আপনার নাম টা কেমন যেন। সেক্যুলার রাস্ট্রে বাস করার কারনে এই রাস্ট্রের অলি আউলিয়াদের ব্যাপারে আমরা ভালভাবে জানি। এই রাস্ট্রে বাস করে যে নূন্যতম ইসলাম টা আমাদের কানে ঢুকে সেটাইতো বিশাল ব্যাপার। রাস্ট্রের আক্বীদার বিপরীতে ব্যাক্তি আক্বীদা ভিন্ন হলে সর্বক্ষেত্রে রাস্ট্রের আক্বীদায় বিজয়ী থাকে।@@ohahmad8443
আসিফ আদনান ভাইকে আল্লাহ্ হিফাজত করুন, তার জ্ঞান বৃদ্ধি করে দিন, তাকে হিকমাহ দান করুন! তার কাজগুলোকে সবার মধ্যে ছড়িয়ে দিন। ইসলামের জন্য আল্লাহ্ তাকে কবুল করে নিন, মুসলিম বঙ্গের জন্যে আল্লাহ্ তাকে আরো খেদমত চালিয়ে যাওয়ার তৌফিক দিন। আমীন! তার এবং অন্যান্য ভালো দাঈদের বইগুলা বন্ধু-বান্ধবদের গিফট করুন; পড়তে উৎসাহিত করুন। 👏👏👏
এই অসাধারণ, গুরুত্বপূর্ণ এবং প্রজ্ঞাময় বিশ্লেষণের প্রশংসা করার মত জ্ঞান বা যোগ্যতা কোনটাই আমার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ভাইয়ের মেধা, দক্ষতা, এবং প্রজ্ঞা শতগুণ বাড়িয়ে দিক সেই প্রার্থনা মহান রবের আরশে আজিমে।
শুকরিয়া: ৫ আগষ্ট পরবর্তী আমাদের দেশ ও বিশ্ব প্রেক্ষাপটে ইসলামের অনুসারীদের করণীয় বিষয়ে অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং হৃদয়গ্রাহী এক নাতি দীর্ঘ বক্তব্য দিয়েছেন মোহতারাম আসিফ আদনান। মহান সৃষ্টিকর্তা আল্লাহু তাকে আরো প্রজ্ঞা দান করুন।
আসেন করি গঠনমূলক আলোচনা। বাংলাদেশে আপনার কাছে মূল দন্দ এটা? তাহলে ইন্ডিয়ার মূল দন্দ কি হিন্দুত্ব বনাম সেকুলারিজম? আপনি কি চান ইন্ডিয়া গিতা বা মহাভারতের নিতি অনুসারে চলুক?
@@dahrafs9798 ইসলাম শুধু মুসলমানদের জন্য না। বরং সারা বিশ্বের সব মানুষের জন্য সমাধান। এখন আপনি যদি হিন্দুত্ব বনাম ইসলাম কে ডিবেটে নিয়ে আসেন, সেখানেও আপনি দেখবেন ইসলাম ই সবকিছুর সমাধান। আপনি নিজে ভাই এই বিষয়ে পড়াশোনা করেন। আপনি নিজেও দেখবেন ইসলামের শরিয়া ব্যবস্থাই সব সমস্যার সমাধান।
@@NayeemislamSovon ভারতে টোটাল মুসলমানের সংখ্যা বাংলাদেশের জনসংখ্যার থেকে বেশি। আপনি একজন ভারতের মুসলমান হলে গিতা/মহাভারত অনুযায়ী চলতে বাধ্য করলে আপনার কেমন লাগতো? তো বাংলাদেশের যারা মুসলমান না তাদের কেমন লাগবে? এখন ধরেন গনতন্ত্র হারাম খেলাফত ভালো। তাহলে খেলাফত কোন হিসেবে আনবেন? বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলিম তারা চায় খেলাফত আসুক সেই হিসেবে? তাহলে এটাও তো গনতন্ত্র হয়ে গেলো(যেহেতু বেশিরভাগ মানুষের মত গ্রহণ করার নাম ই গনতন্ত্র?) ধরেন খেলাফত আসলো। খলিফা নির্ধারণ করবেন কোন পদ্ধতিতে। ভোট তো থাকবে না।খলিফা হবে কে? রাসুল(স), বা ইসলামের চার খলিফাদের মত মহৎ গুনের মানুষ তো নাই। তো তারা যেভাবে অটো চয়েজ খলিফা ছিলেন সেরকম তো হবে না। অর্থব্যাবস্থার কি করবেন? কাগজের টাকা তো চলবে না। এতো স্বর্নও নাই। তখনকার দিনে পন্য ও মানুষের তুলনায় স্বর্ন বেশি ছিলো। স্বর্ন দিয়ে কেনাকাটা করা যেত। এখন একটা ৫ টাকার কয়েনের সমান স্বর্নের দাম হবে এক লাখ টাকা। ১০-২০ টাকার জিনিস কিনবেন কি দিয়ে?
আপনার পুরো লেকচার টা শুনছিলাম, আমি বুঝতে পেরেছি সম্পূর্ন্য,যত টুকু আমি পেরেছি। তবে বুঝতে অনেক কষ্ট হয়েছে। বর্তমানের অবস্থা,চিন্তা, ভাবনা, মানুষের চলাফেরা সব কিছু মিলিয়ে আমরা আসলেই শেষ জামানায় আছি এতে কোন সন্দেহ নেই।
যে দুটি কাজ ভাই করার নির্দেশ দিয়েছেন: ১. ইসলাম এবং সেকুলারিজমের যে দ্বন্দ্ব সেটাকে সমাজের মূল দ্বন্দ্বে পরিনত করতে হবে,এটাকে দ্বন্দ্ব হিসেবে চিহ্নিত করতে হবে, এটাকে দাওয়াহ’র মূল কেন্দ্রবিন্দু বানাতে হবে, এটাকে সমাজে মূল প্রশ্নে পরিনত করতে হবে। ২. সমাজের মধ্যে যেসব জুলুম, অন্যায়, অবিচার, পেশা, যে বিষয়গুলো নিয়ে মানুষ দুশ্চিন্তায় থাকে সেগুলো ইসলামের ভিত্তিতে সমাধানের কথা বলতে হবে, তাদের পাশে গিয়ে দাড়াতে হবে এবং শুধু বললেই হবে না, ইসলাম যেটা বলে সেই সমাধানটা বাস্তবিকভাবে তুলে ধরতে হবে, করে দেখাতে হবে।
🔷 সেক্যুলারিসমের অর্থ ধর্মনিরপেক্ষতা না। সেক্যুলারিসমের অর্থ কেবল ধর্মকে জনপরিসর থেকে সরিয়ে ব্যক্তি পরিসরে সীমাবদ্ধ করা না। 🟠সেক্যুলারিসম হল রাষ্ট্র কর্তৃক ধর্মের সংজ্ঞা ও সীমানা নির্ধারন। সেক্যুলারিসম মানে রাষ্ট্র ঠিক করবে কোন জিনিসটা ধর্ম আর কোনটা ধর্ম না। রাষ্ট্র বলবে কোন জিনিসগুলো পালন করা যাবে এবং কিভাবে পালন করতে হবে। ধর্মের বৈশিষ্ট্য, আলোচনার বিষয়বস্তু, ধর্ম কী কী রূপ নিতে পারবে, এমনকি ধর্মের কোন কোন বিধান পালন করা যাবে সেটা রাষ্ট্রই ঠিক করে দিবে। 🔴সেক্যুলারিসম হল ধর্মকে রাষ্ট্রের অধীনস্ত করা। যেখানে রাষ্ট্র তার ইচ্ছেমতো ধর্মের যেকোন অংশকে পরিবর্তন করতে পারে, সীমাবদ্ধ করতে পারে, বাদ দিতে পারে, নিয়ন্ত্রন করতে পারে, সংস্কার এবং পুনঃগঠন করতে পারে। এটাই আধুনিক রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা। 🟢সেক্যুলারিসম শুধু শাসন, সমাজ ইত্যাদি ক্ষেত্রে ধর্মের অনুপস্থিতি না, বরং এটা একটা নির্দিষ্ট ধরনের সমাজ ও রাষ্ট্র। যার আছে বিচার ও ফায়সালার নিজস্ব কাঠামো । ✳সেক্যুলারিসমের সবচেয়ে বড় সফলতা (!) হল ধর্ম নিয়ন্ত্রনের এ প্রকল্পকে ‘নিরপেক্ষতা’ হিসেবে উপস্থাপন করতে পারা। যেকারণে ইসলামী শরীয়াহর অধীনে আহলুয যিম্মাহর বিধানগুলোকে ‘অন্যায়’ মনে করা লোকেরাই সেক্যুলারিসমের আগ্রাসনকে নিরপেক্ষতা মনে করে। এমনকি অনেক বিভ্রান্ত মুসলিমও এই ব্যবস্থার পেছনে ছুটে বেড়ায়।
আল্লাহ্ পাক যেনো সারা বিশ্বের প্রত্যেক মুসলিম পরিবারে একজন করে আসিফ আদনান কিংবা তার উত্তম করে একজন মুসলিম বীর পুরুষ দান করেন।❤ আল্লাহ্ পাক যেনো আসিফ আদনান ভাইকে নেক হায়াৎ দান করেন।
আসসালামু আলাইকুম একজন ইউরোপীয়ান মানুষ খুব সহজেই একদেশ থেকে অন্য দেশে খুব সহজে যাতায়াত করতে পারে । আমার প্রশ্ন হলো একজন মুসলিম হিসেবে মুসলিম দেশ গুলোতে যাতায়াত সব চাইতে কঠিন কেন ?
তামিম আল আদনান হাফিজুল্লাহ উম্মাহ নেটওয়ার্ক আবু তহা আল আদনান বর্তমান যুবকদের আয়ডল আসিফ আদনান মাশাআল্লাহ বারাকুল্লাহ ফি কুম এক একটি আদনান একেকটি আল্লাহর পক্ষ থেকে আশা বুলেট মারহাবা মারহাবা
সারমর্ম: নিচের দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ কেন? এগুলো গুরুত্বপূর্ণ! কারণ, এ প্রশ্নগুলোর উত্তরের উপর ডিপেন্ড করবে আমরা বর্তমানকে কিভাবে বুঝেছি! এবং কি এগুলোর উপর ডিপেন্ড করবে ভবিষ্যতের ব্যাপারে কিভাবে চিন্তা করব! 4:05 ১) 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে জিনিসটা হয়েছে এটা কি বিপ্লব ছিল কিনা কি অন্য কিছু ছিল? উত্তর: এই প্রশ্নের উত্তরের জন্য, আমাদের আগের তিনটি জিনিসের প্রকৃত পার্থক্য বুঝতে হবে। বিপ্লব vs সংস্কার vs ক্ষমতার পালাবদল! 13:24 ২) আমরা কি এখন স্বাধীন কিনা? এবং এটা কি কাঙ্খিত বিজয় কিনা?
ভাইয়েরা, তার বক্তব্যটা যতটা পারেন ছড়িয়ে দিন এবং আমাদের মনে রাখতে হবে যে, তার কথাগুলো যেন সমাজে বাস্তবায়ন হয়। ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ✊
কুরআন, হাদিস, সাহাবি এতোকিছু মানুষের কানে ঢুকল না আর এসব? 😅
in sha Allah
আপনার নাম টা কেমন যেন। সেক্যুলার রাস্ট্রে বাস করার কারনে এই রাস্ট্রের অলি আউলিয়াদের ব্যাপারে আমরা ভালভাবে জানি। এই রাস্ট্রে বাস করে যে নূন্যতম ইসলাম টা আমাদের কানে ঢুকে সেটাইতো বিশাল ব্যাপার। রাস্ট্রের আক্বীদার বিপরীতে ব্যাক্তি আক্বীদা ভিন্ন হলে সর্বক্ষেত্রে রাস্ট্রের আক্বীদায় বিজয়ী থাকে।@@ohahmad8443
@@ohahmad8443 Vai amra thik moto dhukaite partesi na , Amrar Dawat er system o aktu update korte hobe
মাশা-আল্লাহ।
অনেক যুগোপযোগী একটি আলোচনা।
মুসলিম হিসাবে আমাদের সকলকের উচিত বিষয়গুলো অনুধাবন করা।
আলোচনা টা যদি পৃথিবীর সবাইকে শোনাতে পারতাম।
Friends Der Sathe Share Koren ❤
শুনলেই যে সবাই বুঝবে বা মানবে এমন না
২ বার আপ্লোডের কারণ?
@@lost1-u2vsound and video quality is upgraded
shonanota eikhane khub keta gurottopurno na, jotota amol kora gurottopurno.
মা-শাআল্লাহ সঠিক সময়ে উপযুক্ত বয়ান। শুধুই এটাই ধরকার ৫০ মিনিটের বয়ানে সম্পূর্ণ বলে দেয়া হইসে। আলহামদুলিল্লাহ আসিফ আদনান ভাই।
ua-cam.com/video/IqfJpJWIkUg/v-deo.htmlsi=6vQF_sfJPwEkJivD
কতো স্মার্ট একটা মানুষ, চেহারার মতো কথাগুলো ও অত্যন্ত স্মার্ট 🫰❤️🩹
জ্ঞানকে ও বুদ্ধিমত্তাকে চেহারা দিয়ে বিবেচনা করা ছাড়ুন। নাহলে দ্বীনের পথে এটাও বাধা হয়ে দাঁড়াবে দেখবেন
আসিফ আদনান ভাইকে আল্লাহ্ হিফাজত করুন, তার জ্ঞান বৃদ্ধি করে দিন, তাকে হিকমাহ দান করুন! তার কাজগুলোকে সবার মধ্যে ছড়িয়ে দিন।
ইসলামের জন্য আল্লাহ্ তাকে কবুল করে নিন, মুসলিম বঙ্গের জন্যে আল্লাহ্ তাকে আরো খেদমত চালিয়ে যাওয়ার তৌফিক দিন। আমীন!
তার এবং অন্যান্য ভালো দাঈদের বইগুলা বন্ধু-বান্ধবদের গিফট করুন; পড়তে উৎসাহিত করুন। 👏👏👏
শুরুতেই তিনি নিজের দুর্বলতা প্রকাশ করেছেন, তারপরও আলোচনা কত সাবলীল, প্রজ্ঞায় পরিপূর্ণ। মাশাআল্লাহ
জানলেও ওয়ালার উপরেও জানলে ওয়ালা আছে।
চট্টগ্রাম সেমিনারে আসিফ আদনান ভাইয়ের বক্তব্য -ua-cam.com/video/IqfJpJWIkUg/v-deo.htmlsi=6vQF_sfJPwEkJivD
এই অসাধারণ, গুরুত্বপূর্ণ এবং প্রজ্ঞাময় বিশ্লেষণের প্রশংসা করার মত জ্ঞান বা যোগ্যতা কোনটাই আমার নেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ভাইয়ের মেধা, দক্ষতা, এবং প্রজ্ঞা শতগুণ বাড়িয়ে দিক সেই প্রার্থনা মহান রবের আরশে আজিমে।
মাশা-আল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা
ua-cam.com/video/IqfJpJWIkUg/v-deo.htmlsi=6vQF_sfJPwEkJivD
কিন্তু আপনার আলোচনাটাই সবচেয়ে বেশী ভাইরাল। মাশা আল্লাহ ❤❤❤❤
শুকরিয়া:
৫ আগষ্ট পরবর্তী আমাদের দেশ ও বিশ্ব প্রেক্ষাপটে ইসলামের অনুসারীদের করণীয় বিষয়ে অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং হৃদয়গ্রাহী এক নাতি দীর্ঘ বক্তব্য দিয়েছেন মোহতারাম আসিফ আদনান। মহান সৃষ্টিকর্তা আল্লাহু তাকে আরো প্রজ্ঞা দান করুন।
আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে |কোন অপশক্তি যাতে আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে সমন্বয়ক সারজিস আলম
আল্লাহর জমিনে আল্লাহর আইন একদিন বাস্তবায়িত হবেই হবে ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ তাআ'লা আপনাকে উত্তম বিনিময় দান করেন।
অসাধারণ! এবং অত্যন্ত সময়োপযোগী আলোচনা। শরিয়াহ প্রতিষ্ঠা ছাড়া মানবজাতির কোনো মুক্তি নেই।
ভাইয়ের কথা বলার ধরন আর স্টাইল আমার কাছে AAA-র মতো লাগছে,সুবহানআল্লাহ!!!
আল্লাহ যেনো আমাদের ভাই-র থেকে আরো উপকৃত হবার তৌফিক দেয়,আমিন।
প্রিয় মানুষকে এই প্রথম দেখলাম❤
প্রতিটি কথা খুবই গুরুত্বপূর্ণ ও অমূল্য।
বার বার শুনতেছি।যারা ট্যাগিং নিয়ে ব্যাস্ত তাদের কে যদি শুনাতে পারতাম নিরপেক্ষ ভাবে
ইসলাম বনাম সেকুলারিজম
এইটা মূল দ্বন্দ্ব। এইটা নিয়ে আমাদের গঠনমূলক আলোচনা শুরু করে দেয়া উচিত। ❤
আসেন করি গঠনমূলক আলোচনা। বাংলাদেশে আপনার কাছে মূল দন্দ এটা? তাহলে ইন্ডিয়ার মূল দন্দ কি হিন্দুত্ব বনাম সেকুলারিজম? আপনি কি চান ইন্ডিয়া গিতা বা মহাভারতের নিতি অনুসারে চলুক?
@@dahrafs9798 ইসলাম শুধু মুসলমানদের জন্য না। বরং সারা বিশ্বের সব মানুষের জন্য সমাধান। এখন আপনি যদি হিন্দুত্ব বনাম ইসলাম কে ডিবেটে নিয়ে আসেন, সেখানেও আপনি দেখবেন ইসলাম ই সবকিছুর সমাধান। আপনি নিজে ভাই এই বিষয়ে পড়াশোনা করেন। আপনি নিজেও দেখবেন ইসলামের শরিয়া ব্যবস্থাই সব সমস্যার সমাধান।
@@dahrafs9798 ভারত নিয়ে ভাবার মত সময় নেই ভারত করতে পারলে করুক হিন্দুত্ববাদ কায়েম আমরা বাংলাদেশ নিয়ে কথা বলতাছি বাংলাদেশ নিয়ে চিন্তা করতে চাই 👍
@@NayeemislamSovon ভারতে টোটাল মুসলমানের সংখ্যা বাংলাদেশের জনসংখ্যার থেকে বেশি। আপনি একজন ভারতের মুসলমান হলে গিতা/মহাভারত অনুযায়ী চলতে বাধ্য করলে আপনার কেমন লাগতো? তো বাংলাদেশের যারা মুসলমান না তাদের কেমন লাগবে?
এখন ধরেন গনতন্ত্র হারাম খেলাফত ভালো। তাহলে খেলাফত কোন হিসেবে আনবেন? বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলিম তারা চায় খেলাফত আসুক সেই হিসেবে? তাহলে এটাও তো গনতন্ত্র হয়ে গেলো(যেহেতু বেশিরভাগ মানুষের মত গ্রহণ করার নাম ই গনতন্ত্র?)
ধরেন খেলাফত আসলো। খলিফা নির্ধারণ করবেন কোন পদ্ধতিতে। ভোট তো থাকবে না।খলিফা হবে কে? রাসুল(স), বা ইসলামের চার খলিফাদের মত মহৎ গুনের মানুষ তো নাই। তো তারা যেভাবে অটো চয়েজ খলিফা ছিলেন সেরকম তো হবে না।
অর্থব্যাবস্থার কি করবেন? কাগজের টাকা তো চলবে না। এতো স্বর্নও নাই। তখনকার দিনে পন্য ও মানুষের তুলনায় স্বর্ন বেশি ছিলো। স্বর্ন দিয়ে কেনাকাটা করা যেত। এখন একটা ৫ টাকার কয়েনের সমান স্বর্নের দাম হবে এক লাখ টাকা। ১০-২০ টাকার জিনিস কিনবেন কি দিয়ে?
ইসলামের মাস্টার পারসন আসিফ স্যার, উনার বিশ্লেষণ মুগ্ধতায় আচ্ছন্ন করে
সবসময়
বৈপ্লবিক আলোচনা ❤
আল্লাহ আমাদের তৌফিক দান করুন.....
আলহামদুলিল্লাহ মা শা আল্লাহ_আল্লাহ আপনার দ্বীনি উদ্যোগে সহযোগী হওয়ার তৌফিক দান করুক আমিন_জাযা কাল্লাহু খাইরান _🤍💥
আসিফ আদনান ভাইয়ের লেখা বই আমি পড়েছি , এক কথায় অসাধারণ❤
আসিফ আদনান ভাই আমাদের মুসলিম জাতির সম্পদ।
মাশা আল্লাহ! লেখার ফ্যান আরো আগে থেকেই ছিলাম। বক্তব্যও তার লেখার মত গোছানো।
মাশাআল্লাহ কমেন্ট না করে পারলাম না,খুবই বাস্তব আলোচনা,ভাইকে ও আমাদের সবাইকে আল্লাহ দ্বীনের আরো গভীর খেদমত করার তৌফিক দান করুক,আমিন।
আসিফ আদনানের লেখা পড়ে মনে হতো কে সেই বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে দেখার সুযোগ করে দিলেন
মাশায়াল্লাহ!
কতো সুন্দর করে বুঝালেন ভাই।
আল্লাহ উত্তম প্রতিদান দান করুক।
আল্লাহ আমাদের দেশের যুবক দের সবাই কে উনার মতন হেয়াদায়াত দান করুক!আমিন!
খুব গুরুত্বপূর্ণ এটি জাতির জন্য
মাশা-আল্লাহ.
আলহামদুলিল্লাহ।
আল্লাহ ভাইয়ের কাজে বারারকাহ দান করুন।
আপনার পুরো লেকচার টা শুনছিলাম,
আমি বুঝতে পেরেছি সম্পূর্ন্য,যত টুকু আমি পেরেছি। তবে বুঝতে অনেক কষ্ট হয়েছে।
বর্তমানের অবস্থা,চিন্তা, ভাবনা, মানুষের চলাফেরা সব কিছু মিলিয়ে আমরা আসলেই শেষ জামানায় আছি এতে কোন সন্দেহ নেই।
অত্যন্ত সুন্দর আলোচনা, ইসলামী গণতন্ত্র দলের জন্য
মা শা আল্লাহ, অনেক... সুন্দর কথাগুলো। আল্লাহতা'আলা উনাকে উত্তম বিনিময় দান করুন, আল্লাহুমা আমিন।
মাশা আল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী আলোচনা।
ua-cam.com/video/IqfJpJWIkUg/v-deo.htmlsi=6vQF_sfJPwEkJivD
আসিফ আদনান ভাইকে আল্লাহ তা'য়ালা হেফাজত করুন
বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা ❤
sean আয়োজিত সেমিনারে অংশগ্রহণ করতে পারিনি। বক্তব্য দেখে আরো আফসোস হচ্ছে। ভবিষ্যতে এরকম সেমিনার আরো হওয়া উচিত।
যে দুটি কাজ ভাই করার নির্দেশ দিয়েছেন:
১. ইসলাম এবং সেকুলারিজমের যে দ্বন্দ্ব সেটাকে সমাজের মূল দ্বন্দ্বে পরিনত করতে হবে,এটাকে দ্বন্দ্ব হিসেবে চিহ্নিত করতে হবে, এটাকে দাওয়াহ’র মূল কেন্দ্রবিন্দু বানাতে হবে, এটাকে সমাজে মূল প্রশ্নে পরিনত করতে হবে।
২. সমাজের মধ্যে যেসব জুলুম, অন্যায়, অবিচার, পেশা, যে বিষয়গুলো নিয়ে মানুষ দুশ্চিন্তায় থাকে সেগুলো ইসলামের ভিত্তিতে সমাধানের কথা বলতে হবে, তাদের পাশে গিয়ে দাড়াতে হবে এবং শুধু বললেই হবে না, ইসলাম যেটা বলে সেই সমাধানটা বাস্তবিকভাবে তুলে ধরতে হবে, করে দেখাতে হবে।
🔷 সেক্যুলারিসমের অর্থ ধর্মনিরপেক্ষতা না। সেক্যুলারিসমের অর্থ কেবল ধর্মকে জনপরিসর থেকে সরিয়ে ব্যক্তি পরিসরে সীমাবদ্ধ করা না।
🟠সেক্যুলারিসম হল রাষ্ট্র কর্তৃক ধর্মের সংজ্ঞা ও সীমানা নির্ধারন। সেক্যুলারিসম মানে রাষ্ট্র ঠিক করবে কোন জিনিসটা ধর্ম আর কোনটা ধর্ম না। রাষ্ট্র বলবে কোন জিনিসগুলো পালন করা যাবে এবং কিভাবে পালন করতে হবে। ধর্মের বৈশিষ্ট্য, আলোচনার বিষয়বস্তু, ধর্ম কী কী রূপ নিতে পারবে, এমনকি ধর্মের কোন কোন বিধান পালন করা যাবে সেটা রাষ্ট্রই ঠিক করে দিবে।
🔴সেক্যুলারিসম হল ধর্মকে রাষ্ট্রের অধীনস্ত করা। যেখানে রাষ্ট্র তার ইচ্ছেমতো ধর্মের যেকোন অংশকে পরিবর্তন করতে পারে, সীমাবদ্ধ করতে পারে, বাদ দিতে পারে, নিয়ন্ত্রন করতে পারে, সংস্কার এবং পুনঃগঠন করতে পারে। এটাই আধুনিক রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা।
🟢সেক্যুলারিসম শুধু শাসন, সমাজ ইত্যাদি ক্ষেত্রে ধর্মের অনুপস্থিতি না, বরং এটা একটা নির্দিষ্ট ধরনের সমাজ ও রাষ্ট্র। যার আছে বিচার ও ফায়সালার নিজস্ব কাঠামো ।
✳সেক্যুলারিসমের সবচেয়ে বড় সফলতা (!) হল ধর্ম নিয়ন্ত্রনের এ প্রকল্পকে ‘নিরপেক্ষতা’ হিসেবে উপস্থাপন করতে পারা। যেকারণে ইসলামী শরীয়াহর অধীনে আহলুয যিম্মাহর বিধানগুলোকে ‘অন্যায়’ মনে করা লোকেরাই সেক্যুলারিসমের আগ্রাসনকে নিরপেক্ষতা মনে করে। এমনকি অনেক বিভ্রান্ত মুসলিমও এই ব্যবস্থার পেছনে ছুটে বেড়ায়।
আল্লাহ তাআলা তার হায়াত এবং ইলমে বারাকাহ দান করুন।
Allah Asif adnan bhai ke duniya akhirate kollan dan koruk
ua-cam.com/video/IqfJpJWIkUg/v-deo.htmlsi=6vQF_sfJPwEkJivD
প্রতিটি কথা খুবই গুরুত্বপূর্ণ ❤
আল্লাহ্ পাক যেনো সারা বিশ্বের প্রত্যেক মুসলিম পরিবারে একজন করে আসিফ আদনান কিংবা তার উত্তম করে একজন মুসলিম বীর পুরুষ দান করেন।❤
আল্লাহ্ পাক যেনো আসিফ আদনান ভাইকে নেক হায়াৎ দান করেন।
আপনার দাড়ী কই?
@@dahrafs9798 ভাইজান এটা আমার ২০২০ এর পিক চেঞ্জ করা হয় নি।
ক্ষমতার পালা বদল নয় ,
চাই আদর্শিক পরিবর্তন ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ❤
আল্লাহ ভাইকে হেফাজত করুন।।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ভাইয়ের ইলমে বারাকা দান করুন
গঠনমূলক আলোচনা। আরো চাই।
মাশাল্লাহ ,অনেক সুন্দর আলোচনা।
মাশাল্লাহ। খুব জ্ঞানভিত্তিক কথা শুনলাম।
আলোচনাটি ইংরেজি ট্রান্সলেশন হওয়া দরকার। কে কে একমত?
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
সুযোগ থাকলে করতে পারেন।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম
একজন ইউরোপীয়ান মানুষ খুব সহজেই একদেশ থেকে অন্য দেশে খুব সহজে যাতায়াত করতে পারে । আমার প্রশ্ন হলো একজন মুসলিম হিসেবে মুসলিম দেশ গুলোতে যাতায়াত সব চাইতে কঠিন কেন ?
অসাধারণ ভাবে সত্য তুলে ধরেছেন।
জাযাকাল্লাহ খায়ের
এই ভিডিওর রেজুলিউশন আর সাউন্ড কোয়ালিটি মা শা আল্লাহ ভালো
অসাধারণ ও গুরুত্বপূর্ণ
আমার দেখা ও শুনার বিবেচনায় একজন সেরা বক্তা।
মাশাআল্লাহ অসাধারণ আলোচনা 🥰
গুরুত্বপূর্ণ আলোচনা
মাশাআল্লাহ।। জাজাকাল্লাহ খয়রন।
এই আলোচনা সবার শুনা উচিত
সব ইসলামী দল নিয়ে নতুন জোট গঠন করুন-
ইসলামী ইমারাত বাংলাদেশ ❤
voice ta khub e poricito. Maybe সিরাত e suncilam. Aj manus take daklam. Voice er moto e se masha-allah
আল্লাহ তুমি তোমার এই গোলাম কে তোমার দ্বীনের দায়ী হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও।আমীন,,,
এই আলোচনা অনেকবার শুনলাম। একটুও বিরক্ত লাগে না।
গনতান্ত্রিক ভাইদের জন্য চিন্তার অনেক খোরাক আছে!
রাইট
আল্লাহ আমাদের সবাইকে আলোচনাটা বোঝার তৌফিক দান করুন |
❤❤❤ MASHA ❤ ALLAH ❤❤❤
Absolutely masterpiece.
মাশা আল্লাহ প্রিয় ভাই ❤❤
জাযাকুমুল্লাহু আহসানাল জাযা!!
Smartmen এর- বাস্তব উদাহরণ!!!
Bhai brightness better korte Hobe... ar clips ki sudhu eitai? close up shot better choice, I think.
side angles use kora jete pare
জাযাকাল্লাহ খাইর
মাশাল্লাহ্, আল্লাহ্ তাকে কত জ্ঞান দিয়েছে।
তামিম আল আদনান হাফিজুল্লাহ উম্মাহ নেটওয়ার্ক
আবু তহা আল আদনান বর্তমান যুবকদের আয়ডল
আসিফ আদনান মাশাআল্লাহ বারাকুল্লাহ ফি কুম
এক একটি আদনান একেকটি আল্লাহর পক্ষ থেকে আশা বুলেট মারহাবা মারহাবা
সস্কার, পতন বুঝার পর কারো যদি বিপ্লব নিয়ে চিন্তিত হয়ে যান তাহলে কুরআন, সুন্নাহ হাতে নেন জীবন পরিবর্তন করেন। আর বিপ্লবের উদাহরণ আফগানিস্তান।
Download করে FB তে পোস্ট করতেছি আপনাদের চ্যানেনের লিংকসহ, দয়া করে মাফ করবেন
এক কথায় অসাধারণ মাশা আল্লাহ।
Sundor discussion ❤
আসিফ আদনান ভাই৷ 🥰
চমৎকার আলোচনা
এইবার ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে ❤ ইমাম মাহদী
Mashahallah Excellent lecture ❤
অসাধারণ। এক কথায়। ❤
Allahumma Bariq
you have need to ad english subtitle
Masha'allah ❤🎉😊
Ai program Gulo kokhn Hoy,,,kothay Hoy jete chai🥹
অনেক গভীরের আলোচনা। ❤
আলহামদুলিল্লাহ।
সারমর্ম: নিচের দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ কেন? এগুলো গুরুত্বপূর্ণ! কারণ, এ প্রশ্নগুলোর উত্তরের উপর ডিপেন্ড করবে আমরা বর্তমানকে কিভাবে বুঝেছি! এবং কি এগুলোর উপর ডিপেন্ড করবে ভবিষ্যতের ব্যাপারে কিভাবে চিন্তা করব!
4:05
১) 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে জিনিসটা হয়েছে এটা কি বিপ্লব ছিল কিনা কি অন্য কিছু ছিল?
উত্তর: এই প্রশ্নের উত্তরের জন্য, আমাদের আগের তিনটি জিনিসের প্রকৃত পার্থক্য বুঝতে হবে। বিপ্লব vs সংস্কার vs ক্ষমতার পালাবদল!
13:24
২) আমরা কি এখন স্বাধীন কিনা? এবং এটা কি কাঙ্খিত বিজয় কিনা?
মাশাআল্লাহ বারাকাল্লাহু
মাশাআল্লাহ (ما شاء الله)
আলহামদুলিল্লাহ
Zen-Z demands the fall of capitalism and the return of Khilafah on the way of prophethood
In sha allah
Zen z. Ki abar?
This is not true. Gen-Z don't even know properly about Khilafah Ala Minhazun Nabuwwah, let alone the establishment of it!
Zen z are very much well aware of it, those who work, they know
@@Alshahriarsakib generation z
❤❤❤
প্রথম কমেন্ট। আলহামদুলিল্লাহ।
মাশাল্লাহ মারহাবা