ছাত্র-ছাত্রীদের আপনার প্রতি শ্রদ্ধা, কর্তব্য বোধ এবং ভালোবাসা, এইটাই আপনার জীবনের সব চেয়ে বড় পাওনা স্যার, এবং এটাই প্রকৃত সাফল্য। অপূর্ব সুন্দর উপস্থাপনা l
Classic এর পর্যায়ে নিয়ে গেলেন। খুব সুন্দর।।। সব থেকে লক্ষ্যণীয় এই পর্বে আপনার ওয়েস্টার্ন music এর ব্যবহার।।।। পুরো পর্ব টাই একটা symphoni।।।। বিদেশে বাঙালীদের আপ্পায়ন দেখে মুগ্ধ হলাম। আমি নিজে সমৃদ্ধ হলাম স্কটল্যান্ড এর ইতিহাস জেনে।।। আপনার ভিডিও নিছক ভিডিও নয়, it larger than life.... এগিয়ে যান, শুভকামনা অফুরান।
একদম মুগ্ধ হয়ে গেলাম, লন্ডন, এডিনবরা এইসব বই, সিনেমাতেই ছিল, কখনও এত কাছ থেকে দেখবো স্বপ্নেও ভাবিনি,তাও আবার আপনার সৌজন্যে। বিদেশেও আপনার কত ফ্যান, দেখে ভীষন ভালো লাগলো। কিভাবে এত সুন্দর করে সবকিছু করতে পারেন? আগামীর অপেক্ষায় রইলাম। ❤❤❤❤
Shubhronil ki ashombhob gyani ar well read ekjon manush, erokom karor kotha shunlei sei jaygayta 90% chahhush kora jay, jawar dorkar nei, salute onake eto detailed sob information share kore amader somridhho korar jonno😊❤
আমি আপনার ভিডিও দেখে ভারত ও পৃথিবী ভ্রমন করি আর অনেক গল্প ইতিহাস জানতে পারি।প্রকৃতির অসীম সৌন্দর্য উপভোগ করি।অসাধারণ সব জায়গার আনাচে কানাচের সুক্ষ ইতিহাস আপনার traveling blog থেকেই পাই।তাই অসংখ্য ধন্যবাদ। অপরিসীম কৃতজ্ঞতা জানাই আপনাকে ও ঈশ্বর কে।বাকি জীবনের বেঁচে থাকার রসদ আপনি।।নমস্কার ও অভিনন্দন জানাই। ঈশ্বরের কাছে আপনার সুস্থতা ও হাসিখুশি জীবনের দীর্ঘায়ু কামনা করি🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🌹
আজকের এই ভ্রমন কাহিনী তে শিবাজী দা শুভ্রনীল কিন্তু হ্যারি পটার। আর সঙ্গে তোমার উপস্থাপনা ও সঞ্চালনায় এডিনবরা ও গ্লাসগো চোখের সামনে ভেসে চলেছে । অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা রইল দাদা । ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
অসাধারণ ভিডিও শিবাজি দা! রয়্যাল মাইলে হ্যারি পটারের লেখার শুরু এবং ক্যাপ্টেন হ্যাডকের প্রিয় হুইস্কির গল্প শোনা অত্যন্ত মজার ছিল। ধন্যবাদ এই অনুপ্রেরণামূলক যাত্রার অভিজ্ঞতা শেয়ার করার জন্য!
Subhranil babu shudhu bhalo tour guide I non. Uni gaan bajnao bhalo domei koren Onar Edinburgh te band o ache youtube.com/@thebongpipers7066?si=iOxgyD11iAC-Suw9
খুব সুন্দর একটা ভিডিও দেখলাম। একই সঙ্গে এডিনবার্গের ইতিহাস, ভূগোল, শহরের বিভিন্ন জায়গার সঙ্গে পরিচয়, ব্যাগপাইপারের মিউজিক। সুন্দর একটা প্যাকেজ। উপরি পাওনা প্রবাসী বঙ্গসমাজের অসাধারণ আতিথেয়তা। বেশ ভাল লাগল।
অসাধারণ একটা ভিডিও। Prithwijit দার জন্য 😢 প্রতি টি এপিসোড এ। কিভাবে যে সময় চলে যায় তা বলা বাহুল্য। আপনার সাথেই মনে হয় ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা হলো নানা ধরনের অজানা গল্প। দারুণ আনন্দ উপভোগ করলাম। 😊
দুর্দান্ত, অনবদ্য যেটা বলবো সেটাই কম হবে। নিজের চোখে দেখার সাধ্যি হবে কিনা জানিনা, তবে আপনার মাধ্যমে দেখে অনেকটা চোখ জুড়িয়ে নিচ্ছি। আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি ❤❤❤ ঈশ্বর আপনার সর্বদা সহায় হোন 🙏🙏
অনবদ্য সব তথ্য , ভ্রমণের আনন্দের মাত্রাটাকেই আলাদা করে দেয়। আপনার উপস্থাপনায় শুভ্রনিলের সাথে Scotland er আরেকটা tour এর video r অপেক্ষায় থাকলাম । 🤘🤘🤘🤘
Edinburgh e sotti dekhar sesh nei ,apni apurbo dhara bhasya diyechen ,ami ar amar meye ( journalist with NDTV) 13 TH TO 17TH September Edinburgh chilam ,tabu apnar sathe bar bar dekhte khub bhalo lagche. Thank you
বিদেশ ভ্রমণ আমার কখন সম্ভব হবে কিনা জানিনা , তবে এই ভিডিও তে আপনার সঙ্গে আমরাও ভ্রমণ করলাম । অশেষ ধন্যবাদ জানাই আপনাকে এই রকম ভিডিও উপহার দেয়ার জন্য । পৃথিবীর সর্বত্র আপনার ছাত্র ছাত্রীরা ছড়িয়ে সেটাও দেখলাম এবং ভীষণ ভাল লাগল ।
আপনার প্রতিটি ভিডিও মুগ্ধ হয়ে দেখি । সবসময় কমেন্ট করা হয় না । আজ না করে পারলাম না । আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত অসাধারণ সুন্দর একটি ভিডিও আমাদের দর্শকদের উপহার দেয়ার জন্য। ভালো থাকবেন , সুস্থ থাকবেন।
Sir, I wanted to take a moment to let you know that while your videos may not always seem to reach the highest mark of excellence, they have provided a unique comfort to me, which I am sincerely grateful for. I have to admit, each night, your content has truly become an invaluable aid in helping me unwind and fall asleep effortlessly. Every time I struggle with the symptoms of insomnia, your voice becomes my go-to remedy. The calming tone of your narration, along with the familiar presence of your Missing Passenger, has turned into something of a personal lullaby that I can count on to ease my mind and lull me into peaceful rest. For that, I genuinely thank you.
খুব সুন্দর হয়েছে ভিডিও টা শিবাজী দা। you r so talented and very handsome. প্রত্যেকটা ভিডিও প্রত্যেক টা জায়গা আলাদা মাত্রা নেয় তোমার উপস্থাপনায়। তুমি হলে গিয়ে রূপে কার্তিক গুনে গনেশ 😅 🤭
অসাধারণ সুন্দর এবং জ্ঞান অর্জন করার মতো গুরুত্বপূর্ণ ভিডিও শিবাজী দা। খুব ভালো লাগলো। শিবাজী দা দয়া করে নিজের স্বাস্থ্য সম্পর্কে ধ্যান দেবেন ও রাস্তা ঘাটে সাবধানে চলাচল করবেন। ধন্যবাদ আপনাকে 💐💘🤗
I enjoyed your video to see Edinburgh thoroughly.Once my son went to Edinburgh with his work when he joined IBM in Kolkata.company sent him .But we have lost those pictures.He would talk about the place.But since he didn't touch any liquor,he would go to village area and spent there on week ends.He would mix up with the local people as he is fluent in English loved to spend with them to know their culture.After a long yrs I am seeing the Edinburgh with your eyes.Nice to enjoy it.
অপূর্ব সুন্দর লাগলো ...ববি কে দেখেই মন বলে উঠলো আমাদের টোকিও তেও আছে এমন " hachiko" ...আপনাকে জাপানে আমন্ত্রণ জানাই 🙏সেই ভ্রমণ কাহিনী দেখে খুব আনন্দিত হবো 😊
শিবাজি দা আমি তোমার সব ভিডিও দেখি ।। একটা ব্যাপার দারুণ লেগেছে যে Glasgow te আমার মামা(ujjal) ও মামির(Rubi) সাথে তোমার পরিচয় হলো ।।Thank you very much...❤❤❤
হ্যারি পটার তার জাদুকরী কর্মকাণ্ডের মাধ্যমে এক মায়াময় নৈসর্গিক রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি র মাধ্যমে আমাদের আনন্দিত করেছে তেমনি শিবাজী দা আপনার অসাধারণ কন্ঠস্বর, বাচনভঙ্গি, ভিডিও টিকে সুন্দর অনবদ্য করে আনন্দিত ও মোহিত করল।
অসাধারণ বাঙালি আড্ডার এই রকম একটা ভিডিও U K সিরিজে পাওয়া যাবে , এটা দেখে সত্যিই খুব ভালো লাগলো , পৃথ্বীদা থাকলে অবশ্যই আড্ডাটা আরো ভালো হোতো , ভালো থাকুন সুস্থ থাকুন , পরের পর্বের অপেক্ষায় রইলাম , ধন্যবাদ ।
❤❤ Uncle please apni next year UK trip r organize korun... for family groups.... kono tour company ato details a ki66u kore na... R tour a London r Harry Potter museum oo include korben please... Krittika Goel ar channel a dekhlam ota darun🎉
"I must say you are amongst those people who are willing to follow their passion and be able to change the world" - এই কথাটা বলার কারণ আপনার ভিডিওগুলি এক একটি তথ্যচিত্রের মত লাগছে.. আমি শুরুর কিছুটা দেখেছি and I'm amazed by your performance.. THE way you portrayed everything is splendid.. আমি সময় করে ভিডিওর বাকি অংশটুকু দেখব.. কিন্তু এরকম উপস্থাপনা আমি খুব কমই দেখেছি! একজন বাঙালি হিসেবে বাংলা ভাষার এত সুন্দর ব্যবহার নিঃসন্দেেই একদিন একটি বিরাট milestone অতিক্রম করবে এই চ্যানেল আর তার জন্য আমার অনেক শুভকামনা রইলো। এইবার আসি ভিডিওর কথায়, শুরুতেই Edinburgh Street এর gothic architecture গুলো আর তার পুরোনো 'Haunted stories' এককথায় অসাধারণ, তারপর একজন Harry Potter fan হিসেবে এর ইতিহাস জেনেও খুব ভালো লাগলো। So far, I enjoyed it the most and many thanks to you for taking us in various places through your vlogs. Take Care!
সেইটাও তো ভাবছি স্কটল্যান্ডের প্রথন পর্ব থেকেই এই ক্যান্টিলিভার ব্রিজ টা দেখতে পাচ্ছি। অথচ আপনি দেখছেননা ঠিকমতো ভাবে। আজকের এপিসোড টা দেখে সব পরিষ্কার হলো...👌
Ato sundar akta video dakhlam, atosundar akta prachin shohor biborno but interesting and beautiful.so thank you dada apni khub valo thakun r Prithijitdar jonno sotti faka faka lagchilo,🎉
ধন্যবাদ শিবাজী দা আপনার চোখ দিয়ে আর ইউকের কোনা কোনা দেখলাম, আরো দেখলাম প্রবাসী বাঙালিদের জীবন, দেখে খানিকটা আমার জীবনের কথা মনে পড়ে, আমরাও ছিলাম প্রবাসী, গির্জার ভেতরটা খুবই সুন্দর খানিকটা সেন্ট পিটার ভ্যাসিলি কার মতো, একটা ভ্যাটিকান সিটিতে, আর দিন দিন গুলো দেখতে সব রমের স্টাইলে, এবং ফ্লোরেন্সের স্টাইলে, গত গতবছর আমরা ফ্রেন, ইটালি এবং সুইজারল্যান্ড ট্যুর করেছি , তার সাথে কিছুটা মিল পাই,
Dear Mr. Shibaji, I am writing this msg after watching all your London Episode. After seeing all episodes only one word can express our feelings and that is Absolutely “Amazing”. It’s like a travel story. It’s not possible till now for me and my family to visit UK due to extreme work load though my younger brother stays in Ireland but your work mitigate something that we need to stay in between all the skyscraper. It’s good, and your work claim some appraise and that we do for your work. Absolutely mind catching. Thanks for such an entertaining “WEB Series” to spend puja vacation in-house. Bodhisatya Bhattacharjee & Family
Ek soptaho aage Budapest r Vienna ghure Dubai hoye deshe firechhi, Budapest er Museum of Fine Arts e cathedral er gate er motoi ekti gate rakha achhe, naam Roman Gate, ekdom same architectural style, gaay e shudhu angurlata r noksha....r ekta kotha na bollei noy, Shubhranil heritage walk expert...hats off to him...amrao Budapest e emoni ekjon Bangali Bhai ke peye khubii enriched hoyechhi 😊
Darun laglo ajker video ta 😍. Sobtheke valo laglo apnar video te amader Ramakrishna Mission Calcutta Students' Home er Senior dada, Panchanan da k dakhte pelam 🙂
শিবাজী দা আপনার ইংল্যান্ড সিরিজ এর পুরো ভিডিও দেখে মুগ্ধ হয়ে গেলাম । ভিডিও দেখার জন্য একদিন সব কাজ রেখে দেখে ফেললাম পুরো জার্নি টা। So thank you ❤❤❤ I'm waiting for your next vlog..
Subhranil dar eto sundor kore golpo korte korte ghorano r, Subha da o ki sundor kore kotha bole.....sotti Sibaji tomar extended family kintu sotti awesome
Subhranil babu shudhu bhalo tour guide I non. Uni gaan bajnao bhalo domei koren Onar Edinburgh te band o ache youtube.com/@thebongpipers7066?si=iOxgyD11iAC-Suw9
প্রত্যেকটা ভিডিও দেখছি আর আপনার সমস্ত ভিডিওই দেখি। UK Tour খুব enjoy করছি। কমেণ্ট সবগুলোতে করিনা। আপনিও লেমন সোল খেলেন আর আমিও কাতলা মাছ দিয়ে ভাত খাচ্ছি। ধন্যবাদ এই ভ্রমণের ভিডিও শেয়ার করার জন্য।❤❤❤
দাদা আপনার ভিডিও দেখতে দেখতে কবির সেই কবিতা টির লাইন বার বার মনে পরছে "থাকবো নাকো বদ্ধ ঘরে দেখাবো এবার জগৎটাকে টাকে" কিন্তু দাদা সব ইচ্ছা সব সময় সবার পুন্য হয় না। আপনি জগৎটাকে ঘুরে দেখেন আর আমাদের কেও দেখান আপনার সর্ববিধ মঙ্গল প্রার্থনা করি ঈশ্বরের কাছে আপনি খুব খুব খুব ভালো থাকেন দাদা
খুব সুন্দর লাগছে আপনার এই লন্ডন সিরিজের ভিডিও গুলো।হয়তো সবকটি ভিডিও তে কমেন্ট করতে পারিনি। অবাক হয়ে শুধু দেখেছি।আর পৃথ্বীজিৎ বাবু কে মিস করছি।তবে আজকের ভিডিও টি সর্বসেরা।❤
চমৎকার ভিডিও। ভীষণ ভালো লাগলো। বিদেশে বাঙালির সাক্ষাৎ এ খাওয়া দাওয়া, গল্প করে সময় কাটানো। দারুণ। হ্যারি পটারের বাড়ি সমস্ত কিছু ভীষণ অনুভূতি পূর্ণ। পরিবেশটাই ভীষণ আকর্ষণীয়। তবে পৃথ্বীজিৎদা থাকলে ব্যাপারটা আরো জমাটি হতো।
Ei vlog ta dekhar shomoy ami ja excited hoye porechilam na mama, ki bolbo😍😍😍 Harry Potter er ekekta reference diccho ar ami lafiye lafiye uthchi❤❤ Ar onek new information pelam! Darun laglo vlog ta 😍😍
khub khub enjoy korchi series ta aar aajker episode ta best ! tomar sathe sathe amrao ghurey nilam and felt nostalgic ! Way to go Shibaji da! konodin Nashville, USA te ele ekhaneo erom ekta vlog korte hbe.. Civil war er anek golpo ache sathe horror story.. :-)
I watch your videos regularly. While watching your Edinburgh videos, I was remembering that I visited Edinburgh three times, stayed 2 weeks each but didn’t get time to visit any place. Same was for Glasgow. Really nice place
ছাত্র-ছাত্রীদের আপনার প্রতি শ্রদ্ধা, কর্তব্য বোধ এবং ভালোবাসা, এইটাই আপনার জীবনের সব চেয়ে বড় পাওনা স্যার, এবং এটাই প্রকৃত সাফল্য। অপূর্ব সুন্দর উপস্থাপনা l
Classic এর পর্যায়ে নিয়ে গেলেন। খুব সুন্দর।।। সব থেকে লক্ষ্যণীয় এই পর্বে আপনার ওয়েস্টার্ন music এর ব্যবহার।।।। পুরো পর্ব টাই একটা symphoni।।।। বিদেশে বাঙালীদের আপ্পায়ন দেখে মুগ্ধ হলাম। আমি নিজে সমৃদ্ধ হলাম স্কটল্যান্ড এর ইতিহাস জেনে।।। আপনার ভিডিও নিছক ভিডিও নয়, it larger than life.... এগিয়ে যান, শুভকামনা অফুরান।
একদম মুগ্ধ হয়ে গেলাম, লন্ডন, এডিনবরা এইসব বই, সিনেমাতেই ছিল, কখনও এত কাছ থেকে দেখবো স্বপ্নেও ভাবিনি,তাও আবার আপনার সৌজন্যে। বিদেশেও আপনার কত ফ্যান, দেখে ভীষন ভালো লাগলো। কিভাবে এত সুন্দর করে সবকিছু করতে পারেন? আগামীর অপেক্ষায় রইলাম। ❤❤❤❤
Shubhronil ki ashombhob gyani ar well read ekjon manush, erokom karor kotha shunlei sei jaygayta 90% chahhush kora jay, jawar dorkar nei, salute onake eto detailed sob information share kore amader somridhho korar jonno😊❤
গায়ে কাঁটা দিলো দাদা।আমিও পটার হেড।নিজে যেতে না পারলেও তোমার চোখ দিয়ে আজ সব দেখে অদ্ভুত অনুভূতি হচ্ছে। বলে বোঝানো যাবে না😊😌❤️
খুব সুন্দর লাগলো হ্যারি পটার ও গির্জা ভেতরে কাজ গুলো অসাধারন দৃশ্য
এই ভিডিওটা তৈরি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
love your videos
অসামান্য এবং অসামান্য এক পর্ব! ভীষণ ভাবে কৃতজ্ঞ এমন এক তথ্য সমৃদ্ধ ভিডিওর জন্য।
আমি আপনার ভিডিও দেখে ভারত ও পৃথিবী ভ্রমন করি আর অনেক গল্প ইতিহাস জানতে পারি।প্রকৃতির অসীম সৌন্দর্য উপভোগ করি।অসাধারণ সব জায়গার আনাচে কানাচের সুক্ষ ইতিহাস আপনার traveling blog থেকেই পাই।তাই অসংখ্য ধন্যবাদ। অপরিসীম কৃতজ্ঞতা জানাই আপনাকে ও ঈশ্বর কে।বাকি জীবনের বেঁচে থাকার রসদ আপনি।।নমস্কার ও অভিনন্দন জানাই। ঈশ্বরের কাছে আপনার সুস্থতা ও হাসিখুশি জীবনের দীর্ঘায়ু কামনা করি🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🌹
অসম্ভব আন্তরিক আর অনবদ্য উপস্থাপনা! বলিষ্ঠ ভিডিও এবং ভাষ্য সবসময় মুগ্ধ করে। এডিনবার্গকে এভাবে পাওয়া সম্ভব - ভাবিনি। ভীষণ ভালো লাগল ।
UK tour আপনার চোখেই দেখে নিচ্ছি , এই পর্ব টা একটা আলাদা আমেজ পেলাম , ভালো থাকবেন
আজকের এই ভ্রমন কাহিনী তে শিবাজী দা শুভ্রনীল কিন্তু হ্যারি পটার। আর সঙ্গে তোমার উপস্থাপনা ও সঞ্চালনায় এডিনবরা ও গ্লাসগো চোখের সামনে ভেসে চলেছে । অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা রইল দাদা । ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
অসাধারণ ভিডিও শিবাজি দা! রয়্যাল মাইলে হ্যারি পটারের লেখার শুরু এবং ক্যাপ্টেন হ্যাডকের প্রিয় হুইস্কির গল্প শোনা অত্যন্ত মজার ছিল। ধন্যবাদ এই অনুপ্রেরণামূলক যাত্রার অভিজ্ঞতা শেয়ার করার জন্য!
Satti world a sab jaigai Bengali poribar osadharon shibajida
অপূর্ব ভিডিও।ভীষন ভালো লাগলো।পৃথ্বীর জন্য কিছু অসম্পূর্ণ রয়ে গেল। অফুরন্ত ধন্যবাদ। ভালো থেকো। আনন্দে থেকো।
আজকের খাওয়া দাওয়া darun হল, onek বিখ্যাত স্থান দর্শন হল.
কারা কারা চান যে শুভ্রনীল cognizant এর চাকরি না ছেড়ে পার্ট টাইম ট্যুর গাইড হয়ে যাক হাত তুলুন। যাই বলো শিবাজী দা, এই ভিডিওর হাইলাইট কিন্তু শুভ্রনীল।
Emni cognizant ja obostha increment to hoe na bollei chole. Tour guide hole kharap ki
Shubhronil and Mandira , ওরা দুজন Cognizant এর খুব senior দুজন PEGA Lead System Architect.
ARTIFICIAL INTELLIGENCE namer Rakkoshta onek computer- vitthik chakri kheyey nebey. Tar agey bhaia ketey porey onno line ey dhoko.😪😪
Ekdom I sahamat.....
Subhranil babu shudhu bhalo tour guide I non. Uni gaan bajnao bhalo domei koren
Onar Edinburgh te band o ache
youtube.com/@thebongpipers7066?si=iOxgyD11iAC-Suw9
বাঙালি, আরো একবার গর্বের মুহূর্ত পেলাম তোমাদের সবাইকে দেখে... এত দূরে থেকেও তোমরা অনবদ্য❤
asadharon oitijhyomandito bariguli, apurbo girja, darun lalglo j.k.rowling er bari dekhe, apurbo durgo, bangalider sathe anande darun somoy katlo
Kaku...Bangladesh theke dekchi...ami tomar sob video dekhi..tomar video khub enjoy kori...tumi amader inspiration... 🇧🇩
খুব সুন্দর একটা ভিডিও দেখলাম। একই সঙ্গে এডিনবার্গের ইতিহাস, ভূগোল, শহরের বিভিন্ন জায়গার সঙ্গে পরিচয়, ব্যাগপাইপারের মিউজিক। সুন্দর একটা প্যাকেজ। উপরি পাওনা প্রবাসী বঙ্গসমাজের অসাধারণ আতিথেয়তা। বেশ ভাল লাগল।
অসাধারণ একটা ভিডিও। Prithwijit দার জন্য 😢 প্রতি টি এপিসোড এ। কিভাবে যে সময় চলে যায় তা বলা বাহুল্য। আপনার সাথেই মনে হয় ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা হলো নানা ধরনের অজানা গল্প। দারুণ আনন্দ উপভোগ করলাম। 😊
দুর্দান্ত, অনবদ্য যেটা বলবো সেটাই কম হবে। নিজের চোখে দেখার সাধ্যি হবে কিনা জানিনা, তবে আপনার মাধ্যমে দেখে অনেকটা চোখ জুড়িয়ে নিচ্ছি। আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি ❤❤❤
ঈশ্বর আপনার সর্বদা সহায় হোন 🙏🙏
অনবদ্য সব তথ্য , ভ্রমণের আনন্দের মাত্রাটাকেই আলাদা করে দেয়। আপনার উপস্থাপনায় শুভ্রনিলের সাথে Scotland er আরেকটা tour এর video r অপেক্ষায় থাকলাম । 🤘🤘🤘🤘
Edinburgh e sotti dekhar sesh nei ,apni apurbo dhara bhasya diyechen ,ami ar amar meye ( journalist with NDTV) 13 TH TO 17TH September Edinburgh chilam ,tabu apnar sathe bar bar dekhte khub bhalo lagche. Thank you
Missing Prithwijit, but you are at your brilliant best. Asadharan, kono kotha hobey na. ❤
এই সিরিজের সেরা পর্ব ❤ প্রতিটা মানুষ, জায়গা আর সাথে আপনার ভিডিও আর পরিবেশন.... অপূর্ব মেলবন্ধন।
বুড়ো হয়ে গেছি আর তো ঘুরতে পারিনা, আপনার ভিডিও খুব উপভোগ করি❤
বিদেশ ভ্রমণ আমার কখন সম্ভব হবে কিনা জানিনা , তবে এই ভিডিও তে আপনার সঙ্গে আমরাও ভ্রমণ করলাম । অশেষ ধন্যবাদ জানাই আপনাকে এই রকম ভিডিও উপহার দেয়ার জন্য । পৃথিবীর সর্বত্র আপনার ছাত্র ছাত্রীরা ছড়িয়ে সেটাও দেখলাম এবং ভীষণ ভাল লাগল ।
আপনার প্রতিটি ভিডিও মুগ্ধ হয়ে দেখি । সবসময় কমেন্ট করা হয় না । আজ না করে পারলাম না । আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত অসাধারণ সুন্দর একটি ভিডিও আমাদের দর্শকদের উপহার দেয়ার জন্য। ভালো থাকবেন , সুস্থ থাকবেন।
সঙ্গে পৃথিজিৎ থাকলে কি যে মজাই না হতো 📌
অসাধারণ ভিডিও
একদম ঠিক কথা বলেছেন আপনি 💐💖🤗
Sir, I wanted to take a moment to let you know that while your videos may not always seem to reach the highest mark of excellence, they have provided a unique comfort to me, which I am sincerely grateful for. I have to admit, each night, your content has truly become an invaluable aid in helping me unwind and fall asleep effortlessly. Every time I struggle with the symptoms of insomnia, your voice becomes my go-to remedy. The calming tone of your narration, along with the familiar presence of your Missing Passenger, has turned into something of a personal lullaby that I can count on to ease my mind and lull me into peaceful rest. For that, I genuinely thank you.
খুব সুন্দর হয়েছে ভিডিও টা শিবাজী দা। you r so talented and very handsome. প্রত্যেকটা ভিডিও প্রত্যেক টা জায়গা আলাদা মাত্রা নেয় তোমার উপস্থাপনায়। তুমি হলে গিয়ে রূপে কার্তিক গুনে গনেশ 😅 🤭
"Apparantly দাদা" guide হিসেবে দুর্দান্ত। ♥️
Eai vlog na dekhle khub miss kartam.Bideshe Bengalee community dekhe monta bharegeche.Adinbarah ebong Glssgo cityte eto Bengalee live kore dekhe nijeke khub proud mone hochhe ekjon Bengalee hisabe.Bideshe eto sundar Bengalee community ebong tader culture amake mugdha korche.
Bhalo thakben Sibajida,ar eai rakam bhalo bhalo vdo chere amaderke dhanya korben.❤❤❤❤❤❤
অসাধারণ একটা ভিডিও দেখলাম আর এত দূরেঅবস্থিত একট জায়গায় বাঙালিদের আন্তরিকতা মুখদ্ধ করলো।ধন্যবাদ।
অসাধারন লাগলো আজকের কাহিনী, এবং প্রবাসে বাঙালিদের দেখে!❤
অসাধারণ সুন্দর এবং জ্ঞান অর্জন করার মতো গুরুত্বপূর্ণ ভিডিও শিবাজী দা। খুব ভালো লাগলো। শিবাজী দা দয়া করে নিজের স্বাস্থ্য সম্পর্কে ধ্যান দেবেন ও রাস্তা ঘাটে সাবধানে চলাচল করবেন। ধন্যবাদ আপনাকে 💐💘🤗
I enjoyed your video to see Edinburgh thoroughly.Once my son went to Edinburgh with his work when he joined IBM in Kolkata.company sent him .But we have lost those pictures.He would talk about the place.But since he didn't touch any liquor,he would go to village area and spent there on week ends.He would mix up with the local people as he is fluent in English loved to spend with them to know their culture.After a long yrs I am seeing the Edinburgh with your eyes.Nice to enjoy it.
KHUB BHALO LAGLO, DADA. Thank you so much. Please come Udaipur, Tripura. Dilip Pal.
The way sivaji said - মা রে তোর সুন্দর নামটা বলবি একবার ❤ , it's really unmatched ❤
অপূর্ব সুন্দর লাগলো ...ববি কে দেখেই মন বলে উঠলো আমাদের টোকিও তেও আছে এমন " hachiko" ...আপনাকে জাপানে আমন্ত্রণ জানাই 🙏সেই ভ্রমণ কাহিনী দেখে খুব আনন্দিত হবো 😊
আন্তরিক ধন্যবাদ
শিবাজি দা আমি তোমার সব ভিডিও দেখি ।। একটা ব্যাপার দারুণ লেগেছে যে Glasgow te আমার মামা(ujjal) ও মামির(Rubi) সাথে তোমার পরিচয় হলো ।।Thank you very much...❤❤❤
হ্যারি পটার তার জাদুকরী কর্মকাণ্ডের মাধ্যমে এক মায়াময় নৈসর্গিক রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি র মাধ্যমে আমাদের আনন্দিত করেছে তেমনি শিবাজী দা আপনার অসাধারণ কন্ঠস্বর, বাচনভঙ্গি, ভিডিও টিকে সুন্দর অনবদ্য করে আনন্দিত ও মোহিত করল।
শিবাজী দা আপনি অবশ্যই স্কচ হুস্কি নিয়ে আসবেন পৃথিদার জন্য 😂😂😂😂
অসাধারণ বাঙালি আড্ডার এই রকম একটা ভিডিও U K সিরিজে পাওয়া যাবে , এটা দেখে সত্যিই খুব ভালো লাগলো , পৃথ্বীদা থাকলে অবশ্যই আড্ডাটা আরো ভালো হোতো , ভালো থাকুন সুস্থ থাকুন , পরের পর্বের অপেক্ষায় রইলাম , ধন্যবাদ ।
অসাধারণ ভাই আপনার ভিডিও সুন্দর আপনাকে ধন্যবাদ, 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️👍
গির্জার ভিতরে কাজ অসাধারণ। খুব ই সুন্দর লাগছে এই ছবির মত জায়গা গুলি দেখতে। শুভ রাত্রি।
দাদা ভিডিও গুলি অসাধারণ, দারুন আর খুব ভালো লাগছে। আগের লন্ডনের ভিডিও খুবই ভালো লেগেছে।সুধু Prithwijit da নেই বলেই ফাঁকা ফাঁকা লাগছে ।
শুভ্রনীলের প্রেজেন্টেশন অসাধারণ। এই পর্বে শিবাজি ভাই আপনাকে শুভ্রনীল ছাড়িয়ে গেছে।
❤❤ Uncle please apni next year UK trip r organize korun... for family groups.... kono tour company ato details a ki66u kore na...
R tour a London r Harry Potter museum oo include korben please... Krittika Goel ar channel a dekhlam ota darun🎉
"I must say you are amongst those people who are willing to follow their passion and be able to change the world" - এই কথাটা বলার কারণ আপনার ভিডিওগুলি এক একটি তথ্যচিত্রের মত লাগছে.. আমি শুরুর কিছুটা দেখেছি and I'm amazed by your performance.. THE way you portrayed everything is splendid.. আমি সময় করে ভিডিওর বাকি অংশটুকু দেখব.. কিন্তু এরকম উপস্থাপনা আমি খুব কমই দেখেছি! একজন বাঙালি হিসেবে বাংলা ভাষার এত সুন্দর ব্যবহার নিঃসন্দেেই একদিন একটি বিরাট milestone অতিক্রম করবে এই চ্যানেল আর তার জন্য আমার অনেক শুভকামনা রইলো। এইবার আসি ভিডিওর কথায়, শুরুতেই Edinburgh Street এর gothic architecture গুলো আর তার পুরোনো 'Haunted stories' এককথায় অসাধারণ, তারপর একজন Harry Potter fan হিসেবে এর ইতিহাস জেনেও খুব ভালো লাগলো। So far, I enjoyed it the most and many thanks to you for taking us in various places through your vlogs. Take Care!
আপনার দৌলতে আমার J.K. Rowling এর বাড়ি দেখা হলো... Thank you so much 🙏... রোজ রোজ এই video গুলোর জন্য অপেক্ষা করে থাকি ... ভালো থাকবেন
সেইটাও তো ভাবছি স্কটল্যান্ডের প্রথন পর্ব থেকেই এই ক্যান্টিলিভার ব্রিজ টা দেখতে পাচ্ছি। অথচ আপনি দেখছেননা ঠিকমতো ভাবে। আজকের এপিসোড টা দেখে সব পরিষ্কার হলো...👌
Ato sundar akta video dakhlam, atosundar akta prachin shohor biborno but interesting and beautiful.so thank you dada apni khub valo thakun r Prithijitdar jonno sotti faka faka lagchilo,🎉
ধন্যবাদ শিবাজী দা আপনার চোখ দিয়ে আর ইউকের কোনা কোনা দেখলাম, আরো দেখলাম প্রবাসী বাঙালিদের জীবন, দেখে খানিকটা আমার জীবনের কথা মনে পড়ে, আমরাও ছিলাম প্রবাসী, গির্জার ভেতরটা খুবই সুন্দর খানিকটা সেন্ট পিটার ভ্যাসিলি কার মতো, একটা ভ্যাটিকান সিটিতে, আর দিন দিন গুলো দেখতে সব রমের স্টাইলে, এবং ফ্লোরেন্সের স্টাইলে, গত গতবছর আমরা ফ্রেন, ইটালি এবং সুইজারল্যান্ড ট্যুর করেছি , তার সাথে কিছুটা মিল পাই,
দারুন লাগলো এই পর্ব। অপূর্ব। পরের পর্বের অপেক্ষায় রইলাম। ইংল্যান্ড, স্কটল্যান্ডের সব পর্বই অসাধারণ। ধন্যবাদ।
Dear Mr. Shibaji,
I am writing this msg after watching all your London Episode. After seeing all episodes only one word can express our feelings and that is
Absolutely “Amazing”. It’s like a travel story. It’s not possible till now for me and my family to visit UK due to extreme work load though my younger brother stays in Ireland but your work mitigate something that we need to stay in between all the skyscraper.
It’s good, and your work claim some appraise and that we do for your work. Absolutely mind catching. Thanks for such an entertaining “WEB Series” to spend puja vacation in-house.
Bodhisatya Bhattacharjee & Family
অনবদ্য সুন্দর। গর্জনশীল টাইফুন, হ্যারি পটার র সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো। 🎉🎉❤। ধন্যবাদ শিবাজী দা
Ek soptaho aage Budapest r Vienna ghure Dubai hoye deshe firechhi, Budapest er Museum of Fine Arts e cathedral er gate er motoi ekti gate rakha achhe, naam Roman Gate, ekdom same architectural style, gaay e shudhu angurlata r noksha....r ekta kotha na bollei noy, Shubhranil heritage walk expert...hats off to him...amrao Budapest e emoni ekjon Bangali Bhai ke peye khubii enriched hoyechhi 😊
Darun laglo ajker video ta 😍. Sobtheke valo laglo apnar video te amader Ramakrishna Mission Calcutta Students' Home er Senior dada, Panchanan da k dakhte pelam 🙂
আজকের এপিসোড দেখার সময় ঠিক স্বপ্নের মতো মনে হচ্ছিল বিশেষ করে ঘরে বসেই মানস ভ্রমণ আর অনবদ্য উপস্থাপনা বারবার দেখতে ইচ্ছা হয়।
600k জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো ❤দাদা তোমার বন্ধু কে খুব মিস করছি❤❤❤
আজকের episode টা অনন্য ,আপনার জীবনের সেরার তালিকায় আমি রাখবো❤❤❤❤❤
সত্যি Shibajida আপনার জন্যে Harry Potter এর আস্তানা দেখা হলো. Thank you.
সত্যিই কি রতন পেলাম , যদিও দাদা তোমার পাশের সেই রতন হারা আমরা (পৃথজিৎ রতন হারা আমরা) 🙏🙏🙏😞😞😞
Khub khuub bhalo lagche,sotty sobjaigai jaoa to sombhob noi...apnar chokh diye jokhon manosbhromon kori,apluto hoye jai..eibhabei egiye cholun,ar amio apnar sathe eibhabei ghurte thaki..bhalo thakben sustho thakben...Prithwijitbabu k miss korchi
সত্যিই খুব আনন্দ নিচ্ছি প্রত্যেক টা ভিডিও তে খুব খুব সুন্দর লাগছে
দারুণ । আপনার ভিডিওর মাধ্যমে অনেক নতুন জায়গা দেখলাম। এই ভিডিও তে পৃত্থিজিতদাকে খুব মিস করলাম ।
@Explorer Shibaji: Puro tour er hisab nikas er ekta video please banaben, jaate future e amra budget trip plan korte paari.
শিবাজী দা আপনার ইংল্যান্ড সিরিজ এর পুরো ভিডিও দেখে মুগ্ধ হয়ে গেলাম । ভিডিও দেখার জন্য একদিন সব কাজ রেখে দেখে ফেললাম পুরো জার্নি টা। So thank you ❤❤❤ I'm waiting for your next vlog..
Subhranil dar eto sundor kore golpo korte korte ghorano r,
Subha da o ki sundor kore kotha bole.....sotti Sibaji tomar extended family kintu sotti awesome
Subhranil babu shudhu bhalo tour guide I non. Uni gaan bajnao bhalo domei koren
Onar Edinburgh te band o ache
youtube.com/@thebongpipers7066?si=iOxgyD11iAC-Suw9
প্রত্যেকটা ভিডিও দেখছি আর আপনার সমস্ত ভিডিওই দেখি। UK Tour খুব enjoy করছি। কমেণ্ট সবগুলোতে করিনা। আপনিও লেমন সোল খেলেন আর আমিও কাতলা মাছ দিয়ে ভাত খাচ্ছি। ধন্যবাদ এই ভ্রমণের ভিডিও শেয়ার করার জন্য।❤❤❤
খুব ভাল লাগলো অসাধারণ সব কিছু দেখে মুগ্ধ হলাম
দাদা আপনার ভিডিও দেখতে দেখতে কবির সেই কবিতা টির লাইন বার বার মনে পরছে "থাকবো নাকো বদ্ধ ঘরে দেখাবো এবার জগৎটাকে টাকে" কিন্তু দাদা সব ইচ্ছা সব সময় সবার পুন্য হয় না। আপনি জগৎটাকে ঘুরে দেখেন আর আমাদের কেও দেখান আপনার সর্ববিধ মঙ্গল প্রার্থনা করি ঈশ্বরের কাছে আপনি খুব খুব খুব ভালো থাকেন দাদা
Durdanto laglo video ta. Next video tar jonno wait kore roilam
খুব সুন্দর সবাইকে ভালো লাগলো এরকম আরো ভিডিও আমাদের দেখান
খুব সুন্দর লাগছে আপনার এই লন্ডন সিরিজের ভিডিও গুলো।হয়তো সবকটি ভিডিও তে কমেন্ট করতে পারিনি। অবাক হয়ে শুধু দেখেছি।আর পৃথ্বীজিৎ বাবু কে মিস করছি।তবে আজকের ভিডিও টি সর্বসেরা।❤
চমৎকার ভিডিও। ভীষণ ভালো লাগলো। বিদেশে বাঙালির সাক্ষাৎ এ খাওয়া দাওয়া, গল্প করে সময় কাটানো। দারুণ। হ্যারি পটারের বাড়ি সমস্ত কিছু ভীষণ অনুভূতি পূর্ণ। পরিবেশটাই ভীষণ আকর্ষণীয়। তবে পৃথ্বীজিৎদা থাকলে ব্যাপারটা আরো জমাটি হতো।
সুন্দর শহরটিকে দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ
Suvroniler Galpo Edenborow Khubvalo laglo. Thanks To Explorer Shibaji. 🌹🌹👌
অসংখ্য ধন্যবাদ শিবাজী দা বিদেশি কিছু রূপকথার গল্প আপনার ভিডিওর মাধ্যমে জীবন্ত অনুভব করলাম ভালো থাকবেন দাদা যে একটাই আফসোস পৃথিবী জিৎ দা আপনার পাশে নেই পরবর্তী ভিডিও অপেক্ষায় রইলাম।
এখনো অব্দি UK Series এর Best Video লাগলো এটা ❤
দারুণ লাগলো ভিডিও টি। বিশেষ করে হ্যারিপটারের লেখকের বাড়ির কাছটা। ভেতটা দেখা গেলে আরো ভালো হত। Just excellent video. THANK YOU
SIR. 👍👍
UK series r ajker Vlog serar sera!!!!! Harry Potter, Rowling r bari , Cafe ....... daaaruuuun 👌 enjoy korlam virtually ❤
Darun laglo video gul. Apnar journey shuva hoke
Shubhranil Bhadra , খুব ভালো ভাবেই চিনি, Cognizant এ PEGA তে কাজ করেন। If I recall correctly, Insurance একটা client এর হয়ে।
সত্য edanbara শহর খুব সুন্দর লাগলো এবং অনেক ঐতিহাসিক দি স্য দেখলাম। ভালো থাকবেন সবসময় পরবর্তি ভিডিও জন্য অপেক্ষা করছি
দুর্দান্ত এক টা blog dekhlam
very informative video👍 ...scotland is my dream country
চমৎকার। দেখে ভালো লেগেছে। আপনার ভিডিও ভালো লাগে এতে প্রাসঙ্গিক তথ্যগুলো ধারাবাহিক বর্ণনার জন্য।
খুব ভালো লাগলো ভিডিও টা ধন্যবাদ.... From Rajshahi Bangladesh
"The Elephant House" dekhanor jonno onek onek dhonyobad. Onek bhalobasa shibaji daa❤. I wish open thakto house taah🥺.
Rowling ma'am er baari dekhanor jonneo dhonnobaad. Onek lucky apni dada hingse hocche amar. 😅
Ei vlog ta dekhar shomoy ami ja excited hoye porechilam na mama, ki bolbo😍😍😍 Harry Potter er ekekta reference diccho ar ami lafiye lafiye uthchi❤❤ Ar onek new information pelam! Darun laglo vlog ta 😍😍
khub khub enjoy korchi series ta aar aajker episode ta best ! tomar sathe sathe amrao ghurey nilam and felt nostalgic ! Way to go Shibaji da! konodin Nashville, USA te ele ekhaneo erom ekta vlog korte hbe.. Civil war er anek golpo ache sathe horror story.. :-)
Asadharon video দাদা onek টা বুক bhara love ❤
Next video এর্ opekhey roilam❤
London and Edinburgh duto city r abhijatya darun It must be a memorable experience for you. Amrao mugdha hoye dekhchhi
আপনার ভিডিওগুলো বেঁচে থাকার রসদ হয়ে দাঁড়িয়েছে ❤️
I watch your videos regularly. While watching your Edinburgh videos, I was remembering that I visited Edinburgh three times, stayed 2 weeks each but didn’t get time to visit any place. Same was for Glasgow. Really nice place
দাদা প্রতি বারের মতো কোনো কথা হবে না 🎉❤। খুব খুব সুন্দর ভিডিও ধন্যবাদ আপনাকে ❤🎉
Apnar vedio sudhu matro nichok kono bhraman noi , exploring of life too ♥️.