার করেছিলো ৫ বছর আগে। সবাইকে সম্মান করা উচিৎ..... ভালো লাগলো নাটকটা❤❤😇
এই নাটকটা একটু ভিন্ন ধরনের,কিন্তু খুবই সুন্দর হয়েছে।মেহেজাবীন আপুর অভিনয় ভীষণ ভালো লাগলো।বাস্তব জীবনের সাথে সম্পূর্ণ মিল(কলকাতা থেকে)।নতুন বছরে নতুন উপহার,ধন্যবাদ।
আমিও প্রায় নিজেকে গড়ে তোলার স্বপ্ন হারিয়ে ফেলেছিলাম। কিন্তু নাটকটা দেখে আবারও নিজেকে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূর। সবার প্রতি অবিরাম ভালবাসা যারা নাটকটা তৈরির পেছনে কাজ করেছেন। এবং ধন্যবাদ।
অসাধারণ নাটক ।এই নাটক থেকে এটা বুঝতে পারলাম কোন কাজ ছোট না। আর কখনো হাল ছাড়া যাবেনা। বারবার পড়ে যাব কিন্তু আবার নিজেকে উঠে দাঁড়াতে হবে। তাহলে একদিন না একদিন সাফল্য অর্জন করতে পারব ।সর্বশেষ আফরান নিশু ভাইয়ের প্রতি ভালবাসা রইল।
নাটকটিতে আমাদের সমাজের আমাদের মতো মধ্যবিত্তদের জীবনের বাস্তব গল্প গুলো তুলে ধরা হয়েছে,,,,ধন্যবাদ এই নাটকের পরিচালকসহ সকলকে,,,নাটকটি এতোটাই হৃদয়স্পর্শী ছিলো যে কখন যে দুচোখ দিয়ে অঝোরে পানি ঝড়েছে কিছুই বুঝতে পারিনি।।।আসলে যে যার যার জায়গা থেকে জীবনে বেচে থাকার জন্য যুদ্ধ সংগ্রাম করে যাচ্ছে।।।।
নাটক জীবনের আয়না। জীবনের কথা বলার জন্য ই নাটক ।এই নাটক অসাধারণ এক নাটক। অসাধারণ নাটক অসাধারণ অসম্ভব মেহু আপুর সহজ সরল অভিনয় ছাড়া।।মেহু আপুর জন্য অফুরন্ত ভালবাসা।♥️♥️♥️♥️
মনটা ছুয়ে দিয়ে গেল.... বাংলা নাটক এই জন্যই হয়তো এতোটা জনপ্রিয়.... ভালোবাসা থাকলো সবার জন্য যারা এমন অসম্ভব সুন্দর নাটক তৈরীরে কেমেরার সামনে ও পিছনে থেকে কাজ করেছেন.... সবার জন্য শুভ কামনা ও ভালোবাসা.....
নিশো ভাইয়ার অভিনয় দেখে আমি মুগ্ধ হয়ে ভাবি এতো সাবলীল অভিনয় কি করে করেন। এ এক ঈশ্বর দত্ত ক্ষমতা। ওনার অভিব্যক্তি, চোখের চাউনি ভাবা যায় না। আর তেমনি বোন মেহজাবিন। কাকে ছেড়ে কাকে নিয়ে বলবো!? They are made for each other💯. অনেক অনেক শুভেচ্ছা আর ভালবাসা রইলো আপনাদের জন্য।
নিশোদা এবং মেহেজাবিন কে অনেক ভালোবাসা❤️ এই জুটির নাটকের আমি অন্ধ ভক্ত কলকাতা থেকে 🇮🇳 বেশ কয়েক মাস পর মানে ঈদের নাটকের পর এই নিউ ইয়ারে এই জুটির নাটক দেখতে পেলাম.. শিক্ষনীয় এবং বাস্তবধর্মী একটি নাটক.. আসলেই কোনো কাজ ছোট নয়.. ছোট দৃষ্টিভঙ্গি তো তাদের যারা কোনো কাজকে ছোটো বলে.. যে কোনো মানুষের সফলতার পিছনের গল্পটা কষ্টদায়কই হয়.. কষ্ট করলে তবেই কেষ্ট মেলে
ঠিক যেনো নিজ জীবনের কিছু অংশ এ নাটকে খুঁজে পেলাম। তবে হেরে যেতে শিখিনি। সব কিছুকে অভিজ্ঞতা মনে করে সব পেছনে ফেলে শুধু এগিয়েছি।তাই আজ আমি প্রতিষ্ঠিত। আমার স্যার একদিন এ ভাবে আমাকে বলেছিল,উৎসাহ দিয়েছিল। আলহামদুলিল্লাহ।
প্রথমে পরিচালকের প্রতি আমার অত্যন্ত কৃতজ্ঞতা এত সুন্দর এবং শিক্ষনীয় নাটক উপহার দেওয়ার জন্য। আসলে কোন কাজকেই ছোট করে কিংবা কোন মানুষকে ছোট করে দেখার , কোন মানুষের অধিকার নেই। বাংলাদেশের প্রতিটা মানুষ হ্যাপি এন্ডিং দেখতে চায়। সেই জায়গায় হ্যাপি এন্ডিং না করে আপনি সমাপ্ত দিয়া দিলেন ? পরিচালকের প্রতি অনুরোধ হ্যাপি এন্ডিং দেওয়ার জন্য টু পার্ট চাই।
প্রত্যেকটা মেয়ের জীবন ই এভাবে সংগ্রাম করে চলতে হয়,,আর এভাবেই বাবা মায়ের মুখে হাসি ফোটাতে মানুষের দরজায় দরজায় ছুটতে হয়,, অসাধারণ একটি নাটক,, বাস্তবতার এক অনান্য উদাহরণ।
নাটক টা দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি অনেক বাস্তবতার সাথে মিল আছে এরকম অনেক মেয়ে কস্ট করে কাজ করে পরিবারের জন্য সবাই তাদের মূল্যায়ন করে না কোনো কাজ ছোট নয় স্যলুট মেহজাবিন আপু এবং নিশু ভাইয়া সহ সকলকে বেস্ট অফ লাক
শুধু মেয়েরা অনেক ছেলেরাও অনেক কষ্টে, স্ট্রাগল করে জীবন পার করছে। মেয়েদের বেলায় অনেকেই সিমপ্যাথি দেখায়, ছেলেদের বেলায় সেইটুকো সিমপ্যাথি ও কেউ দেখায় না। চাকুরীর ক্ষেত্রেও ছেলেদের তুলোনায় মেয়েদের চাহিদা বেশি থাকে, একি পোষ্টে দুজন প্রার্থী একজন ছেলে, একজন মেয়ে হলে মেয়েটার চাকুরী হয় ছেলেটার হয় না। এইরকম অনেক উধাহরণ আছে।
নাটকটা দেখে কান্না করে দিছি, রাস্তায় দাঁড়িয়ে রুটি খাওয়া আর ঐ সেদিনের কান্না করাটা,বুকে নাড়া দিলো চোখ থেকে পানি বের করে দিলো, কতো শতো মেয়েরা এইভাবে কষ্ট করে।
কী সুন্দর একটা নাটক দেখলাম। নিশো, মেহজবিন. চুমকি ও সেলিম এর অভিনয় চমৎকার হয়েছে। খুব ভালো লাগলো । আমি ভারত থেকে লিখছি । প্রযোজক, পরিচালক ও টিমের সবাই কে আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । লেখকেরও ধন্যবাদ প্রাপ্য কেননা তিনি ইন্সিওরেন্স এর উপকারিতা সম্পর্কে জনগণকে সজাগ করার চেষ্টা করেছেন।
মানে? এতো সুন্দরভাবে গুছিয়ে সঠিকভাবে অভিনয় কিভাবে করতে পারে এরা দুজন? 😍 এজন্যই এতো প্রিয় আমার এই দুজন। 😊❤️ Love You a Lot *Afran Nisho* 💛 *Mehazabein Chowdhury* 💜
সুধু নাটক নয়। ব্যান্ডমিউজিক ফোক সং ফোক সিনেমা মঞ্চ নাটক থিয়েটার এগুলো বাংলাদেশে অনেক ভালো হয়।যদিও সিনেমা ইন্ড্রাস্টি প্রায় ধ্বংস হয়ে গেছে।আশা করি ঘুরে দাড়াবে। তাছাড়া বাংলাদেশের কিছু সিরিয়াল বা ধারাবাহিক নাটক নাটক আছে বিশেষ করে BTV এবং হুমায়ুন আহমেদ এর।সেগুলো ও সেরা।বর্তমানে কিছু ভালো wab series ও ভালো হচ্ছে।
খুব সুন্দর গল্প, মেয়ে দের নিজের পায়ে দাঁড়াতে শেখানোর গল্প, এটাই তো দরকার, প্রথমে বাধা আসবেই,নিজে অবিচল থাকলে সব বাধা অতিক্রম করতে পারবে, বিয়ে টাই মেয়ে দের জীবন এর একমাত্র লক্ষ্য হতে পারে না, নিজের identity বানানো আর আর্থিক ভাবে স্বাধীন হওয়াটা খুব ই জরুরি, love 💕 from India
রাইট আমি ও এখন মনে করি আমরা সব মেয়েদের নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ের সিদ্ধান্ত নেয়া দরকার যদি ও কথা টা অনেক দেরিতে বুঝেছি বিয়ের ১২ টা বছর পরে বুঝতে পারলাম
আমি একজন বীমা কর্মী হিসেবে নিজেকে ধন্য মনে করি, আশা করি নাটকটা প্রত্যেক বীমা কর্মীর ভালো লাগবে। এরকম নাটক দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যেতে সক্ষম হবে।অসংখ্য ধন্যবাদ পরীচালক, আফরান নিশো ভাই এবং মেহেজাবিন আপুকে।
ভারত থেকে লিখছি । এতটুকু সময়ের মধ্যে কত বিশাল একটি বাস্তব জীবনের পথ দেখাল ।এক কথায় অসাধারন । ধন্যবাদ এই নাটকের সবাই কে বিশেয়ত মেহেজাবিন এ অপুবর ।দ। অনবদ্য অসাধারণ ।বিশেষত এইসব নাটকগুলো পরিবারের সব সদস্যের সঙ্গে দেখা য়ায় ।
নাটকটি অনেক শিক্ষণীয় এবং আমাদের একটাই মেসেজ দিয়ে গেছে কাউকে তার জীবনযুদ্ধের খারাপ সময়ে হেয় বা ছোট করা উচিত নয়। হতে পারে যাকে ছোট করে দেখছিলেন জীবনের কোনো এক দুঃসময়ে সে মানুষটিকে পাশে পাওয়া যাবে আর তার কাছেই নিজেকে উপস্থাপন করতে হবে নিজেকে ছোট মনে হবে তখন। আমরা তো জানিনা জীবনে কোন সময়ে কাকে কখন প্রয়োজন পড়ে আসুন আমরা নিজের ছোট মনমানসিকতাকে পরিবর্তন করে বৃহৎ হৃদয়ের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়তে সহয়তা করি।❤️
@@pankojbain-id4ewযে রাসুলুল্লাহ সাঃ এর বিষয়ে কথা বলেছে তার স্থান, কাল,পাত্র ভেদে কথা বলার জ্ঞান নেই -- কিন্তু আপনি যে ঘৃণা আর বিদ্বেষের বীজ হৃদয়ে ধারণ করে রাসুলুল্লাহ সাঃ সম্পর্কে কথা বলেছেন সেটা ধার্মিকতা নয়। ভালো থাকবেন
নাটকটা অন্যান্য নাটকের গল্প থেকে একটু আলাদা, ভিন্ন এবং শিক্ষনীয় ছিলো। 😊 ধন্যবাদ পরিচালক *মাসুম শাহরিয়ার* ভাইকে এরকম একটা অতিসাধারণ নাটক আমাদেরকে নতুন বছরের এই প্রিয় জুটির দ্বারা প্রথম নাটক হিসেবে উপহার দেওয়ার জন্য। 😍
অনেক সুন্দর নাটক। বীমা কর্মীদের জীবনটা সত্যি কষ্টের। ধন্যবাদ জীবনধর্মী গল্পের জন্য মাসুম শাহরিয়ারকে।গালিব ভাই (শাওনের) অভিনয় খুব সাবলিল ও অসাধারণ ছিলো। পার্ট ২ দেখতে চাই। শুভকামনা রইল।
আমরা যারা struggle করে এগিয়ে যাচ্ছি, তারা সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে শিখেগেছি, এই কাহিনী গুলো আমাদের মতো মেয়েদের জীবনের সঙ্গে মিশে আছে।❤️ From India ❤️
আমাদের সমাজে যারা একটু স্বচ্ছল অবস্থানে আছি। তারা নিজের জন্য প্রয়োজন না হইলেও এই সব বীমাকর্মীদের জন্য সাহায্য করি। নাটক টা আমার খুব ভালো লেগেছে। 👍👍 বিশেষ করে মেহজাবিন আপু'র অভিনয় টা।
খুব ভালো লাগলো। আমার প্রথম দেখা অনুপ্রেরণামূলক একটি নাটক। আসলে এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার বিষয় আছে, মেহজাবিন আপুর মত অনেকে এখান থেকে শিক্ষা নিয়ে জীবনে সফল হতে পারেন। ধন্যবাদ প্রযোজক এবং কলাকৌশলীদের।
দুর্দান্ত অভিনয়। দারুণ নাটক। গল্পের মধ্যে নতুনত্ব আছে। শেষের দৃশ্যে একটা সাসপেন্স রইলো। আমরা এর দ্বিতীয় পার্ট এর আশায় রইলাম। মেহজাবিন চৌধুরী কে এখন অসাধারণ বললেও কম বলা হয়। ওনার চরিত্র অনুযায়ী মাপা অভিনয়। অত্যন্ত সাবলীল। উনি কেন সেরা সেটা বলে দিতে হয়না। নিশো ভাই এতোটাই ভালো অভিনয় করেছেন, যে আমার মত ভক্তের অবধি ওনার ওপর রাগ হচ্ছিল, যখন উনি মেহজাবিন ম্যাম কে অপমান করলেন। প্রিয় জুটির এটা এক পুরোপুরি অন্য ধরণের কাজ। দুজনকেই 🙏❤️🙏❤️ জানাই। একটাই ভুল। Award ceremony তে ceremony বানানটা ভুল। ওটা ceremony। Ceremoney নয়। মেহজাবিন চৌধুরী ম্যামের নাটকে ইংরেজিতে ভুল বানান মানা যায় না। এই ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি ক্ষমাপ্রার্থী। কলকাতা থেকে 🇮🇳 মেহজাবিন চৌধুরী ম্যামের ভক্ত, আফরান নিশো Boss এর ভক্ত, বাংলা নাটকের গুণমুগ্ধ দর্শক ।
আমিও একসময় ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করতাম। একটা কোম্পানিতে পাঁচটা বছর চাকরি করে DM পর্যন্ত হয়েছিল। মানুষের অপমান চক্রান্ত সইতে না পেরে শেষমেষ চাকরিটা ছেড়ে দিলাম। তখন বাবা ছিল অনেক সাহায্য সহযোগিতা উৎসাহ দিয়েছিলেন আমার বাবা। আজ বাবা নেই অনেক স্মৃতি মনে পড়ে গেল। অবশেষে অনেক অনেক ধন্যবাদ যারা এই নাটকের সাথে অভিনয় করেছেন লিখেছেন সকলকে অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা নাটক আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সত্যি অসাধারণ।
আফরান নিশো এন্ড মেহেজাবিন এই দুইজনের আমি খুব পছন্দ করি😍😍
Ameo
অসম্ভব ভালো লাগলো।বয়স কোনো ব্যাপার নয় কে অনেক অনেক পেছনে ফেলে বন্ধু অনেক অনেক এগিয়ে গেছে।
মেহজাবিনের রুটি খাওয়ার দৃশ্য টা দেখতে দ্বিতীয় বার এলাম এই নাটকটা দেখতে
ইন্ডিয়া থেকে ভালোবাসা রইলো বস আমি সারাদিন বাংলাদেশের নাটক আর বাংলাদেশকে খুব ভালবাসি আরফান নিশো নাটক সত্যিই খুব সুন্দর
#জামাল_হুসেন ভাই কে অনেক অনেক ধন্যবাদ নতুন বছরে এত সুন্দর একটি নাটক উপহার হিসেবে দেওয়ার জন্য ❤️🙏🙏
-ওরা করা যারা আমার মতোন Boss কে খুব ভালোবাসেন ❤️🇮🇳
কই বসের fan রা সারা দেন..👍🖐️
Natok er kotha sposto na ... kotha ghula clear cilo na
*নিশো-মেহু* আর কার কার প্রিয় জুটি? 😍
কাউকে অবহেলা করা ঠিক না... স্বয়ং ভগবান ছাড়া কেউ জানেন না, কখন,কাকে,কোন-সময় লাগবে। একটা খারাপ কথাও মানুষকে চিরদিন মনে করায় কেউ একজন খারাপ ব্যবহার করেছিলো ৫ বছর আগে। সবাইকে সম্মান করা উচিৎ..... ভালো লাগলো নাটকটা❤❤😇
Right vi.Jibone Jitioi badha asuk positive takte hoibe.
@@tanjumislam7685 হ্যাঁ✌🏻
Assalamualikum vi kmn asen
নাটকের শেষটা যে এমন হবে কোনোদিন ভাবিনি।
রবি ঠাকুরের গল্পের মত শেষ হয়েও হইলো না শেষ।
এই নাটকটা একটু ভিন্ন ধরনের,কিন্তু খুবই সুন্দর হয়েছে।মেহেজাবীন আপুর অভিনয় ভীষণ ভালো লাগলো।বাস্তব জীবনের সাথে সম্পূর্ণ মিল(কলকাতা থেকে)।নতুন বছরে নতুন উপহার,ধন্যবাদ।
নিজের অজান্তেই চোখে পানি
চলে আসলো 😢😢
কি নিখুঁত মেহজাবীন এর অভিনয়
আর কত বাস্তবতা সম্পন্ন একটা গল্প।
আল্লাহ সবাইকে নিজ নিজ
কর্মস্থলে সফলতা দান করুক।🤎🤎
Thanks bhaiya
Amin
আপনি সুরা আননুরের ৩০-৩১ আয়াত পড়ে দেখুন। আল্লাহ কি চান জানুন।
আমিন
Assalamualikum vi jan kmn acen
বাস্তবিক এবং আদর্শ.🥰 পূর্ণতা দিয়েছে মেহজাবীনের অসাধারণ ও অতুলনীয় অভিনয় এবং নিশোর অভিজ্ঞতা। জীবনে চলার পথে এমন নবনী পাশে পাওয়া ভাগ্যের ব্যাপার 😇
এ যেনো মেটলাইফ ইন্সুরেন্স কোম্পানীর সিস্টেম তুলে ধরা হলো।
আসলেই একটা ইন্সুরেন্স থাকা প্রতিটা মানুষের দরকার। 💜
সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর সিস্টেমটাও এরকম
Ji na met life na ata Bengal Islami life
Ar logo mogg sob dewa
And MD o
Bengal life ar MD amar uncle
But ata bolte paren insurance sector k tule Dora hoyece
@@charujahan8714 Arokom natok puro insurence sector take poriborton korbe. sokol insurence kormi ra arokom natok paye gorbo bod kore
Ji right
আমিও প্রায় নিজেকে গড়ে তোলার স্বপ্ন হারিয়ে ফেলেছিলাম। কিন্তু নাটকটা দেখে আবারও নিজেকে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূর।
সবার প্রতি অবিরাম ভালবাসা যারা নাটকটা তৈরির পেছনে কাজ করেছেন।
এবং ধন্যবাদ।
ua-cam.com/video/pACtMyQVAJU/v-deo.html
💚💙💜
🖤💚💙💜
❤️❤️❤️
নিশো-মেহজাবিন জুটি প্রতিবছর এভাবেই একেকটি মাস্টারপিস দিয়ে যাবে। 😍😍😍
অসাধারণ নাটক ।এই নাটক থেকে এটা বুঝতে পারলাম কোন কাজ ছোট না। আর কখনো হাল ছাড়া যাবেনা। বারবার পড়ে যাব কিন্তু আবার নিজেকে উঠে দাঁড়াতে হবে। তাহলে একদিন না একদিন সাফল্য অর্জন করতে পারব ।সর্বশেষ আফরান নিশু ভাইয়ের প্রতি ভালবাসা রইল।
আমি আমার লাইফে যতগুলো নাট্য অভিনেত্রী দেখেছি, মেহজাবিন আপুর অভিনয়ই আমার হৃদয় জুড়ে জায়গা করে নিয়েছে।।।❤️❤️❤️
নোসরাত ইমরোজ তিশার অভিনীত নাটক গুলো মনে হয় আপনার দেখা হইনাই
To akta insurance kora dorkar ace naki
অভিনয় নাকি চেহারা, সত্য বলার সাহসটাই নেই।
মেহজাবীন এর অভিনয় টা সত্যিই বাস্তব মনে হচ্ছিলো।
শেষ হয়েও হয়লো না শেষ। দ্বিতীয় পর্ব চাই। আমার প্রিয় জুটি🥰🥰
"আপনার অপমানটা আমার গাঁয়ে মাখলে আমার পেটও ভরবেনা,জীবনও চলবেনা"
বেস্ট লাইন
নিশো ভাইয়ের ভক্তরা কই নতুন বছরে অসাধারণ একটি নতুন নাটক আসুন সবাই দেখি।
Vai sound hoccena kano..??
আমি রেডি
ধন্যবাদ ভাইয়া
সাথে সোনালী লাইফে বীমা করি।
অসাধারণ একটা নাটক। বছরের প্রথমই চোখের পানি ঝরিয়ে দিল
Just simply Darun.
Siliguri, Bharot.
আফরান নিশো আর মেহেজাবীনের নাটক আসলেই অনেক ভালো লাগে
মেহজাবিন আপুর অবিনয়টা সেই হইছে মাশা আল্লাহ 👌👌👌👌👌
আজ থেকে আমি মেহজাবিন আপুর বক্ত হয়ে গেলাম আপনার সব নাটক দেখবো ইনশা আল্লাহ 💚💚💚
মেহজাবিনের এমন কোন নাটক নাই যে আমি দেখি নাই আমার পছন্দের অভিনেএী মেহজাবিন ♥♥♥
এটা সবার দেখা উচিৎ । আমার মনে হয়। এটা একটা মানুষের জীবন বদলে দিতে পারে। আমার কাছে এটা মনে হয়।
এবং অনেক অনেক ধন্যবাদ জানায়। যারা এটা তৈরি করেছে।তাদের প্রতি অনেক অনেক শুভ কামনা রইলো এবং দোয়া।
Bal
অসাধারণ & বাস্তব ধর্মী গল্প...
মেহু & নিশো ভাইয়ের অভিনয় অসম্ভব সুন্দর হয়েছে...
বাস্তবধর্মী একটি নাটক ছিলো।বরাবরের মতো এবারও নিশো ভাই অার মেহু অাপু সুন্দর নাটক উপহার দিয়েছে।
নাটকটিতে আমাদের সমাজের আমাদের মতো মধ্যবিত্তদের জীবনের বাস্তব গল্প গুলো তুলে ধরা হয়েছে,,,,ধন্যবাদ এই নাটকের পরিচালকসহ সকলকে,,,নাটকটি এতোটাই হৃদয়স্পর্শী ছিলো যে কখন যে দুচোখ দিয়ে অঝোরে পানি ঝড়েছে কিছুই বুঝতে পারিনি।।।আসলে যে যার যার জায়গা থেকে জীবনে বেচে থাকার জন্য যুদ্ধ সংগ্রাম করে যাচ্ছে।।।।
Right
অনেকের জীবনের বাস্তবতা এ নাটকে তুলে ধরা হয়েছে
😢😢😢
🖤💙💜💚
Woo
Khub valo laglo,mehzaben er tulona hoy na.
সুন্দর নাটক দেখলাম । নিশো , angry young man , অপূর্ব লাগলো শুভেচ্ছা রইলো ।
সুন্দর উপস্থাপনা। এখানে মেহজাবীন অসাধারণ অভিনয় করেছেন। আমার প্রিয় অভিনেত্রী।❤️❤️
নাটক জীবনের আয়না। জীবনের কথা বলার জন্য ই নাটক ।এই নাটক অসাধারণ এক নাটক। অসাধারণ নাটক অসাধারণ অসম্ভব মেহু আপুর সহজ সরল অভিনয় ছাড়া।।মেহু আপুর জন্য অফুরন্ত ভালবাসা।♥️♥️♥️♥️
মনটা ছুয়ে দিয়ে গেল....
বাংলা নাটক এই জন্যই হয়তো এতোটা জনপ্রিয়....
ভালোবাসা থাকলো সবার জন্য যারা এমন অসম্ভব সুন্দর নাটক তৈরীরে কেমেরার সামনে ও পিছনে থেকে কাজ করেছেন....
সবার জন্য শুভ কামনা ও ভালোবাসা.....
নিশো ভাইয়ার অভিনয় দেখে আমি মুগ্ধ হয়ে ভাবি এতো সাবলীল অভিনয় কি করে করেন। এ এক ঈশ্বর দত্ত ক্ষমতা। ওনার অভিব্যক্তি, চোখের চাউনি ভাবা যায় না। আর তেমনি বোন মেহজাবিন। কাকে ছেড়ে কাকে নিয়ে বলবো!? They are made for each other💯.
অনেক অনেক শুভেচ্ছা আর ভালবাসা রইলো আপনাদের জন্য।
নিশোদা এবং মেহেজাবিন কে অনেক ভালোবাসা❤️ এই জুটির নাটকের আমি অন্ধ ভক্ত কলকাতা থেকে 🇮🇳 বেশ কয়েক মাস পর মানে ঈদের নাটকের পর এই নিউ ইয়ারে এই জুটির নাটক দেখতে পেলাম.. শিক্ষনীয় এবং বাস্তবধর্মী একটি নাটক.. আসলেই কোনো কাজ ছোট নয়.. ছোট দৃষ্টিভঙ্গি তো তাদের যারা কোনো কাজকে ছোটো বলে.. যে কোনো মানুষের সফলতার পিছনের গল্পটা কষ্টদায়কই হয়.. কষ্ট করলে তবেই কেষ্ট মেলে
🖤💚💙💜
To akta insurance kora dorkar ace api
ঠিক যেনো নিজ জীবনের কিছু অংশ এ নাটকে খুঁজে পেলাম। তবে হেরে যেতে শিখিনি। সব কিছুকে অভিজ্ঞতা মনে করে সব পেছনে ফেলে শুধু এগিয়েছি।তাই আজ আমি প্রতিষ্ঠিত। আমার স্যার একদিন এ ভাবে আমাকে বলেছিল,উৎসাহ দিয়েছিল। আলহামদুলিল্লাহ।
প্রথমে পরিচালকের প্রতি আমার অত্যন্ত কৃতজ্ঞতা এত সুন্দর এবং শিক্ষনীয় নাটক উপহার দেওয়ার জন্য। আসলে কোন কাজকেই ছোট করে কিংবা কোন মানুষকে ছোট করে দেখার , কোন মানুষের অধিকার নেই। বাংলাদেশের প্রতিটা মানুষ হ্যাপি এন্ডিং দেখতে চায়। সেই জায়গায় হ্যাপি এন্ডিং না করে আপনি সমাপ্ত দিয়া দিলেন ? পরিচালকের প্রতি অনুরোধ হ্যাপি এন্ডিং দেওয়ার জন্য টু পার্ট চাই।
এত সুন্দর নাটক আমাদের দেশে তৈরি হয় ! অসম্ভব ভালো লাগলো । কি অসাধারণ স্ক্রিপ্ট , ডায়লগ !
"আপনার অপমানটা আমার গাঁয়ে মাখলে পেট ভরবে না, জীবনও চলবে না" 💚
আপনার অপমানটা আমার গাঁয়ে মাখলে পেট ভরবে না,জীবন ও চলবে না।
Right
💚💜💙
"আপনার অপমানটা আমার গাঁয়ে মাখলে আমার পেট ভরবে নাহ!
জীবন ও চলবে নাহ"
চরম বাস্তব কথা!
natok ta onek sondor chilo
এই নাটকে বিশেষ করে *মেহজাবীন* আপুর অভিনয়গুলো আমার অনেক ভালো লেগেছে। 😍
কিভাবে এতোটা Smoothly অভিনয় করতে পারেন মেহু আপু? 😮
প্রত্যেকটা মেয়ের জীবন ই এভাবে সংগ্রাম করে চলতে হয়,,আর এভাবেই বাবা মায়ের মুখে হাসি ফোটাতে মানুষের দরজায় দরজায় ছুটতে হয়,, অসাধারণ একটি নাটক,, বাস্তবতার এক অনান্য উদাহরণ।
এটা শুধু মেয়ে না ছেলেরা পরিবার জন্য অনেক কিছু করে। সত্যি একটায় কোন মেয়ে কে সব কিছু না জেনে মন্তব্য করা টিক না।
ছেলেরা তো কষ্ট করেই সেটা সবাই জানে,, কিন্তু এনজিও নির্ভর কাজগুলোতে মেয়েদের এভাবে মানুষের দুয়ারে দুয়ারে দৌড়াতে হয়,,আর সেটাই আমি অনুভব করছি,,
@@sohelraj6001 ua-cam.com/video/Xp4TaD0uQmw/v-deo.html
@@musaddiqbillah4005 ua-cam.com/video/Xp4TaD0uQmw/v-deo.html
নাটকের শেষ টা এরকম হবে ভাবিনী।এটার কি দ্বিতীয় পাট বের হবে?কারো জানা থাকলে বলবেন।
আমাদের বন্ধুত্ব আনলিমিটেড রিচার্জের মতন😇
এর ভ্যালিডিটি কখনো শেষ হবে না🤙😘
শহীদুজ্জামান সেলিম স্যারকে দেখে অনেক ভালো লাগল। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জুটি হলো, নিশো ভাইয়া+মেহজাবিন আপু।💖💖💖💖💖💖
আমার দেখা নাটকের মধ্যে "বন্ধু " নাটকটি ছিল বেস্ট। এক কথায় অসাধারণ। বিশেষ করে মেহু আপুর অভিনয়টা অসম্ভব সুন্দর ছিল।।❤️❤️❤️❤️
Tnx
অসাধারণ একটা নাটক।
Wowo
নাটক টা দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি অনেক বাস্তবতার সাথে মিল আছে এরকম অনেক মেয়ে কস্ট করে কাজ করে পরিবারের জন্য সবাই তাদের মূল্যায়ন করে না কোনো কাজ ছোট নয় স্যলুট মেহজাবিন আপু এবং নিশু ভাইয়া সহ সকলকে বেস্ট অফ লাক
শুধু মেয়েরা অনেক ছেলেরাও অনেক কষ্টে, স্ট্রাগল করে জীবন পার করছে। মেয়েদের বেলায় অনেকেই সিমপ্যাথি দেখায়, ছেলেদের বেলায় সেইটুকো সিমপ্যাথি ও কেউ দেখায় না। চাকুরীর ক্ষেত্রেও ছেলেদের তুলোনায় মেয়েদের চাহিদা বেশি থাকে, একি পোষ্টে দুজন প্রার্থী একজন ছেলে, একজন মেয়ে হলে মেয়েটার চাকুরী হয় ছেলেটার হয় না। এইরকম অনেক উধাহরণ আছে।
'বিমা বন্ধু'......really great!
খুবই সুন্দর এবং বাস্তবধর্মী একটি নাটক , পরিচালক অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীদের অনেক অনেক ধন্যবাদ ।
বাংলা নাটকের এক অনন্য সম্পদের নাম মেহজাবিন।
দেখিনি তবে আমিও অপেক্ষায় ছিলাম..সব চেয়ে বড় কথা নিশো ভায়ের প্রায় সব নাটকের গল্প চরিত্র অভিনয় অনেক ভাল হয়..nisho is best
Voice nai eta te sudu ki sur iii
নাটকটা দেখে কান্না করে দিছি, রাস্তায় দাঁড়িয়ে রুটি খাওয়া আর ঐ সেদিনের কান্না করাটা,বুকে নাড়া দিলো চোখ থেকে পানি বের করে দিলো, কতো শতো মেয়েরা এইভাবে কষ্ট করে।
apni thik bolchen
Khob balo lagse natokta
Life is not a bed of roses....
Salute janai tader jara potiniyoto jiboner sathe songram korca
তানজিনা নামের সব মেয়েদের মনে হয় হুদাই কান্না আসে, আমার মত 🤧
কী সুন্দর একটা নাটক দেখলাম। নিশো, মেহজবিন. চুমকি ও সেলিম এর অভিনয় চমৎকার হয়েছে। খুব ভালো লাগলো । আমি ভারত থেকে লিখছি । প্রযোজক, পরিচালক ও টিমের সবাই কে আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । লেখকেরও ধন্যবাদ প্রাপ্য কেননা তিনি ইন্সিওরেন্স এর উপকারিতা সম্পর্কে জনগণকে সজাগ করার চেষ্টা করেছেন।
- মানুষ আস্তে আস্তে যতোই বুঝতে শুরু করে,😊
- ততোই সে একা থাকতে পছন্দ করে!😊🌸
right
বাস্তব সত্য। আমি এটাই বিশ্বাস করি
Right 100%
right
@@shhainshhain7370 ua-cam.com/video/Xp4TaD0uQmw/v-deo.html
মানে? এতো সুন্দরভাবে গুছিয়ে সঠিকভাবে অভিনয় কিভাবে করতে পারে এরা দুজন? 😍
এজন্যই এতো প্রিয় আমার এই দুজন। 😊❤️
Love You a Lot *Afran Nisho* 💛
*Mehazabein Chowdhury* 💜
নিশো ভাইয়ের নাটক গুলো অনেক ইন্টারেস্টিং হয় চমৎকার ভাই
অসাধারণ অভিনয় করেছেন সবাই কখনো হাসলাম কখনো কাঁদলাম আমার দৃষ্টিতে এটাই হবে ২০২২ সালের সেরা অভিনয় বিশেস করে মেহজাবিনের
নাটকটা সত্যি অসাধারণ ছিলো। মেহেজাবিন আপুর অভিনয় সত্যি অসাধারণ লেগেছে। একজন সংগ্রামী নারীর গল্প। সত্যি অসাধারণ ছিলো নাটকটা।। 👍👍👍👌👌👌💝💖💝💖💝💖💝💖
জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ভাইয়ের নতুন নাটক দেখার অপেক্ষায় থাকি সবসময় 🤗🤗🤗🤗🤗🤗😊😊😊
অনেক দিন পর আসলেই পারফেক্ট অনেস্ট জুটি বেঁধে অসাধারণ দৃষ্টিনন্দন চমৎকার অভিনয় করেছেন আফরান নিশো ভাই এবং মেহজাবিন চৌধুরী আপু
ধন্যবাদ 💜🇧🇩🖤
পৃথিবীতে সবাই নিজের মতো করে যুদ্ধ করছে কথাটা একদমই ঠিক।
এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য চির কৃতজ্ঞতা প্রকাশ করছি।এতো সুন্দর বাস্তব মুখি নাটক এর আগে দেখা হয়নি।অভিনন্দন পুরো টিমকে।
❤️❤️❤️❤️❤️
মনটাই ভালো হয়ে গেছে । বাংলাদেশ তুমি নাটকের জন্য রাজা love from India
সুধু নাটক নয়।
ব্যান্ডমিউজিক
ফোক সং
ফোক সিনেমা
মঞ্চ নাটক
থিয়েটার
এগুলো বাংলাদেশে অনেক ভালো হয়।যদিও সিনেমা ইন্ড্রাস্টি প্রায় ধ্বংস হয়ে গেছে।আশা করি ঘুরে দাড়াবে।
তাছাড়া বাংলাদেশের কিছু সিরিয়াল বা ধারাবাহিক নাটক নাটক আছে বিশেষ করে BTV এবং হুমায়ুন আহমেদ এর।সেগুলো ও সেরা।বর্তমানে কিছু ভালো wab series ও ভালো হচ্ছে।
অসাধারণ অভিনয় করেছেন মেহজাবিন। আর নাটকের পটভূমি ছিলো খুবই সুন্দর।
অসাধারণ লাগলো নাটক টি,, অনেক টা আমার জীবনের সাথে মেহু আপুর চরিত্র মিলে গেলো।
অসাধারণ,, নাটকটা
খুব সুন্দর গল্প, মেয়ে দের নিজের পায়ে দাঁড়াতে শেখানোর গল্প, এটাই তো দরকার, প্রথমে বাধা আসবেই,নিজে অবিচল থাকলে সব বাধা অতিক্রম করতে পারবে, বিয়ে টাই মেয়ে দের জীবন এর একমাত্র লক্ষ্য হতে পারে না, নিজের identity বানানো আর আর্থিক ভাবে স্বাধীন হওয়াটা খুব ই জরুরি, love 💕 from India
রাইট আমি ও এখন মনে করি আমরা সব মেয়েদের নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ের সিদ্ধান্ত নেয়া দরকার যদি ও কথা টা অনেক দেরিতে বুঝেছি বিয়ের ১২ টা বছর পরে বুঝতে পারলাম
প্রিয় *মেহু* 😍❤️
এই ইনোসেন্ট লুকেও যে কি সুন্দরী লাগছে তোমায় তা বলে বোঝাতে পারবো না। 😊
আমি একজন বীমা কর্মী হিসেবে নিজেকে ধন্য মনে করি, আশা করি নাটকটা প্রত্যেক বীমা কর্মীর ভালো লাগবে। এরকম নাটক দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যেতে সক্ষম হবে।অসংখ্য ধন্যবাদ পরীচালক, আফরান নিশো ভাই এবং মেহেজাবিন আপুকে।
আপনারা ত ধন্য হবেনই কারন দেশের হাজার হাজার মানুষ বিমার নামে রিক্ত নিশ্ব।
বীমা করা গুনাহ
@@AkAsH-gt1de না জেনে হাদিস দিবেন না। কোথায় লেখা আছে প্রমাণ সহ দেখান?
বীমা যে করে সে বুজে কি যে যন্ত্রনা।
নাটক টা ঠিক আছে কিন্তুু বীমা কোম্পানি গুলো এমন সেবা দেয় না। দিলে। জোঁখা গল্পের মত দাদন সুদের মানুষকে বাঁচতে হইতো না। ভবিষ্যৎ নিয়ে ভাবতে হইতো না।
অসাধারণ একটি নাটক , একসাথে অনেকগুলো উপাদান মিশ্রিত, শিক্ষা,, উপদেশ ,,মোটিভেট, সব ই ছিলো নাটকে।
নতুন বছরের নিশো ভাইয়ের প্রথম নাটক এটি & নাটক'টি অসম্ভব সুন্দর ♥️
অনেক কিছু শেখার মতো একটি নাটক
প্রিয় আফরান নিশো ভাই ও মেহজাবিন আপুকে অনেক ধন্যবাদ
অনেক সুন্দর নাটক
এ-ই ছোট্ট একটি নাটকে জীবনে চলার সব বিষয় বস্তুু যেইভাবে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। যা বলে শেষ করা যাবে না।ধন্যবাদ নাটকের সকল কলাকৌশলী দের।
ভারত থেকে লিখছি । এতটুকু সময়ের মধ্যে কত বিশাল একটি বাস্তব জীবনের পথ দেখাল ।এক কথায় অসাধারন । ধন্যবাদ এই নাটকের সবাই কে বিশেয়ত মেহেজাবিন এ অপুবর ।দ। অনবদ্য অসাধারণ ।বিশেষত এইসব নাটকগুলো পরিবারের সব সদস্যের সঙ্গে দেখা য়ায় ।
এই প্রথম পরিপূর্ণ ভাবে মনোযোগ দিয়ে একটা নাটক দেখলাম, আর অভাবোনীয় ভাবে মুগ্ধ হলাম
হুম...! ধন্যবাদ পরিচালকে গতানুগতিক প্রেমের কাহীনির বাহিরে গিয়ে একটা মোটিভেশনাল নাটক দেওয়ার জন্য..! অনেক কিছু শিখার আছে...!!!
নায়িকা হলে এমন হওয়ার দরকার মেহেজাবিনের মতো যে সব ধরনের চরিত্রে অভিনয় করতে পারে, গজব অভিনয় ❤️❤️
নাটকটি অনেক শিক্ষণীয় এবং আমাদের একটাই মেসেজ দিয়ে গেছে কাউকে তার জীবনযুদ্ধের খারাপ সময়ে হেয় বা ছোট করা উচিত নয়। হতে পারে যাকে ছোট করে দেখছিলেন জীবনের কোনো এক দুঃসময়ে সে মানুষটিকে পাশে পাওয়া যাবে আর তার কাছেই নিজেকে উপস্থাপন করতে হবে নিজেকে ছোট মনে হবে তখন। আমরা তো জানিনা জীবনে কোন সময়ে কাকে কখন প্রয়োজন পড়ে আসুন আমরা নিজের ছোট মনমানসিকতাকে পরিবর্তন করে বৃহৎ হৃদয়ের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়তে সহয়তা করি।❤️
আমি India থেকে বলছি আপনাদের নাটকগুলো ইন্ডিয়ার মানুষ দেখে এবং আপনাদের নাটকগুলি আমাদের অনেক ভালো লাগে।।
Thanks a lot
Thanks
ধুর মিয়া আপনি তো খাটি বাংলাদেশি ,ইন্ডিয়া মারান কেন ভাই হুদাই
I am indian ...🇮🇳
Thik kotha
নিশো ভাইয়া আর মেহজাবিন আপু সবসময় বাস্তবতা তুলে ধরে। নাটকটা সত্যি অনেক ভালো লাগলো 😊
Hi i love you
💚💙💜
P@@depression3860
অনেক অপেক্ষা করার পর প্রিয় জুটির নাটক দেখলাম আজ।সবশেষে দেখছিলাম তাদের দ্বিধা দ্বন্দ্ব নাটক টি
Love from India... Arfan da tomar acting er preme pore gechi puro.. bari te ami ar amar husband tomar dialogue gulo diyei katha boli...... ❤️❤️❤️
সত্যি অসাধারণ একটা নাটক। জীবনের চড়াই উৎরাই কাটিয়ে নিজেকে গড়ে তুলার কাহিনী।
Love you ❤️❤️❤️
@@synthyaaktar6878 Love you 2
@@synthyaaktar6878 ua-cam.com/video/Xp4TaD0uQmw/v-deo.html
অতীব বাস্তব। অতিনাটকীয়তা নেই, কল্পিত প্রেম নেই, আছে কঠিন বাস্তব। মেহজাবিন অনবদ্য। এই নাটক তারই। তাই সব প্রশংসা তাকেই দিলাম।
💙💜
Wowo
অনবদ্য।
আর কিছু নেই বলে বুঝানোর মতো।
right
নাটক দেখার অপেক্ষায় ছিলাম।। নাটকটি সুন্দর হবে।
নেতার মতো নেতা একজন-ই ছিলেন!
তিনি আর কেউ নয়,,তিনি মোদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ)❤️❤️
তুমি যদি এতই ধর্মপ্রাণ হয়ে থাক,তুমি এখানে কি কর?
নেতা না তেনা ছিল
@@pankojbain-id4ewযে রাসুলুল্লাহ সাঃ এর বিষয়ে কথা বলেছে তার স্থান, কাল,পাত্র ভেদে কথা বলার জ্ঞান নেই --
কিন্তু আপনি যে ঘৃণা আর বিদ্বেষের বীজ হৃদয়ে ধারণ করে রাসুলুল্লাহ সাঃ সম্পর্কে কথা বলেছেন সেটা ধার্মিকতা নয়।
ভালো থাকবেন
কালকে থেকে অপেক্ষায় আছি কখন নাটকটা আসবে কখন দেখবো.? অবশেষে অপেক্ষা শেষ হলো।🥰🥰
বাস্তবতা সাথে মিল এ নাটক টি!
ছোট গল্প কিন্তু রিয়েলিটি আছে মেহেযাবিনকে এর অভিনয়ে বাস্তবতায় ভরপুর।
বীমা নিয়ে অনেকের অস্পষ্ট ধারনা পরিবর্তনে খুবই সাহায্য করবে!!চমৎকার নাটক ! সবার সাবলীল অভিনয় মুগ্ধ করেছে♥️অসংখ্য ধন্যবাদ নাটকের পুরো unit কে!!
নাটকটা অন্যান্য নাটকের গল্প থেকে একটু আলাদা, ভিন্ন এবং শিক্ষনীয় ছিলো। 😊
ধন্যবাদ পরিচালক *মাসুম শাহরিয়ার* ভাইকে এরকম একটা অতিসাধারণ নাটক আমাদেরকে নতুন বছরের এই প্রিয় জুটির দ্বারা প্রথম নাটক হিসেবে উপহার দেওয়ার জন্য। 😍
Love Boss
অনেক সুন্দর নাটক। বীমা কর্মীদের জীবনটা সত্যি কষ্টের। ধন্যবাদ জীবনধর্মী গল্পের জন্য মাসুম শাহরিয়ারকে।গালিব ভাই (শাওনের) অভিনয় খুব সাবলিল ও অসাধারণ ছিলো। পার্ট ২ দেখতে চাই। শুভকামনা রইল।
@@farhananimme896 💜
একটা কথা বেষ্ট ছিল আপনার অপমান টা আমার গায়ে মাখলে পেট ও ভরবে না,, জীবন ও চলবে না ❤️❤️
আফরান নিশো ভাই আর মেহজাবীন আপুর অভিনয়টা একদম বাস্তব রিয়েল মনে হয় খুব ফিল করি...
আর কেউ এইরকম করে মনে হয় না পারবে ❤️
আমরা যারা struggle করে এগিয়ে যাচ্ছি, তারা সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে শিখেগেছি, এই কাহিনী গুলো আমাদের মতো মেয়েদের জীবনের সঙ্গে মিশে আছে।❤️ From India ❤️
মেহজাবিন ও টাকলা মুরাদের গোপন আপত্তিকর অন্তরঙ্গ ভিডিও ইউটিউবে ফাঁস। ( এক মিনিটের পর)।
ua-cam.com/video/34SOzFjzlzM/v-deo.html
ভালো বললে।
*"বন্ধু"* নাটকের ২য় পর্ব আসলে খারাপ হয় না। 😊❤️
২য় পর্বে বন্ধু হিসেবে মেহু আপু নিশো ভাইয়ের পাশে থাকবে। 😍
Yess
Avabe ses hoilo kno??😟
@@halimakhan1814 এভাবে শেষ না হলেও পারতো 😢
@@ahamedrifat2001 hmmm😥
রাইট
আমাদের সমাজে যারা একটু স্বচ্ছল অবস্থানে আছি। তারা নিজের জন্য প্রয়োজন না হইলেও এই সব বীমাকর্মীদের জন্য সাহায্য করি।
নাটক টা আমার খুব ভালো লেগেছে। 👍👍
বিশেষ করে মেহজাবিন আপু'র অভিনয় টা।
Wowo
খুব ভালো লাগলো।
আমার প্রথম দেখা অনুপ্রেরণামূলক একটি নাটক। আসলে এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার বিষয় আছে, মেহজাবিন আপুর মত অনেকে এখান থেকে শিক্ষা নিয়ে জীবনে সফল হতে পারেন।
ধন্যবাদ প্রযোজক এবং কলাকৌশলীদের।
বীমা কর্মীদের জীবনে প্রেম আর হয়ে উঠলো না। কর্মই তাদের প্রেম ও প্রেরণার উৎস।
Ami ei natok ta dui bar dekhche.Darun laglo.A Nisho fan from Mumbai India.
নাটকটি ভালো লেগেছে। কাহিনী তে বাস্তবতার ছোঁয়া ছিল।নিশো ও মেহজাবিন এর অভিনয় অসাধারণ হয়েছে।
নতুন বছরের শুরুতেই প্রিয় জুটির নাটক টা অসম্ভব সুন্দর লাগলো🥰🥀❤️ এই নাটক থেকে বাস্তব জীবনে অনেক কিছু শিখার আছে 🥰
Hammm
Thnx
প্রিয় অপু। তাইনা?🤣
@@soumitrasarkar4014 ua-cam.com/video/Xp4TaD0uQmw/v-deo.html
@@wasimahamed1241 ua-cam.com/video/Xp4TaD0uQmw/v-deo.html
দুর্দান্ত অভিনয়। দারুণ নাটক। গল্পের মধ্যে নতুনত্ব আছে। শেষের দৃশ্যে একটা সাসপেন্স রইলো। আমরা এর দ্বিতীয় পার্ট এর আশায় রইলাম।
মেহজাবিন চৌধুরী কে এখন অসাধারণ বললেও কম বলা হয়। ওনার চরিত্র অনুযায়ী মাপা অভিনয়। অত্যন্ত সাবলীল। উনি কেন সেরা সেটা বলে দিতে হয়না।
নিশো ভাই এতোটাই ভালো অভিনয় করেছেন, যে আমার মত ভক্তের অবধি ওনার ওপর রাগ হচ্ছিল, যখন উনি মেহজাবিন ম্যাম কে অপমান করলেন। প্রিয় জুটির এটা এক পুরোপুরি অন্য ধরণের কাজ। দুজনকেই 🙏❤️🙏❤️ জানাই।
একটাই ভুল। Award ceremony তে ceremony বানানটা ভুল। ওটা ceremony। Ceremoney নয়।
মেহজাবিন চৌধুরী ম্যামের নাটকে ইংরেজিতে ভুল বানান মানা যায় না। এই ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি ক্ষমাপ্রার্থী।
কলকাতা থেকে 🇮🇳
মেহজাবিন চৌধুরী ম্যামের ভক্ত,
আফরান নিশো Boss এর ভক্ত,
বাংলা নাটকের গুণমুগ্ধ দর্শক ।
নাটকটা সত্যি মন কেড়ে নিয়েছে।অনেক বড় শিক্ষনীয় গল্প । মেহজাবিনের অভিনয় অপুর্ব হয়েছে। ২য় পর্ব অবশ্যই চাই।
নতুন বছরে নতুন নাটক দেয়ার জন্য ধন্যবাদ নিশো ভাই এবং মেহেজাবিন আপু কে