tamluk rajbari।তমলুক রাজবাড়ী। ২৫০০ বছরের পুরানো 😱। নেতাজি এসেছিলেন এই রাজবাড়ী তে। tamluk

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • tamluk rajbari।তমলুক রাজবাড়ী। ২৫০০ বছরের পুরানো 😱। নেতাজি এসেছিলেন এই রাজবাড়ী তে। tamluk
    #tamlukrajbari#tamluk #তমলুক রাজবাড়ী #rajbari
    তমলুক রাজবাড়ি: শহরের উপকণ্ঠে অবস্থিত, ভাঞ্জ রাজবংশের (ময়ূর/ ময়ূর) পুরানো ধ্বংসপ্রাপ্ত রাজকীয় আবাস একটি পর্যটন কেন্দ্র। রাখিত... তমলুক রাজবাড়ী। তমলুক হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি শহর ও পৌরসভা। এটি পূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তর।তমলুক রাজবাড়ি, হলদিয়া ওভারভিউ হলদিয়ার উপকণ্ঠে অবস্থিত, তমলুক প্রাসাদের এই প্রাচীন ধ্বংসাবশেষগুলি স্থাপত্যের উজ্জ্বলতার এক উজ্জ্বল দর্শন। মন্দিরটি 2500 বছর পুরানো বলে মনে করা হয় এবং পশ্চিমবঙ্গের একজন রাজা বাস করেছিলেন।
    Tamluk Rajbari : তমলুক রাজবাড়ি
    চত্বরে পা পড়েছিল নেতাজির, ৮৫ তম বর্ষপূর্তিতে আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন।১৯৩৮ সালের ১১ এপ্রিল নেতাজি সুভাষচন্দ্র বসুর পা পড়েছিল তমলুক রাজবাড়িতে। ৮৫ তম বর্ষপূর্তিতে আলোচনা সভার আয়োজন।ভারতের স্বাধীনতা
    আন্দোলন চলাকালীন অবিভক্ত মেদিনীপুরের বিপ্লবীদের উদ্বুদ্ধ করতে ১৯৩৮ সালের ১১ এপ্রিল মেদিনীপুর জেলায় এসেছিলেন তৎকালীন কংগ্রেস প্রেসিডেন্ট নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই সময় তমলুক রাজবাড়ি চত্বরে তিনি সভা করেছিলেন। তমলুকের বিপ্লবী দলের নেতৃত্বদের নিয়ে বৈঠকও করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর তাম্রলিপ্ত রাজবাড়িতে পদার্পণের সেই ঐতিহাসিক দিনের এই বছর ৮৫ তম বর্ষ।
    মহাভারত থেকে শুরু করে ভারতের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত ইতিহাসের সাক্ষী এই রাজবাড়ী।
    তাম্রলিপ্ত। মানে ইতিহাসের মাখামাখি। একসময় বাংলার বন্দর শহর জায়গা করেছিল ফা- হিয়েন, টলেমি, প্লিনির লেখায়। একদিন এই শহর থেকেই বৌদ্ধধর্মের প্রচারে সিংহল গিয়েছিলেন সম্রাট অশোকের ছেলে মহেন্দ্র আর মেয়ে সংঘমিত্রা। তারও প্রাচীন সময় থেকে দাঁড়িয়ে এই বাড়ি। তমলুক রাজবাড়ি। বয়স কত? ইতিহাস জানে। আর বলে, প্রায় চার হাজার বছর।
    Vlogger susan,চ্যালেন এর পক্ষ থেকে আপনাদের কে স্বাগত জানাই।
    নতুন নতুন ভিডিও পেতে চ্যালেনটি কে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও -র নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় লেখা টি পুড়ো টা পড়ার জন্য ধন্যবাদ।
    background music youtube audio library

КОМЕНТАРІ • 4

  • @iamdebasisdas
    @iamdebasisdas 6 місяців тому +1

    Darun

    • @VloggerSusan
      @VloggerSusan  6 місяців тому

      ধন্যবাদ দাদা😊

    • @srivlogss
      @srivlogss 6 місяців тому

      কখন খোলা থাকে? কখন বন্ধ থাকে?

    • @VloggerSusan
      @VloggerSusan  6 місяців тому

      @@srivlogss সকাল ৮ থেকে দুপুর ১ টা পর্যন্ত খোলা থাকে, আবার দুপুর ৩ টের পর রাজবাড়ী খোলা হয় বিকাল ৫ পর্যন্ত খোলা থাকে।