How to use blender/// ভিশন ব্লেন্ডার ব্যবহার করার নিয়ম ।

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • গৃহস্থলী নানা কাজ যেমন মশলা গুঁড়া করা, বাসায় কোন জুস তৈরি থেকে শুরু করে রেস্টুরেন্টে ড্রিংকস, ফলের জুস তৈরির কাজে ব্লেন্ডারের ব্যবহারের শেষ নেই। আজকাল বাজারে শত মডেল ডিজাইন আর ব্রান্ডের ব্লেন্ডার পাওয়া যায়। তবে এদের মধ্যে কাজেও বা ব্যবহারেও পার্থক্য রয়েছে। সঠিক দাম না জানা থাকার কারনে ব্লেন্ডার কিনতে গিয়ে অতিরিক্ত দাম দিয়ে আসেন অনেকে। পাশাপাশি নকল পন্যের হিড়িক তো আছেই। এতো সবের ভিড়ে আসল ব্রান্ডের ব্লেন্ডার মেশিন কিনতে পারা অনেকটা কঠিন কাজও বটে। আবার আমাদের অনেকেরই ব্লেন্ডার ব্যবহারের সঠিক নিয়ম জানা না থাকার কারনে অল্পদিনের মধ্যে ভালো দাম দিয়ে কেনা ব্লেন্ডারটি নষ্ট হয়ে যাওয়া।
    ব্লেন্ডার কেনার টিপস
    আমরা যারা প্রথমবার কোন কিছু কিনতে যাই আমাদের বেশিরভাগেরই ওই পণ্যটি সম্পর্কে ভালো ধারনা থাকে না। আশা করছি আমাদের ব্লেন্ডার মেশিন কনার টিপসগুলো আপনাকে একটি ভালোমানের ও দীর্ঘদিন ব্যবহার করা যায় এমন একটি ব্লেন্ডার মেশিন কিনতে সাহায্য করবে।
    ১) সাইজের বিষয়টি মাথায় রাখুন
    বাজারে আলাদা আলাদা কাজের জন্য আলাদা সাইজের ও ডিজাইনের ব্লেন্ডার মেশিন কিনতে পাওয় যায়। একটি ব্লেন্ডার মেশিনে ৩ থেকে ১৪ কাপ পরিমান মিশ্রণ করা যায়। আপনারা যদি বাসার টুকিটাকি কাজের জন্য একটি ব্লেন্ডার মেশিন কিনতে চান তবে মাঝারি থেকে বড় সাইজের মেশিন কেনার চেষ্টা করুন। একদম ছোট সাইজের ব্লেন্ডার মেশিনে আপনি বড় কিছু মিশ্রণ করতে পারবেন না। তবে বড় বা মাঝারি সাইজে ছোট কোন কিছু ব্লেন্ড করতে পারবেন।
    ২) #স্পীড ও পাওয়ারের বিষয়টি খেয়াল রাখুন
    স্পীড বা গতির উপর নির্ভর করে আপনার মিশ্রণগুলো কতো মসৃণ হবে। একটি ব্লেন্ডারে সাধারনত ৩ থেকে ১০ স্পীড সেটিং থাকে। বাজারে আলাদা আলাদা ওয়াটের ব্লেন্ডার মেশিন পাওয়া যায়। মিল্কসেক কিংবা অন্য যে কোন সাধারন মিশ্রণের জন্য ৫০০ ওয়াট পর্যন্ত ঠিক আছে।
    ৩) ব্লেন্ডার এর দাম কিংবা বাজেটের দিকে নজর রাখুন ।
    কোন কিছু কেনার সময় দাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু বাজারে ভিবিন্ন কাজের, সাইজের ও স্পীডের Blender পাওয়া যায়। তাই এদের দামের মধ্যেও বেশ পার্থক্য রয়েছে। উপরের দুটি বিষয় মাথায় রেখে আপনি একটি বাজেট তৈরি করুন। এরপর আপনার সাধ্যের মধ্যে একটি ব্রান্ডের ব্লেন্ডার কিনে নিন।
    ৪) ব্লেন্ডিং-এর কাজ গতিশীল করতে আরও কিছু
    বিক্রি কিংবা প্রচারনা বাড়তে কোম্পানিগুলো একটি ব্লেন্ডারের সাথে অনেক অতিরিক্ত গিফট দিয়ে থাকে। তবে বেশিরভাগ সময় এগুলো কিনে নিতে হয়। হাতের মধ্যে আসে এমন সাইজের কাপ, চপিং কিংব মিক্স বোল আপনার কাজের গতি কয়েকগুন বাড়িয়ে দিবে।
    ব্লেন্ডার ব্যবহার করা একদম সহজ কাজ। আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তবে, নিচের পদ্ধতিগুলো অনুসরন করেন।
    ১) ভিতরের দিকটা পরিষ্কার করুন
    ব্লেন্ডার অনেক দিন ব্যবহার না করার কারনে কিংবা নতুন অবস্থা অনেক রাসায়নিক দ্রব্য ও ধুলাবালি জমে থাকতে পারে। তাই ব্যবহারের আগে প্রথমে ভালোভাবে ব্লেন্ডারের ভিতরের দিকটা পরিষ্কার করুন।
    ২) প্লাগ ইন করুন
    আপনার ব্লেন্ডারের সাথে একটি অরিতিক্ত ক্যবল পেয়ে থাকবেন। ক্যাবলের একটি দিক ব্লেন্ডার মেশিন ও অন্যদিক বৈদ্যুতিক লাইনের সাথে প্লাগ ইন করুন।
    ২) ঢাকনা খুলুন
    ব্লেন্ডার মেশিনের ঢাকনা খুলে কিচনের কাছেই বা আপনি যে জায়গার কাজ করছেন, আশেপাশেই রাখুন। বেশিরভাগ মেশিনের ঢাকনা কাচের হয়ে থাকে। তাই উপর থেকে পড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
    ৩) প্রয়োজনীয় উপকরণ ঢালুন
    যে উপকরনগুলো ব্লেন্ড করতে চাচ্ছেন সেগুলো ব্লেন্ডারের মধ্যে ঢালুন। যেমন- আপনি যদি জুস তৈরি করতে চান তাহলে ফল দিন। প্রয়োজনে ছোট ছোট সাইজ করে দিন। এতে আপনার মেশিনের উপর চাপ কম পড়ে।
    ৪) প্রয়োজনে পানি ও বরফ দিন
    আপনি যে উপকরণ বা খাবারটি তৈরি করতে চাইছেন প্রয়োজনে পরিমান মতো বরফ কিংবা পানি দিনে নিন। বিশেষ করে জুস তৈরি করতে ঠাণ্ডা পানি কিংনা বরফ ব্যবহার করতে দেখা যায়। তবে অতিরিক্ত ঠাণ্ডা আপনার শরীরের জন্য ক্ষতির কারন হয়ে দাড়াতে পারে।
    ৫) ঢাকনা দিয়ে আটকে দিন
    উপকরনগুলো দেওয়া হলে। ভালো করে ঢাকনা দিয়ে আটকে দিন। না হয় ব্লেন্ডার চালু হলে সব কিছু চারদিকে ছিটে আসবে।
    ৬) অল্প পাওয়ার দিয়ে শুরু করেন
    একেক ধরনের মেশিনের স্পীড আলাদা আলদা হয়ে থাকে। প্রথমে ফুল পাওয়ার না দিয়ে সামান্য পাওয়ার দিয়ে শুরু করেন। এবং প্রয়োজনের আস্তে আস্তে বাড়িয়ে নিন।
    ৭) ব্লেন্ড শেষে পাত্রে ঢেলে পরিবেশন করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন।।

КОМЕНТАРІ • 6

  • @mdemonhowladerrobi8175
    @mdemonhowladerrobi8175 Рік тому +2

    আমি সেইম এটা কিনছি,,৪১০০ টাকা নিছে,,
    আজ চালু করবো?

  • @asaruddin2598
    @asaruddin2598 Рік тому +2

    bendsr korte gele pani pore kno

  • @aduriakter6632
    @aduriakter6632 Рік тому +2

    আমার টাও সেম ৭৫০ ওয়াট ভিশনের

  • @mdrashedulislam9656
    @mdrashedulislam9656 3 роки тому +1

    কাজু বাদাম চিনাবাদাম কিশমিশ এগুলো পেস্ট করতে হলে কোনটা দিয়ে করতে হবে একটু জানাবেন প্লিজ

    • @Electricalpowereee
      @Electricalpowereee  2 роки тому

      এটা দিয়ে করা যাবে ব্লেন্ডার অনেক ভালো আমি নিজে ব্যাবহার করে অনেক উপকৃত হয়েছি আপনি ব্যবহার করে দেখতে পারেন ধন্যবাদ কমেন্ট করার জন্য।।।

    • @raufafsar964
      @raufafsar964 Рік тому

      Dam kotu