আমি পশ্চিমবঙ্গের মানুষ,বাংলা গানের এত সুন্দর উপস্হাপনা ভাবাই যায় না।ভগবান যে কেন আমাদের আলাদা করল মনে হলে ভিষন রাগ হয়।মনে হয়ে এক ছুটে চলে যাই আপনাদের কাছে।
আমি পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ থেকে একজন আপনাদের চ্যানেলে চঞ্চল দা এবং শাওন দিদির গান শুনি, আমি চঞ্চল দা শাওন দির একজন ফ্যান হয়ে গেছি। ওনাদের আরও অনেক গান শুনতে চাই।
বাংলার সংস্কৃতির ইতিহাস এবং ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে আরও অনেক বছর ধরে রাখার জন্যই আমাদের এই আয়োজন। আমরা যেন কখনো না হারাই তাই সবসময় আমাদের সাথেই থাকবেন। ❤️
রাজা মশাই যদি দেখতেন তার প্রেম ভালবাসা আর উদাসীনতা মানুষের মনে কতটা দাগ কেটেছে,উনি না জানি কতটা খুশি হতেন!! এই প্রজন্মের মানুষের কাছে হাসন রাজা যেমন প্রিয় তেমনি চঞ্চল চৌধুরী আর মেহের আফরোজ শাওন ও একই রকম প্রিয়...ভালবাসা অবিরাম❤️❤️❤️
'সর্বত মঙ্গল রাধে' গানের পর চঞ্চল চৌধুরী এবং শাওন জুটির গানের অপেক্ষায় ছিলাম। অপেক্ষার সুমিষ্ট ফল এই গান শুনে সত্যিই নিশা হয়ে গেছে। পার্থ বড়ুয়াকে ধন্যবাদ এমন চমৎকার সঙ্গীতায়োজনের জন্য
গানের আবহ টাই স্বর্গীয় হয়ে উঠেছে ওনাদের দুজনের সুর আর মুখের অভিব্যক্তি র জন্যে l সঙ্গে chorous যারা গাইলেন তারা ও যন্ত্রে যারা ছিলেন তারাও সব্বাই কার মিলিত প্রচেষ্টায় গানটা সত্যিই এপিক হয়েগেছে l এই বঙ্গেও ইমন এই গানটা খুব সুন্দর উপস্থাপনা করলেও সেটা চঞ্চল -মেহের আফরজ শাওন এর টির সঙ্গে তুলনীয় নয় l এই লোকগীতি কে এই ভাবে উপস্থাপনা করার কথা যে পরিচালক ভেবেছিলেন তাঁকে অসংখ্য ধ্যন্যবাদ l
আমাদের সিলেটের কৃতি সন্তান সাধক দেওয়ান হাছন রাজা চৌধুরীর কালজয়ী সৃষ্টি গানগুলির একটি গান আবারো নতুন রুপে জনসম্মুখে নিয়ে আসার জন্য ধন্যবাদ❤ দুই জনের কন্ঠেই অসাধারণ মানিয়েছে গানটা❤সেই সাথে অঙ্গ ভঙ্গি টাও অনেক মানিয়েছে😊
গানের আবহ টাই স্বর্গীয় হয়ে উঠেছে ওনাদের দুজনের সুর আর মুখের অভিব্যক্তি র জন্যে l সঙ্গে chorous যারা গাইলেন তারা ও যন্ত্রে যারা ছিলেন তারাও সব্বাই কার মিলিত প্রচেষ্টায় গানটা সত্যিই এপিক হয়েগেছে l এই পশ্চিমবঙ্গেও ইমন এই গানটা খুব সুন্দর উপস্থাপনা করলেও সেটা চঞ্চল -মেহের আফরোজ শাওন এর টির সঙ্গে তুলনীয় নয় l এই লোকগীতি কে এই ভাবে উপস্থাপনা করার কথা যে পরিচালক ভেবেছিলেন তাঁকে অসংখ্য ধ্যন্যবাদ l
আমি পশ্চিমবঙ্গের, সবুজে ঘেরা ‘ঝাড়গ্রাম’ জেলার একজন শ্রোতা। এই generation এর যুগে trending হাজার হিন্দি গানের মাঝেও যখন এই ধরণের গান শুনি, গানের সুর, তাল, বাজনা, তার চেয়েও বড়ো কথা গানটা আমাদের সামনে উপস্থাপনা করার সময় ওনার অন্তরের ভাব-ভঙ্গি এর কাছে গানটির মাঝে নিজেকে যেন হারিয়ে ফেলি বার বার। এই ধরণের গান যতবার শুনি ততবার নিজেকে বাঙালি বলে গর্ববোধ করি। আমি গর্বিত আমি বাঙালি।❤
এপার ওপার বলে কিছু নেই। শিল্পীদের কোন ভৌগলিক রেখা দিয়ে আটকে রাখা যায় না। তাদের সৃষ্টি সবাইকে যেন নূতন করে মুগ্ধ করেছে। ভারত থেকে ধন্যবাদ জানাই সাড়াজাগানো এই জুটিকে।
বাংলাদেশের সেরা জুটির কাছ থেকে আরেকটি অসাধারণ সুন্দর গান শুনতে পেলাম। গানের মিউসিক ও খুবই সুন্দর। ভারতবর্ষ থেকে জানাই আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা। ❤ from INDIA
যতবার শুনি তারপর ও আবার শুনতে ইচ্ছে করে। ইউটিউব এ এই গানটি আর ও অনেকে গেয়েছেন কিন্তু এই দুই শিল্পীর সুর ও এক্সপ্রেশন দুইটি মন কেড়ে নিয়েছে। সত্যি অসাধারণ। রাতে ঘুমাতে গিয়ে গানটি একবার না শুনলে ঘুম ই আসে না। সত্যি নেশা লেগে গেছে। ❤❤❤❤❤❤❤
অপূর্ব, বার বার শুনতে ইচ্ছে করে এমন সুন্দর গান। আমি ব্যাঙ্গালোরে থাকি কিন্তু এই গান টা শুনে মনে হয় , আমি যেন বাংলা দেশ কে অনুভব করতে পারছি এখান থেকেই।
আর বাংলাকে সবথেকে বেশী বিকৃত ও অসম্মান করা হয়েছে পশ্চিম বাংলার দ্বারা। ভালো কিছু তো করতেই পারে না - বরং বাংলাকে সবজায়গায় অসম্মান করে। রিয়েলিটি শো,সিরিয়াল কথিত বিশেষ দিবসে বেশ্যাগিরি আর ভাষা বিকৃতি ছাড়া পশ্চিমবাংলা বাংলাভাষাকে কিছুই দেয়নি। বরং যারা দিয়েছিলো সেই রবীন্দ্রনাথ, নজরুলের নিত্যনতুন অপমানের পন্থা তারা বের করে। ধিক্কার জানাই। বাঙালী বলে পরিচয় দেওয়ার কোন অধিকার তাদের নেই। ছি!
চঞ্চল স্যারের এইবারের গেটাপ টা পুরো জেন্টালমেন্ট এর মত ছিলো🙂,,,আর কন্ঠের সাথে এক্সপ্রেশন টাও যোসস ছিলো😇😇,,আর শাওন ম্যামের চাহনি ও অনেক বেশি সুন্দর ছিলো😍😍😍
অবশেষে অপেক্ষার অবসান হলো কাঙ্ক্ষিত গান শুনে ফেললাম অসাধারণ হয়েছে চঞ্চল ও শাওনের কন্ঠে চমৎকার অনেক বার শুনা হয়েছে ipdc কে ধন্যবাদ আপলোড দেওয়া জন্য 👌👌👌
From Assam (Bharat) Sir ma'am apnarar 2 jon kache tekhe aro onek gaan sunte chai please amader sobar echa ta jen apnara puron koren ....kub valo lagese mon dil mugdha hoi jai apnara 2 joner gaan sunle.... ❤❤Love you so much both❤❤
গানটির নেশায় জড়িয়ে গেলাম আরেকটু। এতো সুন্দর উপস্থাপনা 🙏। বিশেষ করে চঞ্চল চৌধুরী ও শাওনের কেমিস্ট্রি টা অনবদ্য ❤। ওনারা গান করছেন না, গানের ভাবসাগরে ডুব দিয়েছেন। গানটিকে একেবারে জীবন্ত করে তুলেছেন এই দুই শিল্পী 🎉।
যতবার গানটি শুনে ততবার মুগ্ধ হয় কতবার যে আমি শুনেছি তা বলে আমি আমি বলে শেষ করতে পারবো না ধন্যবাদ ধন্যবাদ জানাই চঞ্চল দাদা ও শাওন আপনাকে এত সুন্দর গান উপস্থাপনা করার জন্য । পরানের বান্ধব রে বুড়ি হলাম তোর কারনে এই গানটি উপস্থাপনা করার অনুরোধ রইল,,,,
শাওন আপু, চঞ্চল চৌধুরি, এবং ফজলুর রহমান বাবু স্যার এরা ঈদের চাদের মত বছরে দুইবার আসে, যখন আসে তখন সারাদুনিয়ায় ভক্তদের প্রশংসায় ভাসে,অসাধারণ তাদের গান গুলি 👌
অবস্থা যা দাঁড়াচ্ছে, এই জুটির গানে আর পার্থদা'র পরিচালনা- এই হারমোনির কাছে খুব গভীরভাবে বাঁধা পড়ে যাচ্ছি।। এখন শুধুই পরের গানের অপেক্ষা... ভালোবাসা রইল
হাসন রাজার এই অনবদ্য সৃষ্টিকে এত সুন্দর প্রতিস্থাপন করেছেন চঞ্চল চৌধুরি মহাশয় ও মেহের আরফোজ শাওন যে সত্যি যতবার শুনি ততই মোহিত হয়ে পড়ি , অনেক স্মৃতি দরজায় উঁকি মেরে বলে আবার ফিরবি নাকি অতীতে , তবে না থাক। এই বেশ ভালো আছি। অনেক ভালোবাসা গুণমুগ্ধ শ্রোতা ....
অত্যন্ত সুন্দর উপস্থাপনা। যত বারই দেখি না কেন মনের আশ মেটে না। বার বার দেখতে ও শুনতে ইচ্ছে করে। প্রতিটি শিল্পীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম। দেশ আমাদের বুক চিরে আলাদা করে দিয়েছে কিন্তু মন থেকে আমরা এখনো একই আছি। ভারতবাসী হয়েও বাংলা আমার মা। মাকে আলাদা করা যায় না। আরও এইরকম মর্মস্পর্শী গান আমাদের উপহার দিন। ভালো থাকবেন। প্রণাম নেবেন।
হাসন রাজার এই অনবদ্য সৃষ্টিকে এত সুন্দর প্রতিস্থাপন করেছেন চঞ্চল চৌধুরি মহাশয় ও মেহের আরফোজ শাওন যে সত্যি যতবার শুনি ততই মোহিত হয়ে পড়ি, অনেক স্মৃতি দরজায় উঁকি মেরে বলে আবার ফিরবি নাকি অতীতে, তবে না থাক। এই বেশ ভালো আছি। অনেক ভালোবাসা ❤❤❤❤ কলকাতা থেকে এক গুণমুগ্ধ শ্রোতা........🙏🙏🙏
আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলা থেকে বলছি বাংলাদেশ এর নাটক ও এই গান গুলো অসাধারণ,যার কোনো তুলনায় হয় না,চঞ্চল বাবু ও শাওন দিদি র কণ্ঠে আরো গান চাই
আমাদের সিলেট, সুনামগঞ্জের বিখ্যাত রাজা [ হাছন রাজার ] লিখা গানটা সত্যিই অসাধারণ হয়েছে...
Thanks a lot IPDC MUSIC ♥
হুম অনেক সুন্দর
আহা খাঁটি বাঙালিয়ানার স্বাদ পেলাম।চঞ্চল চৌধুরীর চোখে ছাউনি চুলের ভাঁজ!!!!
আর শাওনের কি এক্সপ্রেশন!!!
আহা এভাবেই বেঁচে থাকুক আমার বাঙলার সংস্কৃতি ❤️❤️❤️
Hi Tomalika
@@subratasarker7860 hlw
U r Hindi not bangla
@@tomalikadey2808 আমরা কি বন্ধু হতে পারি?
হুম,, হাসা কথা
আমি পশ্চিমবঙ্গের মানুষ,বাংলা গানের এত সুন্দর উপস্হাপনা ভাবাই যায় না।ভগবান যে কেন আমাদের আলাদা করল মনে হলে ভিষন রাগ হয়।মনে হয়ে এক ছুটে চলে যাই আপনাদের কাছে।
আপনার আমন্ত্রণ রইল
আসেন
Nimontronno roilo
দাওয়াত/ নিমন্ত্রণ রইল। আইসেন।।
আসে ভাই যতোদিন মন চায় থেকে যাবেন
বাংলাদেশি হয়ে গর্বিত যে আমার ভাষায় এতো সুন্দর সুন্দর গান লেখা হয়েছে
একবার দেইখ্যা আর শুইন্যা মন ভরলোনা... কয়েকবার প্লে করলাম
দুজনের ক্যামেস্ট্রি চমৎকার হয়েছে
Sme vai asolei bokal music gula ki aha ak kothay osadaron ipdc ka tnx amder ai rokom gan deyar jonno ❤ doa o vlo basa roilo
আমি ভারত থেকে দেখছি। বাংলাদেশর এই ধরনের গান অসাধারণ।সব্বাইকে ধন্যবাদ।
Thanks dada
Thanks 💞
@ii darun 🥰💓
@@dulalchandrabarman596 any cjkx mjgnn
Ylo fe
Aw
.
Ljfasvjvafbx
@@kestochunari6423 p and
চঞ্চল বাবুর অভিনয়ের ভক্ত, উনি এতো ভালো গান করেন, জানা ছিলো না তো..!!! অসাধারণ উপস্থাপনা, কলকাতা থেকে শুভেচ্ছা রইলো। ❤️
SUDHU OBHINOI, BA GAAN NOI, UNI EKJON ART-ER SUDENT. TAI OSADHARON CHOBI AKEN O BHASKARJO KOREN.
2 to gan just fatafati kono kotha bola jabai na ❤❤❤❤❤❤❤ osa dharon perform
আমি পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ থেকে একজন আপনাদের চ্যানেলে চঞ্চল দা এবং শাওন দিদির গান শুনি, আমি চঞ্চল দা শাওন দির একজন ফ্যান হয়ে গেছি। ওনাদের আরও অনেক গান শুনতে চাই।
আমাদের দেশের শ্রেষ্ট অভিনেতা চঞ্চল চৌধুরী উনি খুব ভালো গানও খুব ভালো গায়।
শাওন, হুমায়ুন আহমেদ স্যারের রেখে যাওয়া সেরা চরিত্র। যত দেখি তত অবাক হই, এত ট্যালেন্ট! এত অসাধারণ।
আর চঞ্চল চৌধুরী তো অসাধারণই❤️❤️❤️
ঠিক বলেছেন।
নেশা লাগিলোরে নেশা লাগিলোরে আসলেই গানটার প্রতি আমার নেশা লেগে গেছে , সমগ্র টিমকে ধন্যবাদ......।
২০৫০ সালের জন্য কমেন্ট করে গেলাম।
বাংলার সংস্কৃতির ইতিহাস এবং ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে আরও অনেক বছর ধরে রাখার জন্যই আমাদের এই আয়োজন। আমরা যেন কখনো না হারাই তাই সবসময় আমাদের সাথেই থাকবেন। ❤️
🎉
রাজা মশাই যদি দেখতেন তার প্রেম ভালবাসা আর উদাসীনতা মানুষের মনে কতটা দাগ কেটেছে,উনি না জানি কতটা খুশি হতেন!!
এই প্রজন্মের মানুষের কাছে হাসন রাজা যেমন প্রিয় তেমনি চঞ্চল চৌধুরী আর মেহের আফরোজ শাওন ও একই রকম প্রিয়...ভালবাসা অবিরাম❤️❤️❤️
'সর্বত মঙ্গল রাধে' গানের পর চঞ্চল চৌধুরী এবং শাওন জুটির গানের অপেক্ষায় ছিলাম। অপেক্ষার সুমিষ্ট ফল এই গান শুনে সত্যিই নিশা হয়ে গেছে। পার্থ বড়ুয়াকে ধন্যবাদ এমন চমৎকার সঙ্গীতায়োজনের জন্য
কলকাতা থেকে বলছি।গত বারের সর্বত মঙ্গল রাধে গানটির পর আরেকটি অসাধারণ পরিবেশন।বাংলার প্রচলিত পল্লীগীতি নিয়ে এরকম আরো গান হোক।সকলকের জন্য শুভ কামনা রইল।
ধন্যবাদ
ua-cam.com/channels/an8NqIaBU-Z9kodrECTj2w.html
P
সুরা লোকমান এ-র ৬নং আয়াতে বলা হয়েছে, যারা গান-বাজনা করে তাদের জন্য রয়েছে অবমাননা কর শাস্তি।
@@আগামীরপথে-ম৬চ apni eikhane keno? Tar mane apnio haram kaj korchen...
আমি পশ্চিমবঙ্গ থেকে। চঞ্চল বাবুর অভিনয় তার সাথেই তার গানের ফ্যান হয়ে গেছি, এই গানে শাওন ম্যাডাম ও চঞ্চল বাবুর যৌথ অসাধারন অভাবনীয় পরিবেশন। ❤❤
কতটা ভালোবাসা থাকলে গান এখনো আসেনি সবাই এসে বসে রয়ছে,, গান শুনবে বলে,,, এটাই হয়তু ভালোবাসা
আগেবে বানান ভুল করছেন অনেক।
@@sayedahamad4288 আগেবে নয় আবেগে হবে।ভুল ধরতে এসে আপনিও ভুল করেছেন।😁
see you not for mind..😆
ha ha react er jonno jor dabi janacchi
@@SharminSultana-22 have a relax
😀😀😀😀
ডুয়েট কণ্ঠে বহু গান শুনেছি। এই দু'জনের গানে চোখের যে ভাষা ও ইঙ্গিত তা অন্য কারো ডুয়েটে দেখিনি। এইটা এপিক!
গানের আবহ টাই স্বর্গীয় হয়ে উঠেছে ওনাদের দুজনের সুর আর মুখের অভিব্যক্তি র জন্যে l সঙ্গে chorous যারা গাইলেন তারা ও যন্ত্রে যারা ছিলেন তারাও সব্বাই কার মিলিত প্রচেষ্টায় গানটা সত্যিই এপিক হয়েগেছে l এই বঙ্গেও ইমন এই গানটা খুব সুন্দর উপস্থাপনা করলেও সেটা চঞ্চল -মেহের আফরজ শাওন এর টির সঙ্গে তুলনীয় নয় l এই লোকগীতি কে এই ভাবে উপস্থাপনা করার কথা যে পরিচালক ভেবেছিলেন তাঁকে অসংখ্য ধ্যন্যবাদ l
জাত অভিনয় শিল্পী দুজনেই
অসাধারণ। অভিনয় আর গান দুই শিল্প মিলেমিশে একাকার হয়ে এক অনন্য শিল্পকলায় উন্নিত হয়েছে। কলকাতা থেকে পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই।
চঞ্চল চৌধুরি এবং শাওন এর গাওয়া গান গুলো সত্যি চমৎকার
বাংলা গান শুনার আগ্রহ আরো বেরে যায়
আরো নতুন গান আপনাদের কাছ থেকে শুনতে চাই
চঞ্চল দাদার বাঁকা দাঁতের হাসি এবং শাওনের গানের সাথে তাল মেলানো অসম্ভব সুন্দর হয়েছে।
বাকা দাঁতের হাসি নাকি বাকা ঠোঁটের হাসি হবে
আমি ভারতের ব্যঙগালোর থেকে লিখছি, এতদিন চঞ্চল চৌধুরীর অভিনয়ে মুগ্ধ ছিলাম এবার গায়ক চঞ্চল চৌধুরী কে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানালাম,❤️
Hmm me too❤️❤️❤️❤️r ami kolkata theke ❤️
Begalor ar language ki?
Absolutely Superb.
বাঙ্গালোর ।।
ধন্যবাদ আপনাকে !
অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা।
যুবতী রাধের মতো এটাও হিট হবে🥰❤️❤️
শুভ কামনা শ্রদ্ধেয় চঞ্চল চৌধুরী & মেহের আফরোজ শাওন 🌻
আমাদের সিলেটের কৃতি সন্তান সাধক দেওয়ান হাছন রাজা চৌধুরীর কালজয়ী সৃষ্টি গানগুলির একটি গান আবারো নতুন রুপে জনসম্মুখে নিয়ে আসার জন্য ধন্যবাদ❤ দুই জনের কন্ঠেই অসাধারণ মানিয়েছে গানটা❤সেই সাথে অঙ্গ ভঙ্গি টাও অনেক মানিয়েছে😊
খুব সুন্দর গান।। শাওন ম্যাডাম এবং চঞ্চল চৌধুরী এর খুব সুন্দর পরিবেশনা।।
অনেক ভালোবাসা বাংলাদেশ কে।। 🇧🇩🇮🇳
আপনাকেও অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে❤️
❤️❤️❤️👌
Nice
Hi yrrpthh
গানের আবহ টাই স্বর্গীয় হয়ে উঠেছে ওনাদের দুজনের সুর আর মুখের অভিব্যক্তি র জন্যে l সঙ্গে chorous যারা গাইলেন তারা ও যন্ত্রে যারা ছিলেন তারাও সব্বাই কার মিলিত প্রচেষ্টায় গানটা সত্যিই এপিক হয়েগেছে l এই পশ্চিমবঙ্গেও ইমন এই গানটা খুব সুন্দর উপস্থাপনা করলেও সেটা চঞ্চল -মেহের আফরোজ শাওন এর টির সঙ্গে তুলনীয় নয় l এই লোকগীতি কে এই ভাবে উপস্থাপনা করার কথা যে পরিচালক ভেবেছিলেন তাঁকে অসংখ্য ধ্যন্যবাদ l
হিন্দি গানের ভিড়ে হারিয়ে যাওয়ার পর যখন IPDC গান গুলো শুনি তখন আবার বাংলা গানে ফিরে আসতে মন চায়
বাংলা ফিরে আসো ভাই এটার। মজা সুধু আমরা বাংলার মানুষ বুঝি
Good luck
চঞ্চলবাবুর অভিনয় ও গান দুইই অপূর্ব। তাঁকে আরও বেশী করে টলিউডে দেখতে চাই। Love from Kolkata
যত শুনি মুগ্ধ হয়ে যাচ্ছি।
আর বুঝতে পারছি হুমায়ুন স্যার শাওন ম্যামের প্রেমে কেন এত মজেছেন।
ভারত থেকে দেখছি ।
অনবদ্য , অভূতপূর্ব, আরও অনেক অনেক বেশী এই জুটির গান আমাদের কে উপহার দেওয়ার অনুরোধ রইল
Me too
Hi
Amio dekci , apnr bass kothai
@@parthadebbarma9143 ua-cam.com/video/Xp4TaD0uQmw/v-deo.html
@@alaminalamin2959 ua-cam.com/video/Xp4TaD0uQmw/v-deo.html
বাংলা লোকগীতি কে এভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।মেহের আফরোজ শাওন,চঞ্চল চৌধুরী এবংসমস্ত কলাকুশলীরা অনবদ্য!
Fg
Gaan ti apurbo geyechen apnara. Shilpi dui jon ke antorik subhechha roilo. Ei rakom gaan aro shunte chai.
এত সুন্দর পরিবেশনা আর বাঙালি বেশ।সুরের মাঝে যেন বাংলার মাটির একটা সুমধুর ঘ্রান।আহা আমার বাঙালি সংস্কৃতি!!
আমি পশ্চিমবঙ্গের (ভারত) মালদহ থেকে..... এত সুন্দর উপস্থাপনা মনোমুগ্ধকর.... সত্যিসত্যিই দিল খুশ করে দিল।
ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।
@@MyChannel-h4lবাংলাদেশ থেকে স্বাগতম আপনাদের কে বাংলাদেশে আসার জন্য। ধন্যবাদ
অসাধারণ! এই গানটার প্রেমে পড়েছি হুমায়ূন স্যারের আগুনের পরশমণি মুভির মাধ্যমে!আজকে স্যারের মৃত্যুবার্ষিক😞
হমম
হাসন রাজা এবং পিয়ারীকে চোখের সামনে দেখতে পেলাম। চঞ্চল দা, শাওন দি ভালোবাসা রইল তোমাদের জন্য।
Love from Kolkata
Please add the man behind scene Partho da in your thanks giving list.
ua-cam.com/video/bCeVVjdjP90/v-deo.html
ঐ দিকে হুমায়ুন আহমেদের কবরে আগুন দাউদাউ করে জ্বলতেছে।
ua-cam.com/channels/an8NqIaBU-Z9kodrECTj2w.html
মম
যমম
মম
আমি পশ্চিমবঙ্গের, সবুজে ঘেরা ‘ঝাড়গ্রাম’ জেলার একজন শ্রোতা। এই generation এর যুগে trending হাজার হিন্দি গানের মাঝেও যখন এই ধরণের গান শুনি, গানের সুর, তাল, বাজনা, তার চেয়েও বড়ো কথা গানটা আমাদের সামনে উপস্থাপনা করার সময় ওনার অন্তরের ভাব-ভঙ্গি এর কাছে গানটির মাঝে নিজেকে যেন হারিয়ে ফেলি বার বার। এই ধরণের গান যতবার শুনি ততবার নিজেকে বাঙালি বলে গর্ববোধ করি। আমি গর্বিত আমি বাঙালি।❤
IPDC এর যত গান রিলিজ হয়েছে,সব গান ডাউনলোড করে ফোনে রাখছি, এই গান টার জন্য অপেক্ষায় রইলাম....
IPDC ❤️❤️❤️
ভারতবর্ষ থেকে বলছি, চঞ্চল চৌধুরী ও শাওন এর গলায় আরো অনেক গান শুনতে চাই, দুজনের যৌথ পরিবেশনা অসাধারণ 👌👌👌
মনপুরা সিনেমার গানগুলো শুনবেন চঞ্চল দার প্রেমে পড়ে যাবেন।
ekdom
❤
Akdom
আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার....চঞ্চলতার নতুন গাড়ি এসেছে শুনেন অনেক সুন্দর হয়েছে গানটা
এপার ওপার বলে কিছু নেই। শিল্পীদের কোন ভৌগলিক রেখা দিয়ে আটকে রাখা যায় না। তাদের সৃষ্টি সবাইকে যেন নূতন করে মুগ্ধ করেছে। ভারত থেকে ধন্যবাদ জানাই সাড়াজাগানো এই জুটিকে।
সীমার বাইরে অসীম। শিল্প ও শিল্পী।
Last resting place in japan Vlog
ua-cam.com/video/Pg6muW0Zo4E/v-deo.html
বাংলাদেশ থেকে শুভেচ্ছা।
যতদিন পদ্মা,মেঘনা,যমুনা বহমান থাকবে ততদিন বাংলাদেশের অস্তিত্ব থাকবে।
ওপার বাংলা নয় বাংলাদেশ!
🇧🇩
এহেণ উন্নত শিল্গীদের গুণকির্তন করার মতো ভাষা আমি হারিয়ে ফেলিয়াছি ৷ প্রকৃতি তাঁদের প্রতি সদয় হোক এই প্রত্যশা রইল ৷
যত দিন যাচ্ছে ততো মুগ্ধ হচ্ছি। বাংলা গানের প্রেমে পরছে সবাই এই দুজনের জন্য।
বাংলাদেশের সেরা জুটির কাছ থেকে আরেকটি অসাধারণ সুন্দর গান শুনতে পেলাম।
গানের মিউসিক ও খুবই সুন্দর।
ভারতবর্ষ থেকে জানাই আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা।
❤ from INDIA
সর্বতমঙ্গল রাধের পর আরেকটি অসাধারণ সৃষ্টি। এই জুটির তুলনা হয় না।পার্থদা অসাধারণ।
@sakib অ
Yes
@@lifelearning6694 cud
M
❤
রুহ অবদি কেঁপে উঠে এসব গান শুনলে। হাসন রাজা এসব কি রেখে গেলো আমাদের জন্য। আমরা সিলেট বাসী সত্যিই গর্বিত।
আহা কি অপূর্ব 🖤 বার বার শুনেও মন ভরে না। পরিবেশ, মিউজিক, দুই শিল্পী, এক্সপ্রেশন সব মিলিয়ে প্রাণ জুড়িয়ে যায়৷ সমগ্র টিমকে ধন্যবাদ। 🙏😍
Didi
rights kotha bondhu
ভালোবাসা অভিরাম💚🥰💚
আমরা সত্যিই ভাগ্যবান যে আমাদের একজন চঞ্চল চৌধুরী আছে।
কৃতজ্ঞতা শাওন আপা ও সংশ্লিষ্ট সকলকেই।
এক কথায় অসাধারণ অনবদ্য।। অনেক অনেক ভালোবাসা রইলো চঞ্চল চৌধুরী দাদা ❤️❤️😘😘
কী অপূর্ব পরিবেশনা... অন্তরলোক থেকে উৎসারিত হল স্বস্তি স্বস্তি স্বস্তি...ভারতের প্রদীপ 🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤❤🎉🎉
বাংলার পুরোনো গানের ঐতিহ্য ধরে রাখার জন্য,এই টাইপের গানগুলোই যতেষ্ট✌️
বাকা দুই নয়নে নিশা লাগিলো রে😍😍😍✌️🇧🇩✌️❣️✌️
Akdom thik bolsen
শাওন আপু, আপনি সত্যি এক্সট্রা ট্যালেন্টেড। তাছাড়া এতো সুন্দর গান করা সম্ভব নয়। চঞ্চল ভাই ও সেই জিনিয়াস! লাভ ইউ অল!💗💗💓💓💜💜❤️❤️
লাইক দিলে আবার আসবো শুনতে
হুম❤🎉
আমি চাই না, আমি লাইক দেওয়ার কারনে আবার গুণাগার হন
গর্দ়ভ @@MdShifatHasan-b5t
Gadha😂@@MdShifatHasan-b5t
একটি মানুষ কতটা জ্ঞান অর্জন করলে সব ধীক থেকে সেরা হতে পাড়ে।
অসাধারণ প্রতিভা তাহার সর্ব্বাঙ্গিন মঙ্গল কামনা করচি।
এতগুলো বানান ভুল
নবদ্বীপ, নদীয়া, পশ্চিম বংগ, ভারত থেকে দেখলাম এবং মুগ্ধ হলাম। চঞ্চল চৌধুরীর অভিনয়ে তো মুগ্ধ ছিলাম, আজ তাঁর গায়কী নতুন করে মুগ্ধ করলো। অসাধারণ, অতুলনীয়।
I think you don't know about Shawn Ma'am!😂
যতবার শুনি তারপর ও আবার শুনতে ইচ্ছে করে। ইউটিউব এ এই গানটি আর ও অনেকে গেয়েছেন কিন্তু এই দুই শিল্পীর সুর ও এক্সপ্রেশন দুইটি মন কেড়ে নিয়েছে। সত্যি অসাধারণ। রাতে ঘুমাতে গিয়ে গানটি একবার না শুনলে ঘুম ই আসে না। সত্যি নেশা লেগে গেছে। ❤❤❤❤❤❤❤
Tai bujhi 😊
Aamaro ek e condition roj rate ek bar sunbo tar por ghumobo
ভাগ্যিস বাঙালি হয়ে জন্মেছি। নয়তো এত সুন্দর গানের মাধুর্য শুনতে পেতাম না হয়তো।
খুবই ভালো লাগলো গানটি❤
এই গানটি অনেক শিল্পীর কন্ঠে শুনেছি আমার কাছে চঞ্চল শাওন জুটিই বেস্ট খুবই সুন্দর গেয়েছেন অভিনন্দন আপনাদের দুজনকে
চঞ্চল দাদা এবং শাওন দিদি দারুণ গেয়েছেন। অন্যান্য সহযোগী শিল্পীবৃন্দ ভালো গেয়েছেন। যন্ত্র শিল্পীবৃন্দ ভালো বাজিয়েছেন।
চঞ্চল বাবু অনেক ভালোবাসা।আপনার হাসির ব্যাখ্যা খুঁজে পাওয়া অসম্ভব।আপনার সঙ্গিনী কে ভালো মানিয়েছে। এপার বাংলার পশ্চিমবঙ্গ থেকে অনেক শুভেচ্ছা ❤️❤️🇮🇳
তার সঙ্গীনী হুমায়ুন আহমেদের বউ
অপূর্ব, বার বার শুনতে ইচ্ছে করে এমন সুন্দর গান। আমি ব্যাঙ্গালোরে থাকি কিন্তু এই গান টা শুনে মনে হয় , আমি যেন বাংলা দেশ কে অনুভব করতে পারছি এখান থেকেই।
কী অনবদ্য উপস্থাপনা.. সত্যি বাংলাকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।❤️ শাওন ও চঞ্চল চৌধুরী প্রিয় শিল্পী হয়ে গেলেন।
ধন্যবাদ
❤️💯
Bangla manei Bangladesh 🥰
আর বাংলাকে সবথেকে বেশী বিকৃত ও অসম্মান করা হয়েছে পশ্চিম বাংলার দ্বারা। ভালো কিছু তো করতেই পারে না - বরং বাংলাকে সবজায়গায় অসম্মান করে। রিয়েলিটি শো,সিরিয়াল কথিত বিশেষ দিবসে বেশ্যাগিরি আর ভাষা বিকৃতি ছাড়া পশ্চিমবাংলা বাংলাভাষাকে কিছুই দেয়নি। বরং যারা দিয়েছিলো সেই রবীন্দ্রনাথ, নজরুলের নিত্যনতুন অপমানের পন্থা তারা বের করে। ধিক্কার জানাই। বাঙালী বলে পরিচয় দেওয়ার কোন অধিকার তাদের নেই। ছি!
Apni Onek cute
অসাধারণ সঙ্গীত আয়োজন পার্থ দা। দাদার জন্য শুভ কামনা।IPDC ও আমাদের গান আপনার হাত ধরে, আরো হবে অম্লান এই প্রত্যাশায় থাকলাম @ParthaBarua
Partha da mane valo kichu
So true
Partha daa tulonahin
Well said
চঞ্চল স্যারের এইবারের গেটাপ টা পুরো জেন্টালমেন্ট এর মত ছিলো🙂,,,আর কন্ঠের সাথে এক্সপ্রেশন টাও যোসস ছিলো😇😇,,আর শাওন ম্যামের চাহনি ও অনেক বেশি সুন্দর ছিলো😍😍😍
Oni sob e pare.......❤️❤️❤️❤️❤️
@@sp-kingtech ua-cam.com/video/Xp4TaD0uQmw/v-deo.html
8ul
pm yh
@@sp-kingtech o8n
খুব সুন্দর লাগলো। চঞ্চল বাবুর অভিনয় এবং গান দুইই অসাধারণ। ভারতীয় হয়েও মনে প্রাণে বাংলাদেশ ভালোবাসি।দুই দেশ ই এক।
আপনার কমেন্ট আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। পরবর্তীতে আরও সুন্দর গান উপহার দেওয়ার চেষ্টা করব আমরা।
কমপক্ষে ১০০ বার শোনা হয়ে গেছে তবুও মন ভরে না।। অসাধারণ দাদা ও দিদি❤️❤️
ua-cam.com/video/8F68JbNYL2c/v-deo.html
same here😊♥
বাংলা নাটক জগতের প্রথম ভালোবাসা চঞ্চল চৌধুরী। আর তার কন্ঠের কথা কি বলবো,যা বলবো তাই কম হবে।🥰🥰
অবশেষে অপেক্ষার অবসান হলো কাঙ্ক্ষিত গান শুনে ফেললাম অসাধারণ হয়েছে চঞ্চল ও শাওনের কন্ঠে চমৎকার অনেক বার শুনা হয়েছে ipdc কে ধন্যবাদ আপলোড দেওয়া জন্য 👌👌👌
From Assam (Bharat)
Sir ma'am apnarar 2 jon kache tekhe aro onek gaan sunte chai please amader sobar echa ta jen apnara puron koren ....kub valo lagese mon dil mugdha hoi jai apnara 2 joner gaan sunle....
❤❤Love you so much both❤❤
এই আমাদের গানের সেরা জুটি চঞ্চল চৌধুরী আর শাওন। খুব ভালো লাগে। এঁনাদের আরও গান শুনতে চাই।
চোখ বন্ধ করে হেডফোন দিয়ে শুনলে অন্য রকম অনুভুতি পাওয়া যায় ,যা অসাধারণ পরপর ৪বার শুনলাম
অসাধারণ অভিনয়ের ফাঁকে অসাধারণ গান উপহার দেওয়ার জন্য চঞ্চল দাদাকে অনেক বেশি ধন্যবাদ।পরের গানের জন্য অপেক্ষাই রইলাম।
মানুষের গান - মন ধুয়ে পরিষ্কার হয়ে গেল।
বাঙালি বেঁচে থাক তার ভাষায়, গানের মধ্যে। 🌹🙏
নিঃসন্দেহে আমরাও চাই আমাদের দর্শকদের আরও বেশি ভালো ভালো গান উপহার দিতে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।
উফফ!হুমায়ুন স্যার কেন যে শাওনের প্রেমে পাগল হইছিলেন তা এখন বুঝছি...অসাধারণ কন্ঠ,এক্সপ্রেশন জাস্ট কিউট 🥰
আসলেই,,যত দিন যাচ্ছে তত কিউট হচ্ছে আর গায়কি ত বলতে হচ্ছেনা আর
She is a real talented artist
She is talented and very attractive
@Jannat Fancy that's great!
দুজনই বেস্ট। যেমন অভিনয় শিল্পী তেমন কন্ঠ শিল্পী। অনেক ভালোবাসা রইলো🥰🥰
Hi
R8
পশ্চিমবঙ্গের মেদিনীপুর থেকে।
অসাধারণ সুন্দর গান।
মনে দাগ কেটে যাওয়ার গান।
গানটির নেশায় জড়িয়ে গেলাম আরেকটু। এতো সুন্দর উপস্থাপনা 🙏।
বিশেষ করে চঞ্চল চৌধুরী ও শাওনের কেমিস্ট্রি টা অনবদ্য ❤। ওনারা গান করছেন না, গানের ভাবসাগরে ডুব দিয়েছেন। গানটিকে একেবারে জীবন্ত করে তুলেছেন এই দুই শিল্পী 🎉।
শাওনের কণ্ঠে হৃদয় ছুঁয়ে যায়, আর এক্সপ্রেশন উফ্! যতবার শাওনের গান শুনি, ততবার ভিডিও দেখতে ইচ্ছা করে। অন্যথায় প্রাণ ভরে না। চঞ্চল চৌধুরী তো লেজেন্ড!
নেশা লাগিলো রে...
চঞ্চল চৌধুরী স্যার এবং শাওন ম্যাম এর আরেকটি অসাধারণ যুগলবন্দী পারফরমেন্স ❤️
কথা ও সুর:হাসন রাজা
যতবার গানটি শুনে ততবার মুগ্ধ হয় কতবার যে আমি শুনেছি তা বলে আমি আমি বলে শেষ করতে পারবো না ধন্যবাদ ধন্যবাদ জানাই চঞ্চল দাদা ও শাওন আপনাকে এত সুন্দর গান উপস্থাপনা করার জন্য । পরানের বান্ধব রে বুড়ি হলাম তোর কারনে এই গানটি উপস্থাপনা করার অনুরোধ রইল,,,,
অসম্ভব সুন্দর উপস্থাপন আমি ভারতের মানুষ প্রাতিদিন একবার করে শূনি
শাওন আপু, চঞ্চল চৌধুরি, এবং ফজলুর রহমান বাবু স্যার এরা ঈদের চাদের মত বছরে দুইবার আসে, যখন আসে তখন সারাদুনিয়ায় ভক্তদের প্রশংসায় ভাসে,অসাধারণ তাদের গান গুলি 👌
Olpo kichute sera upohar hoy...🥰🥰
অবস্থা যা দাঁড়াচ্ছে, এই জুটির গানে আর পার্থদা'র পরিচালনা- এই হারমোনির কাছে খুব গভীরভাবে বাঁধা পড়ে যাচ্ছি।। এখন শুধুই পরের গানের অপেক্ষা... ভালোবাসা রইল
চঞ্চলের চাহনি, চুলের ভাঁজ ফুল প্লেয়ার!!💯💯
ফুল ক্যারেক্টরে ঢুকে গেছে!!❤️❤️
হাসন রাজার এই অনবদ্য সৃষ্টিকে এত সুন্দর প্রতিস্থাপন করেছেন চঞ্চল চৌধুরি মহাশয় ও মেহের আরফোজ শাওন যে সত্যি যতবার শুনি ততই মোহিত হয়ে পড়ি , অনেক স্মৃতি দরজায় উঁকি মেরে বলে আবার ফিরবি নাকি অতীতে , তবে না থাক। এই বেশ ভালো আছি। অনেক ভালোবাসা গুণমুগ্ধ শ্রোতা ....
এক কথায় অনবদ্য পারফরম্যান্স! এভাবেই নতুন প্রজন্মের কাছে আমাদের দেশীয় লোক সংগীত ও সংস্কৃতিকে তুলে ধরুন❤️
পুরনো গানগুলো এমনিতেই ভালো লাগে আর এখন তাদের গান গাওয়ার যে কৌশল,আবিস্কার আমাকে মুগ্ধ করেছে.. ধন্যবাদ দুই লিজেন্ড
চঞ্চল দাদার কণ্ঠে,"হাসন রাজা পেয়ারির প্রেমে মজিল রে" শুনে মনটা একটা অদ্ভুত আনন্দে নেচে উঠলো!🥰❤️
hmm bro
বাংলাদেশি হয়ে গর্বিত যে আমার ভাষায় এতো সুন্দর সুন্দর গান লেখা হয়েছে❤
প্রিয় চঞ্চল দা ও শাওন ম্যাম মানেই এক অন্যরকম অন্যবদ্য যুগলবন্দী 👌❤️🙏
,
শাওন চঞ্চলেরা প্রতিদিন জন্মায় না।।
অসাধারণ কম্পোজিসন
সিঙ্গাপুর
যেমন হাসন রাজা তেমন তার পিয়ারি....
এক কথায় অসাধারণ শাওন-চঞ্চল জুটি.....
Khub valo laglo, chele belay khub gaitam, akhon aber suny bes valo laglo.
একজন মুসলিম বিধবা নারীর উচিত নয় পরপুরুষ এ-র সাথে গান বাজনা করা।
এতে মৃত স্বামীর কবরে আযাব হয়।
আহা চমৎকার! ❤
কি অপূর্ব ভাইব দিচ্ছে। মনে হচ্ছে কোনো রাজা তার রানী কে অনেক ভালোবাসার পরে নিজের করে পাচ্ছে। কল্পনা করতে যে মজা লাগতিছে!
দারুন💖
অত্যন্ত সুন্দর উপস্থাপনা। যত বারই দেখি না কেন মনের আশ মেটে না। বার বার দেখতে ও শুনতে ইচ্ছে করে। প্রতিটি শিল্পীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম। দেশ আমাদের বুক চিরে আলাদা করে দিয়েছে কিন্তু মন থেকে আমরা এখনো একই আছি। ভারতবাসী হয়েও বাংলা আমার মা। মাকে আলাদা করা যায় না। আরও এইরকম মর্মস্পর্শী গান আমাদের উপহার দিন। ভালো থাকবেন। প্রণাম নেবেন।
Thank you for beautiful comment
শাওন আপু আর চঞ্চল ভাই একসাথে মানেই চমৎকৃত কিছু... খুব ভালো লাগলো পরিবেশনা 😍
সত্যিই অসাধারন, বলবার ভাষা নেই, চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন দুজনকেই ধন্যবাদ এতো সুন্দর গান পরিবেশন করার জন্য, মিউজিক অসাধারণ, প্রত্যেক বাদ্যযন্ত্রের পরিবেশন অসাধারন
চঞ্চল দার প্রতি শ্রদ্ধা আরোই বেড়ে চলেছে। ভারত,পশ্চিমবঙ্গ, বর্ধমান থেকে রইলো ভালোবাসা।❤️❤️
তিনি তাঁর গানের গলার জাদু দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। তাই সকলেই আমরা তাঁর প্রতি শ্রদ্ধা জানাই।
হাসন রাজার এই অনবদ্য সৃষ্টিকে এত সুন্দর প্রতিস্থাপন করেছেন চঞ্চল চৌধুরি মহাশয় ও মেহের আরফোজ শাওন যে সত্যি যতবার শুনি ততই মোহিত হয়ে পড়ি, অনেক স্মৃতি দরজায় উঁকি মেরে বলে আবার ফিরবি নাকি অতীতে, তবে না থাক। এই বেশ ভালো আছি। অনেক ভালোবাসা ❤❤❤❤ কলকাতা থেকে এক গুণমুগ্ধ শ্রোতা........🙏🙏🙏
Chonchol Chowdhury is a living legend..যেমণ অভিনয় তেমন গানের গলা।আমরা পাবনাবাসী গর্বিত এমন একজন মানুষ আমাদের এলাকার বলে
Akdom thik bolsen
D
Yes
আমাদের পাবনার গর্ব চঞ্চল চৌধুরী 🥰🥰
উনি শুধু পাবনার না।
উনি আমাদের পুরো বাংলাদেশের।
মন ছুয়ে যাওয়ার মত একটা গান
চন্চল চৌধুরী কি সুন্দর একটা গান করলো
আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলা থেকে বলছি বাংলাদেশ এর নাটক ও এই গান গুলো অসাধারণ,যার কোনো তুলনায় হয় না,চঞ্চল বাবু ও শাওন দিদি র কণ্ঠে আরো গান চাই
কোচবিহারের কোথায় বাড়ি
বাঙালি সংস্কৃতিকে এইভাবেই পুনঃ জীবিত করতে হবে। খুব ভালো লাগলো বাংলা গানকে এইভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা দেখে।🙏🙏🙏