নির্মাণটার মধ্যে যে যথেষ্ট ভাবনা-চিন্তা আছে তা স্পষ্ট। স্ক্রিপ্ট যিনি পড়লেন, প্রধানত পুরুষকন্ঠটি, অনবদ্য তিনি। তার অনুভবের প্রকাশগুলি জীবন্ত। তাই, আমরা দর্শকরাও তার সুখানুভব, স্বস্তিনুভব অনুভব করতে পারি। ফটোগ্রাফি খুউব সুন্দর। একটি দৃশ্যে সেই মুহূর্তে রিভারসাইডে কি কি অ্যাক্টিভিটি চলছে তা দেখানোর জন্যে পাঁচটি ফ্রেমের ব্যাবহার সুচিন্তিত। মাত্র ১২ মিনিটের ভিডিও হলেও মনে একটা দীর্ঘসূত্রিতা রেখে যায়। নদী বিষয়টা বোধহয় এমনই। কিন্তু নদীর সাথে অনদীর মিশ্রনের অনুপাতটা সঠিক না করতে পারলে এই দীর্ঘসূত্রিতা তৈরি হত না বলেই আমার বিশ্বাস। গিটারে "এই যে নদী যায় সাগরে" গানটির ব্যাকগ্রাউন্ড নির্মাণটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। আমার সামান্য জ্ঞানে, এটির কোনও ত্রুটি খুঁজে পেলুম না। আগেরটির মতন এটিও আমি বন্ধুগ্রুপে শেয়ার করব। এই প্রসঙ্গে বলি, তোমার তমলুক রাজবাড়ী'র উপর ভিডিওটি আমার বন্ধুগ্রুপে প্রশংসা কুড়িয়েছে বেশ।
Khub sundar videography o photography sange vs so path o background music khali audio r sound ta amar kachr aktu kom mone holo.... Parabarti blog er apekkhai roilam... Valo thakis ❤
নির্মাণটার মধ্যে যে যথেষ্ট ভাবনা-চিন্তা আছে তা স্পষ্ট। স্ক্রিপ্ট যিনি পড়লেন, প্রধানত পুরুষকন্ঠটি, অনবদ্য তিনি। তার অনুভবের প্রকাশগুলি জীবন্ত। তাই, আমরা দর্শকরাও তার সুখানুভব, স্বস্তিনুভব অনুভব করতে পারি। ফটোগ্রাফি খুউব সুন্দর। একটি দৃশ্যে সেই মুহূর্তে রিভারসাইডে কি কি অ্যাক্টিভিটি চলছে তা দেখানোর জন্যে পাঁচটি ফ্রেমের ব্যাবহার সুচিন্তিত। মাত্র ১২ মিনিটের ভিডিও হলেও মনে একটা দীর্ঘসূত্রিতা রেখে যায়। নদী বিষয়টা বোধহয় এমনই। কিন্তু নদীর সাথে অনদীর মিশ্রনের অনুপাতটা সঠিক না করতে পারলে এই দীর্ঘসূত্রিতা তৈরি হত না বলেই আমার বিশ্বাস। গিটারে "এই যে নদী যায় সাগরে" গানটির ব্যাকগ্রাউন্ড নির্মাণটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। আমার সামান্য জ্ঞানে, এটির কোনও ত্রুটি খুঁজে পেলুম না।
আগেরটির মতন এটিও আমি বন্ধুগ্রুপে শেয়ার করব। এই প্রসঙ্গে বলি, তোমার তমলুক রাজবাড়ী'র উপর ভিডিওটি আমার বন্ধুগ্রুপে প্রশংসা কুড়িয়েছে বেশ।
সুচিন্তিত মতামতের জন্যে অনেক অনেক ধন্যবাদ | তোমাদের ভালো লাগা আমাকে প্রেরণা যোগাবে |
Excellent 👌
খুব সুন্দর লাগলো । অসাধারণ ফটোগ্রাফি।
অনেক ধন্যবাদ।
Well presented...lovely photography. Nice blend of background music and poetry
Thank you.
রোজকার কর্মব্যস্ত শহুরে একঘেয়ে জীবনে বেশ কিছুক্ষণের জন্য এক অপূর্ব মুক্তির স্বাদ এনে দিল এই ভিডিও, সার্থক প্রচেষ্টা
ধন্যবাদ।
Excellent. I have been to this place before so rekindled my memories. Thank you.
Glad you enjoyed it. Thank you
খুবই সুন্দর উপস্থাপনা, ঝকঝকে ফটোগ্রাফি তার সঙ্গে মার্জিত ভাষ্য। পরবর্তী ব্লগের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ।
Khub sundar videography o photography sange vs so path o background music khali audio r sound ta amar kachr aktu kom mone holo.... Parabarti blog er apekkhai roilam... Valo thakis ❤
Amar o Haldia bhramon hoye gelo.Darun hoyechhe. Excellent photography and nice commentry!!!Bravo Sanjay,we need more.
Thanks Madam. Glad you enjoyed it.
Super photography. Excellent background music and matching songs. Sanjoy, you have made your friends proud.