Nisha Lagilo Re || IPDC আমাদের গান || Chanchal Chowdhury & Meher Afroz Shaon

Поділитися
Вставка
  • Опубліковано 18 лип 2021
  • আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর উদ্যোগে বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে একটি ভিন্ন মাত্রার সঙ্গীতায়োজন 'IPDC আমাদের গান'। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য আমাদের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা।
    অহিদুর রেজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী (২১ ডিসেম্বর ১৮৫৪ - ৬ ডিসেম্বর ১৯২২; ৭ পৌষ ১২৬১ - ২২ অগ্রহায়ণ ১৩২৯ বঙ্গাব্দ বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। তার প্রকৃত নাম দেওয়ান হাসন রাজা। মরমী সাধনা বাংলাদেশে দর্শনচেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে।
    দেশ, জাতি, ধর্ম এবং লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের একটি ধর্ম রয়েছে, যাকে মানবতা বলে। এই মানবতা সাধনার একটি রূপ হলো মরমী সাধনা। যে সাধনা হাসন রাজার গান এবং দর্শনে পাওয়া যায়। তিনি সর্বমানবিক ধর্মীয় চেতনার এক লোকায়ত ঐক্যসূত্র রচনা করেছেন। তাঁর রচিত গানগুলো শুনলে মনের মাঝে আধ্যাত্মবোধের জন্ম হয়। ১৯০৭ খ্রিষ্টাব্দে তাঁর রচিত ২০৬টি গান নিয়ে একটি সংকলন প্রকাশিত হয়। এই সংকলনটির নাম ছিল ‘হাসন উদাস’। এর বাইরে আর কিছু গান ‘হাসন রাজার তিনপুরুষ’ এবং ‘আল ইসলাহ্'সহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। ধারণা করা হয়, তাঁর অনেক গান এখনো সিলেট-সুনামগঞ্জের লোকের মুখে মুখে আছে এবং বহু গান বিলুপ্ত হয়ে গেছে। এ পর্যন্ত পাওয়া গানের সংখ্যা ৫৫৩টি। অনেকে অনুমান করেন হাসন রাজার গানের সংখ্যা হাজারেরও বেশি।
    আমাদের এবারের পরিবেশনা মরমী কবি এবং বাউল শিল্পী হাসন রাজা’র একটি জনপ্রিয় গান -
    নিশা লাগিলো রে
    কথা ও সুরঃ হাসন রাজা
    কণ্ঠঃ চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন
    ডিরেক্টরঃ রাশিদ খান ও পার্থ বড়ুয়া
    সঙ্গীত পরিচালনাঃ পার্থ বড়ুয়া
    সার্বিক পরিকল্পনাঃ রাশিদ খান
    বিশেষ কৃতজ্ঞতাঃ হাসান আবিদুর রেজা জুয়েল
    এজেন্সিঃ ক্রিয়েটো
    প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু
    চিত্রগ্রহণঃ মিছিল সাহা
    রিদম ডিজাইনঃ মিলন ভট্টাচার্য
    শব্দ প্রকৌশলীঃ চারু ও শামীম আহমেদ
    • ঢোলকঃ অভিজিত চক্রবর্ত্তী
    • হাঁড়ি ও জাম্বেঃ মিলন ভট্টাচার্য
    • বাংলা ঢোলঃ নয়ন
    • পারকেশনঃ উজ্জ্বল
    • মারাক্কাসঃ আলম
    • বাঁশিঃ জালাল
    • ড্রামসঃ ডানো
    • বেইজঃ তানিম
    • পিয়ানঃ তমাল
    • ইলেকট্রিক গিটারঃ জোহান
    • নাইলং স্ট্রিং গিটারঃ শুভেন্দু দাস শুভ
    • এস্রাজঃ অশোক কুমার সরকার
    • ট্রাম্পেটঃ কাবিল
    • কিবোর্ডঃ মীর মাসুম
    • আসালাতোঃ জাহিদ
    • কোরাসঃ মন, পিউ,নাশা
    #NishaLagiloRe #IPDCAmaderGaan #ChanchalChowdhuryandMeherAfrozShaon

КОМЕНТАРІ • 8 тис.

  • @tomalikadey2808
    @tomalikadey2808 3 роки тому +812

    আহা খাঁটি বাঙালিয়ানার স্বাদ পেলাম।চঞ্চল চৌধুরীর চোখে ছাউনি চুলের ভাঁজ!!!!
    আর শাওনের কি এক্সপ্রেশন!!!
    আহা এভাবেই বেঁচে থাকুক আমার বাঙলার সংস্কৃতি ❤️❤️❤️

  • @mrigankosirkar1021
    @mrigankosirkar1021 3 роки тому +585

    আমি ভারত থেকে দেখছি। বাংলাদেশর এই ধরনের গান অসাধারণ।সব্বাইকে ধন্যবাদ।

  • @sangbadsochhar7262
    @sangbadsochhar7262 2 роки тому +640

    আমি পশ্চিমবঙ্গের মানুষ,বাংলা গানের এত সুন্দর উপস্হাপনা ভাবাই যায় না।ভগবান যে কেন আমাদের আলাদা করল মনে হলে ভিষন রাগ হয়।মনে হয়ে এক ছুটে চলে যাই আপনাদের কাছে।

    • @nipahamida3801
      @nipahamida3801 2 роки тому +14

      আপনার আমন্ত্রণ রইল

    • @shamsmulla8467
      @shamsmulla8467 2 роки тому +9

      আসেন

    • @joyontijoyonti695
      @joyontijoyonti695 2 роки тому +9

      Nimontronno roilo

    • @kazishuvo412
      @kazishuvo412 2 роки тому +9

      দাওয়াত/ নিমন্ত্রণ রইল। আইসেন।।

    • @jahangirdewan4309
      @jahangirdewan4309 2 роки тому +12

      আসে ভাই যতোদিন মন চায় থেকে যাবেন

  • @rochishnukajalghosh3362
    @rochishnukajalghosh3362 2 роки тому +373

    ভারতবর্ষ থেকে বলছি, চঞ্চল চৌধুরী ও শাওন এর গলায় আরো অনেক গান শুনতে চাই, দুজনের যৌথ পরিবেশনা অসাধারণ 👌👌👌

    • @toponkumarhazra8579
      @toponkumarhazra8579 Рік тому +8

      মনপুরা সিনেমার গানগুলো শুনবেন চঞ্চল দার প্রেমে পড়ে যাবেন।

    • @anikeshchakraborty6327
      @anikeshchakraborty6327 Рік тому

      ekdom

    • @sristedev5259
      @sristedev5259 Рік тому +1

    • @somamukherjee8267
      @somamukherjee8267 6 місяців тому

      Akdom

    • @sanjoykumar5508
      @sanjoykumar5508 3 місяці тому

      আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার....চঞ্চলতার নতুন গাড়ি এসেছে শুনেন অনেক সুন্দর হয়েছে গানটা

  • @deyprasun
    @deyprasun 3 роки тому +2190

    কলকাতা থেকে বলছি।গত বারের সর্বত মঙ্গল রাধে গানটির পর আরেকটি অসাধারণ পরিবেশন।বাংলার প্রচলিত পল্লীগীতি নিয়ে এরকম আরো গান হোক।সকলকের জন্য শুভ কামনা রইল।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  3 роки тому +68

      ধন্যবাদ

    • @banglamove4466
      @banglamove4466 3 роки тому +4

      ua-cam.com/channels/an8NqIaBU-Z9kodrECTj2w.html

    • @evn1848
      @evn1848 3 роки тому +6

      P

    • @user-vd3cs5yh8s
      @user-vd3cs5yh8s 3 роки тому +27

      সুরা লোকমান এ-র ৬নং আয়াতে বলা হয়েছে, যারা গান-বাজনা করে তাদের জন্য রয়েছে অবমাননা কর শাস্তি।

    • @osamaabdurrahim9146
      @osamaabdurrahim9146 3 роки тому +62

      @@user-vd3cs5yh8s apni eikhane keno? Tar mane apnio haram kaj korchen...

  • @sarbaniroy4194
    @sarbaniroy4194 3 роки тому +888

    আমি ভারতের ব্যঙগালোর থেকে লিখছি, এতদিন চঞ্চল চৌধুরীর অভিনয়ে মুগ্ধ ছিলাম এবার গায়ক চঞ্চল চৌধুরী কে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানালাম,❤️

  • @mrinmoychoudhury1500
    @mrinmoychoudhury1500 Рік тому +173

    সামান্য একটা কাঁটাতার দিয়ে দিয়ে কি দুই বাংলাকে আলাদা করা যাবে।দুই বাংলার সংস্কৃতি মিলে মিশে যাবেই।একে অপরকে আকৃষ্ট করবেই,এই কাঁটাতার উপেক্ষা করে।জয় বাংলা।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +18

      বাংলা সংস্কৃতির এই গানগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনার মতামত আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। ❤

    • @smartvaluemerijaan437
      @smartvaluemerijaan437 Місяць тому

      Bangladesh Islamic country....r gaan bajna Islam e haram.....egulo sob Islam birudhho Kaj......gaan bajna Bangladesh er songs songskriti birudhho akhon.....apni manus r musalman aksathe hote parben na...

  • @shyamalsoren2023
    @shyamalsoren2023 Рік тому +56

    আমি পশ্চিমবঙ্গের (ভারত) মালদহ থেকে..... এত সুন্দর উপস্থাপনা মনোমুগ্ধকর.... সত্যিসত্যিই দিল খুশ করে দিল।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +2

      ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।

    • @mdchan100
      @mdchan100 Рік тому

      ​@@ipdc.amadergaanবাংলাদেশ থেকে স্বাগতম আপনাদের কে বাংলাদেশে আসার জন্য। ধন্যবাদ

  • @adnanhabib2091
    @adnanhabib2091 3 роки тому +757

    চঞ্চল দাদার কাছে একটা রিকুয়েস্ট, সব সখিরে পার করিতে নেব আনা আনা- গানটা যদি গাইতেন শাওনের সাথে।
    কে কে একমত লাইক কমেন্ট করেন।

    • @arijitmukherjee1884
      @arijitmukherjee1884 3 роки тому +7

      ভালো লাগবে খুব, কোলকাতা থেকে।

    • @misfakhanam1033
      @misfakhanam1033 3 роки тому +5

      Asoley onek vlo lagbe

    • @saaj8269
      @saaj8269 3 роки тому +8

      দারুণ choice করেছেন...
      সেই হবে এই জুটি তে ♥️♥️

    • @khaledkhandaker5672
      @khaledkhandaker5672 3 роки тому +1

      Right

    • @drsmsohelpari1621
      @drsmsohelpari1621 3 роки тому +1

      সেই দারুন হবে,

  • @amalenduhait4485
    @amalenduhait4485 3 роки тому +488

    এপার ওপার বলে কিছু নেই। শিল্পীদের কোন ভৌগলিক রেখা দিয়ে আটকে রাখা যায় না। তাদের সৃষ্টি সবাইকে যেন নূতন করে মুগ্ধ করেছে। ভারত থেকে ধন্যবাদ জানাই সাড়াজাগানো এই জুটিকে।

    • @pampakundu1305
      @pampakundu1305 3 роки тому +1

      সীমার বাইরে অসীম। শিল্প ও শিল্পী।

    • @mixvlogsjapan5463
      @mixvlogsjapan5463 3 роки тому

      Last resting place in japan Vlog
      ua-cam.com/video/Pg6muW0Zo4E/v-deo.html

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz Рік тому +1

      বাংলাদেশ থেকে শুভেচ্ছা।
      যতদিন পদ্মা,মেঘনা,যমুনা বহমান থাকবে ততদিন বাংলাদেশের অস্তিত্ব থাকবে।
      ওপার বাংলা নয় বাংলাদেশ!
      🇧🇩

  • @anjoyraminuzzaman
    @anjoyraminuzzaman Рік тому +58

    বাংলাদেশি হয়ে গর্বিত যে আমার ভাষায় এতো সুন্দর সুন্দর গান লেখা হয়েছে

  • @mstmahmuda6423
    @mstmahmuda6423 3 місяці тому +85

    আমার এই কমেন্ট এ যেদিন কেউ লাইক করবে সেদিন আমার কাছে নোটিফিকেশন যাবে তখন আবার এ গান শুনব

  • @tusar866
    @tusar866 3 роки тому +172

    অসাধারণ! এই গানটার প্রেমে পড়েছি হুমায়ূন স্যারের আগুনের পরশমণি মুভির মাধ্যমে!আজকে স্যারের মৃত্যুবার্ষিক😞

  • @SanatanExpress
    @SanatanExpress 3 роки тому +1584

    হাসন রাজা এবং পিয়ারীকে চোখের সামনে দেখতে পেলাম। চঞ্চল দা, শাওন দি ভালোবাসা রইল তোমাদের জন্য।
    Love from Kolkata

    • @mi-explore
      @mi-explore 3 роки тому +20

      Please add the man behind scene Partho da in your thanks giving list.

    • @Aim_of_BCS
      @Aim_of_BCS 3 роки тому +6

      ua-cam.com/video/bCeVVjdjP90/v-deo.html

    • @user-vd3cs5yh8s
      @user-vd3cs5yh8s 3 роки тому +20

      ঐ দিকে হুমায়ুন আহমেদের কবরে আগুন দাউদাউ করে জ্বলতেছে।

    • @banglamove4466
      @banglamove4466 3 роки тому +3

      ua-cam.com/channels/an8NqIaBU-Z9kodrECTj2w.html

    • @onlinehelptipsbd843
      @onlinehelptipsbd843 3 роки тому +2

      মম
      যমম
      মম

  • @shuhanahmed0903
    @shuhanahmed0903 Рік тому +9

    আমাদের সিলেটের কৃতি সন্তান সাধক দেওয়ান হাছন রাজা চৌধুরীর কালজয়ী সৃষ্টি গানগুলির একটি গান আবারো নতুন রুপে জনসম্মুখে নিয়ে আসার জন্য ধন্যবাদ❤ দুই জনের কন্ঠেই অসাধারণ মানিয়েছে গানটা❤সেই সাথে অঙ্গ ভঙ্গি টাও অনেক মানিয়েছে😊

  • @shubhomoydas7851
    @shubhomoydas7851 Рік тому +15

    হাসন রাজার এই অনবদ্য সৃষ্টিকে এত সুন্দর প্রতিস্থাপন করেছেন চঞ্চল চৌধুরি মহাশয় ও মেহের আরফোজ শাওন যে সত্যি যতবার শুনি ততই মোহিত হয়ে পড়ি, অনেক স্মৃতি দরজায় উঁকি মেরে বলে আবার ফিরবি নাকি অতীতে, তবে না থাক। এই বেশ ভালো আছি। অনেক ভালোবাসা ❤❤❤❤ কলকাতা থেকে এক গুণমুগ্ধ শ্রোতা........🙏🙏🙏

  • @lovelife9787
    @lovelife9787 3 роки тому +175

    আমাদের দেশের শ্রেষ্ট অভিনেতা চঞ্চল চৌধুরী উনি খুব ভালো গানও খুব ভালো গায়।

  • @sarkermamun8567
    @sarkermamun8567 3 роки тому +214

    কতটা ভালোবাসা থাকলে গান এখনো আসেনি সবাই এসে বসে রয়ছে,, গান শুনবে বলে,,, এটাই হয়তু ভালোবাসা

    • @sayedahamad4288
      @sayedahamad4288 3 роки тому

      আগেবে বানান ভুল করছেন অনেক।

    • @SharminSultana-22
      @SharminSultana-22 3 роки тому +2

      @@sayedahamad4288 আগেবে নয় আবেগে হবে।ভুল ধরতে এসে আপনিও ভুল করেছেন।😁
      see you not for mind..😆

    • @ariyan-mim
      @ariyan-mim 3 роки тому +2

      ha ha react er jonno jor dabi janacchi

    • @sayedahamad4288
      @sayedahamad4288 3 роки тому

      @@SharminSultana-22 have a relax

    • @sharminsathi842
      @sharminsathi842 3 роки тому

      😀😀😀😀

  • @Ektiar-v9e
    @Ektiar-v9e 2 роки тому +11

    হুমায়ুন আহমেদ কি স্বাদে পাগল হয়েছিলো শাওনের প্রেমে ❤️
    হাসিটা আর চোখের ভাব টা, জাস্ট ফাস্ট ক্লাস🤟😊

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ❤️

  • @md.scoutbashar6872
    @md.scoutbashar6872 Рік тому +11

    নেশা লাগিলোরে নেশা লাগিলোরে আসলেই গানটার প্রতি আমার নেশা লেগে গেছে , সমগ্র টিমকে ধন্যবাদ......।
    ২০৫০ সালের জন্য কমেন্ট করে গেলাম।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +3

      বাংলার সংস্কৃতির ইতিহাস এবং ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে আরও অনেক বছর ধরে রাখার জন্যই আমাদের এই আয়োজন। আমরা যেন কখনো না হারাই তাই সবসময় আমাদের সাথেই থাকবেন। ❤️

  • @08tahsin
    @08tahsin 3 роки тому +981

    চঞ্চল চৌধুরীর ভক্তদের দেখতে চাই । আমি নিজেও চঞ্চল চৌধুরীর একজন ভক্ত ।

  • @ShohanMonsteR02
    @ShohanMonsteR02 3 роки тому +1699

    সর্বত মঙ্গল রাধে_ হিট গানের পর এই ঈদের আরো এক চরম হিট এলো! IPDC ফাইন্যান্স লিমিটেড এর কাছে অনুরোধ এই জুটির নিয়মিত গান চাই 🥰🥰✌️

  • @Debkanta_Manna
    @Debkanta_Manna 10 місяців тому +2

    আমি পশ্চিমবঙ্গের, সবুজে ঘেরা ‘ঝাড়গ্রাম’ জেলার একজন শ্রোতা। এই generation এর যুগে trending হাজার হিন্দি গানের মাঝেও যখন এই ধরণের গান শুনি, গানের সুর, তাল, বাজনা, তার চেয়েও বড়ো কথা গানটা আমাদের সামনে উপস্থাপনা করার সময় ওনার অন্তরের ভাব-ভঙ্গি এর কাছে গানটির মাঝে নিজেকে যেন হারিয়ে ফেলি বার বার। এই ধরণের গান যতবার শুনি ততবার নিজেকে বাঙালি বলে গর্ববোধ করি। আমি গর্বিত আমি বাঙালি।❤

  • @mousumichakraborty6930
    @mousumichakraborty6930 Рік тому +13

    From Howrah, west Bengal, India watching beautiful songs of Madam Shaon and Chanchal Chowdhury, well done,

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      Thank you for listening to our music from so far away. We appreciate your valuable words. Stay connected with us.

  • @kobialanam4532
    @kobialanam4532 3 роки тому +101

    ডুয়েট কণ্ঠে বহু গান শুনেছি। এই দু'জনের গানে চোখের যে ভাষা ও ইঙ্গিত তা অন্য কারো ডুয়েটে দেখিনি। এইটা এপিক!

    • @soumyabanerjee2869
      @soumyabanerjee2869 3 роки тому +5

      গানের আবহ টাই স্বর্গীয় হয়ে উঠেছে ওনাদের দুজনের সুর আর মুখের অভিব্যক্তি র জন্যে l সঙ্গে chorous যারা গাইলেন তারা ও যন্ত্রে যারা ছিলেন তারাও সব্বাই কার মিলিত প্রচেষ্টায় গানটা সত্যিই এপিক হয়েগেছে l এই বঙ্গেও ইমন এই গানটা খুব সুন্দর উপস্থাপনা করলেও সেটা চঞ্চল -মেহের আফরজ শাওন এর টির সঙ্গে তুলনীয় নয় l এই লোকগীতি কে এই ভাবে উপস্থাপনা করার কথা যে পরিচালক ভেবেছিলেন তাঁকে অসংখ্য ধ্যন্যবাদ l

    • @bishwajitshikdar1881
      @bishwajitshikdar1881 3 роки тому +1

      জাত অভিনয় শিল্পী দুজনেই

  • @shakibal-hadi4214
    @shakibal-hadi4214 3 роки тому +84

    আমাদের সিলেট, সুনামগঞ্জের বিখ্যাত রাজা [ হাছন রাজার ] লিখা গানটা সত্যিই অসাধারণ হয়েছে...
    Thanks a lot IPDC MUSIC ♥

  • @subratabhattacharyya7576
    @subratabhattacharyya7576 Рік тому +27

    অত্যন্ত সুন্দর উপস্থাপনা। যত বারই দেখি না কেন মনের আশ মেটে না। বার বার দেখতে ও শুনতে ইচ্ছে করে। প্রতিটি শিল্পীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম। দেশ আমাদের বুক চিরে আলাদা করে দিয়েছে কিন্তু মন থেকে আমরা এখনো একই আছি। ভারতবাসী হয়েও বাংলা আমার মা। মাকে আলাদা করা যায় না। আরও এইরকম মর্মস্পর্শী গান আমাদের উপহার দিন। ভালো থাকবেন। প্রণাম নেবেন।

  • @dipuroy6264
    @dipuroy6264 2 роки тому +1955

    আমি ভারতের পশ্চিম বঙ্গ থেকে আপ নাদের। চ্যানেল এর নিয়মিত শ্রোতা আমার অনুরোধ। চঞ্চল দ্য এবং শাওন দিদির কণ্ঠে মিলন হবে কত দিনে গানটা শুনতে চাই

  • @NayanChandraDas
    @NayanChandraDas 3 роки тому +105

    একবার দেইখ্যা আর শুইন্যা মন ভরলোনা... কয়েকবার প্লে করলাম
    দুজনের ক্যামেস্ট্রি চমৎকার হয়েছে

  • @SanataniHinduBharat1
    @SanataniHinduBharat1 Рік тому +3

    আমি পশ্চিমবঙ্গ থেকে। চঞ্চল বাবুর অভিনয় তার সাথেই তার গানের ফ্যান হয়ে গেছি, এই গানে শাওন ম্যাডাম ও চঞ্চল বাবুর যৌথ অসাধারন অভাবনীয় পরিবেশন। ❤❤

  • @susmitabeuty7
    @susmitabeuty7 3 місяці тому +29

    2024 এ পশ্চিমবঙ্গ থেকে কত জন দেখছেন 😊

  • @diptamodak7393
    @diptamodak7393 3 роки тому +296

    সর্বতমঙ্গল রাধের পর আরেকটি অসাধারণ সৃষ্টি। এই জুটির তুলনা হয় না।পার্থদা অসাধারণ।

  • @soumyabanerjee2869
    @soumyabanerjee2869 3 роки тому +90

    গানের আবহ টাই স্বর্গীয় হয়ে উঠেছে ওনাদের দুজনের সুর আর মুখের অভিব্যক্তি র জন্যে l সঙ্গে chorous যারা গাইলেন তারা ও যন্ত্রে যারা ছিলেন তারাও সব্বাই কার মিলিত প্রচেষ্টায় গানটা সত্যিই এপিক হয়েগেছে l এই পশ্চিমবঙ্গেও ইমন এই গানটা খুব সুন্দর উপস্থাপনা করলেও সেটা চঞ্চল -মেহের আফরোজ শাওন এর টির সঙ্গে তুলনীয় নয় l এই লোকগীতি কে এই ভাবে উপস্থাপনা করার কথা যে পরিচালক ভেবেছিলেন তাঁকে অসংখ্য ধ্যন্যবাদ l

  • @samirmukherjee1440
    @samirmukherjee1440 2 роки тому +21

    আমি ভারতের গুজরাট থেকে লিখছি । এই জুটির আরো গান চাই । দুজনের যেমন গলা তেমনি এক্সপ্রেশন । এক কথায় অপূর্ব ।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  2 роки тому

      ধন্যবাদ। সাথেই থাকবেন।

  • @rahimahmed6712
    @rahimahmed6712 6 місяців тому +2

    রুহ অবদি কেঁপে উঠে এসব গান শুনলে। হাসন রাজা এসব কি রেখে গেলো আমাদের জন্য। আমরা সিলেট বাসী সত্যিই গর্বিত।

  • @mdmorshedulislam1195
    @mdmorshedulislam1195 3 роки тому +145

    চঞ্চল দাদার বাঁকা দাঁতের হাসি এবং শাওনের গানের সাথে তাল মেলানো অসম্ভব সুন্দর হয়েছে।

    • @cctvbangla4820
      @cctvbangla4820 3 роки тому +1

      বাকা দাঁতের হাসি নাকি বাকা ঠোঁটের হাসি হবে

  • @moeenulhasan1803
    @moeenulhasan1803 3 роки тому +91

    শাওন, হুমায়ুন আহমেদ স্যারের রেখে যাওয়া সেরা চরিত্র। যত দেখি তত অবাক হই, এত ট্যালেন্ট! এত অসাধারণ।
    আর চঞ্চল চৌধুরী তো অসাধারণই❤️❤️❤️

    • @popydas614
      @popydas614 2 роки тому

      ঠিক বলেছেন।

  • @shourovroy3242
    @shourovroy3242 2 роки тому +11

    পশ্চিমবঙ্গ থেকে যারা শুনছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই বাংলা গানের পাশে থাকবেন বাংলাকে ভালোবাসবেন 🥰🥰✌️✌️

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  2 роки тому

      দর্শকদের মনে জায়গা করে নেওয়াতেই আমাদের স্বার্থকতা। আপনার মতামত আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। 🥰

  • @rakibhossainrocky4486
    @rakibhossainrocky4486 3 дні тому

    পৃথিবীর প্রথম সংগীত আবিস্কারক হয়তোবা জানতো না যে সে মানুষের জন্য অতৃপ্ত হৃদয়ের খাদ্য বানাতে চলেছেন 🙏🙏

  • @user-kr5kn5ed1b
    @user-kr5kn5ed1b 3 роки тому +238

    হিন্দি গানের ভিড়ে হারিয়ে যাওয়ার পর যখন IPDC গান গুলো শুনি তখন আবার বাংলা গানে ফিরে আসতে মন চায়

    • @masumbilla9187
      @masumbilla9187 2 роки тому +8

      বাংলা ফিরে আসো ভাই এটার। মজা সুধু আমরা বাংলার মানুষ বুঝি

    • @hptv5368
      @hptv5368 2 роки тому +1

      Good luck

  • @avijitkoley6187
    @avijitkoley6187 2 роки тому +54

    আমি পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ থেকে একজন আপনাদের চ্যানেলে চঞ্চল দা এবং শাওন দিদির গান শুনি, আমি চঞ্চল দা শাওন দির একজন ফ্যান হয়ে গেছি। ওনাদের আরও অনেক গান শুনতে চাই।

  • @sandipghosh3518
    @sandipghosh3518 7 місяців тому +5

    চঞ্চলবাবুর অভিনয় ও গান দুইই অপূর্ব। তাঁকে আরও বেশী করে টলিউডে দেখতে চাই। Love from Kolkata

  • @gktanaydas4388
    @gktanaydas4388 2 роки тому +25

    I salute Bangladesh from india 🇮🇳🇮🇳🇮🇳

  • @AbuSadatt
    @AbuSadatt 3 роки тому +39

    অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা।
    যুবতী রাধের মতো এটাও হিট হবে🥰❤️❤️
    শুভ কামনা শ্রদ্ধেয় চঞ্চল চৌধুরী & মেহের আফরোজ শাওন 🌻

  • @alomgirabir997
    @alomgirabir997 3 роки тому +20

    রাজা মশাই যদি দেখতেন তার প্রেম ভালবাসা আর উদাসীনতা মানুষের মনে কতটা দাগ কেটেছে,উনি না জানি কতটা খুশি হতেন!!
    এই প্রজন্মের মানুষের কাছে হাসন রাজা যেমন প্রিয় তেমনি চঞ্চল চৌধুরী আর মেহের আফরোজ শাওন ও একই রকম প্রিয়...ভালবাসা অবিরাম❤️❤️❤️

  • @Jayshreeramlalla
    @Jayshreeramlalla Рік тому +6

    IPDC আমাদের গান টিমের কাছে আমার অনুরোধ চঞ্চল স্যারের আর মেহের মেমের আরেকটি গান নিয়ে আসুন। সত্যি মনটা অদ্ভুত হয়ে যায় 😌❣️

  • @rahimmadani7159
    @rahimmadani7159 3 місяці тому +5

    চঞ্চল চৌধুরী আর শাওনকে আরো বেশি গান করানো হোক

  • @pradiptadas1655
    @pradiptadas1655 2 роки тому +380

    ভারত থেকে দেখছি ।
    অনবদ্য , অভূতপূর্ব, আরও অনেক অনেক বেশী এই জুটির গান আমাদের কে উপহার দেওয়ার অনুরোধ রইল

  • @deepdey6068
    @deepdey6068 2 роки тому +387

    খুব সুন্দর গান।। শাওন ম্যাডাম এবং চঞ্চল চৌধুরী এর খুব সুন্দর পরিবেশনা।।
    অনেক ভালোবাসা বাংলাদেশ কে।। 🇧🇩🇮🇳

  • @muhammadmahbuburrahmanrati6323
    @muhammadmahbuburrahmanrati6323 Рік тому +20

    নেশা আসলেই লেগে গেছে! বের হওয়ার পর থেকে যে কতবার শুনেছি হিসেব নেই!❤️

  • @aravindadas567
    @aravindadas567 2 роки тому +6

    এক কথায়, অসাধারন গায়কী, আর মিউজিক রি এরেন্জমেন্ট অসাধারন, অতুলনীয়। গানটি আমার এমনিই প্রিয় তার উপর দারুন রি এরেন্জমেন্ট । খুব ভাল লাগল।

  • @mdashrafulislammala8668
    @mdashrafulislammala8668 3 роки тому +124

    বাংলা নাটক জগতের প্রথম ভালোবাসা চঞ্চল চৌধুরী। আর তার কন্ঠের কথা কি বলবো,যা বলবো তাই কম হবে।🥰🥰

  • @shuvodas5457
    @shuvodas5457 3 роки тому +137

    এ জন্যই বুঝি হুমায়ন স্যার শাওন ম্যাডামের প্রেমে পড়েছিল!
    কি অসাধারণ এক্সপ্রেশন!!

    • @farihatithi2021
      @farihatithi2021 3 роки тому +1

      স্যার প্রেমে পড়েছিলেন কিন্তু শাওন মেবি পড়েছিলেন না। তাই সে আজ স্যার কে ভুলে গেছেন। শাওন গান নিয়েই পড়ে থাকুক, উনি এখন মহা ব্যস্ত গায়িকা। হুমায়ুন আহমেদ স্যারের মৃত্যু বার্ষিকীতে স্যারের কবরের কাছে যাওয়ার সময় হয় না এখন আর তার । যার জন্য শাওনের আজ এই অবস্থানে আসা তাকেই ভুলে গেলেন । গত কাল ৯ম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে যায়নি স্যারের পরিবারের কেউই , অন্যদের কথা বাদ দিলাম শাওন কিভাবে না গিয়ে পারলেন । ua-cam.com/video/E_mpgx1KVDI/v-deo.html

    • @mahmudambstu4440
      @mahmudambstu4440 3 роки тому +13

      @@farihatithi2021 ম্যাডাম শাওন নুহাশ পল্লীতে যাওয়ার জন্য সকাল ৬ টায় বের হইছিল। ৭ ঘন্টা যানজটে আটকে ছিল তারপর বাসায় ফিরে আসে। নেশা লাগিল হুমায়ুন আহমেদ প্রিয় গান, শাওন তার মরার আগ সময়েও হুমায়ুন আহমেদকে ভালোবাসবে। আপনি একটু ভালোভাবে খাোজ নিলে জানতে পারবেন।

    • @rituparnadutta223
      @rituparnadutta223 3 роки тому +1

      @@mahmudambstu4440 👍👍👍👍😊😊🤗🤗☺️☺️☺️☺️🤗🤗🤗

    • @ishitaroy3225
      @ishitaroy3225 3 роки тому

      @@mahmudambstu4440 ❤❤❤❤❤❤

    • @moshiur420
      @moshiur420 3 роки тому +1

      @@farihatithi2021 হুমায়ুন আহমেদ মানুষ চিনতে ভুল করে না । আপনি যদি তার থেকে ভালো মানুষ চেনেন তাইলে তো আপনিই আমাদের হুমায়ুনের অভাব পুরণ করবেন আশাকরি । নাটক উপন্যাস লেখা শুরু করেন ।

  • @aravindadas567
    @aravindadas567 2 роки тому +4

    জানিনা কেন বার বার শুনছি। এক স্বর্গীয় ভাল লাগায় ভরে গেছে মন। এক নিখাদ প্রেমের জোয়ার বইছে তনুমনে। এ মিষ্টতাকে ধরে রাখতে চাই। এমন গান আরো চাই।

  • @AvijitSarkar62
    @AvijitSarkar62 Рік тому +10

    সত্যি বলতে মাতৃভাষা বাংলা গানের প্রতি একটা আলাদাই অনুভূতি বলে বোঝানো যাবে না যা গান শুনলে বোঝানো যাবেনা 💫💝🤗

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +1

      তাই আমরাও বাংলা সংস্কৃতির এই গানগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনার মতামত আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। ❤

  • @debanjanghosh1359
    @debanjanghosh1359 3 роки тому +90

    'সর্বত মঙ্গল রাধে' গানের পর চঞ্চল চৌধুরী এবং শাওন জুটির গানের অপেক্ষায় ছিলাম। অপেক্ষার সুমিষ্ট ফল এই গান শুনে সত্যিই নিশা হয়ে গেছে। পার্থ বড়ুয়াকে ধন্যবাদ এমন চমৎকার সঙ্গীতায়োজনের জন্য

  • @MahadebFurnitureKaliyaganj
    @MahadebFurnitureKaliyaganj 3 роки тому +45

    বাংলাদেশের সেরা জুটির কাছ থেকে আরেকটি অসাধারণ সুন্দর গান শুনতে পেলাম।
    গানের মিউসিক ও খুবই সুন্দর।
    ভারতবর্ষ থেকে জানাই আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা।
    ❤ from INDIA

  • @krittikaslifestyle2329
    @krittikaslifestyle2329 Рік тому +9

    অসাধারন, এমন গান আরো শোনার ইচ্ছা রইল । পরিবেশনা, উপস্থাপনা,শিল্পীদ্বয়ের অভিব্যক্তি গানটিকে অন্য মাত্রা দিয়েছে । তার সঙ্গে উপযুক্ত যন্ত্রশিল্পীদের সহযোগিতায় আমরা এমন একটি গান পেলাম । সমগ্র দলটিকে আন্তরিক শুভেচ্ছা জানাই ।
    ভালোবাসা জানাই পশ্চিমবঙ্গ থেকে ।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      দর্শকদের মনে জায়গা করে নেওয়াতেই আমাদের স্বার্থকতা। আপনার মতামত আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবে। এত দূরে থেকেও আমাদের গান শোনার জন্য আপনাকে ধন্যবাদ।

  • @manojkumarmondal9642
    @manojkumarmondal9642 Рік тому +1

    আঃ আমার বাংলা, আমার মাটির গান। আমার মানুষ জন। একটা পার্টিশান দিয়ে কি আবেগ কে ভাগ করা যায়!!!

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +1

      আপনি খুব মনোযোগ সহকারে গানটি শুনেছেন। তাই গানের গভীরতা ধরতে পেরেছেন।

  • @TushanBlog
    @TushanBlog 3 роки тому +62

    যত শুনি মুগ্ধ হয়ে যাচ্ছি।
    আর বুঝতে পারছি হুমায়ুন স্যার শাওন ম্যামের প্রেমে কেন এত মজেছেন।

  • @reffygocay2232
    @reffygocay2232 Рік тому +2

    আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি ইন্ডিয়া চঞ্চল দা খুব সুন্দর গান করে এটা জানা ছিল না তুমি খুব সুন্দর গান করেন মিষ্টি মধুর কন্ঠে। এটাই আমাদের বাংলায় প্রয়োজন। উনি আরো ভালো ভালো গান করুক এটা আশা রাখি তার কাছে

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      আপনাদের কাছ থেকে প্রশংসা পেয়ে তিনি অত্যন্ত খুশি হবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

  • @thebongchallenger5869
    @thebongchallenger5869 2 роки тому +490

    ভারত থেকে কে কে শুনছো? সুর, ছন্দ এবং অভিনয় দক্ষতায় গানটাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে শিল্পীরা।

    • @ajaykumardatta7540
      @ajaykumardatta7540 2 роки тому +7

      আমি শুনছি। খুব ভালো লাগছে

    • @chandrasen264
      @chandrasen264 2 роки тому +6

      Amar paribar r 13 th month er natni onader ei gan guli r niomiti srota. Ek dine anek bar suni. Natni to ei gan sune ghumie pore. Onadet gan aro sunte chai.

    • @bkkarmaker
      @bkkarmaker 2 роки тому +3

      Both of them rather actor and actress 👍❤️

    • @balajighosh1959
      @balajighosh1959 2 роки тому +2

      Aj shondha theke shunchi...akhono shunchi... beautiful

    • @babu428
      @babu428 2 роки тому

      তোর বাপ sunche

  • @alexanalexas9717
    @alexanalexas9717 Рік тому +40

    আমাদের সুনামগঞ্জের হাসনরাজা পুরো ভারতবর্ষ জুরে বিখ্যাত ❤️❤️

    • @ashokhalder272
      @ashokhalder272 Рік тому

      ভারতের আনাচে কানাচে এমন গান তৃতীয় শ্রেণির গায়কগণ জীবিকার জন্য গেয়ে থাকে! ভারতবর্ষের মানচিত্র দয়া করে দেখবেন তাহলেই কিছুটা অনুমান হবে। ভারতীয় কালচারের ধারেকাছেও আসে না!

    • @rothonahamed6297
      @rothonahamed6297 Рік тому

      @@ashokhalder272 তুই এখানে কি ছিরতে আইছিস

    • @_-ARohan
      @_-ARohan Рік тому

      @@ashokhalder272 তৃতীয় শ্রেণির মানুষ আবার কে ?তোমার এই কমেন্টে তোমার শ্রেণি বুঝা হয়ে গেছে ।

    • @mannadiisyed259
      @mannadiisyed259 Рік тому

      @@ashokhalder272 তুমি নিজেই তৃতীয় শ্রেণির লোক যে বিহারিদের স্যার স্যার বলে দিনযাপন করে।
      হাসন রাজা সম্পর্কে ধারণা আছে? সে একজন জমিদার কিন্তু বিখ্যাত গীতিকার ,রবীন্দ্রনাথ ঠাকুর যখন ১৯৩৬ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট ডিগ্রি অর্জন করেন তখন অক্সফোর্ডের দেয়া ভাষণে পূর্ববঙ্গের লোকসংগীত নিয়ে ভাষণ দেবার কালে সিলেটের হাসন রাজার গীত নিয়ে ব্রিটিশদের জানিয়ে আসেন।
      তুমি একটা গরু ,প্রমাণ দিলা এমন কমেন্ট করে।

    • @BNH5
      @BNH5 Рік тому

      @@ashokhalder272 এই কুলাঙ্গার নিজের দেশের মানুষকেই ছোট করছে।এই মাদারচুদ একটা রেসিস্ট।

  • @sanjoydas3992
    @sanjoydas3992 Рік тому +8

    আমি ভারত থেকে বলছি। আপনাদের এত সুন্দর পরিবেশন খুব ভালো । wow excellent

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      আমাদের অনুষ্ঠানটির প্রযোজক এবং পরিচালকরা এর পরিবেশনটি যেভাবে মার্জিত হয় সেদিকে সবসময়ই গুরুত্ব দিয়ে থাকেন। আশা করি পরবর্তীতে আরও সুন্দর গান উপহার দিব আমরা। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।

  • @shimulislam1073
    @shimulislam1073 3 роки тому +89

    আমরা সত্যিই ভাগ্যবান যে আমাদের একজন চঞ্চল চৌধুরী আছে।
    কৃতজ্ঞতা শাওন আপা ও সংশ্লিষ্ট সকলকেই।

  • @dolanchandradas900
    @dolanchandradas900 3 роки тому +31

    IPDC এর যত গান রিলিজ হয়েছে,সব গান ডাউনলোড করে ফোনে রাখছি, এই গান টার জন্য অপেক্ষায় রইলাম....
    IPDC ❤️❤️❤️

  • @TanayGhosh-hv4hi
    @TanayGhosh-hv4hi 4 місяці тому +1

    অসম্ভব সুন্দর উপস্থাপন আমি ভারতের মানুষ প্রাতিদিন একবার করে শূনি

  • @user-qd8lb6cw1j
    @user-qd8lb6cw1j 9 місяців тому +1

    এত সুন্দর পরিবেশনা আর বাঙালি বেশ।সুরের মাঝে যেন বাংলার মাটির একটা সুমধুর ঘ্রান।আহা আমার বাঙালি সংস্কৃতি!!

  • @alpibiswas9268
    @alpibiswas9268 3 роки тому +26

    এই আমাদের গানের সেরা জুটি চঞ্চল চৌধুরী আর শাওন। খুব ভালো লাগে। এঁনাদের আরও গান শুনতে চাই।

  • @ramprashadbhattacharya6066
    @ramprashadbhattacharya6066 2 роки тому +8

    পশ্চিম বঙ্গের, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছি, প্রতিদিন এক বার অন্তত গানটি না শুনলে আমার হয় না, এক কথায় অপূর্ব!

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  2 роки тому

      আপনার মতামত আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। পরবর্তীতে আরও সুন্দর গান উপহার দেওয়ার চেষ্টা করব আমরা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

  • @jafrin19
    @jafrin19 2 роки тому +3

    অসাধারণ .আমি বলার মতো আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না।দুজনেই অনবদ্য।অবিরাম ভালোবাসা এপার বাংলা থেকে।♥️

  • @syedatazbiha291
    @syedatazbiha291 3 роки тому +110

    আমি সত্যি ই মানতে পারি না চঞ্চল এর বয়স বেড়ে যাওয়াটা।বুকে খুব লাগে রে।সেই সিসিমপুর থেকে তার জন্য আমি পগল 😢😢😢

    • @lovesdiary6175
      @lovesdiary6175 3 роки тому +1

      sohomot

    • @mdjewelrana5154
      @mdjewelrana5154 3 роки тому +1

      আপনিও পাগল আপনি মুসলিম???

    • @user-mu9nl2qf4m
      @user-mu9nl2qf4m 3 роки тому +2

      😀😀😀😀

    • @progamer-st1bt
      @progamer-st1bt 3 роки тому +2

      আমাদের মুকুল 🥰🥰

    • @syedatazbiha291
      @syedatazbiha291 3 роки тому +8

      @@mdjewelrana5154 vai tui ki pagol? Eto valo muslim namaz raikha gaan shunte aisos kn? Janos na gaan j haram?

  • @user-dq1yn7mn2s
    @user-dq1yn7mn2s 3 роки тому +11

    নেশা লাগিলো রে...
    চঞ্চল চৌধুরী স্যার এবং শাওন ম্যাম এর আরেকটি অসাধারণ যুগলবন্দী পারফরমেন্স ❤️
    কথা ও সুর:হাসন রাজা

  • @tanmaybarman5268
    @tanmaybarman5268 Рік тому +2

    চঞ্চল চৌধুরী একদিকে যেমন এক অভিনেতা তেমনি অন্যদিকে এক গায়ক এর পরিচয় দিয়েছেন

  • @suryasnatasarkar6134
    @suryasnatasarkar6134 Рік тому +5

    অসাধারণ যুগলবন্দী....যেমন বাদ্যযন্ত্রের সুর মনোহর তেমনি পার্শ্ব সঙ্গীতশিল্পীরা যোগ্য সঙ্গত দিয়েছেন।খুব সুন্দর ও মনোগ্রাহী।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +1

      আমাদের অনুষ্ঠানটির প্রযোজক এবং পরিচালকরা সবসময় সুন্দর পরিবেশন এর দিকে নজর দিয়ে থাকেন। আশা করি পরবর্তীতে আরও সুন্দর গান উপহার দিব আমরা। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।

  • @samirdutta6954
    @samirdutta6954 3 роки тому +61

    চঞ্চল বাবু অনেক ভালোবাসা।আপনার হাসির ব্যাখ্যা খুঁজে পাওয়া অসম্ভব।আপনার সঙ্গিনী কে ভালো মানিয়েছে। এপার বাংলার পশ্চিমবঙ্গ থেকে অনেক শুভেচ্ছা ❤️❤️🇮🇳

    • @redwanremon5578
      @redwanremon5578 3 роки тому

      তার সঙ্গীনী হুমায়ুন আহমেদের বউ

  • @rajendrabhattacharya4018
    @rajendrabhattacharya4018 3 роки тому +21

    অসাধারণ। অভিনয় আর গান দুই শিল্প মিলেমিশে একাকার হয়ে এক অনন্য শিল্পকলায় উন্নিত হয়েছে। কলকাতা থেকে পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই।

  • @ShakilAhmed-rx3ik
    @ShakilAhmed-rx3ik 6 місяців тому +10

    ২০২৪ কমেন্ট রেখে গেলাম।কেউ না কেউ লাইক করবে আর আমি নোটিফিকেশন পেয়ে কালজয়ী গানটা আবার শুনতে আসবো।😊

  • @asifsohan2388
    @asifsohan2388 3 роки тому +44

    চঞ্চলের চাহনি, চুলের ভাঁজ ফুল প্লেয়ার!!💯💯
    ফুল ক্যারেক্টরে ঢুকে গেছে!!❤️❤️

  • @moonmoon3718
    @moonmoon3718 3 роки тому +34

    "সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা" এই গানটা অসাধারণ এই জুটি কে দিয়া গাওয়ানোর অনুরোধ করছি❤️

  • @user-ex1mf7qs2p
    @user-ex1mf7qs2p 2 роки тому +1

    মঞ্চে উপস্থিত সকলকে কি সুন্দর ভাবে জুরে নেওয়া হলো গানে । দারুন। জোয়ান গোপাল ব্যাঙ্গালুরু

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      এত দূরে থেকেও আমাদের গান শোনার জন্য আপনাকে ধন্যবাদ। 🙏

  • @shrijaghosh6345
    @shrijaghosh6345 3 роки тому +474

    কী অনবদ্য উপস্থাপনা.. সত্যি বাংলাকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।❤️ শাওন ও চঞ্চল চৌধুরী প্রিয় শিল্পী হয়ে গেলেন।

    • @mgsrazu1092
      @mgsrazu1092 3 роки тому +1

      ধন্যবাদ

    • @shobnom1821
      @shobnom1821 3 роки тому +1

      ❤️💯

    • @mdsakibalom4071
      @mdsakibalom4071 3 роки тому +2

      Bangla manei Bangladesh 🥰

    • @shadinkumar2707
      @shadinkumar2707 3 роки тому +18

      আর বাংলাকে সবথেকে বেশী বিকৃত ও অসম্মান করা হয়েছে পশ্চিম বাংলার দ্বারা। ভালো কিছু তো করতেই পারে না - বরং বাংলাকে সবজায়গায় অসম্মান করে। রিয়েলিটি শো,সিরিয়াল কথিত বিশেষ দিবসে বেশ্যাগিরি আর ভাষা বিকৃতি ছাড়া পশ্চিমবাংলা বাংলাভাষাকে কিছুই দেয়নি। বরং যারা দিয়েছিলো সেই রবীন্দ্রনাথ, নজরুলের নিত্যনতুন অপমানের পন্থা তারা বের করে। ধিক্কার জানাই। বাঙালী বলে পরিচয় দেওয়ার কোন অধিকার তাদের নেই। ছি!

    • @paulray9650
      @paulray9650 3 роки тому

      Apni Onek cute

  • @prosanjitsaha5892
    @prosanjitsaha5892 3 роки тому +8

    হুমায়ুন স্যারের খুব প্রিয় ছিল হাসন রাজার গান, তিনি সুযোগ পেলেই তার ভক্তদের তার নাটকের মাধ্যমে হাসন রাজার গান শোনাতেন, আজ স্যারের প্রয়াণ দিবস, স্যার বেচে থাকলে শাওন ও চঞ্চল চৌধুরীর এই গান শুনলে অনেক খুশি হতেন, স্যারকে মনে পড়ে💖💖💖
    -জনৈক হুমায়ুন ভক্ত

  • @dipankardasjurapukhurilank2925

    From Assam (Bharat)
    Sir ma'am apnarar 2 jon kache tekhe aro onek gaan sunte chai please amader sobar echa ta jen apnara puron koren ....kub valo lagese mon dil mugdha hoi jai apnara 2 joner gaan sunle....
    ❤❤Love you so much both❤❤

  • @soumennandy5353
    @soumennandy5353 Рік тому +11

    From Kolkata. Awesome singing by both.

  • @debajyotighosh7935
    @debajyotighosh7935 2 роки тому +120

    চঞ্চল বাবুর অভিনয়ের ভক্ত, উনি এতো ভালো গান করেন, জানা ছিলো না তো..!!! অসাধারণ উপস্থাপনা, কলকাতা থেকে শুভেচ্ছা রইলো। ❤️

    • @nabinbairagi
      @nabinbairagi Рік тому

      SUDHU OBHINOI, BA GAAN NOI, UNI EKJON ART-ER SUDENT. TAI OSADHARON CHOBI AKEN O BHASKARJO KOREN.

  • @rubaiyatahnaftazwar3154
    @rubaiyatahnaftazwar3154 3 роки тому +99

    উফফ!হুমায়ুন স্যার কেন যে শাওনের প্রেমে পাগল হইছিলেন তা এখন বুঝছি...অসাধারণ কন্ঠ,এক্সপ্রেশন জাস্ট কিউট 🥰

    • @jinatjahanmoni7989
      @jinatjahanmoni7989 3 роки тому +5

      আসলেই,,যত দিন যাচ্ছে তত কিউট হচ্ছে আর গায়কি ত বলতে হচ্ছেনা আর

    • @hrittikazaman6396
      @hrittikazaman6396 3 роки тому +4

      She is a real talented artist

    • @maitreyeepaul1125
      @maitreyeepaul1125 3 роки тому +2

      She is talented and very attractive

    • @hrittikazaman6396
      @hrittikazaman6396 3 роки тому +1

      @Jannat Fancy that's great!

  • @GolperGramophone
    @GolperGramophone 3 місяці тому

    অপূর্ব, বার বার শুনতে ইচ্ছে করে এমন‌ সুন্দর গান। আমি ব্যাঙ্গালোরে থাকি কিন্তু এই গান টা শুনে মনে হয় , আমি যেন‌ বাংলা দেশ কে অনুভব করতে পারছি এখান‌ থেকেই।

  • @mdakashkhan2.75.18
    @mdakashkhan2.75.18 Рік тому +3

    2052 সালের জন্য একটা কমেন্ট করে গেলাম,আজ থেকে 30 বছর পর কোনো এক সন্ধ্যায় একাকি বসে যখন এই গানটি শোনব,তখন মনে পড়ে যাবে জীবনের ফেলে আসা কিছু স্মৃতি🍁🥀🖤

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন।

  • @nargisakterasha9446
    @nargisakterasha9446 2 роки тому +366

    Chonchol Chowdhury is a living legend..যেমণ অভিনয় তেমন গানের গলা।আমরা পাবনাবাসী গর্বিত এমন একজন মানুষ আমাদের এলাকার বলে

    • @nabiscoredwanvlogs8055
      @nabiscoredwanvlogs8055 2 роки тому +6

      Akdom thik bolsen

    • @amardas5155
      @amardas5155 2 роки тому +2

      D

    • @shohel6193
      @shohel6193 2 роки тому +3

      Yes

    • @sardar_nayem_islam
      @sardar_nayem_islam 2 роки тому +6

      আমাদের পাবনার গর্ব চঞ্চল চৌধুরী 🥰🥰

    • @abdullahalgalib4429
      @abdullahalgalib4429 2 роки тому +3

      উনি শুধু পাবনার না।
      উনি আমাদের পুরো বাংলাদেশের।

  • @tawsifmahmud8792
    @tawsifmahmud8792 3 роки тому +31

    শাওন আপু, চঞ্চল চৌধুরি, এবং ফজলুর রহমান বাবু স্যার এরা ঈদের চাদের মত বছরে দুইবার আসে, যখন আসে তখন সারাদুনিয়ায় ভক্তদের প্রশংসায় ভাসে,অসাধারণ তাদের গান গুলি 👌

  • @BangladeshiCanadianmom78
    @BangladeshiCanadianmom78 Рік тому +2

    চঞ্চল চৌধুরি এবং শাওন এর গাওয়া গান গুলো সত্যি চমৎকার
    বাংলা গান শুনার আগ্রহ আরো বেরে যায়
    আরো নতুন গান আপনাদের কাছ থেকে শুনতে চাই

  • @fattahsaber6651
    @fattahsaber6651 8 місяців тому +1

    ছোট থাকতে থেকে এই গানটা আমার খুব প্রিয়। কয়েকদিন পর পর গানটা শুনি খুব ভালো লাগে। ❤

  • @Sonatonishoktibhola
    @Sonatonishoktibhola 3 роки тому +93

    কমপক্ষে ১০০ বার শোনা হয়ে গেছে তবুও মন ভরে না।। অসাধারণ দাদা ও দিদি❤️❤️

  • @AliAhad72
    @AliAhad72 3 роки тому +202

    দুইজনেই জাত আভিনয় শিল্পী, গানের মধ্যেও কি সুনিপুণ অভিনয় 😳😳

  • @kamranbaba-cz6of
    @kamranbaba-cz6of 6 місяців тому +4

    I'm from Pakistan, I have been listening to the music from this channel for a long time now. I neither understand the lyrics nor do i know what kind of music is this, but i still love the music of IPDC channel. i hope the channel will share the English lyrics as well because the auto-generated are in hindi text. love from Pakistan 😍😍

  • @rdm6468
    @rdm6468 Рік тому

    গানটির নেশায় জড়িয়ে গেলাম আরেকটু। এতো সুন্দর উপস্থাপনা 🙏।
    বিশেষ করে চঞ্চল চৌধুরী ও শাওনের কেমিস্ট্রি টা অনবদ্য ❤। ওনারা গান করছেন না, গানের ভাবসাগরে ডুব দিয়েছেন। গানটিকে একেবারে জীবন্ত করে তুলেছেন এই দুই শিল্পী 🎉।

  • @uurmyyrahman5622
    @uurmyyrahman5622 3 роки тому +23

    শাওন আপুর থেকে চোখ ফেরানো যাচ্ছে না।কি অসাধারণ লাগছে ।এই চোখের ইশারায় ই হয়তো হুমায়ুন আহমেদ ঘায়েল হয়েছিল।মাশাআল্লাহ

  • @triptoadhikary8896
    @triptoadhikary8896 2 роки тому +235

    চঞ্চল স্যারের এইবারের গেটাপ টা পুরো জেন্টালমেন্ট এর মত ছিলো🙂,,,আর কন্ঠের সাথে এক্সপ্রেশন টাও যোসস ছিলো😇😇,,আর শাওন ম্যামের চাহনি ও অনেক বেশি সুন্দর ছিলো😍😍😍

  • @malabikathakur784
    @malabikathakur784 Рік тому +2

    খুব সুন্দর লাগলো। চঞ্চল বাবুর অভিনয় এবং গান দুইই অসাধারণ। ভারতীয় হয়েও মনে প্রাণে বাংলাদেশ ভালোবাসি।দুই দেশ ই এক।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      আপনার কমেন্ট আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। পরবর্তীতে আরও সুন্দর গান উপহার দেওয়ার চেষ্টা করব আমরা।