গজলের লিরিক্স: - - - - - - - - - - - - - আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগী, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগী। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল তুমি শুধু পার দিতে শক্তি ও সম্বল, তাই দয়াময় কর আমায় দ্বীনের অনুরাগী। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগী ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগী। তুমি কারো হাত কভু ফিরাও না, যে যখন হাত তুলেছে, তুমি তাকেও ভুলোনা কভু, যে তোমাকে ভুলেছে, তাই দয়াময় দাওগো বক্ষে দ্বীনের অনুভূতি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগী ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগী। তুমি ছাড়া আমার জীবন সর্বদা অচল তোমার মদদ থাকলে পাশে আমি যে সবল, আমায় প্রভু করো তোমার রহমতের ভাগী। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগী ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগী।
গজলের লিরিক্স:
- - - - - - - - - - - - -
আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগী,
আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগী,
ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগী।
আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল
তুমি শুধু পার দিতে শক্তি ও সম্বল,
তাই দয়াময় কর আমায় দ্বীনের অনুরাগী।
আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগী
ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগী।
তুমি কারো হাত কভু ফিরাও না, যে যখন হাত তুলেছে,
তুমি তাকেও ভুলোনা কভু, যে তোমাকে ভুলেছে,
তাই দয়াময় দাওগো বক্ষে দ্বীনের অনুভূতি।
আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগী
ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগী।
তুমি ছাড়া আমার জীবন সর্বদা অচল
তোমার মদদ থাকলে পাশে আমি যে সবল,
আমায় প্রভু করো তোমার রহমতের ভাগী।
আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগী
ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগী।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ আমাদের আইনউদদিন আল আজাদ ভাই জাননাতি পাখি আমার রব আজাদী ভাইকে জাননাতের সু উচ্চ মাকাম দান কর আমিন
মন কাঁদানো গজল। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন।
আললা তোমার দয়াতে এখনো বেচে আছি আমার রব তুমি আমাদেরকে নেক বান্দা হিসেবে কবুল কর
আমার একটা স্মৃতি গজল, ২০০৬ সালে যখন মাদ্রাসায় পড়তাম,,