Tik bolchho Jhilom , amra nijerai tho sotorko na , tai jonnyo toh Nana rokom voganti ase amader samne , prothom sobar uchil nije shikhte tarpor toh opor k shekhabo ,, valo theko r sustho theko jhilom❤
হ্যাঁ ভীষণ জরুরী বিষয় নিয়ে ভিডিও করেছো।প্রতিটা প্রশ্ন যথাযথ,অকাট্য যুক্তি।এই ব্যাপারে সরকারের অবশ্যই পদক্ষেপ নেওয়া বিশেষ প্রয়োজন। প্রয়োজনের সময় এক একটা যা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তা অন্য কারোর অভিজ্ঞতা করতে না হয় এটাই কাম্য।তাই আশা করবো,এক্ষেত্রে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।সমস্যার সমাধান করতে সচেষ্ট হবে।তোমার এই ভিডিও যতজনকে সম্ভব নিশ্চয়ই দেখতে বলবো।তারাও তোমাকে সমর্থন করবে বলেই আমার বিশ্বাস।🙌💞
Didi ajker timer ei problem... Like jayega khoje kono bhabei jeno politics dhukiye tomake ghochate pare.... Kicchu jae ashe na eder tar nijer ma, bon, ba bou ki bhabe janta chola korche..... Seriously ei pujote amake ekti choto bonke ekta khali typer goli dekhe konae boshate hoeche... Shei shomoy jodi keo dekhe ni to ba 2to kotha bolto oi bhoye kirokom hoe sheta tumi how to bujhbe...
দিল্লীতে থাকি, Cab এ যাতায়াত করি। একদিন এক মহিলা ড্রাইভার বললেন ম্যাডাম বাথরুম যাব, সকাল থেকে গাড়ী চালাচ্ছি। শুনেই বললাম আপনি যে কোন জায়গায় চলুন, আমার দেরী হলেও কিছু হবেনা। কিন্তু রাস্তায় মহিলাদের জন্য কোনো পাবলিক টয়লেট চোখেই পড়লো না দুজনার কারুর। বাড়ী পৌঁছে মহিলা কে বললাম আমার বাথরুম ব্যবহার করবেন? বললেন না, আমি সোজা বাড়ী যাব। সেই দিনের আর্থিক ক্ষতি টা কার, ওই মহিলার, না আমার আপনার সমগ্র সমাজের? খুব সুন্দর একটি বিষয় নিয়ে কথা বললেন। অনেক ধন্যবাদ।
Boro boro dialogue kopchano betachele ra jara ekhno bole berai "koi omuk profession e mohala der to aste dekhina" tara egulo dekheo na dekhar bhan kore torke jetar jnno. Jeno sob facilities already tader kache ache
দিদি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে কারণ তুমি খুব স্পষ্ট বক্তা, তবে আজকের ভিডিও টা মন ছুঁয়ে গেল, সত্যি প্রশাসনের এই বিষয়টা নিয়ে পদক্ষেপ নেয়া উচিত, love you di❤❤❤❤
আমরা তৃতীয় বিশ্বের দেশ আমাদের তৃতীয় শ্রেণীর মানসিকতার জন্য। প্রচুর টাকা খরচ করে স্বচ্ছভারত অভিযানের ঢাক বাজানো হবে, এই উপলক্ষ্যে প্রচুর কাটমানি খাওয়া হবে, কিন্তু নাগরিকদের health & hygiene যে তিমিরে আছে সেখানেই থাকবে।
Bah tumi ei topic ta nia kotha bolle khub bhalo laglo , ami 1 mas age howrah station a washroom jai jodio ami always toilate spray use kori tar por o amar urine infection hoyeche even still I'm struggling with it, thank you ei topic ta nia kotha bolar jonno, ar ekta jinis amar bolar seta holo howrah te jemon luggage thakle ar ami eka hole bag kothy rekhe bathroom jabo eta bhebei jai na anek somoy , station er washroom er baire jodi meyeder ektu bag rakhar babostha kore khub bhalo hoy
এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তুমি একদম ঠিক বলেছো।।কিন্তু আমরা এমনই এক রাজ্যে বসবাস করি ।যে রাজ্যের সরকার বা প্রশাসনের এই বিষয়টি নিয়ে ভাববার বা দেখার সময় নেই।
😂😂😂অসাধারণ বলেছো বোন। এই কথাগুলো শুধু তোমার আমার নয় আরও অনেক মহিলার। আমি একবার উড়িষ্যা গিয়ে সুলভ শৌচালয় গিয়ে নোংরা দেখে নিজেই বালতি করে জল ঢেলে পরিষ্কার করেছিলাম এবং সকলের কাছে হাসির পাত্রী হয়েছিলাম। মানুষের জন্য বেশি নোংরা হয় বোন। জল থাকলেও কেউ ভালো করে জল দেয় না। কেউ পরিষ্কার করলে তাকে ভাবে তারকাটা।😊
বোন কি কমেন্টস করি😄😄😄😄🌹🌹 হাসতে হাসতে পেট ব্যাথা করছে।। তোমার কন্টেন্ট তৈরি করবার ক্ষমতা কে জানাই আন্তরিক 🙏🙏🙏🙏।। ভালো থেকো বোন।।❤❤❤ অনেক বাস্তব অভিজ্ঞতার কথা খুব সত্যি ও সুন্দর করে তুমি আমাদের বোলতে পারো ।।
সহজ চলতি ভাষায় একেবারে ধুয়ে দিলে। খুব হাস্যকর ভিডিও কিন্তু শিক্ষনীয়।আজ মনে হয় কমেন্ট কম পাবে ,কারন এইরকম গুরুতর কাজ অনেক পুরুষ রাই করে থাকেন তারা তো আজ লেজ গুটিয়ে পালাবে 😂😂
খুব ভালো লাগলো ।এই বিষয়ে বলা টা খুব প্রয়োজন ছিল। কিছু ক্ষেত্রে আমরা নিজেরাও দায়ী রে মা। ঠিক মতোন জল দেয় না অনেকেই। ধন্যবাদ তোকে এটা নিয়ে ভিডিও করার জন্য ❤❤❤❤❤❤❤❤
দারুণ ভিডিওটা 👍. হাসতে হাসতে পেট ব্যাথা হওয়ার জোগাড় 😂😂😂 কিন্তু প্রতিটা কথা খুব সত্যি বলেছো। এটা সত্যিই মেয়েদের জন্য খুবই সমস্যার, রাস্তা ঘাটে মেয়েদের ও চলতে হয়, কাজের সুত্রে কিন্তু এই রকমের অসুবিধা সব মেয়েদের face করতে হয়। প্রশাসনের এই ব্যাপারে আরও সচেষ্ট হওয়া উচিত।
আজকাল হাজার হাজার মহিলা ও পুরুষ কলকাতা ও শহরতলির থকে নানা কাজে কম্মে যাতায়াত করেন কিন্তু তাদের ব্যবহারের জন্য সঠিক সংখার ও মানের টয়লেট এর বড়ই অভাব। এ নিয়ে যদি রাত দখলের মত কিছু হত। ধন্যবাদ আপনাকে সমস্যাটিকে তুলে ধরার জন্য।
আমার নাদিয়া ডিস্ট্রিক্টে বাড়ি। অনেকবার ভেবেছি সলভ শৌচালয় বিষয়ে ফেসবুক এটলিস্ট লিখব। কোনো দিন লেখা হয়ে ওঠেনি, ঝিলাম তোমার ভিডিও দেখে সত্যিই খুব ভালো লাগল। আমার ও সরকারের কাছে প্রশ্ন গ্রাম বা ছোট শহরে স্টেশন, বাজার,পঞ্চায়েত ,বিডিও অফিস,থানা অথবা অন্যান্য সরকারি অফিসে মহিলাদের জন্য কোন শৌচালয় থাকে না,আর যদিও বা থাকে সেগুলি তালা বন্ধ, চাবি খোলার লোক নেই। খুব কষ্টে লোক খুঁজে পেলে চাবি খোলার কথা শুনলে, এমন ভাবে নাক কুচকায় যেন তাদের কিডনি চেয়ে বসেছে। আর এটা নিয়ে সিস্টেম এর কোন হেলদোল নেই।
সত্যি আমাদের মহিলাদের ভীষন জ্বালা। সব জায়গায় যেতে পারিনা। সুলভ শৌচালয় ঠিকমত পরিস্কার করেনা। পয়সা তো নিচ্ছিস তাও পরিস্কার রাখবি না। কাকে বলবো। আর নমস্কার আমিও অভ্যাসবশত কয়েক বার করে ফেলেছি। 😂
সব কটি ob কথা সমর্থন করি, সাথে হয়তো অপ্রয়োজনীয় কিছু topic- ১ )অধিকাংশ urinal চূড়ান্ত অপরিস্কার , কিন্তু তার স্বচ্ছতার কথা বলা যাবেনা, বললে মুখের ওপর অনেক কিছু শুনতে হবে, কেন? ২) পুজোর সময় আবার taxi,auto র মতো urinal এর charge ও বেড়ে যায় ,তখন কি আমাদের বর্জ্য র মূল্যবৃদ্ধি হয় ? ৩) সত্যিই যত বেশি প্রয়োজন তার চেয়ে অনেক কম সংখ্যক ও অনেক দূরত্বে অনেক সময় urinal থাকায় ভোগান্তির শেষ থাকেনা, তৎসহ urinal গুলিতে মহিলা দের অংশে পদ available থাকেনা, যেটা আদতে থাকা বাঞ্ছনীয় তা না করে অহেতুক urinal decoration, টাকা টা কি লক্ষী ভান্ডার থেকে আসে?
Onek din theke ei topic e kotha bolar jayga khujchilam... Jehetu public figure noi r bolar serokom kono scope o paini. Finally tumi video ta anle. 100 % agree with you. Asha korchi video ta government er chokhe poruk r kichu kaj hok. Development er first podokhepei atleast citizens der ei problem gulo solve hoya uchit. Jekarone India te eto urinary infection, kidney stone patient bere jachhe. Sudhumatro public toilet baranor madhyomei medical service er issue o solve hoye jabe.
সেদিনের একটা অভিজ্ঞতা বলি ট্রেনে যাচ্ছিলাম তমলুক কিন্তু during journey এতো জোর টয়লেট পেয়ে যায় যে বাধ্য হয়ে বাগনান স্টেশন নেমে যেতে হয়। কিন্তু সেখানে লেডিস টয়লেটে গিয়ে দেখি একজন সাফাই কর্মী সেটা জল দিয়ে পরিষ্কার করছে খুব ভালো, ভেতরে গিয়ে দেখলাম শুধুমাত্র প্রস্রাব করার দুটো জায়গা দরজা নেই পায়খানা করার কোন জায়গা নেই সেই কারণে প্রস্রাব করার জায়গায় কেউ পায়খানা করে রেখে গেছে, যেটা ওই সাফাই কর্মী এতক্ষণ জল দিয়ে ধোয়ার চেষ্টা করছিল ! কিন্তু দরজা হীন সেই প্রস্রাব খানায় আমায় যেতেই হল কারণ আমার খুব প্রস্রাব পেয়েছিল। So তোমার বক্তব্যের সাথে আমি একদম একমত।
তোমাকে কি জন্মের সময় ভুট্টা খাওয়ানো হয়েছিল।কি সুন্দর ফুট ফুট করে কথা বলো। বেশ লাগে বিশেষ করে ঝিকিমিকি টুম্পা। একেবারে ঠিক কথা। আমাদের সাথে এইরকম হয়ে ছিল।পুরুলিয়া তে।ভালো থেকো।❤😂
পুরুষ মানুষদের জন্য রাস্তা ঘাট গুলো অসম্ভব নোংরা হয়। রাস্তা দিয়ে হেটে যাবার সময় প্রায় দেখা যায় এরা রাস্তায় যত্রতত্র মূত্র ত্যাগ করে। এটা দেখতে যেমন দৃষ্টি কটু তেমনি বিরক্তিকর। প্রশাসনের কাছে একান্ত আবেদন পুরুষ ও মহিলাদের জন্য অবশ্যই সুলভ শৌচাগার করার জন্য।
Sotti eder jnno toilet onek besi available thake tao rastai mute berai ar boro boro kotha bole. Eta vodroloker jabar rasta naki bessaloi bojha jaina jekhan sekhan pant khule sorir dekhache vaba jai!!!!
Khub dorkari topic tuley dhorle aj...Meye der jonno sulabh souchalay aro beshi howa dorkar r setay dorja thakuk r joler proper byabostha thakuk r poriskar thakuk...segulo bairer decoration oproyojonio...segulo bhetore poriskar thakuk R chele meye ubhoye e beronor somoy sulabh souchalay e jol dhele asa dorkar... ❤for you
এই রকম একটা সংবেদনশীল সমস্যার গভীরে আপনি নাক টিপে প্রবেশ করে আলোকপাত করেছেন তারজন্য অবশ্যই 💯 পাবেন। শৌচালয় গুলির উপযুক্ত রক্ষণাবেক্ষণ ও জন- সচেতনতা বৃদ্ধি পেলেই সমস্যাগুলি লাঘব হবে। ❤
এর জন্য দায়ী আমরাই, একদিন শৌচালয় এ ঢুকে দেখি বাথরুম করার জায়গায় একগাদা হেগে রেখেছে, মুতে জল দেয়না বেভৎস গন্ধে মাথা ধরে যায়, আমরা ই এগুলো ব্যবহার করতে জানিনা,
ভীষণ সত্যি কথা বলেছো,এর ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিৎ।রাস্তায় পরিষ্কার শৌচালয় থাকা খুবই জরুরী আর এটা যারা ব্যবহার করবে তাদের ও খেয়াল রাখতে হবে কাজ হয়ে যাবার পর ভালো ভাবে জল দিয়ে ধুয়ে দেওয়া,নোংরা করে রেখে যেন চলে না যায়।
কি লিখবো বুঝতে পারছিলাম না কিন্তু এইটুকু বলবো তোমার প্রত্যেকটা কথা আমার অন্তর ছুঁয়ে গেছে প্রত্যেকটা কথাই আমার মনের কথা এরকম সমস্যার সম্মুখীন প্রায় সই হতে হয় বাইরে গেলে এত নোংরা টয়লেট যেটা ইউজ করা সম্ভবই হয় না কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে বলো সেই কারণেই সবকিছু মেনে নেওয়া যাইহোক তোমার এই প্রতিবাদ যদি তাদের কানে পৌঁছায় যদি কিছু করে তাহলে আমাদের মত অনেক মেয়েরা উপকৃত হবে তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কনটেন্ট হলেও বাস্তব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে শুধু ভালো বলবো না ভীষণই ভালো লেগেছে
Graduation eer time e Kolkata to Silliguri Bus e travel kortam. 12 hours washroom naah giye boshev thaaktaam just because I am aware of the terrible washroom conditions. Eii problem taah bhison ektaah serious issue amader country teh 🥺
অসম্ভব ভালো লাগে তোমার প্রতিটা ভিডিও, তুমি যে সব বিষয় গুলো নিয়ে কথা বলো সব গুলোই ভীষণ ভাবে গুরুত্ব পূর্ণ এবং ভাবার বিষয় আজকেরটাও তার ব্যতিক্রম নয়, একেবারে ঠিক বলেছো প্রতিটা কথা আমিও একেবারে সহমত তোমার সাথে
Infection😭😭😭... Amr to train e kore jete kothau phobia oi bathroom er jonno... UTI je ki marattok.... Amra to r darie darie kaj sarte pari na 😐😐😐... Jara darie kaj sare tdr to esob kichur balai i nei bas kothau ekta chhere dilei holo.... Kono infection konodin chhute parbe na...
Public Toilet niye sorkar chirokaal e khub udashin. Protita kotha prashongik. Tai khub valolaglo ei issue ta tulle bole ...eta niye amar o onek proshno ashe...onek reform theory ashe mathay. But bolbo kake...kei ba sunbe.....kei ba implement korbe....r kei ba maintain korbe....Thank u for such relevant content...
কয়েকদিন আগের ঘটনা, যাদবপুর থানার দিক থেকে সাউথ সিটি মলের দিকে যেতে গিয়ে একটা সুলভ পড়ে, সেখানে ছেলেদের দাঁড়িয়ে করার জন্য যে ইউরিনালটা আছে সেখানে আমি পেচ্ছাপ করে ফ্লাস টিপে জল দিচ্ছি, পাশের ছেলেটি আমার এই কান্ড দেখে হাঁ করে তাকিয়ে আছে, ওর কাছে আমি যে কাজটা করছি সেটা বোধহয় খুব অবাক ব্যাপার ছিল। ও বোধহয় জানতও না ওইগুলোতেও ফ্লাশ করা যায়। এবারে পুজোর সময় এক সুলভে লাইন দিয়েছিলাম নর্থ কলকাতায় পেচ্ছাপ করার জন্য, লাইনে দাঁড়িয়ে এক ছেলে বলছে "ধুর ছেলেদের আবার এতো কান্ডের কি আছে, রাস্তায় দাঁড়িয়ে করে দিলেই তো হয়!"। তবে এবারে পুজোর সময় অনেক জায়গায় সরকারি পোর্টেবল টয়লেট দেখেছি যেটা দেখে ভাল লেগেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে ফূটপাতে একটা দেওয়াল আছে যেখানে রেগুলার লোকে পেচ্ছাপ করে। এছাড়াও যোধপুর পার্কের তালতলা মাঠের দিকে শিরপা বলে যে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সটা আছে তার বাইরে গেটের পাশে ফুটপাতে একটা জায়গায় লোকে রেগুলার পেচ্ছাপ করে।
Very relevant and justified. If a ladies toilet is locked in a rly station I would request that a photograph be taken and posted in the grievance portal. Sometimes the station authorities do respond positively.
Thank you Jhilam for raising this issue which is indeed a practical problem for all of us. It is definitely the duty of the government to provide this basic amenity.
Harpic to thake dekhechi sob bathroom ei, use hoy ki...?? Baire tiles r tuni na diye..vetor e ekta poriskar handle wala mug, ekta poriskar balti, koekta tissue roll r ekta chotto handwash, r ekta lekha 'daya koriya berobar age poriskar kore jol diye tarpor beron' ami jani kotha ta hasyokor kintu kichu jon mone hoy jol dite vule jan...ami khub vugechi ei niye...tai share korlam..lots of love to You, Jhilam ❤❤❤
খুব চেষ্টা করছি রেগুলার ভালো ভিডিয়ো দেওয়ার যা মানুষকে হাসাবে আবার কিছু বার্তাও দেবে। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন 😊
@@JhilamGuptaOriginal করে হাঁপিয়ে গেছি😁😁
Tik bolchho Jhilom , amra nijerai tho sotorko na , tai jonnyo toh Nana rokom voganti ase amader samne , prothom sobar uchil nije shikhte tarpor toh opor k shekhabo ,, valo theko r sustho theko jhilom❤
হ্যাঁ ভীষণ জরুরী বিষয় নিয়ে ভিডিও করেছো।প্রতিটা প্রশ্ন যথাযথ,অকাট্য যুক্তি।এই ব্যাপারে সরকারের অবশ্যই পদক্ষেপ নেওয়া বিশেষ প্রয়োজন। প্রয়োজনের সময় এক একটা যা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তা অন্য কারোর অভিজ্ঞতা করতে না হয় এটাই কাম্য।তাই আশা করবো,এক্ষেত্রে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।সমস্যার সমাধান করতে সচেষ্ট হবে।তোমার এই ভিডিও যতজনকে সম্ভব নিশ্চয়ই দেখতে বলবো।তারাও তোমাকে সমর্থন করবে বলেই আমার বিশ্বাস।🙌💞
Didi ajker timer ei problem... Like jayega khoje kono bhabei jeno politics dhukiye tomake ghochate pare.... Kicchu jae ashe na eder tar nijer ma, bon, ba bou ki bhabe janta chola korche..... Seriously ei pujote amake ekti choto bonke ekta khali typer goli dekhe konae boshate hoeche... Shei shomoy jodi keo dekhe ni to ba 2to kotha bolto oi bhoye kirokom hoe sheta tumi how to bujhbe...
খুব কষ্ট 😂@@SharmisthaSen-im2ux
এই সমস্যা আমাদের বাঙলাদেশের ও। গুরুত্বপূর্ণ বিষয় টি তুলে ধরার জন্য ঝিলমকে অসংখ্য ধন্যবাদ।
দিল্লীতে থাকি, Cab এ যাতায়াত করি। একদিন এক মহিলা ড্রাইভার বললেন ম্যাডাম বাথরুম যাব, সকাল থেকে গাড়ী চালাচ্ছি। শুনেই বললাম আপনি যে কোন জায়গায় চলুন, আমার দেরী হলেও কিছু হবেনা। কিন্তু রাস্তায় মহিলাদের জন্য কোনো পাবলিক টয়লেট চোখেই পড়লো না দুজনার কারুর। বাড়ী পৌঁছে মহিলা কে বললাম আমার বাথরুম ব্যবহার করবেন? বললেন না, আমি সোজা বাড়ী যাব। সেই দিনের আর্থিক ক্ষতি টা কার, ওই মহিলার, না আমার আপনার সমগ্র সমাজের? খুব সুন্দর একটি বিষয় নিয়ে কথা বললেন। অনেক ধন্যবাদ।
Thank you 😊
Boro boro dialogue kopchano betachele ra jara ekhno bole berai "koi omuk profession e mohala der to aste dekhina" tara egulo dekheo na dekhar bhan kore torke jetar jnno. Jeno sob facilities already tader kache ache
প্রথমেই বলি তোমাকে খুব ভালো লাগে, আর বিশেষ করে তোমার বলা প্রতিটা কথা। সত্যি তোমার মতন যদি সবাই হতো তাহলে আজ সমাজ অন্য রকম হতো। ধন্যবাদ 🙏❤️
হাস্যরসের মাধ্যমে তুমি যে বিষয়টা তুলে ধরলে তারজন্য তোমাকে অনেক ধন্যবাদ এই সুলভ শৌচালয়ের কারণে কত সমস্যার মুখোমুখি হতে হয় ❤
দিদি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে কারণ তুমি খুব স্পষ্ট বক্তা, তবে আজকের ভিডিও টা মন ছুঁয়ে গেল, সত্যি প্রশাসনের এই বিষয়টা নিয়ে পদক্ষেপ নেয়া উচিত, love you di❤❤❤❤
আমরা তৃতীয় বিশ্বের দেশ আমাদের তৃতীয় শ্রেণীর মানসিকতার জন্য। প্রচুর টাকা খরচ করে স্বচ্ছভারত অভিযানের ঢাক বাজানো হবে, এই উপলক্ষ্যে প্রচুর কাটমানি খাওয়া হবে, কিন্তু নাগরিকদের health & hygiene যে তিমিরে আছে সেখানেই থাকবে।
অসংখ্য ধন্যবাদ সমাজের এই দিকটি তুলে ধরার জন্য,,,,,
তোমার সব কনটেন্টই খুব ভালো লাগে।
এটা খুবই সত্যি মেয়েদের জন্য ঠিকঠাক কোনো ব্যবস্হাই নেই।
Bah tumi ei topic ta nia kotha bolle khub bhalo laglo , ami 1 mas age howrah station a washroom jai jodio ami always toilate spray use kori tar por o amar urine infection hoyeche even still I'm struggling with it, thank you ei topic ta nia kotha bolar jonno, ar ekta jinis amar bolar seta holo howrah te jemon luggage thakle ar ami eka hole bag kothy rekhe bathroom jabo eta bhebei jai na anek somoy , station er washroom er baire jodi meyeder ektu bag rakhar babostha kore khub bhalo hoy
এতো সত্যি কথা আপনি বলেছেন তার জন্য অজস্র ধন্যবাদ ❤
একদম. ঠিক. বলেছো।উচিত. কথ ই. বলেছো। এই. ভাবেই. বলে. যেও। কখনো. কাউকে. ভয. পাবে না
একদম ঠিক কথা বলেছ ঝিলম। অনেক সময় খুব সমস্যায় পড়তে হয়।
ছেলেদের আর কি!! আর এই তালা ঝুলিয়ে দেয়া ব্যাপার টা খুব সত্যি।
এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তুমি একদম ঠিক বলেছো।।কিন্তু আমরা এমনই এক রাজ্যে বসবাস করি ।যে রাজ্যের সরকার বা প্রশাসনের এই বিষয়টি নিয়ে ভাববার বা দেখার সময় নেই।
সাধারণের hygiene এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এদের আগে টয়লেট ট্রেন না করালে যতই পরিষ্কার করা হোক কিছু করা যাবে না।
😂😂😂অসাধারণ বলেছো বোন। এই কথাগুলো শুধু তোমার আমার নয় আরও অনেক মহিলার। আমি একবার উড়িষ্যা গিয়ে সুলভ শৌচালয় গিয়ে নোংরা দেখে নিজেই বালতি করে জল ঢেলে পরিষ্কার করেছিলাম এবং সকলের কাছে হাসির পাত্রী হয়েছিলাম। মানুষের জন্য বেশি নোংরা হয় বোন। জল থাকলেও কেউ ভালো করে জল দেয় না। কেউ পরিষ্কার করলে তাকে ভাবে তারকাটা।😊
😂
ঝিলাম দি এটা আমার দেখা এতদিনে তোমার বেস্ট ভিডিও আমি প্রথম তোমাকেই দেখলাম এই বিষয়ে মুখ খুলতে অন্তত কেও তো এই ব্যাপারে বলল 👍❤
বোন কি কমেন্টস করি😄😄😄😄🌹🌹 হাসতে হাসতে পেট ব্যাথা করছে।। তোমার কন্টেন্ট তৈরি করবার ক্ষমতা কে জানাই আন্তরিক 🙏🙏🙏🙏।। ভালো থেকো বোন।।❤❤❤ অনেক বাস্তব অভিজ্ঞতার কথা খুব সত্যি ও সুন্দর করে তুমি আমাদের বোলতে পারো ।।
সহজ চলতি ভাষায় একেবারে ধুয়ে দিলে। খুব হাস্যকর ভিডিও কিন্তু শিক্ষনীয়।আজ মনে হয় কমেন্ট কম পাবে ,কারন এইরকম গুরুতর কাজ অনেক পুরুষ রাই করে থাকেন তারা তো আজ লেজ গুটিয়ে পালাবে 😂😂
খুব ভালো লাগলো ।এই বিষয়ে বলা টা খুব প্রয়োজন ছিল। কিছু ক্ষেত্রে আমরা নিজেরাও দায়ী রে মা। ঠিক মতোন জল দেয় না অনেকেই। ধন্যবাদ তোকে এটা নিয়ে ভিডিও করার জন্য ❤❤❤❤❤❤❤❤
খুব কাজের কথা বলেছেন। ফুটপাথের রেলিঙের বদলে এই কাছ বেশী জরুরী।
দারুণ ভিডিওটা 👍. হাসতে হাসতে পেট ব্যাথা হওয়ার জোগাড় 😂😂😂 কিন্তু প্রতিটা কথা খুব সত্যি বলেছো। এটা সত্যিই মেয়েদের জন্য খুবই সমস্যার, রাস্তা ঘাটে মেয়েদের ও চলতে হয়, কাজের সুত্রে কিন্তু এই রকমের অসুবিধা সব মেয়েদের face করতে হয়। প্রশাসনের এই ব্যাপারে আরও সচেষ্ট হওয়া উচিত।
আজকাল হাজার হাজার মহিলা ও পুরুষ কলকাতা ও শহরতলির থকে নানা কাজে কম্মে যাতায়াত করেন কিন্তু তাদের ব্যবহারের জন্য সঠিক সংখার ও মানের টয়লেট এর বড়ই অভাব। এ নিয়ে যদি রাত দখলের মত কিছু হত। ধন্যবাদ আপনাকে সমস্যাটিকে তুলে ধরার জন্য।
সত্য কথা , মানুষ ব্যবহার করতেই জানেনা 😢
একদম ঠিক কথা বলেছ.
খুব ভালো content. এই ধরনের সমস্যা নিয়ে আমরা প্রতিনিয়ত ভুগছি। কিন্তু কে বা কারা এর সমাধান করবে
খুব ভালো topic 👍🏻👍🏻👍🏻 স্টেশনে ছেলেদের টয়লেট খোলা ও মেয়েদের টয়লেট বন্ধ থাকে! প্রতিবাদ করা দরকার
"meyeder reservation kno" bole kaduni gawa chelegulor ebisoye heldol nei
আমার নাদিয়া ডিস্ট্রিক্টে বাড়ি। অনেকবার ভেবেছি সলভ শৌচালয় বিষয়ে ফেসবুক এটলিস্ট লিখব। কোনো দিন লেখা হয়ে ওঠেনি, ঝিলাম তোমার ভিডিও দেখে সত্যিই খুব ভালো লাগল।
আমার ও সরকারের কাছে প্রশ্ন গ্রাম বা ছোট শহরে স্টেশন, বাজার,পঞ্চায়েত ,বিডিও অফিস,থানা অথবা অন্যান্য সরকারি অফিসে মহিলাদের জন্য কোন শৌচালয় থাকে না,আর যদিও বা থাকে সেগুলি তালা বন্ধ, চাবি খোলার লোক নেই। খুব কষ্টে লোক খুঁজে পেলে চাবি খোলার কথা শুনলে, এমন ভাবে নাক কুচকায় যেন তাদের কিডনি চেয়ে বসেছে।
আর এটা নিয়ে সিস্টেম এর কোন হেলদোল নেই।
Khub sundor kore siksha dile❤❤❤
খুব বুদ্ধিদীপ্ত topic.... ভালো লাগলো দিদি!❤
সত্যি আমাদের মহিলাদের ভীষন জ্বালা। সব জায়গায় যেতে পারিনা। সুলভ শৌচালয় ঠিকমত পরিস্কার করেনা। পয়সা তো নিচ্ছিস তাও পরিস্কার রাখবি না। কাকে বলবো। আর নমস্কার আমিও অভ্যাসবশত কয়েক বার করে ফেলেছি। 😂
তোমার কথা গুলো 💯 সত্যি ।
ভুটান গেছিলাম। পাহাড়ের প্রত্যেক বাঁকে বাঁকে টয়লেট ( ওরা বলে rest room) । পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে। আর ওই পাহাড়ের ওপরেও প্রচুর জল।
Ekta khub dorkari proyojonio prosonge khub sundor bollen.
সব কটি ob কথা সমর্থন করি, সাথে হয়তো অপ্রয়োজনীয় কিছু topic- ১ )অধিকাংশ urinal চূড়ান্ত অপরিস্কার , কিন্তু তার স্বচ্ছতার কথা বলা যাবেনা, বললে মুখের ওপর অনেক কিছু শুনতে হবে, কেন?
২) পুজোর সময় আবার taxi,auto র মতো urinal এর charge ও বেড়ে যায় ,তখন কি আমাদের বর্জ্য র মূল্যবৃদ্ধি হয় ?
৩) সত্যিই যত বেশি প্রয়োজন তার চেয়ে অনেক কম সংখ্যক ও অনেক দূরত্বে অনেক সময় urinal থাকায় ভোগান্তির শেষ থাকেনা, তৎসহ urinal গুলিতে মহিলা দের অংশে পদ available থাকেনা, যেটা আদতে থাকা বাঞ্ছনীয় তা না করে অহেতুক urinal decoration, টাকা টা কি লক্ষী ভান্ডার থেকে আসে?
খুব ভাল বিষয় বলেছো।এরকম আরও চাই।
Onek din theke ei topic e kotha bolar jayga khujchilam... Jehetu public figure noi r bolar serokom kono scope o paini. Finally tumi video ta anle. 100 % agree with you. Asha korchi video ta government er chokhe poruk r kichu kaj hok. Development er first podokhepei atleast citizens der ei problem gulo solve hoya uchit. Jekarone India te eto urinary infection, kidney stone patient bere jachhe. Sudhumatro public toilet baranor madhyomei medical service er issue o solve hoye jabe.
সেদিনের একটা অভিজ্ঞতা বলি ট্রেনে যাচ্ছিলাম তমলুক কিন্তু during journey এতো জোর টয়লেট পেয়ে যায় যে বাধ্য হয়ে বাগনান স্টেশন নেমে যেতে হয়। কিন্তু সেখানে লেডিস টয়লেটে গিয়ে দেখি একজন সাফাই কর্মী সেটা জল দিয়ে পরিষ্কার করছে খুব ভালো, ভেতরে গিয়ে দেখলাম শুধুমাত্র প্রস্রাব করার দুটো জায়গা দরজা নেই পায়খানা করার কোন জায়গা নেই সেই কারণে প্রস্রাব করার জায়গায় কেউ পায়খানা করে রেখে গেছে, যেটা ওই সাফাই কর্মী এতক্ষণ জল দিয়ে ধোয়ার চেষ্টা করছিল ! কিন্তু দরজা হীন সেই প্রস্রাব খানায় আমায় যেতেই হল কারণ আমার খুব প্রস্রাব পেয়েছিল। So তোমার বক্তব্যের সাথে আমি একদম একমত।
খুব খারাপ লাগে এগুলো শুনলে। কী আর করা, আমরা বলেই যাবো যত দিন না ঠিক হয়।
@JhilamGuptaOriginal একদমই তাই ❤️
Many many Thanks Jhilam. Apni ekta khub important topic niye video koreychen.👋👋👋.Keep it up.🙂
তোমাকে কি জন্মের সময় ভুট্টা খাওয়ানো হয়েছিল।কি সুন্দর ফুট ফুট করে কথা বলো। বেশ লাগে বিশেষ করে ঝিকিমিকি টুম্পা। একেবারে ঠিক কথা। আমাদের সাথে এইরকম হয়ে ছিল।পুরুলিয়া তে।ভালো থেকো।❤😂
খুবই প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে আলোচনা করলে আজ। ধন্যবাদ তোমাকে ।
এত দরকারি বিষয় নিয়ে আজ বললেন, খুব ভালো লাগলো,.... মেয়েদের জন্য হোক, সংখ্যায় বাড়ুক, কিন্তু তারসঙ্গে পরিষ্কার করাটাও হোক নিয়মিত,
😂
Akdm Bastob ktha jhilam diii👍👍👍
Akdom sothik topic a kotha bolecho
খুবই প্রাসঙ্গিক, বেশ ভালো লাগলো
পুরুষ মানুষদের জন্য রাস্তা ঘাট গুলো অসম্ভব নোংরা হয়। রাস্তা দিয়ে হেটে যাবার সময় প্রায় দেখা যায় এরা রাস্তায় যত্রতত্র মূত্র ত্যাগ করে। এটা দেখতে যেমন দৃষ্টি কটু তেমনি বিরক্তিকর। প্রশাসনের কাছে একান্ত আবেদন পুরুষ ও মহিলাদের জন্য অবশ্যই সুলভ শৌচাগার করার জন্য।
thik bolechen
Sotti eder jnno toilet onek besi available thake tao rastai mute berai ar boro boro kotha bole. Eta vodroloker jabar rasta naki bessaloi bojha jaina jekhan sekhan pant khule sorir dekhache vaba jai!!!!
একদম ঠিক বলেছো দিদিয়া। প্রচুর অসুবিধা হয় বাইরে।
Khub dorkari topic tuley dhorle aj...Meye der jonno sulabh souchalay aro beshi howa dorkar r setay dorja thakuk r joler proper byabostha thakuk r poriskar thakuk...segulo bairer decoration oproyojonio...segulo bhetore poriskar thakuk
R chele meye ubhoye e beronor somoy sulabh souchalay e jol dhele asa dorkar...
❤for you
তুমি হাসিয়ে হাসিয়ে😂😂😂🤣🤣🤣🤣😆😆মেরে ফেলবে 😂 দারুণ ভালো একটা ভিডিও😂😂
একদম ঠিক কথা, ঠিক বলেছ
Onekdin bade ekta fatafati video pelm
এই রকম একটা সংবেদনশীল সমস্যার গভীরে আপনি নাক টিপে প্রবেশ করে আলোকপাত করেছেন তারজন্য অবশ্যই 💯 পাবেন। শৌচালয় গুলির উপযুক্ত রক্ষণাবেক্ষণ ও জন- সচেতনতা বৃদ্ধি পেলেই সমস্যাগুলি লাঘব হবে। ❤
Ghum diye uthe i dekhi tomar video...mon ta bhalo hoye gaylo... 😂❤
প্রত্যেকটি কথাই একদম সত্যিই এবং স ঠিক...হ্যা আরও শৌচালয় করা জায়গায় জায়গায় ভীষণ প্রয়োজন...।।
O maa go ato haslam je pet betha hoye gelo but tomar kotha gulo darun
এর জন্য দায়ী আমরাই, একদিন শৌচালয় এ ঢুকে দেখি বাথরুম করার জায়গায় একগাদা হেগে রেখেছে, মুতে জল দেয়না বেভৎস গন্ধে মাথা ধরে যায়, আমরা ই এগুলো ব্যবহার করতে জানিনা,
Sera chilo ata 😂
এক দম সত্যি কথা।
ভীষণ সত্যি কথা বলেছো,এর ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিৎ।রাস্তায় পরিষ্কার শৌচালয় থাকা খুবই জরুরী আর এটা যারা ব্যবহার করবে তাদের ও খেয়াল রাখতে হবে কাজ হয়ে যাবার পর ভালো ভাবে জল দিয়ে ধুয়ে দেওয়া,নোংরা করে রেখে যেন চলে না যায়।
Khub valo akdom thik tothho tule dhorecho
Ajker kotha gulo hasir modhey diye sotti ta tule dhora hoyeche..but jani na thik ei jinis gulo kobe amader bongey hobe....❤
Amar moner kathagulo tumi atto sundor kore bolle hat's off love you
একেবারে মনের কথা.. তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ🙏❤️
Khub sundor bolen apni....🙏🙏🙏
কি লিখবো বুঝতে পারছিলাম না কিন্তু এইটুকু বলবো তোমার প্রত্যেকটা কথা আমার অন্তর ছুঁয়ে গেছে প্রত্যেকটা কথাই আমার মনের কথা এরকম সমস্যার সম্মুখীন প্রায় সই হতে হয় বাইরে গেলে এত নোংরা টয়লেট যেটা ইউজ করা সম্ভবই হয় না কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে বলো সেই কারণেই সবকিছু মেনে নেওয়া যাইহোক তোমার এই প্রতিবাদ যদি তাদের কানে পৌঁছায় যদি কিছু করে তাহলে আমাদের মত অনেক মেয়েরা উপকৃত হবে তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কনটেন্ট হলেও বাস্তব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে শুধু ভালো বলবো না ভীষণই ভালো লেগেছে
আপনি মানবতাপন্থী । আপনার সৎসাহসের জন্য আপনাকে শ্রদ্ধা করি।...
Graduation eer time e Kolkata to Silliguri Bus e travel kortam. 12 hours washroom naah giye boshev thaaktaam just because I am aware of the terrible washroom conditions. Eii problem taah bhison ektaah serious issue amader country teh 🥺
Sera r seeraaa hoisay Vlog ta.হাসতে হাসতেই aashol kotha koiya law.Colgate o bad gaylo na ha haa haaaa.🎉T2 bhai. Agartala. Tripura 🎉
অসম্ভব ভালো লাগে তোমার প্রতিটা ভিডিও, তুমি যে সব বিষয় গুলো নিয়ে কথা বলো সব গুলোই ভীষণ ভাবে গুরুত্ব পূর্ণ এবং ভাবার বিষয় আজকেরটাও তার ব্যতিক্রম নয়, একেবারে ঠিক বলেছো প্রতিটা কথা আমিও একেবারে সহমত তোমার সাথে
খুবই ভালো লাগলো একটা খুবই গুরুত্ব পূর্ণ বার্তা
Thank you 😊
Khub guruttopurno akta topic eta thank you so much.Sottie khub dorkar ei beparta ke niye govt. er sothik podokkhep nebar.
খুব প্রয়োজনীয় ব্যাপার,কিন্তু বলে কোনো লাভ নেই,❤❤❤❤❤❤
Infection😭😭😭... Amr to train e kore jete kothau phobia oi bathroom er jonno... UTI je ki marattok.... Amra to r darie darie kaj sarte pari na 😐😐😐... Jara darie kaj sare tdr to esob kichur balai i nei bas kothau ekta chhere dilei holo.... Kono infection konodin chhute parbe na...
Puro video ta shunte shunte ami khali nontefonte somogro tar dike lolup dristi diye takiye chhilam... 😍😍
Public Toilet niye sorkar chirokaal e khub udashin. Protita kotha prashongik. Tai khub valolaglo ei issue ta tulle bole ...eta niye amar o onek proshno ashe...onek reform theory ashe mathay. But bolbo kake...kei ba sunbe.....kei ba implement korbe....r kei ba maintain korbe....Thank u for such relevant content...
কয়েকদিন আগের ঘটনা, যাদবপুর থানার দিক থেকে সাউথ সিটি মলের দিকে যেতে গিয়ে একটা সুলভ পড়ে, সেখানে ছেলেদের দাঁড়িয়ে করার জন্য যে ইউরিনালটা আছে সেখানে আমি পেচ্ছাপ করে ফ্লাস টিপে জল দিচ্ছি, পাশের ছেলেটি আমার এই কান্ড দেখে হাঁ করে তাকিয়ে আছে, ওর কাছে আমি যে কাজটা করছি সেটা বোধহয় খুব অবাক ব্যাপার ছিল। ও বোধহয় জানতও না ওইগুলোতেও ফ্লাশ করা যায়। এবারে পুজোর সময় এক সুলভে লাইন দিয়েছিলাম নর্থ কলকাতায় পেচ্ছাপ করার জন্য, লাইনে দাঁড়িয়ে এক ছেলে বলছে "ধুর ছেলেদের আবার এতো কান্ডের কি আছে, রাস্তায় দাঁড়িয়ে করে দিলেই তো হয়!"। তবে এবারে পুজোর সময় অনেক জায়গায় সরকারি পোর্টেবল টয়লেট দেখেছি যেটা দেখে ভাল লেগেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে ফূটপাতে একটা দেওয়াল আছে যেখানে রেগুলার লোকে পেচ্ছাপ করে। এছাড়াও যোধপুর পার্কের তালতলা মাঠের দিকে শিরপা বলে যে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সটা আছে তার বাইরে গেটের পাশে ফুটপাতে একটা জায়গায় লোকে রেগুলার পেচ্ছাপ করে।
Aj porjonto kay ata neya bhavani ..tar jonno Many Many Thanks to yoy🎉🎉🎉❤❤❤
একেবারে ঠিক, মেয়েদের কথা কেউ সেভাবে ভাবছেই না, কত সমস্যায় পড়তে হতে পারে,সরকারের উদ্যোগ নেওয়া উচিত এ বিষয়ে
All your videos made me your fan 😂😂😂 So very important & crutial message delivered in such a comedy way,, hats off to you ❤❤❤
Very relevant and justified. If a ladies toilet is locked in a rly station I would request that a photograph be taken and posted in the grievance portal. Sometimes the station authorities do respond positively.
১০০% সহমত। আর প্রসাশন? তাদের তো ৫ বছরে ১বার কাজ করতে হয়।
100% Right tomar kotha.
খুব ভালো বিষয় আলোচনা করেছো
Thank you Jhilam for raising this issue which is indeed a practical problem for all of us. It is definitely the duty of the government to provide this basic amenity.
একদম ঠিক পয়েন্ট উত্থাপন করেছ ঝিলাম।
Harpic to thake dekhechi sob bathroom ei, use hoy ki...?? Baire tiles r tuni na diye..vetor e ekta poriskar handle wala mug, ekta poriskar balti, koekta tissue roll r ekta chotto handwash, r ekta lekha 'daya koriya berobar age poriskar kore jol diye tarpor beron' ami jani kotha ta hasyokor kintu kichu jon mone hoy jol dite vule jan...ami khub vugechi ei niye...tai share korlam..lots of love to You, Jhilam ❤❤❤
দারুণ 😊
Khub sundor ❤❤❤❤❤
Akdom thik bolecho
Well said... every day wait for ur vedio. Unexpected but real issue of woman 's life🙏🙏
Khub sundor akti Uposthhapona 👏👏
Khub bhalo laglo jhilam❤❤
Akdom thik kotha bolle..meyeder byapar ta khub bhebe dakha dorkar..
Stti tomar bhashai tomar hatiyar. Egie cholo ❤
Khub important video khub bhalo eta
Very good presentation.👌
প্রায় অসুবিধায় পড়তে হয়।
প্রত্যেক টা বাস্তব।
একদম ঠিক, very nice. Supper Supper ❤❤
ঠিক ই বলেছ।হাওড়া ষ্টেশন এ সেদিন যখন ওদের বাথরুম এ যাচ্ছি তখন দেখি পরিষ্কার হচ্ছে। আবার যারা যাচ্ছে তারা ফ্লাস করছে না।
😢
একটি গুরত্বপূর্ণ প্রতিবেদন
তুমি একদম ঠিক কথা বলেছো।
darun..btw true fact
Very nice subject
অসাধারণ 😂😂
অত্যন্ত সঙ্গত বক্তব্য। এই ভিডিওর পর কোন উদ্যোগ দেখতে বা জানতে পারলে খুব ভালো লাগবে।
Amio onek bar Mandir vebe Sulabh sauchalay k pronam thuke esechi bus thke...😢😢😢😢