Pomegranate in Roof Garden (ছাদ বাগানে ডালিম চাষ) Bangla

Поділитися
Вставка
  • Опубліковано 9 бер 2020
  • আস্সালামু আলাইকুম...
    Dalim in Roof Garden (ছাদ বাগানে ডালিম চাষ) Bangla ভিডিওটিতে দেখানো হয়েছে ছাদে টব বা ড্রামে কিভাবে ডালিম চাষ করা হয় সে বিষয়ে। আনার বা বেদানার নাম আমরা সবাই শুনেথাকি। এগুলো আসলে ডালিমেরই উন্নত জাত। এগুলোর চাষ পদ্ধতি একই। ছাদ বাগানে ডালিম চাষ করার জন্য বেলে দোআশ মাটি বেশ উপযোগী। Dalim in Roof Garden (ছাদ বাগানে ডালিম চাষ) Bangla আরো দেখানো হয়েছে চারা কিভাবে লাগাতে হবে, কিভাবে যত্ন নিতে হবে, কি ধরনের কিটনাশক ব্যবহার করা হয়, কি ধরনের পরিবেশে ডালিম ভাল জন্মে ইত্যাদি সম্পর্কে। ডালিম বা আনার বা বেদানা গাছের জন্য কত সময় রোদ দরকার এবং কোন সময়ের ফুল থেকে ডালিম হলে তা সুস্বাদু ও পুষ্টিকর হয় তাও বলা হয়েছে এই Dalim in Roof Garden (ছাদ বাগানে ডালিম চাষ) Bangla ভিডিওটিতে। সম্পূর্ন Dalim in Roof Garden (ছাদ বাগানে ডালিম চাষ) Bangla ভিডিওটি মনযোগ দিয়ে দেখবেন প্রত্যাশা করছি। ধন্যবাদ
    #ডালিম
    #আনার
    #বেদানা
    #ছাদেডালিমচাষ
    #টবেডালিমচাষ
    #ড্রামেডালিমচাষ
    #ড্রামেডালিমচাষপদ্ধতি
    #ডালিমগাছেরযত্ন
    #ছাদেআনারচাষ
    #টবেআনারচাষ
    #ড্রামেআনারচাষ
    #আনারগাছেরযত্ন
    #ছাদেবেদানাচাষ
    #ছাদেবেদানাচাষপদ্ধতি
    #ছাদেআনারচাষপদ্ধতি
    #টবে/ড্রামেআনারচাষপদ্ধতি
    #টবে আনারগাছেরযত্না
    #ডালিমচাষেরসহজপদ্ধতি
    #আনারচাষেরসহজপদ্ধতি
    #বেদানাচাষেরসহজপদ্ধতি
    #টবেসহজপদ্ধতিতেডালিম/আনার/বেদানাচাষ
    #pomegranate
    #pomegranatecultivationincontainer
    #pomegranateinroofgarden
    #howtocarpomegranateinpot

КОМЕНТАРІ • 126

  • @greenroofgarden1983
    @greenroofgarden1983  4 роки тому +5

    Dalim in Roof Garden (ছাদ বাগানে ডালিম চাষ) Bangla ভিডিওটিতে দেখানো হয়েছে ছাদে টব বা ড্রামে কিভাবে ডালিম চাষ করা হয় সে বিষয়ে। আনার বা বেদানার নাম আমরা সবাই শুনেথাকি। এগুলো আসলে ডালিমেরই উন্নত জাত। এগুলোর চাষ পদ্ধতি একই। ছাদ বাগানে ডালিম চাষ করার জন্য বেলে দোআশ মাটি বেশ উপযোগী।

    • @borsharahman8211
      @borsharahman8211 4 роки тому +1

      GREEN ROOF GARDEN ,ভাইয়া আমার ডালিম গুলি পরে যাচ্ছে কেন?এখন কি করব?

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому +2

      @@borsharahman8211 কিছুটা পটাশিয়াম জাতীয় সার ও সামান্য বোরন সার দিন। গাছে ছত্রাকনাশক স্প্রে করুন। নিয়মিতভাবে দুইবেলা পরিমিত পরিমান পানিসেচ দিন।

    • @borsharahman8211
      @borsharahman8211 4 роки тому +1

      GREEN ROOF GARDEN ,আপনার কি কোন নাম যানা আছে ছএাকনাসক এর ?আর পিপরা মরে যায়?

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому

      @@borsharahman8211 y

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому +2

      @@borsharahman8211 নিচের যেকোন ছত্রাকনাশক ব্যবহার করতে পারেনঃ
      ইন্ডোফিল এম ৪৫ (অটো ক্রপ কেয়ার), ডায়থেন এম ৪৫ (বায়ার), জাজ ৮০ ডবি্লউপি (সিনজেন্টা), নেকজেব (ন্যাশনাল এগ্রিকেয়ার), হেম্যানকোজেব (পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড), এমকোজেব ৮০ ডবি্লউপি, কোজেব ৮০ ডবি্লউপি, গ্যালভেন এম, ম্যানজেট ২০০, পেনকোজেব ৮০ ডবি্লউপি, সানকোজেব, ভন্ডজেব, ভিটামিল ৭২ এমজেড, ম্যানকোজেব ৮০ ডবি্লউপি, এডকোজেব ৮০ ডবি্লউপি, নেমিসপোর ৮০ ডবি্লউপি, সিনাজেব ৮০ ডবি্লউপি।
      পিপড়া দমনের জন্য ডার্সবান, ডাইমেক্রন বা ইমিটাফ দিতে পারেন।

  • @abidanasrin4557
    @abidanasrin4557 4 роки тому +1

    অনেক ধন্যবাদ। আপনার মুল্যবান ভিডিও গুলোর জন্য।

  • @simaghosh2165
    @simaghosh2165 4 роки тому

    অনেক দরকার ছিল।ধন্যবাদ

  • @mohammadsumon4668
    @mohammadsumon4668 4 роки тому +4

    সালাম, ভাই আপনি আপনার ডালিম গাছের ডারামের নীচে চারটি ইট বসান এতে ডারামের অতিরিক্ত পানি নিষ্কাসন ব্যাবস্তা ভাল হবে, তা না হলে আপনার বাড়ীর ছাদ ড্যাম হবে , পাশাপাশি অতি মাএায় বৃষটির ফলে ডারামে তলায় পানি জমে থাকবে, তলায় ইটা বসান,

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому +1

      আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @urmi6212
    @urmi6212 3 роки тому +1

    Gasti khub sundor.Dalim gas amar khub prio akti gas.

  • @nilufakhatun7137
    @nilufakhatun7137 2 роки тому +2

    Nice videos

  • @aliaakther62
    @aliaakther62 4 роки тому

    আমার খুব ভালো লেগেছে আপনার এই কথা গুলো ।আমি ও এই ভাবে চেষ্টা করবো ।তবে একটা জিনিস আমার ছাদে একটূ কম সেটা হলো রোদ ।

  • @amirbhuiya7730
    @amirbhuiya7730 4 роки тому

    বেশ তথ্যবহুল ভিডিও, ভাল লাগলো। শুধুমাত্র গাছের ও ফলের যত্ন বিষয়ে একটা ভিডিও চাই। আমার গাছে ফূল হলেও একটাও ডালিম পাকা পর্যন্ত গাছে রাখতে পারিনাই।

  • @selinayesmin607
    @selinayesmin607 Рік тому +1

    ট্যাবলেট সার কোথায় পাওয়া যায় এবং ফল কালো দাগ দাগ পড়ে। কিভাবে কি করা যায়। অবশ্যই ঘরোয়া জৈব উপায়ে। দয়া করে জানাবেন।

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  Рік тому +1

      সাধারনত ছত্রাকের আক্রমনে ফলে কালো দাগ পড়ে। জৈব উপায়ে এ সমস্যা প্রতিরোধে ১৫ থেকে ২০ দিন পর পর নিমতেল বা নিমপাতার জৈব বালাইনাশক তৈরী করে ব্যবহার করতে পারেন। আমার চ্যানেলে এ বিষয়ে ভিডিও আপলোড করা আছে।

  • @reziaspathshala7238
    @reziaspathshala7238 3 роки тому +1

    খুব ভালো লাগল
    আমার ভিডিয়ো দেখলে খুশি হই

  • @azizhasan3748
    @azizhasan3748 3 роки тому +1

    খুবই সুন্দর আপনার ডালিম গাছ। ভাল লাগলো দেখে। ট্যাবলেট সার মাটির কত গভিরে প্রবিষ্ট করতে হবে মেহেরবানী করে জানাবেন। আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। আপনাকে আগাম ধন্যবাদ।

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  3 роки тому

      এই ভিডিওগুলো দেখুন, সকল প্রশ্নের উত্তর পাবেন ইনশাআল্লাহ
      ua-cam.com/video/OHHXr2eLcwY/v-deo.html
      ua-cam.com/video/TkcWSyID7jI/v-deo.html

  • @sahidulislam6354
    @sahidulislam6354 4 роки тому +3

    #ডালিমের #সমস্যা
    আমার দেড় বছর বয়সের #ডালিম গাছে ২০-২৫ টা ডালিম ধরেছে। কিন্তু হঠাৎ কয়েকটি ডালিম কালো হয়ে শুকিয়ে যাচ্ছে। ছত্রাকনাশক ইউজ করছি, কাজ হচ্ছে না। প্লিজ পরামর্শ দিবেন।

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому

      কতদিন পরপর ছত্রাকনাশক দিচ্ছেন? ৫ দিন পর পর টানা ৪/৫ বার দিয়ে দেখতে পারেন।

    • @sahidulislam6354
      @sahidulislam6354 4 роки тому

      @@greenroofgarden1983 ৫-৬ দিন পরপর দুবার দিয়েছি।জানিনা বাকি গুলো কি হবে? যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটাতো ফিরে পাচ্ছি না

  • @JahangirAlam-lc6ws
    @JahangirAlam-lc6ws 4 роки тому +1

    Dalim dhorer por ki dhoroner porichorja/jotno korte hoe tar video banan bhai

  • @sorovkhan3750
    @sorovkhan3750 5 місяців тому +1

    সাদে ৩০ লিটার বাল্টিতে বেদানা গাছ লাগিয়ে চাশ করা যাবে?

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  5 місяців тому

      প্রথম দুই/তিন বছর হবে। পরে পরিবর্তন করে বড় কিছুতে লাগাতে হবে।

  • @dilipghosh1461
    @dilipghosh1461 4 роки тому +1

    ডাল ছাটাই এর উপযুক্ত সময় বললে উপকৃত হতাম।

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому

      সাধারনত মার্চ-এপ্রিলে ছাটাই করতে হয়।

  • @ratanpaul8786
    @ratanpaul8786 Рік тому +1

    আমার ডালিম গাছে সমস্ত কম কুড়ি এসেছে এবং ফল গুলো সব পড়ে যাচ্ছে কি কারন

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  Рік тому

      মাটিতে অল্প মাত্রায় MOP মিশিয়ে দিন (গাছের গোড়া হতে ৬ ইঞ্চি দুরে দিয়ে) এবং ৩ গ্রাম বোরন এক লিটার পানিতে মিশিয়ে পড়ন্ত বিকেলে ভালভাবে স্প্রে করুন। পরিমিত পানিসেচ দিন। আশা করছি উপকার হবে।

  • @SK-my8kg
    @SK-my8kg 3 роки тому +1

    Pratidiny ke dalim gache jol dite hobe ... June July August e??

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  3 роки тому

      মাটিতে পর্যাপ্ত রস বা ভেজা থাকলে পানি লাগবেনা। মাটি বেশি শুকালে ডালিম ঝরে যায় আবার পানি জজমে থাকলে বা বেশি ভেজা থাকলে কালো হয়ে পঁচে যায়। বিষয়টি ভালভাবে লক্ষ রাখতে হবে।

  • @lizaakter8474
    @lizaakter8474 4 роки тому +2

    আচ্ছা ভাইয়া একশো লিটার ড্রামের মাটিতে কোতো টুকু পরিমান সার লাগে পরিমান টা বলবেন

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому +1

      নির্ভর করছে কি গাছ, কোন সাইজের গাছ সার রাসায়নিক নাকি অর্গানিক এসবের উপর।

  • @lizaakter8474
    @lizaakter8474 4 роки тому +2

    গাছ লাগালে কি হবে না বেশি রোদে মরে যাবে সেটা জানতে চাই

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому

      বেশি রোদে যে সকল ফলের গাছ হয় যেমন ডালিম/আনার/বেদানা, ড্রাগন ফল, সফেদা, পেয়ারা, মাল্টা, আম, জামরুল এজাতীয় ফলের গাছ লাগাতে পারেন। ধন্যবাদ

  • @papiarahman6691
    @papiarahman6691 3 роки тому +1

    Via ei dalimer chara amak akta dite paren west Sawrapara theke

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  3 роки тому

      কলম আছে। মিরপুর-১২ এর ই ব্লক থেকে সংগ্রহ করতে হবে।

  • @santanumondal3702
    @santanumondal3702 2 роки тому +1

    Apnar bedana kon jater?

  • @urmi6212
    @urmi6212 2 роки тому +1

    ছাদ ঝাড়ু দিয়ে যে মাটি এবং শ্যাওলা পাওয়া যায় সে গুলো গাছের মাটিতে ব্যাবহার করা যাবে কি?

  • @Moni-md9on
    @Moni-md9on 3 роки тому +1

    আমার গাছের বয়স সাত বছর গত বছর দুই তিনটি ফুল এসেছিল।এবছর এখন ও ফুল আসেনি।আমি বিচি থেকে লাগিয়ে ছিলাম।

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  3 роки тому

      গাছে সুষম হারে সার প্রয়োগ করুন এবং পরিমিত পানিসেচ দিন।

  • @hasibulhassan572
    @hasibulhassan572 4 роки тому

    আমার খুব ভালো লেগেছে।এটা কোন ভেরাইটির গাছ?মানে কোন জাতের আনার?কত নিয়েছে?

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому

      এটা অষ্ট্রেলিয়ান জাতের। এগুলোর কলমের চারা নার্সারীগুলোতে সাধারণত 400/500 টাকায় বিক্রি হয়।

    • @hasibulhassan572
      @hasibulhassan572 4 роки тому

      @@greenroofgarden1983 সবচে ভালো তো সুপার ভাগুয়া জাতের আনার।অই টা,আছে?

  • @renaakter8048
    @renaakter8048 2 роки тому

    Amar gace onek ful o fol hoice but fol onk choto hoi boro hoi na ki korte pari

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  2 роки тому

      প্রথম বিষয় হচ্ছে ডালিমের জাত। কিছু জাতের ডালিম এমনিতেই ছোট হয়। এছাড়া পুষ্টিহীনতার কারনেও ফল ছোট হতে পারে। ফল পুষ্ট হওয়ার জন্য পটাশিয়াম ও বোরন দিতে পারেন।

  • @apurbogardening6046
    @apurbogardening6046 4 роки тому +1

    ভাই মাটি তৈরিতে কি কি সার ব্যবহার করছেন?

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому

      যে কোন একটি পদ্ধতি অনুসরন করুন।
      ua-cam.com/video/J4fFb3l7cKw/v-deo.html
      ua-cam.com/video/4pDNwedH_lg/v-deo.html
      ua-cam.com/video/VSxMTXVtrIk/v-deo.html

  • @rumonrs6599
    @rumonrs6599 3 роки тому +1

    Ata kon deshi and ke jater gas janaben ke?

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  3 роки тому +1

      অস্ট্রেলিয়ান লাল জাতের আনার।

  • @salmasultana917
    @salmasultana917 2 роки тому +1

    ভাই আমার গাছের বেদানাগুলো অনেক বড় হয় দেখতেও অনেক সুন্দর হয় কিন্তু বিচি শক্ত হয়। বিচি নরম হওয়ার কোনো উপায় কারো জানা থাকলে জানাবেন প্লিজ

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  2 роки тому

      জাতের কারনে বিচি শক্ত হতে পারে। পানিসেচ অপ্রতুল বা বোরনের মত অনুপুষ্টির ঘাটতিতেও বীজ শক্ত হতে পারে। তবে অনেসময় গাছ বয়সে পরিপক্ক হলে সমস্যাটি কমে যায়।

  • @nizhumthearmy5837
    @nizhumthearmy5837 4 роки тому +2

    আমার বেদানা গুলো প্রথম দিকে ভিতরের দানা গুলো লাল ছিল কিন্তু এখন ফল গুলো সাইজে অনেক বড় কিন্তু এখন দানা গুলো সাদা হচ্ছে কারণ কি বুজতে পারছি না। সমাধান থাকলে জানাবে প্লিজ,

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому

      এমন হবার কোন কারন আমার জানা নেই ভাই।

    • @mathematicstv7814
      @mathematicstv7814 2 роки тому

      বোরন দেন

  • @bishalsarker1926
    @bishalsarker1926 4 роки тому +1

    বস, নতুন চারায় পানি কয় টাইম দিবো, আর নতুন গাছের চারায় কাটিং করবো কি না, আর বস আমি চাই জৈব সার ব্যাবহার করতে, তো গাছে কয় দিন পরপর খাদ্য দিব, আর গাছটি ছাদে কোথায় রাখবো,

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому +2

      সকাল-বিকাল পানি দেওয়া ভাল। তবে পানির পরিমান মাটি অবস্থা ও গাছের চাহিদার উপর নির্ভর করে ঠিক করবেন। ১৫/২০ দিন পর পর সরিষার খৈলের তরল জৈবসার ব্যবহার করতে পারেন। চ্যানেলে তরল সার বানানোর ভিডিও আছে দেখে নিতে পারেন।
      অন্তত ৭/৮ ঘন্টা রোদ থাকে এমন স্থানে গাছটি রাখবেন। এখন কাটিং না করে বর্ষার পর কাটিং করতে পারেন। ধন্যবাদ

    • @bishalsarker1926
      @bishalsarker1926 4 роки тому

      @@greenroofgarden1983 thankyou boss

  • @mosenaakter4553
    @mosenaakter4553 4 роки тому +1

    আমার বাড়ি ফেনী ; দাগনভূঞা। আমি ফেনী কলেজের ছাত্র। এটা আমার মায়ের ফোন। আপনার এই ডালিম গাছের জাত অনেক ভালো। কিন্তু দাগনভূঞায় ভালো ডালিম গাছ নেই। তাই আপনার কাছ থেকে একটা কলমের গাছ আমাকে দিবেন। কীভাবে দিবেন দয়া করে

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому

      বিক্রি করার জন্য মাত্র একটাই গাছ আছে একটা ফলসহ। দাম পড়বে ৫০০/- এবং মিরপুর ১২ থেকে সরাসরি সংগ্রহ করতে হবে। ০১৮১৯১৬৬৬১৯ নম্বরে যোগাযোগ করতে পারেন।

  • @aliaakther62
    @aliaakther62 4 роки тому

    আমার ছাদে তিনটি ডালিম গাছ আছে ।এখন এতে নতুন পাতা আসছে ।আমি এতে 15 , 20 দিন আগে এন , পি কে এস দিয়েছি এখন কি টেবলেট সার দেয়া যাবে ।

  • @mdrofique6542
    @mdrofique6542 4 роки тому +1

    Vaiya assaala mu alaikum
    dalimer fall vetorer ansho.(inside) lal o Misti korar upai janaben
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳. From India

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому

      পাকলে ভিতরের অংশ লাল হয় এমন জাত সংগ্রহ করুন।

  • @tanusree425
    @tanusree425 4 роки тому +1

    Dada ai gach kating kokhon korbo?

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому

      বর্ষা শেষে অর্থাৎ ডালিম সংগ্রহের পর।

  • @sumnrakha2532
    @sumnrakha2532 3 роки тому +1

    গাছ বড় হয় না কেন?কিন্তু যে টুকু আছে তাতে অনেক ফুল হয়?বড় হয়না আর দানা লাল ও হয় না,কি করনিয় আছে?

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  3 роки тому

      সব জাতের আনার লাল হয়না। আগে নিশ্চিত হতে হবে আপনার লাগানো গাছটির জাত এ বৈশিষ্ট সম্পর্কে। প্রয়োজনীয় পরিচর্যাগুলো করুন।

  • @mdmirajhossain4688
    @mdmirajhossain4688 3 роки тому +1

    Teblet sar 1 pis koto kore?koy pabo e sar?

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  3 роки тому

      বিক্রেতা ভেদে প্রতিটি ৫-১০ টাকা। আগারগাঁওয়ের নার্সারিগুলোতে পাবেন। তাছাড়া বিভিন্ন অনলাইন শপেও পাওয়া যায়।

  • @hasibulhassan572
    @hasibulhassan572 4 роки тому +1

    টেবলেট সার কোথাই পাউয়া যায়,জানাবেন প্লিজ,,

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому

      সার বীজের দোকান বা বড় নার্সারিতে খোজ নিন। আজকাল বিভিন্ন অনলাইন শপেও পাওয়া যায়।

  • @ramisamaliyatnova7015
    @ramisamaliyatnova7015 3 роки тому +1

    বিচি কি লাল

  • @mdjamalmolla938
    @mdjamalmolla938 4 роки тому

    ডালইম বরহওয়ার উপায়৷ বলুন ছোটহয়ক

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому

      প্রতি সপ্তাহে ৩ গ্রাম বোরন/লিটার পানিতে মিশিয়ে সন্ধ্যার আগে ফল ও পাতায় স্প্রে করুন। তাছাড়া গাছে পটাশিয়াম জাতীয় সার দিন। নিয়মিত ও পরিমিত পানিসেচ দিন। ভাল জাতের হলে বড় হবে।

  • @subrataroy512
    @subrataroy512 3 роки тому +1

    যেকোন ডালিম গাছেই কি ফল হয়??

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  3 роки тому

      হওয়ার কথা। কারন ডালিম গাছে পুরুষ এবং স্ত্রী দুই ধরনের ফুলই হয়। দরকার সঠিক পরিচর্যার।

  • @thewanderer2343
    @thewanderer2343 4 роки тому

    আপনার ডালিম গাছের ড্রামের সাইজটি কত দয়া করে জানাবেন, ধন্যবাদ।

  • @md.sajedurrahmanranju
    @md.sajedurrahmanranju 4 роки тому +1

    আমার ডালিম গাছের পাতা কুঁকড়িয়ে গেছে কি করা যেতে পারে

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому +1

      কুকড়ে যাওয়া পাতার নীচের দিকে কোন মাকড় বা পোকা আছে কিনা দেখুন। যদি পোকা মা মাকড় থাকে তাহলে ভাল কোন কীটনাশক প্রয়োগ করুন। যদি পোকা বা মাকড় না থাকে তাহলে অপুষ্টি বা ছত্রাকের আক্রমন হতে পারে। এক্ষেত্রে সুষম সার প্রয়োগ এবং নিয়ম অনুযায়ী কোন ছত্রাক নাশক প্রয়োগ করুন। রাসায়নিক কীটনাশক ও ছত্রাক নাশক বড় নার্সারী বা কীটনাশকের দোকানে পাবেন। জৈব কীটনাশক দিতে চাইলে নিম তেল বা নিম পাতা দিয়ে অর্গানিক কীটনাশক তৈরী করে দিতে পারেন। আমার চ্যানেলে নিমপাতা দিয়ে জৈব কীটনাশক তৈরীর ভিডিও আছে। প্রয়োজনে দেখে নিবেন। এই কীটনাশক বিভিন্ন পোকা-মাকড় ও ছত্রাকের আক্রমন থেকে গাছকে রক্ষা করে। নিম তেল দিতে চাইলে একচা চামচ নিম তেলে ৩-৪ গ্রাম কাপড় ধোয়ার ডিটারজেন্ট মিশাতে হবে এবার মিশ্রনটি ১ লিটার পানিতে ভালভাবে মিশিয়ে স্প্রে করতে হবে। ধন্যবাদ

    • @md.sajedurrahmanranju
      @md.sajedurrahmanranju 4 роки тому

      @@greenroofgarden1983 অনেক অনেক ধন্যবাদ। অনেক উপকৃত হলাম।

  • @anjalidas5403
    @anjalidas5403 3 роки тому +1

    টবের বেদানা গাছ টিকে রোদে রাখলে পাতা মূরছে যাচ্ছে | কি কারন?.কি করতে হবে গাছ টির জন্য !!

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  3 роки тому

      পাতা এমন হবার অন্য কারন থাকতে পারে। রোদে এমন হবার কথা নয়।

    • @anjalidas5403
      @anjalidas5403 3 роки тому

      @@greenroofgarden1983 অন্য কারন কি সেটা একটু যদি বলেন উপকৃত হই

  • @babuseli2796
    @babuseli2796 4 роки тому +1

    আনার গাছের কলম কত টাকা?

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому

      ভাল জাতের হলে সাইজ ভেদে ৩০০~৫০০ টাকায় পাবেন

  • @mohammedjowel3268
    @mohammedjowel3268 4 роки тому +1

    Bai debana gacer file Kalo how jore jai ki korbo

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому

      গাছে পুষ্টির অভাব হয়ে থাকতে পারে। NPK সার প্রয়োগ করুন।

    • @mohammedjowel3268
      @mohammedjowel3268 4 роки тому +1

      Bai ami sobrokomer sar dieci eta kono cottrak karone nato

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому

      @@mohammedjowel3268 সম্ভাবনা আছে। এক্ষেত্রে প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মেনকোজেব (ইণ্ডোফিল এম ৪৫/ ডিইথেন এম ৪৫) বা ১ গ্রাম হারে কার্বান্ডিজম( নোইন/ অটোস্টিন/এমকোজিম) স্প্রে করে দেখতে পারেন।

    • @mohammedjowel3268
      @mohammedjowel3268 4 роки тому

      Thonnobad

  • @borsharahman8211
    @borsharahman8211 4 роки тому

    ভাইয়া আমি গত পরশু সরিষা পচা পানি দিয়েছী।এটা কত দিন পর পর দিতে হয়?গত মাসে আমি কলা গুসা পানি দিয়েছি।এখন কোন সমস্যা হবে?

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому

      ২৫-৩০ দিন পর পর দিবেন

    • @borsharahman8211
      @borsharahman8211 4 роки тому

      GREEN ROOF GARDEN ,ভাইয়া লেবু গাছে কোন সময় ফুল ও লেবু ধরে ?বছরে কত বার?

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому +1

      @@borsharahman8211 কিছু কৌশল আর পরিচর্যা করা হলে প্রায় সারা বছরই গাছে লেবু ফলানো যায়। তবে মুলত বছরে দুইবার লেবু হয়। জুলাই-আগস্ট এবং জানুয়ারি-ফেব্রুয়ারিতে বেশি হয়।

    • @borsharahman8211
      @borsharahman8211 4 роки тому

      GREEN ROOF GARDEN ,কৌশলটা কি ভাইয়া?যদি একটু বলেন,তাহলে একটা লেবু খেতে পারতাম😬😬😬

    • @borsharahman8211
      @borsharahman8211 4 роки тому

      GREEN ROOF GARDEN ,কৌশলটা কি ভাইয়া?যদি একটু বলেন,তাহলে একটা লেবু খেতে পারতাম😬😬😬

  • @sahidulislam6354
    @sahidulislam6354 4 роки тому

    #ডালিমের #সমস্যা
    আমার দেড় বছর বয়সের #ডালিম গাছে ২০-২৫ টা ডালিম ধরেছে। কিন্তু হঠাৎ কয়েকটি ডালিম কালো হয়ে শুকিয়ে যাচ্ছে। ছত্রাকনাশক ইউজ করছি, কাজ হচ্ছে না। প্লিজ পরামর্শ দিবেন।

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому +1

      পরিমিত মাত্রায় পানি দিবেন। ড্রামে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন।

    • @sahidulislam6354
      @sahidulislam6354 4 роки тому

      @@greenroofgarden1983 খুব ভয় লাগে যদি শুকিয়ে যায়। শুকিয়ে গেলেও ক্ষতি হবেনা

    • @greenroofgarden1983
      @greenroofgarden1983  4 роки тому

      @@sahidulislam6354 ডালিম গাছ সত্যিই সেনসেটিভ। পানি কম হলে ডারিম ঝড়ে যায় আর বেশি হলে কালো হয়ে শুকিয়ে যায়।