Chokher Aloy Dekhechilem / Indrani Sen

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 502

  • @monishadatta1381
    @monishadatta1381 Рік тому +74

    চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে
    অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে
    চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে
    ধরায় যখন দাও না ধরা
    হৃদয় তখন তোমায় ভরা
    এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে
    চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে
    তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে
    খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে
    তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে
    খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে
    থাক তবে সেই কেবল খেলা
    হোক না এখন প্রাণের মেলা
    থাক তবে সেই কেবল খেলা
    হোক না এখন প্রাণের মেলা
    তারের বীণা ভাঙল, হৃদয়-বীণায় গাহি রে
    চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে

  • @binabain3770
    @binabain3770 Рік тому +183

    কাল ক্যান্সারের কেমো নিতে যাবো , ফিরে নাও আসতে পারি । আজ রাতটা তাই সব প্রিয় গানগুলো শুনছি , আর শান্তকে মনে করছি । আমার ক্যান্সার হয়েছে বলে 5 বছর আগে সে চলে গেছে । আমি তাকে ধরে রাখি নি , আমার জীবনের ঠিক নেই কি বলে ধরে রাখব তাকে । তোমার দাম্পত্য জীবন সুখের হোক শান্ত । তোমরা ভালো থেকো । তবে মরে গেলে যন্ত্রনা গুলো শেষ হবে ।
    সবাই প্রর্থনা করবেন যেন ফিরে না আসি ।
    ফিরে আসলে শান্তর দেয়া কষ্টটা বড্ড কষ্ট দেয় । বিদায় পৃথিবী

  • @pradipkarmakar5436
    @pradipkarmakar5436 Рік тому +56

    আজকের দিনে এই কমেন্ড রেখে যাচ্ছি
    40 বছর পরে এসে আবার দেখবো
    ভীষণ প্রিয় গান ভীষণ ভালো লাগে

  • @MD.SADRULISLAMMONDAL
    @MD.SADRULISLAMMONDAL 3 місяці тому +6

    রবীন্দ্র সংগীত ইন্দ্রাণী সেনের মতো আর কেউ এতো সুন্দর করে গাইতে পারেনি।

  • @AnisurRahman-yv3vt
    @AnisurRahman-yv3vt Рік тому +20

    আমি ছোটবেলা থেকে গানটা শুনছি
    আমার বয়স এখন ৫০ বছর খুবই সুন্দর একটা গান

  • @animagomes8328
    @animagomes8328 Рік тому +20

    যতোবার শুনি, ততবারই মনে হয় নতুন করে শুনছি,অনেক ভালো লাগে। ❤

  • @shyamaprosadadhikari8631
    @shyamaprosadadhikari8631 2 роки тому +31

    অসাধারণ সুন্দর গেয়েছেন শিল্পী।খুবই ভাল লাগল। মন ভরে গেল।

  • @ashurajannat378
    @ashurajannat378 Рік тому +19

    এই গানটি আমার খুব প্রিয় ৷ বাংলাদেশ থেকে শুনছি ৷

  • @mdmohsin-lx1ed
    @mdmohsin-lx1ed Рік тому +8

    চমৎকার সুন্দর কথা সুর ও শিল্পীর অনুরাগ ভরা গায়কী!

  • @ashaaj6911
    @ashaaj6911 7 місяців тому +133

    ২০২৪ সালে কে কে শুনছো?? লাইক দিও❤

    • @FACTSMINER95
      @FACTSMINER95 6 місяців тому +4

      2025 a ami dakhchi

    • @rabikar9794
      @rabikar9794 5 місяців тому +1

      Ami

    • @Amod-b9y
      @Amod-b9y 26 днів тому

      I am Amod . Be careful Be lovely.

  • @mayabiswas3818
    @mayabiswas3818 Рік тому +13

    মনে অতৃপ্ত বাসনা থাকলে মানুষ এরকম গান লেখে এবং শোনে।

  • @hiralalganguly
    @hiralalganguly Рік тому +7

    সত্যি অসাধারণ, আমার মা এখনো পর্যন্ত এই গানগুলো গুনগুনাই,তাদের সময়ে এই গানগুলো খুব জনপ্রিয় ছিল

  • @AnupamaBhattacharaya-ic8om
    @AnupamaBhattacharaya-ic8om 5 місяців тому +4

    এই গানটার সঙ্গে মিশে আছে আমার ছোটবেলা❤।
    গানটা শুনলে ছোটবেলার হারানো সেই প্রিয় মানুষ গুলোকে খুব মনে পড়ে 😊

  • @nabiltajwarnabil0305
    @nabiltajwarnabil0305 Рік тому +11

    সুমির কথা মনে করে এই গানটা শুনছি। চোখ ঝাপসা হয়ে আসছে। ভিজে যাচ্ছে চোখের পাতা।
    ইন্দ্রাণী সেনের ভালোবাসি ভালোবাসি গানটা শুনে তারপর এই গানটা শুনছি।

  • @mishtubhowmik5340
    @mishtubhowmik5340 7 місяців тому +5

    অসাধারণ গেয়েছেন । আপনার কন্ঠ র কোনো তুলনা নেই । আমার চেয়েও উত্তম । আরো চাই । আমি এই চ্যানেল টি সাবস্ক্রাইব আর লাইক দিয়ে দিয়েছি , ইন্দ্রাণী সেন।
    আর Songs For Soul কে অসংখ্য ধন্যবাদ 😊।

  • @kalyankumarbarui9755
    @kalyankumarbarui9755 Рік тому +234

    ২০২৩ সালে কে কে শুনছো লাইক দিও?????

  • @hemantakumarnandi9031
    @hemantakumarnandi9031 8 місяців тому +3

    Truly a nice song was presented by renowned singer Indrani Sen. Unforgettable charming voice is enough to lead a world beyond earth. earth,,,
    .

  • @sujoyroy8200
    @sujoyroy8200 Рік тому +5

    এই সব গান শুনলে। মনে হয় জিবনে কিছু একটা ফিরে পেলাম।

  • @ropaa929
    @ropaa929 Рік тому +11

    অসাধারণ একটি গান,যখন তখন শুনি আমি মন ভাল হয়ে যায়

  • @pujabiswas74
    @pujabiswas74 6 місяців тому +2

    কেন জানিনা এই গানটির প্রতি অসম্ভব সুন্দর ভালোবাসা জন্মে গেছে ... সময় পেলেই গানটা শুনতে আসি... বড্ড ভালো লাগে 😌🌷🤍

  • @MstSabekunNahar-og2jq
    @MstSabekunNahar-og2jq 5 місяців тому +1

    আমার খুব পছন্দের একটি গান।ছোট বেলা থেকে এখন পর্যন্ত কতবার যে এই গান টা শুনেছি। তার পর ও বার বার শুনতে ইচ্ছে করে।

  • @anuskadutta4246
    @anuskadutta4246 4 місяці тому +2

    সত্যি অসাধারণ অপূর্ব লাগে এই গান টা আজও শুনলে খুব ভালো লাগে।

  • @umaranidas4162
    @umaranidas4162 Рік тому +13

    very nice and extraordinary song!This nice voice is heart wrenching every moment.This nice voice is bring back all my past memories.

  • @pulinbiharinayek3973
    @pulinbiharinayek3973 2 роки тому +11

    How nice and perfect song for our day to life. Really this is heart wrenching every moment

  • @Nandita_100
    @Nandita_100 Рік тому +1

    আমার সবচেয়ে প্রিয় রবীন্দ্র সংগীত।যখন ই শুনি মন ভালো হয়ে যায়।অসাধারারণ।

  • @ChhandaGhosh-l1g
    @ChhandaGhosh-l1g 6 місяців тому

    দেবাদৃত, গানটা ভীষণ ভালো গেয়েছো, আমার খুব প্ৰিয় গান, রবিঠাকুরের গানে আনন্দ দুঃখ সব আছে শুধু শিল্পীর পরিবেশনা ঠিক হওয়া চাই, যেটা তোমার গানে পুরোপুরি পেলাম, ভালো থেকো

  • @apratimdutta8172
    @apratimdutta8172 Рік тому +9

    These everlasting songs do touch those persons who still believe that love is the only destination for your life.

  • @KishorGhosh-lq4px
    @KishorGhosh-lq4px 11 місяців тому

    Excellent singing very sweet voice Mind bellowing hurt touching very good

  • @nasirshah9417
    @nasirshah9417 Рік тому +2

    ইন্দ্রানী দি তুমি বেঁচে থাকো চিরকাল । বাহ অপুর্ব খুব মজা পাইলাম

  • @mshossain2011
    @mshossain2011 Рік тому +8

    খুবই প্রিয় একটা গান,,,আপনি দারুণ গেয়েছেন।

  • @binoysamanta
    @binoysamanta 4 місяці тому

    সত্যি অসাধারণ মেলোডিয়াস। আমি মুগ্ধ।। ভালো থাকুন।। সুস্থ থাকুন।👌👌👌🙏🙏🙏

  • @jonidas3548
    @jonidas3548 Рік тому +1

    অসাধারণ,,, রবিন্দ্রসঙ্গীতের রানী ঈন্দ্রানী সেন।

  • @Mansi_Saha
    @Mansi_Saha Рік тому +2

    খুবই সুন্দর মধু ময় সংগীত❤

  • @chitradas21
    @chitradas21 6 місяців тому

    Khub bhalo geyechhen.. Mon bhore gelo

  • @showkatosman1345
    @showkatosman1345 Рік тому +7

    You can see the beautiful world through the eyes of the Childrens,

  • @crisisupdate-cu
    @crisisupdate-cu 3 місяці тому +2

    চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে।
    অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে॥
    ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা,
    এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে॥
    তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে।
    খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে।
    থাক্‌ তবে সেই কেবল খেলা, হোক-না এখন প্রাণের মেলা--
    তারের বীণা ভাঙল, হৃদয়-বীণায় গাহি রে॥
    রাগ: ইমন

  • @deepakdey3278
    @deepakdey3278 Рік тому +4

    darun voice apnar god gifted 😍❤❤❤

  • @rakibfahmi
    @rakibfahmi 2 місяці тому +6

    ❤️ কমেন্ট রেখে গেলাম, নাতি-নাতনীদের জন্য,কখনও এই কমেন্ট ওদের চোখে পড়লে ওরা দেখবে আমার পছন্দ কত সুন্দর ছিলো ❤️

    • @chinmoyroy2440
      @chinmoyroy2440 Місяць тому

      বাহঃ অনেক সুন্দর কথা bolle তো

    • @banyasarkar4390
      @banyasarkar4390 Місяць тому

      খুব সুন্দর কথা বলেছেন ।

  • @nareshdey1534
    @nareshdey1534 Рік тому +5

    মন ভরে গেলো,
    শান্তি ঘরে এলো।

  • @niharenduroy8249
    @niharenduroy8249 5 місяців тому

    Khub bhalo laagchhe, oshadharon...❤

  • @sumitgamer9814
    @sumitgamer9814 Рік тому +5

    Indrani di tumi amr khub priyo shilpi. Moner khub kacher Didi. Tmk amr pronam janai. 🙏🙏🙏🙏🙏

  • @hm_shuvo_29
    @hm_shuvo_29 6 місяців тому +1

    এতো মায়া দিয়ে গায়কী আহা অন্তর স্পর্শ করে যায়।
    ধন্য হে ইন্দ্রাণী দেবী 🖤🌻

  • @diptokumardey2203
    @diptokumardey2203 Рік тому +4

    প্রাণের স্পন্দন ধীর হয়ে আসে❣️

  • @souravmahata3322
    @souravmahata3322 Рік тому +6

    মনে পড়ে অকালের নিরাশাভরা বন্ধুত্ব , খুব জানতে ইচ্ছে করে কেমন আছো এখন তুমি , কি করছো এখন তুমি । মন ভাঙা বেদনা নিয়ে কে কার জন্য , সময়ের স্রোতে কে কত দূরে ভেসে গেলো , চোখ মেলে দেখলে দূর দুরন্ত শুধুই একাত্তিত্ব , ফেলে আসা সম্পর্ক যেন বারে বারে চোখের কোনা থেকে আবারো বেরিয়ে আসতে চায় ।।। আর তো অশ্রু চোখের মুছতেও না ইচ্ছে করে ❤️❤️❤️❤️❤️💔
    ❤️‍🩹💔 .......................🏃🏼‍♀️🏃🏼‍♀️

  • @palashbarmon9605
    @palashbarmon9605 Рік тому +2

    এমন অসাধারণ গান যা কোনো দিন ভুলার না❤❤

  • @yasinthesun
    @yasinthesun 24 дні тому +2

    2024 এ এসেও কে কে উনাকে খুজে বের করে শুনছো?

  • @jyotirmoysharma2666
    @jyotirmoysharma2666 Рік тому +24

    এই গানটা রবি ঠাকুর ইন্দ্রানী সেনের জন্য বানিয়ে গেছেন। 🙏

  • @mrityunjoychatterjee4973
    @mrityunjoychatterjee4973 Рік тому

    Ki sundor....mon chue jai😊

  • @paritoshdas2285
    @paritoshdas2285 Рік тому +3

    Very impressive 👍👍👍👌👍👌,🌹🌹🌹🌿🌿🌿

  • @suraveeroy9478
    @suraveeroy9478 Рік тому +1

    Onk sundor gan.sunlei mon vore jay.

  • @ashimkghosh9133
    @ashimkghosh9133 Рік тому +5

    She has a fantastic sweet voice.

  • @SUDHAKARGHOSH-gx8ts
    @SUDHAKARGHOSH-gx8ts 4 місяці тому

    খুব ভালো গান আর খুব সুন্দর গেয়েছেন ❤❤❤

  • @upohar002Joyi
    @upohar002Joyi 2 місяці тому

    Khub vlo lge gaan ta. R gaan golay line gulo mon chuye jay

  • @subratamandal570
    @subratamandal570 3 місяці тому +1

    This philosophical song promote the inner core development. This is so high level seek for improvement of darkness within us.
    But devil sorrow is that Bengalis are far away from from this consciousness.

  • @afrannisho9570
    @afrannisho9570 3 місяці тому

    ছোট বেলায় এই গানগুলো শুনতে খুব বিরক্ত লাগত। আমার মনে পড়ে আমাদের বাড়িতে ভাড়াতে টিভি এনেছিল, ওখান ক্যাসেট এ এই গানটি বলছিলো আর আমি চেঞ্জ করতে পারতাম না, আর কি বিরক্ত লাগছিল।

  • @akramakhatun156
    @akramakhatun156 2 роки тому +251

    সত্যি বলতে ইন্দ্রাণী সেনের থেকে ভালো করে এই গানটা আর কেউ গাইতে পারেনি।

    • @shyamaprosadadhikari8631
      @shyamaprosadadhikari8631 2 роки тому +18

      ঠিক তাই।

    • @atiqulislam9246
      @atiqulislam9246 2 роки тому +5

      সত্যিই অসাধারণ

    • @sutopasarkar497
      @sutopasarkar497 Рік тому +3

      একদম সঠিক

    • @mrlagands8041
      @mrlagands8041 Рік тому +1

      একমত

    • @shahinentertain7582
      @shahinentertain7582 Рік тому +10

      পুরোপুরি মানতে পারলাম না।কিশোর কুমারের কন্ঠে গাওয়া এই গানটি শুনলে আরো ভাল লাগবে।

  • @bhanumondal3779
    @bhanumondal3779 Місяць тому +2

    Ato sundor keu gitay parbana supar supar supar

  • @mostofa2274
    @mostofa2274 Рік тому +1

    শ্রাবণের আকাশ
    বহে দখিনা বাতাস
    দেখ এক ঝাঁক বলাকা উড়ে
    স্বচ্ছ সরোবরে
    খাদ্যের আশায়.......
    আমিও তোমায় খুঁজি
    হরহামেশাই রোজ-ই
    হৃদয়ে এখনো পড়েনি চর
    বাঁধব স্বপ্নীল ঘর
    ঐ আকাশ গঙ্গায়.....🌹🌹

  • @MdMohsinALIHTKHARHATGPSKASHIAN
    @MdMohsinALIHTKHARHATGPSKASHIAN 2 місяці тому

    এত সুন্দর, সত্য কথা হয়তো কারো মনে আর আসবে না।

  • @BiplobDasBiplob-d8o
    @BiplobDasBiplob-d8o Рік тому +3

    ২০২৩ সালে কে কে গানটা শুনছো সারা দিয়ে যাও ❤️❤️❤️❤️❤️👍

  • @dipankarroychawdhury6976
    @dipankarroychawdhury6976 Рік тому +1

    Superb performance❤❤❤ very melodies song🎵❤❤❤

  • @nobabraselmalitha8140
    @nobabraselmalitha8140 Рік тому +3

    অসম্ভব সুন্দর একটা গান।

  • @Mummyslifestyleideas
    @Mummyslifestyleideas Рік тому +2

    কতবার শুনেছি। তাও ভাল লাগে।

  • @SUDHAKARGHOSH-gx8ts
    @SUDHAKARGHOSH-gx8ts 4 місяці тому

    Khub asadharon geyechhen ❤❤❤

  • @shopnabegum5596
    @shopnabegum5596 2 роки тому +7

    অসাধারণ 💕

  • @yzxi-
    @yzxi- 2 місяці тому +1

    এই গান টা শুনলে মনের সব কষ্ট ভুলে যেতে হবে।

  • @buddhadevsue1208
    @buddhadevsue1208 9 місяців тому +1

    গানের সংলাপ মনকে মুগ্ধ করে দেয়।

  • @MdSayedkhan-m9r
    @MdSayedkhan-m9r Рік тому

    রবীন্দ্রন সঙ্গীত শুনলে,,মনের মাঝে, কষ্ট সুখ যাই থাকুক না কেন,
    তবুও এক অজানা ভালো লাগা কাজ করে, সেটা কেঁদে বা হেসে হলেও

  • @qudrathayat4788
    @qudrathayat4788 7 місяців тому +1

    দারুণ 👍👍

  • @rehanabegam5766
    @rehanabegam5766 2 місяці тому

    গানটা শুনে অনেক অনেক ভালো লেগেছে যিনি গেয়েছেন ওনার গলাটা অনেক অনেক সুন্দর অসাধারণ বার বার শুনতে ইচ্ছে করে

  • @EnglishPathshala-j9j
    @EnglishPathshala-j9j Рік тому +2

    ধরায় যখন দাও না ধরা
    হৃদয় তখন তোমায় ভরা ❤️😊💫

  • @somonnitaacharya4371
    @somonnitaacharya4371 4 місяці тому

    চোখের আলোয় দেখেছিলেম
    চোখের বাহিরে।
    অন্তরে আজ দেখব,
    যখন আলোক নাহি রে।।
    ধরায় যখন দাও না ধরা
    হৃদয় তখন তোমায় ভরা,
    এখন তোমার আপন আলোয়
    তোমায় চাহি রে।।
    তোমায় নিয়ে খেলেছিলেম
    খেলার ঘরেতে।
    খেলার পুতুল ভেঙে গেছে
    প্রলয় ঝড়েতে।
    থাক তবে সেই কেবল খেলা
    হোক -না এখন প্রাণের মেলা__
    তারের বীণা ভাঙলো,
    হৃদয়- বীণার গাহিরে।।

  • @Tapasofficial671
    @Tapasofficial671 Рік тому +3

    ধন্যবাদ ইন্দ্রাণী সেন।

  • @atanusamanta1428
    @atanusamanta1428 Рік тому +1

    ইন্দ্রানী সেনের এই গানটি সবচেয়ে ভালো লাগে।

  • @mha_____shweta
    @mha_____shweta 6 місяців тому

    দশ বছর পর যখন তার পাশে বসে শুনবো তখন আজকের দিনটা মনে পাড়বে❤

  • @piyal231
    @piyal231 Рік тому

    গান টা এতো সুন্দর করে গেয়েছে যে মনটা ভরে না!!শুনেই যাচ্ছি শুনেই যাচ্ছি ❤❤❤

  • @ratanpaul8891
    @ratanpaul8891 Рік тому

    রবীন্দ্র সংগীত পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীত বলে মনে হয় আমার

  • @Rajnandini07022
    @Rajnandini07022 7 місяців тому

    Gaan ta sunle school er kotha khubb mone pore,, ei gaan ta amader school er program a lagano hoto,, nostalgia ❤‍🩹🌼🍁

  • @nusratpinky772
    @nusratpinky772 Рік тому +1

    গানটার মধ্যে মনে হয় আলাদা ঐশ্বরিক জাদু আছে। মনে হয় কি যেন টানে।অপার ভাবনা।

  • @RUBELRana-i6y
    @RUBELRana-i6y Місяць тому

    আমার অনেক অনেক প্রিয় একটা গান। শোনাতেই মন চায় সবসময়ই,

  • @SudipSince1995
    @SudipSince1995 22 дні тому

    খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়ে তে । । । Mature enough to understand meaning of these lines 😊

  • @NusratJahan-pr7xl
    @NusratJahan-pr7xl Місяць тому

    অনেক সুন্দর গান খুব ভালো লাগে ❤❤❤❤😊

  • @secret6867
    @secret6867 6 місяців тому +2

    সবাই যাতে তার ভালোবাসার মানুষকে আপন করে পায় এই কামনাই করি,,যে দুঃখ আমার হয়েছে তা যেন আর কেউ না পায়,,এই আমার কামনা,,না পাওয়ার যন্ত্রণা অসহনীয়,, যা আজও আমাকে পোড়ায়,,ঈশ্বর যাতে সকল ভালোবাসাকে পূর্ণতা দান করেন এই আমার বাসনা,,তাতেই আমার তৃপ্তি, তাতেই আমার শান্তি.........

  • @RittomSutradhar
    @RittomSutradhar 4 місяці тому

    Khub valo laglo❤😢😢

  • @RituSarkar-003
    @RituSarkar-003 2 місяці тому

    মনটা জুড়িয়ে গেলো❤️

  • @jayamandal3545
    @jayamandal3545 Рік тому +3

    অসাধারণের থেকেও অসাধারণ

    • @akazad4718
      @akazad4718 Рік тому

      রবীন্দ্রসংগীতের রানী ইন্দ্রাণী সেন।

  • @SangitaMaity-hw25yr
    @SangitaMaity-hw25yr 2 місяці тому

    অসাধারণ এই গান যা শুনলে মন ভালো হয়ে যায় ❤❤

  • @momotajnurmukta1655
    @momotajnurmukta1655 Рік тому +2

    অসম্ভব সুন্দর গান 👌💓❣️💖

  • @ShyamaliBose-pr8cb
    @ShyamaliBose-pr8cb 5 місяців тому +2

    গানটা আমার ভীষন ভালো লাগে মাঝে মাঝে গাই

  • @MDSHOHAG-jl7wo
    @MDSHOHAG-jl7wo 9 місяців тому +1

    Ame mooner aloy dekhece chokhe na dekhe. Valo bese redoye rekhece. Shara jeebon valo basbo vole jabona ❤❤

  • @baloramkumarroy2692
    @baloramkumarroy2692 2 роки тому +10

    অসাধারন

  • @kalidasdutta6064
    @kalidasdutta6064 Місяць тому

    Kishor kumarer ai gan ta sunle pran jurea jai❤❤❤❤❤

  • @bablurao5540
    @bablurao5540 Рік тому +2

    SHALL REMAIN AT THE HIGHEST LEVEL POSSIBLY FOR EVER. MAY U BE BLESSED FOR EVER. NAMASTE

  • @SamiranKundu-p9x
    @SamiranKundu-p9x 4 місяці тому

    খুবই সুন্দর হয়েছে 🎉

  • @apratimdutta8172
    @apratimdutta8172 9 місяців тому

    Learning this song from Sumitradi i first of all sang in front of my Maa whom I have lost twenty years ago.

  • @basantiraniroy4918
    @basantiraniroy4918 Рік тому +1

    আমার প্রিয় গান গুলোর মধ্যে একটা গান ❤

  • @AyshaniChowdhury
    @AyshaniChowdhury 6 місяців тому

    আমার খুব ভালো লাগে গানটা
    ২৭-০৬-২০২৪
    আমার মেয়ে কে গানটা শুনিয়ে কান্না থামালাম মেয়ের ৭ মাস বয়স
    ওর জন্য যেন গানটা আজ আরও বেশি ভালো লাগছে।।।।❤

  • @214md.rafiulislam6
    @214md.rafiulislam6 9 місяців тому

    Osadharon indrani sen

  • @mustak1978ahmed
    @mustak1978ahmed Місяць тому

    তোমায় দেখে এ ধরাকে ভালোবেসেছিলাম, একসাথে অনেক দূর হেটেছি, আজ তুমি নেই, যেন মৃত দেহটাকে নিয়ে চলছি।

  • @lailybegum7546
    @lailybegum7546 Рік тому +1

    খুব সুন্দর গানটা 🙂👌💕💞💓💓💗💖💝