সত্যি একজন ভাল মানুষ। কথাগুলো অনেক ভাল লাগলো।মনে হচ্ছে ইউরুপিয়ান কোন নেতার কথা শুনছি। একজন আদর্শ রাজনৈতিক নেতার মত সব কথাগুলো।আল্লাহ উনাকে কবুল করুন,আমিন।
ভাই সোহেল তাজ দেশের অনেক বড় অপরাধ এর সাথে জড়িত তাই রাজনীতি ছেড়ে পালিয়ে গেছে বুঝতে পেরেছে ভবিষ্যতে তার শাস্তি ভোগ করতে হবে,, একটা কথা বলি সোহেল তাজ পিলখানা সেনাবাহিনী হত্যা কান্ডে জড়িত ছিল।
@@mohammadabdulmannan595 ভাই এই কথাটার কি কোন আদোপান্ত আছে? থাকলে আমাকে জানাবেন, কারন কোন দলের জন্য না আমি ব্যক্তি গত ভাবে তাজকে পছন্দ করি, তাই আমি চাই না কোন ভূল মানুষকে পছন্দ করি
@@mohammadabdulmannan595 ভাই ভুল কথা বলবেন না।ইন্ডিয়া বা কোন দল জড়িত থাকতে পারে,কিন্তু সোহেল তাজের মতো অনেস্ট ভালো মনমানসিকতার মানুষ নোংরা রাজনীতি নোংরা কাজে জড়িত না থাকার চেষ্টা করবে।
@@mahadiislam6438 আমি গাজীপুরের বাসিন্দা, আমি একটা তথ্য জানি সোহেল তাজের বিষয়ে, আর তা হলো উনি আওয়ামীলীগের লোক হয়েও বিএনপির রাজনীতিবিদদের সাথে সম্পর্ক রাখতেন যেমন কোনো অনুষ্ঠান হলে সেখানে বিএনপির লোকদের আমন্ত্রণ করতেন। মানে উনি সব দলের সবাইকে সমান চোখে দেখতেন। উনার এসব কর্মকাণ্ড আওয়ামীলীগের উপরমহলের পছন্দ ছিলো না। এটাই সবচেয়ে বড় কারণ। বর্তমানেও এরকম একটি উদাহরণ হলো গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর আলম। দুজনেরই সেইম কেস।
@@twobrotherssrvlogs4540 হতে পারে ভাই,ও আরও অনেক কাহিনি আছে।তবে যাইহোক দলবল নির্বিশেষে পছন্দ করার মতো মানুষ সোহেল তাজ।আর তাদের মতো ভালো মনমানসিকতার মানুষরা দেশ ও দেশের মানুষকে অনেক ভালবাসে ও হিংসা বিহীন রাজনীতি করে,আর প্রত্যেকটা রাজনৈতিকদের এমনটাই হয়া উচিত।ভালো থাকুন ভাই।
সত্যি উনি একজন ভালো মানুষ।দেশের ক্ষমতা এই রকম মানুষের হাতে গেলে দেশে দূর্নীতি, চাঁদাবাজি, মানুষকে হয়রানি,অনিয়ম ব্যবস্থা সব ঠিক হয়ে যেত।বাংলাদেশের রাজনীতি এ সময়ে পুরাটাই চেঞ্জ করার দরকার।
১৯৭৫ এর ১৫ই আগস্টে বঙ্গবন্ধুকে স্ব পরিবারে হত্যার পর জাতীয় চার নেতাকেও জেলখানায় হত্যা করে। সোহেল তাজ ভাই! আপনিও জনাব তাজউদ্দীন আহমেদের সন্তান। আপনার পরিকল্পনার কথা বাংলাদেশের জনগণের অনেকেই জানেনা। মনেহয় গন অধিকার পরিষদের চেয়ারম্যান হিসাবে আপনার আসাটা উচিত ছিল।
বাংলাদেশে সোহেল তাজের মত একজন সত প্রধানমন্তীর দরকার ছিল উনার প্রতিটি কথা দেশ ও জনগনের মনে কথা। স্যালুট স্যার আপনাকে। আমি বাংলার ১৮ কোটি মানুষের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করব জনগনের কাছে এসে দলমত নির্বিশেষে জনতার পাশে দাড়ান।
আমাদের এটাই সমস্যা একটু ভালো কথা বললে তার পিছনের সব কু কৃতির কথা ভুলে যাই। আমি একজন সেনাবাহিনীর অফিসারের লাইব টকশো শুনেছি উনি সরাস্ট প্রতিমন্ত্রি থাকা কালে বিডিআর বিদ্রহের ঘটনায় উনি নাকি জড়িত ছিল। আর ওই টা থেকে বাঁচার জন্য উনি পদত্যাগ করে রাজনীতি ছেড়ে দিয়েছে।
গুরুত্বপূর্ণ কথা গুলো তুলে ধরার জন্য আপনাকে স্যালুট স্যার।। আপনার মত এমন চিন্তা ধারার মানুষের হাতে দেশটাকে তুলে দিতে না পারলে এই দেশে কখনো পরিবর্তন আসবে না।
প্রথমেই সেলুট সোহেল তাজ ভাইকে আপনার ইচ্ছা গুলো সুনে খুবই ভালো লাগলো আসলে সকল সাধারণ জনগণের মধ্যে এই রকম সুশাসন চায় আপনার মতো করেই যদি সবাই এমন ভাবে সঠিক চিন্তা ভাবনা করে তাহলে সত্যি আমাদের দেশটা একদিন বাস্তব সুনার বাংলা দেখতাম
আমাদের দুর্ভাগ্য যে সোহেল তাজের মত একজন নেতা পেয়েও হারিয়ে ফেলেছি। তবে আমি এখনো আশা করি তিনি আবার দেশের জন্য রাজনীতিতে ফিরে আসবেন। মন থেকে তাকে অনেক অনেক সম্মান করি। তার মত নেতা থাকলে দেশ অনেক আগেই উন্নতির শিখরে পৌঁছে যেত।
সোহেল তাজ খুবই ভালো মানুষ। তার বাবা ও খুবই ভালো মানুষ ছিল। কিন্তু বর্ত মানে অসৎ রাজনীতেতে তিনি সৎ নিয়ে রাজনীতি করতে পারি নিই। তার মনে খুবই দুঃখ, অনেক কষ্ট। তার মতো ভালো মানুষের রাজনীতি এদেশে খুবই দরকার। তাকে পূনরায় রাজনীতিতে আনা হোক এবং সুস্থ্য রাজনীতির চর্চ করা হোউক, গণতন্ত্রের রাজনীতি প্রয়োজন।
বাস্তবেই বাংলাদেশের জন্য এই পরিবর্তনগুলো দরকার..... তার রাষ্ট্রীয় বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতার বিভাজন খুবই প্রয়োজন..... স্যার এগিয়ে যান আপনার আদর্শ এবং বিপ্লবী চিন্তা ধারার সাথে.......
এমনই সুন্দর সুন্দর কথা বললে পটে যান বলেই দেশের এই অবস্থা । খেয়াল করুন - --- উনি নিজেও দলীয় মুক্ত হতে পারলেন না । বর্তমান অবিচারের কথা না বলে , রাতের ভোটের নিন্দা না করে , জোড়- জুলুম, ধর্ষণ, মাদক , দুর্নীতির আরো ব্যপকতা উল্লেখ না করে 14 বছর আগের BNP কি করেছিলো সেটাই বললেন বেশি --- তাহলে কি দাঁড়ালো? দলীয়মুক্ত কি উনি হতে পারলেন ? যত্তোসব ।
আমি গাজীপুর জেলার কাপাসিয়ার মানুষ।আপনার মতাদর্শ আমাকে ভীষন মুগ্ধ করে। সবাই নাহোক এই দেশের কিছু সংখ্যক মানুষও যদি আপনার মতো করে ভাবতে পারতো তাহলে কতইনা ভালো হতো।আল্লাহ পাক আপনার মঙ্গল করুন।
এরকারন এই জাত অসভ্য। এদের সাথে তালমিলিয়ে কখনো ভালো মানুষ চলতে পারে না। শোনেন সরকারের দোষ দেয় মূর্খরা। মূলত যে জাতি যেমন তার নেতা পুলিশ ডাক্তার সব তেমন।
@@regalfurniture5354 সরকার সবার প্রথমে এসে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে। বিশ্বাস না হলে আমাকে বলেন ভোট চুরির সময় সেনাবাহিনী চুপ করে বসে থাকে কেন? আমাদের অবস্থা কি মায়ানমারের থেকেও খারাপ যে সেনাবাহিনী প্রধান মন্ত্রীকে গ্রেফতার করতে পারে না। নাটক এগুলো বন্ধ করেন সরকারকে সবাই চিনে। এখন পুরো বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আওয়ামী লীগ। কোন সমস্যা সমাধানের ক্ষেত্রে এদের পরিকল্পনা হয় এরকম যে যদি মাথাব্যথা করে তাহলে মাথা কেটে ফেলে দাও।
@@mahir8970 আরে আবাল ছাগল নিজেরে পাল্টা। যে মানুষ তোদের মতো ছাগলদের পরিবর্তন করতে চায় তাদেরতো বিদেশ পাঠায় দেস। 😑 গরু কোথাকার সরকারি অফিসারগুলা কি আওয়ামী লীগ আসার আগে ভালো ছিলো? ডাক্তার রা বিনামূল্যে চিকিৎসা নিতো? রিকশাওয়ালারা সুযোগ পেলে বাড়তি ভাড়া নিতো না? ঢাকা মেডিকেলে ওয়ার্ড বয়রা চা সিগারেটের টাকা নিতো না? মেথর থেকে মন্ত্রী সবাই দুর্নীতিতে জড়িত। ভালো মানুষ নাই? আছে, চুপ করে থাকে। বাংলাদেশের ভালো মানুষরাও চা সিগারেট খাওয়ার পয়সা দিয়ে নিজের কাজ হাসিলের চেষ্টা করে। এগুলাই এদেশের কালচার হয়ে গেসে যেগুলা তোদের চোখে পড়ে না। তোরা খালি বলবি আওয়ামী লীগ খারাপ আর বিএনপি খারাপ। 🙄
রাইট তবে ভালো ভালো কথা বললেই কি ভালো মানুষ হয়ে যাবে -- এটা কোথায় আছে ? রাইট ! উনি নিজেও দলীয় মুক্ত হতে পেরেছেন কি ? রাইট ! বর্তমান অবিচারের কথা না বলে , রাতের ভোটের নিন্দা না করে , জোড়- জুলুম, ধর্ষণ, মাদক , দুর্নীতির আরো ব্যপকতা উল্লেখ না করে 14 বছর আগের BNP কি করেছিলো সেটাই বললেন বেশি --- তাহলে কি দাঁড়ালো ? উনি ভালো মানুষ নাকি বুদ্ধিমান ? রাইট ! দলীয়মুক্ত কি উনি হতে পারলেন ? রাইট !
স্যার আপনার বাবার কে অনেক মিস করছি, কিন্ত আপনার বাবার স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার চেষ্টা করুন দেশবাসী আপনার এবং আপনার ফ্যামিলির কথা কখনো ভুলে যায়নি ভুলে যাবে ও না। ইনশাআল্লাহ
অহরে সাধু বাবা বিডিয়ার হত্যার খনিদেরকে বিমানবন্দর দিয়ে যেতে সহযোগিতা করে পালাতে সাহায্যকরে দুবাই গিয়ে ৬০ কোটি টাকা দেয় আবার মিডিয়াতে এসে সাধু বাবা সাজে।
বালের কথা । উনি নিজেও দলীয় মুক্ত হতে পারলেন না । বর্তমান অবিচারের কথা না বলে , রাতের ভোটের নিন্দা না করে , জোড়- জুলুম, ধর্ষণ, মাদক , দুর্নীতির আরো ব্যপকতা উল্লেখ না করে 14 বছর আগের BNP কি করেছিলো সেটাই বললেন বেশি --- তাহলে কি দাঁড়ালো? দলীয়মুক্ত কি উনি হতে পারলেন ? যত্তোসব ।
কথা গুলা একদম সোজা কলিজায় এসে লাগল😥❤❤️❤️।আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক 😍🥰।বেশি না দেশের উচ্চপর্যায়ের ২০% রাজনীতিবিদ ও আপনার মতো করে ভাবতো তাহলে আজকে আমাদের দেশ ইউরোপ আমেরিকার দেশ গুলাকে পিছিয়ে যেতো।।
স্যালুট স্যার 🙏। আপনার এমন চিন্তাভাবনা সত্যিই মানুষের কল্যাণের জন্য শুভ যাত্রা। আপনি চাই আপনার আশা পূর্ণ হোক, সেটা আপনার দ্বারায় বা অন্যের দ্বারা যেভাবেই হোক, পূরণ হোক
যেদিন দলের চেয়ে দেশ বড় হবে সেইদিন বাংলাদেশের উন্নতি হবে সেই বাংলাদেশে হবে একাত্তরের চেতনার সেই বাংলাদেশ হবে সোনার বাংলা। আসুন আমরা নতুন প্রজন্ম কোন দলের অন্ধভক্ত না হয় দেশ প্রেমিক হই। সবাই মিলে অসৎ কাজে বাধা দেই ভালো কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিন গড়ে তুলি সোনার বাংলা।
স্যার যদি একটু চেষ্টা করে দেশকে ভালো করার জন্য এগিয়ে আসতেন তাহলে আজ হয়তো দেশ অনেক দূর এগতো।ভালো মানুষদের সাহস আর নৈতিকতা দিয়ে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ স্যার
উনি নিজেও দলীয় মুক্ত হতে পারলেন না । বর্তমান অবিচারের কথা না বলে , রাতের ভোটের নিন্দা না করে , জোড়- জুলুম, ধর্ষণ, মাদক , দুর্নীতির আরো ব্যপকতা উল্লেখ না করে 14 বছর আগের BNP কি করেছিলো সেটাই বললেন বেশি --- তাহলে কি দাঁড়ালো? দলীয়মুক্ত কি উনি হতে পারলেন ? যত্তোসব ।
আমি চাঁদপুরের সন্তান আমি সোহেল তাঁজ সাহেবের বাড়িতে দরদরিয়া গিয়েছিলাম আজ তাঁর কথা শুনে মনটা ভরে গেল আল্লাহ যেন তাঁর মনের আশা পুর্ন করেন এবং তার মাধ্যমে আমার দেশের পরিবর্তন আনেন ????
Sohail Taj bhai you are a good minded person and your intelligence is very good you are honest man in Bangladesh 🇧🇩 আপনার বর্তমান আর আগের বক্তব্য বিবেচনা এক যার মন মানসিকতা বিবেক মুখের জবান সব সময় একই থাকে সে সত্যিকারের মানুষ। কোটা আন্দোলন ২০২৪ 🇧🇩💔 I want justice
সোহেল তাজ বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এক অনন্য উদাহরণ।যে নিজের জন্য নয় জনগণের জন্য রাজনীতি করে ,এইরকম রাজনীতিবিদ বাংলাদেশের ইতিহাসে খুব কমই আছে ।হাজার জনের মধ্যে একজন সোহেল তাজ , স্যালুট আপনাকে।
সোহেল তাজ বলেছেন দেশের রাজনীতি নোংরা রাজনীতি। আমাদের দেশের রাজনীতির বর্তমান অবস্থা তুলে ধরেছেন। পূর্বের রাজনীতি আর এখনকার রাজনীতির তফাৎ তুলে ধরেছেন। সেলুট সোহেল তাজকে।
তাজ সাহেবের মত লোক এদেশে থাকতে পারবেনা,কারন দুর্নিতিবাজদের শক্ত ঘাটিরা সবাই এক সাথে,আর সোহেল তাজ সাহে্বের মত মানুষ কুটিতে একজন যে দেশ ও দেশের মানুষ নিয়ে ভাবেন,স্যালুট স্যার আপনাকে❤❤❤
স্যার আপনি পারতেন একটু সময় নিয়ে হলেও,আবার ফিরে আসুন দেশের জন্য হলেও,৩০ লাখ মানুযের রক্তে বিনিময়ে ও আজও দেশ সুশাসন নিশ্চিত হচ্ছে না।দয়া করে আবার আসুন রাজনীতিতে।
সোহেল তাজ একজন সোনার মানুষ আমি তো কোন রাজনীতি করি না তবে দেশে সোহেল তাজ এর মতামত আমার খুব পছন্দ এমন এক জন মানুষ এই মহুত্যে আমাদের একান্ত ভাবে ১০০ ভাগ দরকার আপনি এগিয়ে জান ভাই আপনাকে এই দেশে খুব দরকার দরকার দরকার
Being straightforward and honest doesn't cost anything. This is the positive effect of "INTEGRITY" and also characteristic every person and/or professional should have. Integrity is an important aspect of life but we do have rare practices of it. It is not possible too, to maintain such in every circumstances as we are human. But as a politician, it must be prerequisites and this person holds such skills. The beauty of integrity is immense and attractive as well. Salute Sir.
There were few more extreme personal experiences that this legend faced from Bangladesh Awamileage top most governing bodies. Disclosures might be harmful for all in general. Staying out of Bangladesh politics is much better to stay safe, healthy, bold and protected by all means. Thanks boss. True histories of Bangladesh are well known even though autocracies working at its best peak.
বাংলাদেশের জন্য একমাত্র আপনার মত লোকই দরকার, আপনার মত বেশি না ১০-১২ জন লোক হলেই আমি নিশ্চিন্তে বলতে পারি, বাংলাদেশকে সোনার বাংলা গড়তে বেশিদিন সময় লাগবে না,ভাই আমার বুঝ হওয়া থেকে এই পর্যন্ত এই প্রথম,দেশকে নিয়ে চিন্তা করতে আপনার মুখ থেকে শুনলাম,ভাই আপনি হলেন প্রকৃত বাঙালি বাংলার প্রতি আপনার অটল ভালোবাসা,স্যালুট জানাই আপনাকে ভাই আর ধন্যবাদ জানাই আপনার বাবা মাকে, আপনার কথাগুলো আমার মনে ধরছে ভাই, আমার মতে আপনি হওয়ার দরকার ছিলো দেশের একমাত্র প্রধানমন্ত্রী,আমার মূল্যবান প্রথম ভোটটা যদি আপনাকে দিতে পারতাম নিজেকে অনেক ধন্য মনে করতাম,আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইলো আপনার জন্য ❤❤❤❤❤
দেশের মানুষ আপনাকে খুব ভালোবাসে। আমরা চাই আপনি আবার রাজনীতিতে ফিরে আসুন। পাইলট ককপিটের বাইরে থাকলে এবং ককপিটে ভুল লোক থাকলে যে অবস্থা হয় বিমানের আমাদের দেশের অবস্থা টিক সে রকম।
সত্যি একজন ভাল মানুষ। কথাগুলো অনেক ভাল লাগলো।মনে হচ্ছে ইউরুপিয়ান কোন নেতার কথা শুনছি। একজন আদর্শ রাজনৈতিক নেতার মত সব কথাগুলো।আল্লাহ উনাকে কবুল করুন,আমিন।
Really he was very honest politician and good man
❤️
Amin
🧡
@@khayrulhasan5561 oo
কথা শুনতে শুনতে আমার মনে হলো আমি কোন ইউরোপ আমেরিকার প্রেসিডেন্টের কথা শুনতেছি
অসম্ভব ভালো একজন মানুষ
সেলুট আপনার জন্য
ভাই সোহেল তাজ দেশের অনেক বড় অপরাধ এর সাথে জড়িত তাই রাজনীতি ছেড়ে পালিয়ে গেছে বুঝতে পেরেছে ভবিষ্যতে তার শাস্তি ভোগ করতে হবে,, একটা কথা বলি সোহেল তাজ পিলখানা
সেনাবাহিনী হত্যা কান্ডে জড়িত ছিল।
@@mohammadabdulmannan595 ভাই এই কথাটার কি কোন আদোপান্ত আছে? থাকলে আমাকে জানাবেন, কারন কোন দলের জন্য না আমি ব্যক্তি গত ভাবে তাজকে পছন্দ করি, তাই আমি চাই না কোন ভূল মানুষকে পছন্দ করি
@@mohammadabdulmannan595 ভাই ভুল কথা বলবেন না।ইন্ডিয়া বা কোন দল জড়িত থাকতে পারে,কিন্তু সোহেল তাজের মতো অনেস্ট ভালো মনমানসিকতার মানুষ নোংরা রাজনীতি নোংরা কাজে জড়িত না থাকার চেষ্টা করবে।
@@mahadiislam6438 আমি গাজীপুরের বাসিন্দা, আমি একটা তথ্য জানি সোহেল তাজের বিষয়ে, আর তা হলো উনি আওয়ামীলীগের লোক হয়েও বিএনপির রাজনীতিবিদদের সাথে সম্পর্ক রাখতেন যেমন কোনো অনুষ্ঠান হলে সেখানে বিএনপির লোকদের আমন্ত্রণ করতেন। মানে উনি সব দলের সবাইকে সমান চোখে দেখতেন। উনার এসব কর্মকাণ্ড আওয়ামীলীগের উপরমহলের পছন্দ ছিলো না। এটাই সবচেয়ে বড় কারণ। বর্তমানেও এরকম একটি উদাহরণ হলো গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর আলম। দুজনেরই সেইম কেস।
@@twobrotherssrvlogs4540 হতে পারে ভাই,ও আরও অনেক কাহিনি আছে।তবে যাইহোক দলবল নির্বিশেষে পছন্দ করার মতো মানুষ সোহেল তাজ।আর তাদের মতো ভালো মনমানসিকতার মানুষরা দেশ ও দেশের মানুষকে অনেক ভালবাসে ও হিংসা বিহীন রাজনীতি করে,আর প্রত্যেকটা রাজনৈতিকদের এমনটাই হয়া উচিত।ভালো থাকুন ভাই।
সৎ চিন্তা, সৎ সাহস সর্বোপরি একজন আদর্শিক মানুষ না হলে এমন কথা বলা অসম্ভব।
আল্লাহ আপনি এমন মহৎ মানুষ বাংলাদেশের নেতৃত্বের জন্য কবুল করুন।
স্যার আপনার কথা গুলোর মধ্যে সব চাইতে বেশি ভালো লাগছে, সব্ভজাতি আর অসব্ভ জাতির পার্থক্য করাটা। সেলুট স্যার আপনাকে
Well said
100%Right
Right
Lov u Sir...♥️♥️♥️
সভ্য জাতির চিন্তা,
নিয়ম মানলে সবাই পাবে
অসভ্য জাতির চিন্তা,
আমার আগে পেতে হবে।
সত্যিই আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারিনি🙏
right
কোনদিন পারবোই না।
100%
RAW plan B r lok, Hasina r godi norar por e hajir hoise. Pilkhana hotta mamlay ki korsilo jeno ei?
জনাব সোহেল তাজের কথাগুলো শুনে সত্যি আমি মুগ্ধ হলাম।উনি সত্যিকারের একজন দেশ প্রেমিক। এরকম একজন দেশ প্রেমিকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।
একদম সত্যি কথা আসলেই বাংলাদেশের রাজনীতি খুবই নোংরা রাজনীতি আপনার কথাটি খুব ভালো লাগলো ধন্যবাদ।
Right
Valo laglo,,,
তাজউদ্দীন সাহেব যেরকম পরিচ্ছন্ন ব্যাক্তি ছিল সোহেল তাজও তাই।।।তবে তার ভবিষ্যতে মানুষের কল্যাণে কাজ করা উচিত
ভাল মানুষের দাম নেই আমাদের সমাজে।❤️
সোহেল তাজ ভাই আসলে খুব ভাল মানুষ হুনার মত মানুষ এই দেশে প্রধান মন্ত্রী হয়া উচিত
Asholey
Right 100%
Nice video
😃😃😂
সেহেল তাজ ভাই আসলে খূব ভলাল মানূষ
সত্যি উনি একজন ভালো মানুষ।দেশের ক্ষমতা এই রকম মানুষের হাতে গেলে দেশে দূর্নীতি, চাঁদাবাজি, মানুষকে হয়রানি,অনিয়ম ব্যবস্থা সব ঠিক হয়ে যেত।বাংলাদেশের রাজনীতি এ সময়ে পুরাটাই চেঞ্জ করার দরকার।
পুলিশের পরিবারে যদি কোন বিএনপি সমর্থক থাকে তাহলে পুলিশের প্রমোশন হয় না।
এটাই বর্তমান বাস্তবতা।
সবাই এমন হলে আজকে দেশটা অনেক এগিয়ে যেতো
@@mahir8970 😂
তাজ ভাইর কথাশুনে আমার চোখে পানি আসল।
এ রকম ভাল মানুষ সংসদে থাকতে হবে।
সোহেল তাজ ভাইএর জন্য মন থেকে দোয়া রইল, বাংলাদেশের রাজনীতিতে ওনাকে খুব প্রয়োজন ছিল। but এই দূর্নীতিবাজ দেশে ভালো মানুষের কোনো দাম নেই।
আওয়ামীলীগ ভালো 🤣🤣🤣🤣🤣
পুলিশের পরিবারে যদি কোন বিএনপি সমর্থক থাকে তাহলে পুলিশের প্রমোশন হয় না।
এটাই বর্তমান বাস্তবতা।
রাইট
@@mahir8970 পুলিশইতো বড় চোর
@@MrTanim-il2wn বর্তমানে ভালো মানুষরা
পুলিশ ,
সরকারি চাকরি,
গণমাধ্যম,
সেনাবাহিনী,
নেতা-নেত্রী
ইত্যাদিতে যোগ দিবে না কখনো
আমাদের দেশের মানুষ এর অধিকার আদায়ের জন্য এ-ই মানুষটাকে খুব দরকার।
♥️
ঠিকই বলেছেন ভাই
রাইট
O tu aro boro dalal
@@mdjuwel3829 হে ""আর আপনি একমাত্র হালাল 😂🤣
সোহেল তাজ স্যারকে আমরা প্রধানমএী হিসেবে দেখতে চাই
খুবই ভালো মনের মানুষ উনি. উনার মতো মানুষ যদি দেশের প্রধানমনতী হতো তা হলে দেশে কোনো দুনীতি থাকতো না
১৯৭৫ এর ১৫ই আগস্টে বঙ্গবন্ধুকে স্ব পরিবারে হত্যার পর জাতীয় চার নেতাকেও জেলখানায় হত্যা করে। সোহেল তাজ ভাই! আপনিও জনাব তাজউদ্দীন আহমেদের সন্তান। আপনার পরিকল্পনার কথা বাংলাদেশের জনগণের অনেকেই জানেনা। মনেহয় গন অধিকার পরিষদের চেয়ারম্যান হিসাবে আপনার আসাটা উচিত ছিল।
দেখতে খ্রীষ্টানের মত লাগে।
@Orchid TTC ভাই আপনার কথাটা সত্য, কিন্তু একটা কথা আপনাকে মানতে হবে আমরা বাংলাদেশের মানুষ লাঠিতে সোজা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাকা করতে হয়,,,
বাংলাদেশে সোহেল তাজের মত একজন সত প্রধানমন্তীর দরকার ছিল উনার প্রতিটি কথা দেশ ও জনগনের মনে কথা। স্যালুট স্যার আপনাকে। আমি বাংলার ১৮ কোটি মানুষের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করব জনগনের কাছে এসে দলমত নির্বিশেষে জনতার পাশে দাড়ান।
RAW plan B r lok, Hasina r godi norar por e hajir hoise. Pilkhana hotta mamlay ki korsilo jeno ei?
অনন্তের অন্তঃস্থল থেকে আন্তরিক ভালবাসা এবং দোয়া রইল।।।
আপনার মতো মানুষ দেশের জন্য
দেশের মানুষের জন্য খুবই প্রয়োজন।।।
নিঃসন্দেহে উনার মত মানুষ এদেশে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে
ওনার মতো ভালো মানুষ, ওনার মত চিন্তাধারার মানুষ দেশের প্রতিটি সেক্টরে দরকার
রাইট
আমাদের এটাই সমস্যা একটু ভালো কথা বললে তার পিছনের সব কু কৃতির কথা ভুলে যাই। আমি একজন সেনাবাহিনীর অফিসারের লাইব টকশো শুনেছি উনি সরাস্ট প্রতিমন্ত্রি থাকা কালে বিডিআর বিদ্রহের ঘটনায় উনি নাকি জড়িত ছিল। আর ওই টা থেকে বাঁচার জন্য উনি পদত্যাগ করে রাজনীতি ছেড়ে দিয়েছে।
@@sheikhmostafigursamrat1733 🤣🤣🤣🤣oni corrupted
Right
Koydin pora tomrai boyykot korba karon tomar bangali 😅😅
গুরুত্বপূর্ণ কথা গুলো তুলে ধরার জন্য আপনাকে স্যালুট স্যার।।
আপনার মত এমন চিন্তা ধারার মানুষের হাতে দেশটাকে তুলে দিতে না পারলে এই দেশে কখনো পরিবর্তন আসবে না।
ংংংলোলোো
োলললংোললোোলোললংলোললংলোলোলংলললোললললললোলোংললোলোললললোোললললললোলললোললোলললোললোোোোলোোললোললোলোলললললোললোললোোোোলোললং
োংংোলোলংলংললোোোলোললোোোলললোললললললোলললং
ং
ং
প্রথমেই সেলুট সোহেল তাজ ভাইকে আপনার ইচ্ছা গুলো সুনে খুবই ভালো লাগলো আসলে সকল সাধারণ জনগণের মধ্যে এই রকম সুশাসন চায় আপনার মতো করেই যদি সবাই এমন ভাবে সঠিক চিন্তা ভাবনা করে তাহলে সত্যি আমাদের দেশটা একদিন বাস্তব সুনার বাংলা দেখতাম
আমাদের দুর্ভাগ্য যে সোহেল তাজের মত একজন নেতা পেয়েও হারিয়ে ফেলেছি। তবে আমি এখনো আশা করি তিনি আবার দেশের জন্য রাজনীতিতে ফিরে আসবেন। মন থেকে তাকে অনেক অনেক সম্মান করি। তার মত নেতা থাকলে দেশ অনেক আগেই উন্নতির শিখরে পৌঁছে যেত।
Right 👍
সোহেল তাজ খুবই ভালো মানুষ। তার বাবা ও খুবই ভালো মানুষ ছিল। কিন্তু বর্ত মানে অসৎ রাজনীতেতে তিনি সৎ নিয়ে রাজনীতি করতে পারি নিই। তার মনে খুবই দুঃখ, অনেক কষ্ট। তার মতো ভালো মানুষের রাজনীতি এদেশে খুবই দরকার। তাকে পূনরায় রাজনীতিতে আনা হোক এবং সুস্থ্য রাজনীতির চর্চ করা হোউক, গণতন্ত্রের রাজনীতি প্রয়োজন।
বাস্তবেই বাংলাদেশের জন্য এই পরিবর্তনগুলো দরকার.....
তার রাষ্ট্রীয় বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতার বিভাজন খুবই প্রয়োজন.....
স্যার এগিয়ে যান আপনার আদর্শ এবং বিপ্লবী চিন্তা ধারার সাথে.......
সোহেল তাজ স্যারের কথাগুলো বাস্তব। একজন প্রকৃত নেতা একটাই সবসময় চান যে দল-মত নির্বিশেষে আমাদের সবার দেশকে নিয়ে ভাবতে হবে। হ্যাটস অফ স্যার! 🤍
যারা বঙ্গবন্ধুর আদর্শ বলে ফাল পারো তোমরা কি এই জীবন্ত বঙ্গবন্ধুকে দেখনা?
এই রকম নেতাদের দেশে খুবই প্রয়োজন।দোয়া রইল সোহেল তাজ ভাইয়ের জন্য।
জ্ঞানী এবং ভালো মানুষ।
এই সমস্ত লোকদের কে দেশের সর্বোচ্চ ক্ষমতার আসনে রাখা উচিত।
এতো সুন্দর রাজনৈতিক মনমানসিকতার মনের মানুষ এখনো বাংলাদেশের মাটিতে আছে আপনাকে না দেখলে জানা হতো না।
আপনার প্রতি শ্রদ্ধা আরো বেরে গেলো ❤️
Spiel.please come back to politics.I wish u all the best
Great person
উনি বাংলাদেশে থাকেনা
হূম
এমনই সুন্দর সুন্দর কথা বললে পটে যান বলেই দেশের এই অবস্থা ।
খেয়াল করুন - ---
উনি নিজেও দলীয় মুক্ত হতে পারলেন না ।
বর্তমান অবিচারের কথা না বলে ,
রাতের ভোটের নিন্দা না করে ,
জোড়- জুলুম, ধর্ষণ, মাদক , দুর্নীতির আরো ব্যপকতা উল্লেখ না করে
14 বছর আগের BNP কি করেছিলো
সেটাই বললেন বেশি --- তাহলে কি দাঁড়ালো?
দলীয়মুক্ত কি উনি হতে পারলেন ?
যত্তোসব ।
আমি গাজীপুর জেলার কাপাসিয়ার মানুষ।আপনার মতাদর্শ আমাকে ভীষন মুগ্ধ করে। সবাই নাহোক এই দেশের কিছু সংখ্যক মানুষও যদি আপনার মতো করে ভাবতে পারতো তাহলে কতইনা ভালো হতো।আল্লাহ পাক আপনার মঙ্গল করুন।
ভালো মানুষ এই দেশের রাজনীতি করতে পারবে না কোন দিন।
এরকারন এই জাত অসভ্য। এদের সাথে তালমিলিয়ে কখনো ভালো মানুষ চলতে পারে না। শোনেন সরকারের দোষ দেয় মূর্খরা। মূলত যে জাতি যেমন তার নেতা পুলিশ ডাক্তার সব তেমন।
@@regalfurniture5354 সরকার সবার প্রথমে এসে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে।
বিশ্বাস না হলে আমাকে বলেন
ভোট চুরির সময় সেনাবাহিনী চুপ করে বসে থাকে কেন? আমাদের অবস্থা কি মায়ানমারের থেকেও খারাপ যে সেনাবাহিনী প্রধান মন্ত্রীকে গ্রেফতার করতে পারে না।
নাটক এগুলো বন্ধ করেন সরকারকে সবাই চিনে।
এখন পুরো বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আওয়ামী লীগ।
কোন সমস্যা সমাধানের ক্ষেত্রে এদের পরিকল্পনা হয় এরকম যে
যদি মাথাব্যথা করে তাহলে মাথা কেটে ফেলে দাও।
@@regalfurniture5354 আপনাদের যদি এই জাতি পছন্দ না হয় তাহলে আপনারা ভারতে রাজনীতি করেন।
বাংলাদেশ থেকে বের হয়ে যান।
@@mahir8970 আরে আবাল ছাগল নিজেরে পাল্টা। যে মানুষ তোদের মতো ছাগলদের পরিবর্তন করতে চায় তাদেরতো বিদেশ পাঠায় দেস। 😑 গরু কোথাকার সরকারি অফিসারগুলা কি আওয়ামী লীগ আসার আগে ভালো ছিলো? ডাক্তার রা বিনামূল্যে চিকিৎসা নিতো? রিকশাওয়ালারা সুযোগ পেলে বাড়তি ভাড়া নিতো না? ঢাকা মেডিকেলে ওয়ার্ড বয়রা চা সিগারেটের টাকা নিতো না? মেথর থেকে মন্ত্রী সবাই দুর্নীতিতে জড়িত। ভালো মানুষ নাই? আছে, চুপ করে থাকে। বাংলাদেশের ভালো মানুষরাও চা সিগারেট খাওয়ার পয়সা দিয়ে নিজের কাজ হাসিলের চেষ্টা করে। এগুলাই এদেশের কালচার হয়ে গেসে যেগুলা তোদের চোখে পড়ে না। তোরা খালি বলবি আওয়ামী লীগ খারাপ আর বিএনপি খারাপ। 🙄
রাইট
তবে ভালো ভালো কথা বললেই
কি ভালো মানুষ হয়ে যাবে -- এটা কোথায় আছে ?
রাইট !
উনি নিজেও দলীয় মুক্ত হতে পেরেছেন কি ?
রাইট !
বর্তমান অবিচারের কথা না বলে ,
রাতের ভোটের নিন্দা না করে ,
জোড়- জুলুম, ধর্ষণ, মাদক , দুর্নীতির আরো ব্যপকতা উল্লেখ না করে
14 বছর আগের BNP কি করেছিলো
সেটাই বললেন বেশি --- তাহলে কি দাঁড়ালো ?
উনি ভালো মানুষ নাকি
বুদ্ধিমান ?
রাইট !
দলীয়মুক্ত কি উনি হতে পারলেন ?
রাইট !
অসম্ভব ভালো মানুষ। এমন লোক দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত।
Kintu tara kokhono hobe na..
একদম সত্যি কথা।
নোংরা রাজনীতি থেকে বেরিয়ে এসে খুব ভালো আছেন ভাই।এত সুন্দর করে কথাগুলো বলার জন্য ধন্যবাদ।
Jedin sokon Rajnoitik dol poti hingsa vule sobai ek hoye Desh er jonno kaj korbe. Nirbacon hobe j dol khomotai asbe bt sobai mile Desh unnoyon er kotha cinta korbe Tokhon bahirer kono sokti Bangladesh e salis korar sujog pabe na..
নোংরা জিনিস দেখে দূরে থেকে লাভ কি।কাওকে না কাওকে তো এই নোংরা পরিষ্কার করতে ড্রেনে নামতে হবে।তাহলেই না সোনার বাংলা বানানো যাবে।
স্যার আপনার বাবার কে অনেক মিস করছি, কিন্ত আপনার বাবার স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার চেষ্টা করুন দেশবাসী আপনার এবং আপনার ফ্যামিলির কথা কখনো ভুলে যায়নি ভুলে যাবে ও না। ইনশাআল্লাহ
এমন লোক মন্ত্রণালয়ে ৫০ জন থাকলেই দেশের মানুষ বুক ফুলিয়ে নিশ্বাস নিতে পারতো।সালাম সোহেল তাজ ভাই। লাল সালাম। ✊✊
😮😅😅 8:55 8:55 🎉
A
অহরে সাধু বাবা বিডিয়ার হত্যার খনিদেরকে বিমানবন্দর দিয়ে যেতে সহযোগিতা করে পালাতে সাহায্যকরে
দুবাই গিয়ে ৬০ কোটি টাকা দেয় আবার মিডিয়াতে এসে সাধু বাবা সাজে।
বালের কথা ।
উনি নিজেও দলীয় মুক্ত হতে পারলেন না ।
বর্তমান অবিচারের কথা না বলে ,
রাতের ভোটের নিন্দা না করে ,
জোড়- জুলুম, ধর্ষণ, মাদক , দুর্নীতির আরো ব্যপকতা উল্লেখ না করে
14 বছর আগের BNP কি করেছিলো
সেটাই বললেন বেশি --- তাহলে কি দাঁড়ালো?
দলীয়মুক্ত কি উনি হতে পারলেন ?
যত্তোসব ।
salam
ভাই আপনার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করছি আমি আসা করি আগামী জাতীয় নির্বাচন আপনি অবশ্যই অবশ্যই করবেন
খুবই ভালো লাগলো। আপনাকে SALUTE তাজ ভাই। আপনি সত্যিকারের দেশপ্রেমিক, আপনার মত সৎ মানুষের প্রয়োজন এ দেশকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে।
দেশ পরিবর্তন করতে হলে
দেশকে সোনার বাংলা বানাতে চাইলে
সোহেল তাজকেই দরকার প্রাইম মিনিস্টার এর জায়গায়।
অজস্র ভালোবাসা জীবন্ত কিংবধন্তির জন্য ❤️💜💙
Hayre hujuge bangali😆
@@mdrafi-ot7fl
Oi shala hujuger ki paili ekhane
কথা গুলা একদম সোজা কলিজায় এসে লাগল😥❤❤️❤️।আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক 😍🥰।বেশি না দেশের উচ্চপর্যায়ের ২০% রাজনীতিবিদ ও আপনার মতো করে ভাবতো তাহলে আজকে আমাদের দেশ ইউরোপ আমেরিকার দেশ গুলাকে পিছিয়ে যেতো।।
amin
বাংলাদেশের মধ্যে দুইজন মানুষ আমার খুব পছন্দের,,
১.স্যার সলিমুল্লাহ ❤️
২.সোহেল তাজ ❤️
আনিসুল হক
বঙ্গবন্ধু না ??
@@herokbiswas1824 😂😂
রাইট❤
😂😂😂@@moniruddin136
আমার আপনাকে দেশের জাতীয় নেতা হিসেবে চাচ্ছি আপনি একটি রাজনৈতিক দল গঠন করেন এবং মানুষকে পাশে পাবেন
He is absolutely right
He is absolutely right
He is absolutely right
He is absolutely right
He is absolutely right
তাজ ভাই অসম্ভব একটা ভাল মানুষ। তার মতো মানুষকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দরকার ছিল।
স্যালুট স্যার 🙏।
আপনার এমন চিন্তাভাবনা সত্যিই
মানুষের কল্যাণের জন্য শুভ যাত্রা।
আপনি চাই আপনার আশা পূর্ণ হোক,
সেটা আপনার দ্বারায় বা অন্যের দ্বারা
যেভাবেই হোক, পূরণ হোক
সোহেল তকজ যদি প্রধানমন্ত্রী হত দেশটার জন্য কতইনা ভালো হত। ভাই আপনাকে লাল সালাম।
আমি শুধু চাইব আপনার মত ভালো সৎ মানুষ যেন আজীবন আমাদের পাশে থাকে। এদেশের জন্য আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন।
ভাল মানুষরা রাজনীতি করবে কিভাবে এখন ভোগের নীতি চলে। সোহেল তাজ অনেক ভাল মানুষ। ওনাকে স্রদ্ধা ও ওনার বাবা আমরা স্রদ্ধা ভরে স্মরন করি।
ভাই আপনার কথা গুলো কলিজায় লাগছে,,,,, কথা গুলো সত্যি দারুন ছিল। আমি মনে করি আগে আমাদের সচেতন হাতে হবে
দেশপেম দেখে মুগ্ধ হয়ে গেলাম এমন মানুষ বর্তমান সময়ে খুব দরকার ছিল
যেদিন দলের চেয়ে দেশ বড় হবে সেইদিন বাংলাদেশের উন্নতি হবে সেই বাংলাদেশে হবে একাত্তরের চেতনার সেই বাংলাদেশ হবে সোনার বাংলা। আসুন আমরা নতুন প্রজন্ম কোন দলের অন্ধভক্ত না হয় দেশ প্রেমিক হই। সবাই মিলে অসৎ কাজে বাধা দেই ভালো কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিন গড়ে তুলি সোনার বাংলা।
Right 👍
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হবে এটাই আমরা চাই
এখনো এত ভালো মানুষ আছে । আপনাকে অনেক ধন্যবাদ
একমত
আমরাও চাই
স্যার রাজনীতি তে আপনার মত মানুষের এখন খুবই দরকার
স্যার যদি একটু চেষ্টা করে দেশকে ভালো করার জন্য এগিয়ে আসতেন তাহলে আজ হয়তো দেশ অনেক দূর এগতো।ভালো মানুষদের সাহস আর নৈতিকতা দিয়ে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ স্যার
শুধু ভাইয়ের নয়। আমাদের সবার এগিয়ে আসতে হবে। দেশ আমাদের। কারো দলের বাবার নয়। আমাদের সোনার বাংলাদেশ আমাদের সবাই মিলে মিশে আমাদের দেশ কে এগিয়ে নিতে হবে
ধরেন,কয়েকশত কুকুরের পালের ভিতর ভুলবশত দু একটা নেকড়ে ঢুকে পড়ছে।তার পর যা হয় আর কি!
It's not possible with alone
উনি নিজেও দলীয় মুক্ত হতে পারলেন না ।
বর্তমান অবিচারের কথা না বলে ,
রাতের ভোটের নিন্দা না করে ,
জোড়- জুলুম, ধর্ষণ, মাদক , দুর্নীতির আরো ব্যপকতা উল্লেখ না করে
14 বছর আগের BNP কি করেছিলো
সেটাই বললেন বেশি --- তাহলে কি দাঁড়ালো?
দলীয়মুক্ত কি উনি হতে পারলেন ?
যত্তোসব ।
আল্লাহ আপনাকে সুস্থ রাখুক সেই সাথে মনের আশা পূরণ করুক আমিন। এগিয়ে যান ভাই আপনি আল্লাহ রহমতে তরুণেরা একদিন একমত হয়ে দূর্নীতি দেশ গড়বে ইনশাআল্লাহ
এমন কিছু মানুষ আছে বলেই পৃথিবী এখনো আছে।ভালোবাসা অভিরাম শ্রদ্ধােহ ভাই
আমি চাঁদপুরের সন্তান আমি সোহেল তাঁজ সাহেবের বাড়িতে দরদরিয়া গিয়েছিলাম আজ তাঁর কথা শুনে মনটা ভরে গেল আল্লাহ যেন তাঁর মনের আশা পুর্ন করেন এবং তার মাধ্যমে আমার দেশের পরিবর্তন আনেন ????
অনেক সুন্দর লক্ষ্য উদ্দেশ্য ছিল ভায়ের যা
পূরণ হলো না
Sohail Taj bhai you are a good minded person and your intelligence is very good you are honest man in Bangladesh 🇧🇩 আপনার বর্তমান আর আগের বক্তব্য বিবেচনা এক যার মন মানসিকতা বিবেক মুখের জবান সব সময় একই থাকে সে সত্যিকারের মানুষ। কোটা আন্দোলন ২০২৪ 🇧🇩💔 I want justice
আসলেই দেশ নিয়ে কে কেউ ভাবে না 😭আমাদের দল মত নির্বিশেষে দেশকে নিয়ে ভাবা উচিৎ
T
সোহেল ভাই একজন ভালো মানুষ।
আপনার কথাগুলো অনেক ভালো লেগেছে। আপনার মত যদি সবাই চিন্তা করত। তাহলে দেশ আরো অনেক এগিয়ে যেত। তা ভালো মানুষের অভাবে আজ দেশের এই অবস্থা।
"একটা সভ্য জাতি চিন্তা করে যে নিয়ম মানলে সবাই পাবো। অসভ্য জাতি চিন্তা করে আমার আগে লাগবে। পরে দেখা যায় যে কেউই পায়না।"-
কান্না চলে আসতেসে!
আপনার এত্তো আবেগ ক্যারে ভাউ!🙄
😆😆😆
@@ptmoment unar abeg r apnar nai bibeg😂
We admire you Br. Sohel Taj. I am also all about for my people in Bangladesh.
Keep it up Mr. Taj.
Watching you from Detroit, Michigan, USA.
সোহেল তাজ বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এক অনন্য উদাহরণ।যে নিজের জন্য নয় জনগণের জন্য রাজনীতি করে ,এইরকম রাজনীতিবিদ বাংলাদেশের ইতিহাসে খুব কমই আছে ।হাজার জনের মধ্যে একজন সোহেল তাজ , স্যালুট আপনাকে।
সোহেল তাজ বলেছেন দেশের রাজনীতি নোংরা
রাজনীতি। আমাদের দেশের রাজনীতির বর্তমান অবস্থা তুলে ধরেছেন। পূর্বের রাজনীতি
আর এখনকার রাজনীতির তফাৎ তুলে ধরেছেন। সেলুট সোহেল তাজকে।
আমাদের কাপাসিয়া বাসীর গর্ব তথা সারা বাংলার গর্ব সৎ নির্ভীক এবং সাহসী পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমার আইডল আপনার জন্য ভালোবাসা অবিরাম
আমাদের কাপাসিয়ার কৃতি সন্তান, আমাদের গর্ভ,সোহেল তাজ। love you boss😍.
এবং সময় টিভি কেও ধন্যবাদ ওনার কথাগুলো এভাবে তুলে দরার জন্য।
সেলুট আপনার জন্য. কথা শুনতে শুনতে আমার মনে হলো আমি কোন ইউরোপ আমেরিকার প্রেসিডেন্টের কথা শুনতেছি, অসম্ভব ভালো একজন মানুষ |
তাজ সাহেবের মত লোক এদেশে থাকতে পারবেনা,কারন দুর্নিতিবাজদের শক্ত ঘাটিরা সবাই এক সাথে,আর সোহেল তাজ সাহে্বের মত মানুষ কুটিতে একজন যে দেশ ও দেশের মানুষ নিয়ে ভাবেন,স্যালুট স্যার আপনাকে❤❤❤
বঙ্গতাজের আদর্শের বাস্তব রূপ
সোহেল তাজ❤️❤️
আপনার মত ভালো মানুষ আমাদের দেশে খুবই দরকার, আপনার মত ভালো মানুষেরাই পারে এই দেশটাকে সোনার বাংলায় পরিণত করতে। আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো 💕💕
সত্যিই অসাধারণ ছিল সোহেল তাজ ভাইয়ের চিন্তাভাবনা। তিনি আরেকটা সত্য কথা বলছেন বাংলাদেশের রাজনীতির কথা।
কঠিন একটা কথা বললেন অনেক ভালো লাগলো বস্❤️❤️
সভ্য জাতি চিন্তা করে সবাই পাইলে আমিও পাবো,
অসভ্য জাতি চিন্তা করে আমি আগে নেই।
স্যার আপনি পারতেন একটু সময় নিয়ে হলেও,আবার ফিরে আসুন দেশের জন্য হলেও,৩০ লাখ মানুযের রক্তে বিনিময়ে ও আজও দেশ সুশাসন নিশ্চিত হচ্ছে না।দয়া করে আবার আসুন রাজনীতিতে।
উনি আসতে চাইলেও রাজনীতি উনাকে আসতে দিবে না ভাইয়া।
উনি হলেন রাজনৈতিক নেতাদের শিক্ষক আপনার কাছ থেকে রাজনীতি শেখা উচিত তারপর রাজনীতিতে আসা উচিত ধন্যবাদ সোহেল তাজ আপনার প্রতি কৃতজ্ঞতা থাকবে আজীবন
মহান পিতার মহান সন্তান ❤️❤️
সোহেল তাজ একজন সোনার মানুষ আমি তো কোন রাজনীতি করি না তবে দেশে সোহেল তাজ এর মতামত আমার খুব পছন্দ এমন এক জন মানুষ এই মহুত্যে আমাদের একান্ত ভাবে ১০০ ভাগ দরকার আপনি এগিয়ে জান ভাই আপনাকে এই দেশে খুব দরকার দরকার দরকার
অসাধারণ বক্তব্য দিলেন। উনার মতো মানুষকে দরকার ছিল এদেশে।
হাজার সেলুট আপনাকে প্রিয় নেতা।
Being straightforward and honest doesn't cost anything. This is the positive effect of "INTEGRITY" and also characteristic every person and/or professional should have.
Integrity is an important aspect of life but we do have rare practices of it.
It is not possible too, to maintain such in every circumstances as we are human.
But as a politician, it must be prerequisites and this person holds such skills.
The beauty of integrity is immense and attractive as well.
Salute Sir.
আপনার মত মানুষের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত
There were few more extreme personal experiences that this legend faced from Bangladesh Awamileage top most governing bodies. Disclosures might be harmful for all in general. Staying out of Bangladesh politics is much better to stay safe, healthy, bold and protected by all means. Thanks boss. True histories of Bangladesh are well known even though autocracies working at its best peak.
Real talk. Khub valo lagloo kotha gulo
Hm
হাজার সালাম স্যার❤️❤️
এমন নেতা বাংলাদেশের খুব খুবি দরকার।
তারুণ্য নির্ভর রাজনৈতিক দল গণ অধিকার পরিষদে যোগ দিন
এমন মানুষের দরকার আমাদের 🥰
বাংলাদেশের জন্য একমাত্র আপনার মত লোকই দরকার, আপনার মত বেশি না ১০-১২ জন লোক হলেই আমি নিশ্চিন্তে বলতে পারি, বাংলাদেশকে সোনার বাংলা গড়তে বেশিদিন সময় লাগবে না,ভাই আমার বুঝ হওয়া থেকে এই পর্যন্ত এই প্রথম,দেশকে নিয়ে চিন্তা করতে আপনার মুখ থেকে শুনলাম,ভাই আপনি হলেন প্রকৃত বাঙালি বাংলার প্রতি আপনার অটল ভালোবাসা,স্যালুট জানাই আপনাকে ভাই আর ধন্যবাদ জানাই আপনার বাবা মাকে, আপনার কথাগুলো আমার মনে ধরছে ভাই, আমার মতে আপনি হওয়ার দরকার ছিলো দেশের একমাত্র প্রধানমন্ত্রী,আমার মূল্যবান প্রথম ভোটটা যদি আপনাকে দিতে পারতাম নিজেকে অনেক ধন্য মনে করতাম,আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইলো আপনার জন্য ❤❤❤❤❤
একবারে পারফেক্ট বিশ্লেষণ করেছেন ভাই, সৌভ্য ও অসভ্য জাতি নিয়ে
তার সব গুলো কথা বর্তমানের সময়ের জন্য প্রতিটি দলের শীর্ষ স্থানেরর নেতা দের জন্য নতুন দেশ তৈরী করতে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করতে সহায়ক করবে-
কথা গুলা অনেক দামি ছিলো,, তাহলে দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ হতো,, ধন্যবাদ এতো ভালো কথা বলার জন্য
আপনার মত নেতা এসময় দেশের জন্য বড় দরকার, লাভ ইউ স্যার❤
Best wishes
দেশের মধ্যে সুন্দর মনের রাজনীতিবিদ যদি থাকে তাহলে উনি আছেন
অসাধারণ ব্যক্তিত্ব সেলুট আপনাকে 🙏🙏
আপনার কথা শুনে মনে হচ্ছে, আমরাও বিশ্বের উন্নত দেশের নাগরিক হতে পারবো ইনশাআল্লাহ।
সত্যি কার মানুষ আছে, কিন্তু হাজারো সমস্যার মাঝে আর টিকে থাকা হলোনা,ভালো মনের মানুষকে আল্লাহ হেফাজত করবেন। আমিন।
আপনার মত নেতা আজ বড়ই দরকার বাংলাদেশ। ❤️❤️❤️❤️❤️❤️ Love you Boss
সত্যিকারের একজন ভাল মানুষ। এমন মানুষ রাজনীতিতে থাকলে দেশ সত্যি অনেক উন্নতি হতো।
অনেক দামি কথা বলেছেন আপনি। রাজনৈতিক অংগনে আপনাকে সামনের দিকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি
বাংলাদেশের 1 নাম্বার সৎ লোক সোহেল তাজ
দেশের মানুষ আপনাকে খুব ভালোবাসে। আমরা চাই আপনি আবার রাজনীতিতে ফিরে আসুন। পাইলট ককপিটের বাইরে থাকলে এবং ককপিটে ভুল লোক থাকলে যে অবস্থা হয় বিমানের আমাদের দেশের অবস্থা টিক সে রকম।
এ রকম মাইন্ড এর নেতা প্রয়োজন দেশ ও জাতির উন্নতির জন্য। ❤❤❤🙏🙏🙏