Avay Ashram: গান্ধীর তৈরি আশ্রমে আজ হচ্ছেটা কী?

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • যে আশ্রম তৈরি করেছিলেন গান্ধীজী সেই আশ্রম আজ নেশার আখড়া। স্বাধীনতার আগে ব্রিটিশদের হাতে গুঁড়িয়ে দেওয়া আঞ্চলিক অর্থনীতির চাকা ঘোরানোর জন্য সুতো ঘুরিয়েছিলেন গান্ধীজি। তার অনুপ্রেরণায় পরাধীন ভারতবর্ষে শুরু হওয়া কুটির উদ্যোগের সংস্থা উদ্যোগের সংস্থা মৃতপ্রায় হয়েছে স্বাধীন ভারতবর্ষে সেই কংগ্রেসের আমলে যারা কিনা গান্ধীজিকে নিজেদের আদর্শ বলে মনে করে।
    প্রথমে এই আশ্রমের নাম ছিল সবিতা মিশন আশ্রম। পরে মহাত্মা গাঁধীর পরামর্শ নামকরণ হয় ‘অভয় আশ্রম’। গ্রামভিত্তিক কুটির শিল্পের মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য ১৯২১ সালে পূর্ববঙ্গের কুমিল্লার এই আশ্রমের প্রতিষ্ঠা করেন ভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দ। তাদের মধ্যে প্রধান ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ, সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, হরিপদ চট্টোপাধ্যায় প্রমুখেরা। বিভিন্ন সময় এই আশ্রমের কর্মকাণ্ডে যুক্ত ছিলেন চিত্তরঞ্জন দাশ, সুভাষচন্দ্র বসু, প্রফুল্ল চন্দ্র রায়, শরৎচন্দ্র বসু।ভারতের স্বাধীনতা আন্দোলন অভয় আশ্রম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সশস্ত্র বিপ্লবীরা নানা সময় এখানে আশ্রয় নিয়ে লুকিয়ে থাকতেন। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২৬ সালে ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করতে কুমিল্লার অভয় আশ্রমে এসেছিলেন। এছাড়া চক্রবর্তী রাজা-গোপালচারী, সীমান্ত গান্ধী আবদুল গাফফার খান, যমুনা লাল বাজাজ, ঠক্কর বাবা, সাদিক আলী প্রমুখ জাতীয় নেতৃবৃন্দ পদার্পণ করেছেন আশ্রমের উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখার জন্যে। বাংলার বিভিন্ন অঞ্চলে অভয় আশ্রমের একাধিক শাখা গড়ে ওঠে। তেমনই এক শাখা ছিল উত্তর 24 পরগনা জেলার বিরাটির এই অভয় আশ্রম।
    ………………………………………………………………
    Bengali Dreams - Unveiling the Tapestry of Time
    Welcome to Bengali Dreams, where the past comes alive! I'm Pankaj Biswas (Akash) your guide through the corridors of history. Embark on a journey with me as we unravel the mysteries, tales, and pivotal moments that have shaped the world we live in.
    About Me:
    History enthusiast and storyteller, I'm on a mission to make the past accessible, engaging, and relevant. With a penchant for storytelling, I bring historical events to life, making them not just lessons from the past, but compelling narratives that connect us to our shared human experience.
    What to Expect:
    🏰 Epic Narratives: Immerse yourself in captivating stories of ancient civilizations, medieval kingdoms, and modern revolutions. History is more than dates; it's a tapestry woven with the threads of human triumphs and challenges.
    🌍 Global Perspectives: Explore the diverse cultures, societies, and civilizations that have shaped the world. From the rise and fall of empires to the cultural exchanges that define our interconnected history.
    📜 Documentary-style Content: Journey through meticulously researched documentaries that delve deep into historical events. Expect a blend of visual storytelling, rare footage, and expert insights that breathe life into the pages of history books.
    🕵Hidden Histories: Uncover the lesser-known stories and unsung heroes that often escape the spotlight. Discover the fascinating tales that add layers to our understanding of the past.
    🔍 Interactive Learning: Engage in thought-provoking discussions, quizzes, and community events. History is a dialogue, and your perspectives contribute to the richness of our collective knowledge.
    Join the Exploration:
    Subscribe to Bengali Dreams for a time-traveling experience like no other! Whether you're a history buff or just curious about the world's heritage, every video is an invitation to dive into the pages of history.
    📚 Connect on Social Media:
    Follow me on Instagram: / bengalidreams
    Twitter: / akashreporter
    Facebook: / bengalidreams for daily history tidbits, behind-the-scenes, and conversations with fellow history enthusiasts.
    Let's embark on a journey through time together - where every story is a portal to a different era! 🌐

КОМЕНТАРІ • 2