ঘৃণিতস্বভাব জনগণ শ্রীমদ্ভাগবত ও তদাশ্রিত শ্রীগৌড়ীয়ের নিন্দা করিয়া ঘৃণিত রুচিরই পরিচয় প্রদান করেন।

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • ঠাকুর হরিদাস বলেন, আমার নামগ্রহণরূপ দীক্ষা সমাপ্ত না হইলে আমি পাপ বা পুণ্যসংগ্রহরূপ কর্মে নিযুক্ত হইতে পারিব না। তজ্জন্য শ্রীমদ্ভাগবত বলেন, - “তাবৎ কর্মাণি কুর্ণীত ন নির্বিদ্যেত যাবতা। মৎকথাশ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন্ন জায়তে ॥” অনভিজ্ঞ জনগণ তাঁহাদের সঙ্কীর্ণ শিক্ষায় যদি গৌড়ীয় মঠের বা শ্রীমদ্ভাগবতের বিরুদ্ধ আচরণ করেন, তাহা হইলে তাঁহারাই অপরাধী হইবেন। গৌড়ীয় মঠের তাহাতে ক্ষতিবৃদ্ধি নাই। যাঁহারা পাপ-পঙ্কে নিমগ্ন হইয়া দুষ্কৃতির দণ্ডলাভ করিয়াছেন, তাঁহারাই শ্রীমদ্ভাগবত-বিমুখ হইয়া গৌড়ীয় মঠের নিন্দা করিবেন। উহাতেই তাঁহাদের যোগ্যতা। যেরূপ পুরীষের মক্ষিকা তারতম্য বিচারে ঐ দুর্গন্ধপূর্ণ বস্তুঃই আদর করিয়া তাহাতে আগ্রহান্বিত হয়, তদ্রূপ ঘৃণিতস্বভাব জনগণ শ্রীমদ্ভাগবত ও তদাশ্রিত শ্রীগৌড়ীয়ের নিন্দা করিয়া ঘৃণিত রুচিরই পরিচয় প্রদান করেন।
    যিনি অপ্রাকৃত দিব্যজ্ঞানের অপব্যবহার করিবার মানসে কপটতার বশবর্তী হইয়া গৌড়ীয় মঠের আনুগত্য স্বীকার করেন, তাঁহার সহিত গৌড়ীয় মঠের কোন সম্বন্ধ থাকিতে পারে না বা নাই।
    যেরূপ যাত্রার দলের অভিনয়ে বাস্তব সত্যের অভাব লক্ষিত হয়, তদ্রূপ। যেরূপ কৃত্রিম স্বর্ণ স্থান অধিকার করিতে পারে না, তদ্রূপ কপটতাময়ী ভক্তির আবরণ কখনই শুদ্ধভক্তির সহিত সমপর্যায়ে গণিত হইতে পারে না। অভক্তগণের ধারণা প্রয়োজনতত্ত্বে ত্রিবর্গসেবা বা ধর্ম, অর্থ, কাম অথবা মুক্তিপ্রার্থনা। গৌড়ীয়মঠ ভক্তিপথের পথিক হওয়ায় ঐরূপ অপস্বার্থ-বিশিষ্ট কাপট্য গৌড়ীয় মঠে থাকিতে পারে না। দীক্ষার অভিনয় ও দিব্যজ্ঞানলাভ-এক নহে। শ্রীচৈতন্য ও তাঁহার নিষ্কপট ভক্তগণ শ্রীগৌড়ীয় মঠে নিত্য বিরাজমান। যে সকল উলুকপ্রতীম ব্যক্তি আলোকদর্শনে অসমর্থ, তাহাদের নাম মায়াবাদী, কর্মী ও যথেচ্ছাচারী অভক্ত।
    আপনি এই সকল কথা অতি ধীরচিত্তে স্বয়ং আলোচনা করিবেন এবং যাহাদের মঙ্গল প্রার্থনা করেন, তাহাদিগকেও এই সকল কথা শুনাইবেন।
    Prabhupad Srila Bhakti Siddhanta Sarasvati Gosvami Thakur.
    Srila Gaurkishore Das Babaji Maharaj.
    Srila Bhakti Vinode Thakur Mahashay.
    Sri Rupanuga Acaryavarga.
    #srilaprabhupad
    #srilaprabhupada
    #prabhupada
    #prabhupad
    #harekrishna
    #harekrsna
    #mahamantra
    #krishna
    #gaudiya
    #gaudiyamath
    #bhakti
    #kirtan
    #iskcon
    #sadguru
    Contact
    vinodvani1008@gmail.com

КОМЕНТАРІ • 4

  • @ramapatidas
    @ramapatidas 10 днів тому +2

    কটুকথা গ্রহণ করি নাই - এতেই আমাদের থেমে থাকলে হবে ? প্রতিবাদ করা উচিত। অনেকেই অপরাধী দের অপরাধ সহন করেন। শুধু তাই নয়, মনে মনে তাঁদের আদর করেন

  • @srivinodvani
    @srivinodvani  10 днів тому +1

    "প্রভুপাদ" নামের স্বতন্ত্রতা ও বৈশিষ্ট্য অরক্ষণ ও বিসর্জ্জন ! শ্রীল প্রভুপাদের প্রিয়-পার্ষদবর্গের প্রতি অশ্রদ্ধা ও নিম্নরুচির মিথ্যা-গল্প সৃষ্টি ! প্রথমে সকলে মিলেমিশে এই মহা-অপরাধগুলির সংশোধন আবশ্যক ন​য় কি? 🙏

  • @gauramandalabhumi2953
    @gauramandalabhumi2953 10 днів тому

    গৌড়ীয় মঠ সম্পর্কে আমাকেও বেশ কিছু ব্যাক্তি কটুকথা বলেছেন। কিন্তু শ্রীল প্রভুপাদের আদর্শের প্রতীকস্বরূপ এই গৌড়ীয় মঠের সম্পর্কে কোনো নিন্দা মন্দ কথা আমি কখনো গ্রহণ করিনা।আমার পরমারাধ্য শ্রীগুরুপাদপদ্ম আমাকে সেই শিক্ষা দিয়েছেন। যদিও উনি গৌড়ীয় মঠের কিছু কতিপয় ভক্তের দ্বারা নিগৃহীত হয়েছিলেন কিন্তু উনি একথা কখনো নিজে বলেননি।উনি চান সমস্ত গৌড়ীয় সম্প্রদায় যেন একসঙ্গে মিলেমিশে হরিভক্তি প্রচার করেন।এরকম কিছু নিন্দুক ব্যাক্তি সবক্ষেত্রেই আছে।

    • @srivinodvani
      @srivinodvani  10 днів тому +1

      "প্রভুপাদ" নামের স্বতন্ত্রতা ও বৈশিষ্ট্য অরক্ষণ ও বিসর্জ্জন ! শ্রীল প্রভুপাদের প্রিয়-পার্ষদবর্গের প্রতি অশ্রদ্ধা ও নিম্নরুচির মিথ্যা-গল্প সৃষ্টি ! প্রথমে সকলে মিলেমিশে এই মহা-অপরাধগুলির সংশোধন আবশ্যক ন​য় কি? 🙏