কৌশিক পাল, তোমার ভিডিও গুলো আমার কাছে আগে বা পড়ে বলতে কিছু নেই সবগুলোই আমি দেখেছি এবং আগামীর জন্য অপেক্ষা করছি, শুভকামনা রইল। -ইমরান ঢাকা বাংলাদেশ থেকে।
অসাধারণ উপহার দিলেন যা আগে কেউ এভাবে দেখান নি কৌশিক আমাদের উপহার দিলেন আপনাকে আশীর্বাদ করছেন বাবা ভোলানাথ এরকম অসাধারণ উপহার দেবেন আশা রাখি বিশেষ করে আমার মত মানুষ যারা পয়সার অভাবে বেরাতে যেতে পারি না তাদের কাছে এইসব ভিডিও বেঁচে থাকার অক্সিজেন
সত্যি দাদা আপনার রক্ত ঝরা পরিশ্রমের 💪_ সঠিক পারিশ্রমিক আমরা কি দিতে পারছি?😒 ওই যে ভিডিওটির শেষের পর্যায়ে এসে যেটা দেখতে পেলাম । যাই হোক নিজের একটু খেয়াল নেবেন। 🤗 আর ভিডিওটি একদম জবরদস্ত হয়েছে 👌উইথ আপনার বাজপাখি 🐦 ❤🙏🥰
কি অপূর্ব সুন্দর ভাবে উপভোগ করলাম । আর ক্যমেরটাও খুব সুন্দর যা আমরা সব কিছু পরিস্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি । তারপর তোমার মুখের কথা আরো আমাদের ভালোভাবে সব কিছু বোঝানোর সাহায্য করে । আজ দাদাগিরিতে ট্রেন সম্ভন্ধে একটা প্রশ্ন করেছে । আমি বেল বাজার আগেই উত্তর দিয়ে দিয়েছি । বাড়ির সব অবাক । তোমার ট্রেন ভ্লগ দেখে একটু একটু করে সব শিখছি । ভালো ও সুস্থ থেকো । গেটের কাছে ঝুঁকো না 💞
10 বছর আগে যা ছিলো এখন ও একই রয়েছে শুধু homestay বেড়ে গেছে...রাস্তা ভীষণ খারাপ সেই সময় ও ছিলো... অসাধারণ drone shots গুলো..প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে ফেলছে পর্যটকদের ভিড়..Dooars সত্যি সুন্দর বিশেষ করে বৃষ্টির সময় 🌹🌹🌹
Rojkar ghanghane jibon er majhe Koushik er video amr jonyo refreshment. Sotyi Monta vlo hoye jai Koushik er video er notification ele. Drone view Gulo osadharon jodio holir chokkor a Ami ager episode miss krechi akhon e dekhe nebo ager video ta. Koushik ei vabei sobar Mon vlo koro tomr video diye.
কি শান্ত-সিন্গ্ধ মনোরম এই পর্ব!!😊❤ রিশপ, খুব ভালো লাগলো, রাতের নির্জনতায় অরণ্যে র রূপ ----😊❤ কৌশিক, আমিও তোমার মতো তখন যেখানে সেখানে ট্রেন দেখতে খুব ভালোবাসি, আজকের পর্বে চালসা লেভেল ক্রসিং থেকে ট্রেন কে টাটা করার দৃশ্য দেখতে খুব ভালো লাগলো 🎉❤🎉
Opurbo laglo aajker episode. Rishop, Samsing ei sob jaiga dekhlei purono sriti fire ase. Green Tea Resort er room ta darun laglo. Tar sathe chicken pakora r cha.. just jome gelo. Drone shot gulo mind blowing chilo. Porer porber oppekhay roilam.
খুব সুন্দর ❤️❤️👍🏻, কৌশিক দা একবার বাইক নিয়ে এ্যাডভেঞ্চার করো, ভ্রমণ দেখতে চাই 😁😀। এমনি গাড়ি ভাড়া করে যাওয়া অনেক তো খরচ হচ্ছে তো এক আধবার বাইক নিয়ে ঘোরা যাক।👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐
দারুণ ভিডিও দেখালে ভাই । অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়ের ওপর বাড়িগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন এঁকে রেখেছে। কিছু কিছু জায়গার রাস্তাগুলো কে তোমার চারধাম যাওয়ার রাস্তা মনে হচ্ছে। কোথাও যাওয়ার সময় রাস্তাগুলো তুমি খুব সুন্দর দেখাও ভাই দেখে বেশ ভালো লাগে। Rocky Island দেখে ভালো লাগলো। ট্রেন দেখে হাত নাড়ানো দারুণ। আমিও একজন ট্রেন দেখার জন্য পাগল বিশেষ করে চলন্ত। ট্রেন। ডুয়ার্স ভ্রমণের প্রত্যেকটা ভিডিওতে তোমাকে বেশ হাসিখুশি লাগছে। এইভাবে হাসিখুশি থেকো ভাই দেখে ভালো লাগে। ভালো থেকো।
Tumi atto sundor vasa diye amader samne uposthapona koro ,tar vitor drone er maddhoyme opurbo scene tule dhoro ,ei ta holo sobcheye boro paona.valo thako,sabdhane bari fire eso.khub valo laglo.👍👍👍👍👌👌👌👌
ট্রেন দেখলে আমি পাগল হয়ে যাই, মনে হয় এই ট্রেনেই ভ্রমণে বেরিয়ে পরি,ভ্রমণ আমার খুব ভালো লাগে, যার জন্য আপনার ভিডিও এর শুরু থেকেই ট্রেন জার্নি দেখি আমি এই ভিডিওটি ও খুব ভালো লাগলো।
দাদা আমি একজন রাইডার তোমার মতন আমি একজন ভ্রমণপিপাসু মানুষ, তবে রিশব আমিও গিয়েছিলাম তবে এত সুন্দর ভিউ আমি দেখিনি। তাও আজ দেখে নিলাম তোমার বাজ পাখির চোখ দিয়ে। আমি ছোটখাটো ইউটিউবার তবু ও তোমার বিশাল বড় ফ্যান, ইউটিউব এর পর্দায় শুধু চোখ রাখি, আর অপেক্ষায় থাকি যে কখন তোমার ভিডিও আসবে। আমি সব কাজ ফেলে রেখে তোমার ভিডিও আগে দেখি। ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করি, তোমার ভ্রমণ আর ইউটিউব যেন সফল হয়। আমার ভালোবাসা রইলো শুধু অপেক্ষায় রইলাম কবে তোমার সাথে দেখা। সেদিন নিজেকে ধন্য মনে হবে। ধন্যবাদ দাদা।
@@TravelWithKoushik প্রচণ্ড খুশি হলাম, তুমি এত ব্যস্ত মানুষ থেকেও আমার কমেন্টের রিপ্লাই পাব এটা আমি ভাবতেও পারিনি। অবশ্যই দেখা হবে। ধন্যবাদ দাদা, আর একটা কথা দাদা আমি ইউটিউব করি তোমার কথা গুলোকে কপি করে। কাউকে কপি করা ঠিক কিনা আমি জানিনা, যদি এটা আমার ভুল হয়ে থাকে, ক্ষমা চেয়ে নিলাম দাদা।
@@ridermanna7728 কপি করতে পারো ভিডিও নিতে পারো আমার কিছু বলার নেই একটা কথা বলতে চাই যদি UA-cam কে কেরিয়ার করতে চাও কোনদিন কারো মতো হতে চেও না.. তুমি এটা ভাববে তুমি বেস্ট... নিজেকে দর্শক এর জায়গা তে বসিয়ে নিজের ভিডিও দেখো বার বার.. Success আসবেই..
রিশপের রাস্তা অনেক আগে শুনেছিলাম খারাপ।তাই যাওয়া হয়নি।আজো তথৈবচ।তবে আপনার ড্রোনে ছবি অপূর্ব লাগে।ধীরে নদী পেরিয়ে, ব্রীজের ওপর দিয়ে, গাছের মাথা ছাড়িয়ে উড়ে চলে।মনে হয় ওর ডানায় আমরা ভেসে চলেছি।এমন করে তো কাছে গিয়ে দেখতে পাইনা,তাই আপনার থেকে আমরা ভাগ্যবান।আবারো বলবো, আপনার ড্রোন কেনা সার্থক।👍👍
Lojja laga darkar😂😂😂 eto anubroto babur special dialogue..🤣🤣🤣 Prothom bar video dekhei subscribe korlam..khub khub bhalo laglo☝️👍👍👍👍👍..mokhomukhi dekha hobar asha rakhlam..👍😁
আগের পর্ব যারা মিস করে গিয়েছেন ua-cam.com/video/hSIg7_PtyKM/v-deo.html
পরবর্তী পর্ব আগামী শনিবার ঠিক রাত 8 PM
Opeykhai roilam
Definitely dekhbo
Koushik hath katlo kivabe? Onekta bleeding hoyeche.
কৌশিক পাল, তোমার ভিডিও গুলো আমার কাছে আগে বা পড়ে বলতে কিছু নেই সবগুলোই আমি দেখেছি এবং আগামীর জন্য অপেক্ষা করছি, শুভকামনা রইল। -ইমরান ঢাকা বাংলাদেশ থেকে।
Majha r 2day weedness day and thuras day akhon thska pry 68hrs 6mnt pry
দুর্দান্ত কৌশিক দা। সত্যিই তোমার ভিডিও অসাধারণ ! 🙏
অসাধারণ ❤️❤️
প্রকৃতি যেন তার রুপের ডালি নিয়ে বসে আছে ।
খুব ভালো লাগলো 👍👍
রিশপের রাস্তা এখন খুব ভাল। কদিন আগেই ঘুরে এলাম। ওই হোমস্টেতেই ছিলাম। কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য উপভোগ করলাম।
উফ😍😍.... প্রকৃতির কি অপরুপ সুন্দর দৃশ্য ❤️❤️❤️
As usual, খুব সুন্দর উপস্থাপন.
Rishop এর রাস্তা সত্যি এতো বছরেও কোনো উন্নতি হলো না
সুনতালেখোলার আসল মজা সন্ধ্যার পর। আমরা টেন্ট এ ছিলাম। ক্যাম্পফায়ার করেছিলাম। চারপাশ অন্ধকার, নেওড়াভ্যালী ন্যাশনাল পার্ক। দারুন অভিজ্ঞতা।
প্রতিবারের মতো এবারের পর্বও অসাধারণ, বিশেষত ড্রোন শট্।সবচে সুন্দর ট্রেন দেখেই তোমার "অপু" হয়ে যাওয়া ।সবকিছুর মতো তোমার এই ছেলেমানুষি টাও ভীষন সতস্ফুর্ত। ভালো থাকো ।পরের পর্বের অপেক্ষায় রইলাম ।👌👌
অসাধারণ দৃশ্য উপভোগ করলাম তোমার সৌজন্যে। খুব ভালো থেকো।
অসাধারণ উপহার দিলেন যা আগে কেউ এভাবে দেখান নি কৌশিক আমাদের উপহার দিলেন আপনাকে আশীর্বাদ করছেন বাবা ভোলানাথ এরকম অসাধারণ উপহার দেবেন আশা রাখি বিশেষ করে আমার মত মানুষ যারা পয়সার অভাবে বেরাতে যেতে পারি না তাদের কাছে এইসব ভিডিও বেঁচে থাকার অক্সিজেন
জানিনা কতোদিন অক্সিজেন জোগান দিতে পারবো
@Debjit Travelogue এখন পথ কঠিন... বলবো একদিন সাক্ষাতে
কৌশিক তোমার ভিডিও দেখে অবাক হয়ে যাই। খুব ভালো লাগলো।
Khub valo laglo, drone shots asadharon
সত্যি কৌশিক দা অসম্ভব সুন্দর পরিবেশন করেছেন। খুব খুব খুব ভালো লাগলো।
Nice blog, khub vhalo laglo dekhe
এককথায় অসাধারণ ফাটাফাটি ভিডিও 👌👌প্রতিটা দৃশ্য মনোরম আপনার ছবি তোলার দক্ষতা ড্রন ব্যবহার অসাধারণ ❤❤
Darun laglo Kousik Babu. Nature er thakeo bhalo laglo apnar presentation.
সত্যি দাদা আপনার রক্ত ঝরা পরিশ্রমের 💪_ সঠিক পারিশ্রমিক আমরা কি দিতে পারছি?😒 ওই যে ভিডিওটির শেষের পর্যায়ে এসে যেটা দেখতে পেলাম । যাই হোক নিজের একটু খেয়াল নেবেন। 🤗
আর ভিডিওটি একদম জবরদস্ত হয়েছে 👌উইথ আপনার বাজপাখি 🐦
❤🙏🥰
তোমার ভিডিও করার দক্ষতা জায়গা গুলোর সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করেছে কৌশিক দা.. অনবদ্য.. ❤️❤️❤️😊🙏🏻
কি অপূর্ব সুন্দর ভাবে উপভোগ করলাম । আর ক্যমেরটাও খুব সুন্দর যা আমরা সব কিছু পরিস্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি । তারপর তোমার মুখের কথা আরো আমাদের ভালোভাবে সব কিছু বোঝানোর সাহায্য করে । আজ দাদাগিরিতে ট্রেন সম্ভন্ধে একটা প্রশ্ন করেছে ।
আমি বেল বাজার আগেই উত্তর দিয়ে দিয়েছি ।
বাড়ির সব অবাক । তোমার ট্রেন ভ্লগ দেখে একটু একটু করে সব শিখছি । ভালো ও সুস্থ থেকো । গেটের কাছে ঝুঁকো না 💞
Apurbo vlog. Protiti jaigar prokriti asadharon. Porer porber opekkhai roilam. Tobe last scene e aapnar sange ghote jaoa marmantik drisyati dekhe khub e byathito holam. Khub kharap laglo. Aamader anondo daan korte giye ki sanghatik obosthar sammukhin hote hoyechilo aapnake! Sabdhane thakben. Drone jmon bhalo Anek sundor prakritik drisya dekha jai! Temon e maratmok!
সুন্দর ভিডিও।মন ছুয়ে গেল বন্ধু।
10 বছর আগে যা ছিলো এখন ও একই রয়েছে শুধু homestay বেড়ে গেছে...রাস্তা ভীষণ খারাপ সেই সময় ও ছিলো... অসাধারণ drone shots গুলো..প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে ফেলছে পর্যটকদের ভিড়..Dooars সত্যি সুন্দর বিশেষ করে বৃষ্টির সময় 🌹🌹🌹
Darun laglo Koushik Da, tumi ei vabei egiye cholo aar amader anando dao.
Osombhob soondor.. chok juria geylo... Rocky Island ta darun laglo 👌👌
অসাধারণ।
তোমার এরকম উপস্থাপনা আর ভিডিওর জন্য আমরা অপেক্ষায় থাকি।
Khub valo laglo.....train dekhte r chorte amr vison valo lage.....😊😊
ওহ সত্যিই 👌👌👍👍....... আমার ই বাড়ির সামনে এতো সুন্দর জায়গা তুমি দেখিয়ে দিলে।👌👌👍👍❤️❤️
Asadharan poribesh. Darun laglo a vlog দেখে.💗💗💗💗
Khub sundor view. Train dekte amar khub bhalo lage.
Khub sundar video 👍👍♥️♥️
Porobarti videor opekhai thakbo 🙏🙏
Fatafati dada pahare kkhno jete parini. Tmr jnno dekhar souvagyo holo r pahar jawar echcha tao digun bere gelo. Thank u #kaushik da
দাদা সারাদিনে একবার যদি তোমাকে না দেখি তাহলে আমার দিন ভালো যায় না, এককথায় সবচেয়ে বেস্ট ❤❤❤❤❤😊😊😊😊😍😍😍💜💜💜💜👌👌👌👌💖💖💖💯💯💯💯
Tomar video gulo osadharon.Dron shot, aporup prakitik sundorjo ek kothay onoboddo.Khub bhalo theko Koushik.Best of luck..
Abar onekdin por dekhlam eai sob jayga excellent video korcho friend porer video jonno opekkha korchi
Durdanto jst durdanto laglo Koushik. Nxt blog er opekhhae roilam... God bless u..
Khub sundor apnar blog. Apnar blog dheke onek kichu shikechi
ধন্যবাদ দাদাভাই অসাধারণ প্রকৃতির রুপ 👍💓🌹🙏
Rojkar ghanghane jibon er majhe Koushik er video amr jonyo refreshment. Sotyi Monta vlo hoye jai Koushik er video er notification ele. Drone view Gulo osadharon jodio holir chokkor a Ami ager episode miss krechi akhon e dekhe nebo ager video ta. Koushik ei vabei sobar Mon vlo koro tomr video diye.
কি শান্ত-সিন্গ্ধ মনোরম এই পর্ব!!😊❤ রিশপ, খুব ভালো লাগলো, রাতের নির্জনতায় অরণ্যে র রূপ ----😊❤ কৌশিক, আমিও তোমার মতো তখন যেখানে সেখানে ট্রেন দেখতে খুব ভালোবাসি, আজকের পর্বে চালসা লেভেল ক্রসিং থেকে ট্রেন কে টাটা করার দৃশ্য দেখতে খুব ভালো লাগলো 🎉❤🎉
অনেক আগের ভিডিও এটা
@@TravelWithKoushik হ্যাঁ, আগে দেখা হয় নি, সেইজন্য এখন দেখলাম, খুব ভালো লাগলো
আমি উওরবঙ্গের ছেলে এই জায়গা গুলো আমরা দাদা স্কুটি নিয়ে মাঝে মাঝে ঘুরে আসি। Love 💗 you Koushik dada
#একজন_প্রকৃতি_প্রেমী
চেনা জিনিস কেই অচেনা লাগছে।।
রিশব এর ড্রোন ভিউ দারুন লাগলো।।
দারুন লাগছে ।।এভাবেই চুলুক।
এটাই তো অসাধারণ অপূর্ব এর পরেও আরও অপূর্ব থাকলে সেটা স্বর্গ। অনেক ধন্যবাদ আপনাকে ।
Keu jeno rong tuli diye eke diyeche opurbo sundor....r tumi se to tumi.....❤❤❤❤❤
Asadharon, Apurbo hoyeche video ta Koushik da
Opurbo laglo aajker episode. Rishop, Samsing ei sob jaiga dekhlei purono sriti fire ase. Green Tea Resort er room ta darun laglo. Tar sathe chicken pakora r cha.. just jome gelo. Drone shot gulo mind blowing chilo. Porer porber oppekhay roilam.
দূর্দান্ত কৌশিক দা সত্যিই তোমার ভিডিও অসাধারণ ❤❤❤
খুব সুন্দর ❤️❤️👍🏻, কৌশিক দা একবার বাইক নিয়ে এ্যাডভেঞ্চার করো, ভ্রমণ দেখতে চাই 😁😀। এমনি গাড়ি ভাড়া করে যাওয়া অনেক তো খরচ হচ্ছে তো এক আধবার বাইক নিয়ে ঘোরা যাক।👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐
বাইক ট্রিপ করলে লাদাখ... এখানে মজা নেই
@@TravelWithKoushik অন্য কোথাও
দারুণ ভিডিও দেখালে ভাই । অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়ের ওপর বাড়িগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন এঁকে রেখেছে। কিছু কিছু জায়গার রাস্তাগুলো কে তোমার চারধাম যাওয়ার রাস্তা মনে হচ্ছে। কোথাও যাওয়ার সময় রাস্তাগুলো তুমি খুব সুন্দর দেখাও ভাই দেখে বেশ ভালো লাগে। Rocky Island দেখে ভালো লাগলো। ট্রেন দেখে হাত নাড়ানো দারুণ। আমিও একজন ট্রেন দেখার জন্য পাগল বিশেষ করে চলন্ত। ট্রেন। ডুয়ার্স ভ্রমণের প্রত্যেকটা ভিডিওতে তোমাকে বেশ হাসিখুশি লাগছে। এইভাবে হাসিখুশি থেকো ভাই দেখে ভালো লাগে। ভালো থেকো।
❤️❤️
চেনা জায়গা গুলো আবারও দেখা😍😍darinnn লাগলো boss
❤️❤️
10:40 Ami kodin age galam , khub jol chilo ai khane , hebbi lagchilo 🤩🤩🤩
জব্বর, দারুন, অপূর্ব🙏🙏👌👌🙏🙏
Apnar nature bloging khub sundor
Tumi atto sundor vasa diye amader samne uposthapona koro ,tar vitor drone er maddhoyme opurbo scene tule dhoro ,ei ta holo sobcheye boro paona.valo thako,sabdhane bari fire eso.khub valo laglo.👍👍👍👍👌👌👌👌
ফিরে এসেছি
Thank u dada.. prakritik soundorjo dakhanor sathe sathe kukur beral der o dakhachhen bises kore ador kore dichhen.. khub khub valo laglo🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Darun hoyeche volg ta.dada apnar kotha gulo khub valo lage.
আপনার উপস্থাপনা খুব ভাল লাগে। শুভ কামনা সবসময়।
খুব সুন্দর ভিডিও কৌশিক দাদা। আপনার ভিডিওর অপেক্ষায় থাকি। ভীষণ ভাবে চাই, আপনি এই ভ্রমণের ভ্লগ চালিয়ে যান, হাজার প্রতিকূলতাকে জয় করে।
Jai hok , valo laglo tomar upasthapanar jonyo. Ami abosyo prothomei "like" diye tarpar dekhi.
apurbo prokriti maayer horek rup, darun lage train dekhte
ট্রেন দেখলে আমি পাগল হয়ে যাই, মনে হয় এই ট্রেনেই ভ্রমণে বেরিয়ে পরি,ভ্রমণ আমার খুব ভালো লাগে, যার জন্য আপনার ভিডিও এর শুরু থেকেই ট্রেন জার্নি দেখি আমি এই ভিডিওটি ও খুব ভালো লাগলো।
দাদা আমি একজন রাইডার তোমার মতন আমি একজন ভ্রমণপিপাসু মানুষ, তবে রিশব আমিও গিয়েছিলাম তবে এত সুন্দর ভিউ আমি দেখিনি। তাও আজ দেখে নিলাম তোমার বাজ পাখির চোখ দিয়ে। আমি ছোটখাটো ইউটিউবার তবু ও তোমার বিশাল বড় ফ্যান, ইউটিউব এর পর্দায় শুধু চোখ রাখি, আর অপেক্ষায় থাকি যে কখন তোমার ভিডিও আসবে। আমি সব কাজ ফেলে রেখে তোমার ভিডিও আগে দেখি। ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করি, তোমার ভ্রমণ আর ইউটিউব যেন সফল হয়। আমার ভালোবাসা রইলো শুধু অপেক্ষায় রইলাম কবে তোমার সাথে দেখা। সেদিন নিজেকে ধন্য মনে হবে। ধন্যবাদ দাদা।
দেখা হয়েই যাবে আমার সাথে কোন একদিন হঠাৎ
@@TravelWithKoushik প্রচণ্ড খুশি হলাম, তুমি এত ব্যস্ত মানুষ থেকেও আমার কমেন্টের রিপ্লাই পাব এটা আমি ভাবতেও পারিনি। অবশ্যই দেখা হবে। ধন্যবাদ দাদা,
আর একটা কথা দাদা আমি ইউটিউব করি তোমার কথা গুলোকে কপি করে। কাউকে কপি করা ঠিক কিনা আমি জানিনা, যদি এটা আমার ভুল হয়ে থাকে, ক্ষমা চেয়ে নিলাম দাদা।
@@ridermanna7728 কপি করতে পারো ভিডিও নিতে পারো আমার কিছু বলার নেই একটা কথা বলতে চাই যদি UA-cam কে কেরিয়ার করতে চাও কোনদিন কারো মতো হতে চেও না.. তুমি এটা ভাববে তুমি বেস্ট... নিজেকে দর্শক এর জায়গা তে বসিয়ে নিজের ভিডিও দেখো বার বার.. Success আসবেই..
@@TravelWithKoushik এত সুন্দর একটা বার্তা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।আগামী দিন আরো ভালো করার চেষ্টা করব।
Apnar prottekti episoder dron shot gulo kintu osadharon
Just awesome laglo apnar vedio ta dada. Asadharon. Thanks 🙏🙏🙏👍👍👍
Darun Darun laglo journey.
Osadharon...kotha bolar dhoron otuloniyo...khb vlo...mone Hoi amrai ai soundorjo upovog kochi...
Dada amra October e gechilam jol anek beshi chilo.Dolgaon bole jaiga ta khub sundor.
সত্যিই অপূর্ব ভাই কৌশিক ❤️❤️
Very Enjoyable video..drone shots are spectacular 👌
vlog 👌. jaiga gulo khub ekta valo laglona. chicken pakora recipe bashi valo laglo. ok will wait to explore more natural beauty of dooars. 👋
Khub Sundar hoii ce video ta dada khub Valo
আপনার ভিডিওর জন্য অপেক্ষায় থাকি..... অসাধারণ লাগলো..... 👌👌👌
অনেক স্মৃতি।কারণ এখানেই আমার জন্ম।অসংখ্য ধন্যবাদ আমাকে পুরনো এবং ছোটবেলায় নিয়ে যাওয়ার জন্য।
Kaushikda rasta chenar jonnyoi apnar Vlogs er fan...it's a treat to watch ur vdoz...pl keep doing this awesome work ✍️👏🇮🇳❤️
ড্রোন শট্ গুলো খুব সুন্দর হয়েছে।
Excelent Natural Scenario. 🙏👌🌺🌹
অসাধারণ বললে কম বলা হবে।Koushik you are great।
Khub informative video. Road guidance for bikers was excellent. Bad roads are affecting tourism and economy of this area.
খুব ভালো লাগলো ,সুলটানিখলার ওই রিসোর্ট
আমরা ছিলাম,ব্রিজের এপারে গাড়ি রেখে ,হেঁটে ওপারে রিসোর্টে ছিলাম একরাত ,খুব ভালো ঘর, রান্নাও খুবই ভালো,
তোমার বেড়ানো খুব ভালো লাগছে দেখতে,
কৌশিক কলকাতায় এলে জানিও,দমদমে থাকি,অবশ্যই আসবে ❤️
3 Yrs Chilam Indira Maidan
খুব ভালো হয়েছে চালিয়ে যান আমরা আপনার সাথে আছি
Such a mesmerizing scenic beauty and also your presentation. Very nice 👏💛
অসাধারণ ডুয়ার্স তোমার ব্লগ দেখতে দেখতে ওর মধ্যে হারিয়ে যাই।🥰👍❤️
অসাধারণ খুব সুন্দর লাগলো
রিশপের রাস্তা অনেক আগে শুনেছিলাম খারাপ।তাই যাওয়া হয়নি।আজো তথৈবচ।তবে আপনার ড্রোনে ছবি অপূর্ব লাগে।ধীরে নদী পেরিয়ে, ব্রীজের ওপর দিয়ে, গাছের মাথা ছাড়িয়ে উড়ে চলে।মনে হয় ওর ডানায় আমরা ভেসে চলেছি।এমন করে তো কাছে গিয়ে দেখতে পাইনা,তাই আপনার থেকে আমরা ভাগ্যবান।আবারো বলবো, আপনার ড্রোন কেনা সার্থক।👍👍
পরের পর্বের পরে ধারণা পাল্টে যাবে
@@TravelWithKoushik আপনার ওপর পুরো আস্থা আছে।আপনি না খেয়ে ,না ঘুমিয়ে সুন্দর ছবি দেখাবেন।তাই তো👍
Darun dada monta vore gelo.
Rocky island er nodi r vdo ta khub valo laglo. Mone holo chhobi .ki holo hate. Valo theko.
Apurbo lagche tmr vlog gulo...😍😍👌👌👌
Lojja laga darkar😂😂😂 eto anubroto babur special dialogue..🤣🤣🤣
Prothom bar video dekhei subscribe korlam..khub khub bhalo laglo☝️👍👍👍👍👍..mokhomukhi dekha hobar asha rakhlam..👍😁
Video ta khub valo legeche amar koushik da
Awesome koushik daa 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
dudaranta dada sotti kono tulono nei tomar ei video . Amio rail fan rail joureny bhalo lage dada
আজকে পব টা অসাধারণ হয়েছে দাদা ধন্যবাদ ।
খুব ভালো লাগলো ভিডিওটা ।👍👍
Just osadharon dada you are the best of all travel vlogers....❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
কিছুদিন আগে তোমায় পঞ্চানন তলা রেলগেট এ দেখলাম দাদা। আমার পাশের কিছু দাদা বলছিলেন ওই যে আমাদের জেলার ব্লগার কৌশিক❤️ আরো এগিয়ে যাও দাদা।
🙏🙏🙏
Uff dada bachalen.. Saradin kaj er por eai refreshment er khub dorkar chilo...
Uff darun 👌👌 khub bhalo laglo 💕💕
Documentary r moto laglo, ❤ this
Same here, I'm a rail fan too 💖💖 Dada ami ei jaiga ta theke ja expect korechilam sei soundorjo ta pelam na tayi will skip this place.
Uncle amr o train er proti alada valobasa royechhe🥰🥰🥰......train is love🥰....
Koushik da, darun blog