দুর্গাপ্রতিমার ডাকের সাজ এই গ্রামেই তৈরী হয়।

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024
  • বর্ধমান থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে বর্ধমান থেকে কাটোয়া লাইনের মধ্যে অবস্থিত বন কাপাসি স্টেশন।মাত্র ৫০ মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাওয়া যায়।
    এই বনকাপাসি স্টেশনটি যে কারণে উল্লেখযোগ্য সেটি হলো এই গ্রামের আরেকটি জায়গা আছে যেটির নাম হচ্ছে শোলা গ্রাম বা লোকে নাম দিয়েছে শোলা গ্রাম, এখানে দেবী প্রতিমার সাজ তৈরি হয় অর্থাৎ সোলার সাজ তৈরি হয়। এই গ্রামের প্রত্যেকটি বাড়িতে সোলার কাজ আপনি দেখতে পাবেন। প্রতিমার যে সোলার বেশ পরানো হয় তা এই গ্রামের প্রত্যেকটি বাড়িতেই প্রওই করা হয়।
    অনেকে আবার এই সোলার বেস তৈরি করে জীবিকা নির্বাহ করে।
    এখানকার শোলার কাজ দেশে- বিদেশে সব জায়গায় ছড়িয়ে আছে অর্থাৎ আমাদের এই ছোট্ট জায়গার শিল্পীদের নাম এবং তাদের কাজ দেশে-বিদেশে ছড়িয়ে আছে।

КОМЕНТАРІ • 1