মাগুরার বিখ্যাত পলাশ ঘোষের দই ll village queen

Поділитися
Вставка
  • Опубліковано 2 чер 2024
  • মাগুরার বিখ্যাত পলাশ ঘোষের দই
    --------------------------------------------------
    দই কে বলা হয়ে থাকে পুষ্টির ভাণ্ডার। এতে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন বি ১২, বি ২, পটাসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। এই পুষ্টিগুলি সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে।
    দই বা দধি নামে পরিচিত দুগ্ধজাত এই খাবারটি মাগুরাতে ব্যাপকভাবে জনপ্রিয়। ছোটবড় সব মানুষের কাছেই দইয়ের কদর সবচেয়ে বেশি। ভোজন বিলাসী মানুষের পাশাপাশি বিবাহ, ঈদ, পূজা, ধর্মীয় নানা অনুষ্ঠান এবং অতিথি আপ্যায়ন থেকে শুরু করে কারো বাসায় বেড়াতে গেলে দই থাকে সকলের পছন্দের তালিকায়।
    রাজধানী ঢাকাসহ সারাদেশেই ব্যাপক চাহিদা রয়েছে মাগুরার জামরুল তলার পলাশ ঘোষের দইয়ের। বিয়েসহ যে কোন অনুষ্ঠান ও অতিথি আপ্যায়নে দই একটি অনন্য খাদ্য উপকরণ হিসেবে জায়গা করে নিয়েছে। খাটি দুধ, চিনি ও অন্যান্য উপকরণের যথাযথ সংমিশ্রনে তৈরি হয় দই। উন্নতমানের খাঁটি দুধের এই দই খেতে খুবই সুস্বাধু। সুখ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে।
    #মাগুরার_বিখ্যাত_পলাশ_ঘোষের_দই
    #magura
    #curd
    #video
    #news
    #2024
    #villagequeen

КОМЕНТАРІ • 1

  • @shrabonibiswas-rq2ci
    @shrabonibiswas-rq2ci Місяць тому +1

    মাগুরার বিখ্যাত এই দই খেতে চাই...