১৮ হাজার টাকা খরচে ১ বিঘা জমিতে ৩ মাসে লাখ টাকার পেঁয়াজ- বুদ্ধিমান সফল কৃষক আক্কাস আলী

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • বুদ্ধি থাকলে অল্প খরচে কৃষি কাজ করেই অনেক লাভবান হওয়া সম্ভব।
    প্রয়োজন নিয়ম মেনে চাষাবাদ...
    ৩ মাসে এক বিঘা জমি থেকে লাখ টাকার পেঁয়াজ বিক্রির মত সফল কৃষক রয়েছে আমাদের দেশে অসংখ্য..যারা চাষাবাদের সঠিক নিয়ম টা জানে...
    অহেতুক চাকরির পিছনে না ছুটে...
    কৃষিতে বিনিয়োগ করুন...

КОМЕНТАРІ • 231

  • @masudrana2552
    @masudrana2552 7 років тому +69

    উপস্থাপক ভাই এর উদ্দেশে বলছি আপনার কথা বলা অনেক সুন্দর অনুষ্ঠানের জন্য ধন্যবাদ আপনাকে

  • @easylifebd4243
    @easylifebd4243 7 років тому +10

    সেলুট স্যার আপনাকে আপনি কৃষকের বন্ধু, আপনার কৃষি অনুষ্ঠান আমার প্রান ভরে জায়

  • @dailyedu91
    @dailyedu91 5 років тому +11

    Dr-Md Abu Sayed
    ·
    পেঁয়াজের দাম কেন বেশি????
    পেঁয়াজ নিয়ে এত কথা হচ্ছে! আপনি কি জানেন এক মণ পেঁয়াজ উৎপাদন করতে কৃষকের কি পরিমাণ খরচ হয়? সেটা আপনার জানা দরকার। জেনে রাখা ভালো যে বাংলাদেশে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় পাবনা জেলায়। আমি একজন পাবনার মানুষ এবং একজন কৃষিবিদ হিসাবে পেঁয়াজের উৎপাদন খরচটা বিঘা প্রতি ( ৩৩ শতক) আপনাদের সামনে তুলে ধরতে চাই।
    ১। বিঘা জমির দাম ( লিজ/ বছর) ১০,০০০ টাকা
    ২। জমি চাষ বাবদ (৫ চাষ) ১,৬০০ টাকা
    ৩। রাসায়নিক এবং গবর সার ৩,০০০ টাকা
    ৪। জমি প্রস্তুতের জন্য শ্রমিক। ২,০০০ টাকা
    ৬। পেঁয়াজের চারা ক্রয়। ৭,০০০ টাকা
    ৭। চারা লাগানো (১০ জন শ্রমিক) ৬,০০০ টাকা
    ৮। সেচ বাবদ ৩,০০ টাকা
    ৯। আগাছা দমন, নিড়ানি সহ অন্যান্য। ৫,০০০ টাকা
    ১০। পেঁয়াজ তোলা ( শ্রমিক ৬ জন) ৩,০০০ টাকা
    ১১। পেঁয়াজ প্রসেসিং ( শ্রমিক) ২ ০০০ টাকা
    .............................................................................
    সর্বমোট উৎপাদন খরচ ৩৪,৯০০ টাকা
    পেঁয়াজের বিঘাপ্রতি ফলন গড়ে ৩৫- ৪০ মণ।
    তাহলে কাঁচা অবস্হায় পেয়াজের উৎপাদন খরচ মন প্রতি ৮০০ - ১০০০ টাকা মণ।
    আপনার কি মনে করতে পারেন পেঁয়াজের মৌসুমে কত টাকা দরে পেঁয়াজ কিনেন? আর কৃষক বিক্রি করে ৮০০-১০০০ টাকা / মণ। অনেক সময় কৃষক লোকসান দিয়েও বিক্রি করেন।
    অনেক কৃষক বেশি দামের আাশায় পেঁয়াজ স্টোর করে, এই অফ মৌসুমে বিক্রি করার জন্য একটু লাভের আশায়। কিন্তু আপনি জানেন কি এই প্রতি মণ পেঁয়াজে ১০-১৫ কেজি কমে যায়। সহজ হিসাব যদি ১০০ মণ পেঁয়াজ স্টোর রাখেন, সেই পেঁয়াজ এখন হবে ৮৫ - ৯০ মন।১০-১৫ মন ঘাটতি হবে শুকিয়ে গিয়ে। এর পর পঁচা পেঁয়াজ বের ২-৫ কেজি মণ প্রতি। এই সময়ে পেঁয়াজের দাম ৮০ থেকে ১০০ টাকা হয়, তাহলে আপনাদের এত গাত্রদাহ কেন? সত্যিকার অর্থে এখন কৃষক পেঁয়াজ বিক্রি করে ৬০-৭০ টাকা কেজি। কিন্তু মধ্যসত্বভোগী, অথবা দালাল তার মুনাফা তুলে নেয় তার পকেটে। কিন্তু আমার কৃষক বরাবরই বঞ্চিত হয়, প্রতারিত হয়।

  • @mdmasud7327
    @mdmasud7327 7 років тому +26

    উপস্থাপক ভাইকে আমি শুভাচ্ছা জানাচ্ছি, দারুণ আপনার উপস্থাপন।

  • @fahimahossain8238
    @fahimahossain8238 5 років тому +16

    আসুন আমরা ইসলামের দাওয়াত দেই

  • @msafi9046
    @msafi9046 5 років тому +3

    খুব সুন্দর উপস্থপনা...... ভালো লাগে তার প্রতিটি কৃষিবিত্তিক প্রোগ্রামগুলো ....

  • @মানুষমানুষেরজন্যহ্মনিকেরদুনি

    কৃষকরা হল 🇧🇩 বাংলাদেশের আসল হিরু,,তাদেরকে আমরা সবাই স্যালুট জানাই সব সময়,,,,,,,,,,কৃষকের কারনেই আমরা বেছে আছি

  • @krishisikkah2486
    @krishisikkah2486 5 років тому +1

    চমৎকার ভিডিও

  • @mdshahidul9901
    @mdshahidul9901 2 роки тому

    ধন্যবাদ ভাই আপনাকে উপস্থাপনা করার জন্য কিন্তু আমি কৃষি অফিস থেকে পিয়াজ প্রদর্শনী এনেছি কিন্তু কোনো পরামর্শ দেওয়ার মত কোনো বিগ‍্য লোক নেই সেই জন্য আমার জমির অবস্থা খারাপ ছিল কিন্তু নিজের অভিগ‍্যতায় করিতেছি

  • @jabedtalukdar9583
    @jabedtalukdar9583 5 років тому +26

    আমি সরকারের কাছে অনুরোধ পেয়াজ যেন বিদেশ থেকে আমদানি না করা হয় আমাদের কৃষকদের সরকার সাহায্য করে তাদেরকে দিয়ে পেয়াজের ঘাটতি পূরণ হবে ইনশাআল্লাহ।

    • @salimaldin6753
      @salimaldin6753 3 роки тому

      তাহলে 300 টাকা কেজি কিনতে হবে বাবু।

  • @KrishokerTV
    @KrishokerTV 7 років тому +1

    অনেক ভালো সুখবর আমাদের দেশের কৃষকদের জন্য ****************

  • @hazisiyam8389
    @hazisiyam8389 5 років тому +1

    অসাধারন স্যার আপনার মতো মানুষ বাংলাদেশে আর নেই গাজিপুরে আছে গাভির জন্য জহিরুল স্যার

  • @abdulazizabdulaziz1223
    @abdulazizabdulaziz1223 4 роки тому

    আপনার প্রতিবেদনগোলি অনেক সুন্দর হয়েছে শুনতে ভাল লাগলো,, ধন্যবাদ

  • @mdrahathosen9198
    @mdrahathosen9198 4 роки тому

    ধন্যবাদ স্যার কে , এমন সাবলীল ভাবে উপস্থাপন করার জন্য।।।

  • @bdvillage7034
    @bdvillage7034 3 роки тому +1

    এক বিঘা জমি করতে ৫০ হাজার টাকা খরচ যায়। ৩৩ শতাংশ বিঘা

  • @razibrb6584
    @razibrb6584 6 років тому +2

    তালহা ভাই আমার পক্ষ থেকে আপনাকে আমার অন্তরের অন্তর স্থল থেকে শুভেচ্ছা দোয়া করি সুস্থ থাকেন ভালো থাকেন

  • @hasanmuhammad2218
    @hasanmuhammad2218 5 років тому +1

    আমার কথাটা লিখে রাখেন আগামী বছর ইন্ডিয়ানরা পেয়াজ ছাড়বে ১০-২০ টাকায়। যাতে করে আমাদের দেশে যারা উতপাদন করবে তারা যেন লসে থাকে।

    • @aktarurrahman
      @aktarurrahman 5 років тому

      Akn to 100tk. India export kora bondo kore dise

  • @md.sumelmiah8250
    @md.sumelmiah8250 7 років тому +2

    Very nice n informative video

  • @MonirHossain-dg5lk
    @MonirHossain-dg5lk 5 років тому +1

    ভাই আপনি জানেন ৩০০ ৪০০ টাকা দিয়ে বার্গার কারা খায়? আমরা বাংলাদেশে ৮০℅ মানুষ গরিব, আর যারা বার্গার খাইতে পারে তারা ২০০ ২৫০ টাকা কেজি পেঁয়াজও কিনতে পারে কিন্তু আমরা না,

  • @simulahameedahameed2184
    @simulahameedahameed2184 4 роки тому

    আমি সিংগাপুর থেকে আপনার সব গুুলো ভিডিও দেখি।
    আমার দেশের বাড়ি চুয়াডাঙ্গা। গ্রাম সরজগন্জ ভুলটিয়া 🌍

  • @somel7352
    @somel7352 3 роки тому

    Like your presentation 👍

  • @jntbithyal3079
    @jntbithyal3079 5 років тому +1

    sir apnar kotha bola ar bebohar khub nomro vodro . khub valo lage apnar channel

  • @yasinahmed7419
    @yasinahmed7419 3 роки тому +1

    ধন্যবাদ স‍্যার

  • @padmamahin1902
    @padmamahin1902 5 років тому

    আশা করি আমরা সবাই বাংলাদেশের কৃষকরা এখন থেকে বেশি বেশি পেঁয়াজ আবাদ করবে করে ইন্দিয়া কে দেখিয়ে দিতে হবে যে আমরা ও পারি আর কখনো ইন্দিয়া থেকে পেঁয়াজ আনতে হবে ইনশাআল্লাহ,,

  • @qatardoha5396
    @qatardoha5396 7 років тому +3

    যত বেশি হয় তত ভাল কারন কূষক যদি লাভবান হলে দেশ এগিয়ে যশবে

  • @mdmojaharali1926
    @mdmojaharali1926 4 роки тому

    শুধু কৃষকএর কাছে গিয়ে পিয়াজ চাষের লাভের হিসাব টা সুন্দর করে দেওয়া হলো কিন্তু সম্পুর্ন চাষ ব্যবস্থা কোন বিবরণ নাই যাতে অন্যান্য কৃষক উপকৃত হতে পারে।

  • @mdsulaymankaiah2088
    @mdsulaymankaiah2088 5 років тому

    the smile of a farmer is better than a precise gold ....

  • @user-pf9vz7ix3q
    @user-pf9vz7ix3q 5 років тому

    বাংলার কৃষক জিন্দাবাদ

  • @mubarakgaji7579
    @mubarakgaji7579 5 років тому +1

    Donnobad

  • @sakawathossansakawathossan1236
    @sakawathossansakawathossan1236 7 років тому +20

    এই বছর ১৮ হাজার টাকা খরচ করে বিক্রি করছে ৩লাখ টাকা, আগামী বছর দেখবেন ৩লাখ টাকা খরচ করে বিক্রি করবে ১৮ হাজার

  • @rashidmia4053
    @rashidmia4053 5 років тому +1

    উপস্থাপক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ

  • @jubayerahmed2506
    @jubayerahmed2506 7 років тому +3

    ভাই আপনি খুব সুন্দর করে বুজতে পারেন বা বলতে খুব ভালো লাগলো

  • @mdmahmudmahmud1335
    @mdmahmudmahmud1335 5 років тому

    দোয়া করি কৃষকরা ভালমুল্লো পেলেই হয়

  • @krishisikkah2486
    @krishisikkah2486 5 років тому

    Nice Video

  • @easinarafat3306
    @easinarafat3306 5 років тому +8

    ভাই চাচার কথাগু‌লো ভাল লাগ‌ছে

  • @NoorAlam-kf7yl
    @NoorAlam-kf7yl 5 років тому

    আপনার মতো সরকারি কমকর্তা আমাদের বরিশালে দরকার।

  • @muhammadumaribayhaysam7931
    @muhammadumaribayhaysam7931 7 років тому +2

    great job

  • @TapanDas-ze4rn
    @TapanDas-ze4rn 5 років тому +2

    পিয়াজ হাতে নিয়ে ছবি তুললে হবে ? পিয়াজ চাষ সমন্ধে অনেক কিছু দেখানোর আছে সেই গুলি দেখাতে হবে তো ।

  • @eliasahmad5735
    @eliasahmad5735 5 років тому +2

    চাচার কথাগুলো মজা

  • @neverland4191
    @neverland4191 6 років тому

    Anchored with a friendly attitude, very much impressive.
    Much love and respect from Aizawl, India

    • @tamannajahan1112
      @tamannajahan1112 5 років тому

      Vai akjon kisoke posno koren fokirner Kase noi

  • @kohinurakter9865
    @kohinurakter9865 4 роки тому

    sondor oposthapon

  • @হটাৎঠাডা
    @হটাৎঠাডা 6 років тому +13

    ভাই বাংলাদেশের কোন এলাকাতে ১৭০০ থেকে ২০০০ টাকা পিয়াজের মন বিক্রি হয় ১ টু বলবেন কি???
    বাজারে খুচরা পিয়াজের দাম ২৫ টাকা কেজি আর ঐ লোক পাইকারি বিক্রি করে ৪০ টাকা কেজি বাহ চমৎকার।
    এই সব ভুয়া প্রতিবেদন দেখিয়া লাভ কি?

    • @nihalorganicagro7730
      @nihalorganicagro7730 5 років тому +4

      তালহা সাহেব শুধু লাভ দেখায়ে লোভ দেখান। আপনি চাষ পদ্ধতি সার ব্যাবস্থাপনা বলেন না।

    • @jannatuljannat1710
      @jannatuljannat1710 5 років тому +1

      আসলে মানুষের শুধু ফসল উৎপাদন টা দেখলে হবে না। খরচ মুখে বললে তো বুঝা যাবে না। কিভাবে উৎপন্ন করা হয় এবং বিশেষ করে জমি নির্বাচন এবং সার ব্যবস্থাপনা খুবই জরুরী সবগুলো যদি দেখাত তাহলে অনেক কৃষক জিনিসটা বুঝতে পারত এ টু জেড তখন রিক্স নিতে ইচ্ছে হলে নিতে পারত। কিন্তু এগুলো না বললে নিশ্চয়ই প্রশিক্ষণ করতে হবে তা ছাড়া উপায় নেই। আর সবাই কোন হুট করে যে কোন কিছুতে নামা যাবে না। আগে জিনিস ব্যবস্থাপনা বুঝতে হবে

    • @jiaulhasanhridoy4007
      @jiaulhasanhridoy4007 5 років тому

      Piyajer dam dakho akhon

    • @sankersan7977
      @sankersan7977 5 років тому

      Yhkjimk

  • @santubarman8395
    @santubarman8395 6 років тому

    খুব সুন্দর দাদা

  • @Mamun-bn4wl
    @Mamun-bn4wl 4 роки тому

    এই পিয়াজের বিজ কোথায় পাওয়া যাবে? আর মালচিং পেপার দিয়ে পিয়াজ চাষ করলে আমাদের দেশে হবে কিনা?

  • @asmaniislam8785
    @asmaniislam8785 4 роки тому

    Via ekta video chai taharpuri piyaj chas korar jonno

  • @ajimmediacentre7219
    @ajimmediacentre7219 6 років тому +1

    asolei upasthapok viar gulo sundor,ajim jessore

  • @noorchowdry6365
    @noorchowdry6365 5 років тому

    মাশাল্লাহ অসাধারণ সত্যি সুন্দর মহতি কাজ

  • @Expatworldon
    @Expatworldon 5 років тому

    মাশা আল্লাহ এগিয়ে যান

  • @nejamuddin1175
    @nejamuddin1175 7 років тому +1

    nice

  • @sujonmahmudyt
    @sujonmahmudyt 6 років тому

    ভাই আপনার ভিডিওগুলো আমি সব সময় দিখি,আমার অনেক ভালো লাগে,আমি আপনার একটা ভিডিও দেখে সিদান্ত নিয়েছি,পেঁপের একটা বাগান করবো,আমাকে কিছু আইডিয়া দিবেন কি,,,

  • @muhammadumaribayhaysam7931
    @muhammadumaribayhaysam7931 7 років тому +2

    piaj aer procudation bsi thaklay atar dam kima uchit...burgar aer tulona kaoren piaj aer sathay...ak kg piaj dia joto ta dim vaja jabay tototai vaj bay...

  • @mahedihasan1290
    @mahedihasan1290 5 років тому +3

    ইন্ডিয়ান পিয়াজ দরকার নেই,, দেশের কৃষক লাভবান হলে দেশের পিয়াজেই চাহিদা মেটানো সম্ভব

  • @প্রবাসটিভি-হ৪ন

    wow দারুন সফলতা,ভাল লাগলো। স্যার সম্ভব হলে বিনা চাষে রসুন আবাদের একটা পর্ব করবেন।

  • @mdoli3127
    @mdoli3127 7 років тому +6

    ধন্যবাদ নাইছ ভিডিও।

  • @shamimurrahman6779
    @shamimurrahman6779 5 років тому +2

    পিয়াজ বাজার যখন ৩০০ থেকে ৪০০ টাকা হয়, তখন কৃষকের কি অবস্থা হয়।

  • @syedahsanulhaquejeyon7189
    @syedahsanulhaquejeyon7189 5 років тому

    Akhon to 8000 tka mon. বাংলাদেশের কৃষকরা যদি পেঁয়াজ আবাদ করে তাহলে তো আমাদের দেশে পেঁয়াজের ঘাটতি থাকে না

  • @simulahameedahameed2184
    @simulahameedahameed2184 4 роки тому

    ভাই আপনার ভিডিও ওর সব কিছু ঠিক আছে কিন্তু আপনি কনো একটা ভিডিও ও তার চাষ পদ্ধতি তুলে ধরেন না কাহিনী কি। দয়া করে এর পর থেকে জে বিষেয়ে প্রতিবেদন করবেন সেই ফসলের চাষ পদ্ধতি তুলে ধরবেন। তাহলে আমরা জারা নতুন উদক্তা আছি আমরা উপকৃত হব
    ধন্যবাদ 💝💝💝💝

  • @welcomesonicebaiwelcome373
    @welcomesonicebaiwelcome373 7 років тому +5

    ধন্যবাদ ভাই

  • @MahbubAlam-fo5sm
    @MahbubAlam-fo5sm 7 років тому

    nice video

  • @ibrahimkhalil7023
    @ibrahimkhalil7023 3 роки тому

    বছরের কোন সময় চাষ করতে হয়।

  • @ImranHossain-xe7rb
    @ImranHossain-xe7rb 4 роки тому

    আপনি কখন চারা রোপন করিযাছেন।জানালে উপকৃত হব

  • @sheikhrubel1527
    @sheikhrubel1527 4 роки тому

    জরুরি সাহায্য পোস্ট
    1 বিঘা জমিতে রসুন চাষ করতে বীজ হিসাবে কত মন লাগে ?
    সাথে আনুষঙ্গিক খরচ সহ হিসাব দিলে খুব খুব উপকার হবে?

  • @trueword701
    @trueword701 6 років тому

    sir apnar kota sone kov valo laglo. apnar kase akto jante cai. Dan o alo sas ki vabe korle valo posol hoi. r kon somoy kon jat ropon kore valo hoi. r sar kokon dite hoi. asole dan o alo sas somorke akto jante cai. jodi apnar kiso somoy take tove asa kori amake akto help korben.

  • @thufajjal
    @thufajjal 5 років тому

    বিক্রি হতে পারে এক বিঘাতে এক লক্ষ টাকা,কিন্তু খরচ হবে কম ছে কম ৫০ হাজার

  • @zahircomputerzone1118
    @zahircomputerzone1118 6 років тому

    ভালো দাম পেয়ে যেন সল্প আয়ের লোকেদের জীবন কষ্ট না পায় >>>>

  • @MdShakil-zd8vj
    @MdShakil-zd8vj 3 роки тому

    ৬০ মন পেয়াজ তুলে বাড়িতে আনতে কতোটাকা খরচ,এটা তো বললেন না

  • @rashedlateen4997
    @rashedlateen4997 6 років тому

    কেমন করে লাগাতে হবে আর কখন লাগাতে হবে বলেন স‍্যার

  • @creativitychannel7190
    @creativitychannel7190 7 років тому

    Darun darun

  • @mostufaali1310
    @mostufaali1310 6 років тому

    পেঁয়াজ টা কোন মাসে রুপন করতে হয় যানাবেন ভাইয়া..

  • @nasimaktarnasimaktar2558
    @nasimaktarnasimaktar2558 5 років тому

    Super cute

  • @mozandergopal506
    @mozandergopal506 7 років тому +2

    So Good.

  • @mehedihassan2766
    @mehedihassan2766 7 років тому

    Nice

  • @SJZ999
    @SJZ999 4 роки тому

    এমন ভিডিও কে সবাই ডিস লাইক দিন

  • @alaminasif217
    @alaminasif217 5 років тому +3

    ভাই আমাদের কে পেয়াজ দেওয়া যাবে নি কারন বাজারে ১২০টাকা বিক্রি করা হয়।

  • @oiijftf7918
    @oiijftf7918 5 років тому

    সেট হাউজে চাষ করলে মনে হয় আরো বসি ফলোন হবে

  • @amrankhan4148
    @amrankhan4148 7 років тому +3

    Vai labour khoroch ta kivabe den. Daily na monthly. Proti mase labor cost kemon

  • @anisbanglamedia384
    @anisbanglamedia384 5 років тому

    ঠিক আছে

  • @mahfuzalam6834
    @mahfuzalam6834 5 років тому +2

    এক মন পেঁয়াজের খুচরা বাজার মূল্য ২০×৪০= ৮০০ টাকা।

  • @lazyfarmer2431
    @lazyfarmer2431 3 роки тому

    1 বিঘাতে 60 মন হবে। কিন্তু 60 মন হওয়ার পরের ভিডিও আর দেখি না!

  • @imamhossain4513
    @imamhossain4513 5 років тому +1

    এদের কে যদি সরকার মূল্যয়ন কোরতো তাহলে আজ দেশে এই পরিস্তিতি হয়তো না

  • @debrajmondal6808
    @debrajmondal6808 6 років тому

    আমাদের মুর্শিদাবাদ জেলা, ধুলিয়ান,চাঁদপুর, হাসুপুর গ্রাম, ভালো দাম পায়না,rs_৭ taka

  • @nihalorganicagro7730
    @nihalorganicagro7730 5 років тому +1

    তালহা সাহেব শুধু লাভ দেখায়ে লোভ দেখান। আপনি চাষ পদ্ধতি সার ব্যাবস্থাপনা বলেন না।

  • @mominurislam704
    @mominurislam704 6 років тому

    ভাই আমি কৃষিকাজের উপরে প্রশিক্ষণ নিতে চাই কেমন করে নেবো আমার বাড়ি টাঙ্গাইল

  • @tusharimran5391
    @tusharimran5391 3 роки тому

    Onion seed Nasik Red Price ???

  • @rumibiswas9116
    @rumibiswas9116 6 років тому +14

    ভুয়া আমরা আনেক পিয়াজ চাষ করি কিনতু এতো লাভ হয় না

  • @SmSonamia
    @SmSonamia 3 роки тому

    কৃষি অফিসারের কাছে ফোন দিলে যাবো যাবো বলে বছর পার করে দেয়।আফসোস

  • @AbdulHalim-uh8hm
    @AbdulHalim-uh8hm 7 років тому +2

    Thank you

  • @skshohid1322
    @skshohid1322 5 років тому +1

    Masha Allah--
    Sobai Ako Hoiye Piyaz Saj kri besi besi--?
    Age Suntam Kurbar Time indain cow opar Buse taktam? Ako desh ako onk kamar boro boro
    Pls Desh Kisuk ke dekbar joo surkar ke besi besi . Mideya Bhi der ke bar bar Amrader onnorut

  • @habiburmondal8236
    @habiburmondal8236 6 років тому +1

    আহে ছয় টাকা কেজি আমাদের এইখানে।

    • @ashiqrh2654
      @ashiqrh2654 6 років тому

      কন কি ভাই কোথায় এটা??!

  • @abdullamamun91
    @abdullamamun91 6 років тому

    vai,,, apnar fan hoa gelam

  • @belalahmed4221
    @belalahmed4221 7 років тому +2

    Massallah

  • @mdmuradali3407
    @mdmuradali3407 6 років тому

    এটা কোন জেলা ৷

  • @mdmustakim5829
    @mdmustakim5829 7 років тому +4

    vai as-salamu olaikum, vai valow asen, sorelta valow asey, sorel ar jotno nean r airup new new video daunlord koren. valow taken dhoa koren

  • @iqbalmasum7055
    @iqbalmasum7055 6 років тому

    ভাই আপনাদের কৃষি টেনিং সেন্টার কোথায়

  • @mdnazmulmdnazmul9309
    @mdnazmulmdnazmul9309 5 років тому

    ধন্যবাদ

  • @savasomrat620
    @savasomrat620 5 років тому

    মাহশাল্লাহ

  • @farukevhi3925
    @farukevhi3925 7 років тому +11

    বাই লমবা চিম এর একটা বিডিও দিয়েবেন কি বাবে করতাও দেখাই বেন

    • @KrishiBioscope
      @KrishiBioscope  7 років тому +1

      Faruke Vhi
      লম্বা শিম এর ভিডিও?
      ঠিক আছে চেষ্টা করবো...

  • @razuhossainsarajulislam9044
    @razuhossainsarajulislam9044 5 років тому

    ৪০০ টাকা মন হলে কয় টাকা লাব হবে।

  • @muktamoyur7171
    @muktamoyur7171 6 років тому

    লাগানো হয় কি ভাবে দেখান

  • @kuwait9288
    @kuwait9288 7 років тому +5

    এক বিঘা জমিতে ষাট ৬০ মন পিয়াজ উৎপাদন কখনো সম্ভব না। এ তথ্যটি সঠিক না

    • @KrishiBioscope
      @KrishiBioscope  7 років тому +3

      Kuwa It
      আপনি বোধহয় মন আর টন এক করে ফেলেছেন..
      ১ বিঘায় ১০০ মন এর বেশি পিয়াজও সম্ভব যদি সুখ সাগর পিয়াজ লাগানো যায়..
      তাহেরপুরি পিয়াজের ক্ষেত্রে ১৬-১৮ টন প্রতি হেক্টরে ফলন হয় ই...
      ২৫ মনে এক টন হিসাবে হিসাব করুন..

    • @mdebrahimhasan2746
      @mdebrahimhasan2746 5 років тому +1

      সম্ভব

    • @jansorif7729
      @jansorif7729 5 років тому

      সুখ সাগর পিয়াজে বিজটা কোথায় পাবো