হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার সেই অষ্টক গান ll village queen

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2024
  • গ্রাম-বাংলার ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতির অন্যতম ঘরনা হলো অষ্টকগান। সাধারণত চৈত্র মাসের শেষ দিকে চৈত্র সংক্রান্তিকে সামনে রেখে গ্রামে গ্রামে হাটবাজারে এ গান পরিবেশিত হয়ে থাকে। তবে দিন দিন হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ অষ্টক গান। মাগুরার মালন্দ, শ্যামনগর, বাগডাঙ্গা, মৃগিডাঙ্গা, বাঁশকোঠা, কুচিয়ামোড়া, আসবা, বরইচারা, কুচিয়ামোড়া, হাটবাড়িয়া, বাউলিয়া সহ বিভিন্ন এলাকার নমঃশুদ্র সম্প্রদায় লোকসংস্কৃতির এ ঘরনাকে লালন করে আসছে।
    সহ বিভিন্ন এলাকার নমঃশুদ্র সম্প্রদায়ের মানুষেরা বিভিন্নস্থানে দলে দলে অষ্টকগান পরিবেশ করত এবং অষ্টক গানের জন্য তাদের বেশ সুনাম ছিল। কিন্তু কালের আবর্তনে হারিয়ে যেতে বসেছে অষ্টক গানের লেখক এবং গানের দলগুলো।
    সাধারণত অষ্টকগানের বিষয়বস্তু ছিল রাধা-কৃষ্ণ, শিব-দুর্গা, রামায়ণ-মহাভারতের কাহিনি ছাড়াও পণপ্রথা, সাম্প্রদায়িক প্রসঙ্গ, কৃষি সমস্যা, বৃক্ষ রোপণ এবং সমাজের অসঙ্গতি বা শিক্ষামূলক প্রভৃতি বিষয়ে। অষ্ট সখীসহযোগে এ গান পরিবেশিত হয় বলে একে অষ্টক গান বলা হয়ে থাকে। এটি একটি গোষ্ঠীবদ্ধ নৃত্যসহ সাঙ্গীতিক পরিবেশনা। সামনে অষ্ট সখী এবং পেছনে হারমোনিয়াম, বেহালা, বাঁশি, কাসি, ঢোল, কর্তালসহযোগে এ গান পরিবেশিত হয়। অষ্টক গান বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির একটি বড় অংশ।
    মাগুরা ইতিহাস ঐতিহ্য গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা গবেষক ডাক্তার কাজী তাসুকুজ্জামান বলেন, এক সময় গ্রাম-বাংলার মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল এই অষ্টক গান। আমাদের আগামী প্রজন্মকে ঐতিহ্যবাহী এ অষ্টক গানের সাথে পরিচয় করিয়ে দিতে এবং অষ্টকগানকে ধরে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এই গবেষক।
    #হারিয়ে_যাচ্ছে
    #গ্রাম_বাংলার
    #সেই_অষ্টক_গান
    #Magura
    #AstakGaan
    #video
    #2024
    #villagequeen

КОМЕНТАРІ • 3

  • @villagequeen007
    @villagequeen007  2 місяці тому

    সকলকে দেখার আমন্ত্রণ গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী অষ্টক গান।

  • @shrabonibiswas-rq2ci
    @shrabonibiswas-rq2ci 2 місяці тому +1

    বাঙালির চিরকালীন এ অষ্টক গান এখন তো নেই বললেই চলে!

    • @villagequeen007
      @villagequeen007  2 місяці тому

      সত্যি তাই! হারিয়ে যাচ্ছে আমাদের এ ঐতিহ্য।