এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনা তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যূথী বনে ঐ হাওয়া- করে শুধু আসা যাওয়া, হায় হায়রে দিন যায়রে ভরে আঁধারে ভুবন। শুধু ঝরে ঝরঝর আজ বারি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হল মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে- কি যে ভাবি আনমনে, তুমি আসবে ওগো হাসবে- কবে হবে সে মিলন।
❤❤❤❤
আপনার এই গানটা আমার ফেসবুক পেজে ছাড়ছি গানটা অনেক সুন্দর করে গিয়েছে খুব সুন্দর হয়েছে❤❤🎉
Sa Fi
এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনা তো মন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।
যূথী বনে ঐ হাওয়া-
করে শুধু আসা যাওয়া,
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন।
শুধু ঝরে ঝরঝর আজ বারি সারাদিন,
আজ যেন মেঘে মেঘে হল মন যে উদাসীন।
আজ আমি ক্ষণে ক্ষণে-
কি যে ভাবি আনমনে,
তুমি আসবে ওগো হাসবে-
কবে হবে সে মিলন।
Wao
jamon dekhtey tamon sunteyo 🥰
কিন্নরকন্ঠী
Aha ❤️
Khub sundor
ভালো লেগেছে।
মন ছুঁয়ে যাওয়া মত।
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Di description e chords gulo likhun tahole ami o bajate parbo plz 🙏
Gaan r video dutoi khub bhalo hoeche.❤❤❤
💜💜💜
❤
Gaan ebang video dutoi khub bhalo hoeche 👌👌
Thank you 😊
Di💟
😊❤️
Khub Sunder, but I m still waiting for my requested song 😍😍.
thank you 😊
Khub sundor ❤️❤️❤️❤️❤️❤️❤️
Lots of love💜💜
.এমন গান হলে যে কোন মেঘলা দিন
বর্ষার দিনকে ভালোবাসতেই হবে, নিরুপায়।
💜💜💜💜💜
বাহ্! ❤
😊
Uffff sera chilo... Big fan of ur voice♥️
Thank you 😊
What a voice didi😍
Thanks😊
আহা!!! ভীষণ সুন্দর...❤❤❤
Dhonnobad 😊
Shrestha na likhe srestho naam dile valo lagto
Drun re 🙏😀
Thank you 😊
Osadharon