chameleon You should ve asked him about chameleon What is it? How it's behave? Why it's a slang? This interview was a b grade interview Learn from hard talk Or leave this BBC Bangla . Worst BBC journalist Too much incompetent
তার বাপও সৎ ছিল। সৎ পথে অনেক কামিয়েছেন। শুনা যায় তিনি এরশাদ সাহেবের তহশীলদার ছিলেন। আগামী ২/৪ প্রজন্ম তারা নিশ্চিত ভালো থাকবেন। এখন ভালের অভিনয়ের বড় প্রয়োজন।
@Faris Bin Saifতোর মত ফিতনা বাজ মোল্লারা এটা জানে না যে কাউকে মুশরিক বা কাফির ফতোয়া দেওয়া কত কঠিন..কারন সে মুশরিক বা কাফির না হলে তুই নিজেই কাফির হবি...দাড়ি রাখা নামাজ রোজার মত বাধ্যতামূলক ফরজ বিষয় না..দাড়ি রাখা নবীজীর সুন্নাহ..কিন্তুু ফরজ না..কোন আয়াতে বা হাদিসে দারিকে ফরজ বলা হয়নি....
@zটি MDNR মূর্খ হলে এমন প্রশ্ন করবে কেউ অন্যথায় কেউ করবে না। আমরা যখন শেখ মুজিবের নাম বলি তখন কি সবাই স্যার শেখ মুজিব বলি? পার্থ উনার কথায় কোন সম্মানের অভাবও তো দেখি নি।
তিনি বলেন, তারা (সাহাবাগণ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! ইসলামে কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেনঃ যার জিহবা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে। (মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫)
কখনো নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশের সাধারণ মানুষের উচিত হবে আন্দালিব রহমান পার্থ এর মতো রাজনীতিবিদদের কে ভোট দিয়ে ক্ষমতায় আনা। ইনশাআল্লাহ তাহলেই আমাদের বাংলাদেশ হবে সুখি সমৃদ্ধ দেশ।
বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। আমার পছন্দের একজন রাজনীতিবিদ । তিনি খুব গঠনমূলক আলোচনা করেন। তিনি একজন দিয়েল হিরো। আমাদের অশিক্ষিত পলিটেশিয়ানদের থেকে অনেক অনেক ভালো ।
তিনি বলেন, তারা (সাহাবাগণ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! ইসলামে কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেনঃ যার জিহবা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে। (মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫)
অসাধারন, আমরা কবে রাষ্ট্র পরিচালনায় এমন সাহসি নেতৃত্ব পাব মহান আল্লাহই ভালো জানেন। বাংলাদেশের অনেক ডাকসাইটে নেতা রাষ্ট্রক্ষমতা পাবার আগে অনেক সততা দেখিয়েছেন কিন্তু পাওয়ারটা হাতের মুঠোয় পাওয়া মাত্র যেই লাউ সেই কদুতে পরিণত হয়েছেন। আমি আন্দলিব ভাইকে দীর্ঘদিন ফলো করছি এবং মনের গভীরে একটা আশায় বুক বেঁদেছি তা হলো ভাই রাজনিতির যে ধারা চালু করেছেন এটা আরো প্রমিনেন্ট হবে। শুধু রাষ্ট্রের স্বর্থে নিজেকে উজাড় করে দেবার জন্য শত সহস্র আন্দালিব ভাই রাজনীতিতে যুক্ত হবে। আন্দালিব ভাইদের হাত ধরে আমরা বর্তমান রাজনীতির বিষাক্ত ধারা ধেকে বের হয়ে আসব। মহান আল্লাহ আমাদের মতো দূর্ভাগা জাতিকে সেই দিন প্রত্যক্ষ করার তৌফিক দান করুন। মহান আল্লাহ আন্দালিব ভাই এর মতো রাজনীতিকদের দীর্ঘ, সুস্থ নেক হায়াত দান করুন। আমিন
আন্দালিব রহমান স্যারকে আমার অন্তঃস্থল থেকে স্যালুট দিচ্ছি এই কারনে যে তিনি একজন বাংলাদেশের সন্মানিত রাজনীতিবিধ। শুধু মন্ত্রী হলেই যে সে সন্মানের দাবিদার হয়ে যায় এই কথাটা ভুল, সন্মানিত হতে হলে সেই গুনটি তার মধ্যে থাকতে হয়। অনেক ধন্যবাদ বিবিসি নিউজকে।
তিনি বলেন, তারা (সাহাবাগণ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! ইসলামে কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেনঃ যার জিহবা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে। (মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫)
আমার পছন্দের একজন রাজনীতিবিদ❤️ আগেকার সাংসদদের ভিতর সংসদে উনার কথাগুলো ভালো লাগতো এবং যুক্তিযুক্ত মনে হতো এখন ভালো লাগে হারুন-অর-রশিদ এবং রুমিন ফাহানার বক্তব্যগুলো। পার্থ ভাইয়ের কথাগুলো এবং পার্থ ভাইকে বরাবরই ভালো লাগে। অভিনন্দন ভাই, দোয়া ও শুভকামনা রইল❤️
@Faris Bin Saifদাড়ি রাখা নামাজ রোজার মত বাধ্যতামূলক ফরজ বিষয় না..দাড়ি রাখা নবীজীর সুন্নাহ..কিন্তুু ফরজ না..কোন আয়াতে বা হাদিসে দারিকে ফরজ বলা হয়নি....তোর মত ফিতনা বাজ মোল্লারা এটা জানে না যে কাউকে মুশরিক বা কাফির ফতোয়া দেওয়া কত কঠিন..কারন সে মুশরিক বা কাফির না হলে তুই নিজেই কাফির হবি
বাস্তব সম্মত কথা বলা উচিৎ,, আবেগ দিয়ে নয়,, প্রেসিডেন্টের পদ বা ক্ষমতা যাই বলেন তা হলো আলংকারিক। মোটামুটি বলা যায় বিশেষ দিনে বা দিবসে ফুল দেয়া,বিবৃতি প্রদান , উদ্ভোদনী অনুষ্ঠান ,বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান, সার্টিফিকেট প্রদান এসবের মধ্যেই মোটামুটি সংবিধানিক ভাবেই সীমাবদ্ধ বলা যায়।
পার্থ দাদা আাপনার প্রতি নমস্কার, আপনি বাংলার যুব দের অহংকার, আপনার সততা নীতি আমাদের পথ চলার অনুপ্রেরণা জোগায়।আমরা চাই আপনি ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে একক ভাবে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করবেন।u k Uzzal, Pirojpur nazirpur.
পার্থ ভাই, সে এমনই একজন ব্যক্তিত্ব, যা আমি আমার ৫০ বছর পথ চলায় যতটুকু দেখেছি এবং জেনেছি মানুষের মাঝে, তা হচ্ছে, ১০০% এর মধ্যে ৯৫% মানুষ তাকে ভালোবাসে, শুধু তার সততা, তার দৃষ্টিভঙ্গি, এবং তার বিশ্বস্ততার কারণে, সঙ্গে যোগ করা যায়, তার নম্রতা এবং ভদ্রতা আর বিচক্ষণতা, যা মানুষ উঁচু দৃষ্টি কোন থেকে দেখে। ধন্যবাদ।
উনি জনাব আন্দালিব রহমান পার্থ ভাইয়া একজন ব্যক্তিত্ববান, যৌক্তিক এবং দূরদর্শী মানুষ। এর জন্যেই ওনাকে ভালো লাগে। ঠিক একই কারণে ভালো লাগে বঙ্গবন্ধুকে। স্বচ্ছতা এবং সততার আভাস পাওয়া যায় যখন ওনারা কথা বলেন। ভরসা এবং অনুসরণ করতে ইচ্ছে হয়। রাশেদ বিন রাজ্জাক রাতুল
তিনি বলেন, তারা (সাহাবাগণ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! ইসলামে কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেনঃ যার জিহবা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে। (মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫)
বেগম জিয়াকে তিনি কতটা সম্মান করে তা একমাত্র আল্লাহ পাক জানে।।। তিনি যে কতটা জনপ্রিয় তা বলার অপেক্ষা রাখেনা।।। আশা করি ব্যারিষ্টার আন্দরিক রহমান পার্থ কখনও অন্যায়ের সাথে আফোস করবেন না।।
আন্দালিব রহমান পার্থ একজন ভাল পলিটিশিয়ান একজন যোগ্য পলিটিশিয়ান একজন জনপ্রিয় নেতা একজন সাহসী নেতা । এই রূপ নেক ছেলের জন্য উনার বাবা-মা কে যেন আল্লাহ জান্নাত দান করেন। আল্লাহ যেন তাকে আরো মেধা বাড়িয়ে দেন এবং উনার নেক হায়াত আল্লাহ দান করুন। আমিন
আমি মনে করি আন্দালিব রহমান পার্থ বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখে এবং এটা মনে করি উনি যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হন তাহলে আওয়ামী লীগ কিংবা বিএনপি যে দলই ক্ষমতায় থাকে না কেন দেশটা সুন্দরভাবে চলবে
কোন দলই পার্থ স্যারকে অপছন্দ করেন না, এই তত্ব কোথায় পেলেন? পার্থ মুখে যা বলেন বাস্তবে তার উল্টো। মাহি বি চৌধুরীও সুন্দর করে কথা বলতে পারেন কিন্ত বাস্তবে কেমন সেটা তো দেখতেই পেলেন। রাজনীতি করতে হলে জনগণের সাথে মিশতে হয়। জনগণের ঘাম লেগে থাকে তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদের, যা লন্ডন ফেরত এই ব্যারিস্টার সাহেবের নেই। ইনি অনেকটা ভুট্টো টাইপের নেতা, যাদের কাজকারবার শুধু উপর মহল নিয়ে, জনগণ নিয়ে নয়। আর মিষ্টি কথায় যে বাঙালির মন জয় করা যায়, সেটা এই লোক ভালো করে জানে। তার বাবা ছিল স্বৈরশাসক এরশাদের মন্ত্রী, অথচ তার সন্তান পার্থ আবার আওয়ামী লীগকে স্বৈরশাসক বলে!!! হাস্যকর!!! এই পার্থ ক্ষমতায় গেলে বাংলার ইতিহাসের শ্রেষ্ঠ স্বৈরশাসক হবে।
অসাধারণ রাজনৈতিক দর্শন। আন্দালিব রহমান পার্থ আপনার কথাগুলো, চিন্তা-চেতনা সবই এ প্রজন্মের কাছে অমূল্য। সমনে এগিয়ে যান, হয়তো একদিন আপনি আপনার যৌগ্য সম্মানটুকু পাবেন। ধন্যবাদ বিবিসি বাংলাকে এরকম সুন্দর একটি টকশো করার জন্য।
জনগণ আন্দালিব স্যার কে সম্মান করে কারন তিনি দূর্ণীতিকে স্বাগতম জানান নি। তিনি লোভে পরে নষ্ট হয়ে যান নি। তিনি সর্বদাই সৎ পথে থেকেছেন। আল্লাহ তার জীবন কে সহজ করে দিন এই দোয়াই করি, আর তার ধৈর্য্যবান স্ত্রীকেও বলি আপনাকে আল্লাহ বেহেশতের সর্বোচ্চ স্থানের একটি তে যেনো যায়গা করে দেন। আমিন????
তিনি বলেন, তারা (সাহাবাগণ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! ইসলামে কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেনঃ যার জিহবা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে। (মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫)
তিনি বলেন, তারা (সাহাবাগণ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! ইসলামে কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেনঃ যার জিহবা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে। (মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫)
আন্দালিব রহমান পার্থ ভাই বাংলাদেশের একজন কিংবদন্তি রাজনীতিবিদ! ওনাকে দেখে মনে হয়, ওনার বাবা একজন ভালো রাজনীতিবিদ ছিলেন। দোয়া রইলো ওনার ও ওনার বাবার জন্য। আরো অনেক কিছু দিবেন আশা রাখি, ইংশাআল্লহ!।
আন্দালির রহমান পার্থ স্যার দেশ প্রেমিক সাহসী যোগ্য নেতা এবং জনগণের কল্যাণে কথা বলে ও গরিব মানুষের বন্ধু আল্লাহ তুমি তাকে নেক হায়াত দান করো আমীন আমীন আমীন আমি কুয়েত প্রবাসী
প্রিয় একজন মানুষ❤ দিন দিন তার জনপ্রিয়তা বেরেই চলেছে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। তার এই স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতি দেখে আগ্রহ বারে। আশা করি, এবং দোয়া করি, সে তার যোগ্য আসন পাবেন এই দেশে।
আপনাকে দেখে আপনার ফ্যামেলি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়,আসলেই আপনার বাবা-মা অনেক লাকি আপনার মতো সু সন্তান জন্ম দিয়েছেন। ভালো থাকবেন। আর এমনি করে দেশের মানুষের পক্ষে কথা বলবেন💖
বাহ্ আজকের আলোচায় জনাব ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে কি দিয়ে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নাই।মাশাল্লাহ তার জন্য দোয়া ও ভালবাসা রহিল।অত মানূষের দোয়া ও ভালবাসা অন্য কোন রাজনৈতিক ব্যাক্তি বর্তমানে পায় বলে আমার মনে হয় না।
এই কথটা ভালো লেগেছে এবং সত্যি বলেছে যে একটা জেনারেশন ছিলো যারা পলিটিক্স দেখতে পারতো না। কিন্তু ওনার মত লোকের কারনে তারা শুনতে বা বুঝতে চায় যে রাজনৈতিক বিষয়গুলা। এটা আসলেই সত্যি বলেছে আমি নিজেও ওনার কথা ছাড়া অন্য কোন রাজনীতিবিদের কথা শুনি না।🥰🥰
প্রিয় দর্শক, বিবিসি বাংলার এমন সাক্ষাৎকারগুলো পাবেন এখানে: ua-cam.com/play/PLNfsjhqtvHwXNdyn1AywJIxWUfJsTfxoU.html
chameleon
You should ve asked him about chameleon
What is it? How it's behave? Why it's a slang?
This interview was a b grade interview
Learn from hard talk
Or leave this BBC Bangla .
Worst BBC journalist
Too much incompetent
আন্দালিব পার্থ আপনার বাবা তো চোর ছিলেন এমন কথা ঐ সময় অনেকে বলেন এ বিষয়ে কিছু বলেন।
আপনি একজন ভালো চাপা বাজ এটা অনেক মানুষ মনে করে।
@@commodusmeridius4718 Aaa
I amrighthere
Partho
Ishrar tabassum arpa
Very exceptional personality ! Donno this man gotta make something big or not, but he really seems patriotic unlike typical Bangladeshi leaders.
সৎ যোগ্য নেতা আন্দালিব রহমান পার্থ। আমার খুবই পছন্দের সত্যবাদী যুক্তিবাদী নেতা। আল্লাহ তার ভালো করুক।
ভাই আমি ব্যাক্তিগত ভাবে মনেকরি পার্থ লিয়াজু র রাজনীতি করে,
তার বাপও সৎ ছিল। সৎ পথে অনেক কামিয়েছেন। শুনা যায় তিনি এরশাদ সাহেবের তহশীলদার ছিলেন। আগামী ২/৪ প্রজন্ম তারা নিশ্চিত ভালো থাকবেন। এখন ভালের অভিনয়ের বড় প্রয়োজন।
কেউ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের দলে যোগ দিতে চাইলে যোগাযোগ করুন পার্থ ভাইয়ের দল বাংলাদেশ জাতীয় পার্টি সারা বাংলাদেশ কমিটি দেওয়া হচ্ছে
@@mdsobujkhan1192 interested
Yes
আন্দালিব সাহেব একজন শিক্ষীত নেতা,এবং একজন সত্যের পথে এগিয়ে যাওয়া লোক। রাজনীতে এ রকম নেতা দরকার।।
@Faris Bin Saifতোর মত ফিতনা বাজ মোল্লারা এটা জানে না যে কাউকে মুশরিক বা কাফির ফতোয়া দেওয়া কত কঠিন..কারন সে মুশরিক বা কাফির না হলে তুই নিজেই কাফির হবি...দাড়ি রাখা নামাজ রোজার মত বাধ্যতামূলক ফরজ বিষয় না..দাড়ি রাখা নবীজীর সুন্নাহ..কিন্তুু ফরজ না..কোন আয়াতে বা হাদিসে দারিকে ফরজ বলা হয়নি....
,
Lol llp
ওনার পিতা এরশাদের মন্ত্রি, ঢাকার মেয়র ছিলেন।এরশাদ দুর্নীতিবাজ ছিলেন।কিন্তু এরশাদ সাহেবের মন্ত্রীরা অনেক সত ছিলেন।
@zটি MDNR মূর্খ হলে এমন প্রশ্ন করবে কেউ অন্যথায় কেউ করবে না।
আমরা যখন শেখ মুজিবের নাম বলি তখন কি সবাই স্যার শেখ মুজিব বলি? পার্থ উনার কথায় কোন সম্মানের অভাবও তো দেখি নি।
অনেক ভদ্র, মার্জিত, শিক্ষিত, পরিচ্ছন্ন এবং একজন বিশ্বাসী মানুষ । মন থেকেই সম্মান চলে আসে । ❤️❤️
কেন নয়?অবশ্যই সম্ভব।
সত্যিই একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি.. ❤️
ইসলামিক রাজনীতি করেন দুনিয়া ও আখিরাতে সফল হবেন
তিনি বলেন, তারা (সাহাবাগণ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! ইসলামে কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেনঃ যার জিহবা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে।
(মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫)
I love dear sir Andaleb
আমি শিওর বাংলাদেশের ইতিহাসে এইরকম ভদ্র রাজনৈতিক ব্যাক্তি নাই নাই নাই ভবিষ্যতে হবে বলে ও মনে হয় না ভালোবাসা অবিরাম প্রিয় স্যার❤️❤️
Join us
তারেক জিয়া কে বাদ দাও কেন?
হ্যাডা জিয়া কি তোমার বাবা?@@anowarhosen-qy1vg
@@anowarhosen-qy1vgkaron uni chor
আন্দালিব রহমান পার্থ মানেই আলাদা করে একটা অনুভূতি। ❤️❤️❤️❤️
Rright
কখনো নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশের সাধারণ মানুষের উচিত হবে আন্দালিব রহমান পার্থ এর মতো রাজনীতিবিদদের কে ভোট দিয়ে ক্ষমতায় আনা। ইনশাআল্লাহ তাহলেই আমাদের বাংলাদেশ হবে সুখি সমৃদ্ধ দেশ।
Right
কিন্তু বাংলাদেশের চদু জনগণ কি পরিবারতন্ত্র রাজনীতি থেকে কি বেরিয়ে আসতে পারবে 🙄🤔?
yeah
Right
Totally agree with you. Bangladesh needs a leader like him
আন্দালিব রহমান পার্থর মত সৎ রাজনীতিবিদ ব্যক্তি বাংলাদেশে খুবই কম। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন এবংসত্যের পথে চলার তৌফিক দান করুন আমীন।
খুব হাসতে ইচ্ছে করেছে ভাই, সৎ কাকে বলে একটু বলবেন, এক চোরকে বোগলে রেখে আর এক চোরকে গালি দিলেই সৎ হয়ে যায় না
@@jui_junaed4577
ভালোই বলেছেন।
@@jui_junaed4577 😂😂😂😂😂😅😅😅😅😅 আপনা হাসি আমি হাসলাম 😂😂😂😂
সৎ😝 জা কইলেনরে ভাই 😂😃
একটা কথা মনে রাখবেন পার্থ,নূর,ফখরুল,জাফরউল্লাহ,কামাল হোসেন এরা আওয়ামী লীগ এর B team...এদের ভিতরে একরকম বাহিরে আরেকরকম।
বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। আমার পছন্দের একজন রাজনীতিবিদ । তিনি খুব গঠনমূলক আলোচনা করেন। তিনি একজন দিয়েল হিরো। আমাদের অশিক্ষিত পলিটেশিয়ানদের থেকে অনেক অনেক ভালো ।
তিনি বলেন, তারা (সাহাবাগণ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! ইসলামে কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেনঃ যার জিহবা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে।
(মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫)
@@neoknowledgeBangla❤❤❤❤
হতে পারবে কিনতু আওয়ামী লিগ এ আসে না যে,আসলেই হবে
না, সজীব ওয়াজেদ জয় হবে
পার্থ একজন শিক্ষিত লোক দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য
না, সজীব ওয়াজেদ জয়
ভাল জয়@@nirmalkarmaker861
😂😂@@nirmalkarmaker861
inshallah
আপনি যে একজন ইসলাম প্রিয় লোক সে হিসাবে আপনাকে অনেক ভাল লাগে আল্লাহর পথেই আল্লাহ আপনাকে কবুল করুন আমিন
Amen
আন্দলিব রহমান পার্থ কোন দল করে বা কার আত্মীয় সেটা বড় কথা নয়, উনার সততাই উনাকে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
Right
Prai 2 doshok colche.. Valoi colche...niejeke mamai colchi...but akhon ovash hoi jasce🤬
আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতার আত্মীয় না হলে কবেই কর্পূরের মতো উবে যেতো!🤔
Right
@Prapon Khan আপনার কাছে কোন প্রমান আছে?
পার্থ সাহেব আমার পছন্দের...
একজন যোগ্য নেতার সাক্ষাৎকার নিয়েছেন। এজন্য বিবিসি বাংলা কে ধন্যবাদ।
অসাধারন, আমরা কবে রাষ্ট্র পরিচালনায় এমন সাহসি নেতৃত্ব পাব মহান আল্লাহই ভালো জানেন। বাংলাদেশের অনেক ডাকসাইটে নেতা রাষ্ট্রক্ষমতা পাবার আগে অনেক সততা দেখিয়েছেন কিন্তু পাওয়ারটা হাতের মুঠোয় পাওয়া মাত্র যেই লাউ সেই কদুতে পরিণত হয়েছেন। আমি আন্দলিব ভাইকে দীর্ঘদিন ফলো করছি এবং মনের গভীরে একটা আশায় বুক বেঁদেছি তা হলো ভাই রাজনিতির যে ধারা চালু করেছেন এটা আরো প্রমিনেন্ট হবে। শুধু রাষ্ট্রের স্বর্থে নিজেকে উজাড় করে দেবার জন্য শত সহস্র আন্দালিব ভাই রাজনীতিতে যুক্ত হবে। আন্দালিব ভাইদের হাত ধরে আমরা বর্তমান রাজনীতির বিষাক্ত ধারা ধেকে বের হয়ে আসব। মহান আল্লাহ আমাদের মতো দূর্ভাগা জাতিকে সেই দিন প্রত্যক্ষ করার তৌফিক দান করুন। মহান আল্লাহ আন্দালিব ভাই এর মতো রাজনীতিকদের দীর্ঘ, সুস্থ নেক হায়াত দান করুন। আমিন
আন্দালিব রহমান স্যারকে আমার অন্তঃস্থল থেকে স্যালুট দিচ্ছি এই কারনে যে তিনি একজন বাংলাদেশের সন্মানিত রাজনীতিবিধ। শুধু মন্ত্রী হলেই যে সে সন্মানের দাবিদার হয়ে যায় এই কথাটা ভুল, সন্মানিত হতে হলে সেই গুনটি তার মধ্যে থাকতে হয়। অনেক ধন্যবাদ বিবিসি নিউজকে।
তরুণ প্রজন্মের অহংকার🖤
শিক্ষানুরাগী,সততা ও ভদ্র একজন রাজনৈতিক নেতা!🖤
ভালোবাসার আরেক নাম আন্দালিব রহমান পার্থ ভাই!
তিনি বলেন, তারা (সাহাবাগণ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! ইসলামে কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেনঃ যার জিহবা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে।
(মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫)
Sir আপনার সব কথা পচনদ
মেম্বার না, চেয়ারম্যান না, এম্পি না, মন্ত্রী না, পার্থ সাহেব পিএম হবার যোগ্যতা রাখে, কিন্তু বাংলাদেশে সেটা সম্ভব না।
আমার পছন্দের একজন রাজনীতিবিদ❤️
আগেকার সাংসদদের ভিতর সংসদে উনার কথাগুলো ভালো লাগতো এবং যুক্তিযুক্ত মনে হতো এখন ভালো লাগে হারুন-অর-রশিদ এবং রুমিন ফাহানার বক্তব্যগুলো। পার্থ ভাইয়ের কথাগুলো এবং পার্থ ভাইকে বরাবরই ভালো লাগে। অভিনন্দন ভাই, দোয়া ও শুভকামনা রইল❤️
হারুন অর রশিদ এবং রুমিন ফারহানা তো contradictory role প্লে করছেন! উনারা একদিকে বলছেন এই সংসদ অবৈধ আবার অন্যদিকে এই সংসদে দাঁড়িয়ে বেতন-ভাতা নিচ্ছেন!
@@chamanara2366 অবৈধকে বৈধ বলা অবৈধ। যেটা অবৈধ সেটাকে তো অবৈধই বলতে হবে। যারা বৈধভাবে সাংসদ হয়নি তারা অবশ্যই অবৈধ।
অনেক বড় মানের মানুষ হিসেবে পরিচিত। বাংলাদেশের মানুষের অনুপ্রেরণার চাওয়া পাওয়া জায়গা আন্দালিব রহমান পার্থ। স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তি,,,
এত স্পটবাদী বক্তা আমার জীবনে আর দেখেনি। ধন্যবাদ স্যার
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সব থেকে সাহসী একজন💖🥀
ভেজা বিরাল
বালের সাহসী তিতা হলেও এটাই সত্যিজে আওয়ামীর আত্বিয় স্বজন বলে কেউ অতটা তলায় না নয়তো কবে কখন কিভাবে রাস্তার পাশে পড়ে থাকতো তার ঠিক নাই।
ঠিক বলেছেন, চমৎকার একজন মানুষ।
@Faris Bin Saif shaik hasina o kafir
@Faris Bin Saifদাড়ি রাখা নামাজ রোজার মত বাধ্যতামূলক ফরজ বিষয় না..দাড়ি রাখা নবীজীর সুন্নাহ..কিন্তুু ফরজ না..কোন আয়াতে বা হাদিসে দারিকে ফরজ বলা হয়নি....তোর মত ফিতনা বাজ মোল্লারা এটা জানে না যে কাউকে মুশরিক বা কাফির ফতোয়া দেওয়া কত কঠিন..কারন সে মুশরিক বা কাফির না হলে তুই নিজেই কাফির হবি
এই নির্বাচনে আন্দালিব রহমান পার্থ কে আমরা প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই
president ??
Do you want to see him as a statue ???
দেখতে থাকেন। দেখতে অসুবিধা কি??? 😂😂😂
এর আব্বা চিনি চুরি করে বিক্রি করেছিল সুযোগ পেলে দেশকে বিক্রি করে দিবে
বাস্তব সম্মত কথা বলা উচিৎ,, আবেগ দিয়ে নয়,, প্রেসিডেন্টের পদ বা ক্ষমতা যাই বলেন তা হলো আলংকারিক। মোটামুটি বলা যায় বিশেষ দিনে বা দিবসে ফুল দেয়া,বিবৃতি প্রদান , উদ্ভোদনী অনুষ্ঠান ,বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান, সার্টিফিকেট প্রদান এসবের মধ্যেই মোটামুটি সংবিধানিক ভাবেই সীমাবদ্ধ বলা যায়।
বয়স হোক সেই সাথে অভিজ্ঞতাও
ইনশাআল্লাহ হবে কোন একদিন
অবাক হয়ে জাই,একবার শুনলে বারবার সুনতে মন চায়।। কি সুন্দর মুখের কথা গুলো ❤️ দোয়া ও ভালোবাসা রইলো🥰🥰🥰🥰
Join us
আন্দালি রহমান ভাই সৎ ও যোয্যবান সঠিক মানুষ। সাহসী ব্যক্তি লোভ নেই
পার্থ দাদা আাপনার প্রতি নমস্কার, আপনি বাংলার যুব দের অহংকার, আপনার সততা নীতি আমাদের পথ চলার অনুপ্রেরণা জোগায়।আমরা চাই আপনি ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে একক ভাবে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করবেন।u k Uzzal, Pirojpur nazirpur.
স্বপ্ন দেখতে থাকেন।
ওনার দল স্বপে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে।
বাংলাদেশ যদি কোন দিন এমন একটা প্রধান মন্ত্রী পেতো,তাহলে দেশ এবং জনগণ উপকৃত হতো, দোয়া রইলো পার্থ ভাই
আমার প্রিয় একজন মানুষ আন্দালিব রহমান পার্থ ।💓💓💓
পার্থ ভাই, সে এমনই একজন ব্যক্তিত্ব, যা আমি আমার ৫০ বছর পথ চলায় যতটুকু দেখেছি এবং জেনেছি মানুষের মাঝে, তা হচ্ছে, ১০০% এর মধ্যে ৯৫% মানুষ তাকে ভালোবাসে, শুধু তার সততা, তার দৃষ্টিভঙ্গি, এবং তার বিশ্বস্ততার কারণে, সঙ্গে যোগ করা যায়, তার নম্রতা এবং ভদ্রতা আর বিচক্ষণতা, যা মানুষ উঁচু দৃষ্টি কোন থেকে দেখে। ধন্যবাদ।
আন্দালিব সাহেব একজন শিক্ষীত নেতা,এবং একজন সত্যের পথে এগিয়ে যাওয়া লোক। রাজনীতে এ রকম নেতা দরকার
সহমত
নেতার সাক্ষাৎকার এরকমই হওয়া উচিত, গর্ব হয় এই ভেবে যে উনি আমাদের বাংলাদেশের নেতা।
উনি জনাব আন্দালিব রহমান পার্থ ভাইয়া একজন ব্যক্তিত্ববান, যৌক্তিক এবং দূরদর্শী মানুষ। এর জন্যেই ওনাকে ভালো লাগে। ঠিক একই কারণে ভালো লাগে বঙ্গবন্ধুকে। স্বচ্ছতা এবং সততার আভাস পাওয়া যায় যখন ওনারা কথা বলেন। ভরসা এবং অনুসরণ করতে ইচ্ছে হয়।
রাশেদ বিন রাজ্জাক রাতুল
সুন্দর উপস্থাপনা, স্পষ্ট উত্তর। ধন্যবাদ আন্দালিব পার্থকে।
সত্যিই উনি সাধারন মানুষের মনের ভাষা বোঝেন
বিবিসির প্রশ্নোত্তর পর্ব চরম আনন্দদায়ক হয়েছে, আল্লাহ রাব্বুল আলামীনের নিকট পার্থ ভাই এর জন্য দীর্ঘ নেক হায়াত কামনা করছি।
রাজনীতি তে যদি ১বিন্দুও আগ্রহ দেখাই তাহলে সেটা শুধু মাত্র আন্দালিব রহমান পার্থ এর জন্যই💙
তিনি বলেন, তারা (সাহাবাগণ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! ইসলামে কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেনঃ যার জিহবা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে।
(মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫)
@@neoknowledgeBangla vai apni to confirm jannati!
@@Shimulnath96আমি শুধু প্রচার করছি। আপনাকে উদ্দেশ্য করে বলিনি।ভাই আমার♥ তবে আমার উচিত হয়নি বোকার মতো রিপ্লে দেওয়া।
অনেকদিন পরে বিবিসি বাংলাতে সাংবাদিকতার সংজ্ঞা দেখলাম উদাহরণ সহ!! উপস্থাপনা এবং প্রশ্নাবলী যথেষ্ট ভাবেই উপস্থাপিত হয়েছে। ধন্যবাদ আকবর হোসেন ভাই!
আন্দালিব রহমান পার্থকে ভবিষ্যত রাষ্ট্রপ্রধান হিসেবে দেখবো আশা করি।
ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি বাংলাদেশের প্রধানমন্রী হবেন,,
প্রিয় একজন নেতা 🇧🇩✌️✌️❤️❤️
বেগম জিয়াকে তিনি কতটা সম্মান করে তা একমাত্র আল্লাহ পাক জানে।।। তিনি যে কতটা জনপ্রিয় তা বলার অপেক্ষা রাখেনা।।। আশা করি ব্যারিষ্টার আন্দরিক রহমান পার্থ কখনও অন্যায়ের সাথে আফোস করবেন না।।
তাই না-কি 🐐🐄🐂🐃 আবার এমনটা নয়তো বিরোধী দলের ভিতরে ঢুকে সকল তথ্য সরকার কে দেওয়ার জন্য ---? হাসিনার এমনভাবে গুছিয়ে বসে আছে 🤔🤔
খালেদাকে সাপোর্ট করে এটাই তো আল্লাহ পছন্দ করেন না।
আন্দালিব রহমান পার্থ সুশিক্ষিত এবং ভালো মানুষ।
ধন্যবাদ
জনাব আন্দালিব রহমান।।।।
আন্দালিব রহমান পার্থ একজন ভাল পলিটিশিয়ান একজন যোগ্য পলিটিশিয়ান একজন জনপ্রিয় নেতা একজন সাহসী নেতা । এই রূপ নেক ছেলের জন্য উনার বাবা-মা কে যেন আল্লাহ জান্নাত দান করেন। আল্লাহ যেন তাকে আরো মেধা বাড়িয়ে দেন এবং উনার নেক হায়াত আল্লাহ দান করুন। আমিন
আন্দালিব রহমান পার্থ স্যারের চিন্তার মত যদি সকল রাজনীতিবিদ হতেন, তাহলে কাতার ও মালয়েশিয়া থেকেও উন্নত হতো আমাদের সোনার বাংলাদেশ।
মহান আল্লাহ তায়ালা মানুষের বিবেক দিয়েছেন, তাই মানুষ সর্বউত্তম সৃস্টি, যেই মানুষ তার ভাল মন্দের মধ্যে ভালোটা গ্রহণ করে চলতে পারে সেই তো মানুষ
আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কথা বলেছেন ভাই
আমি মনে করি আন্দালিব রহমান পার্থ বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখে এবং এটা মনে করি উনি যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হন তাহলে আওয়ামী লীগ কিংবা বিএনপি যে দলই ক্ষমতায় থাকে না কেন দেশটা সুন্দরভাবে চলবে
❤❤ কোন দলই পার্থস্যারকে অপছন্দ করেন না❤❤ দলমত নির্বিশেষে সবাই পার্থ স্যারকে ভালবাসেন।❤❤
হুম, খুব ভালোবাসে! রাজনীতি নিয়ে আরও পড়ালেখা করলে বুঝতে পারবেন তাদের এজেন্ডা কি
@@PorimolDas-s8x
আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝতে হবো সক্ষম।
কোন দলই পার্থ স্যারকে অপছন্দ করেন না, এই তত্ব কোথায় পেলেন? পার্থ মুখে যা বলেন বাস্তবে তার উল্টো। মাহি বি চৌধুরীও সুন্দর করে কথা বলতে পারেন কিন্ত বাস্তবে কেমন সেটা তো দেখতেই পেলেন।
রাজনীতি করতে হলে জনগণের সাথে মিশতে হয়। জনগণের ঘাম লেগে থাকে তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদের, যা লন্ডন ফেরত এই ব্যারিস্টার সাহেবের নেই। ইনি অনেকটা ভুট্টো টাইপের নেতা, যাদের কাজকারবার শুধু উপর মহল নিয়ে, জনগণ নিয়ে নয়। আর মিষ্টি কথায় যে বাঙালির মন জয় করা যায়, সেটা এই লোক ভালো করে জানে।
তার বাবা ছিল স্বৈরশাসক এরশাদের মন্ত্রী, অথচ তার সন্তান পার্থ আবার আওয়ামী লীগকে স্বৈরশাসক বলে!!! হাস্যকর!!! এই পার্থ ক্ষমতায় গেলে বাংলার ইতিহাসের শ্রেষ্ঠ স্বৈরশাসক হবে।
@@PorimolDas-s8x তোর এজেন্ডা কি গোমূত্র খোর?
Never like him, only relative of Sheikh family he is telling many things false but he is nothing for Awami league and valueless.
বাংলাদেশের একমাত্র যোগ্য প্রধানমন্ত্রী হওয়ার অধিকার রাখে আন্দাবিল রহমান পার্থ ভালোবাসা অবিরাম প্রিয় মানুষটার জন্য ❤❤❤❤❤❤❤❤❤❤❤
বাংলাদেশের একমাত্র রাজনীতিবিদ, যার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা যুক্তি, কথা বলার ধরন খুবই মার্জিত এবং চিন্তাশীল।
পার্থ ভাইয়ের মতন এমন 10 লিডার থাকলে বাংলাদেশের রাজনীতি অনেক চেঞ্জ হয়ে যাইতো
Only leaders never can change a state.
মাশাল্লাহ আল্লাহ পাক ভালো সুস্থ রাখুক সবাইকে এবং পার্থ সাহেবকে
আমার প্রিয় একজন নেতা।
আকবর ভাই অসাধারণ উপস্থাপনা করতে পারেন👍👍💞
অসাধারণ রাজনৈতিক দর্শন। আন্দালিব রহমান পার্থ আপনার কথাগুলো, চিন্তা-চেতনা সবই এ প্রজন্মের কাছে অমূল্য। সমনে এগিয়ে যান, হয়তো একদিন আপনি আপনার যৌগ্য সম্মানটুকু পাবেন।
ধন্যবাদ বিবিসি বাংলাকে এরকম সুন্দর একটি টকশো করার জন্য।
জনগণ আন্দালিব স্যার কে সম্মান করে কারন তিনি দূর্ণীতিকে স্বাগতম জানান নি। তিনি লোভে পরে নষ্ট হয়ে যান নি। তিনি সর্বদাই সৎ পথে থেকেছেন। আল্লাহ তার জীবন কে সহজ করে দিন এই দোয়াই করি, আর তার ধৈর্য্যবান স্ত্রীকেও বলি আপনাকে আল্লাহ বেহেশতের সর্বোচ্চ স্থানের একটি তে যেনো যায়গা করে দেন। আমিন????
তিনি বলেন, তারা (সাহাবাগণ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! ইসলামে কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেনঃ যার জিহবা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে।
(মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫)
আপোষ করেন নাই বলেই আপনার এত জনপ্রিয়তা,, এই জন্যই আপনি এত ভাল মানুষ
মাশা আল্লাহ। আন্দালিব রহমান পার্থ ভাইকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে আকবর হোসাইন ভাইকে।
He is the real icon of Bangladeshi youth , mine too. May Allah bless him.
মামা একটা নেগেটিভ কমেন্ট ও নাই এ ব্যাক্তির বিরুদ্ধে। পার্থ সত্যিই একজন হনেষ্ট এবং যোগ্য নেতা 😍🥰
আমার কাছে সবচেয়ে প্রিয় লিডার হিসেবে পরিচিত আন্দালিব রহমান পার্থ ভাই কে দন্যবাদ আজকে এইসময় বিবিসি বাংলা কে অনেক সময় দিয়ে শাক্ষাতকার দেয়ার জন্য
পার্থ স্যার একজন সচ্ছ,জনপ্রিয় রাজনীতিবিদ।
তিনি বলেন, তারা (সাহাবাগণ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! ইসলামে কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেনঃ যার জিহবা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে।
(মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫)
আন্দালিব রহমান পার্থ ভাই বাংলাদেশের একজন কিংবদন্তি রাজনীতিবিদ! ওনাকে দেখে মনে হয়, ওনার বাবা একজন ভালো রাজনীতিবিদ ছিলেন। দোয়া রইলো ওনার ও ওনার বাবার জন্য। আরো অনেক কিছু দিবেন আশা রাখি, ইংশাআল্লহ!।
He was my law teacher!!! very open minded, fun loving n I truely love n respect him...
এমন একজন ভালো মানুষ আমাদের দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিৎ।
অসাধারন ব্যক্তিত্ব ও বাস্তববাদী একজন দক্ষ রাজনীতিবিদ।
- আপনি অসাধারণ একজন মানুষ!- ভিপি নুর!- আপনি সত্যি অসাধারণ!- আপনাদের মনমানসিকতা!- চিন্তা ভাবনা!- কথাবার্তা খুবই ভালো!- উন্নত মানের।
আন্দালির রহমান পার্থ স্যার দেশ প্রেমিক সাহসী যোগ্য নেতা এবং জনগণের কল্যাণে কথা বলে ও গরিব মানুষের বন্ধু আল্লাহ তুমি তাকে নেক হায়াত দান করো আমীন আমীন আমীন আমি কুয়েত প্রবাসী
প্রিয় একজন মানুষ❤ দিন দিন তার জনপ্রিয়তা বেরেই চলেছে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে।
তার এই স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতি দেখে আগ্রহ বারে। আশা করি, এবং দোয়া করি, সে তার যোগ্য আসন পাবেন এই দেশে।
দেশ তথা জনগণের প্রকৃত উন্নয়ন ও স্বচ্ছ গনতান্ত্রিক চর্চার জন্য ব্যারিস্টার আন্দালিব রহমান এর মত পরিচ্ছন্ন রাজনীতিবিদদের এগিয়ে আসা প্রয়োজন।
ব্যক্তিগত দিক থেকে সে কেমন জানা নেই, কিন্তু একজন রাজনীতিবিদ হিসেবে তার তুলনা দেশে আর একটিও পাওয়া যাবে না।
ase...kintu hoyto apni chinen na
SE khub Valo Lok. Amar ek gram
Khatal pata Khai !!
Style kora kotha !!
Tight Shart !!
Looks Smart !!
But You know
What I mean !!
You Got That !!
Stupid one !!
কারো ব্যক্তিগত জীবন কেমন তা জানার দরকার নাই..রাজনীতি বিদ হিসেবে ভালো হলেই হলো
আপনাকে দেখে আপনার ফ্যামেলি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়,আসলেই আপনার বাবা-মা অনেক লাকি আপনার মতো সু সন্তান জন্ম দিয়েছেন। ভালো থাকবেন। আর এমনি করে দেশের মানুষের পক্ষে কথা বলবেন💖
ওর বাবারে চিনেন? কত বড় দূর্নীতিবাজ ছিল,
এমন একজন নেতাকে দেশের প্রেসিডেন্ট দেওয়া দরকার
ভালোই কইছেন 😂😂😂
এখন একটা হিজরা প্রেসিডেন্ট আছে।গলা মোটা স্পিকার আছে।
আন্দালিব রহমান পার্থের বাবা নাজিউর রহমান মন্জু সাহেব খুব ভালো লোক ছিলেন মহান আল্লাহ্ পাক যেন মরহুম মন্জুর সাহেব কে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন।
কত মার্জিত প্রশ্ন উপস্থাপনা ধন্যবাদ আকবর হোসেন❤️
যদি শিক্ষামন্ত্রী হিসাবে পার্থ স্যারকে পেতাম..!!😍
❤
আন্দালিব পার্থর মতো নেতা দেশে খুবই প্রয়োজন। ক্ষমতা লোভীর সংখ্যা অনেক বেশি। উনি নির্লোভ ব্যক্তি। শুভকামনা রইলো।
সত্য, যোগ্য ও জনগণের নেতা।
আপনার মতো নেতাই এ দেশের জন্য প্রয়োজন
বেস্ট পার্ট ওফ
এটা কাটবেন না ত!!
রেখে দেবেন 😍
পার্থ স্যার ❣️❣️
বাহ্ আজকের আলোচায় জনাব ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে কি দিয়ে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নাই।মাশাল্লাহ তার জন্য দোয়া ও ভালবাসা রহিল।অত মানূষের দোয়া ও ভালবাসা অন্য কোন রাজনৈতিক ব্যাক্তি বর্তমানে পায় বলে আমার মনে হয় না।
দোয়া ও শুভকামনা রইল আপনার জন্য।
আত্বীয় হইলে যে আত্বীয়ের সাপোর্ট করতে হবে তা তো কোনো কথা নায়।
Akbar Bhai Asalam Walekum kya Mona Sen ke Sunta movie
অনেক প্রিয় একজন মানুষ।দেশ পরিচালনায় আপনার মত সাহসী মানুষের প্রয়োজন।
আল্লাহ আপনাকে হাজার বছর বাঁচিয়ে রাখুক❤️
আন্দালিব রহমান পার্থ...
সাধারণ মানুষের মনের ভাষা বুঝে বলেই
এতো জনপ্রিয়
love you brother 😍😍😍
পার্থ সাহেবের কথা সত্যি অনেক ভালো লাগে
আমার ভালোবাসার যত মানুষ আছে তার মধ্য অন্যতম একজন মানুষ আন্দালিব রহমান পার্থ sir
এই কথটা ভালো লেগেছে এবং সত্যি বলেছে যে একটা জেনারেশন ছিলো যারা পলিটিক্স দেখতে পারতো না। কিন্তু ওনার মত লোকের কারনে তারা শুনতে বা বুঝতে চায় যে রাজনৈতিক বিষয়গুলা। এটা আসলেই সত্যি বলেছে আমি নিজেও ওনার কথা ছাড়া অন্য কোন রাজনীতিবিদের কথা শুনি না।🥰🥰
বিবিসি বাংলা কে ধন্যবাদ জানাই
তুলনামূলক সচ্চ রাজনৈতিক দের নিয়ে দেখার মতো এ ধরনের একটি অনুষ্ঠান করার জন্য।
একজন ভালো রাজনৈতিক নেতার কথা শুনলে বোঝা যায় বাংলাদেশের জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ।
'আমি এই Parliament miss করিনা'- Awesome!
পার্থ ভাই তরুণদের আইডল
সিঙ্গাপুর প্রবাস থেকে বলছি। যখনই দেখি পার্থ ভাই কোন অনুষ্ঠানে কথা বলছে। কখনো মিস করছি কিনা জানিনা। উনার সব কথাগুলো মন দিয়ে শুনি।
একজন যোগ্য নেতার সবটুকুই উনার কাছে আছে। উপস্থাপনা থেকে শুরু করে সবকিছুই।
প্রিয় ভাইকে দেখলেই ভালো লাগে। নায়ক পুরাই।❤
দোয়া করি আল্লাহ যেনো আপনাকে সুস্থ রাখে আমিন 💗💗💗
He is very honest.... And i love him for country.
ভালোবাসার একজন মানুষ 🥰🥰
আমার খুব প্রিয় একজন মানুষ। নতুন প্রজন্মের যোগ্য নেতা।এ সময়ের অন্যতম প্রতিবাদী নেতা।
পার্থ, তুমি পারবে মানিয়ে নিতে। তোমার প্রজ্ঞা, মেধা,সাহস,দৃঢ়তা স্পষ্টবাদীতা তোমাকে অনেক উঁচু আসনে আসীন করেছে। দীর্ঘজীবি হও,মহান আল্লাহ তোমাকে নিরাপদ রাখুন, হেফাজত করুন।
সত্যিকারের একজন দেশপ্রেমিক বলতে আমি যা বুঝি তা হচ্ছে আন্দালিব পার্থ ❤️❤️❤️❤️