Robe na a dhon Jibon o Joubon | রবে না এ ধন জীবন ও যৌবন | Shafi Mondol | Folk Song | NTV Music

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 9

  • @TheMotorman1981
    @TheMotorman1981 7 місяців тому +1

    মন আমার গেল জানা।
    কারো রবে না এ ধন জীবন যৌবন
    তবেরে কেন এত বাসনা;
    একবার সবুরের দেশে বয় দেখি দম কষে
    উঠিস নারে ভেসে পেয়ে যন্ত্রণা।।
    যে করল কালার চরণের আশা
    জানোনারে মন তার কী দুর্দশা
    ভক্তবলী রাজা ছিল, সর্বস্ব ধন নিল
    বামুনরূপে প্রভু করে ছলনা।।
    প্রহ্লাদ চরিত্র দেখ চিত্রধামে
    কত কষ্ট হল সেই কৃষ্ণনামে
    তারে অগ্নিতে জ্বালালো জলে ডুবাইল
    তবু না ছাড়িল শ্রীরূপসাধনা।।
    কর্ণরাজা ভবে বড় দাতা ছিল
    অতিথিরূপে তার সবংশ নাশিল
    তবু কর্ণ অনুরাগী, না হইল দুখী
    অতিথির মন করল সান্ত্বনা।।
    রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে
    শক্তিশেল হানিল তার বক্ষস্হলে
    তবু রামচন্দ্রের প্রতি, লক্ষণ না ভুলিল ভক্তি
    লালন বলে কর এ বিবেচনা।।

  • @kalyansamadder499
    @kalyansamadder499 2 роки тому +2

    খুব সুন্দর একটা আয়োজন। ধন্যবাদ এনটিভি কে।

  • @MusaSarder-j5k
    @MusaSarder-j5k Рік тому +2

    পরবর্তী প্রজন্মের জন্য স্মৃতি টুকু রেখে গেলাম কমেন্ট বক্সে,,হয়তো একদিন আমি থাকবো না কিন্তু আমার স্মৃতি গুলো যুগ যুগ ধরে পড়ে রবে,, আমার পরবর্তী জেনারেশন হয়ত কমেন্ট গুলো পরবে আর ভাববে আমরাও একদিন এই গান গুলো শুনে মনের কোণে আবেগ জমা করতাম,,,🙎‍♂️🙎‍♂️

  • @sojalmollik1230
    @sojalmollik1230 9 місяців тому

    Great

  • @mdabdurrouf9707
    @mdabdurrouf9707 Рік тому

    আপনার গান শুনলে মনে হয়।
    এক গাছের তলায় জিবনটা পার করে দেই। হেদায়েত দান করুন আমিন।

  • @romniray2652
    @romniray2652 Рік тому

    জয় গুরু😂

  • @anikanik635
    @anikanik635 Рік тому

    😂😂😂😂😂😂

  • @shahabuddinmia1738
    @shahabuddinmia1738 7 місяців тому

    গানটার স্বাদটা নষ্ট করে দিছে এই মিউজিক।