Chennai related joto video youtube e ache sob gulor majhe #SAMDRIVE Best video upload koreche..... everything is in details..... First journey jara korbe tader jnn onk beshi informative... Thank you so much........
দাদা আসসালামু আলাইকুম দাদা আমার ছেলের এক্সিডেন্ট এরপরে মেরুদন্ড বোন অপারেশন হওয়ার পর এখন সেই তো ফাইটে গেছিল স্কুল এক্সরে করার পরে বলতেছে ভালো কিন্তু পরবর্তী সমস্যা সে হাঁটতে পারতেছেন আমি প্রস্রাবে কেন হইলে বলতে পারতেছে না আমি কোন ডাক্তার দেখাবো একটু যদি আমাকে বলতেন কোন ডাক্তার হলে এখানে ভালো হয় কত টাকা পড়তে পারে ডাক্তার দেখালে এটা একটু জানতে চাচ্ছি যদি আপনি দয়া করে বলতেন
Vaiya ami r amr husband jabo...ami patient r amar husband attended... Immigration er somoi ki hotel er name jante chai?amra 1st jabo tai..giye booking korbo hotel...amader chennai air land er time 7.30...ishwariya te jabo okane... Immigration shob complete kore shes kore Ishwariyai jaite rat 10/11 ta bajbe?oi somoi ki hotel pabo?janaben pls...ishwariyar location janle janaben
ধন্যবাদ। আপনি মেডিকেল ভিসায় গেলে কোন হোটেল বুকিং লাগবে না। তবে টুরিস্ট ভিসায় গেলে লাগে। আর কোন জায়গায় যাবেন সেটা আমি বুঝতে পারি নাই। তবে রাতে গেলেও কোন সমস্যা হবার কথা না। ধন্যবাদ।
Vhai service apartment or hotel Bangladesh thake kivhabe book kore jabo atlest first 3 night Amar 4 jon jabo January 22 Apnar kono hotel suggestion thakle pls janan Khubi upokar hobe?
Thanks for watching my video You can reserve from booking.com (If budget not problem can stay Rain Drops Hotel, it will bw better) Beside that you can stay some low budgets hotel rooms. Can text me +8801913432431 (only WhatsApp text), I will try to give some hotel name or contact. Thanks.
বাজেট সমস্যা না হলে আপনি RAIN Drops এ থাকতে পারেন। এটি একদম Apollo hospitals এর সামনে আর ভালো মানের। Booking.com এ গিয়ে বুকিং করে যাবেন। তা না হলে রুম পাবেন না। অনেক চাপ ওদের।
ভাইয়া আমি অন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি যে আমার ENT ডাক্তার বা হাসপাতাল সম্পর্কে কোন ধারনা নেই। আপনি Google এ search দিয়ে দেখতে পারেন।। তবে ENT Department টা চেন্নাই Apollo এর মেইন বিল্ডিং এ আছে এতটুকুই জানি। ধন্যবাদ। 🙏😍
Thanks For Watching 🙏😍. 600-700 রুপিতে আপনি AC room পাবেন না। Non AC room নিতে হবে। তবে এটি Available পাওয়া যায় চিন্তার কোন কারন নেই। আরও কোন প্রয়োজন হলে আমাকে জানাবেন, চেষ্টা করবো। Share The Video Plz.🙏
আমার পুরুষ অঙ্গে তিনবার অপারেশন করাইছি তারপরও খুব সমস্যা এখন বর্তমানে কেথালার অবস্থায় আছি ভাইয়া আমার প্রস্রাব আসলে খুব জ্বালা যন্ত্রণা পুরুষ অঙ্গ ফেটে যায় এমনকি কান্নাকাটি হয় আমাকে এখন একটা ভালো ডাক্তারের পরামর্শ দিবেন ভালো ইউরোলজিস্ট ডাক্তার চেন্নাই গেলে কি সমাধান পাবো ইনশাআল্লাহ
ধন্যবাদ। সিম কিনবেন কাঁচাবাজার এলাকায় ২/৩ টা দোকান থেকে। তবে সাথে অবশ্যই, পাসপোর্ট + ভিসা এর ফটোকপি সাথে নিয়ে যাবেন। ওখানে ফটোকপি এর দোকান খুব দেখা যায় না। 🙂
Thanks For Watching 😍🙏. এগুলা সবই লজ টাইপের। আমার ভিডিওতে রুমের বিস্তারিত দেওয়া আছে। আমি ছিলাম ওখানে৷ তবে অনেক দেখার পর আমি যে রুমটাতে ছিলাম F3 এটা আমার কাছে সেরা মনে হয়েছিল। কারন রান্নাঘরটা আলাদা৷ আর অন্যগুলোতে বেড এর কাছেই চুলা। ভিডিওটি দেখেন বুঝতে পারবেন। 😊
আমি একজনকে দায়িত্ব দিয়েছিলাম, যেহেতু আমারও প্রথমবার ছিলো। নিজে করলে ৭০০-১০০০ এট বেশি লাগবে না। তবে কাউকে দিয়ে করালে তো তার একটা খরচ আছে। আর আমার জানা মতে আগে ভিসা এর পর টিকিট। (আমি ভিসার পর টিকিট করেছিলাম,তবে সঠিক টা আমার জানা নেই) ধন্যবাদ। 😊
ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য। আপনি অবশ্যই আগে গাইনি ডাক্তার এর সাথে দেখা করবেন। ওনারা আপনাকে ভালো পরামর্শ দিবেন৷ SIM কিনেছিলাম ৪০০ টাকা দিয়ে বেশ কিছু দোকান আছে। AL IMDAD থেকে নিতে পারেন এটি Women’s Hospital আর Heart Center এর মাঝেই অবস্থিত। 🙏 SUBSCRIBE PLZ
ধন্যবাদ ভাইয়া। অবশ্যই থাকবে আরও ভালো তথ্যের জন্য হেলাল ভাই, সরাসরি Apollo Hospital এর বাংলাদেশের প্রতিনিধি ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। 01989983699
Thanks for watching. full body চেকআপের জন্য কোন ডাক্তারের প্রয়োজন হবে না। আপনি নিজেই গিয়ে টাকা জমা দিয়ে চেকআপ করাতে পারবেন। এরপর ভালো কোন মেডিসিন ডাক্তার দেখাবেন।
Thanks For Watching 🙏😍. কমদামে থাকতে গেলে নন এসি তে থাকতে হবে। অন্যথায় রয়েল রুমস এ দেখতে পারেন (Model School Road) ১২০০ রুপি দিয়ে মোটামুটি ভাবে AC তে থাকতে পারেন। আমার Description এ নাম্বার দেওয়া আছে।
গ্রিমস রোড আর মডেল স্কুল রোডের দুরত্ব কতটুকু কারন আমি গাইনি, চাইল্ড দেখাব আবার মেইন এপ্যালোতে অন্যন্য ডাক্তার দেখাব।সবগুলো সুবিধা নিতে হলে আমার জন্য কোন জায়গায় থাকাটা ঠিক হবে।
Thousand Lights পুরো এলাকার নাম। সেখানেই সব অবস্থিত। মূলত Thousand Lights একটি মসজিদ এবং এর নাম অনুসারে এলাকার নামকরন করা হয়েছে। Rain Drops এ প্রতিদিন ৩০০০ রুপির মতো লাগবে। অনেক বড় হোটেল। রান্নার ব্যবস্থা নেই।
আপনার vdo দেখে অনেক উপকৃত হয়ছি। এভাবে ডিটেইলস কেও বলেনি।আমি যদি ১৫ দিনের জন্য ভারতে চিকিৎসার জন্য যায় ২ বাচ্ছা স্বামি স্ত্রী ৪জন সদস্য।প্লেন ভাড়া, হোটেল ভাড়া,চিকিৎসা,সব মিলে কেমন খরচ হতে পারে। ৪ লক্ষ বাজেট আমার। ৬/৭ টা ডাক্তার দেখাব।আর টা বিষয় রুপি বা ডলার নগদ নিজের সাথে কি পরিমান নেওয়া যাবে ?
ধন্যবাদ দাদা ভিডিওটি দেখবার জন্য। আসলে টাকার বিষয়টি পরিবর্তনশীল। আমি যখন গিয়েছিলাম ৭১-৭২ টাকা দিতো। এটা অনেক লস হয়। বাংলাদেশ থেকে ডলার নিবেন। এটাই ভালো। আর কিছু রুপি সাথে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। 🙂
দাদা,নাম ঠিক আমার জানা নেই তবে আপনি কাঁচা বাজারে গিয়ে সোজা গিয়ে হাতের ডানে কর্নারে একটা দোকান পাবেন। সেখানে আগে রেটা টা জেনে নিবেন এর পার ওখানে আরও ৩/৪ টা দোকান আছে,আপনি যেখানে রেট বেশি পাবেন সেখান থেকে নিবেন।
Vai ami apnar kache jante chai ami amr meye k (7 bochor ) niye india doctor dekhanor jonno jabo , shathe amra 3 jon jabo , jemon ami amr wife , amar ma , akhon kotha hoilo amar meyer visa amader 3 jonar jonno ki visar abedon korte hobe , keu janaile onek upokar hoito amar ,
আসসালামু আলাইকুম। আসলে এ বিষয়টি নিয়ে আমার তেমন অভিজ্ঞতা নেই। তবে আমার বাস্তব অভিজ্ঞতায় মনে হয় ৮-১০ দিন লাগতে পারে। ওদের children hospital এর সুনাম আছে। Apollo খরচের জায়গা ভাই। ওদের খরচ অন্যদের তুলনায় একটু বেশি তবে দ্রুত সেবা পাবেন। বাচ্চার বয়স যেহেতু খুবই কম, তাই বেশি ঘাটাঘাটি না করে দ্রুত একটা ব্যবস্থা নেন। ওখানে নিতে হলে তো অবশ্যই তার পাসপোর্ট, ভিসা লাগবে। এসব সময়ের বিষয়।
আপনার আরও কিছু জানার প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করবো। Facbook ID Name : SAM DRive আমাকে মেসেঞ্জার এ নক দিতে পারেন। আর ভিডিওটি শেয়ার করিয়েন অনেকের উপকার এ আসতে পারে। 🙏😍
সে এখন হাঁটতে পারে না কিছু দূরে দূরে হাটে এবং প্রস্রাব পায়খানা হলে সে বলতে পারে না সেজন্য কোন ডাক্তার দেখাবো তাকে এজন্য আমি একটু জানতে চাচ্ছি যদি দয়া করে আমাকে বলতেন তাহলে আমার উপকার হত স্লামালাইকুম 20:41
ধন্যবাদ ভাই। যদি বিমানে যান সরাসরি তাহলে ১০০০০-১৭০০০ টাকা টিকিট লাগবে ১ জনের শুধু যাওয়া। বিমান ভাড়া প্রতিদিন পরিবর্তন হয়। GoZayaan Apps এ খেয়াল রাখবেন। আর ট্রেনে গেলে খরচ অনেক কম হবে কিন্তু অনেক সময় লাগে।
Bhai aponar videor jonno dhonnobad. Amra 4 jon, husband, wife, 2 child. Apollo hospital er kasa kasi budget friendly but secured hotel er khoj dele upokkrito hobo. Ektu contact no deben.
ধন্যবাদ। Hospital এর একদম কাছাকাছি খুব কমে হোটেল পাবেন না। তবে একটা বিষয় সবই কাছাকাছি, খুব দূরে না। কাঁচাবাজার এলাকা টা একটু কাছে হবে তবে হৈ চৈ বেশি। আর যদি মডেল স্কুল রোডে থাকেন তাহলে পরিবেশ ভালো। হৈ চৈ কম। ভিডিওতে দেখন আমরা একটা রুমে ছিলাম সেখানে ৪ জন খুব সহজে থাকতে পারবেন। আবার রান্নাঘরটাও বড় এবং আলাদা। ভিডিও ডেসক্রিপশন এ নাম্বার দেওয়া আছে। Apollo Homes, Pintu. এরপরও যদি কোন প্রয়োজন হয়, আমাকে জানাবেন চেষ্টা করবো।
Nirapottar bisoy aktu bolben ki vai , ami amar familly k niye jaite caitachi amar meyer doctor dekhanor jonno , r amra total 4 jon jabo boro 3 jon & 7 bochor er ek jon , doctor chara amader plane gele 10 din ki rokom bangla taka khoroc hoite pare jodi aktu dharona diten , plan er up dawn tiket soho
thanks for watching my video 🙏 ভাইয়া নিরাপত্তা নিয়ে কোন চিন্তা করবেন না। চেন্নাইতে নিরাপত্তার বিষয়টি খুবই কঠোর ভাবে পালন করা হয়। এখন পর্যন্ত কোনো রকমের দুর্ঘটনা আমার বা আমাদের কারো কানে আসে নাই। ইনশাআল্লাহ কোন সমস্যা হবে না আশা করি। আর বিমানের টিকিট এর দাম প্রায় উঠানামা করে। GoZaayan Apps ডাউনলোড করে ওখানে বিমানের টিকিট করতে পারবেন বা দেখতে পারবেন। সরাসরি ইউ এস বাংলার কাছ থেকে নিলে ভাড়া অনেক বেশি পড়ে। আপনি গো জান থেকেই টিকিট করবেন। যাওয়া-আসা একেকজনের ২৩ হাজার থেকে ত্রিশ হাজারের মাঝে থাকে। এটা প্রায় খেয়াল রাখতে হবে। please subscribe and share my video.
@@samdrivebd ভাইজান আপনি যে হোটেল এর রুমে ছিলেন, ওই রুমের ভাড়া কত প্রতিদিন হিসেবে, আর তিনজন থাকার রুম আছে কি আপনি যে হোটেলে ছিলেন, প্লিস একটু জানাইয়েন ভাইজান ❤️
প্রথম ৩ দিন ১৫০০ রুপি আর পরের ৮ দিন ১৪০০ রুপি করে দিয়েছিলাম। ওখানে ৩ জন থাকা যেতে পারে একটু কষ্ট হবে। অন্য রুম আছে কিনা একটু পিন্টুর সাথে কথা বলে নিয়েন। নাম্বার ডেসক্রিপশন এ দেওয়া আছে। ধন্যবাদ ভাই। আরও কোন প্রয়োজন হলে আমাকে জানাবেন। আমাকে WhatsApp SMS দিবেন,সমস্যা নেই। 🙂
Very informative video. Everyone should watch it
Many thanks. 😍🙏
ভাইয়া আমি পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলা থেকে দেখছি খুবই উপকৃত হলাম অনেক ধন্যবাদ ভাইয়া.
তাই। অসংখ্য ধন্যবাদ। কিছুটা উপকার পেলেই আমার সার্থকতা।
ভালো থাকবেন Subscribe করে শেয়ার করবেন,যাতে অন্যরাও উপকৃত হয়। 😊😊
এর থেকে বেঙ্গালোর মনিপাল হসপিটাল অনেক ভাল।
@@samdrivebd
এর থেকে বেঙ্গালোর মনিপাল হসপিটাল অনেক ভাল।
Chennai related joto video youtube e ache sob gulor majhe #SAMDRIVE Best video upload koreche..... everything is in details.....
First journey jara korbe tader jnn onk beshi informative...
Thank you so much........
Thanks a lot. I have tried my best.
Sob tekhe best video apner UA-cam channel a pawa jai ❤❤❤
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ❤️ আমি চেষ্টা করেছি। আপনারা উপকার পেলেই আমি সার্থক।
Vhaiya onek donnobad apnk ❤🎉
ak vedio te sob diye disen,Thanks Most helpful,onek kosto korsen vhaiya,onek donnobad ❤️🌸
Thanks For watching 🙏😍.
ভিডিওটা শেয়ার করবেন। অনেকেরই উপকারে আসবে।
তথ্যবহুল ভিডিও। একটা সাজেশন রইল ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা ভিডিও গুলো মিরর এডিট করে দিয়েন।
Thanks For Watching 😍🙏.
Thanks for your advice.
Will try better next.
Share the video Plz. 🙏
আপনার পরামর্শটি আমার খুব উপকারে এসেছে। রিসেন্ট ভিডিও গুলো সময় থাকলে একটু দেখবেন।
জ্বি ভাই, বাংলাদেশের লাস্ট ২ টা ভ্লগ দেখেছি। অনেক সুন্দর এডিটিং হয়েছে ঈদে প্লেনে যাওয়ার ভ্লগটি।
@fahimkhan5227 আপনার পরামর্শে এটি সম্ভব হয়েছে। ধন্যবাদ ভাই। 🌹😍
ধন্যবাদ একটি সুন্দর ভিডিও প্রকাশ করার জন্য।
Thanks a lot. If possible please share the video. 😊
Thanks for sharing information
Onek important video. Thanks.
Thanks for watching. 🙏😍
Share the video please. (Facebook )
এই রিলেটেড যতো ভিডিও আছে তার মাঝে এতো বিস্তারিত কেউ বলে নাই। আমি ১০০% বলতে পারি এই ভিডিও কেউ দেখলে তার আর কোন সমস্যা হবে না।
ধন্যবাদ আপনাকে। আমি চেষ্টা করেছি। 🙂
চমৎকার ভিডিও ধন্যবাদ ভাই
Thanks a lot. Subscribe & Share please. 😍
Very informative....good job
Many Thanks 😍🙏
Important for all
Thanks For Watching 😍🙏
ধন্যবাদ ভাইজান বিস্তারিত তুলে ধরার জন্যে
আপনাদের উপকার এ আসলেই আমার স্বার্থকতা। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। 🙂
Thank u bhaiya... worth watching 🎉
Thanks a lot Apu. Please Subscribe 😊🙂
দরকার ছিলো এমন একটা ভিডিও❤
ধন্যবাদ। সাথে থাকবেন 😍🙏
তথ্য বহুল ভিডিও
🇮🇳🙏 khub valo hoyese vdo ta.
Many Many Thanks ❤️
A quality Content thanks bhaia ❤❤
Thanks for watching my videos.
Please subscribe & share the video ♥️
দাদা আমরা ভিডিও আমি সব সময় দেখি খুব ভালো লাগে
ধন্যবাদ ভাই। ❤️
Shopping এর ভিডিও গুলো তাড়াতাড়ি দেন।
😍🙏 আসবে দ্রুত।
সহমত
দাদা আসসালামু আলাইকুম দাদা আমার ছেলের এক্সিডেন্ট এরপরে মেরুদন্ড বোন অপারেশন হওয়ার পর এখন সেই তো ফাইটে গেছিল স্কুল এক্সরে করার পরে বলতেছে ভালো কিন্তু পরবর্তী সমস্যা সে হাঁটতে পারতেছেন আমি প্রস্রাবে কেন হইলে বলতে পারতেছে না আমি কোন ডাক্তার দেখাবো একটু যদি আমাকে বলতেন কোন ডাক্তার হলে এখানে ভালো হয় কত টাকা পড়তে পারে ডাক্তার দেখালে এটা একটু জানতে চাচ্ছি যদি আপনি দয়া করে বলতেন
এভাবে কেউ বলে না। ধন্যবাদ ভাই
ধন্যবাদ।
ভাই, ওখানে রান্না করে খেলে কি হাড়ি পাতিল ভাড়া নিতে হবে? গরুর গোশত কি সব সময় পাওয়া যায়,কোন সমস্যা হয় না?
খুব উপকৃত হলাম আপনার জন্য।
কোন ভাড়া দিতে হবে না। হোটেল এই থাকে। গরুর গোশতো পাওয়া যায়, কোন সমস্যা নেই। ৩৫০ রুপি কেজি।
ভাই, এপোলো হাসপাতাল কি ভেলরে অবস্থিত?
না ভাই। এটা চেন্নাইয়ের Thousands Lights এ অবস্থিত
অনেক উপকারী ভিডিও ধন্যবাদ ভাই
Thanks for watching. 🌹 Subscribe & Share Plz
আসসালামু আলাইকুম,,, ভাইয়া,,, চেন্নাই এপোলো তে,,,কোন গাইনি ডাক্তার দেখালে ভালো হবে,,প্লিজ প্লিজ প্লিজ রিপ্লাই দিবেন।।
ধন্যবাদ ভাই।
Dr.Sumana & Dr. Minaksi
দেখাতে পারেন।
(এরপরও নিজ আরও খোঁজ নিবেন।)
আসসালামু আলাইকুম ভাই যে খানে রেজিষ্ট্রেশন করব সে খানে কি ডাক্তার দেখাইতে হবে
জ্বী ধন্যবাদ। জ্বী ওখানেই দেখাতে পারবেন।
Vaiya ami r amr husband jabo...ami patient r amar husband attended... Immigration er somoi ki hotel er name jante chai?amra 1st jabo tai..giye booking korbo hotel...amader chennai air land er time 7.30...ishwariya te jabo okane... Immigration shob complete kore shes kore Ishwariyai jaite rat 10/11 ta bajbe?oi somoi ki hotel pabo?janaben pls...ishwariyar location janle janaben
ধন্যবাদ। আপনি মেডিকেল ভিসায় গেলে কোন হোটেল বুকিং লাগবে না। তবে টুরিস্ট ভিসায় গেলে লাগে। আর কোন জায়গায় যাবেন সেটা আমি বুঝতে পারি নাই। তবে রাতে গেলেও কোন সমস্যা হবার কথা না।
ধন্যবাদ।
@samdrivebd thank you...ishwariya fertility center
ধন্যবাদ। এই হাসপাতালের বিষয়ে আমার তেমন কোন ধারনা নেই।
ধন্যবাদ।
Vhai service apartment or hotel Bangladesh thake kivhabe book kore jabo atlest first 3 night
Amar 4 jon jabo January 22
Apnar kono hotel suggestion thakle pls janan
Khubi upokar hobe?
Thanks for watching my video
You can reserve from booking.com
(If budget not problem can stay Rain Drops Hotel, it will bw better)
Beside that you can stay some low budgets hotel rooms.
Can text me +8801913432431 (only WhatsApp text), I will try to give some hotel name or contact.
Thanks.
পুরো ভিডিওটা দেখলে অনেক উপকারে আসবে।
ধন্যবাদ।
ভাইয়া আমার হাঠুতে সমস্যা, কোন ডাক্তার ভালো হবে, একটু জানাবেন।
orthopedic doctor.
Bhai valo quality er ekta hotel er information den clean and tidy.Ami online e book korte chai
বাজেট সমস্যা না হলে আপনি RAIN Drops এ থাকতে পারেন। এটি একদম Apollo hospitals এর সামনে আর ভালো মানের। Booking.com এ গিয়ে বুকিং করে যাবেন। তা না হলে রুম পাবেন না। অনেক চাপ ওদের।
ভাই ENT বিভাগ টা কোন হসপিটাল ভালো এবং কোন ডাক্তার সবচেয়ে ভালো দয়াকরে জানাবেন।
ভাইয়া আমি অন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি যে আমার ENT ডাক্তার বা হাসপাতাল সম্পর্কে কোন ধারনা নেই। আপনি Google এ search দিয়ে দেখতে পারেন।। তবে ENT Department টা চেন্নাই Apollo এর মেইন বিল্ডিং এ আছে এতটুকুই জানি।
ধন্যবাদ। 🙏😍
@@samdrivebd ❤️❤️❤️❤️
ভাইয়া অল বডি চেকাপ করতে কেমন খরচ হতে পারে, জানালে উপকৃত হবো।
Thanks Vaiya.
আমার ভিডিওতে Description এ বিস্তারিত দেওয়া আছে। একটু দেখে নিবেন। 😊
ধন্যবাদ ভাই
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। 🤝❤️
Diagnosis test golor price naki onek besi? Kindly akjon valo gastroenterelogist and rheumatologist suggest koren vai
খরচ একটু বেশি। অন্য ভিডিওতে যে কমেন্ট করেছিলেন সেখানে আমি ডাক্তার এর নাম দিয়েছি,একটু দেখবেন।
@@samdrivebd Thank you vai. Diagnosis test golor price sri ramchandra theke ki onek besi?
আমার এ বিষয়টা জানা নেই ভাই। ধন্যবাদ
Subscribe & share my channel & videos. 🙏
@@samdrivebd Thank you for reply vai
Welcome & if you need more information text me,will try to replay.
Thanks
Suggest please
Dermatology Doctor
গুড ভিডিও,, কিন্তু টেস্ট খরচ কেমন কি,, সেটা জানালে ভালো হয়
Thanks For Watching 🙏😍
আসলে Apollo test এর খরচটা অনেক বেশিই। যদিও আমি শুনেছি ভেলোরে খরচ কম তবে সেখানে সময় লাগে অনেক।
তবে Apollo তে খরচ অনেকটাই বেশি।
MRI exray cost Kemon hote pare
আমি MRI করেছিলাম পায়ে। আমার ১৬৫০০ রুপি লেগেছিলো৷
Echo r xray খরচ কত দয়া করে জানাবেন
Thanks For Watching 😍
আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। আমি এটি জানি না।
ভাই আমার ভিসার উপর লিখে দিছে ট্রিটমেন্ট অনলি ফর পিয়ারলেস হসপিটাল আমি কি চেন্নাই হসপিটাল এ দেখাতে পারবো ?
ধন্যবাদ ভিডিওটা দেখবার জন্য। ভিসাতে এটা কেন লিখা থাকবে আমি বুঝলাম না। এ বিষয়টা নিয়ে আমার তেমন কোন ধারনা নেই বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
🙂
ভাই,,,মশারী নিয়ে যেতে হবে?
Thanks For Watching 🙏😍.
আমি ১২ দিন ছিলাম তেমন মশা আমার চোখেই পরে নাই। এর পরও সতর্কতা স্বরুপ হালকা একটা সাথে রাখতে পারেন।
ভিডিওটি শেয়ার করবেন। 🙏😍
Apollo heart centre এ Healh check up করানো যায় ।
Thanks for watching my video.
আমার জানা মতে না। দরকার কি Heart Centre & Pro Health পাশাপাশি। 🙂
ভাই আমার হিমোগ্লোবিন কমে যায় ভালো হেমাটলজিস এর নাম বলেন
ভাই, টুরিস্ট ভিসায় ইন্ডিয়া গেলে এয়ারপোর্টে কি রিটার্ন টিকেট দেখাতে হয়? আমার ভিসায় এয়ার, ট্রেন ও বাসে যাতায়াতের অনুমোদন আছে। প্লিজ প্লিজ জানাবেন
ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।
জ্বী ভাই রিটার্ন টিকিট অবশ্যই নিতে হবে।
@@samdrivebd কিন্তু আমার চিকিৎসা শেষ করতে কতদিন লাগবে সেটা তো নিশ্চিত না। তাহলে রিটার্ন টিকেট কীভাবে কাটব?
Tourists VISA তে এটাই একটা বড় সমস্যা। এ কারনে আমি সকলকে পরামর্শ দেই Medical Visa করার জন্য।
Dada ami jabo next month a best room 600 to 700 modha kothay pabo
Thanks For Watching 🙏😍.
600-700 রুপিতে আপনি AC room পাবেন না। Non AC room নিতে হবে। তবে এটি Available পাওয়া যায় চিন্তার কোন কারন নেই। আরও কোন প্রয়োজন হলে আমাকে জানাবেন, চেষ্টা করবো।
Share The Video Plz.🙏
প্রশ্ন despration মানসিক ডাক্তার
আসসালামু আলাইকুম মানসিক ডাক্তার একটা ঠিকানা দেন অধ্যাপক হতে হবে ভালো ডাক্তার হতে হবে ❤❤❤😊
ধন্যবাদ ভাই। আপাততঃ আমার জানা নেই। আমি জেনে জানাবো। 😊
Khabar ki hotel Khabo?
আমার পুরুষ অঙ্গে তিনবার অপারেশন করাইছি তারপরও খুব সমস্যা এখন বর্তমানে কেথালার অবস্থায় আছি ভাইয়া আমার প্রস্রাব আসলে খুব জ্বালা যন্ত্রণা পুরুষ অঙ্গ ফেটে যায় এমনকি কান্নাকাটি হয় আমাকে এখন একটা ভালো ডাক্তারের পরামর্শ দিবেন ভালো ইউরোলজিস্ট ডাক্তার চেন্নাই গেলে কি সমাধান পাবো ইনশাআল্লাহ
বেদনাদায়ক। আমি জানানোর চেষ্টা করবো ভাই। তবে আমার মনে হয় আপনি সরকারি হেলাল ভাই, Apollo Staff in Bangladesh ওনার সাথে কথা বলতে পারেন।
01989983699
Vaiya sim kivabe kinbo?airport theke ki neoua jabe?
ধন্যবাদ। সিম কিনবেন কাঁচাবাজার এলাকায় ২/৩ টা দোকান থেকে। তবে সাথে অবশ্যই, পাসপোর্ট + ভিসা এর ফটোকপি সাথে নিয়ে যাবেন। ওখানে ফটোকপি এর দোকান খুব দেখা যায় না। 🙂
লিবারের ডা, সাজেসটে করেন
Bi ame madekal visa asboti dollar anbo na bangla taka anbo na rope anbo ar agoul kotay akcainckorbo
ধন্যবাদ। ডলার নিবেন,অল্প রুপি নিবেন। বাংলা টাকা নিবেন না। ওখানে কাঁচাবাজার এ অনেক দোকান আছে, exchange করতে পারবেন।
ভাই, লিভার এর জন্য কেমন এটা,বা কোন ডা. ভালো?
ধন্যবাদ ভাইয়া। Apollo তো অবশ্যই ভালো হাসপাতাল। ডাক্তার ভালো কে এটা আমার জন্য বলা কঠিন। আমি জেনে এরপর জানাবো। (ইনশাআল্লাহ)
ধন্যবাদ।
Thanks a lot❤️
আমি আর আমার মেয়ে আগামী মাসে যাবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। ঘুরে আসুন। আর কোন তথ্য জানার থাকলে জানাবেন।
Apollo multi speciality ar Women’s hospital er difference ta ki?
Womens Hospital টাতে শুধুমাত্র মহিলাদের চিকিৎসা করানো হয়। সব গাইনী ডাক্তাররা ওখানে বসেন।
ধন্যবাদ।
দাদা কেনসার রোগীর জন্য কোন ডাক্তার ভালো হবে
ধন্যবাদ দাদা। আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি, আমার এ বিষয়টা জানা নেই। আমি জেনে জানানোর চেষ্টা করবো।
Vai, apollo homes hotel ar environment kmon?
Thanks For Watching 😍🙏.
এগুলা সবই লজ টাইপের। আমার ভিডিওতে রুমের বিস্তারিত দেওয়া আছে। আমি ছিলাম ওখানে৷ তবে অনেক দেখার পর আমি যে রুমটাতে ছিলাম F3 এটা আমার কাছে সেরা মনে হয়েছিল। কারন রান্নাঘরটা আলাদা৷ আর অন্যগুলোতে বেড এর কাছেই চুলা।
ভিডিওটি দেখেন বুঝতে পারবেন। 😊
ভিসা লাগাতে খরচ কেমনভিসা লাগানোর আগে বিমান টিকেট কাটা যায় কিনা
আমি একজনকে দায়িত্ব দিয়েছিলাম, যেহেতু আমারও প্রথমবার ছিলো। নিজে করলে ৭০০-১০০০ এট বেশি লাগবে না। তবে কাউকে দিয়ে করালে তো তার একটা খরচ আছে। আর আমার জানা মতে আগে ভিসা এর পর টিকিট। (আমি ভিসার পর টিকিট করেছিলাম,তবে সঠিক টা আমার জানা নেই)
ধন্যবাদ। 😊
Full body checkup cost koto?
ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।
আপনার একটু কষ্ট করে Description টা দেখবেন, বিস্তারিত সব দেওয়া আছে। বিভিন্ন ধরনের চেকআপ আছে৷ চেক করে দেখবেন।
ভেরিকোসিল চিকিৎসার জন্য ওখানের কোন ডক্টর ভালো,,,দয়া করে জানাবেন 🙏🙏🙏😭
Thanks for watching.
+8801913432431 (My whatsApp number)
Please text me only,will try to inform you..(InsahAllah)
ভাইয়া ডাক্তার দেখানোর জন্যে এপোলো তে একা গেলে ভালো হবে নাকি দুইজন গেলে ভালো হবে
আপনি যদি বেশি অসুস্থ না হোন তাহলে একাই যেতে পারেন,কোন সমস্যা নেই। তবে সাথে একজন থাকলে একটু সাহস লাগে এই আর কি। 🙂
আমার গাইনি সমস্যা সহ আরো সমস্যা আছে।সেক্ষেত্রে কি আমি আগে ওমেন্স ব্লকে যাবো নাকি আগে ফুল বডি চেকাপ করিয়ে নেয়াটা বেটার হবে?
আর সীম কিকরে কিনেছেন?
ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য। আপনি অবশ্যই আগে গাইনি ডাক্তার এর সাথে দেখা করবেন। ওনারা আপনাকে ভালো পরামর্শ দিবেন৷ SIM কিনেছিলাম ৪০০ টাকা দিয়ে বেশ কিছু দোকান আছে। AL IMDAD থেকে নিতে পারেন এটি Women’s Hospital আর Heart Center এর মাঝেই অবস্থিত।
🙏 SUBSCRIBE PLZ
ভাইয়া অর্থ পেডিস ডাঃ দেখাতে চা তাহলে কোন ডাঃ ভালো হবে।
ধন্যবাদ আপনাকে আপু ভিডিওটা দেখবার জন্য।
আমার জানামতে ডা: বালাজি শ্রীনিভাসানকে দেখাতে পারেন।
ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ভাই,,,, ভাই আমার মুখে একটা কাটা দাগ আছে আমি ইন্ডিয়া যেতে চাই,,, এই হসপিটালে কি সার্জারী ডাক্তার আছে???
ধন্যবাদ ভাইয়া। অবশ্যই থাকবে আরও ভালো তথ্যের জন্য হেলাল ভাই, সরাসরি Apollo Hospital এর বাংলাদেশের প্রতিনিধি ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।
01989983699
Full body check up korar jonno kon doctor valo hobe?
Thanks for watching.
full body চেকআপের জন্য কোন ডাক্তারের প্রয়োজন হবে না। আপনি নিজেই গিয়ে টাকা জমা দিয়ে চেকআপ করাতে পারবেন। এরপর ভালো কোন মেডিসিন ডাক্তার দেখাবেন।
tourist visa te giye checkup korano jabe? @@samdrivebd
ভিসা লাগাতে কি কি লাগে এবং কোথা থেকে ভিসা লাগানো হয়
অনেক কিছুই তো লাগবে ভাইয়া।
ঢাকায় থাকলে যমুনা ফিউচার পার্কে গিয়ে ভিসা নিতে পারেন (বেজমেন্টে)
আর আপনি কোন ভিসা নিবেন সেটার উপর নির্ভর করছে আপনার কিকি লাগবে।
🙂
Ivf er jnno konta vlo plz janaben
Thanks for watching.
আমার জানা মতে Apollo Fertility Center ভালো। Women's Hospital & Fertility or IVF ২ টি আলাদা জায়গায়।
ধন্যবাদ।
মহিলাদের ডাকটর দেকানোর জন্য কোন হসপিটালে যেতে হবে দয়া করে জানাবেন
ধন্যবাদ। Apollo Women's Hospita. (Main Hospital এর একটু পাশে)
Silver homes or onno hotel er security kemon
চেন্নাইতে সিকিউরিটি ভালো। আমরা ১১ দিন ছিলাম কোন সমস্যা কোথাও শুনি বা দেখি নাই। আশাকরি কোন সমস্যা হবে না।
Vai, silver homes booking dibo. But Whatsapp no Hobe ki.
Thanks for watching my videos.
আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি, আমার কাছে আপাততঃ নেই। ওদের কার্ড আমি দেখে পরে জানাবো৷
Vaia cyst er jnno appolo kon hospital valo hbe
Thanks for watching.
Main Building, Chennai
Urology ভালো ডাক্তার কলকাতা বা চেন্নাই কোথায় ভালো হবে।
ধন্যবাদ। আমার কলকাতার বিষয়ে কোন ধারনা নেই। আমি চেন্নাই৷ Apollo তে চিকিৎসা করিয়েছিলাম। ওখানে ভালো ডাক্তার আছেন। আপনি খোঁজ নিয়ে যেতে পারেন।
🙂
@@samdrivebd চেন্নাই এপোলো তে ভালো ডাক্তারের নাম জানা থাকলে বলবেন কি
Khub kache hotels??
Thanks For Watching.
Rain Drops
ভাইয়া কম রেটে থাকবো কোথায়?
Thanks For Watching 🙏😍.
কমদামে থাকতে গেলে নন এসি তে থাকতে হবে। অন্যথায় রয়েল রুমস এ দেখতে পারেন (Model School Road) ১২০০ রুপি দিয়ে মোটামুটি ভাবে AC তে থাকতে পারেন। আমার Description এ নাম্বার দেওয়া আছে।
400 টাকায় হোটেল পাওয়া যাবে?
ধন্যবাদ ভাই। ৪০০ টাকায় হয়তোবা বেশ কঠিন হবে। ৫০০-৬০০ টাকায় পাবেন আশা করি।
চা এর দাম নাকি অনেক বেশি ওখানে?
না তেমন বেশি মনে হয় নাই আমার।
১৫০০ রুপি কি ১দিনে ভাই?.
Thanks for watching.
জ্বী ভাই ,একদিনে ১৫০০ রুপি।
আমি মাথার জন্য ডাকতার দেখাবো কোন ডাক্তার ভালো হবে প্লিজ বলবেন
এর থেকে বেঙ্গালোর মনিপাল হসপিটাল অনেক ভাল।
@@Jswsteel-ri1fe Ke bollo Manipal Valo???
গ্রিমস রোড আর মডেল স্কুল রোডের দুরত্ব কতটুকু কারন আমি গাইনি, চাইল্ড দেখাব আবার মেইন এপ্যালোতে অন্যন্য ডাক্তার দেখাব।সবগুলো সুবিধা নিতে হলে আমার জন্য কোন জায়গায় থাকাটা ঠিক হবে।
সবই Walking Distance. ১০-১২ মিনিট লাগবে এ রাস্তা থেকে ঔ রাস্তায় হেঁটে যেতে।
আপনার যদি মনে হয় মেইন এ্যাপোলোতে বেশি ডাক্তার দেখাবেন তাহলে Greams Road এ থাকবেন। বাজেট সমস্যা না হলে Rain Drpos এ থাকবেন। সবচেয়ে কাছে এটি।
Thousandlite Road টি কোথায়। এটি কি এপ্যালো থেকে দুরে না কাছে।রেইন ড্রপসের ভাড়া কত রান্না করার সুবিধা আছে?
Thousand Lights পুরো এলাকার নাম। সেখানেই সব অবস্থিত। মূলত Thousand Lights একটি মসজিদ এবং এর নাম অনুসারে এলাকার নামকরন করা হয়েছে।
Rain Drops এ প্রতিদিন ৩০০০ রুপির মতো লাগবে। অনেক বড় হোটেল। রান্নার ব্যবস্থা নেই।
আপনার vdo দেখে অনেক উপকৃত হয়ছি। এভাবে ডিটেইলস কেও বলেনি।আমি যদি ১৫ দিনের জন্য ভারতে চিকিৎসার জন্য যায় ২ বাচ্ছা স্বামি স্ত্রী ৪জন সদস্য।প্লেন ভাড়া, হোটেল ভাড়া,চিকিৎসা,সব মিলে কেমন খরচ হতে পারে। ৪ লক্ষ বাজেট আমার। ৬/৭ টা ডাক্তার দেখাব।আর টা বিষয় রুপি বা ডলার নগদ নিজের সাথে কি পরিমান নেওয়া যাবে ?
দাদা চেন্নাইয়ে বাংলা টাকার রেট কত?১০০ বাংলা টাকায় কত রুপি দেয়?
ধন্যবাদ দাদা ভিডিওটি দেখবার জন্য।
আসলে টাকার বিষয়টি পরিবর্তনশীল। আমি যখন গিয়েছিলাম ৭১-৭২ টাকা দিতো। এটা অনেক লস হয়। বাংলাদেশ থেকে ডলার নিবেন। এটাই ভালো। আর কিছু রুপি সাথে রাখবেন।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। 🙂
@@samdrivebd দাদা ভালো একটা মানি এক্সচেঞ্জের নাম বললে উপকার হতো🙂
দাদা,নাম ঠিক আমার জানা নেই তবে আপনি কাঁচা বাজারে গিয়ে সোজা গিয়ে হাতের ডানে কর্নারে একটা দোকান পাবেন। সেখানে আগে রেটা টা জেনে নিবেন এর পার ওখানে আরও ৩/৪ টা দোকান আছে,আপনি যেখানে রেট বেশি পাবেন সেখান থেকে নিবেন।
@@samdrivebd ধন্যবাদ দাদা🥰
ফোন করে হোটেল বুকিং দিলে ভাড়া বেশী নিতে পারে কি ?
Thanks For watching my video.
না,এমন সম্ভাবনা কম।
Vai ami apnar kache jante chai ami amr meye k (7 bochor ) niye india doctor dekhanor jonno jabo , shathe amra 3 jon jabo , jemon ami amr wife , amar ma , akhon kotha hoilo amar meyer visa amader 3 jonar jonno ki visar abedon korte hobe , keu janaile onek upokar hoito amar ,
Amar mone hoi visa lagbe
Are chennai te doctor delhale medical visa lagte pare jodi surgery ba operation vah kuno test dile
সবারই ভিসা লাগবে ভাইয়া। মেয়ের তো লাগবেই সাথে আপনাদের ও লাগবে। তবে আপনি নিজে এটা করতে না পারলে একজন Expert কে দিয়ে করিয়ে নিবেন। তা না হলে ভুল হতে পারে।
জ্বী আপনি ঠিকই বলেছেন
জ্বী। তবে মেডিকেল ভিসা নেওয়াটায় ভালো। এ বিষয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে। দেখতে পারেন।
বাংলাদেশ থেকে এসেছি হিন্দি তেমন বুঝি না এখন কেম্নে কি
ধন্যবাদ ভাই। কোন সমস্যা নেই। ডাক্তার এর সেক্রেটারি কে বলবেন আমার দোভাষী লাগবে। ওনারা ফ্রিতে ব্যবস্হা করে দিবেন। 🙂
কোলকাতার অভিজাত বাঙালিদের বাড়ির রান্না অনেক ভালো।
কলকাতার রান্না অবশ্যই ভালো শুনেছি খাওয়ার সুযোগ হয় নাই। ☺️
এর থেকে বেঙ্গালোর মনিপাল হসপিটাল অনেক ভাল।
আচ্ছা। আমিও তাই জেনেছি
ভাই,আমার মেয়ের বয়স ১ মাস ১৫ দিন,বাংলাদেশ ডাক্তাররা বলেছে কিডনী তে সমস্যা, ঐখানে খরচ কেমন আসতে পারে এবং কত সময় লাগতে পারে, যদি জানাতেন??🙏
আসসালামু আলাইকুম।
আসলে এ বিষয়টি নিয়ে আমার তেমন অভিজ্ঞতা নেই। তবে আমার বাস্তব অভিজ্ঞতায় মনে হয় ৮-১০ দিন লাগতে পারে। ওদের children hospital এর সুনাম আছে। Apollo খরচের জায়গা ভাই। ওদের খরচ অন্যদের তুলনায় একটু বেশি তবে দ্রুত সেবা পাবেন। বাচ্চার বয়স যেহেতু খুবই কম, তাই বেশি ঘাটাঘাটি না করে দ্রুত একটা ব্যবস্থা নেন। ওখানে নিতে হলে তো অবশ্যই তার পাসপোর্ট, ভিসা লাগবে। এসব সময়ের বিষয়।
@@samdrivebd ধন্যবাদ ভাই
আপনার আরও কিছু জানার প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করবো। Facbook ID Name : SAM DRive
আমাকে মেসেঞ্জার এ নক দিতে পারেন।
আর ভিডিওটি শেয়ার করিয়েন অনেকের উপকার এ আসতে পারে। 🙏😍
@@samdrivebd অবশ্যই ভাই,প্রয়োজন হলে আপনাকে ম্যাছেজ দিবো❤️🙏
1dinor bil 1500 ne bhai
জ্বী।। হোটেল ভাড়া। ১৫০০ রুপি। তবে আরও কমেও পেতে পারেন।
ধন্যবাদ ভাইজান
প্লিজ ভাইয়া জানাবেন
কোন বিষয়ে ভাইয়া?
Apollo ENT especiall dr. Name
Thanks for watching my video. I will try to inform you.
Thanks
সে এখন হাঁটতে পারে না কিছু দূরে দূরে হাটে এবং প্রস্রাব পায়খানা হলে সে বলতে পারে না সেজন্য কোন ডাক্তার দেখাবো তাকে এজন্য আমি একটু জানতে চাচ্ছি যদি দয়া করে আমাকে বলতেন তাহলে আমার উপকার হত স্লামালাইকুম 20:41
ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য। আপনি কি চেন্নাই যেতে চাচ্ছেন? আসলে আমি তো এসব বিষয়ে পরামর্শ দিতে পারি না। তবে আমি চেষ্টা করবো।
ভাই বাংলাদেশ থেকে বলছি ঢাকা থেকে চেন্নাই জেতে খরচ কত লাগবে
ধন্যবাদ ভাই। যদি বিমানে যান সরাসরি তাহলে ১০০০০-১৭০০০ টাকা টিকিট লাগবে ১ জনের শুধু যাওয়া। বিমান ভাড়া প্রতিদিন পরিবর্তন হয়। GoZayaan Apps এ খেয়াল রাখবেন। আর ট্রেনে গেলে খরচ অনেক কম হবে কিন্তু অনেক সময় লাগে।
Bhai aponar videor jonno dhonnobad.
Amra 4 jon, husband, wife, 2 child. Apollo hospital er kasa kasi budget friendly but secured hotel er khoj dele upokkrito hobo. Ektu contact no deben.
ধন্যবাদ।
Hospital এর একদম কাছাকাছি খুব কমে হোটেল পাবেন না। তবে একটা বিষয় সবই কাছাকাছি, খুব দূরে না। কাঁচাবাজার এলাকা টা একটু কাছে হবে তবে হৈ চৈ বেশি। আর যদি মডেল স্কুল রোডে থাকেন তাহলে পরিবেশ ভালো। হৈ চৈ কম।
ভিডিওতে দেখন আমরা একটা রুমে ছিলাম সেখানে ৪ জন খুব সহজে থাকতে পারবেন। আবার রান্নাঘরটাও বড় এবং আলাদা। ভিডিও ডেসক্রিপশন এ নাম্বার দেওয়া আছে। Apollo Homes, Pintu.
এরপরও যদি কোন প্রয়োজন হয়, আমাকে জানাবেন চেষ্টা করবো।
Nirapottar bisoy aktu bolben ki vai , ami amar familly k niye jaite caitachi amar meyer doctor dekhanor jonno , r amra total 4 jon jabo boro 3 jon & 7 bochor er ek jon , doctor chara amader plane gele 10 din ki rokom bangla taka khoroc hoite pare jodi aktu dharona diten , plan er up dawn tiket soho
thanks for watching my video 🙏
ভাইয়া নিরাপত্তা নিয়ে কোন চিন্তা করবেন না। চেন্নাইতে নিরাপত্তার বিষয়টি খুবই কঠোর ভাবে পালন করা হয়। এখন পর্যন্ত কোনো রকমের দুর্ঘটনা আমার বা আমাদের কারো কানে আসে নাই। ইনশাআল্লাহ কোন সমস্যা হবে না আশা করি। আর বিমানের টিকিট এর দাম প্রায় উঠানামা করে। GoZaayan Apps ডাউনলোড করে ওখানে বিমানের টিকিট করতে পারবেন বা দেখতে পারবেন। সরাসরি ইউ এস বাংলার কাছ থেকে নিলে ভাড়া অনেক বেশি পড়ে। আপনি গো জান থেকেই টিকিট করবেন। যাওয়া-আসা একেকজনের ২৩ হাজার থেকে ত্রিশ হাজারের মাঝে থাকে। এটা প্রায় খেয়াল রাখতে হবে।
please subscribe and share my video.
অ্যাপোলো হসপিটাল
জ্বী ভাই
@@samdrivebd ভাইজান আপনি যে হোটেল এর রুমে ছিলেন, ওই রুমের ভাড়া কত প্রতিদিন হিসেবে, আর তিনজন থাকার রুম আছে কি আপনি যে হোটেলে ছিলেন, প্লিস একটু জানাইয়েন ভাইজান ❤️
প্রথম ৩ দিন ১৫০০ রুপি আর পরের ৮ দিন ১৪০০ রুপি করে দিয়েছিলাম। ওখানে ৩ জন থাকা যেতে পারে একটু কষ্ট হবে। অন্য রুম আছে কিনা একটু পিন্টুর সাথে কথা বলে নিয়েন। নাম্বার ডেসক্রিপশন এ দেওয়া আছে।
ধন্যবাদ ভাই।
আরও কোন প্রয়োজন হলে আমাকে জানাবেন।
আমাকে WhatsApp SMS দিবেন,সমস্যা নেই। 🙂
Boycott Bangladesh .. stop visas for them permanently
ভাইয়া আপনার মোবাইল নং টা দিবেন।
Thanks for watching.
Video Description এ দেওয়া আছে ভাইয়া। আমাকে WhatsApp এ Text করেন,আমি রিপ্লাই দিবো। ইনশাআল্লাহ।
Vaiya plz apner number ta onk dorker cilo??
thanks a lot.
01913432431 (WhatsApp Text Plz)