সঞ্জীব দা, আর নেই। এই সম্পদ আমরা যথাযথভাবে ব্যাবহার করতে পারিনি। নতুন প্রজন্ম কতটা জানবে তার সম্পর্কে জানি না, এই মানুষটার লেখা-গাওয়া গান ঘন্টার পর ঘন্টা শুনা যায়। এই অনুষ্ঠানটা আরো সুন্দর হতে পারতো উপস্থাপনার গুণে।
জীবনটা সার্থক হলো আজ। কখনো ভাবিনি বাংলাদেশের সঙ্গীতের ইতিহাসে সবচেয়ে মূল্যবান কন্ঠ সঞ্জীব চৌধুরীর সাক্ষাৎকারটি এভাবে পেয়ে যাবো। তার রাগাশ্রয়ী কণ্ঠ বাংলাদেশের সঙ্গীতের আকাশে বেঁচে থাকুক অনন্তকাল ধরে।
বাপ্পা দা ! আজকে সেরাটনে দেখা হলো, ছবি তুললাম , কতদিনের স্বপ্ন যে পূরণ হলো | আরও কথা বলতে পারলে কত যে ভালো লাগতো \ ভালো থাকবেন , বেশি বেশি খুশির মেঘ তৈরি করবেন , আজকের পৃথিবীতে খুশির বৃষ্টির বড় দরকার
এবারের "সঞ্জীব" এলবামের এগারোটি গান একের পর এক পরপর শুনে এটাই সংকল্প করলাম এখন থেকে এই গানগুলিও নিয়মিত শুনবো ❤ সঞ্জীবদা ছিলেন একাধারে কৃতী ছাত্র, সাংবাদিক, গীতিকার সুরকার গায়ক ও দলছুটের নির্মাতা ❤ বাপ্পা'দার এই প্রয়াস অবশ্যই কালোত্তীর্ণ এবং সঞ্জীবদার প্রতি যথার্থ শ্রদ্ধার্ঘ্য ❤
Please do something on Sanjeeb Choudhury. He needs to be archived and presented to the present and future generations, for time immemorial. All my love and respect for you, Bappa.
What an awesome personality, very down to earth and quite a humorist!!! Left us so early - rest in peace. Always be like this, don't change a bit. (Our thoughts & prayers with you wherever you are)
সঞ্জীব দা বেচেঁ থাকতে আমি তার গান কখনো শুনি নাই, সুযোগ হয় নাই আসলে । উনার সম্পর্কে যতই জানতে পারছি, ততবারই ভাবছি আমাদের পরের প্রজন্ম শুধু সঞ্জীব চৌধুরী না, বাচ্চু ভাই, সুবীর নন্দী সহ আরো হয়ত অনেককেই পাবে না ।
খুবই বিরক্তিকর ইন্টারভিউয়ার, কোন প্রিপারেশান নেই, প্রশ্ন করার ধরণে এতটুকু গভীরতা নেই... সঞ্জীব্দা আর বাপ্পা এলেবেলে কেউ না, যে একটা হাবিজাবি কিছু বললেই হয় । পড়াশুনা করে আসা লাগে ।
tahsan type? tahsan has his own style as well as bappa has tahsan is a good musician composer keyboardist obvsly bappa da and sanjeeb are btter bt tahsan is not that type of artist u can humiliate..before commenting any foolish type of cmmnt,think twice kindly
@Souhardo Sadhu Khan, I stand corrected. That was a comment made 2 years ago and I absolutely agree on Tahsan being a great musician. Thanks for pointing that out. To go one step further, I won't even compare them with Tahsan. They are both fascinating in their own ways
প্রিয় সঞ্জীবদা...❤
কথা বললেই যেন কবিতা মনে হত তাঁর কণ্ঠে। অফুরান শ্রদ্ধা।
সঞ্জীব দা, আর নেই। এই সম্পদ আমরা যথাযথভাবে ব্যাবহার করতে পারিনি। নতুন প্রজন্ম কতটা জানবে তার সম্পর্কে জানি না, এই মানুষটার লেখা-গাওয়া গান ঘন্টার পর ঘন্টা শুনা যায়। এই অনুষ্ঠানটা আরো সুন্দর হতে পারতো উপস্থাপনার গুণে।
অসাধারণ বলেছেন। আমার ভাবনার সাথে শতভাগ মিলে গেছে।
এত বাজে উপস্থাপক আর দেখি নাই৷
জীবনটা সার্থক হলো আজ। কখনো ভাবিনি বাংলাদেশের সঙ্গীতের ইতিহাসে সবচেয়ে মূল্যবান কন্ঠ সঞ্জীব চৌধুরীর সাক্ষাৎকারটি এভাবে পেয়ে যাবো। তার রাগাশ্রয়ী কণ্ঠ বাংলাদেশের সঙ্গীতের আকাশে বেঁচে থাকুক অনন্তকাল ধরে।
সঞ্জীব দা'র মত এমন চমৎকার একজন মানুষ এখন আর নেই এটা আমি এখনও মানতে পারি না। ইন্টার্ভিউটি দেখে মনটা খারাপ হয়ে গেলো।
সঞ্জীব দা, what a personality! full of life :)
বাপ্পা দা ! আজকে সেরাটনে দেখা হলো, ছবি তুললাম , কতদিনের স্বপ্ন যে পূরণ হলো | আরও কথা বলতে পারলে কত যে ভালো লাগতো \ ভালো থাকবেন , বেশি বেশি খুশির মেঘ তৈরি করবেন , আজকের পৃথিবীতে খুশির বৃষ্টির বড় দরকার
Still miss Sajib da's music! Thanks for uploading this interview, Bappa da. Heard Sajib da's voice again--ah that voice...
এবারের "সঞ্জীব" এলবামের এগারোটি গান একের পর এক পরপর শুনে এটাই সংকল্প করলাম এখন থেকে এই গানগুলিও নিয়মিত শুনবো ❤ সঞ্জীবদা ছিলেন একাধারে কৃতী ছাত্র, সাংবাদিক, গীতিকার সুরকার গায়ক ও দলছুটের নির্মাতা ❤ বাপ্পা'দার এই প্রয়াস অবশ্যই কালোত্তীর্ণ এবং সঞ্জীবদার প্রতি যথার্থ শ্রদ্ধার্ঘ্য ❤
কালের বিবর্তনে মহাবিশ্বের অতলে হারিয়ে গেল সঞ্জীব দা, কি অমূল্য রতন ছিলো হারিয়ে বুঝেছি, বাপ্পাদা আমাদের সম্পদ সঞ্জীবদার উত্তরসূরী।
গানের জগতের নক্ষত্র।
I am only 20 years old, not too much mature, but What a personality Sanjeeb Chowdhury was!
Just fascinating, Rest in peace
Please do something on Sanjeeb Choudhury. He needs to be archived and presented to the present and future generations, for time immemorial. All my love and respect for you, Bappa.
কত সাবলীল, কত জীবন্ত দাদা।
দলছুট! এক অপূর্ণ দীর্ঘশ্বাস....
ভালোবাসা সঞ্জিবদা আর বাপ্পাদা ❣️❣️
এতটা মজাৎকার Interview কখনও দেখা হয়নি...দাদা কে খুব miss করছি...
India the Bhalobasha janai. Bhalo laglo interview ta dekhe.
আফসোস দাদা,,,আপনাকে চেনার আগেই আপনি ওপারে চলে গেলেন । আরো অনেক কিছু দেবার ছিল আপনার ।
প্রত্যেকে তাঁকে দাদা বলে ডাকেলেও আমি তাঁকে গুরু বলে ডাকি কেননা আমার দৃষ্টিতে তিনি একজন কিংবদন্তী।ওপারে ভালো থাকবেন গুরু 🖤
সঞ্জীব চৌধুরী এক অসাধারণ প্রতিভা।আরো অনেক কিছু দেয়ার ছিল।
সঞ্জীব দাদা'কে আবারও জানাই প্রণাম । ভালো থেকো দাদা । রাহুল ।
দাদা,
আপনি দলছুট নাম দিয়ে নিজেই কেন দলছুট হয়ে গেলেন???
আপনার নতুন গান খুব মিস করি।
আপনার গানেই আপনি অমর হয়ে থাকবেন।
আপনি বেঁচে থাকবেন আজীবন আমাদের হৃদয়ে।❤
সঞ্জীব..দা” তোমার গান আজও আজও মনের মাঝে দোলা দিয়ে যায়❤❤❤
কি পুরুষচিত কণ্ঠস্বর সঞ্জীব বাবুর!
সঞ্জীব চৌধুরী একজন কিংবদন্তি ❤❤❤❤
সন্জিব চৌধুরী এক জন সাংবাদিক সংগীত বিশেষজ্ঞ ও জমিদার, বেচে থাকুক প্রিয় মানুষ হিসাবে
07:00 is the best part of this video
Sonjeeb chowdhury je eto boro shongeet shilpee kintu eto down to earth, plus taar sense of humor was amazing.
আহা দাদা,পরাণ ডা জুড়াইয়া গ্যালো। দাদা আর কিছু ইন্টারভিউ চাই দাদা সঞ্জীব দার
দাদাকে খুব মিস করি। সেই ২০০৭ সালে হারিয়েছি
বাংলাদেশে আমার মতে শিক্ষিত মেধাবী শিল্পী দলছুট
What an awesome personality, very down to earth and quite a humorist!!! Left us so early - rest in peace. Always be like this, don't change a bit. (Our thoughts & prayers with you wherever you are)
Love you Sanjib Da
Oh! the last song amazing!
Dada.. apnake khub miss kori... apnake amar Allah sorge din... Thanks for your songs.
♥
Salute, salam and respect to that great personality Shonjeeb Chowdhury.
Respect and love to Sanjeebda. Miss you dada.
Dadar kotha sunsi khub bhalo lagse Dadar song and gaoki kobita abriti voice osadharon.
প্রিয় সঞ্জীব দা 💜
উপস্থাপকটা আবালসোদা না হলে এই ইন্টারভিউটা অনেক সুন্দর এবং ধরে রাখার মতো হতো
কি শিশু সুলভ মনোভাব ❤
I will miss Sanjeeb Da voice and innocent Smile. RIP
দুই মহাজন একসাথে। 🥰🥰🥰
The Late Sanjeeb Chowdhury Would Be Live In His Immortal Creations His Soul Rest In Peace God Bless ❤
very nostalgic
প্রচন্ড রকম পছন্দের মানুষ আপনি দাদা।মিস করি আপনাকে ভীষণ রকম।।
মনেই হলোনা সঞ্জীব দা ২০০৭ থেকে মিস করি ভিডিও টা দেখার সময়
Sir ami matro koekdin apnar gan sunchi ami apnar konther vokto.nijeke vison aggo mone hochhe age kano apnader sunini.kolkata theke srodhha roilo🇮🇳🙏
Onek mojar manus sanjib dada.....
সজীব দা এবং বাপ্পা দার জুটি আমার কাছে ভালো লাগে
দাদা কে আমি মনে রাখি সব সময়।ভড্ড তারাতারি চলে গেলেন।
বাপ্পা দা' একমাত্র একজন।
তার তুলনা শুধু তিনি।
আপনার মত শিল্পী আর পাবো না।। পরপারে ভাল থাকবেন দাদা❤
যেন হারিয়ে গিয়েছিলাম...💐
সঞ্জীব'দা খুব ভালোবাসি আপনাকে। যাওয়ার এতো তাড়া ছিলো কেনো আপনার? মিস করি ❤️
২০২৩ এ এসেও এই টক শো সার্চ দিয়ে দেখি আমি। প্রিয় সঞ্জিব দা
Miss you so much Dada.................
Sanjeeb choudhury always good. :)
Sanjeeb da, sob bhalovasha niye eto early chole gelen. Aj'o mon kaade..RIP
আহা, মানুষটা...
Khub valo manush chilen shanjib da.
আজ খুব মিস করছি সঞ্জীব দা কে।।। ওপারে ভালো থাকবেন। এই নষ্ট শহরে আপনাকে খুব দরকার ছিল
সহমত।
দাদা বড্ডো মিস করছি তুমায়.....
ফিরে এসো গানের ভুবনে... 😪
অাহ... সঞ্জীব দা...
Ekbar jodi dekha hoto❤️
I really miss Sanjeeb Choudhury a ot :( ...
Osadharon medhavi khonojonma legend.
ধন্যবাদ গো বাপ্পাদা
কারো কাছে কি "দাও ফিরিয়ে দাও, তার সোনালি গিটার" গান এর কোন লিঙ্ক বা mp3 file আছে ? সদা কৃতজ্ঞ থাকবো
জানে কান্নার রঙ জানে জোঁছনার ছায়া😭
সঞ্জীব দা miss u,,, Bappa da apnar moto talented manus hate gona ase
বাপ্পাস্যারের হাসিটা অনেক কমে গেছে এনার চলে যাওয়ার পরে...❤
Two legends
আহারে সঞ্জীব দা' 🙏🙏
বিনম্র শ্রধাঞ্জলি সঞ্জীব দা
সহমত।
সঞ্জীব দা বেচেঁ থাকতে আমি তার গান কখনো শুনি নাই, সুযোগ হয় নাই আসলে । উনার সম্পর্কে যতই জানতে পারছি, ততবারই ভাবছি আমাদের পরের প্রজন্ম শুধু সঞ্জীব চৌধুরী না, বাচ্চু ভাই, সুবীর নন্দী সহ আরো হয়ত অনেককেই পাবে না ।
হ্যা। ঠিক বলেছেন।
এই উপস্থাপনা নিয়ে আলাদা একটা পর্ব করা যায় কি?
Hi apu apner uposthapona relly valo hoycha..
সঞ্জীব দাদা দেহ দান করে গিয়েছিলেন। তার কঙ্কাল রয়েছে ঢাকা মেডিক্যাল কলেজে এখনো
সঞ্জীব দার জন্মদিন আজ ২৫/১২/২০১৮
ইন্টার্ভিউটা মজার হলেও বেদনাময়। শ্রদ্ধা।
Ai song Tah kno pacchi na
21 minutes er video jeno 2 minutes ei sesh ☹☹ miss u
ওকে দাও ফিরিয়ে দাও - এই গানটির টাইটেল কি? খুঁজে পাচ্ছি না
Akhono miss kori
Nice to see my ex colleague Sanjeeb Dada
Dada love you forever...legend
গানে গানে বেচে রবে..
সঞ্জীব দা আপনাকে মিস করতেই থাকবো...
কেউ যদি অনুগ্রহ করে উপস্থাপিকাকে নিষ্কাশন করে অনুষ্ঠানটি দেখার সুযোগ করে দিত!
হ্যা।ঠিক বলেছেন।
Sanjeev Da❤️
প্রতিভা,,,,,, হারায়,,,, হারিয়ে যায় রয়ে যায় সৃষ্টি
Bhishon miss kori Shonjib dake.
ses er gaan ta kotahi pabo? la lal la ....
Ami tomakei bole debo
Ki je aka dirgho rat
Miss you Sanjib da
Just Wow,wow and wow
We miss you dada
2:18 Meghdol chilo
Love u sanjeeb brother
Do you know? After his death, his body was given to the students of Dhaka Medical College❤
খুবই বিরক্তিকর ইন্টারভিউয়ার, কোন প্রিপারেশান নেই, প্রশ্ন করার ধরণে এতটুকু গভীরতা নেই... সঞ্জীব্দা আর বাপ্পা এলেবেলে কেউ না, যে একটা হাবিজাবি কিছু বললেই হয় । পড়াশুনা করে আসা লাগে ।
sadat shahriar exactly
Immature woman
ঠিক। তার চিন্তাকে ছুঁতে পারেন নি উপস্থাপিকা
tahsan type?
tahsan has his own style as well as bappa has
tahsan is a good musician composer keyboardist
obvsly bappa da and sanjeeb are btter
bt tahsan is not that type of artist u can humiliate..before commenting any foolish type of cmmnt,think twice kindly
@Souhardo Sadhu Khan, I stand corrected. That was a comment made 2 years ago and I absolutely agree on Tahsan being a great musician. Thanks for pointing that out. To go one step further, I won't even compare them with Tahsan. They are both fascinating in their own ways
Miss you😭