প্রথমবার দেখে চোখের জল ধরে রাখতে পারিনি, দ্বিতীয়বার দেখেও ধরে রাখতে পারলাম না! ভেবেছিলাম দ্বিতীয়বারের সিনেমাটা দেখব না কারণ প্রথমবার আনকোরা সিনেমা দেখে যে অনুভূতিটা হয়েছিল সেটা দ্বিতীয়বার দেখে নাও হতে পারে কিন্তু আজ যখন ইউটিউব এ সিনেমাটা পেলাম তখন না দেখে থাকতে পারলাম না। এই সিনেমাটা সত্যিই আমাকে অনেকখানি ম্যাচিওর করে দিয়েছিল, বাধা ধরা নিয়মের বাইরেও যে জীবনের অংক মেলে সেদিন সেটা জেনে ছিলাম এবং আমি আমার এই জানাটা আজীবন মনে ধরে রাখতে চাই। একটা মানুষ শুধু স্ত্রী কিংবা পুরুষ হয় না, একটা মানুষ সবার আগে একটা প্রাণ।
আমাদের মতন সমকামী দের যে কষ্ট তুলে ধরা হয়েছে তার জন্য ধন্যবাদ।কষ্ট টা প্রথম বাড়ি থেকে দেওয়াই শুরু হয় খুব বাস্তব তুলে ধরেছেন।আমাদের কষ্ট টা কি কখনও বুঝবেনা।না আমরা ঘর পাই না সংসার পাই না ভালবাসার মানুষ পাই না কিছু পাই শুধু পাই লাঞ্ছনা গঞ্জনা আমরা তো অ্যাবনর্মাল খুব সহজেই এই তকমা টা দিয়ে দেওয়া হয় আমাদের।যতদিন পরিবার থেকে সাপোর্ট না আসবে ততদিন আমাদের মতো মানুষরা বাঁচতে পারবেনা।কারণ বিপরীত কামীরা এটাই মনে করে যে পৃথিবীটা শুধুই তাদের শুধুই তাদেরই বেঁচে থাকার অধিকার আছে।
Just osadharon....Hijra,chakka,LGTV bole je manushgulo moja kore,nijeder normal ar baki sobbai ke abnormal bole ghosona kore anondo pai tara jodio kichhutei bujhbena,bodlabena..Tao....Finally cinemata abar UA-cam -e phire eseche,thanks😊.....Thank you Paramda,ei ononnyo sundor charitratake eto sundor futiye tolar jonno.
এই সিনেমাটি দেখে আমার চোখে জল চলে এসেছে।সত্যি বলতে কী আপমান দুঃখ কষ্ট আমাদের নিত্যসঙ্গী।আমিও এরকম একজন আমার আন্তঃচেতনা নারী কিন্তু বাইরেটা একটা মিথ্যে খোলক।এই ভুলের জন্য প্রত্যেকের কাছে আপমান যন্ত্রনা মার খেতে অভ্যস্ত হয়ে গেছি।কেউ আমাদের চায়না।কেউ বলে না তুমি যেমন তেমনি থাক কিন্তু ভালো মানুষ হও।প্রত্যেকে বলে তথাকথিত পুরুষ হতে। এমনকি যখন নিজের লোকেরা বলে তুই মরে যা তার মত বেদনাদায়ক কিছু হয় না।তারা বলে তোদের মতো মানুষরা হলে পৃথিবীতে প্রজন্ম ই বাড়বে না। কিন্তু তারা জানে না এটির দায়িত্ব প্রকৃতির। প্রকৃতির মধ্যে যেমন অসংখ্য নারী পুরুষ থাকবে তেমনি আমাদের মতো ক্ষুদ্রসংখ্যক এমন মানুষ হবে। আমার মন যখন কোনো পুরুষ কে চায় কিন্তু বিবেক বাঁধা দেয় তুমি সম্পূর্ণ নারী কিন্তু তোমার দেহটা ভুল।তাই বিরত থাকি।আমার মনে হয় এই সিনেমাটির মতো আত্মহত্যা করি অন্তত এই দেহ ছেড়ে তো মুক্তি পাব। সেখানে যেতে চায় যেখানে আমি একা শুধু একা কেউ থাকবে না যেখানে কোনো লিঙ্গের বন্ধন নেই, নেই ঠুমকো মানসম্মান।শুধু আমি আর আমার আপন ঈশ্বর(জগদম্মা কালী) থাকব।
আমিও তোমার মতো একজন দেহটা নারীর কিন্তু মনটা পুরুষের।সত্যি আমরা মরে গেলেই হয়তো মুক্তি পাবো।ভগবান আমাদের মতো মানুষদের বানিয়েছে ঠিক ই কিন্তু সঠিক ভাবে বেঁচে থাকার উপযুক্ত পরিবেশ তৈরী করে দেননি।
মন খারাপ করে না। ঠিক বলেছ সভ ই প্রকৃতি র ইচ্ছা আর আমাদের কর্মের ফল।এ পৃথিবীতে কেউ সুখী নয়। সকলের ই খামতি আছে।কেবল ঈশ্বর এই বিশ্ব পতি যিনি সকল সময় বন্ধু সকলের তিনি। জীবনে অনেক বড় কাজ আছে খুঁজে নাও।আমরা টা তো আছেই। নিজের ইচ্ছায় আসনি তাই ইচ্ছা করে যেওনা
সমান্তরাল...কেন হয় না!!! সমাজের আরও অনেক ক্ষেত্রে এই অসমান্তরাল ভাবনার সংকীর্ণতা দেখা যায়। আমরা সবাই যদি যে যেমন তার জন্য সেটাই স্বাভাবিক ভেবে কাঁধে কাঁধ মিলিয়ে সহমর্মিতার সাথে চলতে পারতাম পৃথিবীটা বড্ড সুন্দর হতো 💞🥰
Onek bar dekhechi movie ta, kintu proti bar e dekle choke jol ashe 🥹 Vlo thakuk sobai, nijer moto kore sobai bachuk, pran khule bachuk, hasi mukhe bachuk ❤❤
অসম্ভব সুন্দর একটা মুভি! আমাদের সমাজ এখনও চিন্তা ভাবনায় অনেক পিছিয়ে। সবারই তার নিজের পছন্দ মত বাঁচার অধিকার আছে। খুব কষ্ট হয়েছে মুভিটা দেখে। কী অসহায় একটা জীবন ছিল পরমব্রতর!😢
Abr o choker jol atkate parlam naa...😊Hoichoi te 1st time dkechilm.. Usually amr akta movie akbr e vlo lge borabor but ajk UA-cam a abr dklm... R samlate parlm na nijk akhon ami mve ta dekhchiii😊
🥺♥️darun chobi Hope so ki ei movie dekhe log ra kichu bhalo sondesh ta bhujhuk ...sobai Thakur e deyn sobai soman rokhom er somman paba r adhikar aache
Chokher jol dhore rakhte parchi na.... Need to talk someone 😔😔😔😔 But no one want talk to me.. Ektu kothai bolte chai.... Ektu gangar pare bose matir var e cha khete chai.. Khola akash ta dekhte chai..
Movie ta just অসাধারণ শুরু থেকেই।। কিন্তু last er dike kno janina over reacting korte laglo jokhon theke party chalu holo over dance abr barir bou k call girl baniye deya eta content valo manalo na movier মধ্যে
প্রথমবার দেখে চোখের জল ধরে রাখতে পারিনি, দ্বিতীয়বার দেখেও ধরে রাখতে পারলাম না! ভেবেছিলাম দ্বিতীয়বারের সিনেমাটা দেখব না কারণ প্রথমবার আনকোরা সিনেমা দেখে যে অনুভূতিটা হয়েছিল সেটা দ্বিতীয়বার দেখে নাও হতে পারে কিন্তু আজ যখন ইউটিউব এ সিনেমাটা পেলাম তখন না দেখে থাকতে পারলাম না। এই সিনেমাটা সত্যিই আমাকে অনেকখানি ম্যাচিওর করে দিয়েছিল, বাধা ধরা নিয়মের বাইরেও যে জীবনের অংক মেলে সেদিন সেটা জেনে ছিলাম এবং আমি আমার এই জানাটা আজীবন মনে ধরে রাখতে চাই। একটা মানুষ শুধু স্ত্রী কিংবা পুরুষ হয় না, একটা মানুষ সবার আগে একটা প্রাণ।
❤❤💯
আমাদের মতন সমকামী দের যে কষ্ট তুলে ধরা হয়েছে তার জন্য ধন্যবাদ।কষ্ট টা প্রথম বাড়ি থেকে দেওয়াই শুরু হয় খুব বাস্তব তুলে ধরেছেন।আমাদের কষ্ট টা কি কখনও বুঝবেনা।না আমরা ঘর পাই না সংসার পাই না ভালবাসার মানুষ পাই না কিছু পাই শুধু পাই লাঞ্ছনা গঞ্জনা আমরা তো অ্যাবনর্মাল খুব সহজেই এই তকমা টা দিয়ে দেওয়া হয় আমাদের।যতদিন পরিবার থেকে সাপোর্ট না আসবে ততদিন আমাদের মতো মানুষরা বাঁচতে পারবেনা।কারণ বিপরীত কামীরা এটাই মনে করে যে পৃথিবীটা শুধুই তাদের শুধুই তাদেরই বেঁচে থাকার অধিকার আছে।
অসাধারণ গল্প ! সমাজের সত্যিকার অর্থে তাদের অবস্থান তুলে ধরা হয়েছে। ❤
Just osadharon....Hijra,chakka,LGTV bole je manushgulo moja kore,nijeder normal ar baki sobbai ke abnormal bole ghosona kore anondo pai tara jodio kichhutei bujhbena,bodlabena..Tao....Finally cinemata abar UA-cam -e phire eseche,thanks😊.....Thank you Paramda,ei ononnyo sundor charitratake eto sundor futiye tolar jonno.
Osadharon ekta golper chitraroop dekhlam. Samajer ekta jotilatake tule dhora hoechhe. Parambrator obhinoy onobodya. Khub valo laglo.
এই সিনেমাটি দেখে আমার চোখে জল চলে এসেছে।সত্যি বলতে কী আপমান দুঃখ কষ্ট আমাদের নিত্যসঙ্গী।আমিও এরকম একজন আমার আন্তঃচেতনা নারী কিন্তু বাইরেটা একটা মিথ্যে খোলক।এই ভুলের জন্য প্রত্যেকের কাছে আপমান যন্ত্রনা মার খেতে অভ্যস্ত হয়ে গেছি।কেউ আমাদের চায়না।কেউ বলে না তুমি যেমন তেমনি থাক কিন্তু ভালো মানুষ হও।প্রত্যেকে বলে তথাকথিত পুরুষ হতে। এমনকি যখন নিজের লোকেরা বলে তুই মরে যা তার মত বেদনাদায়ক কিছু হয় না।তারা বলে তোদের মতো মানুষরা হলে পৃথিবীতে প্রজন্ম ই বাড়বে না। কিন্তু তারা জানে না এটির দায়িত্ব প্রকৃতির। প্রকৃতির মধ্যে যেমন অসংখ্য নারী পুরুষ থাকবে তেমনি আমাদের মতো ক্ষুদ্রসংখ্যক এমন মানুষ হবে। আমার মন যখন কোনো পুরুষ কে চায় কিন্তু বিবেক বাঁধা দেয় তুমি সম্পূর্ণ নারী কিন্তু তোমার দেহটা ভুল।তাই বিরত থাকি।আমার মনে হয় এই সিনেমাটির মতো আত্মহত্যা করি অন্তত এই দেহ ছেড়ে তো মুক্তি পাব। সেখানে যেতে চায় যেখানে আমি একা শুধু একা কেউ থাকবে না যেখানে কোনো লিঙ্গের বন্ধন নেই, নেই ঠুমকো মানসম্মান।শুধু আমি আর আমার আপন ঈশ্বর(জগদম্মা কালী) থাকব।
Bhalo thakben...ami ekjon purno nari tobe protibondhi amra sobai kichu na kichu parina jetukui pari setai amra setai amader...❤
আমিও তোমার মতো একজন দেহটা নারীর কিন্তু মনটা পুরুষের।সত্যি আমরা মরে গেলেই হয়তো মুক্তি পাবো।ভগবান আমাদের মতো মানুষদের বানিয়েছে ঠিক ই কিন্তু সঠিক ভাবে বেঁচে থাকার উপযুক্ত পরিবেশ তৈরী করে দেননি।
মন খারাপ করে না। ঠিক বলেছ সভ ই প্রকৃতি র ইচ্ছা আর আমাদের কর্মের ফল।এ পৃথিবীতে কেউ সুখী নয়। সকলের ই খামতি আছে।কেবল ঈশ্বর এই বিশ্ব পতি যিনি সকল সময় বন্ধু সকলের তিনি। জীবনে অনেক বড় কাজ আছে খুঁজে নাও।আমরা টা তো আছেই। নিজের ইচ্ছায় আসনি তাই ইচ্ছা করে যেওনা
Asadharon apurbo anek din por eto sundor cinema dekhlam. Parambroto fantastic ❤
অনেক মানবিক,আধুনিক ও প্রাকৃতিক।
সবার বোধগম্য হবে না এই সিনেমা। ভালো লাগলো। ❤️
Aj prothom bar dekhlam movie ta mon chuye gelo ❤
অনেক সুন্দর মুভি,,,তার পর ও মানুষেরা এসব দেখে কিছু শিখে না। এটাই ব্যর্থততা🥲🥲।
Khub valo movie chokhe jol dore rakhte parlam na
Khub valo akta cinema
Mon chuye gelo
বলার মতো কোনো ভাষা নেই চোখের জল আর ধরে রাখতে পারলাম না...❤️
অসাধারণ অভিনয় পরমের। পরম বাবা, আমি নূজহাত এর মা। তোমায় অভিনন্দন।
সমান্তরাল...কেন হয় না!!!
সমাজের আরও অনেক ক্ষেত্রে এই অসমান্তরাল ভাবনার সংকীর্ণতা দেখা যায়।
আমরা সবাই যদি যে যেমন তার জন্য সেটাই স্বাভাবিক ভেবে কাঁধে কাঁধ মিলিয়ে সহমর্মিতার সাথে চলতে পারতাম পৃথিবীটা বড্ড সুন্দর হতো 💞🥰
Onek bar dekhechi movie ta, kintu proti bar e dekle choke jol ashe 🥹
Vlo thakuk sobai, nijer moto kore sobai bachuk, pran khule bachuk, hasi mukhe bachuk ❤❤
❤❤beautiful movie.. ektu onno rokom r sobar theke alada.. must recommend to everyone.
একটা নতুন পৃথিবী হোক যেখানে কোনো বিভেদ থাকবে না।সব সমান্তরাল হবে। খুব ভালো লাগলো।
Khub valo laglochobita
Khub sundor
পরমব্রত অভিনয় অসাধারণ ❤
দুর্দান্ত ছবি!সমস্যা লুকিয়ে রাখা কোনো সমাধান নয়।চোখ ভিজে গেলো!
অসম্ভব সুন্দর একটা মুভি! আমাদের সমাজ এখনও চিন্তা ভাবনায় অনেক পিছিয়ে। সবারই তার নিজের পছন্দ মত বাঁচার অধিকার আছে। খুব কষ্ট হয়েছে মুভিটা দেখে। কী অসহায় একটা জীবন ছিল পরমব্রতর!😢
এই নিয়ে দ্বিতীয় বার দেখব।ভীষণ ভালো একটা ছবি
এই গল্প সমাজের বিবেককে নাড়া দেবে...মানুষ হিসেবে সবারই স্বাধীন সত্ত্বায় বাঁচার অধিকার আছে... আমরা সবাই সমান না,.... সমান্তরাল😢 ❣️❣️❣️
বহু বছর আগে মুভিটা অনেক খুঁজেও মেলেনি তবে আজ না খুঁজেই পেয়ে গেলাম! বাংলাদেশ থেকে ❤
Apurbo
এতো কষ্ট হলো সিনেমা টা দেখে!
আমরা পারিনা সবাইকে এক করে দেখতে।?
দেখার ঘণ্টা তিনেক পরেও দৃশ্য গুলো ভেসে উঠছে চোখের সামনে!
Osadharon laglo...
ভীষণ সুন্দর একটা মুভি দেখলাম
পরমের অভিনয় অসাধারণ!!
ভাল লেগেছে। এরকম আরও সিনেমা হওয়া দরকার আম জনতার চেতনায় কড়া নাড়ার জন্য।
Kya yeah movie ka hindi version aa sakti hain?....... Yeah bohot achhi movie thi...... I think everyone need to know about this movie......
Abr o choker jol atkate parlam naa...😊Hoichoi te 1st time dkechilm.. Usually amr akta movie akbr e vlo lge borabor but ajk UA-cam a abr dklm... R samlate parlm na nijk akhon ami mve ta dekhchiii😊
Asadharon , kano mon savabik bole mate chaina, khuuuuub sundor
Darun laglo movie ta.. reality tule dhora hye6e👌👌👌👌👌❤️❤️
মনে পুরো দাগ কেটে গেলো ।অসাধারণ❤❤❤❤
সত্যিই অসাধারণ একটা গলপো,,, না,,, একটা বাস্তব, যেটা আমরা আজও মানতে চাই না।
Apurbo 🎉🎉🎉🎉🎉
Manusher manosikatar poriborton houk...
Osadharon❤️
অপূর্ব ❤️👍🏻
🥺♥️darun chobi
Hope so ki ei movie dekhe log ra kichu bhalo sondesh ta bhujhuk
...sobai Thakur e deyn sobai soman rokhom er somman paba r adhikar aache
After a very long time I saw a meaningful movie.
Parambrata....you are the best 👍👍
খুব ভালো লাগলো
খুব ভালো সিনেমা......
Osadharon akta movie
দারুন গল্প
Sotti osadharon...
Parambrata ekkothai onnoboddo..
Sotti.....khub valoo.. osadharon.
manus chaile sob manie nite pare kintu...Manus Manus hole tobe to....
Oshadharon❤❤❤
asadharon ....sotti amader deshi sambhob..
Parambrata a great actor
ভগবানের কত রকম সৃষ্টি।কিছু মানুষ ভাবে পৃথিবীর হর্তা কর্তা তারাই।
আমার দেখা অন্যতম একটি সিনেমা ❤
অসাধারণ ❤
Daruuuun movie❤️❤️❤️❤️❤️
অসাধারণ মুভি
❤❤khub sundor
লিখতে পারলাম। মনে থেকে গেলো❤
Good acting Good message...❤
Chokher jol dhore rakhte parchi na....
Need to talk someone 😔😔😔😔
But no one want talk to me..
Ektu kothai bolte chai....
Ektu gangar pare bose matir var e cha khete chai..
Khola akash ta dekhte chai..
Khub bhalo golpo
অসাধারণ❤মুভি
Heart touching movie❤
Khub valo movie
এককথায় অসাধারন
Excellent❤❤
Just speechless
ভালো লাগলো...❤
Onk tai sundor comment ta rekhe gelam😢
খুব ভালো লাগল ।অন্য ধরনের সিনেমা ।
কী অসাধারণ
Good one.
চোখে জল এসে গেলো 🥹🥹
Nice movie.
Excellent 😢😢❤❤
Apurbo ses ta
অসাধারণ অভিনয় পরমব্রতের
দারুন
এই সিনেমায় সকলের জন্য নয় 😢😢
খুব ভালো লাগলো।
Nice❤
Ai ciema ta ki shakha proshakha r review?
Excellent
Khub kasto hache
Sera movie somantriral.
Asadharon
Asadharan.
কে কে বাংলাদেশ থেকে দেখতেছেন তারাই শুধু লাইক দিন 🇧🇩❤️
Kanna pacche sotti. Ato sundor ekta chobi. Eta shudhu chobi na, bastobota
ক খ গ ঘ ফুল মুভি দেন ২০১৮
এই সমান্তরাল সিনেমাই বাংলা সিনেমার জীবন প্রবাহ।
সমাজের মানুষের শিক্ষনীয়।
Parambrata 's acting 🔥🔥🔥
Take Love...
অনেক কিছু জানলাম।
Movie ta just অসাধারণ শুরু থেকেই।।
কিন্তু last er dike kno janina over reacting korte laglo jokhon theke party chalu holo over dance abr barir bou k call girl baniye deya eta content valo manalo na movier মধ্যে
অসহ্য!¡
The two (husband and wife) are notorious.
Khub sundar. Ei topic e 1ta erokom cinema hoy eta bhabai to boro byspar .