Prithibir Shurute Ami | পৃথিবীর শুরুতে আমি | Kumar Sanu & Kabita Krishnamurthy | Ashik Priya

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @ahmedsany2214
    @ahmedsany2214 3 роки тому +219

    কোথায় কিভাবে যেন শৈশব হারিয়ে গেলো বুঝতেই পারলাম না । রেডিও যুগের সবচেয়ে জনপ্রিয় গান ছিলো এই গান গুলো । তিন দশক পরেও এই গানের মজা একটুও কমেনি বরং এই গান গুলোই মাঝে মাঝে মনে করিয়ে দেয় শৈশবের সেই টিনের ঘর বাঁশের বেড়া ভেতরে কাঠের চকি একটি জানালা একটি পড়ার টেবিল এবং টেবিলের এক পাশে অলিম্পিক ব্যাটারি দিয়ে চালিত ততকালীন সময়ের খবর ও গান শোনার একমাত্র বাহন সেই রেডিওর কথা । গান গুলো ঠিকই আগের মতোই আছে, কিন্তু সেই টিনের চাল বাঁশের বেড়া দখিনা জানালা চকি এবং সেই মহা মুল্যবান রেডিও অনেক আগেই বিদায় নিয়েছে ! কারণ সময়ের সাথে মানুষের সব কিছুর পরিবর্তন হবে এটাই স্বাভাবিক, কিন্তু তখন কল্পণাও করিনি শৈশবের এই উচ্ছাস উদ্দাম উদ্দীপনা দুরন্তপনা এই আনন্দ এই সুখ জীবন থেকে দ্রতই বিদায় নেবে !

    • @rapelchakma
      @rapelchakma 11 місяців тому +2

      I love it song....

    • @salimreza6736
      @salimreza6736 10 місяців тому +3

      Stil i could not forget those memories,oh what was those dayes unbelievable.

    • @RKDKajal
      @RKDKajal 10 місяців тому +1

      ❤❤❤❤❤ real silam amra vi

    • @MD.MIJANURRAHMAN-c7g
      @MD.MIJANURRAHMAN-c7g 9 місяців тому +1

      Well said.nostalgic

    • @kamrulhassan2767
      @kamrulhassan2767 8 місяців тому

      রাইট

  • @md.hazratalisagar3213
    @md.hazratalisagar3213 7 місяців тому +28

    বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক গান❣️
    এমন গানের মৃত্যু নেই। এই জুটি, এমন গান আর জীবনেও হবেনা! গান সংশ্লিষ্ট সকলকেই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা 💞💞

  • @musahawlader8234
    @musahawlader8234 6 місяців тому +124

    ২০২৪ সালে এসে যারা গানটা শুনছেন,তারা একটা লাইক দিয়েন।

  • @mr.sekhar5949
    @mr.sekhar5949 3 роки тому +67

    কুমার শানু আর কবিতা কৃষ্ণমূর্তি এতো সুন্দর কণ্ঠ যে হৃদয়ে নাড়া দিয়ে যায়।😍😍😍❤️❤️❤️

  • @anikmusicstation232
    @anikmusicstation232 Рік тому +33

    এই গান কখনো হারাবেনা।।এই গানগুলি শুনলে সেই ছোট বেলার সৃতিতে ফিরে যাই।।কি সুন্দর ছিলো সে সব দিনগুলো।।

  • @sasthipandit2387
    @sasthipandit2387 10 місяців тому +32

    পুরানো দিনের কথা মনে পড়ে গেল আজ 2024 এই গানটি শুনে মন ভরে গেল। শানু দা তুমি অতুলনীয় । কোন কথা হবে না বস🙏🙏🙏

  • @islammdazijul2055
    @islammdazijul2055 Рік тому +158

    ওরা কারা যারা পুরানো দিনের গান গুলো পছন্দ করেন একটা লাইক দিয়ে যান

  • @Abdul_Momin-Shahzadpur
    @Abdul_Momin-Shahzadpur 3 роки тому +131

    তখনকার বাংলা গান হিন্দি গান, , সব গানই ছিল হৃদয় ছোয়া, ,,
    সুরকার গীতিকার, কণ্ঠশিল্পি বা সঙ্গীত পরিচালক, ,,
    সবাই ছিল পারদর্শী

    • @mdmamunhasan1797
      @mdmamunhasan1797 2 роки тому

      I'm

    • @mdkhairul2969
      @mdkhairul2969 2 роки тому

      এই ছবির নাম কি

    • @curiousculture1310
      @curiousculture1310 2 роки тому +1

      @@mdkhairul2969 আশিক প্রিয়া

    • @maishahomeoclinic5510
      @maishahomeoclinic5510 2 роки тому

      সুচন্দার ছেলে। উনি একটা ব্যান্ডের গিটারিস্ট। 1992 সালের ছবি। এই গানের বয়স 30 বছর। আমি তখন Six এ পড়তাম।

    • @shahjahangaibandha7977
      @shahjahangaibandha7977 6 місяців тому

      আমিও তখন ৬ষ্ঠ শ্রেণিতে পড়তাম!
      আহারে সেই সোনালী দিনগুলো!!

  • @samchuddohauday3837
    @samchuddohauday3837 3 роки тому +103

    ভাবা যায় আজ থেকে ৩০ বছর আগে এত আধুনিক গান। যা আজ ও আধুনিক।

    • @okeyaakternipa
      @okeyaakternipa Рік тому

      সঠিক কথা বলেছেন।

  • @rampadalohar2749
    @rampadalohar2749 3 роки тому +100

    ❤অসাধারণ কণ্ঠ দিয়েছেন কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি কলকাতার অহংকার,

    • @gopalmondal4527
      @gopalmondal4527 3 роки тому +2

      শুধু কলকাতার নয় সমগ্র ভারতের তথা বিশ্বের অহংকার।

    • @toahidulislamtrips1407
      @toahidulislamtrips1407 3 роки тому +3

      বাট উই বাংলাদেশ ডিসকোভারড কুমার শানু ফার্স্ট , মেইড বাই বাংলাদেশ কুমার শানু দা

    • @mdkhairul2969
      @mdkhairul2969 2 роки тому +1

      এই ছবির নাম কি

    • @ahmedsany2214
      @ahmedsany2214 2 роки тому +1

      @@mdkhairul2969 আশিক প্রিয়া

    • @md.aminulislam440
      @md.aminulislam440 2 роки тому

      @@gopalmondal4527 you have 0 up l

  • @tazninazaman2192
    @tazninazaman2192 5 років тому +128

    আমার পিচ্চিকালের অসম্ভব প্রিয় একটা গান। কতবার শুনেছি হিসাব নেই। থ্যাংকস অনুপম 😀😀

  • @aminurrahman1355
    @aminurrahman1355 3 роки тому +303

    যদি সেই দিন গুলি ফিরে পেতাম।রেডিওতে গান শোনা যে কত মজা।যারা শুনেছেন তারাই শুধু বোঝেন।

    • @mdfozlul5220
      @mdfozlul5220 2 роки тому +5

      আমার সনতোস রেডিও ছিলো। খুব মজা করে

    • @somaghosh1497
      @somaghosh1497 2 роки тому +1

      Thik kotha

    • @manojruidas6971
      @manojruidas6971 2 роки тому

      Darun bole6en boss

    • @askirali9208
      @askirali9208 2 роки тому +2

      আমি বুঝি বিশটা রেডিও বাজাই ছি
      ১৯৯৫ সালতেকে বাজাইয়া আসছি

    • @mdbellal1281
      @mdbellal1281 2 роки тому +5

      হ্যা আমার ও রেডিও ছিলো। ছোট বেলা থেকে এই গান গুলো শুনতাম অনুরোধের আসর গানের ডালি।

  • @heavendoor-o5o
    @heavendoor-o5o 4 місяці тому +11

    আমি সেই লিজেন্ড দের দেখতে চাই যারা এই গান এখনো ভালবাসে।

  • @BangkimBiswas-tg3td
    @BangkimBiswas-tg3td 7 місяців тому +17

    2024 সালে এসে কে কে গানটি শুনেছো অসাধারণ একটি গান কুমার সানুর গান আমার খুব প্রিয় পুরোনো দিনের গান 😢😢😢😢😢

  • @uttamkumar-md9ew
    @uttamkumar-md9ew 4 роки тому +51

    গানটির গীতিকার পুলক বন্দোপাধ্যায় (ভারত), শিল্পী কুমার সানু (ভারত) ও কবিতা কৃষ্ণমূর্তি (ভারত), সুরকার বাপ্পী লাহিড়ী (ভারত)। এমন গান শুধু মনকে দোলা দেয়।

    • @santusung
      @santusung 2 роки тому +5

      কুমার সানু আর বাপ্পি, দুইজনের পুর্বপুরুষই বাংলাদেশের। এমন গান তো দোলা দিবেই।

    • @mdballalhossan2429
      @mdballalhossan2429 2 роки тому +2

      @@santusung right

    • @mdkhairul2969
      @mdkhairul2969 2 роки тому +1

      এই ছবির নাম কি

    • @Fahriaeshita
      @Fahriaeshita 3 місяці тому

      আশিক প্রিয়া

    • @susantodhar1559
      @susantodhar1559 3 місяці тому

      হ্যাঁ খুব মায়া ভরা কন্ঠ কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তির❤❤❤

  • @jannatsikdar3910
    @jannatsikdar3910 4 роки тому +92

    এ ধরনের গান কোন দিন পুরোনো হবে না আগে ছিলো এখোনো আছে ভবিষ্যৎ থাকবে

    • @mdkhairul2969
      @mdkhairul2969 2 роки тому

      এই ছবির নাম কি

    • @hmsanvihasan281
      @hmsanvihasan281 2 роки тому

      @@mdkhairul2969 ছবির নাম আশিক প্রিয়া

  • @zobaershomon8008
    @zobaershomon8008 4 роки тому +13

    কোথায় গেল সেই সোনালী দিনগুলো। এভাবে হারিয়ে যাবে ভাবতে পারিনি। অনেক কষ্টে ১-২ টাকা করে জমিয়ে সেই টাকা দিয়ে বন্ধুরা মিলে সিনেমা হলে সিনেমা দেখতে যেতাম। কতনা মধুময় ছিল দিনগুলো। কত আবেগ ছিল তখন।

    • @mdjashimuddinjashim9608
      @mdjashimuddinjashim9608 3 роки тому +2

      আমাদের অতীত কত সুন্দর ছিল, কোন অশান্তি ছিল না।কেউ কাউকে ঠকানের চিন্তা করতো না।

    • @zobaershomon8008
      @zobaershomon8008 3 роки тому

      @@mdjashimuddinjashim9608 আসলেই তাই। বর্তমান সময়ে এসব কল্পনাও করা যায়না। আমরা যে আবেগ আর ভালবাসা দিয়ে বাংলা মৌলিক সিনেমা উপভোগ করতাম তা বর্তমান সময়ের ছেলে মেয়েদের কাছে স্বপ্ন।

    • @mridulahmed1791
      @mridulahmed1791 2 місяці тому

      মনে চায় আবারও ছেলে বেলায় ফিরে যাই।

  • @asikulalam1590
    @asikulalam1590 4 роки тому +94

    আমি ভারতের পশ্চিমবঙ্গের Murshidabad থেকে বলছি আমি স্কুল, থেকে এসে বাজাতে লাগতাম। সেই রেডিও আর নেই । সময়টা ছিল ২০০৩-৭' সালের স্মৃতি।

    • @shafiqahmed7789
      @shafiqahmed7789 3 роки тому +5

      অামি বাংলাদেশের রাজশাহী থেকে,৯০ দিকের গান গুলি শুনলে বুক ধুক ধুক করে।

    • @mdshahrulhasansohelrana9143
      @mdshahrulhasansohelrana9143 2 роки тому +3

      আমি বাংলাদেশের মানিকগঞ্জ থেকে বলছি,ছোটবেলায় রেডিওতে শুনতাম।তারপর সেই যে সময় গেলো আর এলো না।কত সুন্দর মধুর সময় ছিল তখন।

    • @ssmmbangla6086
      @ssmmbangla6086 2 роки тому +2

      Hi

    • @ssmmbangla6086
      @ssmmbangla6086 2 роки тому +2

      Hi

    • @rahulamin7359
      @rahulamin7359 2 роки тому +1

      1998 -2002

  • @nilimadas3743
    @nilimadas3743 2 роки тому +31

    সেই ছোটবেলা থেকেই এই গানটি গাইতে গাইতে এখনো গাই। ভুলতে পারিনি আজও। আশিক প্রিয়া ছবিটির প্রত্যেকটি গানই শ্রুতি মধুর।

  • @rahmanmoti
    @rahmanmoti 3 роки тому +22

    গোলাপের পাপড়িতে তুমি আছো হাসিমুখে
    ভ্রমরের গুঞ্জনে আমি...♥♪

  • @ferozmahmud25
    @ferozmahmud25 2 роки тому +32

    পুরোনো দিনের কথা মনে পরলে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। যদি আবারও সেই দিন গুলো পেতাম। 23-12-2022

  • @biswaranjanmaity9583
    @biswaranjanmaity9583 Місяць тому +1

    এই গান কখনো হারাবেনা।।এই গানগুলি শুনলে সেই ছোট বেলার সৃতিতে ফিরে যাই।কুমার শানু আর কবিতা কৃষ্ণমূর্তি এতো সুন্দর কণ্ঠ যে হৃদয়ে নাড়া দিয়ে যায়।

  • @shantaislam9867
    @shantaislam9867 5 років тому +47

    গানের কথাগুলো চমৎকার...!!! ছোটবেলা এই গানগুলো খুব শুনতাম। আমারতো পুরো মুখস্ত... :-D

    • @MdSujon-vy2gv
      @MdSujon-vy2gv 4 роки тому +1

      রাইট

    • @subhadipgoswami7134
      @subhadipgoswami7134 4 роки тому

      😂😂😂😂😂🙏

    • @azaharhossain4783
      @azaharhossain4783 2 роки тому

      মেডাম সেই দিন আর আসবেনা। তখন আমি টিনেজার যখন এই ছবি মুক্তি পায়।আশিক প্রিয়া।অসাধারণ একটা ছবি।গোটা দেশে আলোড়ন তৈরি করেছিলো।আজ সব অতীত। ভালো থাকবেন ধন্যবাদ।

    • @Malatv-c2r
      @Malatv-c2r 2 роки тому

      এখন কি বেশি বড় হয়ে গেছেন🇷🇴🇲🇱💜💜

  • @dazzletheone164
    @dazzletheone164 8 місяців тому +2

    সুন্দর একটা গান 🎉❤❤❤❤🎉

  • @palashdebnath6771
    @palashdebnath6771 5 років тому +55

    কুমার শানু কবিতা কৃষ্ণ মূর্তির এই গানটি আমার খুব প্রিয় ছিল,বাংলাদেশ থেকে কেশেট কিনে এনে ছিলাম,আজ হাতের নাগালে পেয়ে গেছি,ধন্যবাদ,

  • @akaidikra
    @akaidikra Місяць тому +2

    কুমার শানুর শানুর কণ্ঠের মত এত মধুর আমার ভাল লাগা যত গান আছে তার প্রায় 80% কুমার শানুর গাওযা । কবিতার পারফরম্যন্স ও দারুণ হয়েছে ।

  • @rostom9779
    @rostom9779 5 років тому +113

    1990থেকে 2000 সাল সোনালি দিনের সব কিছু ছিল বেটার শুরুকার গিতিকার ফ্লিম গান নাওক নাইকা

  • @susantodhar1559
    @susantodhar1559 3 місяці тому +4

    24/09/2024 প্রিয় মানুষটি কে মনে পড়ে গেল আবার গানটি শুনতে আসছি

    • @hossainsorowar
      @hossainsorowar 2 місяці тому

      হায়রে প্রেম🤎

  • @AbuSayed-pd7nt
    @AbuSayed-pd7nt 2 місяці тому +1

    তখনকার দিনে এই গানটা রেড়িও তে শুনতাম।দিনগুলি কেমন করে হারিয়ে গেল???

  • @ornobsdaily
    @ornobsdaily 6 років тому +125

    ছোটবেলার সবথেকে প্রিয় গান। রেডিওতে বাজলেই বুকের ভেতরটা নাড়া দিত। এখনো সেই আগের মতোই পছন্দের। আমি আশিক তুমি প্রিয়া 😍❤

  • @animeshray1487
    @animeshray1487 4 роки тому +39

    কুমার শানু কবিতা কৃষ্ণমূর্তি এবং বাপ্পি লাহিড়ী যেন সোনায় সোহাগা করে বানিয়েছে গানটা

  • @mamumali3922
    @mamumali3922 5 років тому +64

    এসব গান শুনলে অবিরত ক্লান্ত মন অনেকটাই শান্ত হয়ে যায়, আমার হয় অন্যদের হয় কিনা জানিনা৷

  • @100miles26
    @100miles26 3 роки тому +66

    2021 এ এই গানটা কে কে শুনছেন ছোটবেলায় রেডিওতে এই গানটা খুব শুনতাম

  • @rajuhsn834
    @rajuhsn834 6 років тому +197

    এই গানটা অনেক আগে,
    বাংলাদেশ বেতার রেডিও শুনতাম
    মনে পরে গেলো সেই রেডিওর কথা,

  • @ShahidulIslam-gw4ze
    @ShahidulIslam-gw4ze Рік тому +8

    তখন ক্লাস থ্রিতে পড়তাম।। গানগুলো অনেক বার শুনেছি,,,রেডিও তে। সিনেমাও দেখেছি। অসাধারণ ❤

    • @sumonrudra3830
      @sumonrudra3830 Рік тому

      সেম আমি ও তখন ক্লাস থ্রিতে পড়ছি

  • @MdShipon-q6w
    @MdShipon-q6w 5 місяців тому +7

    আর জীবনেও পাবো না এমন শিশুকাল

  • @jahirulquayyum4094
    @jahirulquayyum4094 13 днів тому

    গোলাপের পাপড়িতে তুমি আছ হাসি মুখে,
    ভ্রমরের গুঞ্জনে আমি
    রংধনু সাত রঙয়ে আছ তুমি নীল আকাশে,
    মাটির সবুজ বনে আমি....
    কথাগুলো সত্যি হৃদয় ছুয়ে যায়💞

  • @awalhossen748
    @awalhossen748 3 роки тому +16

    ১৯৯২ এর আশিক প্রিয়া ছবির কালজয়ী গান।

    • @Md.HasibulHasan-lm1pf
      @Md.HasibulHasan-lm1pf 3 місяці тому

      আমার জন্মেরও আগেকার গান। আমার জন্ম ২২ আগস্ট ১৯৯৪.

    • @ShahidShahid-sv9fd
      @ShahidShahid-sv9fd 29 днів тому

      এইটা তে অভিনয় কে করেচে

  • @EmranKhan-c3z
    @EmranKhan-c3z 3 місяці тому +1

    ছবি আশিক প্রিয়া পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম পৃথিবীর সেই বেলাতেও তোমার কাছে থাকবো কুমার শানু কবিতা কৃষ্ণবাতি মন ভোলানো গান হৃদয় নাচলে যেতে পারে না এই গানটি সবার হৃদয়ে মন কেড়ে নিয়েছে কন্ঠ কন্ঠ সঙ্গীত পরিচালক পরিচালক সবাই দারুন এক অভিনব মুখ সেই শৈশব দিনগুলি আর থাকে না এখন অন্যরকম দিন❤❤❤

  • @ashrafulalamzinna1110
    @ashrafulalamzinna1110 2 роки тому +17

    রেডিও তে = বেবী লজেন্স সঙ্গীতমালা ও অনুরোধের আসরে কত যে এই গানটা শুনেছি। 90 দশকের খুব জনপ্রিয় একটা গান। তখন গান শোনার একমাত্র মাধ্যম ছিলো রেডিও আর ক্যাসেট প্লেয়ার। আমাদের প্যানাসনিক রেডিও ছিলো। সেটা ঘরের বারান্দায় চালিয়ে আমরা সবাই মিলে শুনতাম।

    • @shamimasraf8002
      @shamimasraf8002 Місяць тому

      বেবী লজেন্স সংগীত মালা আমিও শুনতাম। আমার প্রিয় একটা অনুষ্ঠান ছিলো কারণ এই অনুষ্ঠানে ছায়াছবির সংলাপ সহ গান প্রচার করত

  • @EnglishwithShariful70
    @EnglishwithShariful70 9 місяців тому +1

    পুলক বন্দোপাধ্যায় ঢাকাই সিনেমার জন্য গান লিখেছেন, আজ জানলাম। সেই সাথে বাপ্পি লাহিড়ীর সুর। কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তির ভয়েস- সব মিলিয়ে একটা মহাযজ্ঞ।

  • @apple-qx7kt
    @apple-qx7kt 4 роки тому +149

    তখন নতুন প্রেম হয়ে ছিল আমার । ক্লাশ টেনে পড়তাম । কি যে শান্তি লাগতো !! প্রেম টা মরে যায় , কিন্তু বেচে আছে সেই সময়ের সেই স্ৃতি জড়ানো মধুর গান টা !

    • @asifansari1870
      @asifansari1870 4 роки тому +3

      Thanks

    • @ashikrahman3399
      @ashikrahman3399 4 роки тому +1

      ami class 2 te portam jokhon sunecilam song ta

    • @meherunnesaruna4162
      @meherunnesaruna4162 3 роки тому +1

      ছোটবেলায় দেখছি বড় আপুরা গানটা রেডিওতে শুনতো,খুবই সুন্দর এ গানটা।

    • @mdnurulhoq5954
      @mdnurulhoq5954 3 роки тому

      😢😢

    • @MstMaria-be9oh
      @MstMaria-be9oh 3 роки тому +1

      কত সালে??

  • @MouKhan-w1p
    @MouKhan-w1p 9 місяців тому +2

    গান সুনলে শৈসবের কথা মনে পড়ে। আশলে নব্বইয়ের গান সুনলে শৈশব মনে পড়ে।

  • @anamahmed5817
    @anamahmed5817 5 років тому +52

    রেডিওতে এই গানটা শোনার জন্যই মনে হয় অপেক্ষা করতাম।

    • @HassanKhan-ql7hy
      @HassanKhan-ql7hy 4 роки тому

      Very nice my song

    • @Sohel-e1w
      @Sohel-e1w 3 роки тому

      সেই পুরোন সময়গুলো অনেক মধুর ছিলো।

  • @khandakernipunhossain170
    @khandakernipunhossain170 7 місяців тому +3

    ১৯৯৭-২০০০ সাল পর্যন্ত এই গান প্রতিদিন শুনেছি। বাংলাদেশের টাঙ্গাইল জেলা থেকে বলছি।

  • @licofindia5763
    @licofindia5763 Місяць тому +1

    বিশ্বের সেরা গায়ক কুমার সানু ❤❤❤

  • @deepmusic1826
    @deepmusic1826 Рік тому +6

    আমাদের ভারতের যেসব গায়ক বাংলাদেশে ঐ সময় গেয়েছিল সে গুলো বিরাট হিট হয়েছিল যা আজও হিট ।বাপ্পি লাহিড়ীর music ছিলো ❤

    • @ShoburKhan-p8i
      @ShoburKhan-p8i 3 місяці тому

      তবে আমাদের বাংলাদেশে কলকাতার শিল্পীদের চমৎকার কিছু গান আছে যা কলকাতাও তারা গায়নি।

    • @deepmusic1826
      @deepmusic1826 2 місяці тому

      ​@@ShoburKhan-p8iসে গুলো তো আমাদের ভারতের গায়ক , ভারতের মিউজিক ডিরেক্টর ছিলো বলে

  • @suraiyasuborna4730
    @suraiyasuborna4730 5 років тому +112

    এ রকম গান যদি এখন হতো তাহলে এখনকার সিনেমা সবাই দেখত

  • @sabujhsathi9860
    @sabujhsathi9860 4 роки тому +6

    এই গান গুলো ছোট বেলায় রেডিওতে শুনতাম. আজও শুনি আমার মোবাইলে. কতইনা সারা ফেলেছিলো ভারত. বাংলাদেশে. যোগ যোগের উপহার এই গান 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @shimulmridhaabir1303
    @shimulmridhaabir1303 5 років тому +236

    আমার বাবা শুনেছেন , আমিও শুনেছি, আমার ছেলে ও শুনবে, তবুও পুরনো হবেনা

  • @monajitmajumdar5891
    @monajitmajumdar5891 4 роки тому +16

    কি যে ভাল লাগে গানটা, আমার ছোট বেলা আর রেডিও মাখানো স্মৃতি জুড়ে আছে। কি অসাধারণ কম্পোজিশন। শানু দা আর কবিতাকৃষ্ণমুর্তী জী এক কথায় অনবদ্য

  • @sohelfrance89
    @sohelfrance89 3 місяці тому +2

    ছোট্টবেলার স্মৃতি মনে পড়ে গেল ❤❤❤

  • @babulsarder8052
    @babulsarder8052 4 роки тому +9

    90 দশকের সিনেমা বিংশ শতাব্দীতে এসে দেখলাম! গানগুলো সত্যিই অসাধারণ!!

  • @enamulhoque514
    @enamulhoque514 3 роки тому +1

    90 doshok tomake onek dhonnobad .... tumi sarthok korecho dui deske

  • @tarapalma-uj9cn
    @tarapalma-uj9cn Рік тому +2

    ❤❤একটা সময় ছিল,ছায়াছন্দ বা রেডিওতে এ গান গুলো কত মনোযোগ দিয়ে শুনতাম। সিনেমা দেখার ইচ্ছে থাকলেও দেখা হতো না। স্মৃতিরপটে রয়ে গেল সেই হারানো দিন গুলো।❤

  • @Shocking_Editx7532
    @Shocking_Editx7532 4 роки тому +67

    স্কুল থেকে এসে কোন রকম খেয়ে রেডিও নিয়ে বসতাম,,আর সন্ধ্যা পর্যন্ত এ গান গুলো শুনতাম। অদ্ভুত সুন্দর ছোটবেলা। ভাবলেই এখনো কান্না পায়।

  • @manobendrochakraborty2267
    @manobendrochakraborty2267 2 роки тому +8

    সত্য গান মানুষের মন ও অনুভূতির পরিবর্তন করে। চমৎকার 👏

  • @md.jamilpattider7997
    @md.jamilpattider7997 6 років тому +52

    এই আসিক প্রিয়া দেখার জন্য ১৫ জন বন্ধু মিলে কানাইপুর গিয়ে দেখেছি ফরিদপুর

    • @iloveu5729
      @iloveu5729 4 роки тому

      Md. Jamil Pattider kanaipur kothay basa apnr?

    • @oldisgold22040
      @oldisgold22040 4 роки тому +1

      হা আ‌মিও কানাপুর দেখ‌ছি

    • @gourobbiswas7605
      @gourobbiswas7605 3 роки тому

      Vai ami modukhali teke gacilam 😍😍 aha soisob😭

  • @soheltutul
    @soheltutul 3 роки тому +6

    ছোট বেলায় বাংলাদেশ বেতারে অনেক শুনেছি! কে কে বেতারে শুনেছ?

  • @mohammedmonir-ulhoque3123
    @mohammedmonir-ulhoque3123 4 роки тому +81

    এক মামাতো ভাই নাম আশিক...তাকে রাগানোর জন্য দিনে শতবারের বেশি গাইতাম৷ যতবার গাইতাম ততবার রেগে তেলে,বেগুনে জলে উঠতো। আহা...শৈশব!!! 😪

    • @farjanabegum3002
      @farjanabegum3002 3 роки тому +1

      Lol

    • @latadas5553
      @latadas5553 3 роки тому +2

      O

    • @salmanshahfans8391
      @salmanshahfans8391 3 роки тому

      @@farjanabegum3002 hi

    • @পাহারনদী
      @পাহারনদী 3 роки тому

      জীবনের কিন্তু সময় আসো সব কিছু মনে থাকলো কিছু করার নেই হয়তেও আমার জীবনে কিছুটা সুখ পাবে আমি কি

    • @gourobbiswas7605
      @gourobbiswas7605 3 роки тому

      Childhood memories is always awesome bro 😍😍

  • @mintumistry5373
    @mintumistry5373 Рік тому +2

    আমি প্রতিদিন রেডিও খুলে অপেক্ষা করতাম। আহা সে দিনগুলোর কত আনন্দ ছিল। 💘💘💘

  • @rojinaafsana911
    @rojinaafsana911 5 років тому +45

    হ্যাঁ রেডিও তেই প্রথম শুনেছি তখন মনে হত আমার জন্যে হচ্ছে।এখন আমি একা শুনছি না দুনিয়ায় অনেক প্রিয়া আছে

  • @bdenter1063
    @bdenter1063 2 місяці тому

    পুরনো দিনের এই গানটা সবার কাছে অনেক জনপ্রিয় , ৯০ দশকের যাদের জন্ম তারা সবাই লিজেন্ড , আগের দিনগুলো কত সুন্দর ছিল এই গানগুলো আমরা রেডিও তে শুনেছি, সবার কমেন্টগুলা অনেক স্মৃতি মধুর যে পড়তেই ভালো লাগছে , না ছিল ইন্টারনেট না ছিল ফোন সেই সময়টা ছিল এক অন্যরকম অনুভূতি , সেই দিনগুলো আর ফিরে পাবোনা 😢❤❤❤❤❤❤❤❤

  • @shahanurhossain9876
    @shahanurhossain9876 2 роки тому +34

    পৃথিবীর শ্রেষ্ঠ শৈশব কৈশরটা আমরাই পেয়েছিলাম।।

    • @mdsanisarkar4149
      @mdsanisarkar4149 2 роки тому +1

      ঠিক বলেছেন আমরা ভালোদিন পেয়েছি

    • @SohailKhansWorld
      @SohailKhansWorld 2 роки тому +1

      Same kota taa bhabchilam

    • @Astha.........
      @Astha......... 8 місяців тому

      একদম সঠিক।আমরা সব কালই দেখলাম।

    • @sumanbarua2500
      @sumanbarua2500 2 місяці тому

      বরাবর

  • @MonirulIslam-dh5ff
    @MonirulIslam-dh5ff 6 місяців тому +1

    ছোট বেলায় রেডিওতে রাত ১০ টায় গানের ডালি শোনার জন্য মন টা কি যে ছটফট করতো!! কোথায় হারিয়ে গেল সেই সোনালী দিন!!!!

  • @iloveuallah5442
    @iloveuallah5442 6 років тому +11

    Prithibir sorotei ami tumr kachei chilam👌👌👌prithibir shesh belatei o kache thakbo💜💜💜 nice song....

  • @tepukuriatigersbd
    @tepukuriatigersbd 2 місяці тому +2

    ৩১/১০/২০২৪ গানটি মনে পড়ে গেল... ❤

  • @রংধনুটিভি-ধ৩ঠ

    গান সুনার পাশাপশি সকলের কমেন্টস পড়তেই আমার বেশি ভাল লাগে।

  • @mistimon2802
    @mistimon2802 3 роки тому +7

    আমি একজন ভারতীয় কিন্তু আমি সবসময় বাংলাদেশের গান শুনতে ভালবাসি আর সবসময় শুনি ছোটোতেও খুব শুনেছি ❤❤আমি আমার দাদাভাই মিলে রেডিও নিয়ে খুব ঝগড়া করতাম এখন আর কোনো অসুবিধে নেই। 😛এখন মন খুলে সারাদিন রাত এসব বই দেখি আর গান শুনি 💋💋

  • @Rocksukdeb
    @Rocksukdeb 14 днів тому +1

    এই সব গান, কোনোদিন ভুলতে পারবোনা ❤❤❤

  • @taimulislam4380
    @taimulislam4380 5 років тому +32

    অসাধারণ এই গানে হিরো হিরোইন, কোরিওগ্রাফি, ডান্স এতোটাই বাঝে। গানটার সৌন্দর্য নষ্ট করে দিসে!

  • @zahidulhasan8832
    @zahidulhasan8832 11 місяців тому +1

    এই সিনেমা ১৯৯৫ সালে দেখছি এবং জানুয়ারি ২০২৪ সালে স্মৃতি রেখে গেলাম।

  • @dr.bangali3222
    @dr.bangali3222 4 роки тому +75

    অনেক পুরনো গান ,ফয়সাল আর ফারজানার কিংবদন্তি জুটি ছিল একসময় বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় জগতে, আশিক-প্রিয়া ,শুধু রেডিওতে শুনেছি তাও আজ থেকে কুড়ি বছর আগে ,মন মাতানো গান ,,,লাইক দিও সবাই,, উজ্জ্বল কুমার,, ভারত,, আগরা

  • @واليدواليد-ه5س
    @واليدواليد-ه5س 9 місяців тому +1

    আজ থেকে ৩০ বছর আগে আশিক প্রিয়া দেখেছিলাম, তখন আমি নতুন প্রেমে পড়েছি, আশিক প্রিয়া ছবির গানটি এত ভালো লাগতো আর ২০২৪ সালে এসে শুনলাম

  • @mdsorifulhaq
    @mdsorifulhaq 6 місяців тому +4

    যৌবনের উদ্দিপনায় কেটে যাওয়া সময়গুলো
    ছোট্ট রেডিওটা স্কুল থেকে ফিরে চুপি চুপি এইসব গান গুলো শোনা রাতে দুর্বার প্রোগ্রাম আর রাত ১০ টাই সিনেমার গান এক ঘন্টা ইশ কি যে সময় ছিলো।
    কিভাবে যেন এতো গুলো বছর কেটে গেছে।
    গান গুলো আজও আগের মতোই মিষ্টি ❤।

  • @SumiAkter-ls2sp
    @SumiAkter-ls2sp 7 місяців тому +2

    ১৯৯৩-৯৪ সালে শুনেছি অনেক
    আজও জনপ্রিয়তা কমেনি একটুও

  • @shamimhera5043
    @shamimhera5043 4 роки тому +9

    নায়ক ফয়সাল আর নায়িকা ফারহানা -তাদের আর কোন ছবিতে দেখা গেলোনা

  • @ArifaYesminAkhi-p8j
    @ArifaYesminAkhi-p8j 5 місяців тому +1

    Gaanta choto belai sunci,ajj hoyto 20 year por sunci ager motoi hridoy chuye jacce
    Khub miss korci choto bela take.khub Valo chilo din gulo radio te gaan gulo bajto hoyto tokhon gaaner mane bujhtam na tobuo sunlei jeno khub Valo lagto kmon jeno akta feelings hoto
    I miss choto bela.❤❤❤❤

  • @sezavideochanel1478
    @sezavideochanel1478 5 років тому +5

    বাংলাদেশী ফিলিম আর ইন্ডিয়ান music ডিরেক্টর আর সিঙ্গার সব মিলিয়ে সুপার হিট মুভি আর গান 1900এন্ড 2000 ওল্ড his গোল্ড ♥️♥️♥️♥️

  • @khondakarataharali3120
    @khondakarataharali3120 3 місяці тому

    রোডিওতে শুনেছি, তখন আমি ক্লাস ওয়ান এ পড়ি। গানটা শুনলাম, অন্য রকম অনুভূতি, আমি শিহরিত। ❤️❤️

  • @banshikarkamkarraj4
    @banshikarkamkarraj4 3 роки тому +6

    যখন আমার বয়স আট তখন এই গান রেডিওও তে ঢাকা চ্যানেল থেকে শুনতাম ।এখন 32 আজোও শুনছি।

  • @hiranmaybiswas8755
    @hiranmaybiswas8755 6 місяців тому +1

    ভারত থেকে ----- শুনলেই মনেহয় রেডিওতে শুনছি।

  • @arifurrahmantutul9900
    @arifurrahmantutul9900 6 років тому +22

    এটা অনেক ভাল গান,,
    সালমান শাহ র সিনেমার গান গুলো ধারাবাহিক ভাবে আপলোড দেন

    • @teermaster5490
      @teermaster5490 6 років тому

      আমার চ‍্যানেল টি একবার ঘুরে আসুন

    • @montropower9315
      @montropower9315 4 роки тому

      Hi

    • @abulkhanabul2894
      @abulkhanabul2894 3 роки тому

      উনি সালমান শাহ না

  • @mdmostafizsobuj4668
    @mdmostafizsobuj4668 2 місяці тому

    হাইরে সেই দিনগুলো
    আর ফিরে আসবে না।
    লাখ লাখ বারো এই গান গুলো শুনে গেলেও তবুও শুনতে ইচ্ছে করে।
    আর এখন কার দুই দিনে ভাইরাল।
    তিন দিন পর আর নেই 😅😅😅

  • @ronjonroy9458
    @ronjonroy9458 4 роки тому +10

    বাসায় একটা অডিও ক্যাসেট ছিল (ফিতার যুগের কথা ), আমার বাবা শুনতো, আমি শুনতে শুনতে বাবা হলাম মানে বড় হলাম, এখন আমার 5 বছরের মেয়ে শুনছে, আশা করছি আমার 3 মাসের ব্যাটা আর একটু বড় হলে সে ও শুনবে,,,,,,
    বেঁচে থাক পুরোনো গান যুগ যুগ

  • @ummahskitchenbd
    @ummahskitchenbd 3 місяці тому

    সেই ছোটবেলার প্রিয় গানগুলার মাঝে অন্যতম...! রেডিওতে সিনেমার গান শোনাকে এখনোও মিস করি।

  • @riazhossain2369
    @riazhossain2369 5 років тому +14

    বাংলাদেশ বেতার.... এক টুকরো শৈশব.....!
    এই সিনেমার সবগুলি গান হৃদয়স্পর্শী....শৈশবে এক অপার্থিব শিহরণ জাগাতো।
    প্রথমবারের মতো গানের ভিডিওটা দেখলাম।

  • @খোঁজখবর-স২হ
    @খোঁজখবর-স২হ 9 місяців тому +1

    শুধু গানে পুরো ছবি হিট করা একমাত্র কুমার শানু দার পক্ষেই সম্ভব

  • @Abdul_Momin-Shahzadpur
    @Abdul_Momin-Shahzadpur 3 роки тому +3

    আহারে , রেডিওতে টপ অনুরোধের গান ছিল এটা, ,,
    অনুরোধের আসর, গানের ডালি।

  • @SandeepKumar-jk3ol
    @SandeepKumar-jk3ol 10 місяців тому +1

    ছোটো বেলার কথা মনে পোড়ে গেলো আমি delhi থেকে

  • @LM10MEHEDI
    @LM10MEHEDI 5 років тому +11

    রেডিও বাংলাদেশের গানের ঢালি র সেরা গান গুলোর একটি

  • @manirulislam3217
    @manirulislam3217 2 місяці тому

    আহারে গান এখনো তাহার কথা মনে পড়ে যায় ১৪ বছর প্রেম ছিলো কিন্তু এক সাথে থাকা হলো না।১৯৯৭ থেকে ২০১১ প্রেম ছিলো।অথচ মনের ভিতরে তাহার অবস্থান। বাকি টা অভিনয় করে এখম চলতে হচ্ছে

  • @hridaychakma4175
    @hridaychakma4175 4 роки тому +14

    ২১০০ সালে যারা শুনবে তারা কুমার শানুর গান ভালো লাগে লাইক দিবে

  • @kohinoork6760
    @kohinoork6760 2 роки тому +1

    👍rajib balobashar ei gaan ti tomar amar ei gaan ti ami tomar jonno didicat korechi r k

  • @fahimaakternipa6934
    @fahimaakternipa6934 5 років тому +12

    যত ছবির অভিনয় দেখি শাবানার নিচে সবাই।শাবানার মতো কেউ নাই। চেহারার দিক থেকেও এবং অভিনয়ের দিক থেকেও

  • @mahimoon2346
    @mahimoon2346 4 роки тому +4

    পিচ্চি ছিলাম আম্মুর সাথে সিনেমা হলে গিয়ে দেখছিলাম, গানটা দারুণ লাগে।

  • @humayunkabirfatickchari6560
    @humayunkabirfatickchari6560 4 роки тому +4

    ইচ্ছে করছে, আবার সেই ছোট বেলায় ফিরে যেতে। কত রঙ্গিন ছিলো আমাদের সেই নানান রঙ্গের দিনগুলো। আমার বাবা চাচারা সবাই একই পরিবারভূক্ত ছিলাম। আমার ছোট চাচ্চুর মুখে গানটা সবসময় শুনতাম। এখন তো সেইদিন আর নেই। কেউ কাউকে দেখতে পারে না।

  • @AlaminPrince-q5c
    @AlaminPrince-q5c 2 місяці тому

    এসব গানগুলো মাঝেমধ্যে শুনি মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় মনের কনফিডেন্স হারিয়ে গেলে আবার নতুন করে কোন ফিলিংস ফিরে আসে

  • @পুরনোদিনেরগান-স৩ত

    সমায় ছিল স্বর্ণ যুগ,,,
    কতই না মধুর দিন ছিল,,,
    পই পরে,, সারে দশটাই রেডিও গান শুনতে কখন যে ঘুমিয়ে পরতাম,,সারারাত চলত রেডিও,, সকালে বা,,দাদা কতই না,, শাশান করত,,
    মন চাই আবার যদি ফিরে যেতে পারতাম,,সেই স্বর্ণ যুগ

  • @nirobghosh11
    @nirobghosh11 2 роки тому +1

    ওহুো আমি মুকধো
    হলাম গান শুনে সেই ছোট বেলাই শুনছি
    ৭ মিনিটে মনে হলো আমি সেই আগের মতোই আছি ধন্যবাদ >