Jodi Kichhu Amare Shudhao With Lyrics | Shyamal Mitra

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 379

  • @tapashghosh7459
    @tapashghosh7459 Рік тому +29

    সলিল চৌধুরী ও শ্যামল মিত্রের এক অসাধারণ যুগলবন্দি। যেমন কথা তেমনই মিউজিক আর শ্যামল মিত্রর কন্ঠ এক অপূর্ব মাদকতা সৃষ্টি করেছে। 🙏🙏

  • @hasanahmad4481
    @hasanahmad4481 3 роки тому +117

    এই গান ই একটা প্রেম! যেটি ১০০ বছর পরেও বেচে থাকবে।🙂

  • @tanviandsuvovlogs9973
    @tanviandsuvovlogs9973 10 місяців тому +13

    আহা কি সুমধুর কন্ঠ যেমন কথা তেমন গান মনে হয় যেন কানে মধু ঢালছে

  • @tanmoydutta1591
    @tanmoydutta1591 3 роки тому +80

    বাবার অন্যতম প্রিয় গান।বিশ্বাস করি যতদিন পর্যন্ত এই গান গুলি থাকবে আমার বাবাও আমার সাথে থাকবে।

    • @rupamitra4626
      @rupamitra4626 2 роки тому +1

      আমার বাবারও প্রিয় গান

    • @rajask4659
      @rajask4659 3 місяці тому

      Amar babaro khub prio gan

  • @bechakena1419
    @bechakena1419 3 роки тому +139

    কিশোর বয়শ থেকে শুনছি এখন বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু গানের আবেদন একই----বাঁচবে যুগ যুগ

  • @mihirlalmahajan4609
    @mihirlalmahajan4609 3 роки тому +112

    সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে,
    সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে.....
    এমন সব গুণীজন যারা তোমার কোলে আশ্রয় নিয়েছে ...
    প্রণাম জানাই তাঁদের কাছে 🙏🙏

  • @mostofa2274
    @mostofa2274 Рік тому +19

    পাথর ক্ষয়ে যায়
    কিছুই থাকবে না হায়
    জীবনও পাবে মৃত্যুর স্বাদ........😢
    তোমার সুরেলা গান
    শুধুই জুড়ায় পরাণ
    হৃদয়ে এখনো রঙিন প্রভাত......🌄🌄

  • @tapaskumarbhar6206
    @tapaskumarbhar6206 Рік тому +56

    এখন সেই গায়ক নেই , সেই গীতিকার নেই , সুরকার ও নেই । তাই গান শোনা ছেড়ে দিয়েছি । যখন খুব ইচ্ছা হয় তখন মাঝে মধ্যে পুরানো দিনের গানগুলোই শুনি ।

  • @asimsarkar9388
    @asimsarkar9388 3 роки тому +44

    একদম অন্য স্বাদের গান । যতদিন বাংলা এবং বাঙালি থাকবে ততদিন এ গান বেঁচে থাকবে !!

    • @supriyokumarmitra2445
      @supriyokumarmitra2445 Рік тому

      অনন্ত কাল চিরস্মরণীয় হোয়ে থাকবে।

  • @antardasanurag3794
    @antardasanurag3794 2 роки тому +9

    অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে
    বোবা এ প্রাণের কথা বুঝানো যেতো গো তারে। It’s the best line in the whole songs.

  • @antardasanurag3794
    @antardasanurag3794 2 роки тому +15

    সলিল দা মানেই বাংলার সংগীত সমুদ্রে নব জোয়ার। Hats off legendary maestros of Bengali Golden Age. 🙏🙏🙏

    • @anindyabanerjee6021
      @anindyabanerjee6021 Рік тому

      Apni salil babu r bhai !? Oh my goodness! ❤

    • @kamalenduhazra3039
      @kamalenduhazra3039 11 місяців тому

      ​@@anindyabanerjee6021
      সঠিক প্রশ্ন!!!
      🥱🥱🥱

  • @designengineer2068
    @designengineer2068 3 роки тому +18

    এই যুগে জন্মেও... আমার মন এই গানের পেছনে ছুটে যায়.... চির অমর গান.... But 2008-2010 থেকে বাংলা সিনেমা ও তার গুণমান খুবই নিম্নমানের......

    • @mousumiroy9539
      @mousumiroy9539 2 роки тому +2

      Ami vagyaban je ami ei dese jonmechi amar pranam roylo

  • @tapatidas4351
    @tapatidas4351 3 роки тому +36

    স্মৃতিমেদুরতা আচ্ছন্ন করে, যখনই শ্যামল মিত্রের গাওয়া এই গানটি শুনি। যাক যা গেছে তা যাক।👍

    • @maniklalsaha465
      @maniklalsaha465 2 роки тому

      যেতে আর দিচ্ছি কোথায়?।

  • @jyotirmaydasmandal596
    @jyotirmaydasmandal596 3 роки тому +57

    Salil Chowdhury was a magical phenomenon not more not less !
    He is next best to the god of music 🙏.

  • @gopalabhra7407
    @gopalabhra7407 3 роки тому +80

    উগ্র উত্তেজনা কমে গেলে,এই সব গানেই ফিরতে হবে,সে দিন আর দূরে নেই।

  • @tanu_g25
    @tanu_g25 4 роки тому +15

    কি উদার কণ্ঠ। সত্যি নিরবে অনেক কথা বলে যায় এমন সব গান! আর সৌরভ ছড়ায়।
    আর কখনো এই সৃষ্টি হবে না। যতদিন গান বেঁচে থাকবে ততদিই এই গান থাকবে। আমার অন্তর থেকে সশ্রদ্ধ
    প্রণাম জানাই এমন সব গীতিকার, সুরকার আর গায়ক দের।

    • @susantasamanta4163
      @susantasamanta4163 4 роки тому +2

      Shyama Mitraamoni akjon shilpi jar gan shrotader hriday sparsha kare. Take ar sashradhya pronam janai.

  • @tahseenmahmood2014
    @tahseenmahmood2014 Рік тому +12

    ঐ আকাশ নত, যুগে যুগে সংযত... আহা কী অপূর্ব!

  • @mostafizurrahman5726
    @mostafizurrahman5726 Рік тому +4

    চিরদিনের, চিরকালের, জন্ম-জন্মান্তরের গান। শুধু এই গান গুলো শোনার জন্যই বার বার আসতে হবে এই ধরাধামে।

  • @mithubhattacharya6156
    @mithubhattacharya6156 Місяць тому

    এইরকম অসাধারণ গলা থেকে আধুনিক ও ছায়াছবির গান খুবই কম পেয়েছি যা সত্যিই আমাদের দুর্ভাগ্য, অবশ্য নজরুলগীতি পেয়েছি অনেক, সেই ক্ষেত্রে আমরা ধন্য।

  • @nirmalkumarsarkar5272
    @nirmalkumarsarkar5272 3 роки тому +7

    সত্যিই আমরা খুব ভাগ্যবান। এইসব অমর সৃষ্টির মাধুর্য্য আহরণ করে আমরা বড় হয়েছি।

  • @bishnupadamaiti7110
    @bishnupadamaiti7110 3 роки тому +15

    কৈশোরে প্রথম গানটা শুনে ছিলাম আজও মনে দোলা দেয় । ধন্যবাদ জানাই ভাই আপনাকে

  • @rubble2023
    @rubble2023 Рік тому +17

    এখন ৭২, ক মাস পরে ৭৩ ।
    ৫৮ বছর ধরে মজে আছি।
    প্রণাম সলিল। প্রণাম শ্যামল।

    • @mukulmajumdar9691
      @mukulmajumdar9691 Рік тому

      Amar unosattor.amio bar bar suni. Ansh metena...

    • @rimjhimsensharma6039
      @rimjhimsensharma6039 2 місяці тому +1

      এরা অনেকটা বট গাছের ছায়ার মতো। যত পুরোনো হবে বিস্তৃতি তত বাড়বে। মন টা শান্তিতে ভরে যায়। 🙏

  • @apurbamazumder2227
    @apurbamazumder2227 3 роки тому +16

    এই রকম কন্ঠ অতীতে ছিল কি না তা অমার জানা নেই, আগামীদিনেও হয়ত কোনদিন আর আসবে না।

  • @susantamutt9361
    @susantamutt9361 Рік тому +10

    ৬০ বছর আগের গান এখনও শুনলে সেই একই অনুভূতি হয়। কী যে জাদু আছে কথা সুরে গায়কীতে !!!!

  • @anitabiswas6415
    @anitabiswas6415 3 роки тому +14

    ছোটবেলায় রেডিও পুজো প্যান্ডেল সেই সময় গান শোনা যেন মনে মস্তিষ্কে গেঁথে যেত এখন এই গান শুনে সেই ছোটবেলা চোখে ভাসছে।

  • @subhankarpaul3324
    @subhankarpaul3324 3 роки тому +20

    কি অসাধারণ লেখা সুর কন্ঠ যা যুগে যুগে ও পুরনো হবেনা।

  • @aninditaduttaghosh3567
    @aninditaduttaghosh3567 3 роки тому +25

    অসাধারণ!! সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি। মনে যেন গেঁথে রয়েছে। ❤️❤️

  • @sudhirsaha6298
    @sudhirsaha6298 3 роки тому +13

    প্রনাম জানাই সেই গুণীজনদের যারা এই গানটি সৃষ্টি করেছেন।

  • @bikramchoudhury4116
    @bikramchoudhury4116 5 місяців тому +14

    আমি 75!এখনো সলিল সৌরভ এ মজে আছি আর শ্যামল মিত্র সলিলবাবু র যুগলবন্দী র জবাব নেই।আজও "মন মাতাল,সাঁঝ সকাল"!

    • @nachiketamandalhindu453
      @nachiketamandalhindu453 Місяць тому

      সম্প্রতি উনার মেয়ে এক সাক্ষাৎকারে বলেছেন যে আমার বাবা এই গ্ৰহের জন্য নয়।
      যথার্থ বলেছেন।

    • @baringhosal869
      @baringhosal869 7 днів тому

      Eto manusher Prem& jantrana miliache ek kingbadanti ter nam shyamal mitra.

  • @debasishghosh8847
    @debasishghosh8847 3 роки тому +33

    আমার জন্মের আগেকার গান। কিন্তু ছোট বেলায় 'অনুরোধে আসরে' এই সব গান শুনতাম। আজও অমর অক্ষয়।

  • @asimsinharoy7934
    @asimsinharoy7934 4 роки тому +24

    গানটি আমার ভীষন প্রিয় তাই গানটি বারবার শুনতে ইচ্ছে করে

  • @sibajikarmakar271
    @sibajikarmakar271 3 години тому

    এই সব গান শুনলে ছোট বেলার সেই নস্টালজিক সময় গুলো ফিরে আসে। গীতিকা, অনুরোধের আসর, রাত সাড়ে দশটার গানের আসর গুলোর কথা খুব মনে পড়ে। সেই সময়ে প্রত্যেকটা শিল্পী ই ছিল স্ব মহিমায় উজ্জ্বল। বাংলা গানের জগৎ টাই ছিল সত্যিই স্বর্ণ খনির সমতুল্য। আমরা ভাগ্যবান। বর্তমান বস্তাপচা গানের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। রাখতেও চাই না। এই প্রজন্মের হাতে গোনা মুষ্টিমেয় কয়েকটা গান ছাড়া বাকি গান শুনলে গা ঘিন ঘিন করে ওঠে। মনের ক্ষোভ প্রকাশ করে ফেললাম।

  • @chhandamaqsudamahboob3648
    @chhandamaqsudamahboob3648 Рік тому +3

    এ গান তো শুধু গান নয় , যেন স্মৃতির ভান্ডার, প্রথম ভালোবাসা ভালো লাগার অনুভুতি, পাশের বাড়ির টেপ রেকর্ডে বাজা বাতাসে হালকা ভেসে আসলে পড়ার টেবিলের মনোযোগ চুরি করে কান পাতা,আরো কত কি!!!!

  • @sujit9100
    @sujit9100 2 місяці тому

    সুর ভাষা ও কণ্ঠ শ্রবনে হৃদয় মোহিত হয়ে যায়, শিল্পীকে জানাই শতকোটি প্রণাম।

  • @MB-tx6di
    @MB-tx6di 4 роки тому +356

    সেই ১৯৬৩/৬৪ সালে পুজোর সময়ের গান। না জানি কি মন্তরে এখনও অন্তরে নিয়ে বিভোর হয়ে আছি!

  • @aruppoali3267
    @aruppoali3267 2 роки тому +9

    আজ হঠাৎ মনে ভেতর থেকে প্রশ্ন করে বসলো তাই ফিরে গেলাম হারানো সেই দিন।
    আজ এই গান আমার সঙ্গে কে বসে শুনছো।

  • @navyenduchakraborty6172
    @navyenduchakraborty6172 3 роки тому +18

    যতবার শুনি ততবার শুনতে ইচ্ছা করে।

  • @gobindaganguly2616
    @gobindaganguly2616 3 роки тому +8

    মন তোলপাড় করে দেওয়ার গান
    প্রয়াত শিল্পীর প্রতি রইলো আমার অন্তরের সশ্রদ্ধ প্রনাম ****************************

  • @rebika2726
    @rebika2726 2 роки тому +16

    I'm in love with Bangla language and songs. They make my days so much better ❤️

  • @sonothkumar9434
    @sonothkumar9434 4 місяці тому +1

    বাহ্ চমৎকার কথামালার এ কালজয়ী সংগীতে সে-ই কিংবদন্তির সুরেলা কণ্ঠের ঐ মর্মস্পর্শী সুর আহ্ বড়-ই মুগ্ধতা এনে দিল °°°°°°°°°°°°❤❤❤🙏🏻❤❤❤

  • @Soumyajit98
    @Soumyajit98 Рік тому +1

    এই গানের সহস্র কোটি views হওয়া উচিত। একটি গান যা হাজার হাজার বছর পরেও পুরোনো হবে না। সলিল চৌধুরী একটা অধ্যায়, an unforgettable composer of all time.... সাথে শ্যামল মিত্র -র গায়কী। কি চই আর.....

  • @pratick006
    @pratick006 7 місяців тому +3

    শিলাদিত্য চক্রবর্তীর গলায় গানটা শুনে এত ভালো লাগলো যে এখানে আসল গানটা শুনতে এলাম। কী অসাধারণ লেখা এবং সুর।

    • @SouvikDasgupta-rd9yi
      @SouvikDasgupta-rd9yi 3 місяці тому

      দেবব্রত বিশ্বাসও গেয়েছেন, শুনবেন, ওটাও ভালো লাগবে, দুজনেরটা দুরকম

  • @subhankarpatra6774
    @subhankarpatra6774 Рік тому +1

    অসাধারন একটি গান, যতই কুমার শানু, উদিত নারায়ন , অরিজিৎ সিং বা ইংলিশ গান শুনি, সেগুলো শুনে যে আনন্দ পাই সেটি সাময়িক, কিন্তু এই গানটির বা এই গায়কের গানে এমন একটা টান আছে, যার জ্ন্য বারবার শুনেও এই গানের আকর্ষণ কখনো কমে যায় না।

  • @miltonbiswas8113
    @miltonbiswas8113 4 місяці тому

    এমন মধুর কণ্ঠ, এমন মধুর কথা, সুর, এনারা ছিলেন আছেন এবং থাকবেন চিরিদিন এই বাংলা গান এর জগতে। A real 💎

  • @somnathbanerjee7332
    @somnathbanerjee7332 2 роки тому +3

    কী আবেদন !! ভাবা যায় না।বাষ্পভুত মন এই গান শুনলে নিমেষে আদ্র হয়ে ওঠে।

  • @MB-tx6di
    @MB-tx6di 4 роки тому +22

    এই গানের সৃষ্টি একশো বছরে একবারই হয়

  • @rishanryhan661
    @rishanryhan661 Рік тому

    An unparallel, matchless or incomparable, forever young from generation to generation, ages to ageas song and which never will lose its appealing as long Bengalis and the language will live. And, there will not be a single song like this one ever. Again... There won't be any second Salil chowdhury and shyamal Mitra ever with such a distinctive magical voice. Never ever.

  • @dipankarchattopadhyay3959
    @dipankarchattopadhyay3959 3 роки тому +8

    by the co ordination of 'saregama' ,i heard the song for over 30 years .and became spell_bound by hearing the liric . standing at burdwan on 06.09
    .2021 , i devote my gratefulness to all team,related for creation of the soong

  • @dhurjatisarkar6857
    @dhurjatisarkar6857 Рік тому +1

    অনন্তকাল ধরে থেকে যাক শ্যামল-সলিলের এই গানের মায়াবী আবেশ।

  • @rituray8622
    @rituray8622 3 роки тому +8

    এই সব গান শুনলে কোথায় রোগ দূর হয়ে যাবে,,এই সব গানই তো গান

    • @souravbachar5376
      @souravbachar5376 3 роки тому +1

      একদম সঠিক কথা বলেছেন, একেই তো সংগীত বলে

  • @nachiketamajumdar2947
    @nachiketamajumdar2947 4 роки тому +27

    এই সব গান শুনতে শুনতে অর্ধ শতাব্দী আগে ছেলেবেলায় ফিরে যেতে পারি।

    • @MB-tx6di
      @MB-tx6di 4 роки тому +3

      আপনি ফিরে যেতে পারেন বলে লিখেছেন, আমি ফিরে যাই।

    • @nachiketamandalhindu453
      @nachiketamandalhindu453 3 роки тому

      আমার রুচি বোধ আপনার সাথে মিলে যায় যেমন নামের সাথেও। যদিও আমি আমার চাইতে অনেক ছোট। নমস্কার নেবেন। 🙏🙏🙏

  • @jyotishkatha9740
    @jyotishkatha9740 2 роки тому +9

    বিশ্বের সেরা সলিল চৌধুরি 🙏🙏🙏

  • @jimutsarkar72
    @jimutsarkar72 3 роки тому +3

    সত্যিই অসাধারণ মন ভালো হয়ে যাওয়ার গানটি শুনলে মনে হয় একটা ভালো লাগার রেশ সে যে আর কাটতেই চায়না ।

  • @somdeepkundu2506
    @somdeepkundu2506 3 роки тому +7

    কি ভাষা...
    আমি কবিতা লিখতে শুরু করেছি এই লকডাউন এ, I can feel it.

  • @rudrajitroy543
    @rudrajitroy543 3 роки тому +2

    অমর গান। কী অপূর্ব গানের ভাষা, শ্যামল মিত্রের অসাধারণ গলা। আমার বাবা র খুব প্রিয় গান ছিল এটা।

  • @drashokpatnaik6468
    @drashokpatnaik6468 3 роки тому +5

    A very beautiful song sung by Shyamal Mitra and also George da. Great music by salilda. Never tired of listening to this gem. Regards 😊 Dr ashok patnaik

  • @nikhilchakraborty5914
    @nikhilchakraborty5914 Рік тому

    শ্যামল মিত্রের প্রথম বয়সের গাওয়া গান,চির নতুন, অসাধারন অপূর্ব সুন্দর !!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nazmulabedinchowdhury3887
    @nazmulabedinchowdhury3887 4 роки тому +10

    Only great Shymal Mitra can sing all this song

  • @bodhisattwasinha5630
    @bodhisattwasinha5630 2 роки тому +1

    আহা, কি সুর, কি কন্ঠ !
    এত সুন্দর কাব্যিক কথাও আর পাই না ।

  • @nirupamachakraborty6299
    @nirupamachakraborty6299 2 роки тому

    অপূর্ব, সুন্দর।যতবার শুনি নতুন। মনের গভীরে ভালোলাগারা ছুটে বেড়ায়। এই অনুভুতির ভাষায় প্রকাশ না, অনুভবে।

  • @saikat_ray
    @saikat_ray 4 роки тому +8

    majhe majhe bhabi how did people react jokhon ei gaangulo prothom beriyechilo.... kotha shurgulo ekhono ki darun contemporary...

    • @archismanghosh549
      @archismanghosh549 4 роки тому +1

      The.sensation created by these songs lasted a lifetime!

  • @kalyanmajumdar4729
    @kalyanmajumdar4729 4 роки тому +18

    Shyamal Mitra was a legend, what a voice GURU,

  • @moupialimahalanobis5607
    @moupialimahalanobis5607 Рік тому +6

    The faint nasal melodious voice stole millions of hearts 🙏

  • @GobindaGhosh-pf8sl
    @GobindaGhosh-pf8sl 3 місяці тому

    শ্যামল মিত্র সংগীত জগৎ এর এক সনাম ধন্য ন্শিল্পী তার সংগীত জীবন টাই কেটেচে সংগীত দিয়ে তিনি আজ আর জীবত নেই শুধু রয়ে গেছে তার সৃতি

  • @MAX007123able
    @MAX007123able 5 років тому +22

    কী স্বাবলীলতা । অসাধারণ।প্রনাম।

    • @anjanadey3884
      @anjanadey3884 2 роки тому +1

      Wonderful.salil chowdhury and Shyamal mitra were genious

  • @soumodeepmondal8625
    @soumodeepmondal8625 Місяць тому

    কে ই বা আর শুনবে, আমার মতো ৬২ বছরের একজন পৌঢ় ছাড়া।এ সব নিয়েই তো আমাদের জীবন।একটা কথা আছে, একজন বৃদ্ধ মারা যাওয়ার অর্থ, ধূতির মৃত্যুর দিন এগিয়ে আসা।

  • @sandipchattopadhyay3338
    @sandipchattopadhyay3338 4 роки тому +10

    সলিল- সৃষ্টিকর্মের সেরা দশটির মধ্যে এটি একটি।

    • @umamukherjee4869
      @umamukherjee4869 2 роки тому +2

      অতীতে নিয়ে যায় এই গান। চোখে জল ভরে আসে, হারানো দিনের কথা মনে করে।

  • @tasnuvafarhana5404
    @tasnuvafarhana5404 7 місяців тому +1

    যদি কিছু আমারে শুধাও
    কি যে তোমারে কব?
    নীরবে চাহিয়া রব
    না বলা কথা বুঝিয়া নাও
    যদি কিছু আমারে শুধাও
    ওই আকাশ নত
    যুগে যুগে সংযত
    নীরবতায় অবিরত
    কথা বলে গেছে কত
    ওই আকাশ নত
    যুগে যুগে সংযত
    নীরবতায় অবিরত
    কথা বলে গেছে কত
    তেমনি আমার বানী
    সৌরভে কানাকানি
    তেমনি আমার বানী
    সৌরভে কানাকানি
    হয় যদি ভ্রমরা গো
    সে ব্যথা বুঝিয়া নাও
    যদি কিছু আমারে শুধাও
    কি যে তোমারে কব?
    নীরবে চাহিয়া রব
    না বলা কথা বুঝিয়া নাও
    যদি কিছু আমারে শুধাও
    অন্তরে অন্তরে
    যদি কোন মন্তরে
    বোবা এ প্রাণের ব্যথা
    বোঝানো যেত গো তারে
    অন্তরে অন্তরে
    যদি কোন মন্তরে
    বোবা এ প্রাণের ব্যথা
    বোঝানো যেত গো তারে
    কবির কবিতা সবই
    তুলি দিয়ে আঁকা ছবি
    কবির কবিতা সবই
    তুলি দিয়ে আঁকা ছবি
    কিছু নয় তার কাছে
    এটুকু বুঝিয়া নাও
    যদি কিছু আমারে শুধাও
    কি যে তোমারে কব?
    নীরবে চাহিয়া রব
    না বলা কথা বুঝিয়া নাও
    যদি কিছু আমারে শুধাও

  • @debasisdas8022
    @debasisdas8022 6 місяців тому

    মোহিত হয়ে শুনছি।কত বার যে শুনেছি। আরও কতবার যে শুনবো!

  • @basabsengupta9661
    @basabsengupta9661 Рік тому

    কি কঠিন গান,
    অথচ,কি অসাধারন গেয়েছেন!ভাবতেই অবাক লাগে!

  • @kumarroy3284
    @kumarroy3284 2 роки тому

    ভীষণ নস্টালজিক হয়ে যাই এ গান শুনলেই মনে অদ্ভুত স্বর্ণ যুগের গানের রেডিওতে ভেসে আসা গানের দিনের কথা মনে পড়ে যায়।

  • @ajaysarkar5943
    @ajaysarkar5943 2 роки тому +1

    Fascinating, Marvelous, Superb, Outstanding and Melodious voice of
    Shyamal Jethu.

  • @arindamchatterjee2780
    @arindamchatterjee2780 3 роки тому +1

    Enara legends. Echara aar kichu bolar nei. Era Milestone bnedhe diey gachen....🙏🙏

  • @rajusengupta4558
    @rajusengupta4558 3 роки тому +1

    অসাধারণ ছাড়া আর কোন শব্দ নেই।

  • @soumyachakraborty4447
    @soumyachakraborty4447 5 років тому +26

    Amar boash 25...jotodin bachbo ai gan gulo k neai bachbo....ami chola jabo...kintu ai gan gulo thaka jaba jotodin prithibi bachba

    • @IraIsHira
      @IraIsHira 3 роки тому

      Strange tomar generation ei gaan bhalobashche..amra aaj o gungun kori shei chotoblay shona gaan.

    • @mousumiganguly7575
      @mousumiganguly7575 2 роки тому

      Khuuub khusi holam ei boyes e tomake ei gan akorshon kore
      Khub sundor tomar ruchi

  • @madanmohanmandal2329
    @madanmohanmandal2329 4 роки тому +7

    তেমনই আমার বাণী, সৌরভে কানাকানি
    হয় যদি ভ্রমরা গো সে ব্যথা বুঝিয়া নাও......🙏🙏

  • @kaushikroy2330
    @kaushikroy2330 4 місяці тому

    এই গান গুলো শুনলে বার বার শুনতে ইচ্ছে করে,জানিনা কি জাদু আছে এই গান গুলোর মধ্যে

  • @sunirkumarsardar1784
    @sunirkumarsardar1784 4 роки тому +3

    Comment করার ভাষা নেই। ধন্যবাদ Digital India.☺️☺️☺️☺️.

  • @shahedulhuda8816
    @shahedulhuda8816 7 місяців тому

    Glad to find this treasure. It is one of my most favourites. Listening after almost forty years. It is priceless.❤

  • @Blogvareity
    @Blogvareity 3 роки тому +8

    অন্তরে অন্তরে মন্ত্র মুগ্ধ করে ।

  • @dipakmihirmitra6569
    @dipakmihirmitra6569 Рік тому +1

    শেষ দিন অবধি যেন এরকম গান শুনে যেতে পারি।

  • @bikashrc
    @bikashrc 3 місяці тому

    শারদীয়ার অকুণ্ঠ আশির্বাদ আর শুভকামনা জানাই তোমাদের সবাইকে। খুব ভালো গাইলে আর একদম সময়োপযোগী।
    কিন্তু মা , গলাটা তোমার এখনও সুস্থ হয়নি। গলার ওপর চাপ দিয়োনা।

  • @dhurjatisarkar6857
    @dhurjatisarkar6857 Рік тому +2

    In our boyhood days we used to call "Shyamal" to be the 'Cliff Richard' of Bengal!

  • @somjyotisengupta1820
    @somjyotisengupta1820 3 роки тому +12

    Legend song.Evergreen song.i love soooo much.

  • @subratabhattacharya8454
    @subratabhattacharya8454 4 роки тому +13

    তখন অত বুঝিনি।এখন নিজেকে এই গানে কাছে পাই। কতবার যে শুনি!

    • @souravbachar5376
      @souravbachar5376 3 роки тому

      এখন নিশ্চয়ই প্রেমে পড়েছেন, তাই এই গানের সাথে আপনার মিল পাচ্ছেন

  • @astridmukta848
    @astridmukta848 Рік тому

    সলীল চৌধুরী ও শ্যামল মিত্র.. আহ্!
    ❤❤

  • @kalichatterjee9288
    @kalichatterjee9288 Рік тому

    আমি প্রায় ই এই গান শুনি আমার কৈশোরের এই অমৃত তুল্য গান। আবার নতুন ভাবে বাঁচি।

  • @chanchalroy8907
    @chanchalroy8907 3 роки тому +3

    এই গান কোনো দিন পুরানো হবে না। যখনই শুনি মোহিত হয়ে যাই।

  • @subhrashankarmukharjee9564
    @subhrashankarmukharjee9564 Рік тому

    এই অপূর্ব সুন্দর প্রিয় গানটিকে প্রনাম জানাই কারণ আমার চেয়ে বয়সে বড়। আমার জন্ম ২১শে ফেব্রুয়ারি ১৯৬৫ সালে। বিশেষ কারণবশতঃ একবছর বেশী করানো হয়েছিল।

  • @SaurabhSikdar
    @SaurabhSikdar 5 років тому +17

    পুজো আসছে আসছে একটা ব্যাপার লেগে আছে গানটায় ♥️

    • @MB-tx6di
      @MB-tx6di 4 роки тому

      গানটার সঙ্গে পুজোর কী সম্পর্ক পেলে ভাইটি?

  • @satyakidebnath3449
    @satyakidebnath3449 7 місяців тому

    শতাব্দী পেরিয়েও ভেসে আসবে। এমন সোনায় বাঁধানো গলা!

  • @nibrassakib9641
    @nibrassakib9641 2 роки тому

    অন্তরে অন্তিরে যদি কোন মন্তরে
    বোবা এই প্রাণের ব্যাথা বোঝানো যেতো গো তারে...

  • @pankajchakraborty5071
    @pankajchakraborty5071 Рік тому +1

    💝👌💝👌💝👌💝👌💝👌
    👉কত পুরনো দিনের গান,
    তথাপি এখনো কান পেতে শুনি....

  • @bidishachakraborty3952
    @bidishachakraborty3952 2 роки тому +4

    Eternal vibes of Kolkata Pujo!

  • @shyamalchakraborty6542
    @shyamalchakraborty6542 2 роки тому

    Amar prothom prem holo shyamal mitra er gaan.onar gaan shunle shorier sob koshto dur hoye jai.

  • @sandipabhattacharya6998
    @sandipabhattacharya6998 4 роки тому +7

    আহা !!! মন প্রাণ টই টুম্বুর ভরে যায় এ সব গান শুনলে.....🙏🙏🙏

  • @debasishghosh3360
    @debasishghosh3360 8 місяців тому

    এ শুধু গান নয়--- এ প্রেম---যতদিন ইহলোকে থাকবো ততদিনই ভালো লাগবে

  • @MB-tx6di
    @MB-tx6di 4 роки тому +11

    সলিল চৌধুরীর একটি অসামান্য সৃষ্টি, গানটি দেবব্রতবাবুও গেয়েছিলেন

  • @shahedulhuda8816
    @shahedulhuda8816 7 місяців тому

    Glad to hear it agai after decades. It was and still is a favourite song of mine❤

  • @DBee5
    @DBee5 5 років тому +33

    মিত্র বাবু নেইলড ইট!
    আর হবেনা!
    হবেনা!