দাদার মডেল প্রস্তাবনাটা সুন্দর। তবে ১০ আসনে না হয়ে সর্বনিম্ন ৩০/৩৫ আসন হলে ভালো হয়। সংসদের মোট আসনের ১০% হবে তাহলে। আর এই আসনগুলোতে ৬ মাস পরপর নির্বাচন হবে। তাহলে ভালো হবে। বাংলাদেশের মতো দেশের মাত্র ১০ আসন আর এত ঘনঘন নির্বাচন হলে একটা হযবরল হয়ে যাবে। আমার কথাটা বিবেচনা করে দেখতে পারেন.!
এই আইডিয়া একদম বাজে। ১০ আসনে ভোট চুরি বন্ধ হবেনা। সমাধান হলো আমেরিকার মতো নির্বাচনী ব্যাবস্থা চালু করা।সমাধান হলো আমেরিকার মতো নির্বাচনী ব্যাবস্থা চালু করা।
শুরুতেই বলে রাখি, এই পরিকল্পনা বাংলাদেশের কোন রাজনৈতিক দল বাস্তবায়ন হতে দিবে না। তবে এটা একটা টনক নাড়িয়ে দেওয়ার মতো পরিকল্পনা। ধন্যবাদ দাদা, ভালোবাসা অবিরাম ❤
এই আইডিয়ায় নির্বাচন করলে ৩০০আসনের নির্বাচন শেষ হতে ৫বছর সময় লাগবে(৬০মাস)। তাহলে সংসদে কারা গেউ গেউ করবে। প্রতিনিয়ত দেশে একটা নির্বাচনি সংঘাত থাকবে... যা দেশকে আরো অস্থিতিশীল করবে।
পিনাকী ভট্টাচার্য দাদার বিচক্ষণতা, সাহসিকতা, বিশ্লেষণধর্মী ক্ষমতা ও দূরদর্শিতা অসাধারণ! বাংলাদেশের রাজনীতিতে আপনার মতো সৎ, সাহসি ও যোগ্য নেতার খুব প্রয়োজন। ধন্যবাদ পিনাকী দাদা।
আমার মনের একান্ত চাওয়া ছিল মাওলানা সাঈদী একদিন মুক্ত হয়ে হাসিনামুক্ত বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন। তিনি ছিলেন সকল দলের কাছে, এমনকি হিন্দুদের কাছেও প্রিয়, এছাড়াও ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন।
দাদার মডেল প্রস্তাবনাটা সুন্দর। তবে ১০ আসনে না হয়ে সর্বনিম্ন ৩০/৩৫ আসন হলে ভালো হয়। সংসদের মোট আসনের ১০% হবে তাহলে। আর এই আসনগুলোতে ৬ মাস পরপর নির্বাচন হবে। তাহলে ভালো হবে। বাংলাদেশের মতো দেশের মাত্র ১০ আসন আর এত ঘনঘন নির্বাচন হলে একটা হযবরল হয়ে যাবে। আমার কথাটা বিবেচনা করে দেখতে পারেন.!
@@beingrirafiআপনার কথার সাথে এক মত । আমি এক্ষুনি এটাই বলতে চাচ্ছিলাম। বাংলাদেশের আবহাওয়ার বিষয়টা বিশেষ ভাবে দেখতে হবে । গলা পানিতে কেউ ভোট দিতে যাবে না । আর একবার ভোট হলে ভারত পানি ছাইড়া সব বাঞ্চাল করতে পারে । 😂😂😂😂😢😮😅🇧🇩🇧🇩🇧🇩
জানিনা রাজনৈতিক দলগুলো মানবে কিনা তবে তবে এই আইডিয়াটা চমৎকার এর বাস্তবায়ন হওয়া জরুরি বলে আমি মনে করি দাদাকে অশেষ অশেষ ধন্যবাদ দাদার প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা
২৮ বছর বয়সে আজ প্রথমবারের মত ইউটিবএ কমেন্ট করছি দাদা❤❤❤, আপনার এই আইডিয়াটা অসাধারন সুন্দর, এই প্রথম জনবান্ধব আইডিয়া শুনলাম,যদি এটা কখনো প্রয়োগ হয় বিশ্বে রোল মডেল হবে বলে আশা করি আমি,ইনশাল্লাহ্। বাস্তবায়ন হউক বা না হউক তবে এই আইডিয়ার জন্য আপনাকে পুরস্কিত করা উচিত।
শুরুতেই বলে রাখি, এই পরিকল্পনা বাংলাদেশের কোন রাজনৈতিক দল বাস্তবায়ন হতে দিবে না। তবে এটা একটা টনক নাড়িয়ে দেওয়ার মতো পরিকল্পনা। ধন্যবাদ দাদা, ভালোবাসা অবিরাম
দাদার মডেল প্রস্তাবনাটা সুন্দর। তবে ১০ আসনে না হয়ে সর্বনিম্ন ৩০/৩৫ আসন হলে ভালো হয়। সংসদের মোট আসনের ১০% হবে তাহলে। আর এই আসনগুলোতে ৬ মাস পরপর নির্বাচন হবে। তাহলে ভালো হবে। বাংলাদেশের মতো দেশের মাত্র ১০ আসন আর এত ঘনঘন নির্বাচন হলে একটা হযবরল হয়ে যাবে। আমার কথাটা বিবেচনা করে দেখতে পারেন.!
"এই ধরনের ভিন্নমুখী এবং সাহসী ভাবনা সত্যিই প্রশংসার যোগ্য। দেশের নির্বাচন ব্যবস্থার পরিবর্তন নিয়ে এমন গভীর এবং গঠনমূলক আলোচনা আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে দৃষ্টিকোণ থেকে বিষয়টি তুলে ধরেছেন, তা শুধু বাস্তবসম্মত নয়, বরং ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তনের পথ দেখাতে পারে। এমন সৃষ্টিশীল চিন্তা সত্যিই সমাজের জন্য একটি মূল্যবান সংযোজন। শুভকামনা জানাই এই আইডিয়ার আরো বিস্তার এবং বাস্তবায়নের জন্য।" ইনকিলাব জিন্দাবাদ।
সর্বপ্রথম দাদাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা পরামর্শের জন্য। এত চমৎকার আইডিয়া পৃথিবীর কোন দেশে কোন রাজনৈতিক নেতা, কোন রাষ্টনায়ক এমনকি কোন রাষ্ট্র বিজ্ঞানী ও চিন্তা করেনি। ইউনুস স্যারের উচিত হবে পিনাকী দাদাকে রাজকীয় সম্মান দিয়ে দেশে এনে নির্বাচনের সকল ক্ষমতা দাদাকে দিয়ে তার এই আইডিয়া বাস্তবায়ন করা।গনতান্ত্রিক সব দেশ এই আইডিয়া গ্রহণ করবে। বাংলাদেশ হবে এর জনক।বাই দা পিপল, ফর দা পিপল, অপ দা পিপল। কথায় নয়,কাজে প্রমানীত হবে।
চমৎকার আইডিয়া, ধন্যবাদ দাদাকে, বাস্তবায়ন করা সম্ভব হলে সব সমস্যার সমাধান হবে বলে মনে হয়। প্রতি বিভাগ থেকে প্রতি দেড় থেকে দুই মাস পর পর দুইটা করে সিটে নির্বাচন হতে থাকলে দির্ঘ্য সময়ব্যাপি ভোটের আমেজ দেশব্যাপী চলতে থাকলে সবার মাঝে ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য ফিরে আসবে। ধন্যবাদ দাদা
পিনাকী স্যার, আমরা চাই আপনি সারাজীবন ক্ষমতার বিপরীতে অবস্থান নেন। এইভাবে সৎ ও সত্য পর্যালোচনা আর সমালোচনা অব্যাহত রাখুন। আমরা আপনার অন্তরের অন্তস্থল থেকে দুআ করছি। আপনি যেন মহান রাব্বুল আলামীনের রহমত রহমত প্রাপ্ত হোন। ক্ষমতায় আপনি কখনো আইসেন না স্যার, ক্ষমতা ভালো না।
পিনাকী দাদাকে কি দিয়ে খুশি করবো সেই ভাষা হারিয়ে ফেলেছি এতো অভূতপূর্ব আইডিয়া কারও মাথায় আসবে না এটাই হচ্ছে সর্ব শ্রেষ্ঠ নির্বাচনের পদ্ধতি দাদার প্রতি লক্ষ কোটি দোয়া ও ভালো বাসা রহিলো ❤💜❤💜❤💜🤲🤲🤲
২-৩ মাসের মধ্যে নির্বাচন শুনে লাফিয়ে উঠছিলাম,, কিন্তু এখন ব্যাপার টা বুঝতে পারছি,, অসাধারণ পরিকল্পনা 👍 আপাতদৃষ্টিতে এটার কোনো নেতিবাচক দিক দেখছিনা,, এই পরিকল্পনার বাস্তবায়ন দেখতে পারলে বিপ্লব সত্যিকার সার্থক হয়েছে বলে মনে হবে😊😊
বাংলাদেশের 300 আসনের মধ্যে 50 টা করে ভাগ করে নির্বাচন দেওয়া যেতে পারে তাহলে আরো সুন্দর হবে আমার মনে হয় পিনাকি স্যারকে অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য
দাদা আজ আমি নিজেকে একটু হলেও জ্ঞানী মনে করছি।২ বছর আগে বাংলাদেশের সুষ্ঠ নির্বাচন নিয়ে ভাবতে ভাবতে,আপনার প্লানের মতোই মডেল খুজে নিয়েছিলাম।আমি আপনার সাথে একমত
Vai amio same kotha boleci.. Ei model prithir onek desh yi follow korte pare..Outstanding ekta idea.. But amader desher othorbo rajnitibidera to eta bujhbe na..
দাদা আপনার পরিকল্পনা অসাধারণ এটা মানতেই হবে; আপনার পরিকল্পনার প্রতি সম্মান জানিয়ে আমি সাধারণ একটা ব্যাপারে আপনাকে অবহিত করতে চাই; সেটা হলো- বাংলাদেশে কোন বাজার কমিটির প্রতি দুই বছর পর পর নির্বাচন হলেও সেখানে প্রচার প্রচারণা শুরু হয় কম করে হলেও ১ মাস আগে থেকে যার কারনে শব্দ দূষণ সহ আরো অন্যান্য সমস্যার সম্মুখীন হয় সাধারণ জনগন। সেক্ষেত্রে যদি প্রতি দুই মাস পর পর এম পি নির্বাচন হয় তবে কিছু নির্বাচনী বিধিমালা কঠোর ভাবে প্রনোয়ন করা উচিৎ বলে মনে করি, তা না হলে আমরা শব্দ দূষণের সাথে সাথে আমাদের পরিবেশকে আরও নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হবে। উদাহরণ স্বরূপ বলা যায় যে- বাংলাদেশের মানুষ গাছের রঙ কেমন তাই ভুলে যাবে; কারন নেতা কর্মীদের পোস্টার দেয়াল, বৈদ্যুতিক খুটি সহ গাছের ডালপালাতেও ঝুলে থাকতে দেখা যায়। আর এই সকল পোস্টার ততক্ষন খোলা হয় না যতক্ষন না এটা ঘুন ধরে মাটিতে না পরে যায়। আপনিই বললেন- "শেষ একবছরে সরকার তার ইমেজ রক্ষার্তে ভালো কাজ করে জনগনের সম্পৃক্ততা চায়''। আর এই সকল ভালো কাজ অথবা অস্তিত্ব প্রকাশের অন্যতম প্রচার মাধ্যম হলো এই সকল রঙ চঙ মাখা পোস্টার, যা রাস্তার মাঝখানের সৌন্দর্য বর্ধনকারী গাছ গুলিকেও রেহায় দেয় না।। বাংলাদেশী অধিকাংশ নেতা কর্মীদের ইমেজ তাদের পোস্টার দ্বারা প্রমাণিত হয় কর্ম দ্বারা নয়। আমার ভুল হলে ক্ষমা করবেন দাদা। আমি শুধু বাস্তব একটা সমস্যা তুলে ধরলাম আলোচনা সাপেক্ষে। আমার বিশ্বাস আমরা আলোচনার মাধ্যমে সর্বোত্তম সমাধান বের করতে পারবো।। সর্বদা আমাদের মত সাধারণ মানুষের পাশে থাকার জন্য আন্তরিক সম্মাননা আপনার প্রতি।।
দাদার মডেল প্রস্তাবনাটা সুন্দর। তবে ১০ আসনে না হয়ে সর্বনিম্ন ৩০/৩৫ আসন হলে ভালো হয়। সংসদের মোট আসনের ১০% হবে তাহলে। আর এই আসনগুলোতে ৬ মাস পরপর নির্বাচন হবে। তাহলে ভালো হবে। বাংলাদেশের মতো দেশের মাত্র ১০ আসন আর এত ঘনঘন নির্বাচন হলে একটা হযবরল হয়ে যাবে। আমার কথাটা বিবেচনা করে দেখতে পারেন.!
Experimental Philosophy - কাকে বলে সেটা আমরা বইতে পড়েছি... কিন্তু দাদা আপনি বাস্তবে কিভাবে প্রয়োগ করা যায় সেটার উদাহরণ দিলেন। যদি কোনোদিন এই তত্ত্ব আমাদের দেশে প্রয়োগ করা হয় অদূর ভবিষ্যতে আপনার এই তত্ত্ব এক্সপেরিমেন্টাল দার্শনিক তত্ত্ব হিসাবে সারাবিশ্বে আলোড়ন তুলবে..... ইনশাআল্লাহ
খুব ভালো একটি প্রস্তব।। অত্যন্ত বুদ্ধিমানের কথা এগুলো।। এটি কোন অনেক সমস্যা একসাথে সমাধান হচ্ছে।। আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আপনার প্রতিভা দেখে আমি খুব ঈর্ষান্বিত হচ্ছি
এত এত সুন্দর একটা আইডিয়া যা আমরা কল্পনা করতে পারিনি এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই নির্বাচন পদ্ধতি টা খুবই গুরুত্বপূর্ণ. সংশ্লিষ্ট সকলকে এই পদ্ধতিটা সম্পর্কে গবেষণা করে সিদ্ধান্ত নেওয়া উচিত. ধন্যবাদ দাদা আপনাকে
এই প্রস্তাবনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলো হয়তো নিবে না, কিন্তু এইটা বাংলাদেশের জন্য খুব চমৎকার একটি নির্বাচনী প্রক্রিয়া হতে পারে। পিনাকী দা আপনাকে অসংখ্য ধন্যবাদ।।
ভাইরে ভাই আই এ্যাম তো পুরাই অবাক, এত সুন্দর ভাবনা এই প্রথম দেখলাম,, দেশের কল্যাণকর হবে যদি উনার প্রতিটা পরামর্শ সরকার গ্রহন করে। আর আমরা জনগণ চাই এমন পদ্ধতি উপদেষ্টারা গ্রহন করুক। পিনাকী ভাইয়ের জন্য রইল দোয়া ও অফুরন্ত ভালোবাসা।।
এটা বাস্তবায়ন হওয়া উচিত।। অসাধারণ একটা আইডিয়া।। রাজনীতিবিদদের জনগণের কথা মাথায় রেখেই সব কাজ করতে হবে।। এতে করে জনগণের পাশাপাশি রাষ্ট্রেরও উন্নতি হবে।
চেয়ারে বসলে ওইটা নিজেদের জমিদারি মনে করে, আপনার এই কথার সাথে আমি ১০০% একমত।
আমিও মনে করি।
❤❤❤True
দাদার মডেল প্রস্তাবনাটা সুন্দর। তবে ১০ আসনে না হয়ে সর্বনিম্ন ৩০/৩৫ আসন হলে ভালো হয়। সংসদের মোট আসনের ১০% হবে তাহলে। আর এই আসনগুলোতে ৬ মাস পরপর নির্বাচন হবে। তাহলে ভালো হবে। বাংলাদেশের মতো দেশের মাত্র ১০ আসন আর এত ঘনঘন নির্বাচন হলে একটা হযবরল হয়ে যাবে। আমার কথাটা বিবেচনা করে দেখতে পারেন.!
Right@@beingrirafi
পিআর পদ্ধতির নির্বাচন সকল সমস্যার সমাধান।
রাজনীতিতে আপনার মত বিচক্ষণ, সাহসী এবং বিশ্লেষক মানুষ আমাদেরকে খুব দরকার।
এই আইডিয়া একদম বাজে। ১০ আসনে ভোট চুরি বন্ধ হবেনা। সমাধান হলো আমেরিকার মতো নির্বাচনী ব্যাবস্থা চালু করা।সমাধান হলো আমেরিকার মতো নির্বাচনী ব্যাবস্থা চালু করা।
গোয়ার মধ্যে গু থাকার কারণে কোন রাজনৈতিক এমন চিন্তা করতে পারে না, দাদা এক্সেপশনাল
অসাধারণ প্রস্তাব
কিন্তু আমার মনে হয় জনগণ গ্রহণ করবে এরকম আরো কিছু ডিফারেন্ট প্ল্যান সামনে হাজির করা হোক এবং সঠিকভাবে জনমত নেয়া হোক, এটা গ্রহণযোগ্য হবে।
পিনাকী ভট্টাচার্য স্যারকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসাবে দেখতে চাই
শুরুতেই বলে রাখি, এই পরিকল্পনা বাংলাদেশের কোন রাজনৈতিক দল বাস্তবায়ন হতে দিবে না।
তবে এটা একটা টনক নাড়িয়ে দেওয়ার মতো পরিকল্পনা। ধন্যবাদ দাদা, ভালোবাসা অবিরাম ❤
এই প্লযানের নাম হওয়া উচিত পিনাকি মডেল
এই আইডিয়ায় নির্বাচন করলে ৩০০আসনের নির্বাচন শেষ হতে ৫বছর সময় লাগবে(৬০মাস)।
তাহলে সংসদে কারা গেউ গেউ করবে।
প্রতিনিয়ত দেশে একটা নির্বাচনি সংঘাত থাকবে... যা দেশকে আরো অস্থিতিশীল করবে।
আর কেও মানুক বা না মানুক নিশ্চিত থাকেন বিএনপি মানবেই না। বিএনপি চায় কালকেই যদি ক্ষমতায় পাইতো বিনা ভোটে, তাদের জন্য আরো ভাল হয়।
ফালতু আইডিয়া।
@@ShafiqulAlam-t2d কী কী কারণে ফালতু আইডিয়া.
পিনাকী ভট্টাচার্য দাদার বিচক্ষণতা, সাহসিকতা, বিশ্লেষণধর্মী
ক্ষমতা ও দূরদর্শিতা অসাধারণ!
বাংলাদেশের রাজনীতিতে আপনার
মতো সৎ, সাহসি ও যোগ্য নেতার খুব
প্রয়োজন।
ধন্যবাদ পিনাকী দাদা।
আমি এই প্রস্তাব শুনে, অবাক, হতবিহবল, কিভাবে একজন মানুষের মাথায় এত ক্রিয়েটিভ আইডিয়া আসে।
স্যালুট দাদা❤️❤️❤️
Exactly I m thinking too bro 😮
দাদার কথা শুনে হাসতে হাসতে বেহুশ অনেক ভালো লাগছে অসাধারণ দাদা অসাধারণ
ডঃ ইউনুস পরবর্তীতে রাষ্ট্রপতি হবেন এটা আমার মনের একান্ত চাওয়া।দাদাও সেই কথাই বললেন।আপনাকে অনেক ধন্যবাদ।
আমার মনের একান্ত চাওয়া ছিল মাওলানা সাঈদী একদিন মুক্ত হয়ে হাসিনামুক্ত বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন। তিনি ছিলেন সকল দলের কাছে, এমনকি হিন্দুদের কাছেও প্রিয়, এছাড়াও ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন।
দাদার মডেল প্রস্তাবনাটা সুন্দর। তবে ১০ আসনে না হয়ে সর্বনিম্ন ৩০/৩৫ আসন হলে ভালো হয়। সংসদের মোট আসনের ১০% হবে তাহলে। আর এই আসনগুলোতে ৬ মাস পরপর নির্বাচন হবে। তাহলে ভালো হবে। বাংলাদেশের মতো দেশের মাত্র ১০ আসন আর এত ঘনঘন নির্বাচন হলে একটা হযবরল হয়ে যাবে। আমার কথাটা বিবেচনা করে দেখতে পারেন.!
আমারও ভাই
Me too
@@beingrirafiআপনার কথার সাথে এক মত । আমি এক্ষুনি এটাই বলতে চাচ্ছিলাম। বাংলাদেশের আবহাওয়ার বিষয়টা বিশেষ ভাবে দেখতে হবে । গলা পানিতে কেউ ভোট দিতে যাবে না । আর একবার ভোট হলে ভারত পানি ছাইড়া সব বাঞ্চাল করতে পারে । 😂😂😂😂😢😮😅🇧🇩🇧🇩🇧🇩
মাশাআল্লাহ। খুবই চমৎকার প্রস্তাব। দেখি দেশপ্রেমিকদের সাড়া কেমন?
ধন্যবাদ দাদাকে।
খুবই চমৎকার আইডিয়া! দেখি বড় বড় দেশপ্রেমিক রাজনৈতিক নেতারা এখন কি বলে?
দেশ প্রেমিক দেশের জন্য কি করছেন শুনি
জানিনা রাজনৈতিক দলগুলো মানবে কিনা তবে তবে এই আইডিয়াটা চমৎকার এর বাস্তবায়ন হওয়া জরুরি বলে আমি মনে করি দাদাকে অশেষ অশেষ ধন্যবাদ দাদার প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা
২৮ বছর বয়সে আজ প্রথমবারের মত ইউটিবএ কমেন্ট করছি দাদা❤❤❤,
আপনার এই আইডিয়াটা অসাধারন সুন্দর, এই প্রথম জনবান্ধব আইডিয়া শুনলাম,যদি এটা কখনো প্রয়োগ হয় বিশ্বে রোল মডেল হবে বলে আশা করি আমি,ইনশাল্লাহ্।
বাস্তবায়ন হউক বা না হউক তবে এই আইডিয়ার জন্য আপনাকে পুরস্কিত করা উচিত।
ঠিক বলছেন
না এটা ভালো আইডিয়া নয়।
কেন ভাই @@m.sheikhmamun3068
দাদার আমি ও একজন ছাত্র দাবি করি, কিন্তু এই আইডিয়া টা ভালো তবে এটা বাংলাদেশ করা যাবে না, এমন হলে দেশ ১/২ বছর পযন্ত আতঙ্কিত হয়ে থাকবে
সঠিক আইডিয়া।
আমি অবাক হলাম চিন্তা করেছেন🤔 কতটা জ্ঞানী, কতটা দেশ প্রেমিক হলে পরে ❤এত সুন্দর পরামর্শ দিতে পারে 👍পিনাকি দাদা🌹 ইলিয়াস ভাই জিন্দাবাদ🇧🇩 💪⚖💙
Congratulations sir for the great ideas ❤
এখন আমরা চাণক্য নীতির কথা শুনি। ভবিষ্যৎ প্রজন্মরা বলবে রাজনীতির পিনাকী নীতি। দাদা ভালোবাসা অবিরাম।
😂
No, he is Hîndu. Tell him to accept 56 year old 🐷 ❤️ 6 year old 👧🏻 faith first.
😂😂😂
নোবেল পুরস্কার প্রফেসর ইউনুস সাহেবকে না দিয়ে সর্বজান্তা দেশপ্রেমিক পিনাকী বাবুকে দিলে উত্তম হতো !!
দাদা মানে পিনাকি হিন্দু না, সে হল নাস্তিক,মুসলিম মেয়েকে বিয়ে করছে @@ahsanhabibbaig9650
You are also pinaki❤❤❤
অত্যন্ত বুদ্ধিদীপ্ত প্রস্তাব, শুনে আমাদের নিকট সহজ মনে হলেও নতুন এই ধারণা বের করতে দাদার অনেক মাথা খাটাতে হয়েছে এটাই ঠিক। ধন্যবাদ আপনাকে।
এমন ইনোভেটিভ আইডিয়া আপনার পক্ষেই সম্ভব। স্যালুট দাদা
Thanks! অসাধারণ আইডিয়া। আওয়াজ উঠাও বাংলাদেশ
1:17 1:19 1:19 1:19 1:19 1:19 1:20 1:20
❤❤❤
শুরুতেই বলে রাখি, এই পরিকল্পনা বাংলাদেশের কোন রাজনৈতিক দল বাস্তবায়ন হতে দিবে না।
তবে এটা একটা টনক নাড়িয়ে দেওয়ার মতো পরিকল্পনা। ধন্যবাদ দাদা, ভালোবাসা অবিরাম
নতুন আইডিয়া ছাড়া বাংলাদেশ কে সুজা করার সম্ভব নয় দাদার ফর্মুলা অনেক সুন্দর।
রাজনৈতিক দল বিপ্লব করে নাই। কাজেই রাজনৈতিক দল এটা হতে দেয়া না দেয়ার কে?! এখন জনগণ যা চায় তাই হতে দিতে হবে।
Right
দাদার মডেল প্রস্তাবনাটা সুন্দর। তবে ১০ আসনে না হয়ে সর্বনিম্ন ৩০/৩৫ আসন হলে ভালো হয়। সংসদের মোট আসনের ১০% হবে তাহলে। আর এই আসনগুলোতে ৬ মাস পরপর নির্বাচন হবে। তাহলে ভালো হবে। বাংলাদেশের মতো দেশের মাত্র ১০ আসন আর এত ঘনঘন নির্বাচন হলে একটা হযবরল হয়ে যাবে। আমার কথাটা বিবেচনা করে দেখতে পারেন.!
এতটাই মুগ্ধ ভাবে শুনছিলাম কোন সময় 7 মিনিট পার হয়ে গেল বুঝতেই পারলাম না পিনাকী দাদাকে যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায়❤
ডক্টর পিনাকি ভট্টাচার্য, রাজনীতিতে আপনার মত বিচক্ষণ, সাহসী এবং বিশ্লেষক মানুষ আমাদেরকে খুব দরকার।
এত সুন্দর পরিকল্পনা,,, এটা বাস্তবায়ন করা উচিত,,,ধন্যবাদ দাদা
খুবই চমৎকার আইডিয়া! দেখি বড় বড় দেশপ্রেমিক রাজনৈতিক নেতারা এখন কি বলে?
কী বুঝলেন এই আইডিয়া টা। পুরাটাই জগাখিচুরি হয়ে গেছে
দাদার পরিকল্পনা অবশ্যই৷ ভাল
yes absolutely right
@@anisulalam-m9g আরেকবার দেখুন মনোযোগ দিয়ে,,,,তাহলেই বুঝতে পারবেন❤️
"এই ধরনের ভিন্নমুখী এবং সাহসী ভাবনা সত্যিই প্রশংসার যোগ্য। দেশের নির্বাচন ব্যবস্থার পরিবর্তন নিয়ে এমন গভীর এবং গঠনমূলক আলোচনা আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে দৃষ্টিকোণ থেকে বিষয়টি তুলে ধরেছেন, তা শুধু বাস্তবসম্মত নয়, বরং ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তনের পথ দেখাতে পারে। এমন সৃষ্টিশীল চিন্তা সত্যিই সমাজের জন্য একটি মূল্যবান সংযোজন। শুভকামনা জানাই এই আইডিয়ার আরো বিস্তার এবং বাস্তবায়নের জন্য।"
ইনকিলাব জিন্দাবাদ।
এটা চমৎকার আইডিয়া রাজনৈতিক নেতাদের এর পক্ষে বক্তব্য ও জনগণের ব্যাপক সমর্থন দরকার
খুব গুরুত্বপূর্ণ খুবই ভালো একটা প্ল্যানিং নির্বাচনের সকল ধরনের সমস্যার সমাধান
খুবই চমৎকার আইডিয়া! দেখি বড় বড় দেশপ্রেমিক রাজনৈতিক নেতারা এখন কি বলে?
খুব ভালো আইডিয়া
দাদা আপনি ও ইলিয়াস ভাই যেভাবে নিরসন ভাবে দেশের মানুষকে বিনা স্বার্থে ভালোবেসে সব তথ্য দেন তার জন্য আপনার কাছে বাংলাদেশের মানুষ ঋণী
অসাধারণ চিন্তা ধারণা 👌
এটাই বাস্তবায়ন হওয়া দরকার
খুবই চমৎকার আইডিয়া! দেখি বড় বড় দেশপ্রেমিক রাজনৈতিক নেতারা এখন কি বলে?
দেখা যাক এখন ,,,বিএনপি ,,,কি বলে
পিনাকী দাদা, আপনি বাংলাদেশের প্রকৃত দেশ প্রেমিক এবং মুক্তিসংগ্রামের সাহসী সৈনিক আপনি আমাদের বাংলাদেশের গর্ব স্যালুট আপনাকে। 🇧🇩♥️
পরামর্শ খুবই পছন্দ হয়েছে। আমি সহমত পোষণ করছি। জাযাকাল্লাহু খয়রান।
দাদা অনেক ধন্যবাদ। দেশের এই ক্রান্তিকালে আপনাকে অনেক প্রয়োজন।
ধন্যবাদ দাদা কঠিন আইডিয়া যদি বর্তমান শাসক ও রাজনৈতিকরা একমত হয়❤❤❤❤
চমৎকার ও সুন্দর পরামর্শ , যদিও রাজনীতিবিদদের এই সুন্দর পরামর্শ গ্রহণ করা কঠিন মনে হয়,অসংখ্য দোয়া রইল , আল্লাহতালা আপনার কল্যাণ করুন,
ডক্টর পিনাক ভট্টাচার্য, রাজনীতিতে আপনার মত বিচক্ষণ, সাহসী এবং বিশ্লেষক মানুষ আমাদের খুবই প্রয়োজন।
😂
এটা আমার শোনা সবচেয়ে সুন্দর প্রস্তাব। এই পদ্ধতি থাকলে স্বৈরাচারী হওয়ার কোনো সম্ভাবনা থাকবেনা। ❤❤
সর্বপ্রথম দাদাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা পরামর্শের জন্য। এত চমৎকার আইডিয়া পৃথিবীর কোন দেশে কোন রাজনৈতিক নেতা, কোন রাষ্টনায়ক এমনকি কোন রাষ্ট্র বিজ্ঞানী ও চিন্তা করেনি। ইউনুস স্যারের উচিত হবে পিনাকী দাদাকে রাজকীয় সম্মান দিয়ে দেশে এনে নির্বাচনের সকল ক্ষমতা দাদাকে দিয়ে তার এই আইডিয়া বাস্তবায়ন করা।গনতান্ত্রিক সব দেশ এই আইডিয়া গ্রহণ করবে। বাংলাদেশ হবে এর জনক।বাই দা পিপল, ফর দা পিপল, অপ দা পিপল। কথায় নয়,কাজে প্রমানীত হবে।
Bangladesh er ওল্ড ভাম গুল কি এসব মানবে ? ওরা এখনও ৯০ সালে পরে আছে 😂😂😂
খুবই বিচক্ষণ চিন্তাধারা যদিও এই চিন্তাধারা অনেকেই সমর্থন নাও করতে পারে, কিন্তু যদি বিভাগীয়ভাবে এটা যায় আরো ভালো হবে।
ভালোবাসা অভিরাম দাদা।
আলহামদুলিল্লাহ ; আপনার পরামর্শের সাথে সহমত!🖤
অসাধারণ চিন্তাধারা
এটাই বাস্তবায়ন হওয়া দরকার
চমৎকার আইডিয়া, ধন্যবাদ দাদাকে, বাস্তবায়ন করা সম্ভব হলে সব সমস্যার সমাধান হবে বলে মনে হয়। প্রতি বিভাগ থেকে প্রতি দেড় থেকে দুই মাস পর পর দুইটা করে সিটে নির্বাচন হতে থাকলে দির্ঘ্য সময়ব্যাপি ভোটের আমেজ দেশব্যাপী চলতে থাকলে সবার মাঝে ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য ফিরে আসবে। ধন্যবাদ দাদা
ঠিকঠিক আলহামদুলিল্লাহ ; আপনার পরামর্শের সাথে সহমত!🖤
অসংখ্য ধন্যবাদ, এক অভূতপূর্ব প্রস্তাব।
সহমত ❤
সহমত
পিনাকী স্যার, আমরা চাই আপনি সারাজীবন ক্ষমতার বিপরীতে অবস্থান নেন। এইভাবে সৎ ও সত্য পর্যালোচনা আর সমালোচনা অব্যাহত রাখুন। আমরা আপনার অন্তরের অন্তস্থল থেকে দুআ করছি। আপনি যেন মহান রাব্বুল আলামীনের রহমত রহমত প্রাপ্ত হোন।
ক্ষমতায় আপনি কখনো আইসেন না স্যার, ক্ষমতা ভালো না।
মাশাআল্লাহ,, দাদা ❤ আপনার পরামর্শ ও চিন্তা ধারা খুবই চমৎকার👌অসংখ্য ধন্যবাদ🙋♂
এই ফর্মুলা দ্রুত বাস্তবায়ন করা হোক।❤
আপনি এবং ইলিয়াস ভাই আছেন কারণেই অনেক অজানা বিষয় গুলো জানতে পারে এই জাতি,আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না।ভালোবাসা অবিরাম।
Right
@@as.mywish ইলিয়াস এর জ্ঞান-গরিমা খুবই নিম্নমানের যেখানে পিনাকীর পড়াশোনা কিংবা আলোচনার বিষয়বস্তু অনেক বেটার
আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর একটা উদ্যোগ
অপেক্ষায় ছিলাম
আমিও
Brainwash,, কিভাবে মানুষের ব্রেইনওযাচ করা, আপনাকে, আর ইলিয়াস কে না দেখলে জানতাম না,
দারুণ একটা আইডিয়া।
এতে দুর্নীতি ও অনেক কম হবে, দেশের উন্নয়ন হবে।
ধন্যবাদ দাদা।
এরকম একটা প্লেন পরিকল্পনার জন্য ধন্যবাদ
অসম্ভব ভালো আইডিয়া। প্রফেসর ইউনুস্কে মানা উচিত। উত্তম আইডিয়া
পিনাকী দাদাকে কি দিয়ে খুশি করবো সেই ভাষা হারিয়ে ফেলেছি
এতো অভূতপূর্ব আইডিয়া কারও মাথায় আসবে না
এটাই হচ্ছে সর্ব শ্রেষ্ঠ নির্বাচনের পদ্ধতি
দাদার প্রতি লক্ষ কোটি দোয়া ও ভালো বাসা রহিলো ❤💜❤💜❤💜🤲🤲🤲
এই নির্বাচন ব্যাবস্থা কত দিন থাকবে
খুবই চমৎকার আইডিয়া! দেখি বড় বড় দেশপ্রেমিক রাজনৈতিক নেতারা এখন কি বলে?
সুন্দর উপস্থাপনা পিনাকী স্যাররের। আপনাকে বাংলাদেশের মূল কাঠামোতে রাখা জরুরী
মাশাআল্লাহ। দেশপ্রেমিক দাদা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ❤❤❤❤❤❤। চমৎকার মতামত
আমি চিন্তা করি একটা মানুষের মাথায় এতো সৃজনশীল আইডিয়া আসে কেমনে।
এক কথায় অসাধারণ পিনাকী।
আমি এই ধরনের একটি চিন্তা করেছিলাম। অসাধারণ ধারণা, এটাই বাস্তবায়ন করুন। ধন্যবাদ দাদা।
যে যাই বলোক আমি একজন ছাএ এবং নাগরিক হিসেবে বলছি এটাই হোক আমাদের চুরান্ত প্রস্তুতি ।
নিঃসন্দেহে এটা অতুলনীয় বার্তা।কতোটা বিচক্ষণতার পরিচয়।স্যালুট দাদা পিনাকী ❤️💚
২-৩ মাসের মধ্যে নির্বাচন শুনে লাফিয়ে উঠছিলাম,, কিন্তু এখন ব্যাপার টা বুঝতে পারছি,, অসাধারণ পরিকল্পনা 👍 আপাতদৃষ্টিতে এটার কোনো নেতিবাচক দিক দেখছিনা,, এই পরিকল্পনার বাস্তবায়ন দেখতে পারলে বিপ্লব সত্যিকার সার্থক হয়েছে বলে মনে হবে😊😊
মাশাল্লাহ। চমতকার প্রস্তাব হয়েছে।
Right
অসাধারণ সৃজনশীল চিন্তা। এমন বিচক্ষণ চিন্তা বাস্তবায়িত হলে দেশ আর জনগণ সবার জন্যই ভালো হবে বলে মনে করি।
বাংলাদেশের 300 আসনের মধ্যে 50 টা করে ভাগ করে নির্বাচন দেওয়া যেতে পারে তাহলে আরো সুন্দর হবে আমার মনে হয় পিনাকি স্যারকে অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য
দাদা আজ আমি নিজেকে একটু হলেও জ্ঞানী মনে করছি।২ বছর আগে বাংলাদেশের সুষ্ঠ নির্বাচন নিয়ে ভাবতে ভাবতে,আপনার প্লানের মতোই মডেল খুজে নিয়েছিলাম।আমি আপনার সাথে একমত
অসাধারণ আইডিয়া দাদা দাদার চিন্তাভাবনা অনেক গভীরে
Darun idea
আমি কোনোদিন কমেন্ট করি নাই আজ করলাম। ❤ সবচেয়ে সেরা এই পদ্ধতি। পৃথিবীর সমস্ত দেশ চাইলে এই পদ্ধতি অনুসরণ করতে পারে।
Vai amio same kotha boleci.. Ei model prithir onek desh yi follow korte pare..Outstanding ekta idea.. But amader desher othorbo rajnitibidera to eta bujhbe na..
Specially the poor, illiterate, countries.
আপনার এই পরিকল্পনা বাংলাদেশের রাজনীতিতে নতুন সংস্কার!!!
আপনার এই পরিকল্পনার সাথে আমি আমার মতামত প্রকাশ করছি💯💯
দাদা আপনার পরিকল্পনা অসাধারণ এটা মানতেই হবে; আপনার পরিকল্পনার প্রতি সম্মান জানিয়ে আমি সাধারণ একটা ব্যাপারে আপনাকে অবহিত করতে চাই; সেটা হলো- বাংলাদেশে কোন বাজার কমিটির প্রতি দুই বছর পর পর নির্বাচন হলেও সেখানে প্রচার প্রচারণা শুরু হয় কম করে হলেও ১ মাস আগে থেকে যার কারনে শব্দ দূষণ সহ আরো অন্যান্য সমস্যার সম্মুখীন হয় সাধারণ জনগন।
সেক্ষেত্রে যদি প্রতি দুই মাস পর পর এম পি নির্বাচন হয় তবে কিছু নির্বাচনী বিধিমালা কঠোর ভাবে প্রনোয়ন করা উচিৎ বলে মনে করি, তা না হলে আমরা শব্দ দূষণের সাথে সাথে আমাদের পরিবেশকে আরও নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হবে। উদাহরণ স্বরূপ বলা যায় যে- বাংলাদেশের মানুষ গাছের রঙ কেমন তাই ভুলে যাবে; কারন নেতা কর্মীদের পোস্টার দেয়াল, বৈদ্যুতিক খুটি সহ গাছের ডালপালাতেও ঝুলে থাকতে দেখা যায়। আর এই সকল পোস্টার ততক্ষন খোলা হয় না যতক্ষন না এটা ঘুন ধরে মাটিতে না পরে যায়। আপনিই বললেন- "শেষ একবছরে সরকার তার ইমেজ রক্ষার্তে ভালো কাজ করে জনগনের সম্পৃক্ততা চায়''। আর এই সকল ভালো কাজ অথবা অস্তিত্ব প্রকাশের অন্যতম প্রচার মাধ্যম হলো এই সকল রঙ চঙ মাখা পোস্টার, যা রাস্তার মাঝখানের সৌন্দর্য বর্ধনকারী গাছ গুলিকেও রেহায় দেয় না।।
বাংলাদেশী অধিকাংশ নেতা কর্মীদের ইমেজ তাদের পোস্টার দ্বারা প্রমাণিত হয় কর্ম দ্বারা নয়।
আমার ভুল হলে ক্ষমা করবেন দাদা। আমি শুধু বাস্তব একটা সমস্যা তুলে ধরলাম আলোচনা সাপেক্ষে। আমার বিশ্বাস আমরা আলোচনার মাধ্যমে সর্বোত্তম সমাধান বের করতে পারবো।।
সর্বদা আমাদের মত সাধারণ মানুষের পাশে থাকার জন্য আন্তরিক সম্মাননা আপনার প্রতি।।
আপনার সুপরামর্শ শুনে অনতর্বর্তী সরকারের সকল উপদেষ্টাদের নতুন করে বালেক হওয়া উচিত।
আর দাদাকে ধন্যবাদ জানানোর মত ভাষা জানা নাই।
পিনাকী দাদার ধারণা 100% সঠিক,তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আসন সংখ্যা 10 এর জায়গায় 20 হতে পারে।
দাদার মডেল প্রস্তাবনাটা সুন্দর। তবে ১০ আসনে না হয়ে সর্বনিম্ন ৩০/৩৫ আসন হলে ভালো হয়। সংসদের মোট আসনের ১০% হবে তাহলে। আর এই আসনগুলোতে ৬ মাস পরপর নির্বাচন হবে। তাহলে ভালো হবে। বাংলাদেশের মতো দেশের মাত্র ১০ আসন আর এত ঘনঘন নির্বাচন হলে একটা হযবরল হয়ে যাবে। আমার কথাটা বিবেচনা করে দেখতে পারেন.!
ওরে এমন কোন দিন চিন্তাও করি নাই,,,
আপাতত বুদ্ধিটা খুবই ভালো লাগছে
❤❤
আমারও একই মন্তব্য
খুবই চমৎকার আইডিয়া! দেখি বড় বড় দেশপ্রেমিক রাজনৈতিক নেতারা এখন কি বলে?
ধন্যবাদ দাদা সুন্দর রাজনীতিবিদরা যেমন অপকর্ম করেন জনগণও এভাবেই আপনাদেরকে ফলাফল দিবে ধন্যবাদ দাদা । সহমত পোষণ করছি
এইটা শুনলে বর্তমান রাজনীতিকদের মধ্যে অনেকেই চিরদিনের মত রাজনীতি ত্যাগ করবে।
😂😂😂😂😂, Valo Bokechen .
😂😂
যুগোপযোগী সিদ্ধান্ত, জনগন আপনার এই সিদ্ধান্ত কে স্বাগত জানায়, জাতি অতি দ্রুত পরিবার তন্ত্রকে বিদায় জানায়, ধন্যবাদ
১০০০%সঠিক।অসাধারণ। স্যালুট বস।এটাই হউক নির্বাচন পদ্ধতি।
ধন্যবাদ প্রিয় দাদা
আলহামদুলিল্লাহ।। আলহামদুলিল্লাহ। অসাধারণ পরিকল্পনা। এভাবে করলে সত্যি অনেক ভালো হবে।
রাজনীতিতে আপনার মত বিচক্ষণ, সাহসী এবং বিশ্লেষক মানুষ আমাদেরকে খুব দরকার। অভূতপূর্ব পরিকল্পনা। ধন্যবাদ দাদা,
Experimental Philosophy - কাকে বলে সেটা আমরা বইতে পড়েছি... কিন্তু দাদা আপনি বাস্তবে কিভাবে প্রয়োগ করা যায় সেটার উদাহরণ দিলেন। যদি কোনোদিন এই তত্ত্ব আমাদের দেশে প্রয়োগ করা হয় অদূর ভবিষ্যতে আপনার এই তত্ত্ব এক্সপেরিমেন্টাল দার্শনিক তত্ত্ব হিসাবে সারাবিশ্বে আলোড়ন তুলবে..... ইনশাআল্লাহ
কথা তো ঠিকই বলেছেন!
ধন্যবাদ দাদাকে,, এমন চমৎকার একটি প্ল্যান বাতলে দেওয়ার জন্য,, অবশ্য অন্তবর্তীকালীন সরকার যদি এটা অনুসরণ করে চলে।।
খুব ভালো একটি প্রস্তব।।
অত্যন্ত বুদ্ধিমানের কথা এগুলো।।
এটি কোন অনেক সমস্যা একসাথে সমাধান হচ্ছে।।
আপনার সাথে আমি সম্পূর্ণ একমত।
আপনার প্রতিভা দেখে আমি খুব ঈর্ষান্বিত হচ্ছি
আলহামদুলিল্লাহ ... নির্বাচন সমস্যায় এতো সুন্দর একটা আইডিয়া দেয়ার জন্য এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে শ্রদ্ধার সাথে মনে রাখবে . আপনাকে ধন্যবাদ
ভিডিওটা বেশি বেশি শেয়ার করা হোক,, আইডিয়াটা সবার কাছে পৌঁছে দেওয়া উচিত,, যাতে এটাই নির্বাচনী পদ্ধতি হয়ে দাঁড়ায়
সুন্দর প্রস্তাবনা দেওয়ার জন্য দাদাকে ধন্যবাদ।
সুপার আইডিয়া। ১০০%কার্যকর
His ideas are bad as he is Hîndu. Tell him to accept 56 year old 🐷 ❤️ 6 year old 👧🏻 faith first.
😂😂😂
তবে ১০ জন না হয়ে ২০/৩০ জন হলে ভালো হবে
আমি এমন নিয়মই চাই যেন রাজনৈতিক দলগুলো প্রকৃত অর্থেই দেশের স্বার্থে কাজ করতে পারবে।
খুব ভালো আইডিয়া। সরকারের উচিত এ পরিকল্পনা বাস্তবায়ন করা । তাহলে যারা দ্রুত ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছে তা রহিত হয়ে যাবে ।
দাদা আমরা ১৮ কোটি জনগন আপনার সাথে আছি। আপনি সবসময় সত্যকথা বলেন। এইজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ । ❤❤❤
রাজনীতিতে আপনার মত লোক চাই যারা এদেশের ময়লা আবর্জনা গুলো ভালোভাবে পরিষ্কার করতে পারবে
বাংলাদেশের প্রেক্ষাপটে এইটা সঠিক সিদ্ধান্ত
এত এত সুন্দর একটা আইডিয়া যা আমরা কল্পনা করতে পারিনি এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই নির্বাচন পদ্ধতি টা খুবই গুরুত্বপূর্ণ. সংশ্লিষ্ট সকলকে এই পদ্ধতিটা সম্পর্কে গবেষণা করে সিদ্ধান্ত নেওয়া উচিত.
ধন্যবাদ দাদা আপনাকে
এই প্রস্তাবনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলো হয়তো নিবে না, কিন্তু এইটা বাংলাদেশের জন্য খুব চমৎকার একটি নির্বাচনী প্রক্রিয়া হতে পারে। পিনাকী দা আপনাকে অসংখ্য ধন্যবাদ।।
দাদা সেরা। এত ভাবনীয় চিন্তা বাংলাদেশের কারো মাথায় আসে নাই। আপনার মত মানুষের বাংলাদেশকে উন্নতিতে নিয়ে যাবে ধন্যবাদ দাদা
খুবই চমৎকার আইডিয়া! দেখি বড় বড় দেশপ্রেমিক রাজনৈতিক নেতারা এখন কি বলে?
পৃথিবীর কারো মাথায়ও আসে নাই।
জাতি আপনার নিউজ এর অপেক্ষায় বসে ছিল দাদা
❤️❤️❤️
মাশাআল্লাহ 🥰🥰❤️আল্লাহ আপনাকে
অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন🥰🥰🥰
100 percent Right bolesen Dada
তেজস্বী ও স্পিরিট নিয়ে স্ক্রিপ্ট লিখার জন্য ও বাংলার মানুষকে তেজস্বী করার জন্য পিনাকী দাদাকে মুল্যবান মন্তব্যে করার জন্য প্রানঢালা শুভেচ্ছা
উফ দাদা সেই পরামর্শ দিয়েছেন,,,, 🎉🎉🎉 আপনার জন্য বুক ভরা ভালবাসা।
কি অসাধারণ বিশ্লেষণ কি অসাধারণ আইডিয়া! চমৎকার চমৎকার একটি আইডিয়া।
পরামর্শটা খুব দারুন। এইভাবে করলে আসলেই স্বৈরাচার হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না
ভাইরে ভাই আই এ্যাম তো পুরাই অবাক, এত সুন্দর ভাবনা এই প্রথম দেখলাম,, দেশের কল্যাণকর হবে যদি উনার প্রতিটা পরামর্শ সরকার গ্রহন করে। আর আমরা জনগণ চাই এমন পদ্ধতি উপদেষ্টারা গ্রহন করুক। পিনাকী ভাইয়ের জন্য রইল দোয়া ও অফুরন্ত ভালোবাসা।।
❤❤
আমিও অফাক! টানা এক মিনিট হাঁ হয়ে ছিলাম।
10/10 logical idea
ধন্যবাদ জানাই সংগ্রামী পিনাকী ভট্টাচার্য দাদা কে
দারুন পিনাকীদা!! দারুন কিছু পরামর্শ আর পরিকল্পনা। এগুলো বাস্তবায়ন করা গেলে দারুন হতো!!!
যুগপযোগী ও বাস্তবত সম্মত আইডিয়া বাস্তবায়ন হোক....
এটা বাস্তবায়ন হওয়া উচিত।। অসাধারণ একটা আইডিয়া।। রাজনীতিবিদদের জনগণের কথা মাথায় রেখেই সব কাজ করতে হবে।। এতে করে জনগণের পাশাপাশি রাষ্ট্রেরও উন্নতি হবে।
এটাতো পরিকল্পনা না মনে হল যেন আগুন 🔥
জাস্ট ফাটিয়ে দিয়েছো দাদা, এগিয়ে যাও বাংলাদেশ নতুন মডেলে।