এই গল্পটা শুনার পর আমি কি বলবো সেটা ভাবনার মত মানসিকতা আমার নাই।শুধু একটাই কথা বলবো জীবনের সমীকরন খুবই সহজ যদি হয় সেটা সঠিক সিদ্ধান্ত আর যদি সিদ্ধান্ত ভুল হয়ে যায় পুরো জীবনটায় এই গল্পের মত বিচ্ছিন্ন হয়ে যায় সুতরাং জীবনের সর্বক্ষেত্রে আবেগের বসবতি হয়ে কোন সিদ্ধান্ত নিতে নেই সবকিছু সহজে মেনে নিতে নেই, কারন যে ভাই আর পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে এত সুন্দর একটা মানুষ তার নিজের জীবনটা কে নিশ্চিত ধংসের দিকে ঝুকে দিলো একটা সময় গিয়ে তারা সবাই তাকে জঘন্য ঘৃনার পাত্র ভেবে দুর দুর করে তাড়িয়ে আহারে রক্তের বাধন। তার জীবনের প্রথমের দিকের কাহিনী চমকপ্রদ নিঃসন্দেহে সে অনেক সুখি জীবনজাপন আশা করতে পারে। আর সমস্ত বোনদের উদ্দেশ্যে একটায় কথা বলব টাকা বিলাসিতা এনে দিতে পারে অন্তরের প্রশান্তি নয় সুতরাং টাকাওয়ালা ছেলে দেখে বিয়ে করার আগে খবর নেন তার মানসিকতার কত উন্নয়ন। আর এই বোনটার পাশে আমরা সবাই দাঁড়াতে চাই যদিও আমার সামনে ভিডিওটা অনেকদিন পরে আসছে। আল্লাহ ওই বোনটি কে অনেক বেশি ভাল রাখুক যদি এরকম সম্ভব হতো তকদির থেকে কিছু পরিবর্তনের তাহলে আমার জীবনে কোন সুখের অধ্যায় থাকলে আমি তা থেকে কিছু উনাকে দিতে বলতাম আল্লাহ কে। আমি অনেক কান্না করছি এইটা সম্পুর্ন শুনে।
এই বোনটির জীবনের ঘটনা শুনে প্রতিবাদ জানানোর কোন ভাষা আমার কাছে নেই এই জানোয়ার মানুষগুলোর জন্য শুধু এতোটুকু আল্লাহকে বলবো আল্লাহ তুমি এই বোনটিকে সুন্দর একটা ব্যবস্থা করে দাও.
আমার জীবন টা ও এমন ভাবে কেটেছে আমার একটা মেয়ে আছে ওর বয়স এখন তার বছর চলছে কিন্তু এখন আবার আমাকে না জানিয়ে বিয়ে করছে একবছরের মতো আমি জানি কিন্তু ওর পরিবারের সবাই জানে আমি অল্প কয়েক দিন আগে জানতে পারছি আমি এখনো ওর বাড়িতে আছি বুকের মাঝে অনেক কষ্ট চেপে রেখে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি জানি না আর কতদিন এমন করে কাটাতে পারবো কারণ সে আমাকে যখন তখন তালাক দিতে চায় অনেক অবহেলা অপমান করে আমি তার বাড়িতে পরে আমি কিন্তু আমার মেয়ের জন্য ওই বাড়িতে আছি ওদের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করে আছি দোয়া করবেন আমার মেয়ের জন্য আমি যেনো ওকে মানুষ করতে পারি
গল্প যারা শুনে তাদের কাছে তা গল্পের মতই লাগে। কিন্তু যে সেই জীবন যাপন করে সেই বুঝতে পারে দুনিয়া টা কতটা কঠিন। আমি আমার জীবনে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরেছিলাম তবে আললাহর কাছে শুকরিয়া জানাই যে কিছু ভালো মানুষের সহায়তায় এবং আললাহর ই চ্ছায় এখন ভালো আছি। এই বোনের ঘটনা শুনে চোখে পানি ধরে রাখতে পারলাম না। ওনার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাল্লাহ তায়া’লা যেন তাকে এবং পিয়াংকাকে তার রহমতে রাখেন।আর বোনটির কাছে অনুরোদ থাকবে পাঁচ ওয়াক্ত নামাজ পরে সবসময় আললাহর কাছে দোয়া করবেন, নিশ্চয়ই আললাহ তাআলা একদিন আপনার ডাকে শারা দিবেন
জীবনে এমন কিছু ঘটে যা নিয়ে কখনো কখনো কোনো কিছু বলার ভাষা হারিয়ে ফেলতে হয়।শুধু এটুকুই বলবো,আল্লাহ ইচ্ছা করলে সীমানাহীন সাগরের মাঝখানে থেকেও কাউকে বাঁচিয়ে নিতে পারেন। হয়তো এই আপুর দ্বারাই এমন অভাবনীয় কিছু কাজ হয়ে যেতে পারে এই সমাজের বুকেই।আমরা কোনো কিছুতেই ভেংগে পড়বোনা,আমরা মানুষ। তাওয়াক্কালতু আলাল্লাহ।দোয়া করি বোন,সামনে ভালো কিছু আসুক তোমার জন্য।
কিছু মনে করবেন না, বলতে হচ্ছে মানিক থেকে শুরু করে দ্বিতীয় স্বামী পর্যন্ত আপনি যা কিছু সহ্য করেছেন, ভুল করেছেন। মানিকের এত অত্যাচার সহ্য করা উচিত হয়নি। বারবার সহ্য করার পরিনাম আজকে এই। মনকে শক্ত করুন আল্লাহর উপর ভরসা করে সামনে এগিয়ে যান এই দোয়া করি।
অবশ্যই উনাদের দুজনের জন্য আপনার মতো আমিও মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের কাছে অনেক দোয়া করছি যেন উনাদের দুজনের জীবনের সকল প্রতিকূলতা কাটিয়ে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার মতো তৌফিক উনাদের দান করেন। তবে উনাদের দুজনের জন্য দোয়া চাওয়ার পাশাপাশি অবশ্যই উনাদের দুজনের পাশে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সাধ্য অনুযায়ী আর্থিক সহায়তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনার প্রতি আমার বিনীত অনুরোধ রইলো আপনার সাধ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করার জন্য চেষ্টা করার জন্য। 💞
সবাই বলে নারী জাতির কলঙ্ক। আজ কিবরিয়া ভাই বললেন পুরুষ জাতির কলঙ্ক। শুনে অনেক দুঃখের মধ্যেঝ হেসে দিলাম। কি দারুন কন্ঠ আর মুখের ভাষা। অনেক ভালো লাগে শুনতে।।
আসসালামু আলাইকুম এই জীবনে গল্পটা শুনে সত্যি চোখের পানি চলে আসে আমার মনে হয় উনি শিক্ষিত উনি যেকোনো একটা চাকরি করতে পারবেন আর দ্বিতীয় স্বামীর কাছে যাওয়াটা আমি মনে করি উচিত না এত কষ্ট করেছেন প্রথম স্বামী ও নার একই সমস্যা ছিল আমার মনে হয় উনি নিজে পেয়ে দাঁড়া আপনার সন্তানটাকে নিয়ে আর আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ সবকিছু ঠিক করে দিবেন
কিবরিয়া ভাই আমি একজন পবাসি। আমার বাড়িটা একদম খালি আমি এই মেয়ে কে ও আতুর বাচছা কে খানি পানি সব দিমু । আমার বাডিতে তাকবে।আমিও একজন মেয়ে।আমার ফন লনবার দিলাম
আমাদের মেয়েদের জীবন লটারির মতো কারো কপাল ভালো হলে সুখ না হলে ভয়াবহ অবস্থা মানুষ কেনো ছেলের বউকে নিজের মেয়ে ভাবতে পারেনা। আলহামদুলিল্লাহ আনার স্বামী আমাকে অনেক ভালোবাসে। আল্লাহ আমাকে জীবনের সবচেয়ে বড় উপহার হিসেবে আমার স্বামীকে দিয়েছেন আমি চায় প্রতিটা মেয়ের কপালে আমার স্বামীর মতো একজন পুরুষ থাকলে কোনো মেয়ের কপালে কষ্ট থাকতো না
এই মেয়ে টি যদি সত্যিই আল্লাহ পাক কে স্বরণ করে।।তবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ধৈর্য ধরতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে। কোথাও কোনো একটা চাকরি ব্যবস্থা করে দিলে ভালো হতো। আর বিয়ে করা উচিত নয়।
আরজে কিবরিয়া ভাই, আপনার রেডিওতে প্রচারিত রোমেনা আপার জীবন সংগ্রামের দুঃখ- কষ্ট ভয়াবহ, বীভৎস কাহিনী প্রচার করলেন, আমার মনে হয় তা লক্ষ কোটি কোটি হবে এরকম ঘটনা?
রুমানার মত এরকম হাজারো লক্ষ কোটি রোমেনা বাংলাদেশে আছে? এর জন্য দায়ী কে? নিশ্চয়ই ওর পাষণ্ড স্বামী? ওই শয়তান রুপি স্বামী মিথ্যুক নরপশুরা শয়তান? ওকে এখনো সময় আছে পুলিশে সোপর্দ করা আইনের কাঠগড়ায় দাঁড় করানো? করানো?
ওই ধরনের শয়তান জিন্দা ইবলিশ শয়তান দেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করা? আমি আইনমন্ত্রীকে অনুরোধ করবো, এই ধরনের যত সন্ত্রাসী? নারী নির্যাতনকারী স্বামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন? যেন এর পুনরাবৃত্তি না ঘটে?
রোমানা আপনি এই আপনার জীবন কাহিনী বলতে গিয়ে বারবার কেঁদে ফেলেছেন? আমিও বারবার কেঁদে ফেলেছি? ফেলেছি? অন্তরে রক্তক্ষরণ হয়েছে? কেননা আমিও আপনার মত মানুষ! আমাকে দিয়ে আমি মানুষকে চিনি জানি বুঝি!
আল্লাহর নিকট তাহাজ্জুদ নামাজ পড়ে সাহায্য চাও বোন। দমে দমে আস্তাগফিরুল্লাহ পড়। এই দোয়াটা মানুষের শূণ্যতা পূরণ করে।আর সম্ভব হলে প্রধান মন্ত্রীর কাছে একটা আবেদন কর, দেখ তিনি তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারেন কিনা।
ভাই আল্লাহ ছারা কেউ নেই বিপদে আশ্রয় দেবার নেই। আমার এর চেয়েও ভয়ংকর ঘটনা ঘটেছে। আল্লাহ সহায় হবেন ইনশাল্লাহ। যে অবস্থায় থাকেন আল্লাহর রহমতের উপর বিশ্বাস রাখেন।
দ্বিতীয় বিয়ে না করে কোন কাজের খোঁজ করলে এমন হত না।কেউ কাউকে কিছু করে দেয় না,নিজের জন্য নিজেকে করতে হয়।বিয়ে এ যুগে বোঝাস্বরুপ এটি জীবনের কোন সমাধানের পথ দেখাতে পারে না।খুব খারাপ লেগেছে, আল্লা আপনার সহায় হোক।
আপু আমি আপনার জীবন গল্প শুনে আমি খুবই দূর্বলভাবে নির্বাচিত হচ্ছি, আর আমার বুকের ভেতর হাহাকারের হুংকার দিচ্ছে যে কারণে, সেইটা ছিলো সেই নরপিশাচের জন্য, আপনার মতন একজন শিক্ষায়-শিক্ষিত মেয়ে হয়ে এরকম ভুল করা উচিত হয়নি, আপনার জীবন গল্প সত্যিই করুণ বেদনাময় ক্ষত, এবং আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামীন আপনার উপর সহায়ক হন, ধন্যবাদ
আললাহ একি শুনলাম। এই মেয়ে জীবনে এত কষট এই গল্পটা তে যে সহ্য করা যায় অসম্ভব । শুধু বলব এত সহ্য করেছ তুমি।আরও অনেক সহ্য করতে হবে । আললাহ তোমাকে সহ্য করার ক্ষমতা দিন। প্র্থম্বার যে ভুল করেছ তার পর দিতীয় বার অনেক খোঁজ নেওয়া উচিত ছিল । বা একাই জীবন যুদ্ধ করে যেতে । মানুষ কি পরিমাণ খারাপ হতে পারে তা তুমি দুই বার ঠকে শিখেছ। আর ভুল কর না মা ।
Apur golpo ta sune, kotha boler vasa hariye felci. Santona dewar moto kono vasa paccina apu. Akta kotha boli apu apni onk onk valo r Allah valo manuskei kothin porikkha nen, niscoy ar binimoye porokale Allah apnake uttom protidan diben. Mn theke doa kori Allah jno apnake r apnar meyeke valo rakhen, porokale uttom protidan dan koren, amin🤲
গল্প টা সুনে চোখে পানি চলে আসে আল্লাহ যেনো আর কাউকে এমন না কোরে .আমরা পুরুষ জাতি হিসেবে কলংক .তার ফারইস্ট স্বামী ছিল একটা যানোয়ার .পরে তা ছেলি হায়ওয়ান .আর তার ভাই গুলা ছিল মাইগা বোনের প্রতি কোনো দিনও কোনো ভাই আর ভালোবাসা কখনো কমেনা .তার ভাই গুলা ছিল আর বেশি জানোয়ার কেন একটা বোন কে কি তারা তাদের কাসে রাখতে পারতো না এক মেয়ে আর কতই খায় আল্লাহ সবার বিচার করবে এই দুনিয়াতে যারা ওনার জীবন তা নষ্ট করছে .আল্লাহ সব পারে আল্লাহ উপর বরসা রাখেন .
আপু আপনার কোন বিকাশ নাম্বার দিবেন,আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাকে বেশি বিপদে দেন ভরসা রাখুন আল্লাহর উপর।জীবনের গল্প আমরা যারা শুনি সবার কাছে অনুরোধ আসুন সবাই মিলে ১০ টাকা করে দেই তাহলে হয়ত এই বোনটির কিছু হবে।আর আপু সান্তনা দিবনা তবে রত্ন জন্ম দিয়েছ ‘’ফুলসিরাতের চাবি “
কিছু মেয়ের জন্য সুন্দর হওয়া অভিশাপ। আপু টা কত ধৈর্যশীল আল্লাহ্ কারো ওসিলায় ওনার জীবন সুন্দর করে দেক।বাচ্চা টাও স্বাভাবিক হয়ে যাক দোয়া রইলো।ঘুম আসেনি আপুর গল্পটা শুনার পর বিয়ের প্রতি অনীহা চলে আসলো, পুরুষ মানুষ কি কোন দিন ভালো হবে না! নারীকে সম্মান টুকুও দিবে না কষ্ট লাগছে আপুর জন্য খুব বাচ্চার টার অবয়ব চোখের সামনে ভেসে ওঠছে😔
O HELLO , ম্যম সব পুরুষ কে এক পাল্লায় মাপতে যাবেন না দয়া করে । সবাই মালিকের মতো জানোয়ার না । প্রেম ভালোবাসা করেই বিয়ে করেছি পনের বৎসর হলো এখন পর্যন্ত শশুরের স্বীকৃতি পাইনি । সেজন্য বৌ এর সাথে খারাপ আচরণ করেছি এটা বৌ কোনোদিন বলতে পারবেনা । সবাই এক রকম হয়না । ভালো থাকবেন ।
খুব কান্না করলাম,শুধুই দীর্ঘশ্বাস...!
কোন ভাষা নাই, খুবই হৃদয় বিদারক। আল্লাহ যেন আপনার সহায় হউন।
এত কষ্ট পাওয়ার পরও এই মানুষটা কিভাবে বেঁচে আছে তা আমার জানা নাই। আল্লাহর রহমত 🥰🥰🥰🥰🥰🥰
নীর সন্ধেহে পৃথিবীর শেষ্ঠ মা। আপনাকে কি বলবো বলার মতো ভাষা হারিয়ে ফেলছি?এত কষ্ট বাংলার মায়েদের জীবনে.নিজের অজান্তে চোখে জল গরিয়ে গেলো।।।।।।।।।
😂😂😂😂😂😂G 😂😂😂😂😂😂😂😂
গল্পটা হওয়া এক বছর পরে শুনলাম।।
আল্লাহ ভরসা আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। হে আল্লাহ আপুর মনের আশাটা পূর্ণ করে দাও।আমিন
Ameen
এই গল্পটা ২দুই বছর পরে শুনলাম শুনার পরে অজান্তেই চোখের কোনে পানি চলে এসেছে এখন এই বোনটা কি অবস্থা আমি একটু হেল্প করতে চাই, pls,মালায়শিয়া প্রবাস থেকে
😢
এই গল্পটা শুনার পর আমি কি বলবো সেটা ভাবনার মত মানসিকতা আমার নাই।শুধু একটাই কথা বলবো জীবনের সমীকরন খুবই সহজ যদি হয় সেটা সঠিক সিদ্ধান্ত আর যদি সিদ্ধান্ত ভুল হয়ে যায় পুরো জীবনটায় এই গল্পের মত বিচ্ছিন্ন হয়ে যায় সুতরাং জীবনের সর্বক্ষেত্রে আবেগের বসবতি হয়ে কোন সিদ্ধান্ত নিতে নেই সবকিছু সহজে মেনে নিতে নেই, কারন যে ভাই আর পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে এত সুন্দর একটা মানুষ তার নিজের জীবনটা কে নিশ্চিত ধংসের দিকে ঝুকে দিলো একটা সময় গিয়ে তারা সবাই তাকে জঘন্য ঘৃনার পাত্র ভেবে দুর দুর করে তাড়িয়ে আহারে রক্তের বাধন। তার জীবনের প্রথমের দিকের কাহিনী চমকপ্রদ নিঃসন্দেহে সে অনেক সুখি জীবনজাপন আশা করতে পারে। আর সমস্ত বোনদের উদ্দেশ্যে একটায় কথা বলব টাকা বিলাসিতা এনে দিতে পারে অন্তরের প্রশান্তি নয় সুতরাং টাকাওয়ালা ছেলে দেখে বিয়ে করার আগে খবর নেন তার মানসিকতার কত উন্নয়ন। আর এই বোনটার পাশে আমরা সবাই দাঁড়াতে চাই যদিও আমার সামনে ভিডিওটা অনেকদিন পরে আসছে। আল্লাহ ওই বোনটি কে অনেক বেশি ভাল রাখুক যদি এরকম সম্ভব হতো তকদির থেকে কিছু পরিবর্তনের তাহলে আমার জীবনে কোন সুখের অধ্যায় থাকলে আমি তা থেকে কিছু উনাকে দিতে বলতাম আল্লাহ কে। আমি অনেক কান্না করছি এইটা সম্পুর্ন শুনে।
L lol ko ko
যার জীবন কষ্ট দিয়ে শুরু তার সুখ হয় না।আর যারা নরম স্বভাবের মেয়ে তাদের কপালেই এমনটা হয়
ঠিক বলছেন
হুম 😢😢😢
ঠিক বলছেন
ঠিক 🙂
বলার মত কোনো ভাষা আমার জানা নেই।বুক ফেটে যাচ্ছে। চোখ পানিতে ভেসে যাচ্ছে। আল্লাহ তায়ালা সহায় হউন।
সত্যি
এই বোনটির জীবনের ঘটনা শুনে প্রতিবাদ জানানোর কোন ভাষা আমার কাছে নেই এই জানোয়ার মানুষগুলোর জন্য শুধু এতোটুকু আল্লাহকে বলবো আল্লাহ তুমি এই বোনটিকে সুন্দর একটা ব্যবস্থা করে দাও.
আত
।তুই ুিে
ক
আমার জীবন টা ও এমন ভাবে কেটেছে আমার একটা মেয়ে আছে ওর বয়স এখন তার বছর চলছে কিন্তু এখন আবার আমাকে না জানিয়ে বিয়ে করছে একবছরের মতো আমি জানি কিন্তু ওর পরিবারের সবাই জানে আমি অল্প কয়েক দিন আগে জানতে পারছি আমি এখনো ওর বাড়িতে আছি বুকের মাঝে অনেক কষ্ট চেপে রেখে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি জানি না আর কতদিন এমন করে কাটাতে পারবো কারণ সে আমাকে যখন তখন তালাক দিতে চায় অনেক অবহেলা অপমান করে আমি তার বাড়িতে পরে আমি কিন্তু আমার মেয়ের জন্য ওই বাড়িতে আছি ওদের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করে আছি দোয়া করবেন আমার মেয়ের জন্য আমি যেনো ওকে মানুষ করতে পারি
হে আল্লাহ্ তোমার লিলাখেলা বুঝা বড় দায়।
কিছু বলার ভাষা নাই, আল্লাহ উনার মেয়ের,উনার এবং সবার ভালও করুন এই দুয়া করি।
Assalamualikum wa rahmatullahi wa barkatuh আপু তুমি আল্লাহ উপর ভরসা রাখ। আল্লাহ বিচার কখনো বিপলে যাইনা
গল্প যারা শুনে তাদের কাছে তা গল্পের মতই লাগে। কিন্তু যে সেই জীবন যাপন করে সেই বুঝতে পারে দুনিয়া টা কতটা কঠিন। আমি আমার জীবনে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরেছিলাম তবে আললাহর কাছে শুকরিয়া জানাই যে কিছু ভালো মানুষের সহায়তায় এবং আললাহর ই চ্ছায় এখন ভালো আছি। এই বোনের ঘটনা শুনে চোখে পানি ধরে রাখতে পারলাম না। ওনার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাল্লাহ তায়া’লা যেন তাকে এবং পিয়াংকাকে তার রহমতে রাখেন।আর বোনটির কাছে অনুরোদ থাকবে পাঁচ ওয়াক্ত নামাজ পরে সবসময় আললাহর কাছে দোয়া করবেন, নিশ্চয়ই আললাহ তাআলা একদিন আপনার ডাকে শারা দিবেন
4 2.
qq
আল্লাহ সহায়ক 🥀
আপু টার - সব কষ্ট দুর হয়ে যাবে!!
আসুন সবাই মিলে আমরা পাশে দাড়াই🤜🤛💫
চ
চ
T
77ò999
Ami santona deta chai na sahajjo korta chai. Akjon vai hishaba. Jodi kono jojajoger number thaka deban ami amar saddo moto sahajjo korbo.
জীবনে এমন কিছু ঘটে যা নিয়ে কখনো কখনো কোনো কিছু বলার ভাষা হারিয়ে ফেলতে হয়।শুধু এটুকুই বলবো,আল্লাহ ইচ্ছা করলে সীমানাহীন সাগরের মাঝখানে থেকেও কাউকে বাঁচিয়ে নিতে পারেন। হয়তো এই আপুর দ্বারাই এমন অভাবনীয় কিছু কাজ হয়ে যেতে পারে এই সমাজের বুকেই।আমরা কোনো কিছুতেই ভেংগে পড়বোনা,আমরা মানুষ। তাওয়াক্কালতু আলাল্লাহ।দোয়া করি বোন,সামনে ভালো কিছু আসুক তোমার জন্য।
অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল বাচ্চাটার জন্য আল্লাহ তাকে সুস্থ করুক কোন না কোন মাধ্যমে
কিছু মনে করবেন না, বলতে হচ্ছে মানিক থেকে শুরু করে দ্বিতীয় স্বামী পর্যন্ত আপনি যা কিছু সহ্য করেছেন, ভুল করেছেন। মানিকের এত অত্যাচার সহ্য করা উচিত হয়নি। বারবার সহ্য করার পরিনাম আজকে এই। মনকে শক্ত করুন আল্লাহর উপর ভরসা করে সামনে এগিয়ে যান এই দোয়া করি।
সহমত
TV
আহ!
School life a e pordar komte selo jar pore na/ ajj ei
Family er moddho o poedar ovab selo
আহ্ আহ্ খুবই দুঃখজনক বুক ভেটে যায় বোনটাৱ কথা শুনে,,,,
হে আল্লাহ্ এই বোনটাকে শান্তিতে ৱাখো এবং ধের্য্য দান কৱো
তুমি কি চেন তাকে
আপনি সবসময় ইস্তেগফার করুন।সুরা ফাতিহা, নাস.ফালাক,ইখলাস পড়ুন আর একমাত্র মহান আল্লাহ্র কাছে সাহায্য চান।
অসাধারণ জীবন গল্প শুনলাম
ট
প্রিয় কিবরিয়া সাহেব ,
কত সুন্দর জরুরি কথাগুলো
বলেইনা আপনি জীবনের গল্পটি
শেষ করলেন ! আপনার আহ্বানে
আপনার কথায় পুষ্পচন্দন বর্ষিত
হোক ।
গল্পটা শুনে কান্না করলাম, দোয়া করি দুজনকেই আল্লাহ অনেক অনেক ভালো রাখুক।
অবশ্যই উনাদের দুজনের জন্য আপনার মতো আমিও মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের কাছে অনেক দোয়া করছি যেন উনাদের দুজনের জীবনের সকল প্রতিকূলতা কাটিয়ে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার মতো তৌফিক উনাদের দান করেন।
তবে উনাদের দুজনের জন্য দোয়া চাওয়ার পাশাপাশি অবশ্যই উনাদের দুজনের পাশে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সাধ্য অনুযায়ী আর্থিক সহায়তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনার প্রতি আমার বিনীত অনুরোধ রইলো আপনার সাধ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করার জন্য চেষ্টা করার জন্য। 💞
সবাই বলে নারী জাতির কলঙ্ক।
আজ কিবরিয়া ভাই বললেন পুরুষ জাতির কলঙ্ক। শুনে অনেক দুঃখের মধ্যেঝ হেসে দিলাম। কি দারুন কন্ঠ আর মুখের ভাষা। অনেক ভালো লাগে শুনতে।।
সহমত পোষণ করলাম
@@humayamkhobirshakil6713🎉😅🎉❤🎉
কিবরিয়া সাহেব এর কন্ঠ অত্যন্ত আকর্ষণীয়।
সত্যি দুঃখ জনক কাহিনি, গঠনা পুরোটাই শুনলাম তবে খুব বেদনাদায়ক, এমন গঠনা কারো জীবনে না ঘটে , মহান আল্লাহ যেনো আমাদের সকলকে হেদায়েত দান করেন,,,
Amin
Halp korar opay ta bolun
66
😓😓😓😰
Ameen
Allah koto valo achi Alhamdulillah.ei buntar proti allah shohay houn.
কি বলমু বলার ভাষা হারিয়ে ফেলছি এই গল্প শুনে চোখে পানি চলে আসলো আল্লাহ তুমি এক টা কিছু করো
বাবা মা ভাই অতিরিক্ত শ্বাসন করে সেভ করে যত্ন করে গুন্ডা জানোয়ার হাতে তুলে দিয়েছেন 😭😭😭😭😭।
এই বাচ্চা সুস্থ হলে বাবার হত এখন আর বাবার নয় মায়ের।
That is right point.
সত্যি বলতে কি বলবো জানি না বলার ভাষা হারিয়ে ফেলেছি 😭😭😭😭😭 আল্লাহ এই মানুষ টাকে ও শিশু টাকে ভালো রাখে
আপু আপনি কিবাবে বেচে আছেন এত ওতচার সজ্জ করে দোয়া করি আপনার দিন গুলো জেন ওই আপনার ছোট কালে মত হয়ে জায়
মাঝে মাঝে নিজের কষ্টগুলো ভাবি। মানুষের জীবনে এতো কষ্ট। এই জীবন গল্পটা শোনার পর আমার মনে হচ্ছে যে, আমার জীবনে সেই হিসেবে তো কোনো কষ্টই নাই।
;-)
9
Ppu
খভ
Ouuyyyuyyuyy7uuuu77u7uuuuyuuuuuuuu(6
গল্পটা শুনে সত্যি অনেক কষ্ট পেলাম,আমার চোখ থেকে পানি পড়ে গেছে, আল্লাহ আপনি উনাকে আপনার গায়েবি সাহায্য করুন
আহ্ হৃদয়বিদারক ঘটনা 😢😢😢😢
অনেক কষ্ট লাগল আপু তার জীবনের গল্পটা শুনে দোয়া করি ভালো থাকবেন আল্লাহ আপনাকে ভাল রাখুক আপনার সন্তান টা কে ও ভাল রাখুক
আর জে ভাই কেমন আছেন,
মানিক ও মানুষের জন্ম না সেই কুতার জন্ম, আমি আপুর জন্য আন্তরিক ভাবে দোয়া করি আল্লাহ তাআলা যেন সুন্দর জীবন হোক,
জীবনে কম্প্রোমাইজ করার একটা সীমা আছে; চোখ বুজে সব মেনে নেয়ার ফল এরকমই হয়।
গল্পটা শুনতে শুনতে শরীর এ লোম দাড়িয়ে গেল
আসসালামু আলাইকুম এই জীবনে গল্পটা শুনে সত্যি চোখের পানি চলে আসে আমার মনে হয় উনি শিক্ষিত উনি যেকোনো একটা চাকরি করতে পারবেন আর দ্বিতীয় স্বামীর কাছে যাওয়াটা আমি মনে করি উচিত না এত কষ্ট করেছেন প্রথম স্বামী ও নার একই সমস্যা ছিল আমার মনে হয় উনি নিজে পেয়ে দাঁড়া আপনার সন্তানটাকে নিয়ে আর আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ সবকিছু ঠিক করে দিবেন
পৃথিবীতে এক এক ধরনের মানুষের এক এক ধরনের কষ্ট। আল্লাহ সকলের সব কষ্ট দুর করুন।
জীবন যুদ্ধের গল্পটা শুনে কান্না চলে আসল। আল্লাহ হেফাজত করুন। আর বাচ্চা মে টা কে আল্লাহ হেফাজত করুন।
ভাই, আপনি আমার ভাতিজিকে খুঁজে দিয়েছেন। আপনার এই মহৎ কাজের তুলনা হয় না। গল্প হলেও ১০০ ভাগ সত্য।
আসসালামু আলাইকুম
ভাই উনার সাথে যোগাযোগ করার ব্যবথা করে দিবেন
আপনার ভাতিজি এই অবস্থা আপনারা কি করে পারেন ভাই ??
আধুনিক দাসত্বের যুগে নারীর ভবিষ্যৎ অনিশ্চিত
ইনশাআল্লাহ সামনের পথ ভাল হবে
কিবরিয়া ভাই আমি একজন পবাসি। আমার বাড়িটা একদম খালি আমি এই মেয়ে কে ও আতুর বাচছা কে খানি পানি সব দিমু । আমার বাডিতে তাকবে।আমিও একজন মেয়ে।আমার ফন লনবার দিলাম
আপু আপনার জীবনের কাহিনী শুনে কান্না ধরে রাখতে পারলাম না😭😭😭আপনার জন্য আমি দোয়া করব।
সেম
@@sorifulislam9279 আমি আপনার নম্বার টা চাই।
@@abdulkhair8815tZAZQB
সত্যি কান্না চলে আসছে 😭😭 হে আল্লাহ তুমি সহায় হও।
বইন আল্লাহ তোমার মঙ্গল করুক।
সবই আল্লাহর পরীক্ষা। আপনি ধৈর্য ধরুন।আল্লাহ পাককে ডাকুন।জীবনে সব দিক দিয়ে আপনি বিপর্যস্ত হয়ে পড়ছেন।একমাত্র আল্লাহই পারেন আপনাকে উদ্ধার করতে।আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন সবসময়।
😢 too much 😢 painful story
R shunte parchi na
ওর গল্প শুনে আমার চোখের।পানি। বের হয়ে গেছে 😭😭😭😭👍👍
বাবার ভূমিকা পালন করে এমন দুইটি ভাই আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহ কাছে শুকরিয়া আদায় করছি,
সব থেকে বেশি দুঃখজনক উনার ভাইদের ভূমিকা"
যদি কোন সম্পদশালী ব্যক্তি এই মেয়েটির গল্পটি শুনে থাকেন, দয়া করে আপনি যেভাবে পারেন তাকে একটু সাহায্য করুন। নিশ্চয়ই আল্লাহ আপনাকে ভালো রাখবেন।
চোখে পানি চলে আসছে অসাধারণ
আল্লাহ ভরসা।
প্রায় সব পরিবারেই যোতুকের লোভ আছে ১০০%%%
এই গল্প টা কিছু টা আমার সাথে মিলে যায়, কিন্তু আপুর দুঃখ টা বেশি, আপুর জন্য দোয়া করি আল্লাহ যেন সব ঠিক করে দেয়
Jl
Ki bhabe help korbo onake. Jodi apner sathe jogajog korte pari ektu janabe pls.
মালিক কে জীবিত কবর দেয়া উচিত।🤬🤬🤬🤬🤬🤬
Pl send little help all of u for them
এখন কি অবস্থায় আছে এই বোনটা?
গল্প টা শুনে খুবই কষ্ট পেলাম
আমাদের মেয়েদের জীবন লটারির মতো কারো কপাল ভালো হলে সুখ না হলে ভয়াবহ অবস্থা মানুষ কেনো ছেলের বউকে নিজের মেয়ে ভাবতে পারেনা। আলহামদুলিল্লাহ আনার স্বামী আমাকে অনেক ভালোবাসে। আল্লাহ আমাকে জীবনের সবচেয়ে বড় উপহার হিসেবে আমার স্বামীকে দিয়েছেন আমি চায় প্রতিটা মেয়ের কপালে আমার স্বামীর মতো একজন পুরুষ থাকলে কোনো মেয়ের কপালে কষ্ট থাকতো না
এই মেয়ে টি যদি সত্যিই আল্লাহ পাক কে স্বরণ করে।।তবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ধৈর্য ধরতে হবে।
নিজের পায়ে দাঁড়াতে হবে। কোথাও কোনো একটা চাকরি ব্যবস্থা করে দিলে ভালো হতো।
আর বিয়ে করা উচিত নয়।
FF
FF
ভাই গল্পটা শুনে কেমন যেন অসুস্থ অনুভব করছি খুব খারাপ লাগছে দয়া করে অসহায় মেয়েটির জন্য আপনি কিছু করেন। আল্লাহ আপনার ভালো করবে।
Bangladeshi look zalim
Hi
@@jalaluddin8827 হ
36666666333356632ুহগহহহহজকম বহজমতএ
Red red
আল্লাহ্ তুমি বোনকে সকল সমস্যা থেকে বাচাও।।আমিন।।
আমিন
পুরো গল্পটা শুনলাম কি যে বলবো বুঝতে পারছ না বলার ভাষা হারিয়ে ফেল তবে এটুকু বলতে পারি কিছুটা মিল আছে আমার জীবনের গল্পের সাথে
আমি ভয় পাইছি
সত্যিই দিদিভাই মেয়েরা এরকম অনেক কষ্ট সহ্য করলেও,তোমার কষ্টটা অসহনীয়, ইশ্বর একদিন তোমার পাশে নিশ্চয়ই দাড়া বে,
পৃথিবীতে কবরের আজাব ভোগ করছেন! আশাকরি পরকালে বেহেশতের শান্তি আপনার জন্য অপেক্ষমান। আল্লাহ্ আপনার সহায়ক শক্তি; তিনি হেফাজতকারী। প্রভূ সহান হোন।।
আমীন
ìqoļ❤😅😅😅@@mustakimahmed3517
আহারে জীবন।।
আল্লাহ তুমি হেফাজত করুণ প্রতিটি আশ্রয়হীন মানুষকে।।
আমিন।
Allah jeno hefajot Koren amin summa amin
আপু আপনি আল্লাহকে ডাকেন তিনি পারে সব ঠিক করতে
আল্লাহর কাছে দোয়া করি ,আপুর জীবনের সমস্ত আশা আকাঙ্খা পূরন করুন। উনার বাচ্চাকে সুস্থ করে দিন।
আরজে কিবরিয়া ভাই, আপনার রেডিওতে প্রচারিত রোমেনা আপার জীবন সংগ্রামের দুঃখ- কষ্ট ভয়াবহ, বীভৎস কাহিনী প্রচার করলেন, আমার মনে হয় তা লক্ষ কোটি কোটি হবে এরকম ঘটনা?
রুমানার মত এরকম হাজারো লক্ষ কোটি রোমেনা বাংলাদেশে আছে? এর জন্য দায়ী কে? নিশ্চয়ই ওর পাষণ্ড স্বামী? ওই শয়তান রুপি স্বামী মিথ্যুক নরপশুরা শয়তান? ওকে এখনো সময় আছে পুলিশে সোপর্দ করা আইনের কাঠগড়ায় দাঁড় করানো? করানো?
ওই ধরনের শয়তান জিন্দা ইবলিশ শয়তান দেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করা? আমি আইনমন্ত্রীকে অনুরোধ করবো, এই ধরনের যত সন্ত্রাসী? নারী নির্যাতনকারী স্বামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন? যেন এর পুনরাবৃত্তি না ঘটে?
তা না হলে বাংলাদেশেএর সমাধান কখনোই শেষ হবেনা? হাজার লক্ষ কোটি রুমেনা, প্রিয়াঙ্কা, আফরোজা, শিরিনা, খালেদা দের জীবন ধ্বংস হয়ে যাবে?
রোমানা আপনি এই আপনার জীবন কাহিনী বলতে গিয়ে বারবার কেঁদে ফেলেছেন? আমিও বারবার কেঁদে ফেলেছি? ফেলেছি? অন্তরে রক্তক্ষরণ হয়েছে? কেননা আমিও আপনার মত মানুষ! আমাকে দিয়ে আমি মানুষকে চিনি জানি বুঝি!
আল্লাহর নিকট তাহাজ্জুদ নামাজ পড়ে সাহায্য চাও বোন। দমে দমে আস্তাগফিরুল্লাহ পড়। এই দোয়াটা মানুষের শূণ্যতা পূরণ করে।আর সম্ভব হলে প্রধান মন্ত্রীর কাছে একটা আবেদন কর, দেখ তিনি তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারেন কিনা।
Prime Minister er ar kaj nai esob opogondo nosto Mohilar abedon son be😆😆
আমি কি মেয়েটার নাম্বার পেতে পারি প্লিজ?
তোমার পারিবারিক শিক্ষার অভাব আছে@@shamimaakter3318
কথা গুলো শুনে অনেক কষ্ট লাগলো। আল্লাহ বোনকে তুমি দুনিয়া ও আখিরাতে কল্যান দান করুন। আমদের হেফাজত করুন এধরণের মানুষ থেকে। এদের হেদায়েত দান করুন। আমিন।
ইসলাম নিয়ে আমরা গর্ব করি কিন্তু আমাদের মধ্যে বাটপারি ইসলামকে হার মানাচ্ছে।
অনেক দোয়া রইলো
অসাধারণ ভাল লাগল অনেক কিছুই শিকার আছে
ভাই আল্লাহ ছারা কেউ নেই বিপদে আশ্রয় দেবার নেই। আমার এর চেয়েও ভয়ংকর ঘটনা ঘটেছে। আল্লাহ সহায় হবেন ইনশাল্লাহ। যে অবস্থায় থাকেন আল্লাহর রহমতের উপর বিশ্বাস রাখেন।
দ্বিতীয় বিয়ে না করে কোন কাজের খোঁজ করলে এমন হত না।কেউ কাউকে কিছু করে দেয় না,নিজের জন্য নিজেকে করতে হয়।বিয়ে এ যুগে বোঝাস্বরুপ এটি জীবনের কোন সমাধানের পথ দেখাতে পারে না।খুব খারাপ লেগেছে, আল্লা আপনার সহায় হোক।
অপরের উপকার করতে গিয়ে বোনটার এমন প্ররিনতি,, বোন অাল্লাহর উপর ভরসা করুন, নিশ্চয়ই অাল্লাহ্ একটা পথ খোলে দিবেন।।
আপু আমি আপনার জীবন গল্প শুনে আমি খুবই দূর্বলভাবে নির্বাচিত হচ্ছি, আর আমার বুকের ভেতর হাহাকারের হুংকার দিচ্ছে যে কারণে, সেইটা ছিলো সেই নরপিশাচের জন্য, আপনার মতন একজন শিক্ষায়-শিক্ষিত মেয়ে হয়ে এরকম ভুল করা উচিত হয়নি, আপনার জীবন গল্প সত্যিই করুণ বেদনাময় ক্ষত, এবং আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামীন আপনার উপর সহায়ক হন, ধন্যবাদ
আললাহ একি শুনলাম। এই মেয়ে জীবনে এত কষট এই গল্পটা তে যে সহ্য করা যায় অসম্ভব । শুধু বলব এত সহ্য করেছ তুমি।আরও অনেক সহ্য করতে হবে । আললাহ তোমাকে সহ্য করার ক্ষমতা দিন। প্র্থম্বার যে ভুল করেছ তার পর দিতীয় বার অনেক খোঁজ নেওয়া উচিত ছিল । বা একাই জীবন যুদ্ধ করে যেতে । মানুষ কি পরিমাণ খারাপ হতে পারে তা তুমি দুই বার ঠকে শিখেছ। আর ভুল কর না মা ।
আসসালামু আলাইকুম কিবরিয়া ভাই এই বোনের কথা শুনে শুধু কান্না আসলো ভাষা হারিয়ে ফেলেছি আমি বোনটিকে দেখতে মনে চায় আমি কাতার দোয়া থাকি
ইয়া আল্লাহ্ তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি সবকিছু পারো আল্লাহ্ তুমি চাইলে সবএই পারো আল্লা তুমি দয়ে করো হে আল্লাহ্ তোমার বানদার চোখের পানি ফিরিয়ে দিও না সাহায্য করো
ওহ কি কষ্টের গল্প, শুধু কাঁদলাম।
I am said
আসসালামু আলাইকুম ভাইয়া আপুর কথাগুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি সত্যিই আমরা মেয়েরা খুব অসহায় 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
I WANT to MARRY
I WANT to MARRY
Allah tomi ai bone k & meye sushotha Dan korun.Amin
Apur golpo ta sune, kotha boler vasa hariye felci. Santona dewar moto kono vasa paccina apu. Akta kotha boli apu apni onk onk valo r Allah valo manuskei kothin porikkha nen, niscoy ar binimoye porokale Allah apnake uttom protidan diben.
Mn theke doa kori Allah jno apnake r apnar meyeke valo rakhen, porokale uttom protidan dan koren, amin🤲
গল্প টা সুনে চোখে পানি চলে আসে আল্লাহ যেনো আর কাউকে এমন না কোরে .আমরা পুরুষ জাতি হিসেবে কলংক .তার ফারইস্ট স্বামী ছিল একটা যানোয়ার .পরে তা ছেলি হায়ওয়ান .আর তার ভাই গুলা ছিল মাইগা বোনের প্রতি কোনো দিনও কোনো ভাই আর ভালোবাসা কখনো কমেনা .তার ভাই গুলা ছিল আর বেশি জানোয়ার কেন একটা বোন কে কি তারা তাদের কাসে রাখতে পারতো না এক মেয়ে আর কতই খায় আল্লাহ সবার বিচার করবে এই দুনিয়াতে যারা ওনার জীবন তা নষ্ট করছে .আল্লাহ সব পারে আল্লাহ উপর বরসা রাখেন .
ইনশাআল্লাহ আপুটার কষ্ট খুব শিগ্রই শেষ হয়ে যাবে আসুন আমরা সবাই মিলে পাশে দাঁড়াই
একদম আমার কাহিনি আল্লাহ সবাই কে হেদায়েত দান করুন
Bun apne samne au
আমিন,,,।
⁹
কি হয়েছে জানতে পারি
দোয়া চাই সকলের,
এই বাচ্চাটার দায়িত্ব আমি নিতে চাই,
আল্লাহ কবুল করো আমাই
খুব কেনো জানি কান্না পাচ্ছে,, তোমার পাশে ভগবান আছে,,
Very sad story May Allah bless them help them and keep them safe happy and healthy Ameen
আপু সংসার করার চিন্তা থেকে বেরিয়ে এসে কাজ করার কথা ভাবেন। আল্লাহ আপনার সহায় হউন। আমি খুবই ব্যাথিত হয়েছি এই গল্পে।
দোয়া করবেন উনার জন্য।
ধন্যবাদ
;
@@forhumanityYT bhai aputar nambar den amar onar sahte kohta ache r ami akta maye
Vai aputar number deya jabe tar sathe kotha boltam jodi kono bave help korte pari.
আসলে শান্তনার কোন ভাষা নাই, তবে চোখের পানি ধরে রাখতে পারি নাই,
করুন কাহিনি, যার হয় সে বোঝে। আমরা শুনে শুধুই দুঃখ করা ছাড়া আর কিছুই করারা নাই। আল্লাহু যেন আর কাউকে এ রকম না করান, তাই আল্লাহর নিকট কামনা করি।
আসলে,, একটি, জীবন,, শুরু,করার,
আগে,,অন্য,আর একটি জীবন, অনেক অনেক অনেক,বার, পরীক্ষা,,করে,নিতে
হয়,না হয়,, জীবন,,শূন্যতা কে, বেঁচে ,
নিতে,হয়,
মানুষের মধ্য,, মনুষ্যত্ব, না থাকলে,
মেয়ে দের,, নিয়ে,,পুতুল,খেলা, মনে
করে,
Sir, Apnake onek onek thanks, Karon apny raja badshar ashone shomashin hoye soto Boro shobar shakkhatkar nen and apnar maddhome Amra, onek chomokprodo ghotona Janet pary and shobai ashcharjo jonok oviggota orjon Korte pare tar kono tulona nai. Oneke onek shikkha nisse!
সত্যি করুন কাহিনী
সত্যি খুব কষ্টের, দোয়া করি আপনার বিপদ কেটে যাক
যখন এই গল্প গুলো শুনি মন থেকে চলে আসে যেভাবে আছি আলহামদুলিল্লাহ। আপু টার জন্য দোয়া আর সবার জন্য বলবো অমানুষের সাথে কোনো আপোষ নয়
ভাইয়াকানাআরধরেরাখতেপারলামনা
HM
Ri8...অমানুষের সাথে এক বার সুজগ দেওয়ার পর দ্বিতীয় বার থেকে আর কনো আপোষ নয়
আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করো। আমরা তো অনেক বড় অপরাধী। আল্লাহ আমাদের ক্ষমা করো এবং তোমার সাহায্য চাই।
Ameen
আপনার জীবনের গল্প শুনে বুবা হয়ে গেলাম।হায়রে জীবন
Heart touching story.... very sad
আপু বিপদে পড়লে বোঝা যায় কে আপন কে পর । এক জনের ওপর ভরসা রাখুন, তিনি হলেন আল্লাহ 🤲♥️❤️♥️
P
❤️
@@mimmahi254 1111aa
আপু আপনার কোন বিকাশ নাম্বার দিবেন,আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাকে বেশি বিপদে দেন ভরসা রাখুন আল্লাহর উপর।জীবনের গল্প আমরা যারা শুনি সবার কাছে অনুরোধ আসুন সবাই মিলে ১০ টাকা করে দেই তাহলে হয়ত এই বোনটির কিছু হবে।আর আপু সান্তনা দিবনা তবে রত্ন জন্ম দিয়েছ ‘’ফুলসিরাতের চাবি “
@@mimmahi254 @Muhammad
বড়রা কেবল বলে সহ্য কর মানিয়ে নাও।
কিন্তু যার সাথে ঘটে যায় সে ছাড়া কেউ বুঝে না কিসের উপর দিয়ে ভিক্টিম তার জীবন পার করে।
Akdom thik bolechen
I agree with you....
বিনে পয়সার উপদেশ তো তাই উপদেশ দিয়ে দেয় কিন্তু তারা নিজেরাই ধৈর্য ধরেনা মানিয়েও নেয়না।
Right
Akdom thic.
কিছু মেয়ের জন্য সুন্দর হওয়া অভিশাপ। আপু টা কত ধৈর্যশীল আল্লাহ্ কারো ওসিলায় ওনার জীবন সুন্দর করে দেক।বাচ্চা টাও স্বাভাবিক হয়ে যাক দোয়া রইলো।ঘুম আসেনি আপুর গল্পটা শুনার পর বিয়ের প্রতি অনীহা চলে আসলো, পুরুষ মানুষ কি কোন দিন ভালো হবে না! নারীকে সম্মান টুকুও দিবে না কষ্ট লাগছে আপুর জন্য খুব বাচ্চার টার অবয়ব চোখের সামনে ভেসে ওঠছে😔
রাইট কিছু সুন্দরী মেয়ে নিজেকে সৎ রাখতে গিয়ে অভিশপ্ত হয়ে জীবন কাটায়।
O HELLO , ম্যম সব পুরুষ কে এক পাল্লায় মাপতে যাবেন না দয়া করে । সবাই মালিকের মতো জানোয়ার না । প্রেম ভালোবাসা করেই বিয়ে করেছি পনের বৎসর হলো এখন পর্যন্ত শশুরের স্বীকৃতি পাইনি । সেজন্য বৌ এর সাথে খারাপ আচরণ করেছি এটা বৌ কোনোদিন বলতে পারবেনা । সবাই এক রকম হয়না । ভালো থাকবেন ।
উ ই৯
আজকে শুনতে পেরেছি এই গল্প টা😂 খুবই দুঃখ জনক বিষয় 😂 মেয়েদের জীবন টাই অনেক কষ্টের😂 😂😂দোয়া রইলো আপনার জন্য বোন 🤲🤲🤲
Eto kosto kor....buk fete jacce... Kotha gula sune....Allah tmi e dr jekhanei rakha valo rekho