কোথায় কিভাবে যেন শৈশব হারিয়ে গেলো বুঝতেই পারলাম না । রেডিও যুগের সবচেয়ে জনপ্রিয় গান ছিলো এই গান গুলো । তিন দশক পরেও এই গানের মজা একটুও কমেনি বরং এই গান গুলোই মাঝে মাঝে মনে করিয়ে দেয় শৈশবের সেই টিনের ঘর বাঁশের বেড়া ভেতরে কাঠের চকি একটি জানালা একটি পড়ার টেবিল এবং টেবিলের এক পাশে অলিম্পিক ব্যাটারি দিয়ে চালিত ততকালীন সময়ের খবর ও গান শোনার একমাত্র বাহন সেই রেডিওর কথা । গান গুলো ঠিকই আগের মতোই আছে, কিন্তু সেই টিনের চাল বাঁশের বেড়া দখিনা জানালা চকি এবং সেই মহা মুল্যবান রেডিও অনেক আগেই বিদায় নিয়েছে ! কারণ সময়ের সাথে মানুষের সব কিছুর পরিবর্তন হবে এটাই স্বাভাবিক, কিন্তু তখন কল্পণাও করিনি শৈশবের এই উচ্ছাস উদ্দাম উদ্দীপনা দুরন্তপনা এই আনন্দ এই সুখ জীবন থেকে দ্রতই বিদায় নেবে !
কোথায় গেল সেই সোনালী দিনগুলো। এভাবে হারিয়ে যাবে ভাবতে পারিনি। অনেক কষ্টে ১-২ টাকা করে জমিয়ে সেই টাকা দিয়ে বন্ধুরা মিলে সিনেমা হলে সিনেমা দেখতে যেতাম। কতনা মধুময় ছিল দিনগুলো। কত আবেগ ছিল তখন।
@@mdjashimuddinjashim9608 আসলেই তাই। বর্তমান সময়ে এসব কল্পনাও করা যায়না। আমরা যে আবেগ আর ভালবাসা দিয়ে বাংলা মৌলিক সিনেমা উপভোগ করতাম তা বর্তমান সময়ের ছেলে মেয়েদের কাছে স্বপ্ন।
মেডাম সেই দিন আর আসবেনা। তখন আমি টিনেজার যখন এই ছবি মুক্তি পায়।আশিক প্রিয়া।অসাধারণ একটা ছবি।গোটা দেশে আলোড়ন তৈরি করেছিলো।আজ সব অতীত। ভালো থাকবেন ধন্যবাদ।
ছবি আশিক প্রিয়া পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম পৃথিবীর সেই বেলাতেও তোমার কাছে থাকবো কুমার শানু কবিতা কৃষ্ণবাতি মন ভোলানো গান হৃদয় নাচলে যেতে পারে না এই গানটি সবার হৃদয়ে মন কেড়ে নিয়েছে কন্ঠ কন্ঠ সঙ্গীত পরিচালক পরিচালক সবাই দারুন এক অভিনব মুখ সেই শৈশব দিনগুলি আর থাকে না এখন অন্যরকম দিন❤❤❤
রেডিও তে = বেবী লজেন্স সঙ্গীতমালা ও অনুরোধের আসরে কত যে এই গানটা শুনেছি। 90 দশকের খুব জনপ্রিয় একটা গান। তখন গান শোনার একমাত্র মাধ্যম ছিলো রেডিও আর ক্যাসেট প্লেয়ার। আমাদের প্যানাসনিক রেডিও ছিলো। সেটা ঘরের বারান্দায় চালিয়ে আমরা সবাই মিলে শুনতাম।
পুলক বন্দোপাধ্যায় ঢাকাই সিনেমার জন্য গান লিখেছেন, আজ জানলাম। সেই সাথে বাপ্পি লাহিড়ীর সুর। কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তির ভয়েস- সব মিলিয়ে একটা মহাযজ্ঞ।
পুরনো দিনের এই গানটা সবার কাছে অনেক জনপ্রিয় , ৯০ দশকের যাদের জন্ম তারা সবাই লিজেন্ড , আগের দিনগুলো কত সুন্দর ছিল এই গানগুলো আমরা রেডিও তে শুনেছি, সবার কমেন্টগুলা অনেক স্মৃতি মধুর যে পড়তেই ভালো লাগছে , না ছিল ইন্টারনেট না ছিল ফোন সেই সময়টা ছিল এক অন্যরকম অনুভূতি , সেই দিনগুলো আর ফিরে পাবোনা 😢❤❤❤❤❤❤❤❤
আমি একজন ভারতীয় কিন্তু আমি সবসময় বাংলাদেশের গান শুনতে ভালবাসি আর সবসময় শুনি ছোটোতেও খুব শুনেছি ❤❤আমি আমার দাদাভাই মিলে রেডিও নিয়ে খুব ঝগড়া করতাম এখন আর কোনো অসুবিধে নেই। 😛এখন মন খুলে সারাদিন রাত এসব বই দেখি আর গান শুনি 💋💋
অনেক পুরনো গান ,ফয়সাল আর ফারজানার কিংবদন্তি জুটি ছিল একসময় বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় জগতে, আশিক-প্রিয়া ,শুধু রেডিওতে শুনেছি তাও আজ থেকে কুড়ি বছর আগে ,মন মাতানো গান ,,,লাইক দিও সবাই,, উজ্জ্বল কুমার,, ভারত,, আগরা
যৌবনের উদ্দিপনায় কেটে যাওয়া সময়গুলো ছোট্ট রেডিওটা স্কুল থেকে ফিরে চুপি চুপি এইসব গান গুলো শোনা রাতে দুর্বার প্রোগ্রাম আর রাত ১০ টাই সিনেমার গান এক ঘন্টা ইশ কি যে সময় ছিলো। কিভাবে যেন এতো গুলো বছর কেটে গেছে। গান গুলো আজও আগের মতোই মিষ্টি ❤।
Gaanta choto belai sunci,ajj hoyto 20 year por sunci ager motoi hridoy chuye jacce Khub miss korci choto bela take.khub Valo chilo din gulo radio te gaan gulo bajto hoyto tokhon gaaner mane bujhtam na tobuo sunlei jeno khub Valo lagto kmon jeno akta feelings hoto I miss choto bela.❤❤❤❤
বাসায় একটা অডিও ক্যাসেট ছিল (ফিতার যুগের কথা ), আমার বাবা শুনতো, আমি শুনতে শুনতে বাবা হলাম মানে বড় হলাম, এখন আমার 5 বছরের মেয়ে শুনছে, আশা করছি আমার 3 মাসের ব্যাটা আর একটু বড় হলে সে ও শুনবে,,,,,, বেঁচে থাক পুরোনো গান যুগ যুগ
আহারে গান এখনো তাহার কথা মনে পড়ে যায় ১৪ বছর প্রেম ছিলো কিন্তু এক সাথে থাকা হলো না।১৯৯৭ থেকে ২০১১ প্রেম ছিলো।অথচ মনের ভিতরে তাহার অবস্থান। বাকি টা অভিনয় করে এখম চলতে হচ্ছে
ইচ্ছে করছে, আবার সেই ছোট বেলায় ফিরে যেতে। কত রঙ্গিন ছিলো আমাদের সেই নানান রঙ্গের দিনগুলো। আমার বাবা চাচারা সবাই একই পরিবারভূক্ত ছিলাম। আমার ছোট চাচ্চুর মুখে গানটা সবসময় শুনতাম। এখন তো সেইদিন আর নেই। কেউ কাউকে দেখতে পারে না।
সমায় ছিল স্বর্ণ যুগ,,, কতই না মধুর দিন ছিল,,, পই পরে,, সারে দশটাই রেডিও গান শুনতে কখন যে ঘুমিয়ে পরতাম,,সারারাত চলত রেডিও,, সকালে বা,,দাদা কতই না,, শাশান করত,, মন চাই আবার যদি ফিরে যেতে পারতাম,,সেই স্বর্ণ যুগ
কোথায় কিভাবে যেন শৈশব হারিয়ে গেলো বুঝতেই পারলাম না । রেডিও যুগের সবচেয়ে জনপ্রিয় গান ছিলো এই গান গুলো । তিন দশক পরেও এই গানের মজা একটুও কমেনি বরং এই গান গুলোই মাঝে মাঝে মনে করিয়ে দেয় শৈশবের সেই টিনের ঘর বাঁশের বেড়া ভেতরে কাঠের চকি একটি জানালা একটি পড়ার টেবিল এবং টেবিলের এক পাশে অলিম্পিক ব্যাটারি দিয়ে চালিত ততকালীন সময়ের খবর ও গান শোনার একমাত্র বাহন সেই রেডিওর কথা । গান গুলো ঠিকই আগের মতোই আছে, কিন্তু সেই টিনের চাল বাঁশের বেড়া দখিনা জানালা চকি এবং সেই মহা মুল্যবান রেডিও অনেক আগেই বিদায় নিয়েছে ! কারণ সময়ের সাথে মানুষের সব কিছুর পরিবর্তন হবে এটাই স্বাভাবিক, কিন্তু তখন কল্পণাও করিনি শৈশবের এই উচ্ছাস উদ্দাম উদ্দীপনা দুরন্তপনা এই আনন্দ এই সুখ জীবন থেকে দ্রতই বিদায় নেবে !
I love it song....
Stil i could not forget those memories,oh what was those dayes unbelievable.
❤❤❤❤❤ real silam amra vi
Well said.nostalgic
রাইট
বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক গান❣️
এমন গানের মৃত্যু নেই। এই জুটি, এমন গান আর জীবনেও হবেনা! গান সংশ্লিষ্ট সকলকেই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা 💞💞
২০২৪ সালে এসে যারা গানটা শুনছেন,তারা একটা লাইক দিয়েন।
আছি আপনার দলে ❤
আমিও
Khub mone pore choto belar golpo
Abaro fire jete partam soisob3
কুমার শানু আর কবিতা কৃষ্ণমূর্তি এতো সুন্দর কণ্ঠ যে হৃদয়ে নাড়া দিয়ে যায়।😍😍😍❤️❤️❤️
এই গান কখনো হারাবেনা।।এই গানগুলি শুনলে সেই ছোট বেলার সৃতিতে ফিরে যাই।।কি সুন্দর ছিলো সে সব দিনগুলো।।
পুরানো দিনের কথা মনে পড়ে গেল আজ 2024 এই গানটি শুনে মন ভরে গেল। শানু দা তুমি অতুলনীয় । কোন কথা হবে না বস🙏🙏🙏
❤❤❤❤❤Sanu da tomi premer Shagar......❤❤❤❤
ওরা কারা যারা পুরানো দিনের গান গুলো পছন্দ করেন একটা লাইক দিয়ে যান
তখনকার বাংলা গান হিন্দি গান, , সব গানই ছিল হৃদয় ছোয়া, ,,
সুরকার গীতিকার, কণ্ঠশিল্পি বা সঙ্গীত পরিচালক, ,,
সবাই ছিল পারদর্শী
I'm
এই ছবির নাম কি
@@mdkhairul2969 আশিক প্রিয়া
সুচন্দার ছেলে। উনি একটা ব্যান্ডের গিটারিস্ট। 1992 সালের ছবি। এই গানের বয়স 30 বছর। আমি তখন Six এ পড়তাম।
আমিও তখন ৬ষ্ঠ শ্রেণিতে পড়তাম!
আহারে সেই সোনালী দিনগুলো!!
ভাবা যায় আজ থেকে ৩০ বছর আগে এত আধুনিক গান। যা আজ ও আধুনিক।
সঠিক কথা বলেছেন।
❤অসাধারণ কণ্ঠ দিয়েছেন কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি কলকাতার অহংকার,
শুধু কলকাতার নয় সমগ্র ভারতের তথা বিশ্বের অহংকার।
বাট উই বাংলাদেশ ডিসকোভারড কুমার শানু ফার্স্ট , মেইড বাই বাংলাদেশ কুমার শানু দা
এই ছবির নাম কি
@@mdkhairul2969 আশিক প্রিয়া
@@gopalmondal4527 you have 0 up l
আমার পিচ্চিকালের অসম্ভব প্রিয় একটা গান। কতবার শুনেছি হিসাব নেই। থ্যাংকস অনুপম 😀😀
Same 😁😍
আমি আসিক তুমি প্রিয়া
@@shakilashishir9476 ₩!p!
যদি সেই দিন গুলি ফিরে পেতাম।রেডিওতে গান শোনা যে কত মজা।যারা শুনেছেন তারাই শুধু বোঝেন।
আমার সনতোস রেডিও ছিলো। খুব মজা করে
Thik kotha
Darun bole6en boss
আমি বুঝি বিশটা রেডিও বাজাই ছি
১৯৯৫ সালতেকে বাজাইয়া আসছি
হ্যা আমার ও রেডিও ছিলো। ছোট বেলা থেকে এই গান গুলো শুনতাম অনুরোধের আসর গানের ডালি।
আমি সেই লিজেন্ড দের দেখতে চাই যারা এই গান এখনো ভালবাসে।
2024 সালে এসে কে কে গানটি শুনেছো অসাধারণ একটি গান কুমার সানুর গান আমার খুব প্রিয় পুরোনো দিনের গান 😢😢😢😢😢
গানটির গীতিকার পুলক বন্দোপাধ্যায় (ভারত), শিল্পী কুমার সানু (ভারত) ও কবিতা কৃষ্ণমূর্তি (ভারত), সুরকার বাপ্পী লাহিড়ী (ভারত)। এমন গান শুধু মনকে দোলা দেয়।
কুমার সানু আর বাপ্পি, দুইজনের পুর্বপুরুষই বাংলাদেশের। এমন গান তো দোলা দিবেই।
@@santusung right
এই ছবির নাম কি
আশিক প্রিয়া
হ্যাঁ খুব মায়া ভরা কন্ঠ কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তির❤❤❤
এ ধরনের গান কোন দিন পুরোনো হবে না আগে ছিলো এখোনো আছে ভবিষ্যৎ থাকবে
এই ছবির নাম কি
@@mdkhairul2969 ছবির নাম আশিক প্রিয়া
কোথায় গেল সেই সোনালী দিনগুলো। এভাবে হারিয়ে যাবে ভাবতে পারিনি। অনেক কষ্টে ১-২ টাকা করে জমিয়ে সেই টাকা দিয়ে বন্ধুরা মিলে সিনেমা হলে সিনেমা দেখতে যেতাম। কতনা মধুময় ছিল দিনগুলো। কত আবেগ ছিল তখন।
আমাদের অতীত কত সুন্দর ছিল, কোন অশান্তি ছিল না।কেউ কাউকে ঠকানের চিন্তা করতো না।
@@mdjashimuddinjashim9608 আসলেই তাই। বর্তমান সময়ে এসব কল্পনাও করা যায়না। আমরা যে আবেগ আর ভালবাসা দিয়ে বাংলা মৌলিক সিনেমা উপভোগ করতাম তা বর্তমান সময়ের ছেলে মেয়েদের কাছে স্বপ্ন।
মনে চায় আবারও ছেলে বেলায় ফিরে যাই।
আমি ভারতের পশ্চিমবঙ্গের Murshidabad থেকে বলছি আমি স্কুল, থেকে এসে বাজাতে লাগতাম। সেই রেডিও আর নেই । সময়টা ছিল ২০০৩-৭' সালের স্মৃতি।
অামি বাংলাদেশের রাজশাহী থেকে,৯০ দিকের গান গুলি শুনলে বুক ধুক ধুক করে।
আমি বাংলাদেশের মানিকগঞ্জ থেকে বলছি,ছোটবেলায় রেডিওতে শুনতাম।তারপর সেই যে সময় গেলো আর এলো না।কত সুন্দর মধুর সময় ছিল তখন।
Hi
Hi
1998 -2002
সেই ছোটবেলা থেকেই এই গানটি গাইতে গাইতে এখনো গাই। ভুলতে পারিনি আজও। আশিক প্রিয়া ছবিটির প্রত্যেকটি গানই শ্রুতি মধুর।
গোলাপের পাপড়িতে তুমি আছো হাসিমুখে
ভ্রমরের গুঞ্জনে আমি...♥♪
পুরোনো দিনের কথা মনে পরলে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। যদি আবারও সেই দিন গুলো পেতাম। 23-12-2022
23)11(23
এই গান কখনো হারাবেনা।।এই গানগুলি শুনলে সেই ছোট বেলার সৃতিতে ফিরে যাই।কুমার শানু আর কবিতা কৃষ্ণমূর্তি এতো সুন্দর কণ্ঠ যে হৃদয়ে নাড়া দিয়ে যায়।
গানের কথাগুলো চমৎকার...!!! ছোটবেলা এই গানগুলো খুব শুনতাম। আমারতো পুরো মুখস্ত... :-D
রাইট
😂😂😂😂😂🙏
মেডাম সেই দিন আর আসবেনা। তখন আমি টিনেজার যখন এই ছবি মুক্তি পায়।আশিক প্রিয়া।অসাধারণ একটা ছবি।গোটা দেশে আলোড়ন তৈরি করেছিলো।আজ সব অতীত। ভালো থাকবেন ধন্যবাদ।
এখন কি বেশি বড় হয়ে গেছেন🇷🇴🇲🇱💜💜
সুন্দর একটা গান 🎉❤❤❤❤🎉
কুমার শানু কবিতা কৃষ্ণ মূর্তির এই গানটি আমার খুব প্রিয় ছিল,বাংলাদেশ থেকে কেশেট কিনে এনে ছিলাম,আজ হাতের নাগালে পেয়ে গেছি,ধন্যবাদ,
কি
কুমার শানুর শানুর কণ্ঠের মত এত মধুর আমার ভাল লাগা যত গান আছে তার প্রায় 80% কুমার শানুর গাওযা । কবিতার পারফরম্যন্স ও দারুণ হয়েছে ।
1990থেকে 2000 সাল সোনালি দিনের সব কিছু ছিল বেটার শুরুকার গিতিকার ফ্লিম গান নাওক নাইকা
টিক
রাইট
Yes
Yes
চমমেৎকার ছাতি আখতার
24/09/2024 প্রিয় মানুষটি কে মনে পড়ে গেল আবার গানটি শুনতে আসছি
হায়রে প্রেম🤎
তখনকার দিনে এই গানটা রেড়িও তে শুনতাম।দিনগুলি কেমন করে হারিয়ে গেল???
ছোটবেলার সবথেকে প্রিয় গান। রেডিওতে বাজলেই বুকের ভেতরটা নাড়া দিত। এখনো সেই আগের মতোই পছন্দের। আমি আশিক তুমি প্রিয়া 😍❤
right
Right,,, ameo shunechi
Ah radio te Bangla movie ER onek gan shunechi, tar moddhe ei chobir gaan ekhono vulte parina
Nice
Nat to I and restaurant and
রাইট কধা বলচেন ভাই
কুমার শানু কবিতা কৃষ্ণমূর্তি এবং বাপ্পি লাহিড়ী যেন সোনায় সোহাগা করে বানিয়েছে গানটা
এসব গান শুনলে অবিরত ক্লান্ত মন অনেকটাই শান্ত হয়ে যায়, আমার হয় অন্যদের হয় কিনা জানিনা৷
Amr to klanto mon chonchol hoye jai ai type gaan sunle
Hoi vai
Khub sundhur
Ahere
2021 এ এই গানটা কে কে শুনছেন ছোটবেলায় রেডিওতে এই গানটা খুব শুনতাম
ami
আমি
Ami
এই গানটা অনেক আগে,
বাংলাদেশ বেতার রেডিও শুনতাম
মনে পরে গেলো সেই রেডিওর কথা,
nic
Same to you
Monay poray choto balai radio ta shontam
বুকটা আজও চিনচিন করে ওঠে
Right
তখন ক্লাস থ্রিতে পড়তাম।। গানগুলো অনেক বার শুনেছি,,,রেডিও তে। সিনেমাও দেখেছি। অসাধারণ ❤
সেম আমি ও তখন ক্লাস থ্রিতে পড়ছি
আর জীবনেও পাবো না এমন শিশুকাল
গোলাপের পাপড়িতে তুমি আছ হাসি মুখে,
ভ্রমরের গুঞ্জনে আমি
রংধনু সাত রঙয়ে আছ তুমি নীল আকাশে,
মাটির সবুজ বনে আমি....
কথাগুলো সত্যি হৃদয় ছুয়ে যায়💞
১৯৯২ এর আশিক প্রিয়া ছবির কালজয়ী গান।
আমার জন্মেরও আগেকার গান। আমার জন্ম ২২ আগস্ট ১৯৯৪.
এইটা তে অভিনয় কে করেচে
ছবি আশিক প্রিয়া পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম পৃথিবীর সেই বেলাতেও তোমার কাছে থাকবো কুমার শানু কবিতা কৃষ্ণবাতি মন ভোলানো গান হৃদয় নাচলে যেতে পারে না এই গানটি সবার হৃদয়ে মন কেড়ে নিয়েছে কন্ঠ কন্ঠ সঙ্গীত পরিচালক পরিচালক সবাই দারুন এক অভিনব মুখ সেই শৈশব দিনগুলি আর থাকে না এখন অন্যরকম দিন❤❤❤
রেডিও তে = বেবী লজেন্স সঙ্গীতমালা ও অনুরোধের আসরে কত যে এই গানটা শুনেছি। 90 দশকের খুব জনপ্রিয় একটা গান। তখন গান শোনার একমাত্র মাধ্যম ছিলো রেডিও আর ক্যাসেট প্লেয়ার। আমাদের প্যানাসনিক রেডিও ছিলো। সেটা ঘরের বারান্দায় চালিয়ে আমরা সবাই মিলে শুনতাম।
বেবী লজেন্স সংগীত মালা আমিও শুনতাম। আমার প্রিয় একটা অনুষ্ঠান ছিলো কারণ এই অনুষ্ঠানে ছায়াছবির সংলাপ সহ গান প্রচার করত
পুলক বন্দোপাধ্যায় ঢাকাই সিনেমার জন্য গান লিখেছেন, আজ জানলাম। সেই সাথে বাপ্পি লাহিড়ীর সুর। কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তির ভয়েস- সব মিলিয়ে একটা মহাযজ্ঞ।
তখন নতুন প্রেম হয়ে ছিল আমার । ক্লাশ টেনে পড়তাম । কি যে শান্তি লাগতো !! প্রেম টা মরে যায় , কিন্তু বেচে আছে সেই সময়ের সেই স্ৃতি জড়ানো মধুর গান টা !
Thanks
ami class 2 te portam jokhon sunecilam song ta
ছোটবেলায় দেখছি বড় আপুরা গানটা রেডিওতে শুনতো,খুবই সুন্দর এ গানটা।
😢😢
কত সালে??
গান সুনলে শৈসবের কথা মনে পড়ে। আশলে নব্বইয়ের গান সুনলে শৈশব মনে পড়ে।
রেডিওতে এই গানটা শোনার জন্যই মনে হয় অপেক্ষা করতাম।
Very nice my song
সেই পুরোন সময়গুলো অনেক মধুর ছিলো।
১৯৯৭-২০০০ সাল পর্যন্ত এই গান প্রতিদিন শুনেছি। বাংলাদেশের টাঙ্গাইল জেলা থেকে বলছি।
বিশ্বের সেরা গায়ক কুমার সানু ❤❤❤
আমাদের ভারতের যেসব গায়ক বাংলাদেশে ঐ সময় গেয়েছিল সে গুলো বিরাট হিট হয়েছিল যা আজও হিট ।বাপ্পি লাহিড়ীর music ছিলো ❤
তবে আমাদের বাংলাদেশে কলকাতার শিল্পীদের চমৎকার কিছু গান আছে যা কলকাতাও তারা গায়নি।
@@ShoburKhan-p8iসে গুলো তো আমাদের ভারতের গায়ক , ভারতের মিউজিক ডিরেক্টর ছিলো বলে
এ রকম গান যদি এখন হতো তাহলে এখনকার সিনেমা সবাই দেখত
Right email mosharaf500bangla@gmail.com
i men loving some
একদম ঠিক বলেছেন
রাইট
Ekdom
এই গান গুলো ছোট বেলায় রেডিওতে শুনতাম. আজও শুনি আমার মোবাইলে. কতইনা সারা ফেলেছিলো ভারত. বাংলাদেশে. যোগ যোগের উপহার এই গান 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
❤❤❤
ধন্যবাদ
আমার বাবা শুনেছেন , আমিও শুনেছি, আমার ছেলে ও শুনবে, তবুও পুরনো হবেনা
একদম ঠিক বলেছেন দাদা
্্
@@koushikbarman5821 ্্্
ঠিক বলেছেন... ভারত থেকে বলছি...
সহমত
কি যে ভাল লাগে গানটা, আমার ছোট বেলা আর রেডিও মাখানো স্মৃতি জুড়ে আছে। কি অসাধারণ কম্পোজিশন। শানু দা আর কবিতাকৃষ্ণমুর্তী জী এক কথায় অনবদ্য
ছোট্টবেলার স্মৃতি মনে পড়ে গেল ❤❤❤
90 দশকের সিনেমা বিংশ শতাব্দীতে এসে দেখলাম! গানগুলো সত্যিই অসাধারণ!!
90 doshok tomake onek dhonnobad .... tumi sarthok korecho dui deske
❤❤একটা সময় ছিল,ছায়াছন্দ বা রেডিওতে এ গান গুলো কত মনোযোগ দিয়ে শুনতাম। সিনেমা দেখার ইচ্ছে থাকলেও দেখা হতো না। স্মৃতিরপটে রয়ে গেল সেই হারানো দিন গুলো।❤
স্কুল থেকে এসে কোন রকম খেয়ে রেডিও নিয়ে বসতাম,,আর সন্ধ্যা পর্যন্ত এ গান গুলো শুনতাম। অদ্ভুত সুন্দর ছোটবেলা। ভাবলেই এখনো কান্না পায়।
Seta Ami kortam
আপনার থেকে বেশি আমি করতাম
@@mdismail2815 bvhjjķjjjjhlh
আমি আরো বেশি করতাম ভাই
Amio suntam
সত্য গান মানুষের মন ও অনুভূতির পরিবর্তন করে। চমৎকার 👏
এই আসিক প্রিয়া দেখার জন্য ১৫ জন বন্ধু মিলে কানাইপুর গিয়ে দেখেছি ফরিদপুর
Md. Jamil Pattider kanaipur kothay basa apnr?
হা আমিও কানাপুর দেখছি
Vai ami modukhali teke gacilam 😍😍 aha soisob😭
ছোট বেলায় বাংলাদেশ বেতারে অনেক শুনেছি! কে কে বেতারে শুনেছ?
এক মামাতো ভাই নাম আশিক...তাকে রাগানোর জন্য দিনে শতবারের বেশি গাইতাম৷ যতবার গাইতাম ততবার রেগে তেলে,বেগুনে জলে উঠতো। আহা...শৈশব!!! 😪
Lol
O
@@farjanabegum3002 hi
জীবনের কিন্তু সময় আসো সব কিছু মনে থাকলো কিছু করার নেই হয়তেও আমার জীবনে কিছুটা সুখ পাবে আমি কি
Childhood memories is always awesome bro 😍😍
আমি প্রতিদিন রেডিও খুলে অপেক্ষা করতাম। আহা সে দিনগুলোর কত আনন্দ ছিল। 💘💘💘
হ্যাঁ রেডিও তেই প্রথম শুনেছি তখন মনে হত আমার জন্যে হচ্ছে।এখন আমি একা শুনছি না দুনিয়ায় অনেক প্রিয়া আছে
Ha ha ha
Ha..ha
Hi
পুরনো দিনের এই গানটা সবার কাছে অনেক জনপ্রিয় , ৯০ দশকের যাদের জন্ম তারা সবাই লিজেন্ড , আগের দিনগুলো কত সুন্দর ছিল এই গানগুলো আমরা রেডিও তে শুনেছি, সবার কমেন্টগুলা অনেক স্মৃতি মধুর যে পড়তেই ভালো লাগছে , না ছিল ইন্টারনেট না ছিল ফোন সেই সময়টা ছিল এক অন্যরকম অনুভূতি , সেই দিনগুলো আর ফিরে পাবোনা 😢❤❤❤❤❤❤❤❤
পৃথিবীর শ্রেষ্ঠ শৈশব কৈশরটা আমরাই পেয়েছিলাম।।
ঠিক বলেছেন আমরা ভালোদিন পেয়েছি
Same kota taa bhabchilam
একদম সঠিক।আমরা সব কালই দেখলাম।
বরাবর
ছোট বেলায় রেডিওতে রাত ১০ টায় গানের ডালি শোনার জন্য মন টা কি যে ছটফট করতো!! কোথায় হারিয়ে গেল সেই সোনালী দিন!!!!
Prithibir sorotei ami tumr kachei chilam👌👌👌prithibir shesh belatei o kache thakbo💜💜💜 nice song....
৩১/১০/২০২৪ গানটি মনে পড়ে গেল... ❤
গান সুনার পাশাপশি সকলের কমেন্টস পড়তেই আমার বেশি ভাল লাগে।
আমার ভালো লাগে
Amaro valo lage
একদম ঠিক বলেছেন
আমি একজন ভারতীয় কিন্তু আমি সবসময় বাংলাদেশের গান শুনতে ভালবাসি আর সবসময় শুনি ছোটোতেও খুব শুনেছি ❤❤আমি আমার দাদাভাই মিলে রেডিও নিয়ে খুব ঝগড়া করতাম এখন আর কোনো অসুবিধে নেই। 😛এখন মন খুলে সারাদিন রাত এসব বই দেখি আর গান শুনি 💋💋
যফকয়দব
Hi
এই সব গান, কোনোদিন ভুলতে পারবোনা ❤❤❤
অসাধারণ এই গানে হিরো হিরোইন, কোরিওগ্রাফি, ডান্স এতোটাই বাঝে। গানটার সৌন্দর্য নষ্ট করে দিসে!
আগের দিন গুলো মনে পরে এই গান গুলো সুনলে
Oi shomoy etai shera chilo
Akdom thik
100% thik bolecho
এই সিনেমা ১৯৯৫ সালে দেখছি এবং জানুয়ারি ২০২৪ সালে স্মৃতি রেখে গেলাম।
অনেক পুরনো গান ,ফয়সাল আর ফারজানার কিংবদন্তি জুটি ছিল একসময় বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় জগতে, আশিক-প্রিয়া ,শুধু রেডিওতে শুনেছি তাও আজ থেকে কুড়ি বছর আগে ,মন মাতানো গান ,,,লাইক দিও সবাই,, উজ্জ্বল কুমার,, ভারত,, আগরা
1991 sona Radio ta suntam
আজ থেকে ৩০ বছর আগে আশিক প্রিয়া দেখেছিলাম, তখন আমি নতুন প্রেমে পড়েছি, আশিক প্রিয়া ছবির গানটি এত ভালো লাগতো আর ২০২৪ সালে এসে শুনলাম
যৌবনের উদ্দিপনায় কেটে যাওয়া সময়গুলো
ছোট্ট রেডিওটা স্কুল থেকে ফিরে চুপি চুপি এইসব গান গুলো শোনা রাতে দুর্বার প্রোগ্রাম আর রাত ১০ টাই সিনেমার গান এক ঘন্টা ইশ কি যে সময় ছিলো।
কিভাবে যেন এতো গুলো বছর কেটে গেছে।
গান গুলো আজও আগের মতোই মিষ্টি ❤।
১৯৯৩-৯৪ সালে শুনেছি অনেক
আজও জনপ্রিয়তা কমেনি একটুও
নায়ক ফয়সাল আর নায়িকা ফারহানা -তাদের আর কোন ছবিতে দেখা গেলোনা
Nepotism belongs together
Gaanta choto belai sunci,ajj hoyto 20 year por sunci ager motoi hridoy chuye jacce
Khub miss korci choto bela take.khub Valo chilo din gulo radio te gaan gulo bajto hoyto tokhon gaaner mane bujhtam na tobuo sunlei jeno khub Valo lagto kmon jeno akta feelings hoto
I miss choto bela.❤❤❤❤
বাংলাদেশী ফিলিম আর ইন্ডিয়ান music ডিরেক্টর আর সিঙ্গার সব মিলিয়ে সুপার হিট মুভি আর গান 1900এন্ড 2000 ওল্ড his গোল্ড ♥️♥️♥️♥️
Amar mone hoy apni 1990 likhte cheyechilen
Hi
রোডিওতে শুনেছি, তখন আমি ক্লাস ওয়ান এ পড়ি। গানটা শুনলাম, অন্য রকম অনুভূতি, আমি শিহরিত। ❤️❤️
যখন আমার বয়স আট তখন এই গান রেডিওও তে ঢাকা চ্যানেল থেকে শুনতাম ।এখন 32 আজোও শুনছি।
35year
এই গানটার বয়সেই তো ৩০ বছর
ভারত থেকে ----- শুনলেই মনেহয় রেডিওতে শুনছি।
এটা অনেক ভাল গান,,
সালমান শাহ র সিনেমার গান গুলো ধারাবাহিক ভাবে আপলোড দেন
আমার চ্যানেল টি একবার ঘুরে আসুন
Hi
উনি সালমান শাহ না
হাইরে সেই দিনগুলো
আর ফিরে আসবে না।
লাখ লাখ বারো এই গান গুলো শুনে গেলেও তবুও শুনতে ইচ্ছে করে।
আর এখন কার দুই দিনে ভাইরাল।
তিন দিন পর আর নেই 😅😅😅
বাসায় একটা অডিও ক্যাসেট ছিল (ফিতার যুগের কথা ), আমার বাবা শুনতো, আমি শুনতে শুনতে বাবা হলাম মানে বড় হলাম, এখন আমার 5 বছরের মেয়ে শুনছে, আশা করছি আমার 3 মাসের ব্যাটা আর একটু বড় হলে সে ও শুনবে,,,,,,
বেঁচে থাক পুরোনো গান যুগ যুগ
সেই ছোটবেলার প্রিয় গানগুলার মাঝে অন্যতম...! রেডিওতে সিনেমার গান শোনাকে এখনোও মিস করি।
বাংলাদেশ বেতার.... এক টুকরো শৈশব.....!
এই সিনেমার সবগুলি গান হৃদয়স্পর্শী....শৈশবে এক অপার্থিব শিহরণ জাগাতো।
প্রথমবারের মতো গানের ভিডিওটা দেখলাম।
শুধু গানে পুরো ছবি হিট করা একমাত্র কুমার শানু দার পক্ষেই সম্ভব
আহারে , রেডিওতে টপ অনুরোধের গান ছিল এটা, ,,
অনুরোধের আসর, গানের ডালি।
ছোটো বেলার কথা মনে পোড়ে গেলো আমি delhi থেকে
রেডিও বাংলাদেশের গানের ঢালি র সেরা গান গুলোর একটি
আহারে গান এখনো তাহার কথা মনে পড়ে যায় ১৪ বছর প্রেম ছিলো কিন্তু এক সাথে থাকা হলো না।১৯৯৭ থেকে ২০১১ প্রেম ছিলো।অথচ মনের ভিতরে তাহার অবস্থান। বাকি টা অভিনয় করে এখম চলতে হচ্ছে
২১০০ সালে যারা শুনবে তারা কুমার শানুর গান ভালো লাগে লাইক দিবে
Yes sunbo jodi jibita thaki
👍rajib balobashar ei gaan ti tomar amar ei gaan ti ami tomar jonno didicat korechi r k
যত ছবির অভিনয় দেখি শাবানার নিচে সবাই।শাবানার মতো কেউ নাই। চেহারার দিক থেকেও এবং অভিনয়ের দিক থেকেও
টিক
Yes
পিচ্চি ছিলাম আম্মুর সাথে সিনেমা হলে গিয়ে দেখছিলাম, গানটা দারুণ লাগে।
ইচ্ছে করছে, আবার সেই ছোট বেলায় ফিরে যেতে। কত রঙ্গিন ছিলো আমাদের সেই নানান রঙ্গের দিনগুলো। আমার বাবা চাচারা সবাই একই পরিবারভূক্ত ছিলাম। আমার ছোট চাচ্চুর মুখে গানটা সবসময় শুনতাম। এখন তো সেইদিন আর নেই। কেউ কাউকে দেখতে পারে না।
❤❤
এসব গানগুলো মাঝেমধ্যে শুনি মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় মনের কনফিডেন্স হারিয়ে গেলে আবার নতুন করে কোন ফিলিংস ফিরে আসে
সমায় ছিল স্বর্ণ যুগ,,,
কতই না মধুর দিন ছিল,,,
পই পরে,, সারে দশটাই রেডিও গান শুনতে কখন যে ঘুমিয়ে পরতাম,,সারারাত চলত রেডিও,, সকালে বা,,দাদা কতই না,, শাশান করত,,
মন চাই আবার যদি ফিরে যেতে পারতাম,,সেই স্বর্ণ যুগ
ওহুো আমি মুকধো
হলাম গান শুনে সেই ছোট বেলাই শুনছি
৭ মিনিটে মনে হলো আমি সেই আগের মতোই আছি ধন্যবাদ >