টকশোর উপর ক্ষুব্ধ প্রধান বিচারপতি। কোটা নিয়ে 'স্থিতাবস্থার' আদেশ, মূলত কি? আবেদ আলী তুমি কার?

Поділитися
Вставка
  • Опубліковано 9 лип 2024
  • টকশোর উপর ক্ষুব্ধ প্রধান বিচারপতি।কোটা নিয়ে 'স্থিতাবস্থার' আদেশ, মূলত কি?
    আবেদ আলী তুমি কার?
    শিল্পী তাহসানের 'মা' আবেদ আলীর বস?
    ড. হারুন অর রশিদ হাওলাদার
    স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষকলীগ।
    মেজর আমিন আহমেদ আফসারী (অবঃ)
    চেয়ারম্যান, রিফর্মস পার্টি।
    এডঃ সাইয়্যেদ মামুন মাহবুব
    সাধারণ সম্পাদক, এসসিবিএ কনস্টিটিউশন প্রিজার্ভেশন কমিটি।
  • Розваги

КОМЕНТАРІ • 69

  • @abdurrohim9400
    @abdurrohim9400 17 днів тому +11

    সত্যের পথে থাকা শ্রদ্দেয় অাফসারী স্যারের জন্য রইলো ভক্তিপুর্ন সালাম ও অজস্র দোয়া dkp

  • @user-ih8vu2bz6r
    @user-ih8vu2bz6r 17 днів тому +11

    আফসারি ভাইয়ের কথাগুলা খুব সুন্দর। সময় উপযোগী আলোচনা হচ্ছে ধন্যবাদ আফসারি ভাইকে।

  • @MohammedAbuJafarAminur-sv4ql
    @MohammedAbuJafarAminur-sv4ql 17 днів тому +5

    No.1 durnitibaz to hasina, mahbub sir & afsari sir Ke onek onek thanks

  • @abdulmomenmolla6612
    @abdulmomenmolla6612 16 днів тому +2

    জনাব আফসারী সাহেব সত্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ।

  • @mohdshahjahan8127
    @mohdshahjahan8127 16 днів тому +1

    ধন্যবাদ সত্য কথা বলার সাহসিকতার জন্য।

  • @abdurrohim9400
    @abdurrohim9400 17 днів тому +5

    সরল মনা শ্রদ্দেয় মাহাবুব স্যারের জন্য রইলো অগনিতো দোয়া সাথে রইলো ভক্তিপুর্ন অজস্র সালাম dkp

  • @voiceofamini-
    @voiceofamini- 17 днів тому +3

    জালিয়াতি করে চাকরি নেয়া লোকদের গ্রেফতার করা উচিত।
    ফৌজদারি আইন পাস করে
    ১-বেতন ভাতা ফেরতের পাশাপাশি
    ২-মোটা অংকের অর্থ দন্ড দেয়া উচিত।

  • @oldisgoldmitu3280
    @oldisgoldmitu3280 17 днів тому +3

    মাহবুব ভাই ❤❤

  • @user-ju1lt8nf8k
    @user-ju1lt8nf8k 16 днів тому +1

    খুব সুন্দর কথা

  • @kasemali5313
    @kasemali5313 16 днів тому

    সাব্বাস সু্ন্দর বক্তব্য।আঃ লীগ নেতার তার সাথে আমিশএক মত। আমি নিজে ই ইচ্ছা কৃত ভাবে সার্টিফিকেট নেই নাই। একমাএ ছাএ ইফনিঁযন করার অপরাধে তেলিয়া পারা ক্যাম্প থেকে ট্রেনিং করা অবস্হায় আমরা 43 জন কে বের করে দিয়েছিল। তারপর আমাদের নাজেহাল করার অনেক প্রমান রঁযেছে।

  • @user-su2hc1eo3d
    @user-su2hc1eo3d 17 днів тому

    মেধার ভিত্তিতে নিয়োগ হবে, বাকি সব বাতিলের পক্ষে আমি ? কোন কোটা থাকবে না সবার অধিকার সমান থাকবে??

  • @md.nazrulislammajumder2132
    @md.nazrulislammajumder2132 17 днів тому

    শিক্ষার্থীদের দাবী সরকারের কাছে, আদালতের কাছে নয়। সরকারের ইচ্ছার বিরুদ্ধে গেলে যে লাথি খেয় দেশ ছাড়তে হয়, এট বর্তমান পদাসীনগন ভোলই জানেন।সুতরাং শিক্ষার্থীরা সরকারের নির্বাহীর কাছ থেকেই সিদ্ধান্ত নিবে, এটাই যথার্থ।

  • @user-rr8yh4ej6v
    @user-rr8yh4ej6v 16 днів тому +1

    Dunno bad afsary Vaie soththo Kotha bolar Jonno

  • @MMMadrasha
    @MMMadrasha 17 днів тому

    একজন মুরুব্বি বলেছিলেন, আমরা হলাম বাঙ্গালী, কর্মদোষে কাঙ্গালী।
    আমরা সকলেই সামনের বিষয় নিয়ে পরে থাকি, পিছনের সব কিছু আমারা ভুলে যাই।
    এই হলো আমারা বাঙ্গালীদের অবস্থা।

  • @user-ou1qc7zp3t
    @user-ou1qc7zp3t 17 днів тому

    আজকের প্যানেলর কাছে আমার প্রশ্ন একজন বিচারপতি তার চেয়ারে বসে এ কথা বলতে পারে আন্দোলন করে রায় পাল্টানো যায়না

  • @rofikulvai6122
    @rofikulvai6122 17 днів тому

    শুভ রাত্রি ধন্যবাদ

  • @JashimUddin-vn8ul
    @JashimUddin-vn8ul 17 днів тому

    নতুন ক্যারিক্যুলামের ০৬মাসের পরীক্ষা নিয়ে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে - আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আমরা চিন্তিত। প্লিজ- আলোচনা করে আমাদের চিন্তা দূর করবেন

  • @mahboobrahman2587
    @mahboobrahman2587 17 днів тому

    আবেদ আলীর মালিক!!!! আবেদ আলী সরকারি চাকরিজীবি তার কোন মালিক ছিল না। আবেদ আলীকে আবেদ আলী বলুন ড্রাইভার শব্দটা বাদ দিন।

  • @mdmonirulislam4858
    @mdmonirulislam4858 16 днів тому

    in Engineer Md Monirul Islam wanna talk to this issue . law is for the betterment of the people of any country. Brilliants are deprived with existing cota. chief executive of Bangladesh should look after this matter. At present all power is in one hand thats PM of Bangladesh.

  • @user-zk3pt1qt6c
    @user-zk3pt1qt6c 4 дні тому

    ঐ আন্দোলনটা শুধু ছিল আওয়ামী লীগেরই অন্য কিওর ছিল না

  • @MDREZAULISLAMREZA3
    @MDREZAULISLAMREZA3 17 днів тому

    স্বাধীনতা তো একটি শব্দ হয়ে বেঁচে আছে । মানুষভেদে তার শব্দার্থ ভিন্ন হয় । সহস্র শব্দের ব্যবহার হয় জীবনে । জীবের জীবন চলে যেতে কালক্ষণের সে দীর্ঘ সময় প্রয়োজন নেই । একমুহুর্তে যে কেউ চলে যেতে পারে সব ছেড়েছুড়ে। চলে যাওয়ার সময় হয়তো আকাশে গর্জন হতে পারে কিংবা খুব নীরবেও চলে যাওয়া যায় । চলমান জীবন চলে গেলেও তো কিছু রেখে যায় । আর তাই কখনো তা মানুষকে মহিয়ান করে কখনো বা ধিক্কার দেয়। কতই তো চলে যায় সব কি প্রকাশিত হয় পত্রিকায় ? হলুদ মিডিয়া কি জন্ম মৃত্যুর দিবস ছাড়া কোনোদিন সাগর-রুনির কথা বলেছে বা লিখেছে ? কখনো কি মনে হয়েছে ওরা দেশজ সন্তান ? আসলেই তো আমরা হুজুগে যেদিকে বাতাসের বেগ বেশি সেদিক ঢলে পড়ি কেনো ? মনভোলা প্রাণ কেনো তোমার ? কেনো যে ব্যাংকে টাকা রাখি কখনো ব্যাংক হ্যাক হয় কখনো বা সুড়ঙ্গের পথ দেখা যায় । কিংবা হয়তো পুরানো শকুনদের নতুন পল্লী হচ্ছে বিদেশের দেশে নতুবা ডিজিটের ডিজিটাল এর মালায় পলেপ দৌড়িয়ে সুইসব্যাংক এর সুইচ অন করা হয় । এগুলো কি কখনো অফ করা যায় ? এরশাদ শিকদারের সম্পত্তি ও তো বাজেয়াপ্ত করা হয়েছিলো । ওরা কারা যারা ওদের কে দেশের সম্পদ পাচার করার পরও দেশের শত্রু মনে করে না ? হায়দারের মতো বলতে হয় " কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত " । আচ্ছা পিলখানায় লাশের সে দেশজ শ্বাসগুলো কেনো হারালো ? ওদের বিচার কি হলো নাকি আমজনতা আবারও জজমিয়া নাটক দেখে বিনোদন পেলো ? পোশাক শিল্পের উন্নয়ন বিশ্বের কাছে আছে সে খবর । তবে কেনো এখানেও বিদেশীদের চাকুরী বেশি ? ওরা কোন কোটার কাটাংশ? ব্রিটিশদের কে ব্যবসা করার সুযোগ দেয়াতে আমরাই আমাদের আগামীকে দাসত্বের দাস করেছি । কোটার পূর্ণ অধিকার আছে প্রতিবন্ধী ও হিজড়াদের আর কারো নয়। আচ্ছা যাহারা দেশযুদ্ধে নিজেকে বিলিয়ে দেন মগজে,মনেপ্রানে তারা কি বিনিময় কিছু চান ? যুদ্ধাহত মুক্তিসেনাদের সে নিরব আর্তনাদ কি শুনেছো ? মুক্তিযুদ্ধাদের বড় প্রাপ্তিই যে দেশ স্বাধীন। আচ্ছা কোন মুক্তিসেনানী সে সোনালী হাতে ভিক্ষুক হয়েছেন মুক্তিযুদ্ধের পর ? সেসময় যে অনেকের হাত ছিলো কম্বল চুরির মহড়ায়।রানা প্লাজায় কেনো আগুন লেগেছিলো ? আজকাল এখানে সেখানে আগুনের লেলিহান শিখা, কলকারখানায় এ কোন দানবের চোঁখ লেগেছে ? এতো কেনো আগুন খেলা ? আমাদের ক্রীড়া খেলা হবে কি করে এখানেও যে দানবের মাতাল চোঁখ ? বিশ্বজিৎ-আবরার হত্যার বিচার কি হয়েছে ? ছোটবেলা অনেক লাতুর ট্রেনের গল্প শুনেছি। এখন আর লাতুর ট্রেন নেই বলে খুশি হই । কেনোনা সেসময় রাস্তাঘাট এতো ভালো ছিলো না বলেই এই ট্রেন দিয়ে ব্রিটিশ, ইন্ডিয়া-পাকিস্তান লুটপাটের ভরসা ছিলো ট্রেন। সহজে পাচারের প্রসার হয়েছে ট্রেনের পথে । ট্রেনের ঐসব কথা বলায় কি ইলিয়াস আলীকে হারালাম ?
    জেগে থেকো মন না হয় তোমাকে ও ভুলিয়ে দেয়া হবে । এখানে একটা ঘটনা মুছে দিতে আরেকটি ঘটনা ঘটিয়ে দেয়া হয় । হুজুগে মন হলে কি দেশ ও দশের কথা মনে পড়ে ? যাহারা রাজতন্ত্রের রাজত্বের ( মানে মিডিল-ইষ্ট) ইতিহাস জানেন তারা জানেন যে, ওরা একনায়কতন্ত্রের রাজত্ব কায়েম করতে আপনার আপনকে ও হত্যা করে মসনদের আসনে আসীন থাকে । আপন দেশের মানুষ যদি আপন না হয় তবে তুমিও দেশের জন্য মীরজাফর, ঘসেটি ।
    বিশ্বাস করো তুমি যে ধর্মের কর্ম করো না কেনো দেশকে ভালোবাসার কথা ও তোমার জানা আছে ধর্মে-কর্মে । হ্যাঁ দেশকে দলকে নয় কিন্তুক @রেজাউল মনোহর

  • @azizunnahar3318
    @azizunnahar3318 16 днів тому

    Where Imran h sarker now????

  • @user-pw4mh9xv4m
    @user-pw4mh9xv4m 16 днів тому

    Ei Awoami HARUN sotto kotha sojjo hoyna..

  • @TariqulMolla-st4ep
    @TariqulMolla-st4ep 4 дні тому +1

    😂😂😂😂😂😂😂😂😂

  • @MohammedMunayem
    @MohammedMunayem 17 днів тому

    Sek hasena mirjafor ar konna

  • @Akhtaruzzaman-c7q
    @Akhtaruzzaman-c7q 17 днів тому

    Razakerer list kare oder santan o bangsa pramparai Zeno Kono sarkary chary na Pai. Tr Ayn karate Hobe.

  • @kazialtamas2851
    @kazialtamas2851 17 днів тому +3

    মহামান্য শব্দটি কেবল মাত্র রাষ্ট্রপতির বেলায় প্রযোজ্য । আদালতের বেলায় মাননীয় শব্দটি প্রযোজ্য । বিষয়টি সবার খেয়াল করা উচিত ।

  • @md.abdullah4480
    @md.abdullah4480 17 днів тому

    .....

  • @gravitydesignmedia5173
    @gravitydesignmedia5173 17 днів тому

    My family and I didn't take any advantage as freedom fighters, even not a certificate. But I have seen many Razakars changed overnight and got Muktijoddha Certificates. Many real freedom fighters lived miserable lives. It's very sad that there is no genuine list of the freedom fighters.

  • @GeorgeSignal
    @GeorgeSignal 17 днів тому

    All this bloody fool of ambiguity.

  • @mohammedowali5838
    @mohammedowali5838 17 днів тому

    Talk to cheaf Justice who cares

  • @user-cp4qw8jf2t
    @user-cp4qw8jf2t 16 днів тому

    Mukhus khulegelei okhushi. Oke bicharpothi bola thik na.

  • @abdulmumin9605
    @abdulmumin9605 17 днів тому

    সাগর বেশি কথা বলেন।